Sama Zikir। Allaho।মুর্শিদ যারে দয়া করে, মরা গাছে ফুল গো ফুঁটে। সামা জিকির। আল্লাহু

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • বিসমিল্লাহির রহমানের রাহিম......পরম করুনাময় আল্লাহর নামে.........
    শাফায়াত আরবী শব্দ, অর্থ সুপারিশ, শাফা'য়াত, মধ্যস্থতা।
    হে রাসুল (সাঃ) যদি তারা নিজেদের উপর জুলুম করার পর আপনার কাছে আসত, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত এবং রাসুল (সাঃ)-ও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন, তবে নিশ্চিয় তারা আল্লাহকে অতিশয় তওবা কবুলকারী ও পরদয়াময় হিসাবে পেতো"।
    বায়াত গ্রহণ ছাড়া মুসলমান হওয়া যায় না বরং বায়াত প্রথা অস্বীকারকারী সরাসরি কাফেরে পরিণত হয়।
    আসুন জেনে নিই কোরআন ও হাদিসের আলোকে।
    ===================================
    "তোমরা মুসলমান না হয়ে মৃত্যু বরণ করোনা "আয়াত ৩ঃ১০২
    " হে রাসূল ( সঃ)!
    যারা আপনার হাতে বায়াত গ্রহন করে তারা আল্লাহর হাতেই বায়াত গ্রহন করে।
    আল্লাহর হাত তাদের হাতের উপর "।
    (সূরা আল ফাতহ ৪৮: আয়াত নং ১০)।
    " যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো, প্রকারান্তরে
    সে আল্লাহকেই অনুসরণ করলো"।
    ( সূরা আন নিসা, আয়াত নং ৮০ )।
    "সাবধান !
    নিশ্চয় আল্লাহর অলীগননের কোন ভয় নেই
    এবং তারা দুঃখিতও হবে না "।
    ( সূরা ইউনুস ১০: আয়াত নং ৬২)।
    " আমি আমার সৃষ্টির(মানুষ)মধ্যে এমন একদলকে
    সৃষ্টি করেছি যারা মানুষকে সৎ পথ দেখাবে
    এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে "।
    ( সূরা আল আ 'রাফ ৭ : আয়াত নং ১৮১)।
    " (হে রাসূল) যাকে আমি পথভ্রষ্ট করেছি,
    তার জন্য কোন মোর্শেদ খুঁজে পাবে না "।
    (সূরা আল আ'রাফ,আয়াত নং ১৮৬)।
    " তিনি যাকে পথভ্রষ্ট করেন, ( হে রাসূল ) তার জন্য কোন মোর্শেদ অভিভাবকরুপে পাবেন না"।
    ( সূরা আল কাহফ, আয়াত নং ১৭ )।
    " আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করেছেন, তারা হলেন -
    নবীগণ, সত্যবাদীগণ, শহীদগণ ও সৎকর্ম
    পরায়ন ব্যক্তিগণ "।
    ( সূরা আন নিসা, আয়াত নং ৬৯ )।
    " নিশ্চয় আল্লাহর দল বিজয়ী "।
    ( সূরা আল মায়িদাহ, আয়াত নং ৫৬ )।
    " তাঁরাই আল্লাহর দল, জেনে রাখ আল্লাহর
    দলই বিজয়ী "।
    ( সূরা আল মুজাদালাহ, আয়াত নং ২২ )।
    " হে হাবীব (সঃ) !
    আপনি যে বালি নিক্ষেপ করেছিলেন,
    তা আপনি করেননি।
    বরং আল্লাহ নিজেই তা নিক্ষেপ করেছিলেন "।
    ( সূরা আল আনফাল, আয়াত নং ১৭ )।
    " যারা মু'মিন আল্লাহ তাদের অভিভাবক "।
    ( সূরা আল বাকারা, আয়াত নং ২৫৭ )।
    " তিনি রাহমান (আল্লাহ),
    তার সমন্ধে যে অবগত আছে তাকে জিঙ্গেস করো"।
    ( সূরা আল ফোরকান, আয়াত নং ৫৯ )।
    "নিশ্চয় আমি ভূ-পৃষ্ঠা আমার প্রতিনিধি প্রেরণ করবো।
    ( সূরা আল বাকারা, আয়াত নং ৩০ )।
    " আমি মানুষকে বিশেষ সম্মানে ভূষিত করেছি"।
    ( সূরা বনী ইসরাঈল, আয়াত নং ৭০ )।
    " আমি রাসূল প্রেরণ না করা পর্যন্ত
    কাউকে শাস্তি প্রদান করি না "।
    ( সূরা বণী ইসরাঈল, আয়াত নং ১৫ )।
    " তাদের নিকট এমন কোন নবী রাসূল আসেনি,
    যাকে তারা ঠাট্টা করতো না "।
    ( সূরা হিজর, আয়াত নং ১১ )।
    " তারা নবীগণকে অন্যায়ভাবে হত্যা করতো "।
    ( সূরা বাকারা, আয়াত নং ৬১ )।
    " মানুষ কি তা মনে করে যে,
    তারা যদি মুখে মুখে বলে, আমরা ঈমান এনেছি,
    তাহলে কি তাদেরকে বিনা পরীক্ষায়
    খাঁটি প্রেমিক বলে ছেড়ে দেব "?
    ( সূরা আনকাবুত, আয়াত নং ২ )।
    " হে ঈমানদারগণ !
    তোমরা মুসলমান না হয়ে মরিও না "।
    " হে মু'মুেনগণ !
    আল্লাহকে ভয় কর এবং সাদেকীন অর্থাৎ অলী - আল্লাহদের সঙ্গ লাভ কর "।
    ( সূরা তাওবা, আয়াত নং ১১৯ )।
    ★হজরত রাসূল পাক (সঃ) বলেন,
    " যে ব্যক্তি আমার বন্ধুর সাথে শক্রুতা পোষণ করে, আমি তাকে আমার সাথে যুদ্ধের জন্য আহবান করি। ( বোখারী শরীফ ২য় খন্ড, পৃষ্ঠা নং ৯৬৩।
    এবং মেশকাত শরীফ, পৃষ্ঠা নং ১৯৭ )।
    " মানুষ আমার রহস্য, আর আমি মানুষের রহস্য "। ( সিররুল আসরার, পৃষ্ঠা নং ১৯ )।
    " তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও "।
    ( শরহে আক্বীদাতুত তাহাবিইয়্যাহ ১ম খন্ড,
    পৃষ্ঠা নং ১৭৭ )।
    " তোমাদের মধ্যে আমার মত কে আছে,
    আমি আমার প্রভুর নিকট রাত্রি যাপন করি,
    তিনি আমাকে খাওয়ান ও পান করান "।
    ( বোখারী শরীফ ১ম খন্ড, পৃষ্ঠা নং ২৬৩ )।
    " সাবধান !
    নিশ্চয় আল্লাহর অলীগণ অমর "।
    " যে আমাকে স্বপ্নে দেখেছে,
    সে হককে (আল্লাহ) দেখেছে "।
    ( শামায়েল তিরমিযী, পৃষ্ঠা নং ২৮ )।
    " আসমান ও জমিনের কোথাও আল্লাহর সংকুলান
    হয় না, কেবলমাত্র মোমেন ব্যক্তির হৃদয়েই তার সংকুলান হয়ে থাকে "।
    ( মসনবী শরীফ )।
    " যে ব্যক্তি তার জামানার ইমামকে চিনতে পারলো না এবং এ অবস্হায় যদি মৃত্যু ঘটে, তবে তার মৃত্যু অন্ধকারে নিমজ্জিত ও নিপতিত হবে।
    ( মজমুয়ায়ে ফতুয়া )।
    " সাবধান!
    আল্লাহর অলীগন অমর।
    মোমেন ব্যক্তির ক্বালবই আল্লাহর আরশ।
    মোমেন ব্যক্তি কাবার চেয়ে অধিকতর সম্মানিত"। ( ইবনে মাজা) ।
    " নিশ্চয় আল্লাহ তায়ালা স্বয়ং, তার ফেরেশতাগন, আসমান জমিনের বাসিন্দারা,
    এমনকি গর্তের পিপিলিকা ও সমুদ্রের মাছেরা পর্যন্ত
    ঐ ব্যক্তির উপর দরুদ পাঠ করে,
    যিনি মানুষদেরকে উত্তম শিক্ষা দান করে থাকেন "।(মেশকাত শরিফ, পাতা ৩৪ )।
    " যে নিজের নফসকে চিনতে পেরেছে,
    সে তার প্রভুকে চিনতে পেরেছে "।
    ( সিররুল আসরার, পৃষ্ঠা নং ১৮ )।
    " যিনি মাওলার হয়ে যান,
    তামাম মাখলুকাত তার হুকুমের গোলাম হয়ে যায় "।
    মাওলানা জালাল উদ্দিন রুমি বলেন ---
    " আল্লাহর অলীকে ভালবাসা
    আকবরী হজ্বের চেয়েও অধিক ফজিলতপূর্ণ "।
    " লাখ কাবার চেয়ে অলী আল্লাহর এক দিলের
    মর্তবা অনেক বেশী "।
    " এই কাবা নির্মিত হয়েছে পানি ও পাথর দিয়ে, আর অলী আল্লাহর দীল তৈরি হয়েছে আল্লাহর নূর দিয়ে "।
    " এক মুহূর্ত কোন অলীর সংসর্গে থাকা একশত বছর রিয়ামুক্ত ইবাদতের চেয়ে উত্তম "।
    " হে বেখবর ! তুমি যদি আল্লাহর হুজুরের পৌঁছাতে ইচ্ছা কর, তবে অবশ্যই কোন কামেল অলীর পদধূলি হয়ে যাও। সমস্তকে ত্যাগ করে তুমি কোন কামেল অলীর গোলাম হয়ে যাও, তবেই তুমি ধর্মের স্বাধ গ্রহণ করতে সফল হবে "।
    " অলী আল্লাহর দিল কাবায় মহান প্রভু আল্লাহ বসবাস করেন "।
    (সূরা আন নিসা ৪: ৬৪)
    #সামা_জিকির
    #Sama_Zikir
    নিবেদক -
    Master Peace
    #মাষ্টার_মাওলা_রঃ
    Venue: Bisher Master Maola Darbar Sharif, Kuti, Kasba, Brahmanbaria, Bangldesh
    বাইসার মাষ্টার মাওলা রঃ দরবার শরীফ, বাইসার, কুটি, কসবা, ব্রাহ্মনবাড়িয়া, বাংলাদেশ।
    Thanks for watching & please subscribe the channel.

КОМЕНТАРІ •