Sama Zikir। Allaho । আল্লাহর নামটি না জপিলে দিলের ময়লা যাবে না। সামা জিকির । আল্লাহু

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • বিসমিল্লাহির রহমানের রাহিম......পরম করুনাময় আল্লাহর নামে.........
    শাফায়াত আরবী শব্দ, অর্থ সুপারিশ, শাফা'য়াত, মধ্যস্থতা।
    [উচ্চারণঃ ওয়া লাও আন্নাহুম ইজ্ব জ্বালামূ আনফুসাহুম জাঊকা ফাসতাগফারুল্লাহা ওয়াসতাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়্যাবার রাহীমা। ]
    অর্থাৎঃ হে রাসুল (সাঃ) যদি তারা নিজেদের উপর জুলুম করার পর আপনার কাছে আসত, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত এবং রাসুল (সাঃ)-ও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন, তবে নিশ্চিয় তারা আল্লাহকে অতিশয় তওবা কবুলকারী ও পরদয়াময় হিসাবে পেতো"।
    (সূরা আন নিসা ৪ঃ আয়াত ৬৪)
    আল কোরআনঃ
    ৪. সূরা নিসা
    ৭৯. হে মানুষ! সত্য এই যে, তোমার যা কিছু কল্যান তা আল্লাহর রহমত। আর যা কিছু অকল্যান সব তোমার কর্মফল। হে মুহাম্মদ! আমি তোমাকে সমগ্র মানবজাতির জন্যে রসূল হিসাবে পঠিয়েছি। এ কথা সত্যতার জন্যে এক আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট।
    ৮০. অতএব যে রসূলের আনুগত্য করে, সে আল্লাহরই আনুগত্য করে। আর যারা তোমাকে মানতে অস্বীকার করে, তাদের তত্ত্বাবধান করা তোমার কাজ নয়।
    আল কোরআনঃ
    ঐ দিন কোনো সুপারিশ কাজে আসবে না, তার সুপারিশ ব্যতিত যাকে দয়াময় অনুমতি দিয়ে রেখেছেন এবং তার কথা গ্রহন করেছেন।
    সূরা তাহা ২০ঃ১০৯
    চল যাই নবীর সন্ধানে-
    আল কোরআন:
    "নিশ্চয়ই আপনাকে সাক্ষীদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে পাঠিয়েছি।" ৪৮:৮
    "ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল্লিল আলামীন।"
    শুধু তাই নয়, আমরা আপনাকে সকল জগতের জন্য রহমত (করুনা,দয়া) স্বরুপ পাঠিয়েছি । ২১ঃ১০৭
    আল কোরআনঃ
    "হে বিশ্বাসীগণ! তোমরা আল্লাহ সচেতন হও এবং (ছাদেকিন) সত্যবাদীদের সাথে সঙ্ঘবদ্ধ থাকো।"সূরা তওবা ৯ঃ১১৯
    আল কোরআন :
    অনুসরণ কর তাদের, যারা তোমাদের কাছে কোন বিনিময় কামনা করে না, অথচ তারা সুপথ প্রাপ্ত। [সুরা ৩৬ ইয়া-সীন: ২১]।""
    আল কোরআনঃ
    হে তোমরা যারা আল্লাহকে বিশ্বাস, ভয় করো এবং উপায় খোঁজ তাঁর (নৈকট্যের) ও তাঁর পথে শক্তভাবে লেগে থাক, যাতে সফল হও।
    ৫ঃ৩৫
    ক্বলবে জিকির জারিহীন লোকেদের অনুসরণ করা নিষিদ্ধ করিয়াছেন স্বয়ং আল্লাহ পাকঃ
    সাধারণ অনুবাদঃ তুমি তার আনুগত্য কর না, পথভ্রষ্টতার কারণে যার ক্বলবকে আমি আমার সর্বদা জিকির হতে গাফেল করে দিয়েছি, যে নিজের প্রবৃত্তির আনুগত্য করে আর যার কার্যকলাপ হচ্ছে সীমালঙ্ঘন মূলক।"
    -সূরা ক্বাহাফ, আয়াত নং-২৮।
    আল কোরআনঃ
    তোমরা জেনে রাখো, তোমাদের মধ্যে রাসূল রয়েছেন।
    সূরা হুজুরাত ৪৯ঃ৭
    আল কোরআনঃ
    তোমাদের মধ্য থেকেই তোমাদের রসূল আসে। তোমদের দূর্ভোগ তার জন্য অত্যন্ত কষ্টদায়ক। সে তোমাদের কল্যানকামী।
    সূরা তওবা ৯ঃ১২৮
    Al-Quran:
    Indeed, Allah has done the believers a ˹great˺ favour by raising a messenger from among them-reciting to them His revelations, purifying them, and teaching them the Book and wisdom. For indeed they had previously been clearly astray. Sura AL Imran: 3:164
    আল কোরআনঃ
    (আল্লাহ পাকের) সকল রাসূলদের প্রতি সালাম।
    ৩৭ঃ১৮১. সূরা সাফফাত
    ((( এই অংশটি কপি-পেষ্ট করা এবং নীচে নিবেদকের নাম দেয়া হলো -
    মহান আল্লাহ্ সুবহানাহু পবিত্র কোরআন শরীফে এরশাদ করেন-
    হে রাসূল (সাঃ)! আমি আপনাকে সাক্ষ্যদাতা সু-সংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি।
    --- সূরা আল-ফাতহ, আয়াত - ৮
    মানব সম্প্রদায় উত্তম ও অধম দুই শ্রেণীতে বিভক্ত,
    আল্লাহ্ তায়ালা আমাকে একমাত্র উত্তম শ্রেণীতেই প্রেরণ করেছেন,
    আমি মাতা-পিতার মাধ্যমেই আগমন করেছি,
    আর উত্তম জনগোষ্ঠীতে শ্রেণীতে জন্ম নেওয়ার কারণে অধম জনগোষ্ঠীর অজ্ঞতা আমাকে স্পর্শ করে নি,
    হযরত আদম আঃ -এর সময় কাল হতে প্রত্যেক যুগেই আমি পিতা-মাতার মাধ্যমে জন্ম হয়েছি,
    অতঃপর আমি আমার বর্তমান মাতা-পিতার মাধ্যমে আগমন করেছি,
    --- তাফসীরে মাজহারী ১ম খণ্ড পৃষ্ঠা - ১৩৬।
    --- তাফসীরে সূফী সম্রাট দেওয়ানবাগী ১ম খণ্ড পৃষ্ঠা - ১৪৪৩।
    মহান মহিমান্বিত আল্লাহ্ সুবহানাহু তায়ালা এবং তাঁর প্রিয় হাবীব সাঃ -এর বাণী মোবারক দ্বারা সুস্পষ্ট যে -
    বাবা আদম আঃ যুগ -থেকে
    নবুওয়তের যুগ, পরবর্তীতে বেলায়েতের যুগেও হযরত রাসূল সাঃ জগৎবাসীর জন্য হেদায়েতকারী, সু-সংবাদদাতা, রহমত, বরকত ও মুক্তিদাতা হয়ে যুগের পর যুগ প্রেরিত হয়েছেন, হচ্ছেন এবং হবেন,
    কিন্তু আমাদের অজ্ঞতার কারণে আমরা সেই রহমতকে চিনতে পারছিনা, চিনতে না পরার কারণে সঠিকভাবে হেদায়েতের পথ খুঁজে পাচ্ছি না বরং উল্টো রহমত থেকেই বঞ্চিত হচ্ছি,
    মহান আল্লাহ্ আরো এরশাদ করেন-
    কোন রাসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকেই শাস্তি দেই না,
    --- সূরা বণী ইসরাইল আয়াত - ১৫,
    এই আয়াতেও স্পষ্ট যে রাসূল সাঃ প্রত্যেক সম্প্রদায়ের জন্যই আসেন, শুধু দেহ বা খোল পরিবর্তন হয়ে, হযরত রাসূল সাঃ -এর আরেক নাম হচ্ছে বাশার যার অর্থ - খোল,
    আমাদের সর্বপুরি আজিজি থাকবে যে আমরা যেন সেই রহমতকে চিনে সারাজীবন এই রহমতের কদম মোবারকে থাকতে পারি, আমিন।
    জয় মাওলা আলী আঃ,
    জয় শাহ্ দেওয়ানবাগী আঃ,
    জয়হোক মানবের,
    যে কেহ চাইলে কপি করতে পারেন, অনুগ্রহ করে এডিট করবেন না,
    নিবেদক- এ আর জি এম আর এ রাসেল।)))
    বাইসার মাস্টার মাওলা রঃ দরবার শরীফে ৭৬তম ওরশ মোবারকের সারা রাত্র ব্যাপী সামা জিকিরের অংশ বিশেষ।
    Sama Zikir । Allaho allaho। সামা জিকির। আল্লাহু আল্লাহু
    গত ১৩ , ১৪ ই জানুয়ারী ও ১ ফেব্রুয়ারী ২০২৪ ইং ৩ দিন ব্যপী অনুষ্ঠিত হলো বাইসার মাষ্টার মাওলা দরবার শরীফের ৭৮ তম পবিত্র ওরশ মোবারক। পৌষের শেষ রবিবার, ১৪৩০ বাং; ১৪ ই জানুয়ারী ২০২৪ ইং সারা রাত ব্যপী আল্লাহ শ্মরণে জিকিরের একটি প্রামান্য ভিডিও।
    #সামা_জিকির
    ভিডিও ধারন - মাস্টারজাদা মোঃ আবদুল কাইয়ুম।
    আরো ভিডিও দেখতে ক্লিক করুন ‪@masterpeace3643‬
    Inventions' video দেখতে ক্লিক করুন : ‪@kayummd3348‬
    নিবেদক -
    Master Peace
    #মাষ্টার_মাওলা_রঃ
    @ ceremony of Master Maola R: Oros Mabarak at Mazar Sharif
    Venue: Bisher Master Maola Darbar Sharif, Kuti, Kasba, Brahmanbaria, Bangldesh
    বাইসার মাষ্টার মাওলা রঃ দরবার শরীফ, বাইসার, কুটি, কসবা, ব্রাহ্মনবাড়িয়া, বাংলাদেশ।
    Thanks for watching & please subscribe the channel.

КОМЕНТАРІ • 5

  • @BabuMamun-pr4ft
    @BabuMamun-pr4ft 4 місяці тому +1

    জয় মাষ্টার মওলা 🙏🙏🙏❤️

    • @kayummd3348
      @kayummd3348 4 місяці тому

      Assalamo Alaikom

    • @masterpeace7686
      @masterpeace7686 4 місяці тому +1

      Best wishes to you.

    • @BabuMamun-pr4ft
      @BabuMamun-pr4ft 4 місяці тому +1

      @@kayummd3348 ওয়ালাইকুম অাস্সালাম 🙏🙏