উফফ মনটা ছুঁয়ে গেলো গল্পটা । আমরা যারা দীর্ঘদিন বাংলার বাইরে রয়েছি। তাদের কোলকাতা নিয়ে ইমোশনটা কোথায়, সেটা ভাষায় বোঝানো যাবে না। আমি বিজয়ওয়াড়াতেই থাকি। এই দীর্ঘ ট্রেন জার্নি, মন খারাপ, পথের অভিজ্ঞতা সবকিছুই মনের বড্ড কাছের । ধন্যবাদ মির্চি টিমকে । এতো সুন্দরভাবে গল্পটা উপস্হাপনার জন্য ।❤❤
Hyderabad a bose , ekar PG room a ei golpo ta sunlam.. Office time 7pm to 4 am .. tai majh raate wfh peye bhablam ektu pressure kom anek din sunday suspense sunina .. sona jaak .. thikk tokhon e ei golpo ta chokher samne elo... Sotti kolkata sohorer moton sohor aar ei duniyai hobe na ... ota one and only ... sopner sohor, bhalobasar sohor, premer sohor, petuk der sohor, passion ar sohor... amar sohor .. amar kolkata.. ami o besi din thakbona ei hyderabad a bhechilam.. r confirm korchi ei golpo ta ek dhakkai amake kolkatay niye gelo.. ami ankita sengupta ekdin arghya sengupta r moton train a chepe paari debo amar sohor kolkatay tarpor r firbona...
Asadharon bolle kom bola hobe..vison sundor ❤ 7 years (2014-21) Bangalore e chilam, besir bhag time oi train ei firtam, 2-3 bar flight e. Ekta journey khub mone pore oi side lower e ekta chhele r sathe share korte hoyechilo besh koyek ghonta..aj obdi besh mone ache..eto sundor lekhoni, balanced humour emotion prem, uff choltei parto. Ideal ending jake bole, er theke valo proposal ar ki ei ba hote parto, sob samay 'valobasi' kathata bolei poth chola suru korte hoy na, evabeo pase thakar promise kora jay...lekhoker erm aro kahini sonar oppekhay thaklam😊❤
টিভি - নিউজ পেপার যাই খুলি শুধু ক্রাইম আর ক্রাইম। হাঁপিয়ে উঠেছি এই দুর্নীতি ভরা সমাজে। ঠিক সেই সময় এই রোম্যান্টিক গল্পটি যেন প্রাণের আরাম ও মনের শান্তির প্রলেপ দিল। খুব ভালো লাগলো। এই চ্যানেলের সাফল্য কামনা করি।
খুব ভালো লাগলো। গল্পটির বুনন খুব সুন্দর। কিছু কথা এত সুন্দর যে, রিওয়াইন্ড করে শুনলাম। ভয়েস ওভারে অভিনয়ও খুব সুন্দর। খিদে পেয়েছে। তাও ছেড়ে যেতে পারলাম না। শোনা শেষ না করে উঠতে ইচ্ছা করল না 😊
যেন স্বপ্নের মত এই গল্পের গতি, অপূর্ব !! তিনবার টেনে নিয়ে শুনেছি। আবার ও শুনব male vocal, female vocal both are amazing,l think l was like that brishtysnata.awesome!!
সত্যি অনেক ধন্যবাদ ❤❤❤❤ এত দেরি করে গল্প নিয়ে এলেন তার জন্য একটু রেগে গিয়েছিলাম কিন্তু গল্প টা শোনার পর একটু ও রেগে নেই ❤❤❤🥰🥰🥰🥰🥰🥰 please আবার নতুন গল্প নিয়ে আসবেন খুব তাড়াতাড়ি 🙏🙏🥺🥺🥹🥹🥹
Take a bow, Mirchi team! Apnara ki magic janen? You've successfully transported me back to my college days. Ebar pujote kolkata jete parini, kintu ei golper sathe sathe kolkatar proti ta golite hantlam bole mone holo. Thank you so much. ❤❤
ধন্যবাদ Mirchi । আমিও ৪ বছর ধরে পুজোতে বাড়ি যায়নি। তোমাদের এই গল্পটা শুনে এত ভালো লাগলো যে মনে হচ্ছিল যে আমি নিজেই কলকাতাতে পৌঁছে গাছি। Thank you mirchi Thank you Agni Thank you Debi Thank you Soumok
আমিও এখন কলকাতায় ফিরছি ফ্লাইটে গল্পটা শুনতে শুনতে সত্যিই অনেক আবেগ এসে ঘিরে ফেললো। কলকাতাকে আরো বেশি করে ভালবাসতে ইচ্ছে করছে। এই পুজোয় শহরের প্রতি টান টা যে কি অমোঘ তা যারা শহরের বাইরে থাকে তারাই বোঝে।
এই গল্পটা এতো ভীষণ ভালো। বৃষ্টিস্নাতার প্রেমে পড়ে যাচ্ছি। যেমন সুন্দর নাম, তেমন পছন্দের মির্চি দেবীর কণ্ঠস্বর। খুব মিষ্টি গল্প।পরের কোনো স্টেশনে, আবার কোনো দিন অর্ঘ্য আর বৃষ্টিস্নাতার আবার দেখা হোক। তাদের ভালোবাসা এখনো ঢের বাকি...একসাথে ভালো থাকাও। ♥
khargapur/howrah to bangalore....bari thk jawa asa...koto bochor pujate na Thkte parar kosto tarpor hotath coincident pujate thakar dukkho er majha anando jno emotion hoya glo....jak golpo ta sunte sunte nijer kaj a onk active holam...thank you team mirchi bangla❤
আজ প্রায় 4বছর কলকাতার বাইরে থাকি, যদিও 4ঘণ্টার দূরত্ব।কিন্তু তবুও সেই দূরত্ব ভারতের দক্ষিণ সীমান্তের চেয়ে কম কিছু নয়। গল্পটা শোনার সময় 4বছর আগের সমিতি গুলো নাড়িয়ে দিলো
অনবদ্য। সত্যি বলছি প্রেম ডট কম এর প্রেমে এতটা পড়েছিলাম যে মাঝে মাঝে খুব অভিমান ঘিরে ধরত যে এরম গল্প কেনো আসেনা? 😢 বারবার বেশ কিছু গল্প লুপে শুনেছি। তবু ভালোলাগা কমেনি আর না লেগেছে একঘেঁয়েমির মরচে। কিন্তু আজ হঠাৎই ঠিক একইরকম উত্তেজনা, ভালোলাগা, বুক ধড়ফড়ানি, জড়িয়ে ধরা, গরম নিশ্বাস, বরফ পড়া অনুভব করতে পেরে একটা অন্যরকম মনে হচ্ছে। সদ্য ঘুরে আসা কলকাতার রাস্তা গুলোতে ঘণ্টা দুয়েকের মধ্যে ছটা দিন পার করে ফিরে আসার যে ব্যাপারটা, সেটা হয়তো বৃষ্টিস্নাতার মনের মতো নিজেও একই অনুভূতিতে স্নাত।❤️❤️❤️❤️❤️ ঠিক এভাবেই অপ্রত্যাশিত উপহার গুলো মনে এতটাই আনন্দ দিয়ে যায় আর দিয়ে যায় ময়দানের ঘাসে বসে চুমুর ওই আশ্বাস।
আমি অর্ঘ্য। গল্প টা আমার জীবনের সাথে অনেক অনেক মিল, আমি প্রত্যেক টা লাইন মন দিয়ে শুনছি আর অবাক হয়ে আমার আমার ২ বছর আগে কেটে যাওয়া ইঞ্জিনিয়ারিং life টা কে আবার উপভোগ করছি। কি অসাধারণ মিল..😮❤..
Er ekta second part hote pare pleaseee... 7-8 ta bochor amar o kete gache Kolkata chhara purono kotha gulo kmon mone pore galo.. fire jaowar din ajo guni
খুব খুব সুন্দর উপস্থাপনা আর গল্প আর মাঝেমধ্যেই ইতি কলকাতা সত্যিই অপূর্ব সোমক দা হিপহিপ হুররররররররররে আর দেবীর আবার পদার্পণ সত্যিই দারুণ সঙ্গে মিস্টার ফায়ার. আশা করছি এরকম গল্প আরও শুনতে পাবো
Ei bgm ta jokhn esechile r somoi I pochondo hoyechilo... Abr o ei golpo taa amr priyo Kolkata r erokom ekta misti premer golpo r sashthir raat Onobodyo combination ❤❤ Thank u mirchi bangla ❤
1. প্রিয় প্রথম সব কিছু তুই অনেকটা পরে ফেলা গোয়েন্দা গল্প বই এর মতো আমি জানি শেষ পাতায় কি অপেক্ষা করছে। 2. প্রিয় মন খারাপ তোমার জন্য শরতের আকাশে এক্সট্রা কয়েকটা মেঘ পাঠালাম কারণ “তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হত না। তুমি না থাকলে শুধু মেঘ করতো, বৃষ্টি হতো না।” 3. প্রিয় নতুন আমার পছন্দের দুধ চা আর তোমার মধ্যে অদ্ভুত একটা মিল খুঁজে পেয়েছি, দুজনের মধ্যে এই দুটি শব্দ কমন “অল্প চিনি”। 4. প্রিয় উত্তর তুমি বরাবরই আনপ্রেডিক্টেবল, আমি বরাবরই প্রশ্নের ওপারে তোমার জন্য অপেক্ষায় থাকি, আর তুমি নীরবতার পরে দীর্ঘ নিঃশ্বাস হয়ে, আমার চুল ঘেঁষে চলে যাও। 5. প্রিয় সময়, একদিন হিসেব করে দেখলাম এক সেকেন্ড বলতে ১.৩ সেকেন্ড সময় লাগে। তার পর থেকে আমি তোমার দপ্তরে ঢুকে হাজিরার খাতায় সই করি না। 6. প্রিয় ডাক নাম নাম ডাকার ভার ঠেলে যে ক’জন তোমার কাছে এসে পৌঁছেছে, একমাত্র তারাই জানে তারা কতটা ব্যক্তিগত । বাকিটা না হয় তোলা থাক, ঠিক যেমনটা তুমি আছো। 7. প্রিয় আবহাওয়া দপ্তর উষ্ণতার সাথে আমার প্রথম পরিচয় তোমার হাত ধরে।তোমার জন্য কত নামী অঙ্ককে পশ্চিমী ঝড়ের নামে ডেকেছি, তার হিসেব এখনো আমার খাতায় লেখা আছে। আজকের মতো এইটুকুই। 8. প্রিয় দীর্ঘশ্বাস তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার কোনো কালে ছিল না।আজও নেই, বরং আছে তোমার জন্য লেখা চারটি লাইন: “কেন আসো না জানিয়ে, শুধরে দিতে ভুলটা। চোখ ভিজলে মির্জা গালিবকে চিঠি লিখে কি গুলজার?” 9. প্রিয় ঠিকানা যারা ঘরে ফেরার গান গায় আজও আমার কাছে জানতে চায় তোমার বদলে যাওয়ার কারণ, তাদের আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি ঠিকানা কোনো দিন বদলায় না, বদলে দেয় মানুষ। 10. প্রিয় ফিরে দেখা তোমার কাছে ছোট্ট একটা আবদার আছে, ভেবে দেখলাম এই শেষ পর্বটার নাম “দেখে ফেরা”রাখলে ভালো হয়।
অনেক দিন পর সেই ,,,আগের দিন যেন ফিরে পেলাম,অগ্নি, সোমোক লাজবন্তি,দেবী,,এদের একসাথে শুনতে শুনতে কত কিছু মনে পরেগেলো, আর বেড়াতেও তো পারছি না,তাই মন খারাপ একটু লাগছিল,,,তবে এখন খুব ভালো লাগছে,মন টা ভালো হয়েগেলো😊❤
Aladai nostalgic lagche jayga gulor naam sune, even 8b theke golpark er route ta amar prottek din er college jawar rasta. Aro koto ki. 1bochor holo kolkata esechi. Prem a pore gechi shohor ebong kichu nijer manush der sathe. ❤️
গল্পটা খুব সুন্দর মনে খুবই সুন্দর but ending টা অন্য কিছু আশা করেছিলাম কিন্তু ওই যে আসছে বছর আবার হবে so hopefully আসছে বছর যেন বৃষ্টিস্নাতা ফিরে আসে অপেক্ষায় রইলাম
গল্পটা এই নিয়ে ৫ বার শুনলাম। গল্পটা প্রেম ডট কমের থেকেও সুন্দর মনে হলো। গল্পটা সত্যি জীবন উপলব্ধি করতে আরও বেশি করে শেখালো। পুরাতন স্মৃতি গন্ধ কখনো কখনো হাসিকে ঢেকে দেয়, যেমন ঢাকে নাক হাতের মধ্যে। নতুন কোনো ফড়িং দলের মত মন খুশির চাদর মুড়ে দেয় কেউ, নবাগতা মন। যাদবপুর থেকে শুনলাম গল্পটা, কাকতালীয় ভাবে জায়গাটা মিলে গেলো।
লেখক Anik Modak ভালোই লিখেছেন গল্পটি। রেডিও মিরচির উপস্থাপনাও অসাধারণ। রেডিও মীরচির সকল কলা কুশোলিদের জানাই বিজয়ার শুভেচ্ছা। তবে গল্পের পোষ্টারে ট্রেনে BLR to CCU লেখাটা সম্ভবত SMVT to HWH লিখলে ঠিক হতো। আসলে যে ট্রেনটির কথা গল্পে বলা হয়েছে সেটি হলো 12246 Bangalore (SMVT) to Howrah Duronta Exp.। আর 29.5 ঘন্টা সময় লাগে। আসছে বছর এই সময় এমনি একটি গল্প শুনতে চাই।
Amar Sona Golpor Moddhe Sobtheke Sundor Golpo ❤❤❤ Mirchi Bangla R Team Ke Onek Valobasa, Devi r Awaj ta sotti devir moto ❤ Love From❤❤❤❤❤ Balrampur, Chhattisgarh
উফফ, কী যে ভালো লাগল, বহুদিন পর প্রেম ডট কম আভাস ছুয়ে যাওয়া একটা মিষ্টি গল্পে ❤❤❤❤
Yes😅😅😅
আমিও এটাই বলতে এসেছিলাম
সত্যিই 😅🤭
সত্যি বলছেন
Prem dot com ta miss korchi boddo 😊
উফফ মনটা ছুঁয়ে গেলো গল্পটা । আমরা যারা দীর্ঘদিন বাংলার বাইরে রয়েছি। তাদের কোলকাতা নিয়ে ইমোশনটা কোথায়, সেটা ভাষায় বোঝানো যাবে না। আমি বিজয়ওয়াড়াতেই থাকি। এই দীর্ঘ ট্রেন জার্নি, মন খারাপ, পথের অভিজ্ঞতা সবকিছুই মনের বড্ড কাছের । ধন্যবাদ মির্চি টিমকে । এতো সুন্দরভাবে গল্পটা উপস্হাপনার জন্য ।❤❤
Hyderabad a bose , ekar PG room a ei golpo ta sunlam.. Office time 7pm to 4 am .. tai majh raate wfh peye bhablam ektu pressure kom anek din sunday suspense sunina .. sona jaak .. thikk tokhon e ei golpo ta chokher samne elo... Sotti kolkata sohorer moton sohor aar ei duniyai hobe na ... ota one and only ... sopner sohor, bhalobasar sohor, premer sohor, petuk der sohor, passion ar sohor... amar sohor .. amar kolkata.. ami o besi din thakbona ei hyderabad a bhechilam.. r confirm korchi ei golpo ta ek dhakkai amake kolkatay niye gelo.. ami ankita sengupta ekdin arghya sengupta r moton train a chepe paari debo amar sohor kolkatay tarpor r firbona...
Asadharon bolle kom bola hobe..vison sundor ❤
7 years (2014-21) Bangalore e chilam, besir bhag time oi train ei firtam, 2-3 bar flight e. Ekta journey khub mone pore oi side lower e ekta chhele r sathe share korte hoyechilo besh koyek ghonta..aj obdi besh mone ache..eto sundor lekhoni, balanced humour emotion prem, uff choltei parto. Ideal ending jake bole, er theke valo proposal ar ki ei ba hote parto, sob samay 'valobasi' kathata bolei poth chola suru korte hoy na, evabeo pase thakar promise kora jay...lekhoker erm aro kahini sonar oppekhay thaklam😊❤
আহা কত সুন্দর
এত মিষ্টি আলাপ আগে শুনিনি।।
শেষে কি প্রোপোজ দিয়েছিল?
দ্বিতীয় পর্ব চাই।
একদম ঠিক
অর্ধেক শুনেছিলাম পূজোর ষষ্ঠীতে,আজ বিসর্জনের পরদিন সকাল ৮টায় বাসে করে বাড়ী ফিরতে ফিরতে আবার শোনা শুরু করলাম..পূজো শেষ কিন্ত এই ভালবাসার রেশ কি এত সহজেই কাটিয়ে ওঠা যায় ❤❤❤❤? ইতি কলকাতা..
As a guy living in Bangalore can relate to it very much 🖤
Someone please remind me of this in the future
টিভি - নিউজ পেপার যাই খুলি শুধু ক্রাইম আর ক্রাইম। হাঁপিয়ে উঠেছি এই দুর্নীতি ভরা সমাজে। ঠিক সেই সময় এই রোম্যান্টিক গল্পটি যেন প্রাণের আরাম ও মনের শান্তির প্রলেপ দিল। খুব ভালো লাগলো। এই চ্যানেলের সাফল্য কামনা করি।
romantic life ta sobai pele to ar esob hoto na ... but amra valo thakte r dichhi koi sobaike?
খুব ভালো লাগলো। গল্পটির বুনন খুব সুন্দর। কিছু কথা এত সুন্দর যে, রিওয়াইন্ড করে শুনলাম। ভয়েস ওভারে অভিনয়ও খুব সুন্দর। খিদে পেয়েছে। তাও ছেড়ে যেতে পারলাম না। শোনা শেষ না করে উঠতে ইচ্ছা করল না 😊
যেন স্বপ্নের মত এই গল্পের গতি, অপূর্ব !! তিনবার টেনে নিয়ে শুনেছি। আবার ও শুনব male vocal, female vocal both are amazing,l think l was like that brishtysnata.awesome!!
কলকাতায় আজ সপ্তমীর সন্ধে সবাই মণ্ডপে আর আমি মির্চি বাংলায় দারুন মন কেমন করা গল্প শুনছি 😊
সত্যি অনেক ধন্যবাদ ❤❤❤❤
এত দেরি করে গল্প নিয়ে এলেন তার জন্য একটু রেগে গিয়েছিলাম কিন্তু গল্প টা শোনার পর একটু ও রেগে নেই ❤❤❤🥰🥰🥰🥰🥰🥰 please আবার নতুন গল্প নিয়ে আসবেন খুব তাড়াতাড়ি 🙏🙏🥺🥺🥹🥹🥹
Take a bow, Mirchi team! Apnara ki magic janen? You've successfully transported me back to my college days. Ebar pujote kolkata jete parini, kintu ei golper sathe sathe kolkatar proti ta golite hantlam bole mone holo. Thank you so much. ❤❤
কি যে মনোরম, কি যে শান্তি ওহ। এত এত রোমান্টিক। শুনেও শান্তি।thank you mirchi bangla
সেকেন্ড পার্ট প্লিস প্লিস প্লিস দিন সবাই একমত হলে লাইক দিন
এই মাত্র শেষ হলো। মন টা ভীষণ ছটপট করছে। বাড়ির জন্য মন কেমন করছে।
ধন্যবাদ Mirchi । আমিও ৪ বছর ধরে পুজোতে বাড়ি যায়নি। তোমাদের এই গল্পটা শুনে এত ভালো লাগলো যে মনে হচ্ছিল যে আমি নিজেই কলকাতাতে পৌঁছে গাছি।
Thank you mirchi
Thank you Agni
Thank you Debi
Thank you Soumok
অনেকদিন পর ভীষণ ভালো রোমান্টিক একটা গল্প শুনলাম। লেখার প্রত্যেকটা লাইন যেমন সুন্দর তেমনি ভালো উপস্থাপনা। অসাধারণ ❤❤
আমি আজ side lower বসে এই গল্প টা শুনতে শুনতে বাড়ি যাচ্ছি , তফাৎ শুধু গল্প টা দূর্গা পূজোর emotion নিয়ে আর আমার কালী পূজা emotion 😢
আমিও এখন কলকাতায় ফিরছি ফ্লাইটে গল্পটা শুনতে শুনতে সত্যিই অনেক আবেগ এসে ঘিরে ফেললো। কলকাতাকে আরো বেশি করে ভালবাসতে ইচ্ছে করছে। এই পুজোয় শহরের প্রতি টান টা যে কি অমোঘ তা যারা শহরের বাইরে থাকে তারাই বোঝে।
😍
বৃষ্টির এত প্রাধান্য পুরো গল্প জুড়ে আর সথে সুন্দর সুর আর কথা ....দারুন লাগলো।
এই গল্পটা এতো ভীষণ ভালো। বৃষ্টিস্নাতার প্রেমে পড়ে যাচ্ছি। যেমন সুন্দর নাম, তেমন পছন্দের মির্চি দেবীর কণ্ঠস্বর। খুব মিষ্টি গল্প।পরের কোনো স্টেশনে, আবার কোনো দিন অর্ঘ্য আর বৃষ্টিস্নাতার আবার দেখা হোক। তাদের ভালোবাসা এখনো ঢের বাকি...একসাথে ভালো থাকাও। ♥
খুব খুব সুন্দর গল্পটা❤
ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও বেশ 💫
1:02:06 সোমক দার গলায় গানটা, জাস্ট😌 ❤
2nd part এর অপেক্ষায় রইলাম
Debi di voice খুব সুন্দর বিশেষ করে যখন বলছে '' বলুন '' এই ওয়ার্ডটা
প্রিয় বন্ধুর লেখা গল্প বারবার শুনতে ইচ্ছা করে আর শুনলাম ও। Thanks to Mirchi Bangla গল্পটা UA-cam এ upload করার জন্য। খুবই পছন্দের গল্প ❤
আজ থেকে প্রায় ২ বছর আগে এই গল্প টা শুনেছিলাম মির্চি প্লাস এ, কিছু দিন আগে এই গল্প টার কথাই ভাবছিলাম , অনেক ধন্যবাদ গল্প টা দেওয়ার জন্য 😊😊❤
লেখকের কলমে এবং কথকের গলায় মা সরস্বতী না থাকলে এ ধরনের উপস্থাপনা অসম্ভব ......
Sotti ...eto sundor golpo ta Mane just ...pujo vibe take mone jagie dilo abro ... thank you mirchi bangla ...tomy selam 🫡🫡🫡🫡
অনেকদিন পর একটা সুন্দর মিষ্টি প্রেমের গপ্পো শুনলাম। বেশ ভালো লাগলো। চালিয়ে যাও মিরচির দল ❤
আমি ব্যাঙ্গালোরে আছি , পুজোর সময় গল্পটা শুনে মন ভালো হয়ে গেলো, মনটা খারাপ ছিল খুব ভাল লাগলো
Thikana konodin e bodle jay na,bodle jay manus.Just amazing laglo. Night duty kore soptomir sokal e sunchi.❤❤❤❤❤
অপূর্ব, এত ভালো চিঠি অনেকদিন পড়িনি।
২৯ ঘন্টা ৫০ মিনিট এর কথা শেষ হলো ।। লাইন টা শোনার পর মন টা কেমন হয়ে গেলো হটাৎ ।। 🙂 সত্যি কি শেষ হওয়া যায় এতো তাড়া্তারি ।।🌼
Somak ...apurbo ...Agni aar Debi o darun....mone hochhilo galpo ta jeno ses na hoy
khargapur/howrah to bangalore....bari thk jawa asa...koto bochor pujate na Thkte parar kosto tarpor hotath coincident pujate thakar dukkho er majha anando jno emotion hoya glo....jak golpo ta sunte sunte nijer kaj a onk active holam...thank you team mirchi bangla❤
কি অসাধারণ লিখেছেন, গল্প শুনে প্রাণ জুড়িয়ে গেল।🥰
😌❤️❤️ উফ্ কতদিন পর একটা সুন্দর glpo sunlam tao abar পছন্দের মানুষদের কন্ঠে 😌❤️
আজ প্রায় 4বছর কলকাতার বাইরে থাকি, যদিও 4ঘণ্টার দূরত্ব।কিন্তু তবুও সেই দূরত্ব ভারতের দক্ষিণ সীমান্তের চেয়ে কম কিছু নয়। গল্পটা শোনার সময় 4বছর আগের সমিতি গুলো নাড়িয়ে দিলো
অবশেষে গল্প টা শুনে...অর্ঘ্য থেকে. আমি বেশী দুঃখ পেলাম শেষ টা যেনো অসম্পূর্ণ 😢❤
Jodio Kolkata theke onek dure, pujo bole kichu bujhtei parina tobu ei golpo gulo,bhuter golpo gulo shunlei mone hoy Kolkata'r onek kache pouche gechi....great job team mirchi...
(Rishi)
অনবদ্য। সত্যি বলছি প্রেম ডট কম এর প্রেমে এতটা পড়েছিলাম যে মাঝে মাঝে খুব অভিমান ঘিরে ধরত যে এরম গল্প কেনো আসেনা? 😢 বারবার বেশ কিছু গল্প লুপে শুনেছি। তবু ভালোলাগা কমেনি আর না লেগেছে একঘেঁয়েমির মরচে। কিন্তু আজ হঠাৎই ঠিক একইরকম উত্তেজনা, ভালোলাগা, বুক ধড়ফড়ানি, জড়িয়ে ধরা, গরম নিশ্বাস, বরফ পড়া অনুভব করতে পেরে একটা অন্যরকম মনে হচ্ছে। সদ্য ঘুরে আসা কলকাতার রাস্তা গুলোতে ঘণ্টা দুয়েকের মধ্যে ছটা দিন পার করে ফিরে আসার যে ব্যাপারটা, সেটা হয়তো বৃষ্টিস্নাতার মনের মতো নিজেও একই অনুভূতিতে স্নাত।❤️❤️❤️❤️❤️ ঠিক এভাবেই অপ্রত্যাশিত উপহার গুলো মনে এতটাই আনন্দ দিয়ে যায় আর দিয়ে যায় ময়দানের ঘাসে বসে চুমুর ওই আশ্বাস।
Prem ta sudhu golpei hoe..atto sundor ekta bhalobashar golpo sudhu golpei hoe ...besh bhalo laglo sune ❤
Ta thik.. Prem ta kono din real life e pai ni, but ei golpo ta jano khub kach theke feel koralo anubhuti ta.. bhalo theko.. Subho bijoya.
Osomvob সুন্দর. কোথায় দিয়ে প্রায় দুই ঘন্টা চলে গেলো বুঝতেই পারলাম না. অনেক আনন্দ পেলাম. 😊❤🎉
11:21pm 8/11/24 golpo ta akhono sunchi darun laglo, mone hocche ami apner voice er preme pore geche, osadharon sundor lagche iti Kolkata ❤❤❤❤❤😊
বাংলাদেশ থেকে শুনলাম..... অসাধারণ। খুব সম্ভবত সোমক, দেবির গলা। দারুন ইন্ডিং
অসাধারণ...
চোখ বন্ধ করে শুনলে যেন অনুভব করা যাই ❤️
দশমীর ভোরে গল্পটা শুনতে শুনতে মনটা ভরে গেল. আবার অপেক্ষা আসছে বছরের জন্য, সাথে এমন অনেক সুন্দর গল্প টিম 🌶 kache
উফফফফফফ
অসাধারণ একটা অনুভূতি হলো এই প্রায় 2 ঘন্টা ।।
আমি অর্ঘ্য। গল্প টা আমার জীবনের সাথে অনেক অনেক মিল, আমি প্রত্যেক টা লাইন মন দিয়ে শুনছি আর অবাক হয়ে আমার আমার ২ বছর আগে কেটে যাওয়া ইঞ্জিনিয়ারিং life টা কে আবার উপভোগ করছি। কি অসাধারণ মিল..😮❤..
Er ekta second part hote pare pleaseee... 7-8 ta bochor amar o kete gache Kolkata chhara purono kotha gulo kmon mone pore galo.. fire jaowar din ajo guni
7বছর পর কলকাতা ফেরা, সরি ফেরা নয় শুধু কিছুক্ষণ র জন্য আসা খুব নিষ্ঠুরতা
খুব খুব সুন্দর উপস্থাপনা আর গল্প আর মাঝেমধ্যেই ইতি কলকাতা সত্যিই অপূর্ব
সোমক দা হিপহিপ হুররররররররররে
আর দেবীর আবার পদার্পণ সত্যিই দারুণ সঙ্গে মিস্টার ফায়ার.
আশা করছি এরকম গল্প আরও শুনতে পাবো
Osadharon lekha r presentation ta. Very much relatable.❤
ডেকার্স লেন যেতে হবে মনে হচ্ছে😊😊❤️❤️
Ei bgm ta jokhn esechile r somoi I pochondo hoyechilo...
Abr o ei golpo taa amr priyo Kolkata r erokom ekta misti premer golpo r sashthir raat
Onobodyo combination ❤❤
Thank u mirchi bangla ❤
Starting background music tar nam ta ki ?
দুর্দান্ত বললেও কম বলা হবে। পুজোর সকালে কলকাতা থেকে বাড়ি ফেলার সময় জানলার ধারে বসে শুনছি। অসাধারণ লাগছে। আর এই 'Trio' টা জাস্ট বেস্ট....❤
amio sun6i dekhi kamon lagee...🙂
1. প্রিয় প্রথম সব কিছু
তুই অনেকটা পরে ফেলা গোয়েন্দা গল্প বই এর মতো আমি জানি শেষ পাতায় কি অপেক্ষা করছে।
2. প্রিয় মন খারাপ
তোমার জন্য শরতের আকাশে এক্সট্রা কয়েকটা মেঘ পাঠালাম কারণ
“তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হত না। তুমি না থাকলে শুধু মেঘ করতো, বৃষ্টি হতো না।”
3. প্রিয় নতুন
আমার পছন্দের দুধ চা আর তোমার মধ্যে অদ্ভুত একটা মিল খুঁজে পেয়েছি, দুজনের মধ্যে এই দুটি শব্দ কমন “অল্প চিনি”।
4. প্রিয় উত্তর
তুমি বরাবরই আনপ্রেডিক্টেবল, আমি বরাবরই প্রশ্নের ওপারে তোমার জন্য অপেক্ষায় থাকি, আর তুমি নীরবতার পরে দীর্ঘ নিঃশ্বাস হয়ে, আমার চুল ঘেঁষে চলে যাও।
5. প্রিয় সময়,
একদিন হিসেব করে দেখলাম এক সেকেন্ড বলতে ১.৩ সেকেন্ড সময় লাগে। তার পর থেকে আমি তোমার দপ্তরে ঢুকে হাজিরার খাতায় সই করি না।
6. প্রিয় ডাক নাম
নাম ডাকার ভার ঠেলে যে ক’জন তোমার কাছে এসে পৌঁছেছে,
একমাত্র তারাই জানে তারা কতটা ব্যক্তিগত । বাকিটা না হয় তোলা থাক, ঠিক যেমনটা তুমি আছো।
7. প্রিয় আবহাওয়া দপ্তর
উষ্ণতার সাথে আমার প্রথম পরিচয় তোমার হাত ধরে।তোমার জন্য কত নামী অঙ্ককে পশ্চিমী ঝড়ের নামে ডেকেছি, তার হিসেব এখনো আমার খাতায় লেখা আছে। আজকের মতো এইটুকুই।
8. প্রিয় দীর্ঘশ্বাস
তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার কোনো কালে ছিল না।আজও নেই, বরং আছে তোমার জন্য লেখা চারটি লাইন:
“কেন আসো না জানিয়ে,
শুধরে দিতে ভুলটা।
চোখ ভিজলে মির্জা গালিবকে
চিঠি লিখে কি গুলজার?”
9. প্রিয় ঠিকানা
যারা ঘরে ফেরার গান গায় আজও আমার কাছে জানতে চায় তোমার বদলে যাওয়ার কারণ, তাদের আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি ঠিকানা কোনো দিন বদলায় না, বদলে দেয় মানুষ।
10. প্রিয় ফিরে দেখা
তোমার কাছে ছোট্ট একটা আবদার আছে, ভেবে দেখলাম এই শেষ পর্বটার নাম “দেখে ফেরা”রাখলে ভালো হয়।
How could be something this much beautiful ✨😭
Uff ki j darun hoyeche kono vasha nei valolagata bojhanor… onek dhonnobaad
সৌমক দা সপ্তমী পুরো জমে গেছে তোমার উপস্থাপনায়❤❤
অনেক দিন পর সেই ,,,আগের দিন যেন ফিরে পেলাম,অগ্নি, সোমোক লাজবন্তি,দেবী,,এদের একসাথে শুনতে শুনতে কত কিছু মনে পরেগেলো, আর বেড়াতেও তো পারছি না,তাই মন খারাপ
একটু লাগছিল,,,তবে এখন খুব ভালো লাগছে,মন টা ভালো হয়েগেলো😊❤
খুউউউব ভালো-- তুলনা নেই।
Thank You Mirchi ❤
এতো সুন্দর একটা গল্প কে তুলে ধরার জন্য 😊
দারুন লেগেছে ❤
অর্ঘ্য ❤ বৃষ্টিস্নাতা
Aladai nostalgic lagche jayga gulor naam sune, even 8b theke golpark er route ta amar prottek din er college jawar rasta. Aro koto ki. 1bochor holo kolkata esechi. Prem a pore gechi shohor ebong kichu nijer manush der sathe. ❤️
R e eta to full prem.kom☺️☺️ bhalo laglo specially ei samay tay jokhon India r baire thaki..
গল্পটা খুব সুন্দর মনে খুবই সুন্দর but ending টা অন্য কিছু আশা করেছিলাম কিন্তু ওই যে আসছে বছর আবার হবে so hopefully আসছে বছর যেন বৃষ্টিস্নাতা ফিরে আসে অপেক্ষায় রইলাম
ato golpo sunechi... Kintu ata akdom alada❤❤ simple athocho fatafati ak kothay just darun❤❤❤
এখন ভোর ৪.১৭ রাতে ঘুম আসেনা এমনিতেই এখন।তাই গল্প টা সোনা শুরু করেছিলাম এখনো চোখে ঘুম নেই ভাবছি যেটা ভাবি যেটা মন প্রাণ দিয়ে চাই সেটা থাকেনা কেন!চলে যায় কেন? এরকম গল্প থাকলে সময় কি করে কেটে যায় বোঝা যায়না ❤️
আজ ষষ্ঠীর রাত পেরিয়ে সপ্তমী পড়বে, গল্পটা শুনছি। কি যে ভালো লাগছে কি বলব। বৃষ্টিতে পুরো বয়ে যাচ্ছি কলকাতার বুকে ,নিজেকে অর্ঘ্য দিলাম
গল্পটা এই নিয়ে ৫ বার শুনলাম।
গল্পটা প্রেম ডট কমের থেকেও সুন্দর মনে হলো।
গল্পটা সত্যি জীবন উপলব্ধি করতে আরও বেশি করে শেখালো।
পুরাতন স্মৃতি গন্ধ কখনো কখনো হাসিকে ঢেকে দেয়, যেমন ঢাকে নাক হাতের মধ্যে।
নতুন কোনো ফড়িং দলের মত মন খুশির চাদর মুড়ে দেয় কেউ, নবাগতা মন।
যাদবপুর থেকে শুনলাম গল্পটা, কাকতালীয় ভাবে জায়গাটা মিলে গেলো।
অনেকদিন পরে সোমক, অগ্নি, দেবী কে একসাথে শুনে ভাল লাগছে
সাথে পুষ্পল
পুরোনো চাল সবসময়ই ভাতে বাড়ে ❤
Amer sona sob theke sera golpo😊
আমি ও শুনছি 3.20মিনিট। দারুন ভালো লাগলো ❤️🎉🎉🙏🏼👍
Ki osdharon lekha ❤❤
3yrs and on. Kolkata jaini. Bangalore noy, Delhi te thaki. Suru te pujor kotha gulo khub besi nostalgic.
OMG golpo sunte eto bhalo lagte pare seta jante partam na, ei golpo ta na sunle, just osadharon, bhishon bhalo.
Fhirte thikana lage na icche lage r ektu sahos... True indeed❤
লেখক Anik Modak ভালোই লিখেছেন গল্পটি। রেডিও মিরচির উপস্থাপনাও অসাধারণ। রেডিও মীরচির সকল কলা কুশোলিদের জানাই বিজয়ার শুভেচ্ছা।
তবে গল্পের পোষ্টারে ট্রেনে BLR to CCU লেখাটা সম্ভবত SMVT to HWH লিখলে ঠিক হতো। আসলে যে ট্রেনটির কথা গল্পে বলা হয়েছে সেটি হলো 12246 Bangalore (SMVT) to Howrah Duronta Exp.। আর 29.5 ঘন্টা সময় লাগে।
আসছে বছর এই সময় এমনি একটি গল্প শুনতে চাই।
Darun onekdin por nostalgic akta love story sunlm Tao shohor Kolkata niye❤❤
Opurbo osadharon ei rakom galpo aro upohar din amader ❤❤❤❤❤❤❤❤
আমি দুরন্ত এক্সপ্রেসে SL এ বসেই গল্পটা শুনছি ❤❤
😅
As a Railfan, Golpota besh bhalo laglo.
Kintu sotyi bolte Arghyo r jonnyo last e khub kosto laglo.🥲
Thank you all ❤❤
And শুভ শারদীয়া 🙏🙏
সত্যিই খুব ভালো একটা অনুভব কেন যে এত দেরি করে নিলাম
আফসোস হচ্ছে।
ধন্যবাদ টিম সানডে সাসপেন্স
গল্প শুনতে শুনতে নিজের মনে হলো ব্যাঙ্গালোর থেকে কলকাতায় যাচ্ছে পুজো দেখতে
অসাধারণ গল্প ❤❤❤❤...
প্লিজ সেকেন্ড পার্ট দিন...প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ......
শোনা র মাঝেই কমেন্ট না করে পারলাম না,,,,আহা কি ভালই যে লাগছে😍🥰💐👌👌
Khub sundor
Mon valo hoa galo ❤
Q. বিগড়ে যাওয়া mood কে brighten up করার জন্য কি দরকার???
Ans. Mirchi Bangla romantic story+ somak আর Agni এর sense of humour ❤️ ব্যাস
Listening it from Chennai...and getting nostalgic for my beloved Kolkata 😌
সত্যি কলকাতা 😊🍂🍁
পূজোয় তুমি অন্যান্য দিনের মতো এতো ব্যাস্ত থাকো না 😊।।
অসাধারণ ❤ এ এক আলাদা অনুভূতি😌
এই রকম গল্প আরও চাই কিন্তু!❤
জাস্ট শোনা শুরু করলাম কিন্তু ভালো লাগছে।
শুনছি গল্প কিন্তু চোখ বুজলেই ভাসছে যেনো পুরোটা 😌❤️
Bangalore theke sun6i dada khub valolaglo golpo ta. ❤
দারুন, আমি যত শুনছি নতুন করে mirchi আর কলকাতার প্রেমে পরে যাচ্ছি❤❤
8b r more..... Gariahat.... Jadavpur ❤❤..... Full nostalgia boss🙃🙃
Amar Sona Golpor Moddhe Sobtheke Sundor Golpo ❤❤❤
Mirchi Bangla R Team Ke Onek Valobasa, Devi r Awaj ta sotti devir moto ❤
Love From❤❤❤❤❤ Balrampur, Chhattisgarh
এটা ঠিক না এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেল। আরো একটু হলো না কেন 🥺🥺🥺