আপু আমার সোনালি মুরগির ফেনা,লালাযুক্ত পায়খানা হয়েছিলো, তাই eraprim ও dirovet ঔষুধ ৩ দিন খাইয়েছিলাম। কিন্তু এখনও দেখতেছি কিছু কিছু মুরগির পায়খানার সাথে পানি আছে আর কিছু মুরগির পায়খানা স্বাভাবিক হলেও পায়খানার মধ্যে মাংসপিন্ডের মতো ছোট অংশ দেখা যাচ্ছে! এখন আমি কি করবো? একদিন আগেই এন্টিবায়োটিক এর কোর্স শেষ করেছি।
ওয়ালাইকুম আসসালাম। এটা ব্যাকটেরিয়াজনিত রোগ। এক মুরগির হলে, যদি সেই মুরগির মল অন্য মুরগি খায় তাহলে সব মুরগির সম্ভাবনা থাকে। এছাড়া যেহেতু এই ব্যাকটেরিয়া বিভিন্ন মাধ্যম থেকে আসে, সেহেতু এই অসুখটি যখন হয় তখন সেটের প্রায় সব মুরগিরই হয়
আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আজকে এই প্রথম বার আপনার মুরগী কে নেয়া ভিডিও দেখলাম মাশাল্লাহ্ খুব সুন্দর করে বুঝিয়েছেন । আপু আমি খুব বিপদে আছি শখের বশে ফাউমির মুরগীর বাচ্ছা ক্রয় করি বয়স আনুমানিক ১ মাস হবে যখন ক্রয় সুস্থ ছিল খাবার খেত বেশ ভাল করে কিন্তু ৩-৫ দিন পরে হলো বিপদ সর্দি ধরেছে জ্বর দোকান থেকে ডক্সিভেট এ খাওয়ায় কিন্তু সর্দি কমেছে ঠিক কিন্তু খাবার খেলেও পেট ফুলে থাকে খাবার হজম হয়না ১ টার বুক শুকিয়ে ছুরির মত হাড় এখন দেখি আরেকটার নাক দিয়ে আঠালো পানি বেরুচ্ছে আর খাবার আগের চেয়েও কম খাচ্ছে 😢😢😢আপু কি করব প্লিজ জানান আপু
ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ। আপনি ফ্লোর ফেনিকল গ্রুপের এন্টিবায়োটিক অথবা সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের এন্টিবায়োটিক দিয়ে আবার কোর্স করান দিনে ২ বার ৫ দিন। পানিতে পি এইচ আপাতত ৩ দিন ( দিনে ১ বার)। ফার্স্ট জইম দেন( দিনে একবার পাঁচ দিন) । সাথে জিংক দেন( দিনে একবার পাঁচ দিন)। কোনভাবেই এন্টিবায়োটিক এবং জিংক মেশানো পানিতে পি এইচ এর ব্যবহার করবেন না। এন্টিবায়োটিক এর কোর্স শেষ হলে মুরগিকে লিভার টনিক দেবেন। পরে এই পি এইচ প্রতি সপ্তাহে একদিন একবার করে দেবেন। কোন অবস্থাতেই এন্টিবাইটিক মেশানো পানিতে পিএইচ ব্যবহার করবেন না। ভাই, মুরগি খামারে তুলে প্রাথমিকভাবে এন্টিবায়োটিক এবং সাপ্লিমেন্ট এর একটা কোর্স করাতে হয় পাশাপাশি অবশ্যই ভ্যাকসিন করাতে হয়। এগুলো না করলে সমস্যা হয়।
@@jowarfarming আপু অনেক ধন্যবাদ বুঝিয়ে বলার জন্য সত্যি বলতে আপু আমি ভাড়া বাসায় থাকি অল্প বেতনের চাকরি তাই যা পালি অল্প করে যাতে লোকসান হলেও অল্প করে যেন সংসারে এর প্রভাব না পড়ে খামার করতে প্লেস+ অভিজ্ঞতার প্রয়োজন যা আমার কাছে নেই তাই ৪-৫ টা মুরগী হোক বা হাঁস এদের পেলে কোনটার কি রোগ কি ঔষুধ লাগবে তা শিখছি আপু
এভাবেই শেখা উচিত। প্রথমে কখনোই বেশি ইনভেস্ট করতে হয় না। আমার বেশ কয়েকদিন আগের ভিডিও গুলো একটু সার্চ করেন, এখানে দেখবেন ফোন নাম্বার দেয়া আছে। খুব বেশি প্রয়োজন পড়লে আপনি আমাকে ফোন দিতে পারেন। অপ্রয়োজনে কাউকে খামারের কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেবেন না। শুধুমাত্র একজন ভেটেরিনারি ডক্টর করতে পারবেন। পাশাপাশি আপনি চাইলে প্রাণিসম্পদ থেকে ট্রেনিং নিতে পারবেন। আপনি চাইলে আমি ব্যবস্থা করে দিতে পারব। কমেন্টে নিচে কমেন্ট না করে নতুন করে কমেন্ট করলে সেটা আমার নজরে আসে। আল্লাহ ভরসা
আপু একটা পরামর্শ পেতে পারি? আমার ফাউমি মুরগী আছে ডিম পারে। মুরগী গুলো সকল দিক থেকে সুস্থ কিন্তু খাবার কম খায়। এবং ২/১ টা মুরগী কাঁচা ডিম পারে। এর জন্য কি করতে পারে? যাতে খাবার ঠিক মতো খায় এবং কাঁচা ডিম না পারে।
ওয়ালাইকুম আসসালাম। কিডনি টনিক এবং লিভার টনিক দুটোই এন্ট্যারাইটিসের পরেই দিতে হয়। এখন একজন খামারি কোনটা এন্টিবায়োটিক এর সাথে চালাবেন, সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার। ভাই ভুল ধরার এ স্বভাবটাকে ত্যাগ করেন। এতই যখন জানেন নিজের ভিডিও বানান ছাড়েন সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ। ডাক্তারের কনসার্ট নিয়ে ভিডিও ছাড়া হয়। আপনাদের মত কিছু ভিউয়ার ভিডিও দেখতে বসেন না --- বসেন ভুল ধরতে। আমি যদি বলেছি সেটা ১০০% রাইট। এন্টিভাইটিক এর সাথে লিভার টনিক দিলে, এন্টিবায়োটিকের কোর্স শেষ হবার পরে কিডনিটা অনেক দিতে হবে। এখন একটা ভিডিওতে তো এত কথা আমি বলবো না। পর পর ভিডিও দেখতে থাকেন আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। আর বেশি ভুল ধরার প্রবণতা থাকলে আমি বলব আপনি আমার ভিডিও দেখেন না। সমস্যাটা কোথায় জানেন! --- একজন ব্যক্তি শুধু রসগোল্লা চেনে, ---- এখন তার সামনে যে মিষ্টিই আনা হোক না কেন , সে ওই মিষ্টিটাকে রসগোল্লাই বলবে। সে তো রসগোল্লা ছাড়া আর কোন মিষ্টি চিনিই না। একজন যদি শুধুমাত্র প্যারাসিটামল চেনে, তাকে নাপা দিলেও --- সে বলবে এটা আমি খাব না, আমাকে প্যারাসিটামলই দিতে হবে। এত রুক্ষ ভাবে উত্তর দেওয়ার জন্য দুঃখিত। আসলে আমি ভিডিও ছাড়ি খামারিদের ভালোর জন্য। এতে করে ডাক্তারের সাথে আমার বহু কথা বলতে হয়। ডাক্তার কি বিরক্ত করতে হয়। তারপরে যখন আপনাদের মতন অল্প পানির মাপ এসব উল্টাপাল্টা কমেন্ট করেন ---- মেজাজটা খারাপ হয়ে যায়। আপনি আপনার মত চলেন ---- কোন অসুবিধা তো নাই
@@jowarfarming আপু, আপনার replay পেয়ে খুব ভালো লাগলো। আপনি কষ্ট করে অনেক কিছু লিখেছেন তার জন্য ধন্যবাদ। আমি শুধু এই টুকু বলবো, ১. আপনি যে ডক্টরের রেফারেন্স দিয়েছেন, আমি তার কাছে একটি কোর্স করে শেখার চেষ্টা করেছি। স্যার ঐ স্লাইডে হেপাটোভেট কেটে নেফটোনিক লিখে দিয়েছিলেন। আমি এই সেন্সে উপরোক্ত মন্তব্য করেছিলাম (অত্যান্ত সাদা মনে)। আমি আপনার ভুল ধরার জন্য কমেন্ট করিনি। মুরগি অসুস্থ হলে যে লিভার টনিক ও কিডনি টনিক দুইটাই দেয়া যাবে, সেটা আপনি আপনার রিপ্লেতে স্বীকার করেছেন। অতএব, আমার মন্তব্য একদিক দিয়ে সঠিক আছে। ২. আমি আপনার অনেক ভিডিও দেখেছি, অনেক কিছু শিখার চেষ্টা করেছি। আপনাকে অনেক পছন্দ করতাম। But i have understood that, vedio owner and replier is not equal in same nature. যেহেতু আপনি আপনার ভিডিও দেখতে নিষেধ করলেন, so unsubscribe করলাম। ৩. আর মিজানুর রহমান স্যার এর কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করলে জানতে পারবেন আমি কে, বা কি করি। আমি তথা কথিত মন্তব্য করি কি না। ধন্যবাদন্তে, মফিজুর রহমান যশোর। gmrahman109@gmail.com
আপু আমার মুরগির বয়স ১৮ দিন কিন্তু মুরগির ওজন অনেক কম৷ খাদ্য পরিমান মত খাচ্ছে কিন্তু ওজন কম। এর পাশাপাশি মুরগি পাতলা পায়খানা হচ্ছে এবং বুক শুকিয়ে যাচ্ছে৷ এক্ষেত্রে আমার করনিয় কি?
@@jowarfarmingআমার ফ্রামে ৫-৬ ব্যাচ ধরে এই সমস্যা। অনেক ডাক্তার দেখাইছি। তারা যে মেডিসিন সাজেস্ট করছে তাই দিছি কিন্তু মুরগী সুস্থ হয় নাই। এন্টারাইটিস এর কি কোনো ওষুধ ই নাই নাকি আপু?
আপু আমি এনটারাইটিস রোগ নিয়ে খুব চিন্তায় আছি প্রতি ব্যাচে দু থেকে তিন বার আসে এটা থেকে বাঁচার উপায় কি খামার থেকে এই রোগ নির্মূল করার উপায় কি আর কিকি ব্যাবস্থা নিলে এই রোগ খামারে আসবনা জানাবেন প্লিজ
আপু আমি এই ভিডিওতে কিন্তু ডিটেলস বলেছি। ওষুধ নিয়ে আলোচনা করেছি। খামার পরিচ্ছন্ন রাখতে হবে। আমারে বাইরের লোক ঢুকতে দেবেন না। পানির পিএইচ ব্যবহার করেন। হেবিকো পিএইচ না পেলে আপনি এক লিটার পানিতে এক থেকে দুই চামচ ভিনেগার দেন। ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ
কালার বাট বাচ্চার পা শুকিয়ে যাচ্ছে। বয়স 18 দিন । নিউমাইসিন সালফেট এমপোলিয়াম লিভোফ্লোক্সাসিন এই তিনটা ওষুধ দিয়ে দুই দিন ডোজ চালাইছি। এখন কি করবো। পায়খানা হালকা কালচে, রুচি কম
আপু আমার কমেন্ট এর উওর দিবেন আশা করি আপনার ভিডিও তে যে কথা গুলো বলছেন আমার এই সমস্যার অনেক গুলো বাচ্চা নষ্ট হয়েছে আমার কাছে মক্সিলিন আছে এটা দিলেও কি কাজ হবে
আপনার কথার ধরন এতো নোংরা কেনো! আপনি নিজে বোধহয় একজন চোর! ডাক্তার সাহেব নিজেই আমাকে ভিডিও টা পাঠিয়েছেন। কথা সংযত করেন, না হলে থাপ্পড় দিয়ে দাত সব ফেলে দেবো। বদমায়েশ
আসসালামুয়ালাইকুম আপু আপনার বলার ধরন ও ঔষধ খাওয়ানোর নিয়ম অনেক সুন্দর হয় আমার বুঝতে অনেক সুবিধা হয় ❤ ধন্যবাদ আপু 😍
ওয়ালাইকুম আসসালাম।
অনেক দোয়া ও ধন্যবাদ
আপু আপনি সবার কমেন্টের উত্তর দেন এটা আমার খুব ভালো লাগে, এভাবে আমাদের সাথে থাকবেন সবসময়। আল্লাহ আপনার নেক হায়াত দান করুন, আমিন।
আমিন।
আল্লাহ পাক আপনার সহায় হোন
তথ্য বহুল আলোচনা করার জন্য আপু আপনাকে ধন্যবাদ।
এরকম তথ্যবহুল আলোচনা করার জন্য অনুরোধ রইল আশা করি সামনের ভিডিও গুলোর তথ্য গুলো আলোচনা করবেন।
অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও টা দেখবেন। আশা করি হতাশ হবেন না ইনশাআল্লাহ
Assalamualikum আপু, অনেক ভালোবাসা রইলো আপনার জন্য, আল্লাহ আপনাদের সুস্থ রাখুন
Walaikum Assalam. Ameen
May Allah bless you
আপনি যে ডাক্তারের কথা বলছেন।উনি খুবেই ভালো ডাক্তার ও শিক্ষক। উনার কাছে একটা কোর্স করেছিলাম
জ্বি..... আলহামদুলিল্লাহ
অনেক ভাল লাগলো 💗
অনেক দোয়া ও ধন্যবাদ ❤️
অপু আমি সোনালী মুরগি পালন করি গোস্তের জন্য 60 দিন অবদি। এখন যদি মুরগির ঔষুধর একটি মাসিক কোর্সের ভিডিও দিতেন আমি সহ আরও অনেকেই উপকৃত হতাম।
এই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি দেব ইনশাল্লাহ
দিয়েছিলেন কী আপু@@jowarfarming
অসাধারণ
আলহামদুলিল্লাহ
ঠিক যেন সংবাদ উপস্থাপকার মত কন্ঠ
❤️❤️❤️
জাজাকাল্লাহ খাইরান
জাযাকাল্লাহ খাইরান
Apu r m r companier sunali classice bacha udpadoner jonno tara ki murgi r ki rata diya take?
ভাই আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি না। কষ্ট করে বাংলায় লিখেন প্লিজ
Thank you so much apu❤️
❤️❤️❤️
আপা আপনে ঠিক আছেন মুরগির রোগ বেরাম নিয়ে ভিডিও দেন ভাল আপা ভাল ❤❤❤
❤️❤️❤️
গমের উপকারিতা দিয়ে একটি ভিডিও দিবেন খালামণি
দেবো ইনশাআল্লাহ
আপু আমার সোনালি মুরগির ফেনা,লালাযুক্ত পায়খানা হয়েছিলো, তাই eraprim ও dirovet ঔষুধ ৩ দিন খাইয়েছিলাম। কিন্তু এখনও দেখতেছি কিছু কিছু মুরগির পায়খানার সাথে পানি আছে আর কিছু মুরগির পায়খানা স্বাভাবিক হলেও পায়খানার মধ্যে মাংসপিন্ডের মতো ছোট অংশ দেখা যাচ্ছে! এখন আমি কি করবো? একদিন আগেই এন্টিবায়োটিক এর কোর্স শেষ করেছি।
আপনার ভিডিওর অপেক্ষায় থাকি
❤️❤️❤️
আসসালামু আলাইকুম, এটা কি ভাইরাস জনিত রোগ অর্থাৎ একটা মুরগির হলে সব মুরগির হয়?
ওয়ালাইকুম আসসালাম।
এটা ব্যাকটেরিয়াজনিত রোগ। এক মুরগির হলে, যদি সেই মুরগির মল অন্য মুরগি খায় তাহলে সব মুরগির সম্ভাবনা থাকে। এছাড়া যেহেতু এই ব্যাকটেরিয়া বিভিন্ন মাধ্যম থেকে আসে, সেহেতু এই অসুখটি যখন হয় তখন সেটের প্রায় সব মুরগিরই হয়
আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আজকে এই প্রথম বার আপনার মুরগী কে নেয়া ভিডিও দেখলাম মাশাল্লাহ্ খুব সুন্দর করে বুঝিয়েছেন ।
আপু আমি খুব বিপদে আছি শখের বশে ফাউমির মুরগীর বাচ্ছা ক্রয় করি বয়স আনুমানিক ১ মাস হবে যখন ক্রয় সুস্থ ছিল খাবার খেত বেশ ভাল করে কিন্তু ৩-৫ দিন পরে হলো বিপদ সর্দি ধরেছে জ্বর দোকান থেকে ডক্সিভেট এ খাওয়ায় কিন্তু সর্দি কমেছে ঠিক কিন্তু খাবার খেলেও পেট ফুলে থাকে খাবার হজম হয়না ১ টার বুক শুকিয়ে ছুরির মত হাড় এখন দেখি আরেকটার নাক দিয়ে আঠালো পানি বেরুচ্ছে আর খাবার আগের চেয়েও কম খাচ্ছে 😢😢😢আপু কি করব প্লিজ জানান আপু
ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ।
আপনি ফ্লোর ফেনিকল গ্রুপের এন্টিবায়োটিক অথবা সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের এন্টিবায়োটিক দিয়ে আবার কোর্স করান দিনে ২ বার ৫ দিন।
পানিতে পি এইচ আপাতত ৩ দিন ( দিনে ১ বার)। ফার্স্ট জইম দেন( দিনে একবার পাঁচ দিন) । সাথে জিংক দেন( দিনে একবার পাঁচ দিন)।
কোনভাবেই এন্টিবায়োটিক এবং জিংক মেশানো পানিতে পি এইচ এর ব্যবহার করবেন না।
এন্টিবায়োটিক এর কোর্স শেষ হলে মুরগিকে লিভার টনিক দেবেন।
পরে এই পি এইচ প্রতি সপ্তাহে একদিন একবার করে দেবেন। কোন অবস্থাতেই এন্টিবাইটিক মেশানো পানিতে পিএইচ ব্যবহার করবেন না।
ভাই, মুরগি খামারে তুলে প্রাথমিকভাবে এন্টিবায়োটিক এবং সাপ্লিমেন্ট এর একটা কোর্স করাতে হয় পাশাপাশি অবশ্যই ভ্যাকসিন করাতে হয়। এগুলো না করলে সমস্যা হয়।
@@jowarfarming আপু অনেক ধন্যবাদ বুঝিয়ে বলার জন্য সত্যি বলতে আপু আমি ভাড়া বাসায় থাকি অল্প বেতনের চাকরি তাই যা পালি অল্প করে যাতে লোকসান হলেও অল্প করে যেন সংসারে এর প্রভাব না পড়ে খামার করতে প্লেস+ অভিজ্ঞতার প্রয়োজন যা আমার কাছে নেই তাই ৪-৫ টা মুরগী হোক বা হাঁস এদের পেলে কোনটার কি রোগ কি ঔষুধ লাগবে তা শিখছি আপু
এভাবেই শেখা উচিত। প্রথমে কখনোই বেশি ইনভেস্ট করতে হয় না। আমার বেশ কয়েকদিন আগের ভিডিও গুলো একটু সার্চ করেন, এখানে দেখবেন ফোন নাম্বার দেয়া আছে। খুব বেশি প্রয়োজন পড়লে আপনি আমাকে ফোন দিতে পারেন। অপ্রয়োজনে কাউকে খামারের কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেবেন না। শুধুমাত্র একজন ভেটেরিনারি ডক্টর করতে পারবেন। পাশাপাশি আপনি চাইলে প্রাণিসম্পদ থেকে ট্রেনিং নিতে পারবেন। আপনি চাইলে আমি ব্যবস্থা করে দিতে পারব।
কমেন্টে নিচে কমেন্ট না করে নতুন করে কমেন্ট করলে সেটা আমার নজরে আসে।
আল্লাহ ভরসা
@@jowarfarming আলহামদুলিল্লাহ্। শুনে খুশি হলাম আপা
আমি ইউটিউবে কাউকে সাবস্ক্রাইব করি নাই এখন পর্যন্ত কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করেছি, এই সুন্দর ভিডিওটা দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে৷
অনেক দোয়া ও ধন্যবাদ
আপা অনেকেই বলেন ঠান্ডা থাকলে বয়লারে লিভার টনিক দিলে ঠান্ডাকমেনা একটু জানাবেন
ঠান্ডা লাগার সাথে লিভার টনিকের কোন সম্পর্ক নাই। লিভারটা অনেক দিলে লিভারের সমস্যা দূর হবে। কিন্তু ঠান্ডা লাগা কমবে না
আপু তিনটা এন্টিবায়োটিক কতা বলেছেন
জে কুনু একটা এন্টিবায়োটিক দিলে হবে না সব গুলা এন্টিবায়োটিক একসাতে দিতে হবে জানাবেন
ভিডিওটা একটু ভালো করে দেখেন।
খুব স্পষ্ট করে বলেছি। ভিডিও দেখার সময় স্কিপ করলে আপনি কিছুই বুঝতে পারবেন না
আপু আমি খামারি না
দয়া করে কুনটা ওধুস খাবাব বলবেন দয়া করে
আপু Amoxacilin এর সাথে কি Neomycin sulphate গ্রুপের ঔষধ add করা যাবে? এই ২ টা ঔষধ combind use করলে কি ভালো হবে??
করা যায়
ঔষধ 3টা কি এক সাত্থে প্র্যোগ করা যাবে?
ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখেন, আপনি নিজেই বুঝতে পারবেন। উত্তরটা খুব স্পষ্ট ভাবে পেয়ে যাবে ইনশাল্লাহ
আপনার সাথে কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে
ভিডিওতে দেয়া আমার নাম্বারে যোগাযোগ করেন দেখা যাক
❤️❤️❤️❤️
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
সব গুলো একসাথে পানিতে মিশিয়ে দিতে হবে?
Yes
ম্যাডাম মুরগির মল জলপাই কালার হলে কি এই রোগ হয়
হতে পারে, তবে রানীক্ষেত বা ভাইরাস জনিত সংক্রমণ কিনা একটু দেখবেন প্লিজ।
এই রোগ হলে কি মুরগির ওজন কমে যায়? আর জর হয়?
ওজন কমে যায়, কিন্তু সব সময় জ্বর হয় না
❤❤❤
❤️❤️❤️❤️❤️❤️
লিনকোমাইসিন/এমোক্সোসিলিন /চেপহেলাক্সিন
৩টাই দিতে হবে একসাথে নাকি যেকোনো একটা দিলে হবে??
এই ভিডিওতে যে এন্টিবায়োটিক গুলোর কথা বলা আছে সেগুলো একসাথে একই পানিতে দেবেন।
@@jowarfarmingলিংকোমাইসিন এর বদলে কি এমোক্সোসিলিন দিলে হবে নাকি লিংকোমাইসিন দিতেই হবে
আপু নেক্রোটিস জন্য
Ranamox+ cipro + PH একসাথে দিলে
কি কাজ করবে রোগের জন্য?
পানির পিএস টা কে আপনি আলাদা করে দিলেও দিতে পারেন।
তিনটা কি এক সাথে মিশিয়ে দিবো
পানির পিএইচ বাদ দিয়ে অন্য সব একসাথে মেশাতে পারেন
ডিম পাড়ে এমন মুরগিকে এই ঔষধ ব্যবহার করা জাবে।
অবশ্যই যাবে
আপু এখন ত গরম মুরগী কে ক্যালসিয়াম ই সেল জিংক এমাইনো এগুলো কি খাওয়ানো যাবে
আপু আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আর এম আর একটি কোম্পানির নাম। ঐ খানে সোনালী ক্লাসিক বাচ্ছা উৎপাদনের জন্য কি দরনের মুরগি এবং রাতা দিয়ে থাকে?
ভাই আমি ব্যাপারে আসলে কিছুই জানিনা
আপু মিজানুর রহমান স্যার কি বি এল আরের ডাঃ
জ্বি
তিনটা ওষুধ কি একসাথে মিক্স করে দিব।
নাকি একটা ৪দিন দিয়ে আরেকটা ৪দিন দিব???
একসাথে দেবেন
আপু একটা পরামর্শ পেতে পারি?
আমার ফাউমি মুরগী আছে ডিম পারে।
মুরগী গুলো সকল দিক থেকে সুস্থ কিন্তু খাবার কম খায়।
এবং ২/১ টা মুরগী কাঁচা ডিম পারে।
এর জন্য কি করতে পারে?
যাতে খাবার ঠিক মতো খায় এবং কাঁচা ডিম না পারে।
মুরগির শরীরে ক্যালসিয়াম এর অভাব হলে এটা হতে পারে। আপনি ক্যালসিয়াম, ই সেলেনিয়াম, ভিটামিন এ ডি ই ৩ দেন।
আপু এই ওষুধ কি এক সাথে দিব?
এবং কত দিন দিব?
কয় বেলা দিব?
এতে কি মুরগির রুচি ভালো হবে?
আপা আমার খামারে ১৫০টি প্যারেন্টস আছে হঠাৎ কিছুদিন ধরে পাতলা পায়খানা করতেছে পানি টা বেশি। আমি কি কি ঔষুধ চালাব এবং কিভাবে জানতে পারবো।
ই এস বি৩ দিতে পারেন। এই এন্টিবায়োটিক এর উপর আমার ভিডিও দেয়া আছে। দেখে নিতে পারেন
আপু মুরগির জন্ন কন কম্পানির ফিড মুরগির জন্ন ভাল। অনেকে বলে ফিড আমাদের জন্ন খতিকর।তাই ভাল কম্পানির নাম বলবন।প্লিজ উত্তর দিবেন আপু
নারিশ এর ফিড দিতে পারেন
@@jowarfarmingata ki murgir khabarer dokanei pawa jai...r dim para murgi k kon feed dibo
@@jowarfarmingata ki murgir khabarer dokanei pawa jai...r dim para murgi k kon feed dibo
লিংকোমাইসিন ঔষধ টা কি বেটেনারিতে পাবো, নাকি মানুষের ঔষধ দোকানে পাবো?
ভেটেনারি তে পাবেন
আপু মুরগির উকুনের জন্য সায়ের সাথে ন্যাপটোনি গুরু করে দিলে কোন ক্ষতি হবে
ক্ষতি হয় না। আমি আস্ত দেই
আস্সালামু আলাইকুম আপু, এটা লিভার টনিক নয়, কিডনি টনিক হবে।
ওয়ালাইকুম আসসালাম।
কিডনি টনিক এবং লিভার টনিক দুটোই এন্ট্যারাইটিসের পরেই দিতে হয়।
এখন একজন খামারি কোনটা এন্টিবায়োটিক এর সাথে চালাবেন, সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার। ভাই ভুল ধরার এ স্বভাবটাকে ত্যাগ করেন। এতই যখন জানেন নিজের ভিডিও বানান ছাড়েন সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ।
ডাক্তারের কনসার্ট নিয়ে ভিডিও ছাড়া হয়। আপনাদের মত কিছু ভিউয়ার ভিডিও দেখতে বসেন না --- বসেন ভুল ধরতে।
আমি যদি বলেছি সেটা ১০০% রাইট।
এন্টিভাইটিক এর সাথে লিভার টনিক দিলে, এন্টিবায়োটিকের কোর্স শেষ হবার পরে কিডনিটা অনেক দিতে হবে।
এখন একটা ভিডিওতে তো এত কথা আমি বলবো না। পর পর ভিডিও দেখতে থাকেন আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। আর বেশি ভুল ধরার প্রবণতা থাকলে আমি বলব আপনি আমার ভিডিও দেখেন না।
সমস্যাটা কোথায় জানেন! --- একজন ব্যক্তি শুধু রসগোল্লা চেনে, ---- এখন তার সামনে যে মিষ্টিই আনা হোক না কেন , সে ওই মিষ্টিটাকে রসগোল্লাই বলবে। সে তো রসগোল্লা ছাড়া আর কোন মিষ্টি চিনিই না।
একজন যদি শুধুমাত্র প্যারাসিটামল চেনে, তাকে নাপা দিলেও --- সে বলবে এটা আমি খাব না, আমাকে প্যারাসিটামলই দিতে হবে।
এত রুক্ষ ভাবে উত্তর দেওয়ার জন্য দুঃখিত।
আসলে আমি ভিডিও ছাড়ি খামারিদের ভালোর জন্য। এতে করে ডাক্তারের সাথে আমার বহু কথা বলতে হয়। ডাক্তার কি বিরক্ত করতে হয়।
তারপরে যখন আপনাদের মতন অল্প পানির মাপ এসব উল্টাপাল্টা কমেন্ট করেন ---- মেজাজটা খারাপ হয়ে যায়।
আপনি আপনার মত চলেন ---- কোন অসুবিধা তো নাই
@@jowarfarming আপু, আপনার replay পেয়ে খুব ভালো লাগলো। আপনি কষ্ট করে অনেক কিছু লিখেছেন তার জন্য ধন্যবাদ। আমি শুধু এই টুকু বলবো,
১. আপনি যে ডক্টরের রেফারেন্স দিয়েছেন, আমি তার কাছে একটি কোর্স করে শেখার চেষ্টা করেছি। স্যার ঐ স্লাইডে হেপাটোভেট কেটে নেফটোনিক লিখে দিয়েছিলেন। আমি এই সেন্সে উপরোক্ত মন্তব্য করেছিলাম (অত্যান্ত সাদা মনে)। আমি আপনার ভুল ধরার জন্য কমেন্ট করিনি। মুরগি অসুস্থ হলে যে লিভার টনিক ও কিডনি টনিক দুইটাই দেয়া যাবে, সেটা আপনি আপনার রিপ্লেতে স্বীকার করেছেন। অতএব, আমার মন্তব্য একদিক দিয়ে সঠিক আছে।
২. আমি আপনার অনেক ভিডিও দেখেছি, অনেক কিছু শিখার চেষ্টা করেছি। আপনাকে অনেক পছন্দ করতাম। But i have understood that, vedio owner and replier is not equal in same nature. যেহেতু আপনি আপনার ভিডিও দেখতে নিষেধ করলেন, so unsubscribe করলাম।
৩. আর মিজানুর রহমান স্যার এর কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করলে জানতে পারবেন আমি কে, বা কি করি। আমি তথা কথিত মন্তব্য করি কি না।
ধন্যবাদন্তে,
মফিজুর রহমান
যশোর।
gmrahman109@gmail.com
আপু জেনেটিক নাম উল্লেখ করে বললে আমাদের বুঝতে ভালো হয়
আপু এরপর থেকে আমি জেনেটিক নাম সহই বলবো সবকিছুর ইনশাআল্লাহ
আপা ১০টা দেশি মুরগী দিন কত কেজি খাবার খাই
একটা এডাল্ট দেশি মুরগি দিনে ৬০ থেকে ৬৫ গ্রাম খাবার খায়। অতএব দশটা মুরগি দিনে ৬০০ গ্রাম খাবার খাবে।
আপু আমার মুরগির বয়স ১৮ দিন কিন্তু মুরগির ওজন অনেক কম৷ খাদ্য পরিমান মত খাচ্ছে কিন্তু ওজন কম। এর পাশাপাশি মুরগি পাতলা পায়খানা হচ্ছে এবং বুক শুকিয়ে যাচ্ছে৷ এক্ষেত্রে আমার করনিয় কি?
মুরগিকে লিভার টনিক এবং কিডনি টনিকের ডোজ করান।
খুব ঘনঘন মুরগির খাবার পরিবর্তন করবেন না।
বয়লার মুরগির এন্টারাইটিস এর সমস্যা
আপনি যে ওষুধ গুলো সাজেস্ট করছেন খাওয়াইছি কিন্তু মুরগী সুস্থ হয় নাই।😢
ডাক্তার দেখান।
@@jowarfarmingআমার ফ্রামে ৫-৬ ব্যাচ ধরে এই সমস্যা। অনেক ডাক্তার দেখাইছি। তারা যে মেডিসিন সাজেস্ট করছে তাই দিছি কিন্তু মুরগী সুস্থ হয় নাই। এন্টারাইটিস এর কি কোনো ওষুধ ই নাই নাকি আপু?
তাইগার মুরগির ডিম পারার সময় হইসে কিন্তু ডিম পারে না
এখন কি করনিও
১৫১ নাম্বার ভিডিও টা দেখবেন প্লিজ। আশা করি উত্তর পাবেন ইনশাআল্লাহ
আপু আমি এনটারাইটিস রোগ নিয়ে খুব চিন্তায় আছি প্রতি ব্যাচে দু থেকে তিন বার আসে এটা থেকে বাঁচার উপায় কি খামার থেকে এই রোগ নির্মূল করার উপায় কি আর কিকি ব্যাবস্থা নিলে এই রোগ খামারে আসবনা জানাবেন প্লিজ
আপু আমি এই ভিডিওতে কিন্তু ডিটেলস বলেছি। ওষুধ নিয়ে আলোচনা করেছি।
খামার পরিচ্ছন্ন রাখতে হবে। আমারে বাইরের লোক ঢুকতে দেবেন না। পানির পিএইচ ব্যবহার করেন। হেবিকো পিএইচ না পেলে আপনি এক লিটার পানিতে এক থেকে দুই চামচ ভিনেগার দেন। ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ
পানিতে পিএইচ ব্যবহার করলে অথবা ভিনেগার ব্যবহার করলে এবং বায়ো সিকিউরিটি বজায় রাখলে ইনশাল্লাহ এ্যাটরিটিস রোগ আসবে না
কালার বাট বাচ্চার পা শুকিয়ে যাচ্ছে। বয়স 18 দিন ।
নিউমাইসিন সালফেট
এমপোলিয়াম
লিভোফ্লোক্সাসিন
এই তিনটা ওষুধ দিয়ে দুই দিন ডোজ চালাইছি। এখন কি করবো।
পায়খানা হালকা কালচে, রুচি কম
অপেক্ষা করেন। ১৫ দিন পর লিভার টনিক এর একটা ডোজ করান। এরপর একমাস পর আবার কিডনি টনিক এর একটা ডোজ করান
আপু প্লিজ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিন,,প্লিজ আমার মুরগী অসুস্থ আমি কি ওষুধ খাওয়াবো আপনার থেকে যানতে চাই
ভিডিওতে দেয়া নাম্বার থেকে আমাকে ফোন দেন। আমি আপনাকে whatsapp নাম্বার দিয়ে দেব ইনশাল্লাহ
আপা আপনার পাহারি মুরগি গুলো এখন দি দেখিনা আপা
আপডেট পাবেন খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ
আমার মুরগি ফিডের মতো পায়খানা করে ওজন বাড়তেছে না
নেমোসিন ব্যাট প্লাস দিয়েছি কিন্তু ভালো হচ্ছে না
আপনি এএসবি ৩০ পারসেন্ট ভেট একটু দিয়ে দেখবেন প্লিজ! সাথে ফাস্ট যাইম দেন।
মুরগিকে লিভার টনিকের কোর্স করান
আপু আমার কমেন্ট এর উওর দিবেন আশা করি আপনার ভিডিও তে যে কথা গুলো বলছেন আমার এই সমস্যার অনেক গুলো বাচ্চা নষ্ট হয়েছে আমার কাছে মক্সিলিন আছে এটা দিলেও কি কাজ হবে
ভিডিওতে উল্লেখিত এন্টিবায়োটিক টি ব্যবহার করলে ভালো হবে। তবে যদি আপনার কোন উপায় না থাকে সে ক্ষেত্রে আপনি এমোক্সিসিলিন দিতে পারেন।
আপু আমার মুরগি খায় কিন্তু আপনার ওজন বাড়তেছে না বুকটা একটু শুকানো পায়খানা বিভিন্ন ধরনের সাদা লালচে অনেক রকম
আমার ১৭৬ নম্বর ভিডিওতে একজন ডাক্তারের ফোন নাম্বার দেয়া আছে। উনাকে ফোন দিলে নিশ্চয়ই উপকৃত হবেন ইনশাআল্লাহ
@@jowarfarming আচ্ছা আপু আমি চাইছিলাম আপনি এন্টারাইটিস এর যে ওষুধগুলো বলছেন এগুলা খাওয়াতে।
আপু আমি জানি এন্টারাইটিস তিন প্রকার।যেমন নেক্রটিক, কলি,এবং শুধু এন্টারাইটিস। কথা হল আপু তিনটি রোগের কি একই ঔষধ?
জ্বি ভাই
@@jowarfarming thanks for everything.
❤️
আস্থা দিলে যদি মুরগি থোকরা-ঠোকরি করে খেয়ে ফেলে তাতে কি কোন ক্ষতি হবে
আস্ত ন্যপথলিন মুরগি খেতে পারে না
আর একশান থাকে বেশি দিন
Poultry consultant স্যার এর ক্লাস চুরি করে শুরু করে দিলেন?
আপনার কথার ধরন এতো নোংরা কেনো!
আপনি নিজে বোধহয় একজন চোর!
ডাক্তার সাহেব নিজেই আমাকে ভিডিও টা পাঠিয়েছেন।
কথা সংযত করেন, না হলে থাপ্পড় দিয়ে দাত সব ফেলে দেবো।
বদমায়েশ
তুমি আমার ভিডিও থেকে দূর হও। ছোট লোক কোথাকার। বস্তির পোলা...
আপু আপনার নাম জানাবেন প্লিজ
মৌসুমি নার্গিস লাকি
Amoxasiline + Hepatovet + Zinc
এই তিনটা ঔষধ কি একই পানিতে ব্যবহার করা যাবে,,?
জিংক আলাদা পানিতে দিলে ভালো হয়
@@jowarfarming ধন্যবাদ আপু,,,
আপনার জন্য অনেক অনেক শুভকামনা 🥰
আপু আপনার নাম্বারটা চাই
ভাই আপনার নাম্বারটা দেন। আমি আপনাকে ফোন দেব ইনশাল্লাহ
01572014489
Mousumi Nargis lucky
আপু এই ওষুধ কি এক আধারে চারদিন খাওয়াতে হবে না একবেলা করে
ভাই ভিডিওটা একটু ভাল করে দেখেন। সবকিছু ভিডিওতে বলা আছে।