Traditional Boat Market || মানিকগঞ্জের ঘিওরের শতবর্ষী নৌকার হাট

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • Traditional Boat Market || মানিকগঞ্জের ঘিওরের শতবর্ষী নৌকার হাট
    বর্ষা মৌসুমে কালীগঙ্গা-ধলেশ্বরী বিধৌত মানিকগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হলে যাতায়াতের প্রধান বাহন হয়ে ওঠে নৌকা। এ সময় নৌকার ব্যাপক চাহিদার জোগান দিতে বহু বছর ধরে ঘিওর উপজেলা সদরে বসছে নৌকার হাট। বর্ষা মৌসুমের শুরু থেকে ঘিওর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সপ্তাহের প্রতি বুধবার বসে ঐতিহ্যবাহী এ নৌকার হাট। খুব ভোরে শুরু হয়ে বিকিকিনি চলে সন্ধ্যা পর্যন্ত। তবে দুপুর পর্যন্ত ক্রেতা সমাগম বেশি থাকে। মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলার বিভিন্ন এলাকা থেকে অনেকেই নৌকা কিনতে এই হাটে আসেন। বিক্রেতারা জানালেন, ঘিওরের হাটে বড় যে নৌকাগুলো আসে, সেসব তৈরি হয় কড়ই, রেইনট্রি, মেহগনি, চাম্বল ও আম কাঠ থেকে। মানিকগঞ্জ ছাড়াও টাঙ্গাইল জেলার নাগরপুর, ঢাকার সাভার ও ধামরাই থেকে বিক্রেতারা নৌকা নিয়ে আসেন ঘিওরের হাটে। ঘিওর হাটে সাধারণত ছোট ছোট কোষা নৌকারই বিকিকিনি বেশি। মাছ ধরা, বর্ষা মৌসুমে বাড়িতে বাড়িতে যাতায়াত, বাড়ি থেকে প্রধান সড়কে আসা যাওয়া, হাট-বাজারে যাতায়াতসহ নিত্য যোগাযোগের কাজে এসব কোষা নৌকার ব্যবহার বেশি। ইঞ্জিনচালিত বড় নৌকা, ব্যাটারিচালিত রিকশা ভ্যান কিংবা নসিমনে করে ঘিওরের হাটে নৌকা নিয়ে আসেন বিক্রেতারা। দূরদূরান্ত থেকে আসা ক্রেতারাও নৌকা কিনে নিয়ে যান একইভাবে। বর্ষার সাথে সাথে শুরু হওয়া এ হাটের স্থায়িত্ব নির্ভর করে নদী-নালা ও জলাশয়ে পানি কতদিন থাকছে তার ওপর। ক্রেতা-বিক্রেতারা বলছেন, এবছর নিম্নাঞ্চলে পানি দীর্ঘ সময় থাকায় কার্তিকের শেষ অবধি চলতে পারে ঘিওরের হাট। মৌসুমের শুরুতে চাহিদা বেশি থাকে বলে ঘিওরের হাটে নৌকার পসরাও বেশি থাকে। তখন ঈদগাহ মাঠ পেরিয়ে লাগোয়া ঘিওর সরকারি কলেজ মাঠেও নৌকা নিয়ে বসেন বিক্রেতারা। ধীরে ধীরে চাহিদা কমে গেলে হাট সীমিত থাকে ঈদগাহ মাঠের চার দেয়ালের মধ্যেই।
    Facebook: / mti458
    #গ্রামের_নৌকার_হাট
    #traditional_boat_market
    #boat_market_manikganj
    #boats_market
    #নৌকা
    #ঘিওর
    #Ghior

КОМЕНТАРІ • 4