তিন গুণ পুষ্টিমানের ব্ল্যাক রাইস || ফিলিপাইনের ব্লাক রাইস || Black Rice Philippines

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • কালো চাল: তিন গুণ পুষ্টিমানের ব্ল্যাক রাইস এর আবাদ যেভাবে শুরু হলো বাংলাদেশে
    সেলিমভাই জানান, ব্লাক রাইসের উপরে প্রামাণ্য চিত্র দেখে তিনি জেনেছেন কালো চাল ডায়াবেটিস, স্নায়ুরোগ ও বার্ধক্য প্রতিরোধক। এতে ভিটামিন, ফাইবার ও মিনারেল রয়েছে। তাই কালো চাল উৎপাদনে মনোযোগী হয়েছেন। অনেকে বিদেশ থেকে বেশি দামে চাল কিনে খায়।
    ঢাকায়ও বিদেশি কোম্পানিগুলো এই চাল হাজার টাকায় কেজি বিক্রি করলেও স্থানীয়ভাবে তিনি প্রতি কেজি কমপক্ষে ৬০০ / ৭০০ টাকায় বিক্রি করতে পারবেন বলে জানান সেলিমভাই। এ চালের উৎপাদন সারাদেশে ছড়িয়ে দেওয়া গেলে তা দেশের কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি মনে করছেন।
    তিনি আরো জানান, কালো চাল দেখতে যেমন কালো, এ চালের ভাতও কালো এবং পুষ্টিগুণ সমৃদ্ধ, সুগন্ধযুক্ত দামি ও স্বাস্থ্যকর এ কালো চাল সারা পৃথিবীতে খুবই সমাদৃত।
    বিস্তারিত জানতে কল করুনঃ
    সেলিমভাই মানিকগঞ্জ, 01749620170, 01747409205
    ধন্যবাদ।যদি ভালো লাগে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সকলে ভালো থাকুন সুস্থ থাকুন।আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে।
    Facebook: / mti458

КОМЕНТАРІ • 3