Complete Guide to Growing Water Apples in Pot | টবে জামরুল ফলাতে সমস্যা হচ্ছে? এই ভিডিওটি দেখে নিন

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 146

  • @mohammedzuwail9730
    @mohammedzuwail9730 9 місяців тому +2

    Dada thank u jamrul gach ar vedio korar jono

  • @sukumarmistri3845
    @sukumarmistri3845 9 місяців тому

    অনেক প্রয়োজনীয় বিষয় জানতে পারলাম।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @kalansekh9718
    @kalansekh9718 9 місяців тому +1

    আমার জন্য এটা একটা ওপেকখা কীর্ত ভিডিও so very very thanks RG

  • @asischakraborty1757
    @asischakraborty1757 9 місяців тому

    দারুন ভিডিও,এই ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারলাম।আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা।❤

  • @annikajain162
    @annikajain162 9 місяців тому

    Khub upokari video, thank you dada

  • @avijitadhikaryadhikary233
    @avijitadhikaryadhikary233 9 місяців тому

    দারুন একটি শেখার মতো প্রতিবেদন আপনি আপনার ভিডিওতে যেভাবে আমাদেরকে শেখান তাতে আর কিছুই বুঝতে বাকি থাকে না আর এটাই সবার থেকে আপনাকে আলাদা করে এই রকম আরো অনেক ভালো ভালো ভিডিও আমাদের জন্য করুন এটাই আপনার কাছে আমার কাম্য ভালো থাকবেন পরের ভিডিওর অপেক্ষায় রইলাম

  • @shampadey5275
    @shampadey5275 9 місяців тому +2

    আপনার সব ভিডিওর মত এটাও সময়োপযোগী।❤

  • @munmuns_passion
    @munmuns_passion 5 місяців тому

    Khub sundor😊😊

  • @lalitchakraborty8949
    @lalitchakraborty8949 9 місяців тому

    .খুব সুন্দর প্রতিবেদন।

  • @shrabanimodak8412
    @shrabanimodak8412 9 місяців тому

    Thank you dada

  • @bongmargdarshan
    @bongmargdarshan 9 місяців тому

    Best UA-cam Channel

  • @sahebmallick9445
    @sahebmallick9445 9 місяців тому

    Ami apnar sob video dekhi
    Amar jamrul gache pochur kuri echeche kivabe porichorcha korbo

  • @Tuki-Taki24
    @Tuki-Taki24 9 місяців тому +1

    টবে কাঁঠাল গাছ নিয়ে একটা ভিডিও দেবেন প্লিজ।

  • @farzanaakter2523
    @farzanaakter2523 7 місяців тому

    Dada belcony te jamrul gach kora jbey??? Greel er bairey ber korey debo....r ekn ki kolom er chara lagaley fol pabo ei bochor????

  • @prodiproy5112
    @prodiproy5112 9 місяців тому

    দাদা, ভিডিওটা দেখে খুব উপকৃত হলাম, কোন মাসে জামরুল গাছে ফুল আসে, বললে খুব উপকৃত হবো

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      ভিডিওতেই আলোচনা করা আছে।

  • @ritaghosh9711
    @ritaghosh9711 9 місяців тому

    খুব ভালো লাগলো ভিডিও টা দাদাভাই। এই বার কালো জামের একটি ভিডিও চাই।

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      রিসেন্টলি সাদা জামের ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা হয়েছে, কালো জামের ক্ষেত্রেও একই রকম পরিচর্যা হবে। ভিডিওটি একবার দেখে নেবেন।

  • @Pritu0
    @Pritu0 8 місяців тому

    Dada ekta guti kolom er chara dao😮

  • @bongomom_nabanitaa777
    @bongomom_nabanitaa777 8 місяців тому

    Dada hard pruning ar repotting kore bosiyechilam jamrul, sob notun pata berocche ar pure jacche. Ki korbo? Ar patay calcium spray kivabe korbo, ektu janaben plz.

  • @masudabegum7861
    @masudabegum7861 6 місяців тому

    দাদা আদাব আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য ভালো থাকবেন

  • @sobujerovijan
    @sobujerovijan 9 місяців тому

    খুব উপযোগী ভিডিও দাদা আমার এক বছরের গ্রো ব্যাগে বসানো গাছে পাতাগুলো ঝরে যাচ্ছে কি করব দাদা যদি বলেন।

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      একটু গরম পড়লেই ফুল সহ পাতা বেড়িয়ে যাবে। এখন মাটিতে যেন জল না জমে, সেদিকে খেয়াল করুন।

  • @mstummeruna7418
    @mstummeruna7418 9 місяців тому

    সুন্দর ভিডিও, আমার জামরুল গাছের পাতার নিচে সাদা সাদা পোকা, কি করলে চলে যাবে দাদা,,

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому +1

      যতদূর মনে হচ্ছে ওটা সাদামাছি, ইয়োলো স্টিকি প্যাড লাগান সাদামাছি কমে যাবে।

  • @syedanasrinmony1251
    @syedanasrinmony1251 9 місяців тому

    সময় উপযোগী ভিডিও দেখলে খুবই খুশি লাগে। আমাকেও কাল এই কাজটা সেরে ফেলতে হবে।অনেক ধন্যবাদ দাদা। নতুন আম গাছ ৮"মাটির টব সহ কিনেছি মাস খানেক আগে সেই গাছটি কি এখন একটু বড় টবে দিতে হবে? নাকি এই টবেই রাখব কিছুদিন । দাদাআমি ফেইসবুকে ছবি পাঠিয়েছি।

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому +1

      হ্যাঁ এখন তুলনামূলক একটু বড় রিপর্ট করে দিন। মাটিতে গোবর সারের সাথে ফসফেট এবং পটাশ সার অবশ্যই মিশিয়ে নেবেন।

    • @syedanasrinmony1251
      @syedanasrinmony1251 9 місяців тому +1

      @@rajgardens thank u so Mach dada

  • @souvikmondal4932
    @souvikmondal4932 9 місяців тому

    Sir, amar jamrul gach e ful asche ekhn. Ekhn ki tahole mix fertilizer ta debo?

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      👍

    • @souvikmondal4932
      @souvikmondal4932 8 місяців тому

      @@rajgardens sir, ful gulo kuri obostha te e jhore pore jachhe? Ki. Kori

  • @user-xc7jp6lt7e
    @user-xc7jp6lt7e 9 місяців тому

    Dada biovita x ki spray kora bhalo hobe

  • @anirbangayen1085
    @anirbangayen1085 9 місяців тому

    Phul dhorle pruning kora zabe? Upor dal gulo? Zamon dekhalen

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      গাছে ফুল এসে গেলে আর প্রুনিং করার দরকার নেই।

  • @Soumik5Saha
    @Soumik5Saha 5 місяців тому

    R jodi green net na kori to ki korte hobe eta niya akta video banao please

    • @rajgardens
      @rajgardens  5 місяців тому

      একান্তই গ্রীন নেট না খাটালে ছাদের যেদিকে একবেলা রোদ লাগে সেদিকে গাছকে সরিয়ে রাখতে হবে। আর একটা কাজ করা যেতে পারে। গাছ একটু বড় হলে 100 লিটার ড্রামে শিফট করে দেবেন।

  • @RanginChadBagan
    @RanginChadBagan 9 місяців тому

    Rogor! /super sonata diye gacher poka jacchena, ki korbo lonka, dahlia gachguloke banchate

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      প্রফেক্স সুপার ব্যবহার করুন ২ ml প্রতি লিটার জলে মিশিয়ে।

  • @biswanathsaha637
    @biswanathsaha637 9 місяців тому

    Sir upner facebook page a ekta jam gachher chhobi patthiechh.Ektu dekhe ki korte hobe janaben please.

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      রিসেন্ট যে ভিডিওগুলো দেওয়া হয়েছে তার যেকোনো একটি তে আর একবার ছবি পাঠান। ছবিটা কোনভাবে দেখা যাচ্ছে না।

  • @swarupmaity6132
    @swarupmaity6132 9 місяців тому

    Jamrul gach e kon somoy ful ase?Ai somoy dal katle ful asar khetre osubidha hobe na to?ektu janaben

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      অপরদিকে বেশি লম্বা হয়ে যাওয়াটা গুলো কেটে দিন। সাধারণত মার্চ এপ্রিলের দিকে ফুল আসে।

  • @user-xc7jp6lt7e
    @user-xc7jp6lt7e 9 місяців тому

    Apnar sprayertir কেনার link ta একটু পাঠাবেন please

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে একটু দেখে নেবেন।

  • @bongomom_nabanitaa777
    @bongomom_nabanitaa777 9 місяців тому

    Notun gach 6 mash por repotting er somoy ki ki saar debo? Ar ekta request china gondhoraj ful niye ekta Video korun plz, khub priyo kintu bachate parchi na.

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      মিশ্র সারের ভিডিওর লিংক দিচ্ছি এভাবে মিশ্র শার্ট তৈরি করে নেবেন । চাইনিজ গন্ধরাজ টিকে রিপর্ট করতে হবে। কিভাবে করবেন তার লিংক দিচ্ছি সেটি দেখে একই পদ্ধতি অবলম্বন করবেন।

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      ua-cam.com/video/wwd94gtvjlI/v-deo.htmlsi=xJLrWQpuJ9GwR7EQ

  • @tamalpaul2146
    @tamalpaul2146 9 місяців тому

    Eakhn ki 1yr er old water apple plant er pot change kora jabe ?

  • @agautam84
    @agautam84 9 місяців тому

    দাদা নমস্কার । খুব কাজের একটা ভিডিও দেখলাম । আমার দু একটা প্রশ্ন আছে । আমার দেড় বছর বয়সের জামরুল গাছটি আট ইঞ্চি টবে আছে । এখন সারা গাছে প্রচুর কুঁড়ি এসেছে , দু একটি ফুটতেও শুরু করেছে । আপনি যে প্রুনিং করার কথা বললেন সেটা আমার আগে জানা না থাকায় করা হয়নি । এখন কি এই প্রুণিং করা যাবে ? বা বড় টবে বসানো যাবে ? এই ভিডিও দেখার পর আমি খুব ধন্দে পড়ে গেলাম । দয়া করে উত্তর দিলে সেইমত ব্যবস্থা নিতে পারি । আগাম ধন্যবাদ রইল । নমস্কার ।

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      দেড় বছরের গাছ যখন বলছেন নিশ্চয়ই বেশ বড়সড়ো হয়েছে। আগেই বড় টবে রিপর্ট করা দরকার ছিল। এখনো রিপর্ট করা যাবে তবে গোড়ার মাটি এবং শিকড়কে ডিস্টার্ব না করে কগাছটিকে সাবধানে তুলে বড় জায়গায় বসিয়ে দিন। ফল ধরা অবস্থায় গরমের সময় জলের প্রচন্ড চাহিদা থাকবে। গাছে যেহেতু ফুল এসে গেছে এখন কোন ডাল ছাঁটাই করার দরকার নেই।

    • @agautam84
      @agautam84 9 місяців тому

      @@rajgardens অনেক ধন্যবাদ। আপনার কথামত কাজ করবো ।

  • @kamaldey9631
    @kamaldey9631 9 місяців тому

    Dada, I have got a 12 years old mango plant in my roof top garden. The variety produces mangoes round the year. Today I noticed that 2 small fruits have cracked apart from the mid-part. Please tell me the deficiency for which this has happened. ❤

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому +1

      ua-cam.com/video/FNRyeBzrIGQ/v-deo.htmlsi=qZsSE5s9M6FsR0FF

  • @dinbandhudas9765
    @dinbandhudas9765 9 місяців тому

    Bhub Sahaj Bhabe Bojhalen Bhub Bhalo Dada Amar Red Diamond Gache Phool Aashche Kintu Fal Dadache Na Ki Kara Jabe

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      গাছের ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করুন।

  • @JayantiNursery
    @JayantiNursery 8 місяців тому

    Dada Amar jamrul gache phool chhore jachhe Ami ki korbo

    • @rajgardens
      @rajgardens  8 місяців тому

      ফুল ঝরে যাওয়ার বিভিন্ন কারণে হয়। মাটিতে পর্যাপ্ত জল দেবেন এবং গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে রাখবেন।

  • @user-xc7jp6lt7e
    @user-xc7jp6lt7e 9 місяців тому

    When should We repot the hydrangea

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      অক্টোবরের দিকে করবেন রিপর্ট।

  • @chandra4278
    @chandra4278 9 місяців тому

    Chadbagane kon jamrul lagale valo hobe? Lal na sada?

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      এখন যেসব থাই ভ্যারাইটির জামরুল পাওয়া যায় তা সবই ছাদ বাগানে করা যাবে।

  • @nabinsarkar3834
    @nabinsarkar3834 9 місяців тому

    ডাল কাটার পরে fungicide দিতে হবে না?

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      দিতে পারেন। না দিলে খুব একটা সমস্যা হবে না।

  • @chang_afangirl6912
    @chang_afangirl6912 9 місяців тому

    Sir ei somoi ki dal chatai kore dibo.

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      উপরের দিকে বেশি লম্বা হয়ে যাওয়া ডালগুলো কেটে দিতে পারেন।

  • @sukantand
    @sukantand 9 місяців тому

    Calcium kivabe spary karbo?

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      ক্যালসিয়াম নাইট্রেট দুগ্রাম প্রতি লিটার জল মিশিয়ে স্প্রে করতে হবে।

  • @hasibabdullah2675
    @hasibabdullah2675 9 місяців тому

    Bangladesh e micronutrients Konta dibo

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      ফ্লোরা ব্যবহার করতে পারেন।

  • @tridipmondal9163
    @tridipmondal9163 6 днів тому

    দাদা,,
    কোন সময় এই রকম ভাবে ডাল ছাটব?? মানে কোন মাসে??

    • @rajgardens
      @rajgardens  6 днів тому

      সেইভাবে প্রুনিং এর দরকার হয় না। যখন দেখবেন ডাল খুব লম্বা হয়ে গেছে তখন কেটে দেবেন। এটা যে কোন সময় করা যেতে পারে।

  • @BappaMondal-d7x
    @BappaMondal-d7x 9 місяців тому

    Aktai valo jater jamrul er jat bolun ?

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      এখন প্রচুর ভ্যারাইটির জামরুল বাজারে এসেছে। সবই ছাদ বাগানে করা যাবে। একটু নতুনত্ব চাইলে ইয়োল ভেরীগেটেড জামরুল,বালি চেম্বার, ডালহরি চাম্বা, কিংকং - এই গুলির মধ্যে যে কোন একটি লাগাতে পারেন।

    • @BappaMondal-d7x
      @BappaMondal-d7x 9 місяців тому

      @@rajgardens tnk you

  • @masudabegum7861
    @masudabegum7861 6 місяців тому

    কেমন আছেন দাদা।আমার ছাদ বাগানে কাঁঠাল জাম গাছ আছে গত বছর লাগাইয়াছি সাথে যে মাটি ছিলো ওটা সহ লগাইছি কিন্তু গাছের কোনো পরিবর্তন আসছে না এখন কি করতে পারি দয়া করে জানাবেন

    • @rajgardens
      @rajgardens  6 місяців тому

      গাছগুলোকে তুলে আবার রিপরট করে দিন। মাটিকে একটু হালকা করে নেবেন।

  • @SandipBhandary-s5f
    @SandipBhandary-s5f 9 місяців тому

    Jamrul gacher ful aseer somoy kokhon sir ?

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      মার্চ এপ্রিলের দিকে।

    • @SandipBhandary-s5f
      @SandipBhandary-s5f 9 місяців тому

      @@rajgardens thank you sir

  • @sukumarmistri3845
    @sukumarmistri3845 9 місяців тому

    আচ্ছা গোলাপজাম গাছে কি একই পরিচর্যা করা যাবে?

  • @kingshukpahari8443
    @kingshukpahari8443 2 місяці тому

    ভিডিও তে এই গাছটি কোন ভেরাইটির জামরুল ?

  • @dr.moonroy4846
    @dr.moonroy4846 9 місяців тому

    নমস্কার ।আমি আপনার চ্যানেল সব সময় ফলো করি।আমার বেগুন গাছের পাতা নৌকার মতন বেঁকে গেছে। কি করতে হবে জানালে অনেক উপকার হতো।

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      পোকামাকড়ের আক্রমণের জন্য এটা হয়েছে, নিয়মিত নিম তেল স্প্রে করুন।

    • @dr.moonroy4846
      @dr.moonroy4846 9 місяців тому

      কচি পাতার আগায় যদি পুড়ে যায় তাহলে ক্যালসিয়াম কেমন করে গাছে দিতে হবে?

  • @pintukole3989
    @pintukole3989 9 місяців тому

    J kono jamrul gach ki ekhon report kora jabe?

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      সামনেই তো ফুলের সিজন এই মুহূর্তে রিপর্ট করার দরকার নেই।

  • @bannakhandokar3251
    @bannakhandokar3251 9 місяців тому

    Thai soto baromashi jamrul ki baromashi?

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      দু একটা ভ্যারাইটি রয়েছে যেগুলো বারোমাসি ফল দেয়।

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      দু একটা ভ্যারাইটি রয়েছে যেগুলো বারোমাসি ফল দেয়।

  • @iqbalkarim1233
    @iqbalkarim1233 7 місяців тому

    দাদা, জামরুল গাছ এর চারা টবে বসিয়ে ছি, এর বৃদ্ধির জন্য কি সার প্রয়োগ করতে পারি।

    • @rajgardens
      @rajgardens  7 місяців тому

      গাছ ছোট থাকলে এক দুমুঠো ভার্মি কম্পোস্ট মাটিতে দিয়ে দিন। আর কিছু দরকার নেই এখন।

  • @roofgarden2008
    @roofgarden2008 9 місяців тому

    ক্যালসিয়াম এর জন্য কি spray করবো

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому +1

      মাটিতে জিপসাম দিন। আর বেশি মাত্র ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি থাকলে ক্যালসিয়াম নাইট ২ গ্রাম স্প্রে করবেন।

    • @roofgarden2008
      @roofgarden2008 9 місяців тому

      @@rajgardens ধন্যবাদ

    • @roofgarden2008
      @roofgarden2008 9 місяців тому

      গত কাল ক্যালসিয়াম নাইট্রেট spary করে ছিলাম। আজ দেখছি কচি পাতা গুলো আরো কালো হয়ে গেছে।​@@rajgardens

  • @syedsahidulla7122
    @syedsahidulla7122 9 місяців тому

    আমার গাছে ফুল আস্তে শুরু হয়েছে এখন কি মিশ্র সার দেওয়া যাবে?

  • @manjusrihari
    @manjusrihari 9 місяців тому

    আজ ফেব্রুয়ারি ২৪ আমার গাছে ফুলের সুতো ঝড়েছে _ জামরুল এখন কি মিশ্র খাবার দেব?

  • @madhusudandas3146
    @madhusudandas3146 9 місяців тому

    আমার একটা গোলাপ জাম গাছ আছে কিন্তু ফুল ফল আসছে না একটু যদি guid করেন তবে উপকৃত হবো

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      বীজের গাছ হলে বেশ কয়েক বছর সময় লাগে ফুল আসতে। আগে শিওর হয়ে নিন, গাছটি কলমে নাকি গ্রাফটেড। এই ভিডিও দেখে বাকি পরিচর্যা করবেন।

  • @tridipmondal9163
    @tridipmondal9163 6 днів тому

    আর ক্যালসিয়ামের জন্য কি খাবার দেবো

    • @rajgardens
      @rajgardens  6 днів тому

      হাড়ের গুঁড়ো, ডিমের খোসার গুঁড়ো তে ক্যালসিয়াম থাকে।

  • @bhaskarbiswas9268
    @bhaskarbiswas9268 9 місяців тому

    মাইকোনিট্রিন এর জন্য জৈব কি দেব দাদা

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন।

  • @sangita.0674
    @sangita.0674 9 місяців тому

    দাদা আমার গাছে ফুল এসে গেছে এখন কাটিং করা যাবে?

  • @ujjalsensarkar8220
    @ujjalsensarkar8220 9 місяців тому

    Matite jamrul gache fol asche na 2 bochor er gach

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      মাটিতে ফসফেট সার দেড়শ গ্রাম এবং পটাশ ১০০ গ্রাম গোড়া থেকে এক ফুট দূরে রিংঙের আকারে দিন। তারপর ভালো করে জল দিয়ে দেবেন।

  • @FAJLIAMM
    @FAJLIAMM 9 місяців тому

    জামরুল গাছে ক্যালসিয়াম এর অভাব কিভাবে পূরণ হবে

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      মাটিতে এক চা চামচ চুন কিংবা জিপসাম বা হাড়ের গুঁড়ো এক টেবিল চামচ করেও দিতে পারেন। পাতায় ক্যালসিয়াম নাইট্রেট স্প্রে করুন।

  • @soniyabhakat8080
    @soniyabhakat8080 7 місяців тому

    এখনতো গাছে ফুল আসছে তো এখন কি আর ডাল কাটা যাবে এখন কি খাবার দেয়া যাবে।

    • @rajgardens
      @rajgardens  7 місяців тому

      ডাল কাটার দরকার নেই। তবে একদুমুঠো খাবার উপর থেকে প্রয়োগ করে দেবেন গোড়ার মাটি বেশি না খুঁচিয়ে।

  • @swarnavbhattacharjee9322
    @swarnavbhattacharjee9322 9 місяців тому

    আপনার facebook page খুঁজে পাচ্ছিনা। কিভাবে পাব?

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      রাজ গার্ডেন্স নামে সার্চ করুন।

  • @detectivegenius9744
    @detectivegenius9744 9 місяців тому

    থাই আমলকী কিনে এনেছি। এখন গাছে একটি পাতাও নেই সব ঝরে গিয়েছে। এটা কি স্বাভাবিক??? 😅😅

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому +1

      হ্যাঁ এটাই স্বাভাবিক।

  • @FarakkabadAgro
    @FarakkabadAgro 9 місяців тому

    দারুন থাম্বনেইলের জামরুলের জাতটি কি?

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      থাই ভ্যারাইটি

  • @sahadevroy9744
    @sahadevroy9744 6 місяців тому

    কোন মাসে জামরুল গাছ ছাঁটাই করা যায়

    • @rajgardens
      @rajgardens  6 місяців тому

      ফল ফুল না থাকলে কিংবা গাছ যদি বেশ লম্বা হয়ে যায় ,সেই সময়।

  • @rajubarua5421
    @rajubarua5421 9 місяців тому

    স্যার আমার জামরুল গাছে এখনো ফুল আশে নি। বয়স ১ বছর।

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      মার্চ এপ্রিলের দিকে ফুল এসে যাবে।

    • @rajubarua5421
      @rajubarua5421 9 місяців тому

      অনেক ধন্যবাদ স্যার।
      @@rajgardens

  • @malay2709
    @malay2709 9 місяців тому

    Kitnasak kivabe deb

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      গাছে কুড়ি থাকলে যে কোন কীটনাশক সন্ধ্যার দিকে স্প্রে করবেন।

  • @AjitSarkar-k8g
    @AjitSarkar-k8g 9 місяців тому

    গাছ বেশি বড়ো হয়ে গেলে কি করবো তখন

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      অপরদিকে ডাল কিছু ছাঁটাই করে দিন।

  • @sundaygardener
    @sundaygardener 8 місяців тому

    মাটিতে বসানো জামরুল গাছে কতো বছরে ফুল আসে?? আমার একটা জামরুল ২ বছরের উপর হলো বসানো মাটিতে। এখনো কোনো ফুলের দেখা পাইনি।

    • @rajgardens
      @rajgardens  8 місяців тому +1

      এবারেই ফুল এসে যাবে। মাটিতে পটাশিয়ামযুক্ত খাবার দিন। গাছে একটি পিজিআর মিরাকুলান অথবা প্লানোফিক্স স্প্রে করুন।

    • @sundaygardener
      @sundaygardener 8 місяців тому

      ধন্যবাদ 😊

  • @samiahossain3989
    @samiahossain3989 9 місяців тому

    ক্যালসিয়াম নাইট্রেট কি বাংলাদেশে ইউরিয়া নামে পরিচিত?এটা কি নামে পাব বাংলাদেশে?

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому +1

      এক নয়। ক্যাল ক্যালসিয়াম নাইট্রেট এর মধ্যে ক্যালসিয়াম প্লাস নাইট্রোজেন থাকবে। এটি না পাওয়া গেলে কোন সমস্যা নেই। মাটিতে টিএসপি দিতে পারেন এবং গাছে আট দশটা ডিম সেদ্ধ করার পর যে জলটি পাওয়া যাবে তাতে আর কিছুটা জল মিশিয়ে স্প্রে করতে পারেন।

    • @samiahossain3989
      @samiahossain3989 9 місяців тому

      @@rajgardens অসংখ্য ধন্যবাদ দাদা।

  • @monojibhattacharjee6635
    @monojibhattacharjee6635 9 місяців тому

    Ful kokhon asa? R bochor e koto bar asa?

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      ua-cam.com/video/vZIPoUFM8hc/v-deo.htmlsi=ptBEQbJeXuDO8HMX

  • @দেবাশীষহাওলাদার

    Gache black amrut spray korechilam. Pata korkore sukno hoye pore jache.

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      মাত্রা বেশি করে হয়ে যায়নি তো? এক-দুবার নরমাল জল দিয়ে পাতায় স্প্রে করে ধুয়ে দিন।

  • @munmemo6042
    @munmemo6042 9 місяців тому

    Dada Ami Bangladesh thake ... Apnar number ta Pete chai, āpni kolkata kothay thaken? Ami apnar Sathe Dekha Korte chai. Please number ta den

    • @rajgardens
      @rajgardens  9 місяців тому

      আমার ফেসবুক পেজের নক করুন।