পান দোকানদার থেকে প্রফেসর ! Branding Bangladesh:29 I Prof Shah Miah I RJ Kebria I

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • This story will motivate people how to cope up and struggle for career . Never give up is the main focus of this life story.

КОМЕНТАРІ • 453

  • @jahidulislam-nm4qw
    @jahidulislam-nm4qw 3 роки тому +353

    আজকের এই গল্পের, আমার কাছে মেইন পয়েন্ট, একজন মা হাল ছেড়ে দেওয়া এক সন্তানকে কি চমৎকার ভাবে মোটিভেট করে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে।।
    অনেক দোয়া এই মায়ের জন্য। 💙💚💙💙

    • @ffx765
      @ffx765 3 роки тому +7

      কিবরিয়া ভাই আপনে কেমন আছেন ❤️❤️❤️

    • @ffx765
      @ffx765 3 роки тому +3

      কিবরিয়া ভাই আপনার হাসিটা মাশাল্লাহ ❤️❤️❤️❤️

    • @konaakhar6480
      @konaakhar6480 3 роки тому +2

      @@ffx765 লললধ্যধধ্যল্যলল্য্য্যধধল্য্য্য্য্য্য্যধ্যলধধধ্য্যধ্য্য্য্য্য্য

    • @tahuratasnimsarwar5244
      @tahuratasnimsarwar5244 3 роки тому

      উনি এখন মরে গেছেন

    • @mashudamhad8193
      @mashudamhad8193 3 роки тому

      @@tahuratasnimsarwar5244 কে

  • @dipakkumarseal7117
    @dipakkumarseal7117 3 роки тому +29

    UA-cam এ 'ব্র্যান্ডিং বাংলাদেশ' এর এই অনুষ্ঠানটি অসাধারণ। আজ এই অনুষ্ঠানে 'প্রফেসর শাহ মিয়া মহাশয়ের' মুখে তার জীবনের গল্প 'পান দোকানদার থেকে প্রফেসর' বা সাধারণ থেকে অসাধারণ হওয়ার জার্নি আমাদের অনেককেই উদ্বুদ্ধ করবে, অনেক প্রেরনা যোগাবে। বিশেষ করে আমাদের ছাত্র-ছাত্রীদের। প্রফেসর মহাশয়কে শুভেছা জানাই। অসংখ্য ধন্যবাদ জানাই অনুষ্ঠানের পরিচালক আর জে কিবরিয়া মহাশয়কে।🙏🏼

  • @mobinulhoque9723
    @mobinulhoque9723 3 роки тому +30

    এরকম একটা ভিডিও চেয়েছিলাম নিজের ভিতরের ফুয়েলগুলোকে জ্বালাতে।
    মনে হয় সার্থক হলাম আজকে।
    প্রফেসর ও সার্থক হলেন তার অভিজ্ঞতা আমাদের মাঝে ছড়িয়ে দিয়ে

  • @rainforest1484
    @rainforest1484 3 роки тому +136

    Moral of the story " একবার না পারিলে দেখ শতবার।" এস এস সি করেছ তাহলে এইচ এস সি করো, তারপর ইউনিতে পড়ো। ঢাকা ইউনিতে হয়নি, যাও জাহাঙ্গীর নগর, সেখানে হয়নি যাও রাজশাহী। আমেরিকায় হয়নি, অস্ট্রেলিয়ায় চেষ্টা করো। এইযে, একবার না পারলে বার বার চেষ্টা করো।এটাই সফলতা এনে দিবে। চমৎকার একটা এপিসোড।

  • @JahidHassan-pt8yk
    @JahidHassan-pt8yk 3 роки тому +93

    আমি প্রফেসর shah miah এর সাথে meet করছি । উনি আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনার নিচ্ছিলেন।অসাধারণ ব্যক্তি।his teaching capability is just awesome

  • @chowdhurymasum6378
    @chowdhurymasum6378 2 роки тому +3

    এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আমি মনে করি যদি আপনার এই অনুপ্রেরণামূলক গল্প গুলো আমি আমার ইউনিভার্সিটি লাইফে শুনতে পারতাম তাহলে হয়তো অবশ্যই আমার জীবনটাকে আমি পরিবর্তন করতে পারতাম। কারণ এই গল্পগুলো থেকে যে উৎসাহ এবং অনুপ্রেরণা পাওয়া যায় তা সত্যি অসাধারণ। আমি মনে করি প্রত্যেক ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র কে এবং যারা জীবনে অনেক স্ট্রাগল করছে, যারা হতাশ সবার এই গল্প শোনা উচিত। জীবন পরিবর্তন হবে ইনশা আল্লাহ।

  • @রান্নাবান্না-স৫ঝ

    আসলেই মা এর দোয়া থাকলে যেকোন মানুষই সফল হতে পারে। ধন্যবাদ RJ Kibria ধন্যবাদ প্রফেসর Shah Miah স্যারকে। এধরনের শিক্ষা গুরুকে আমাদের দেশের শিক্ষা সেক্টরের জায়গা দেওয়া গেলে আমাদের শিক্ষার পরিবেশের অনেক উন্নতি হবে বলে আমি বিশ্বাস করি।

  • @digitalservicebymotiur
    @digitalservicebymotiur 3 роки тому +18

    এই ভিডিও থেকে আমাদের পরিবার গুলোর একটা বিষয় শিক্ষনীয় হলো কাউকে ফোর্স না করে তার উপর ছেড়ে দাও এবং তাকে একটু কাজ দেওয়া এবং সেটা চেষ্টা করতে বলা তাহলেই দায়িত্ব বোধ তৈরী হয় নিজের মধ্যে।

  • @shampajhilam4759
    @shampajhilam4759 3 роки тому +25

    এনাদের মতো মানুষের জীবন কাহিনী শুনলে অনেক বেশি শক্তি পাওয়া যায় জীবনে চলার পথে
    যখনি জীবনে আত্মবিশ্বাস কমে যায় তখনি আর জে কিবরিয়া স‍্যার এর চ‍্যানেলে চলে আসি এবং গল্প গুলো শুনি অনেক বেশি ভালো লাগে আর আত্মবিশ্বাস বেড়ে যায় 😊

  • @md.amjadhossain7819
    @md.amjadhossain7819 3 роки тому +12

    মেধাবী পরিশ্রমী মানুষ যিনি নিজেকে গড়ে তুলেছেন অনেক প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে। যারা অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে শুনলেন অামার মনে হয় তারা জীবন গড়ার অনুপ্রেরণা পাবেন। ধন্যবাদ অাপনাককে ও অাপনার মাকে যিনি প্রেরণা দিয়েছেন।

  • @ahmedmd8878
    @ahmedmd8878 3 роки тому +36

    অনেক ভালো লাগলো শুনে। দীর্ঘ সময় এর এই ভিডিও টি আমি কাজের ফাঁকে ফাঁকে শুনেছি এবং দেখেছি। আমি একটুও হয়রান হয়নি এমনকি আমার কষ্টও হয়নি। এই ভিডিওটি দেখে অনেক কিছু শেখার আছে। অনেক দোয়া ও শুভেচ্ছা রইলো দুজনেরই জন্য।

    • @shahidakhatun3187
      @shahidakhatun3187 3 роки тому +1

      Pppppppp10

    • @syedaaklimabegum5336
      @syedaaklimabegum5336 3 роки тому +3

      মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানটি দারুন ভাবে ইনজয় করছি খুব ই ভালো লেগেছে। দুইজন ই অসাধারণ। এনাদের মত মানুষ আমাদের গর্ব আমার দেশেরঅহংকার।আল্লাহ এনাদের নেক হায়াত দান করুন আমিন।

    • @anwarulislam3944
      @anwarulislam3944 3 роки тому

      োোো

  • @mommysboyNH
    @mommysboyNH 3 роки тому +40

    জীবনে কিছু করতে হলে নিজেকে রিক্স এ ফেলতেই হবে 😇

  • @santoparvin2564
    @santoparvin2564 3 роки тому +5

    আমি কানাডা থেকে দীপা দেখছি ভাইয়া আলহামদুলিললা আপনি বর্তমান & ভবিষ্যতের ছেলে, মেয়েদর জন্য শিক্ষার আলো, আশা"" জালালে🥰Thanks a lot via you & all .May Allah bless you & all.

  • @raiyan_it
    @raiyan_it 3 роки тому +19

    অনেক inspire হলাম।আমি CSE background হয়েও ব্যাংক,বিসিএসের পিছনে যাবো ভেবেছিলাম, তবে এখন বুজলাম এসব করে নতুন কিছুই হবে না।সাধারন জ্ঞান মুখস্ত করে নতুন কিছু হবে না।নিজেকে সেভাবে তৈরি করতে হবে যেন নিজে অন্যদের কাছে idle হয়।খুব প্রয়োজন ছিল এ এপিসোডটা আমার জন্য।লাইফে ডিসিশন নেয়ার সময় এখন।এখন IELTS দিয়ে বাইরে যাবো, ভাল University তে পড়বো। ধন্যবাদ এরকম এপিসোড করার জন্য।স্যার আপনার জন্য এবং আপনার মায়ের জন্য দুআ,শুভকামনা থাকলো।

    • @WalidRoman
      @WalidRoman 3 роки тому +1

      Wish you all the best 👍

    • @jahangirhossain6337
      @jahangirhossain6337 3 роки тому

      Apni freelancing try korte paren.

    • @raiyan_it
      @raiyan_it 3 роки тому

      @@WalidRoman thanks

    • @raiyan_it
      @raiyan_it 3 роки тому

      @@jahangirhossain6337 ki bujhi suggest korlen?

    • @jahangirhossain6337
      @jahangirhossain6337 3 роки тому

      Freelancing mane online e ay korar upay.Apni search korlei paben.Jekhane ghore bosei ay kora jay

  • @kamalamukherjee1560
    @kamalamukherjee1560 Рік тому +3

    Patience and parsivarence is the root. Of success

  • @makjilany
    @makjilany 3 роки тому +26

    আরও অনেকক্ষন শুনতে মনে চাচ্ছিল, #কিবরিয়া ভাই কি একটু তাড়াতাড়িই শেষ করে দিলেন মনে হচ্ছিল.... প্লিজ একটু সময়টা বাড়িয়ে ১ঘণ্টা ৩০ মিনিট করুন... অনুপ্রেরনদায়ক গল্প শুনতে ভাল লাগে লম্বা সময় নিয়ে.... 💚💚💚💚💖💖

  • @latifmonjur2505
    @latifmonjur2505 3 роки тому +4

    চেনা চেনা লাাগছে। একই স্কুলের ছাত্র আমরা। তবে আপনি জুনিয়র। সার্থকতা দেখে ভীষন ভালো লাগলো...

  • @faysalahmed4221
    @faysalahmed4221 3 роки тому +9

    অবশেষে অপেক্ষার অবসান ঘটল।আলহামদুলিল্লাহ....

  • @shovannasimhaider5794
    @shovannasimhaider5794 3 роки тому +29

    I have read a paper by professor Shah Miah which discusses business intelligence and SME...And I must admit that, it's a brilliant Paper. He is a great inspiration for those who are struggling with studies in Abroad

    • @nazmultaz3010
      @nazmultaz3010 3 роки тому

      @rahima Aktar ua-cam.com/video/b94Wl9ttcaE/v-deo.html

  • @jadu562
    @jadu562 3 роки тому +3

    আমি যদুপতি নায়ক ,পশ্চিমবঙ্গ ,ভারত থেকে বলছি,
    স্যারের কথা গুলো আমাকে অনুপ্রাণিত করেছে । তাই স্যারকে প্রনাম জানাই । ধন্যবাদ জানাই এই এই চ্যানেলকে এই এক সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য ।
    🙏💐

  • @Howto-pl7jd
    @Howto-pl7jd 3 роки тому +3

    আলহামদুলিল্লাহ্। অনেক সুন্দর প্রেরোণা জাগানো গল্প। স‍্যার কে অনেক ভালো লগলো কারণ এতো বড় একজন প্রফেসর কিন্তু আমাদের যুবকদের মোটিভেট করার জন‍্য অহংকারহীন ভাবে কত সুন্দর করে বললেন উনার জীবনের গল্প। স‍্যার আল্লাহ্ আপনাকে হেফাজত করুক। স‍্যার আপনার মা কী বেঁচে আছে? আপনার মা আর বোন অনেক ফ্রি ভাবে স্বাধীনভাফে আপনাকে বাচতে শিখিয়েছে। ধন‍্যবাদ কিবরিয়া ভাই🥰🥰🥰🥰🥰

  • @OmarFaruk-ml6rk
    @OmarFaruk-ml6rk 3 роки тому +5

    অসাধারণ লাইভ স্টোরি, খুব ভালো লেগেছে এদের জন্য বাংলাদেশের সাধারণ মানুষ অনেক বড় স্বপ্ন দেখতে আত্মবিশ্বাসী হবে এবং সংগ্রাম চালিয়ে যাবে । আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই মুল্যবান কথাগুলো উপস্থাপনা করার জন্য ।

  • @lutfunnahar4795
    @lutfunnahar4795 2 роки тому

    আমি সব সময় চেষ্টা করি এই অনুষ্ঠান গুলো দেখার। অনেক কিছু শেখার থাকে এই অনুষ্ঠান থেকে।অনুপ্রেরণা, সাহস, ভালোবাসা,মানসিক শক্তি এই গুরুত্বপূর্ণ বিষয় গুলো শেখার এবং জানার সব থেকে চমৎকার জায়গা হলো এই অনুষ্ঠান গুলো।ওই সব ব্যক্তিদের প্রতি অনেক সম্মান, ভালোবাসা যারা একজন মানুষকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে নিজের সবটুকু বিলিয়ে দেন❤️❤️❤️❤️

  • @tultuldailyvlog3064
    @tultuldailyvlog3064 3 роки тому +16

    অনুপ্রেরণামূলক সত্যি বাস্তব ❤️❤️❤️
    অনেক কিছু শেখা যাবে এই কথাগুলো থেকে..
    ভালো লাগলো

  • @afrozzahan4403
    @afrozzahan4403 3 роки тому +38

    🇧🇩❣️সবার জীবন কষ্টের পর সুন্দরই হয়। যদি ধৈর্য্য ধরে থাকা
    হয়।

  • @mdrazu2060
    @mdrazu2060 2 роки тому +3

    কি সহজ, সরল একটা মানুষের বিশ্বজয়ের ইতিহাস 🖤👌

  • @homosapiens354
    @homosapiens354 3 роки тому +5

    অনেক দিন অপেক্ষায় ছিলাম এই পর্বের জন্য।। ভাই,প্রতি সপ্তাহে এমন এপিসোড চাই।। বাংলাদেশে অনেক সফল মানুষ আছেন যারা অনেক কষ্ট করে সফল হয়েছেন, বার বার ব্যার্থ হতে হতে সফল হয়েছেন এমন এপিসোড চাই।বিশেষ করে স্টুডেন্টদের জন্য গৌরাঙ্গ দা র মতো(দারিদ্রতা,ব্যার্থতা সব পেরিয়ে উনার সাফল্য) এপিসোড চাই।

  • @sunnah-house
    @sunnah-house 3 роки тому +24

    Thanks to dear Mr Shah Miah for reminding that "Who is me?" if I can find out who is me then I will be successful in my both lives (this life and here after). I know one doctor who done MBBS in dhaka and while he was studying in Bangladesh he had the similar question. "Who is me? Who created me? What's the purpose of my life? Where is my destination? Some how (in short) he found his answers that we have to fulfil the commands of our creator. Later he came to London for higher education, he had his degree with excellent results and became a lecturer in the same university. But he didn't forget who is he! He wishes to pray his salah with jamath, there wasn't facility so later a Masjid established inside the hospital by his efforts, Alhamdulillah. This a true story but I wrote here just a summary. May Allah keep us in the right path where ever we are staying in the world.

  • @BPprocess
    @BPprocess 3 роки тому +2

    গল্প টা অনেক ভালো লাগছে মায়ের জন্য দোয়া করি অনেক 🤲একজন মা হাল ছেড়ে দেওয়া এক সন্তানকে কি চমৎকার ভাবে মোটিভেট করে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে।।
    অনেক দোয়া এই মায়ের জন্য।

  • @soefma
    @soefma 3 роки тому +11

    Thanks Mr. Kebria for this enchanting interview with Prof. Mia! I had the similar journey as Prof. Mia but little earlier, but had the similar struggles that I had in the west in the US! Eventually I succeeded obtaining my MS in Computer Sc from a BSc Ag degree in Dhaka!
    I really liked your note during the talk that you said the real paradise is much better place…! Thanks to Prof. Mia for sharing his success story which certainly would be inspiring for the generations to come.

  • @mdhasn8684
    @mdhasn8684 3 роки тому +8

    প্রবাদ বাক্য এবং মনীষীদের বানী দিয়ে আর,জে কিবরিয়র শাহ মিয়ার জীবন গল্প ভাল লাগলো। আজকের অতিথি অনেক কথাই ইংরেজীতে বলোছেন। MORNING SHOWS THE DAY,AND CHILDHOOD SHOWS THE MAN,বান্ত মূলা পওনে চেনা যায়,আজকের শিশু আগামী দিনর ভবিষ্যৎ। CONSTANT DIPPING WEARS OUT THE STONE. বার ঘর্ষনে পাথরও ক্ষয় হয়ে যায়। আজকের অতিথির গল্প এর একটি বাস্তব ঘটনা। বলা হয়, NO PAINS,NO GAINS কষ্ট না করলে কেষ্ট মেলেনা। MAN LIFE FULL OF TRYING.

  • @selinaakter-t9p
    @selinaakter-t9p Місяць тому

    স্যার অনেক সুন্দর করে কথা বলে। আলহামদুলিল্লাহ। স্যার কে আল্লাহ তায়ালা নেক হায়াত দান করুক। 🌏🇧🇩🎉

  • @mohammadsolaimanali6479
    @mohammadsolaimanali6479 3 роки тому +57

    Prof. Shah Miah's is a great case story of a student who becomes successful abroad. His challenges and successes provide a gold mine for writing a great book. Thanks, Mr. RJ Kebria, for presenting this story.
    Dr. Solaiman Ali
    Retired professor of Technical Communication,
    King Abdulaziz University, Jeddah
    (an expatriate Bangladeshi from Kurigram, now living in Illinois, USA)

    • @fahmidamajumder2554
      @fahmidamajumder2554 2 роки тому

      Dear Dr. Ali, Salam. Please, please, could you contact us ? We tried to contact you but could'nt. We'd love to hear from you. How's Adam ?

    • @munatoha9731
      @munatoha9731 Рік тому

      ​@@fahmidamajumder2554🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nadimmahmudrana4173
    @nadimmahmudrana4173 Рік тому +1

    Mr Shah Miha sir is an asset of our country. ❤❤

  • @mdgfhuje9700
    @mdgfhuje9700 3 роки тому +21

    আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন,ভাই আমি এই চ্যানেলটা কে মনে মনে অনেক খুজেছি (আলহামদুলিল্লাহ)অবশেষে আজ পেলাম,কিবরিয়া ভাইয়ের প্রত্যেক চ্যানেল আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং অনুষ্ঠান গুলো অসাধারণ,কিবরিয়া ভাই আমাদের মাঝে বেঁচে থাকুক শতবছর (কুয়েত থেকে কুমিল্লা) মোঃ আবেদ মিয়া তাং২৮/১২/২০২১

  • @asmajasem8186
    @asmajasem8186 3 роки тому +14

    আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো ভেন্ডিং বাংলা দেশ

  • @faraz6409
    @faraz6409 2 роки тому

    কিবরিয়া ভাই branding Bangladesh আরও বর্ধিত করুন। শ্রাতা ও দর্শক আপনাকে আরও favour করবে

  • @azizahmed4607
    @azizahmed4607 3 роки тому +14

    কত বড় মাপের মানুষ আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে পড়ে আছে কিন্তু তাদের কে আমার দেশের যারা মূল্যায়ন করবে তারা মূল্যায়ন করে দেখিয়ে দেয় না তাই তাদের কে আমরা দেখতে পাই না। আজ কিবরিয়া ভাই এই অনুষ্ঠানের মাধ্যমে আজ আমার দেশের বড় মাপের মানুষ গুলো কে দেখতে পেলাম কিন্তু তাদের কে আমার দেশের
    সরকার উন্নয়নের জন্য কাজে লাগাতে তাহলে তারা দেশের বাহিরে পড়ে থাকতো না।

  • @archowdhurygulesh8702
    @archowdhurygulesh8702 3 роки тому +7

    Silent is golden, salute to your respected mother.

  • @fariatunmitu1540
    @fariatunmitu1540 3 роки тому +6

    সত্যি অসাধারণ.... এনাদের গল্প শুনে নিজের প্রতি আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়.... মনে হয় জীবন এ একদিন না একদিন সত্যি সফল হতে পারবো।

  • @rohimajannat8584
    @rohimajannat8584 3 роки тому +37

    গল্প টা অনেক ভালো লাগছে মায়ের জন্য দোয়া করি অনেক 🤲🤲🤲

  • @Bikram0901
    @Bikram0901 3 роки тому +5

    Sir, I am from West Bengal
    অসাধারণ একটি ব্যক্তিত্ব,,,,,

  • @iqbalkarimtushan7895
    @iqbalkarimtushan7895 2 роки тому

    আসসালামু আলাইকুম,
    শ্রদ্ধেয় কিবরিয়া ভাই...!!
    বেশ কয়েকটি পর্ব এর মধ্যে দেখা হয়েছে, হয়েছি আবেগ আপ্লূত ধন্যবাদ জ্ঞাপন করার সুযোগ পাইনি...?
    এই বাংলাদেশকে যারা এইভাবে উজ্জীবিত উজ্জলতর করে যাচ্ছেন তার মধ্যে আপনার এই পবিত্র কর্মপ্রকাশ অন্যতম।
    মহান স্রষ্টা আপনার এই পবিত্র কর্মধারা অবিরাম অগ্রযাত্রার ভূমিকা রাখুক বাংলাদেশের মানুষের জন্য...!!
    ~~~আমিন 🛐।

  • @BeadedHouse
    @BeadedHouse 3 роки тому

    কোনো ভালো কিছু এমনই পাওয়া যায় না।কষ্ট করে অর্জন করতে হয়।তারই উজ্জ্বল দৃষ্টান্ত আপনারা। আল্লাহ আপনাদের ভালো রাখুন।

  • @mohmmadmahabub9039
    @mohmmadmahabub9039 3 роки тому +3

    ডাক্তারের নাম টি আহমেদ, একজন হোমিও ডাক্তার,আমি উনার নিকট চোখের চিকিৎসা নিয়েছিলাম, সত্যিই তিনি একজন অসাধারণ চিকিৎসক ছিলেন । তার দেওয়া ঔষধ গুলো তরল এবং পানির সাথে মিশ্রণ করে ব্যবহার করতে হতো। আমি ডক্টর টি আহমেদ এর জন্য দোয়া করি এবং আর বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করি- আমিন।

  • @amj4846
    @amj4846 3 роки тому +7

    Assalamualikum. Another USQ alumnus here. ALHAMDULILLAH. Another hurdle of of this particular uni was students had to score 50 percent both in written final exam and assignments. Later USQ eased that up by introducing aggregate 50 percent which was a bit of relief. Huge respect to Professor Shah (the guest on this show). Such a great achiever MA SHAA ALLAH. May ALLAH The Only Almighty bless him
    Ameen

  • @MotoVisionary
    @MotoVisionary 3 роки тому +25

    অনেকদিন পর অনুপ্রেরণামূলক আবারো কিছু পাওয়া গেল🥰

  • @sunnah-house
    @sunnah-house 3 роки тому +5

    Thanks dear Kebria for reminding that "Allah's Jannah more nicer....."

  • @meghaalam8999
    @meghaalam8999 3 роки тому +2

    Not only the children of Bangladesh,children of India are also getting inspired from ur story sir..Such a great story,Hats off to u..

  • @jahangirmahmud2371
    @jahangirmahmud2371 2 роки тому +2

    Great story of a successful Bangladeshi. Its completely inspiring. Respect to his mom and his family.

  • @meherunnessasharmin8959
    @meherunnessasharmin8959 3 роки тому +5

    অসাধারণ!
    অনেক দিন পরে চমৎকার একটি গল্প

  • @amelyislam8445
    @amelyislam8445 3 роки тому

    ইনার কথাগুলী শুনে সবাই অনুপ্রেরনা পাবে। ভীষন ভাল লেগেছে। ভাল এবং সুস্হ থাকুক।

  • @moniruzzamankhan8848
    @moniruzzamankhan8848 3 роки тому +2

    আমিও একদিন সফল হয়ে এই রকম জীবনের কথা বলবো। সেটা হবে সেরা জীবন কাহিনী।

  • @mohammadahasanhabib976
    @mohammadahasanhabib976 2 роки тому

    প্রিয় কিবরিয়া ভাই, আসসালামু আলাইকুম।
    আমি আপনার চ্যানেলের নিয়মিত দর্শক। আপনার চ্যানেলের মাধ্যমে দেশসহ সারা পৃথিবীব্যাপী মানুষের ভালো কর্মগুলি জানার আগ্রহ ব্যপক হয়েছে। কিন্তু আপনার নিকট হতে আমি অদ্যবদি দেশ পরিবর্তনে বহু আলেম সমাজ এমনকি গোটা জাতি পরিবর্তনে ভূমিকা রাখছে এমন ব্যক্তিদের ভিডিও পাই নাই। তাই আলেম-ওলামাদের ভিডিও আশা করছি। ---

  • @md.abdurrahim5475
    @md.abdurrahim5475 Рік тому

    Jonab RJ Kibria, thanks for the program. I have also such a Challenging Career. My hats are off to this Gentle man also.

  • @kamalamukherjee1560
    @kamalamukherjee1560 Рік тому

    Mother is the first teacher of the Nation. Where there's will there is way. ❤

  • @misbahchowdury4609
    @misbahchowdury4609 Рік тому

    Yes, absolutely right. That was one of the best book of Humayun Ahmed I believe

  • @alsadi9527
    @alsadi9527 2 роки тому

    54-55 মিনিটের কথাগুলো জাস্ট ওয়াউ।
    আমি এই কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করি ❣️❣️❣️❣️❣️

  • @AbdulKader-os3wf
    @AbdulKader-os3wf 3 роки тому +2

    আলহামদুলিল্লাহ কথাগুলো শুনে আমি অনেক কিছু জানলাম, কিন্তু হাতে সময় না থাকার কারনে গারি চালাতে চালাতে শুনেছি।

  • @rukaiyanasrin2657
    @rukaiyanasrin2657 3 роки тому +1

    অনুপ্রেরণা মুলক প্রোগ্রাম। খুব ভালো লাগলো। ইনশআল্লাহ আমিও অগ্রসর হচ্ছি আগামী তে। তবে গল্পটিতে কমেন্ট দেখছি খুব কম। কিবরিয়া ভাইয়ের প্রগ্রামে এত কম কমেন্ট আনএক্সপেক্টেড।এদের মধ্যে কিছু সংখ্যক কমেন্ট দেখলাম ভদ্রলোক ইংরেজি বলায় তাদের ভালো লাগেনি। তাদের উদ্দেশ্যে বলছি মন মজিলে অন্ধ মানুষ। সব কিছুতে অন্তর আকৃষ্ট হয়না। জ্ঞান অনুধাবন ক্ষমতার আর অনুভুতির ফলাফলে অন্তর আকৃষ্ট হয়৷ যদিও জ্ঞান স্রস্টা প্রদত্ত, সবাই কে সমান ভাবে দেয়নি। আমাদের দেশের ম্যাক্সিমাম মানুশ আবেগি৷ স্পর্শকাতর বিষয় গুলি সরলতায় পরিপুর্ণ।

  • @moinulhassan8827
    @moinulhassan8827 3 роки тому +18

    অবিরাম ভালবাসা রইলো ভাই 🥰

  • @mdrafqul2734
    @mdrafqul2734 3 роки тому

    No matter what u were but matters what changed u and what u are. Salute to it. Thanku.

  • @sazzademon607
    @sazzademon607 3 роки тому +2

    i watch this type of video to improve my english and get experienced of a new life lesson.

  • @sumonrahman2246
    @sumonrahman2246 3 роки тому +1

    I am speechless to say anything.what a story!what a story.great.

  • @walksofliferahulroy
    @walksofliferahulroy 3 роки тому +1

    love and Respect for RJ kebria for gifting such Inspiring Stories

  • @niranoor5923
    @niranoor5923 3 роки тому +4

    Sir, Life is Beautiful 😇💪💓😎 Allah apnake valo rakhun.

  • @goatranch4934
    @goatranch4934 2 роки тому

    Excellent video. So many areas now days (1)Machine Learning For Soil And Crop Management (2) Precision agriculture, computer vision and Machine learning and AI. Precision Aquaculture, computer vision and Machine learning and AI .

  • @smsayemoptician3435
    @smsayemoptician3435 2 роки тому +1

    There will be a lot of respect and unconditional love for you sir. Blessings and love for your mother. The golden peak of success you have been able to extract. You are a gold medal honor for our young society. May Allah Almighty help you. Every house is a great human being like you.

  • @kamalamukherjee1560
    @kamalamukherjee1560 Рік тому

    Mother is the first teacher of the Nation. ❤

  • @lipton925
    @lipton925 3 роки тому +9

    অনেক অপেক্ষার পর কিছু পেলাম

  • @sumisultana8927
    @sumisultana8927 Рік тому

    অসাধারণ, অসাধারণ। বাংলার গর্ব।

  • @adhararahman3854
    @adhararahman3854 3 роки тому +1

    Till now, I see the half of this video and I start to write this comment. Because somehow, I faced half dozens of same situation in my study life in abroad.
    To achieve an engineering degree is not a cup of tea in any foreign country, as the way or nature of education process,professors are vast different from Bangladesh.
    I learned one lesson from my own situation and today also from this valuable video, that is "keep trying and trying" to overcome this fact.

  • @mustafizurrob7813
    @mustafizurrob7813 3 роки тому +8

    "Branding Bangladesh" প্রতি সপ্তাহে একটি করে পর্ব করলে ভালো হয়।।

  • @azharhossain1091
    @azharhossain1091 2 роки тому

    Excellent learning platform; Brandind Bangladesh. Keep it up.

  • @momtazbegum6402
    @momtazbegum6402 Рік тому

    আলহামদুলিল্লাহ। চমৎকার গল্প।

  • @tawfiqmony5988
    @tawfiqmony5988 3 роки тому +2

    Onk onk bhalolaglo eai episode ta.Salute Sir

  • @mdgiasuddin786
    @mdgiasuddin786 Рік тому +1

    হে আল্লাহ তুমি আমার ভাগ্য পরিবর্তন করো। 😢😢😢😢😢

  • @jahidlabib636
    @jahidlabib636 3 роки тому +1

    I'm really inspired by your personal story, sir...i really appreciate your hard work,persistancy,honesty and courage..
    Pray for us for a bright future,sir
    Thank you so much❤️

  • @sabihasultana4069
    @sabihasultana4069 3 роки тому +4

    এই ভাইয়ের মা'কে সালাম।

  • @md.jahangiralam3267
    @md.jahangiralam3267 Рік тому

    Inspiring session. Thanks to Mr. Shah & Kebria vi

  • @abulhossain9866
    @abulhossain9866 Рік тому

    My dear brother. You are so intelligent and high family member. Your story is very interesting. I have been heard the story with heart and soul. I am surgeant Abul

  • @tanjinaafrozekeya8471
    @tanjinaafrozekeya8471 3 роки тому +1

    এক সেকেন্ডও টানি নাই দেখার সময়। দারুন একটা সময় পার করলাম এই পর্বটা দেখে।

  • @zamaluddin571
    @zamaluddin571 3 роки тому +2

    Inspirational! Thank you to share your story

  • @md.asifurrahaman2187
    @md.asifurrahaman2187 Рік тому

    স্যারের জন্য দোয়া রইলো ❤

  • @hmali66
    @hmali66 9 місяців тому

    Interesting topics of discussions with Pan shopper to Dr. Professor; I am one of many BD village student pass by uncertain/difficult situations-only with strong/helpfull determinations-some part of Family[mother/Father/elder brother-help]-guide to the destination.

  • @maksudarabanu8953
    @maksudarabanu8953 Рік тому +1

    ভালো বলেছেন ওটাকে আমরা সবাই ভয়ঙ্কর বিল্ডিং বলেই জানতাম 😊😊

  • @smgiasuddin5503
    @smgiasuddin5503 2 роки тому

    I really inspire this programme.
    Love and respect sir.

  • @farhadroni2822
    @farhadroni2822 2 роки тому

    Did not find anything too impressive in his story, he is a common person who came from a very strong, capable family and he is a byproduct of that. Its not like he did not have enough opportunity t become successful in his life, rather his life was smooth. I did not see anything that happened to him that is extraordinary.

  • @HabiburRahman-dm5yt
    @HabiburRahman-dm5yt 3 роки тому

    মাশাআল্লাহ।
    আমার অনেক ভাল লেগেছে ।আমি অনুপ্রেরণা পেয়েছি,আলহামদুলিল্লাহ।

  • @didarvision
    @didarvision 3 роки тому

    Wow that's great Historical information . Good luck

    • @ratanpahan4488
      @ratanpahan4488 2 роки тому

      That's a great episode. Thanks a bunch.

  • @mahbubaimroz5626
    @mahbubaimroz5626 2 роки тому +1

    Absolutely true. I experienced same in my nursing degree

  • @saqlainaqifmehmud6861
    @saqlainaqifmehmud6861 3 роки тому +6

    Doctor name was Dr.T Ahmed, Eye specialist, Bogura. I was there as a renter.

  • @mafzal3250
    @mafzal3250 3 роки тому +2

    উনিতো কম সময়োর মধ্য দেশের, গুরুত্ব পুর্ণবেক্তি হতে পারেন।

  • @MonirHossain-sc2tx
    @MonirHossain-sc2tx 2 роки тому

    "How can you work for your society" this is kind of moral for me form htis interview, thank you Sir,

  • @jico270
    @jico270 3 роки тому +1

    Very inspiring and informative. Respect and love.

  • @mdmofizurrahman6019
    @mdmofizurrahman6019 2 роки тому

    Valo laglo amar nijer alakar akjon manuser golpo sune

  • @amonkoravablakiabathmitali3589
    @amonkoravablakiabathmitali3589 3 роки тому +1

    Heartfelt thanks and love for Shaha vai.we are proud you. God bless you Brother

  • @ishtiakkabir2382
    @ishtiakkabir2382 3 роки тому +2

    অনেক অপেক্ষার পর একটা ভিডিও পেলাম ভাই🤔🤔🤯

  • @SaduMia-w8e
    @SaduMia-w8e 10 місяців тому

    একজন ইংরেজ এত সুন্দর করে বাংলা ভাষায় কথা বলতে পারে
    আমি শিহরিত

  • @abkader5862
    @abkader5862 3 роки тому +1

    It's very interesting and learning so many things about life thank you so much