আমার বাবা একজন ক্যানসার রোগী বর্তমানে উনার অবস্থা খুবই সংকটপুর্ণ। অর্থনৈতিক সংকট আর ডাক্তারদের চরম ব্যবসায়িক মনোভাবের কারণে আমরা বাবাকে নিয়ে বর্তমানে অনেকটা বজহড় অবস্থায় পড়ে আছি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।
স্যারকে আমি ব্যাক্তি গত ভাবে চিনি কারন আমি বসুন্ধরা আউটলেটে ছিলাম। স্যারও বসুন্ধরা থাকতেন।এবং মাঝে মাযে আসতেন । স্যারের ব্যবহার এত ভালো যেটা বলার মত না। স্যার এর জন্যে দোয়া করি তিনি যেন তার মোনের সব বাসনা পুরন করতে পারেন।
ভালো লাগলো। এককথায় অসাধারণ ❤️❤️❤️আর অঝোরে চোখের পানি গড়িয়ে পড়লো, যদি ৩ বছর আগে উনার দেখা পেতাম তাহলো হয়তো আমার একমাত্র ছোট বোনকে বাঁচাতে পারতাম।একটু সাহায্যের জন্য কত মানুষের কাছে গিয়েছি।কত আত্বীয়স্বজন, কত বন্ধু বান্ধবের কাছে গিয়েছি 😭😭😭। যাইহোক ভালো থাকুন সবসময় এই শুভ কামনা থাকলো। দীর্ঘাযু হোন আর আরো ভালো কাজ করে মানুষের কল্যাণ করুন🙏🙏🙏।সবাই ভালো থাকুন, সুস্হ থাকুন❤️❤️❤️
এই স্যার কে আমি চিনি আলবাব সাহেব উনার ছোট ভাই আন্দালিব সাহেব আমার বস ছিল। তখন হলমার্ক রানিং ছিল বনানী ব্রাঞ্চ গুলসান ব্রঞ্চ গুলসান 2 ব্রঞ্চ ধানমন্ডি ব্রাঞ্চ গুলো রানিং ছিল। তখন আন্দালিব সাহেবের আব্বা আম্মা সবাই বেঁচে ছিল অনেক ভাল ছিল অনেক মাশাল্লাহ।আল্লাহ আমাদের সবাইকে ভাল রাখুক অনেক ভাল ছিল
ধর্মকে সত্যি সত্যি ধারণ করতে পারলে একজন মানুষ যে কত চমৎকার মানুষে পরিণত হয়,এটা তারই প্রমান।উনি প্রথম মানুষ নন যে ক্যান্সার থেকে ফিরেছেন, কিন্তু কয়জন এভাবে ভাবতে পারেন? আল্লাহর কাছে যেকোনো কিছু চাওয়ার আগে হেদায়েত চাওয়া উচিত, কারণ এর চেয়ে বড় নেয়ামত আর কিছুই নেই।
এতো সুন্দর কৃতজ্ঞতাবোধের প্রতি অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ! জীবনের ক্ষতবিক্ষত সময়গুলো মানুষকে আরও বেশি মানবিক করে তোলে! মহান সৃষ্টিকর্তা সবকিছুর মালিক, তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা!!
আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহর। হে আল্লাহ তোমার এই বান্দা কে নেক হায়াত দান করে নেক কাজ করার তৌফিক দান করুন এবং দুনিয়া ও আখেরাতে শান্তি দান করুন আমিন।
কারো মোনাজাতে থাকাটা সত্যিই ভ্যাগের ব্যাপার এই পৃথীবীর সব কিছুই সুন্দর তার থেকেও সুন্দর এই যে বেঁচে থাকা তবুও কি আজীবন বেঁচে থাকা,, যায়, কিছু না পাওয়ার শূন্যতা নিয়েই একদিন চলে যেতে হবে অজানা গন্তব্যে
আলহামদুলিল্লাহ। যারা এ step গুলো পার হয়ে এসেছে তারাই জানে কত কষ্টের প্রতিটি মুহূর্ত। আমার ছোট ছেলেকে নিয়ে এরকম একটা সময় কাটিয়ে এসেছি কলকাতার টাটার মেডিকেলে। কিভাবে নয়টা মাস পার করেছি। আলহামদুলিল্লাহ।
আমার মা ও বাবা।। আমার ওপারেশনের সময় নামাজের স্হানে বসে আল্লাহর কাছে বলেছে আমার সন্তানকে ভিক্ষা দাও আল্লাহ।। হয়তো এই কারনে আমি এখনো বেচে আছি।। কিন্তু আমার চিকিৎসা থেমে যাচ্ছে টাকার কারনে। আজ আমার মা এবং বাবাও নেই। সেই থেকে আমিও ভিষণ অসহায় হয়ে পরেছি। আমি যেন চিকিৎসা নিয়মিতো চিকিৎসা চালাতে সাহায্য চাই।
২৭বছরের সংসারে ডিভোর্স হয়ে যায় এ কেমন সম্পর্ক???? ৮বছরের সংসারে ও ডিভোর্স হয় নাই এ কেমন সম্পর্ক??রুবেল+চৈতী বিপদের দিনে যদি ছেড়ে ই গেলাম,তাহলে কিসের মায়া-মমতা,কিসের সম্পর্ক,কিসের সংসার?? বড়ো ভাইয়ের জন্য দোয়া রইলো, আল্লাহ ভালো রাখুন। আল্লাহ যাদের তৌফিক আছে তাদেরকে দানের জন্য কবুল করুন, আমীন।
আলবাব সাহেবের কথা বা দর্শনের সাথে আমিও একমত, কৃতজ্ঞতাবোধ টা অনেকেই বুঝতে পারে না, আমার চিন্তাভাবনা গুলো ওনার সাথে এতটা মিলে গেছে যে বলে বুঝাতে পারবো না, এত সুন্দর করে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আমি হয়তো এভাবে বলতে পারতাম না !
One of the blessed people I have ever seen for the first time in my life . He is totally blessed by almighty Allah SWT and I'm wishing him a long life. I loved every single word he said in this programme. You are sacrificing your life for human beings and you will get reward from almighty Allah SWT and there is no doubt about it.
@@najmusahmed2083 Keeping you in my prayers and you are on my prayer list now, even though I'm far away from you and I will always do it as you are my Muslim brother. I was interested to talk to you but I didn't find the way although I collected a number from Bancat . Wishing all the best for you .
Sir ,Ami surprised...you are 100000% spiritual person ...More pain ,,More gain ...sir apnak Allah pak ato kashto diechen ...karon apnak die ank kaj manusher jonno koraben .. Divine time apnk die shob kaj korachchen .sir now you are free sprite Transformation apnek ank Valo manush Kore diechen ..amr Kanna pachche ,,, I m great full to you ...sir apni ank Valo thakben insallah Ameen ..lots of love syka
RJ kibria sir, এই ভদ্রলোক নিঃসন্দেহে একজন মহামানবের কাজ করতেছেন। তবে ওনার টপিক এ বেশিরভাগ কথা ইংলিশ থাকার কারণে অনেকেই পুরো গল্পটার অনেকাংশ বুঝতে পারবেন না। ওনার মত মহামানবদের জন্য অনেক অনেক দোয়া, সুভকামনা ও ধন্যবাদ।
وعلیکم السلام ورحمة الله وبركاته অসাধারণ অসাধারণ ব্যক্তিত্ব আল্লাহ তিনাকে ও তিনার এই সফলতা কে সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার তাওফিক দান করুন আমিন । ধন্যবাদ ভাই কিবরিয়া সাহেব কে সহ সকল সদস্য কে ।
Keno j duniya ta nia eto motto thaki bujtei pari na. Allah sobai jibon er actual meanings buje sei mote cholar tawfiq dan koruk. Ajker guest vai tar jonno o onk doa roilo.
Very inspiring story; well an ongoing one! There are not too many people who can truly evolve beyond own self; this gentleman seems to be one of those rare breeds. I truly appreciate what he has been doing for the cancer victims with little to no means. Salute sir! Particularly I am impressed that a person became religious while becoming selfless, a very rare example. Most of the philanthropists are generally non believers and work for causes not necessarily they were a victim of. I wish him all the best.
ইংরেজি বলাতে অনেক দর্শকের (বেশিরভাগ দর্শকের) গল্পটা বুঝতে অনেক সমস্যা হয়েছে। আমারও হয়েছে। আমার মনে হয় ধরনের গল্পে এত ইংরেজি শব্দ, বাক্য বলা ঠিক হবে না।
কিবরিয়া ভাইয়ের সকল ভিডিও সকল শ্রেণির লোকজন যেমন ধনী, গরীব, শিক্ষিত,স্বল্পশিক্ষিত লোকজন দেখে বিধায় যারা জীবনগল্প,অনুপ্রেরণা বা অন্য গল্প বলতে আসবেন দয়া করে কিছু বাংলা কিছু ইংরেজিতে বলবেন না।ভিডিও,র প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলায় বললে সকল শ্রেণির লোকজন বুঝবে অনুপ্রেরণা হিসেবে শিক্ষাটাকে বাস্তবে কাজে লাগাবে।
❤️দান❤️ গরীবের টাকা তোমার হাতে যদি করো দান। আখেরাতে পাবে তুমি পাহাড় সম তার প্রতিদান। টাকা টাকা করো তুমি টাকা তোমার নয় আল্লাহ চাইলে করতে পারে ছোট বড় বিনিময়। আজ আমি গরীব বলে কেন করো উপহাস। কাল তুমি আমার মতো থাকতে পারো উপোস। দান করো বেশী করে দানে কমেনা ধন। দান তো সেই করে যার আছে ভাল মন। ডান হাতে দান করো অন্য হাত না জানে। মুমিন বান্ধা হলে তা ভালো ভাবে মানে।
“ দরিদ্রকে দান করিলে সেই দানের জন্য একটি পুরষ্কার আছে। কিন্তু অভাবগ্রস্ত আত্নীয়-স্বজনকে দান করিলে সেই দান করিলে সেই দানের জন্য দুইটি পুরষ্কার আছে, একটি দানের জন্য, অন্যটি আত্নীয়কে সাহায্য করার জন্য। ” -- আল হাদিস
Brother you should mention InshaAllah, I pray to Allah, for grant you me and all the viewers long life to lesion your life story. Once again InshaAllah.
❤স্যার এর মতো যদি ১০০ মানুষ মানুষের পাসে এমন প্রতিষ্ঠানের মাধ্যমে এগিয়ে আসতো তাহলে দেশের সকল গরিব মানুষ গুলা সঠিক চিকিৎসা নিতে পারতো।স্যার যেনো তার সকল আসা পুরন করতে পারে সেই দোওয়াই করি আমিন
Assalamualakum wa Rahmatulla wa Barakatuh, brother R J Kebria excellent your programme, Allah bless you with your family, please all Muslims brother and sister praying on time, don't forget Final Judgement day, Allah know very well everything, insallah good Muslims gat all paradise amin ay Allah, please no smoking Allah will be help you, Thanks all you, Rajbari Bangladesh,
আসসালামু আলাইকুম কিবরিয়া ভাই। আমি রক্তের একটা মারাত্মক রোগে ভুগতেছি। এছাড়াও আরো জটিল কিছু রোগে ভুগতেছি। গত পাঁচ বছর যাবত আমার সামর্থ মতো চিকিৎসা করিয়েছি। কিন্তুু বর্তমানে আর্থিক অবস্থা আমার শূন্য। আমি একজন অসহায় ও দরিদ্র বয়স্ক মহিলা। আমার মাথা গুজার কোন বাড়ি বা ঠিকানা নাই। অন্যের বাড়িতে আশ্রয়ে আছি। আমার শারীরিক ও মানষিক অবস্থা খুব খারাপ। স্যারের কথা শুনে মনে জোর পেলাম। আল্লাহ পাক চাইলে সব কিছু সম্ভব। আমার চিকিৎসার ব্যাপারে আমি কি সহায়তা পেতে পারি অথবা উনার সাথে কি ভাবে যোগাযোগ করবো। প্লিজ জানালে বাধিত হবো।
@@najmusahmed2083 জী ভাইয়া। আমার যখন বুকে অপারেশন হয় সে সময় আমার মা জায়নামাজে বসে আমার প্রান ভিক্ষা চেয়েছে আল্লাহর কাছে। আমার এখন মা ও নেই বাবা ও নেই তাই বড় অসহায় আমি।
Mashallah ankel apnar jonno onek onek doa kori alhamdulillah keebria vai apni ato sundor akta video dekhar shujog kore diye chen apnader jonno doa o shuvo kamona kori apnara shob shomoy valo thakben inshallah 🤲
ভাই ২০১৩ সাল থেকে ক্যান্সার আক্রান্ত মাকে নিয়ে দৌড়াচ্ছি এখন বড্ড ক্লান্ত আমি মায়ের চেহাড়া চেনা যায়না।মুখের দিকে তাঁকাতে পারিনা বুকের মধ্যে হাহাকার চিৎকার করে বলতে ইচ্ছা করে মাগো আমার সব কিছু দিয়ে চেষ্টা করে তোমাকে সুস্থ করতে পারছিনা।মহান আল্লাহ্ কাউকেই যেন এই রোগটা না দেন।
Carry on brother, carry on..... Almighty s with u, have this confidence, till the last day u feel for your mother, even almighty probably would continue extend her hayat. I'm quite a sinning orphan, yet I pray for her n u from the bottom of my heart
ক্যান্সার এমনই রোগ যা শুধু একজনকেই শেষ করে না, পুরো পরিবার কে শেষ করে দেয়। ভাগ্যবান সেই যে সারভাইভ করতে পারে। আপনি হয়তো সেই ভাগ্যবানদের একজন।
ji sob kichu Allah r iccha, amar jonno doa korben...
@@najmusahmed2083 আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন, আমিন
আমার বাবা একজন ক্যানসার রোগী বর্তমানে উনার অবস্থা খুবই সংকটপুর্ণ। অর্থনৈতিক সংকট আর ডাক্তারদের চরম ব্যবসায়িক মনোভাবের কারণে আমরা বাবাকে নিয়ে বর্তমানে অনেকটা বজহড় অবস্থায় পড়ে আছি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।
আল্লাহ আপনার বাবাকে খুব তারাতাড়ি সুস্থ করে দেক এবং আপনার আর্থিক সমস্যা ঠিক হয়ে যাক এই দোয়া করি।
আল্লাহ আপনি ওনার বাবাকে অবশ্যই সুস্থ করে দিন আল্লাহ!
May Allah recover him soon
May Allah give him shifaye ajila and kamila.
স্যারকে আমি ব্যাক্তি গত ভাবে চিনি কারন আমি বসুন্ধরা আউটলেটে ছিলাম। স্যারও বসুন্ধরা থাকতেন।এবং মাঝে মাযে আসতেন । স্যারের ব্যবহার এত ভালো যেটা বলার মত না।
স্যার এর জন্যে দোয়া করি তিনি যেন তার মোনের সব বাসনা পুরন করতে পারেন।
নগদকে প্রথমে ধন্যবাদ জানাই, এই সকল মহৎ মনের মানুষ গুলোকে পরিচিত করার জন্য, এবং জীবনে ঘটে যাওয়া বাস্তব কাহিনী গুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি।
ধন্যবাদ।
নগদে কি করেছে এখানে?
আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সবাইকে সুস্থ রাখুন. মনে হয় আমরা বেশির ভাগ প্রবাসীরা অপেক্ষায় থাকি এই অনুষ্ঠানের জন্য
ভালো লাগলো। এককথায় অসাধারণ ❤️❤️❤️আর অঝোরে চোখের পানি গড়িয়ে পড়লো, যদি ৩ বছর আগে উনার দেখা পেতাম তাহলো হয়তো আমার একমাত্র ছোট বোনকে বাঁচাতে পারতাম।একটু সাহায্যের জন্য কত মানুষের কাছে গিয়েছি।কত আত্বীয়স্বজন, কত বন্ধু বান্ধবের কাছে গিয়েছি 😭😭😭। যাইহোক ভালো থাকুন সবসময় এই শুভ কামনা থাকলো। দীর্ঘাযু হোন আর আরো ভালো কাজ করে মানুষের কল্যাণ করুন🙏🙏🙏।সবাই ভালো থাকুন, সুস্হ থাকুন❤️❤️❤️
এই স্যার কে আমি চিনি আলবাব সাহেব উনার ছোট ভাই আন্দালিব সাহেব আমার বস ছিল। তখন হলমার্ক রানিং ছিল বনানী ব্রাঞ্চ গুলসান ব্রঞ্চ গুলসান 2 ব্রঞ্চ ধানমন্ডি ব্রাঞ্চ গুলো রানিং ছিল। তখন আন্দালিব সাহেবের আব্বা আম্মা সবাই বেঁচে ছিল অনেক ভাল ছিল অনেক মাশাল্লাহ।আল্লাহ আমাদের সবাইকে ভাল রাখুক অনেক ভাল ছিল
ধর্মকে সত্যি সত্যি ধারণ করতে পারলে একজন মানুষ যে কত চমৎকার মানুষে পরিণত হয়,এটা তারই প্রমান।উনি প্রথম মানুষ নন যে ক্যান্সার থেকে ফিরেছেন, কিন্তু কয়জন এভাবে ভাবতে পারেন?
আল্লাহর কাছে যেকোনো কিছু চাওয়ার আগে হেদায়েত চাওয়া উচিত, কারণ এর চেয়ে বড় নেয়ামত আর কিছুই নেই।
এতো সুন্দর কৃতজ্ঞতাবোধের প্রতি অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ!
জীবনের ক্ষতবিক্ষত সময়গুলো মানুষকে আরও বেশি মানবিক করে তোলে! মহান সৃষ্টিকর্তা সবকিছুর মালিক, তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা!!
আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহর। হে আল্লাহ তোমার এই বান্দা কে নেক হায়াত দান করে নেক কাজ করার তৌফিক দান করুন এবং দুনিয়া ও আখেরাতে শান্তি দান করুন আমিন।
alhamdulliah, amar jonno doa korben...
তুমি তোমার মা'কে খুশি রাখো।
আল্লাহ তোমাকে খুশি রাখবেন।
-হযরত মুহাম্মদ (সঃ)
Alhamdulillah
In shaa allah try korbo kub
Ai hadis ta koi asee
Ae hadis ta ,kon hadis shorif ar koto number a ache? Plz janaben.
“মা” হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ।মায়ের দোয়ার চেয়ে মূল্যবান কোন কিছুই দুনিয়ায় নাই।
এই মুরুব্বীর কথা ভংগি এবং চোখের চাহনিতে সেই লেবেলের ক্রাশ খেয়েছি সত্যি বলছি😍😍
সহমত
Doa Chai, Doa Korben...
Me too
Thik tai
I also
কারো মোনাজাতে থাকাটা সত্যিই ভ্যাগের ব্যাপার এই পৃথীবীর সব কিছুই সুন্দর তার থেকেও সুন্দর এই যে বেঁচে থাকা তবুও কি আজীবন বেঁচে থাকা,, যায়, কিছু না পাওয়ার শূন্যতা নিয়েই একদিন চলে যেতে হবে অজানা গন্তব্যে
আলহামদুলিল্লাহ। যারা এ step গুলো পার হয়ে এসেছে তারাই জানে কত কষ্টের প্রতিটি মুহূর্ত। আমার ছোট ছেলেকে নিয়ে এরকম একটা সময় কাটিয়ে এসেছি কলকাতার টাটার মেডিকেলে। কিভাবে নয়টা মাস পার করেছি। আলহামদুলিল্লাহ।
আমার মা ও বাবা।। আমার ওপারেশনের সময় নামাজের স্হানে বসে আল্লাহর কাছে বলেছে আমার সন্তানকে ভিক্ষা দাও আল্লাহ।। হয়তো এই কারনে আমি এখনো বেচে আছি।। কিন্তু আমার চিকিৎসা থেমে যাচ্ছে টাকার কারনে। আজ আমার মা এবং বাবাও নেই। সেই থেকে আমিও ভিষণ অসহায় হয়ে পরেছি। আমি যেন চিকিৎসা নিয়মিতো চিকিৎসা চালাতে সাহায্য চাই।
উনার মনের বিশাল পরিবর্তন টুকু হয়ত উনার স্ত্রী মেনে নিতে পারেন নাই তাই ছেড়ে চলে গেছে। উনার সৎ কাজের প্রতি শ্রদ্ধা জানাই এবং শুভকামনা রইলো।
উনার গল্পটা অনেক মানুষের শোনা উচিত। মানুষের জীবনে কখন কার দুআ কবুল হয়ে যায় বলা যায় না।
দুনিয়ায় ৪০০০ এর বেশি ভাষা
থাকলেও আজানের ধ্বনি কিন্তু এক
-সুবাহানাল্লাহ
কিসের মধ্যে কী... হায়রে সস্তা মুসলমান
@@GuruNishtha 😂🤣😂
Muk mafi
নামটা মাওয়া বুুদ্ধি টা কাওয়া কাওয়া।
😅পাগল ছাগল
২৭বছরের সংসারে ডিভোর্স হয়ে যায় এ কেমন সম্পর্ক????
৮বছরের সংসারে ও ডিভোর্স হয় নাই এ কেমন সম্পর্ক??রুবেল+চৈতী
বিপদের দিনে যদি ছেড়ে ই গেলাম,তাহলে কিসের মায়া-মমতা,কিসের সম্পর্ক,কিসের সংসার??
বড়ো ভাইয়ের জন্য দোয়া রইলো, আল্লাহ ভালো রাখুন।
আল্লাহ যাদের তৌফিক আছে তাদেরকে দানের জন্য কবুল করুন, আমীন।
আলহামদুলিল্লাহ, এরকমের মনের মানুষ আমাদের সমাজে আছে বলেই আমাদের সমাজে ও দেশে ভালো কাজ হচ্ছে 🤲🤲
Doa korben amader jonno....
What an inspiration!! What a story!! It costs only 30 minutes and I became very much emotional.. May Allah bless this man, he's the real life hero.
Thank you very much , please pray for me....
@@najmusahmed2083 Really you are good man Allah bless you.
এমন মহান হৃদয়ের মানুষরা বহু বহু বছর বেঁচে থাকুন এই কামনাই রইল। মহান স্রষ্টা তাঁর মঙ্গল করুন।
আলহামদুলিল্লাহ আল্লাহ মানুষকে কখন পরিবর্তন করে দেয় তা তিনিই ভালো বলতে পারেন।
Ji Apni ekdom thik bolechen, amar jonno doa korben....
প্রতিটা গল্প থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়া উচিত।।।
একমত
প্রতিটা গল্প থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত তবে সেটা যেন ভালোর দিকটা হয়।
প্রথিবীতে ভালো মানুষ আছে বলেই, প্রথিবীটা ,এতো সুন্দর,,,
thik bolechen...
জীবনের গতির কথা ভাবলে পা দুটোর গতিও থেমে রয়
নিঃসঙ্গ এই পথে তখন আত্মবিশ্বাস টুকুই সঙ্গি হয়..!
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)❣️❣️
একমত 😥😭😭😭
কার দোয়া কখন লাগে যায়, একমাত্র আল্লাহ জানে। সত্যি মায়ের দোয়া থাকলে মানুষ অনেক দূরে যায়।
ঠিক
সত্যি কথা বলছেন
ঠিক
Please Pray for me......
@@zahidmehzad2161
a.
Br. Said humble!! That’s his success in life - he didn’t have to care who is with him - very nice story !! I love ❤️this content!! Thank you RJ!!
জান্নাতের অধিকাংশ
অধিবাসী হবেন গরীব।
- হযরত মুহাম্মাদ [সাঃ]
কিসের সাথে কি বলে যাচ্ছেন -নিজেও জানেন না!?
আল্লাহু আকবার এত সুন্দর জীবনবোধ এবং অনুভূতি কল্পনা করা যায় না ,🥺❤️
জীবন নাটকের চেয়েও নাটকীয় প্রতিটা
মানুষের জীবনের গল্প থেকে শিক্ষা নেওয়া উচিৎ এই গল্প গুলাই আমাদের জন্য
শিক্ষনিয়
কিসের GF-কিসের BF,
-ভালোবাসার অপর নাম
হযরত মোহাম্মদ (সাঃ)
Yes
Jannat e chole ashun.
জীবনের গল্পটা এমনও হয়🤔
ভদ্রলোকের আত্মবিশ্বাস থেকে অনেক কিছু শিখার আছে।
কৃতজ্ঞতাবোধ মানুষের জীবনের মহত্ত্ব দান করে।
আল্লাহ যেন উনাকে দীর্ঘজীবী করেন।
অধীর আগ্রহে শুনছিলাম কখন যে সময় শেষ হয়ে গেল বুঝতেই পারিনি মন চেয়েছিলো আরো কিছু শুনি, আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে সুস্থতা নেয়ামত দান করুক আমিন 🤲🤲🤲
আমিন
Please Pray For Me....
@@najmusahmed2083 fiamanillah
Elahi Aameen ❣️🤲🏼❣️
@@syedaaneesfatema9048 আল্লাহুম্মা আমীন
আমি আপনার সকল পোগ্রাম দেখি।আমার পরিচিত মেয়ের কেনসার খুবই গরিব নুন আনতে পনতা ফুরায়। দোয়া করবেন। আমিন।
আমাদের দেশে কবে যে হবে একটা ক্যান্সার হসপিটাল। নিজের দেশ ছেড়ে অন্য একটা দেশে চিকিৎসা করা অনেক কষ্টের
Amader desh eo valo hospital ache, kintu ro beshi hospital dorkar...
@@najmusahmed2083 আসসালামুয়ালাইকুম,,,স্যার
আপনার সাথে কিভাবে কমিউনিকেশন করতে পারি?
How can i contract with you sir۔
আলবাব সাহেবের কথা বা দর্শনের সাথে আমিও একমত, কৃতজ্ঞতাবোধ টা অনেকেই বুঝতে পারে না, আমার চিন্তাভাবনা গুলো ওনার সাথে এতটা মিলে গেছে যে বলে বুঝাতে পারবো না, এত সুন্দর করে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আমি হয়তো এভাবে বলতে পারতাম না !
উনাদের মত মানুষ পৃথিবীতে আছে বলেই এতকিছুর মধ্যে সবকিছু এত সুন্দর ❤️♥️❤️♥️
ঠিক বলেছেন!
অনেক ভালো একটা কাজ
আমি 2020 আমার স্ত্রীকে হারিয়েছি
আমাদের একটা ছেলে সবাই দোয়া করবে ওর জন্য
নগদ কে অনেক ধন্যবাদ। প্রবাস থেকে ইউজ করা যাবে এমন কিছু বিবেচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি
চোখে দিয়ে পানি চলে এসেছে, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক সবসময় এই দোয়া করি আমিন্।
amar jonno doa korben.......
অসংখ্য ধন্যবাদ আপনাকে, মামুন মানুষের জন্য।💞💞💞
Masha Allah..... Uncle ar face, behavior onek tai e amar babar moto. Amar Baba nei, tai baba ke onek miss kori. I Love You..... Baba.
সুবহানআল্লাহ্ এই মানুষটিকে এতো বড় মহোত কাজের জন্য আল্লাহ যেন হায়াত বাড়িয়ে দেন ও সুস্থ রাখেন ।
thank you very much, amar jonno doa korben...
@@najmusahmed2083 Australia থেকে কিভাবে contribute করতে পারি।
ভগবান আপনাকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রার্থনা করি। 27 বছরের সম্পর্কে আপনাকে ছেড়ে চলে গেলেন, উনি যেন ভুলটা বুঝতে পারেন।
One of the blessed people I have ever seen for the first time in my life . He is totally blessed by almighty Allah SWT and I'm wishing him a long life. I loved every single word he said in this programme.
You are sacrificing your life for human beings and you will get reward from almighty Allah SWT and there is no doubt about it.
Thank you very much dear brother, please pray for me....
@@najmusahmed2083 Keeping you in my prayers and you are on my prayer list now, even though I'm far away from you and I will always do it as you are my Muslim brother.
I was interested to talk to you but I didn't find the way although I collected a number from Bancat .
Wishing all the best for you .
Sir ,Ami surprised...you are 100000% spiritual person ...More pain ,,More gain ...sir apnak Allah pak ato kashto diechen ...karon apnak die ank kaj manusher jonno koraben ..
Divine time apnk die shob kaj korachchen .sir now you are free sprite
Transformation apnek ank Valo manush Kore diechen ..amr Kanna pachche ,,, I m great full to you ...sir apni ank Valo thakben insallah Ameen ..lots of love syka
বেশির ভাগ কথোপকথন বাংলায় হলে আরও বেশি উপলব্ধি করতে পারতাম , আসলে সবাইতো ইংরেজিতে খুব দক্ষ নয় l
ঠিক
RJ kibria sir, এই ভদ্রলোক নিঃসন্দেহে একজন মহামানবের কাজ করতেছেন। তবে ওনার টপিক এ বেশিরভাগ কথা ইংলিশ থাকার কারণে অনেকেই পুরো গল্পটার অনেকাংশ বুঝতে পারবেন না। ওনার মত মহামানবদের জন্য অনেক অনেক দোয়া, সুভকামনা ও ধন্যবাদ।
এতো কষ্টের পড় কতো সুন্দর হাসি,,
উনার থেকে শিখা দরকার
নিশ্চয়ই আল্লাহ্ প্রতিটি ভালো কাজের প্রতিদান দিবেন🤲
আলহামদুলিল্লাহ আল্লাহ কিবরিয়া সাহেবকে আর উনাকে হায়াত দারাজ করুক। উনাদের মতো মানুষ পৃথিবীতে খুব প্রয়োজন।
وعلیکم السلام ورحمة الله وبركاته
অসাধারণ অসাধারণ ব্যক্তিত্ব
আল্লাহ তিনাকে ও তিনার এই সফলতা কে সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার তাওফিক দান করুন আমিন ।
ধন্যবাদ ভাই কিবরিয়া সাহেব কে সহ সকল সদস্য কে ।
Keno j duniya ta nia eto motto thaki bujtei pari na. Allah sobai jibon er actual meanings buje sei mote cholar tawfiq dan koruk. Ajker guest vai tar jonno o onk doa roilo.
নগদের মত বিকাশেও এই প্রতিষ্ঠানকে ডোনেশন দেয়ার অপশন চাই।
গল্পটা শুনতে শুনতে কখন সময় চলে গেল বুঝতেই পারলাম না অসাধারণ গল্প অনেক কিছু শেখার আছে।
ঠিক
Thank you very much,,,,, please pray for me....
এই ভদ্রলোকের কথা আর চেহারার সাথে আর জে কিবরিয়া ভাইয়ার অনেক মিল আছে।।।। মনে হয় কিবরিয়া ভাইয়ার বৃদ্ধ বয়সের লুক দেখতেছি😊😊😊😊
Very inspiring story; well an ongoing one! There are not too many people who can truly evolve beyond own self; this gentleman seems to be one of those rare breeds. I truly appreciate what he has been doing for the cancer victims with little to no means. Salute sir! Particularly I am impressed that a person became religious while becoming selfless, a very rare example. Most of the philanthropists are generally non believers and work for causes not necessarily they were a victim of. I wish him all the best.
ইংরেজি বলাতে অনেক দর্শকের (বেশিরভাগ দর্শকের) গল্পটা বুঝতে অনেক সমস্যা হয়েছে। আমারও হয়েছে। আমার মনে হয় ধরনের গল্পে এত ইংরেজি শব্দ, বাক্য বলা ঠিক হবে না।
ভাই বাংলিশ বলতেই হবে কারন বাংলাদেশ এর প্রোগ্রাম গুলো আমেরিকান প্রেসিডেন্ট জৌ বাইডেন সহ ইউরোপের লোক দেখেন।
উনি এইভাবে কথা বলে অভ্যস্ত। আর তার ইংরেজিতে কোনো ন্যাকামি নেই পুরোটাই ন্যাচারাল ভাবে আসছে। বরং ভিডিওতে বাংলা সাবটাইটেল দিয়ে দিলে ভালো হতো। ধন্যবাদ
আলহামদুলিল্লাহ, এরকমের মনের মানুষ আমাদের সমাজে আছে বলেই ভালো কাজ হচ্ছে 🤲
এমন মানসিক সমস্যা আমার হয়েছিলো, এ এক অসাধারণ উন্মাদনা
আল্লাহ্ সর্বশক্তিমান তিনি অসীম দয়ালু তুমি তাদেরকে হেফাজত করুন আমিন ।
কিবরিয়া ভাইয়ের সকল ভিডিও সকল শ্রেণির লোকজন যেমন ধনী, গরীব, শিক্ষিত,স্বল্পশিক্ষিত লোকজন দেখে বিধায় যারা জীবনগল্প,অনুপ্রেরণা বা অন্য গল্প বলতে আসবেন দয়া করে কিছু বাংলা কিছু ইংরেজিতে বলবেন না।ভিডিও,র প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলায় বললে সকল শ্রেণির লোকজন বুঝবে অনুপ্রেরণা হিসেবে শিক্ষাটাকে বাস্তবে কাজে লাগাবে।
আলহামদুলিল্লাহ আমিন সকল প্রসোংসা আল্লাহতালার জন্যে যিনি দো-জাহানের মালিক আল্লাহ তুমি আমাদের সবাইকে হেপাজত করুন আমিন
অসাধারণ সুস্থতা কামনা করছি ।আল্লাহ আমাদের সবাই কে সুস্থতা দান করুন আমিন। মায়ের দোয়া বড় দোয়া
কিবরিয়া ভাই ? আমাদের মাঝে ভালো মানুষ গুলো বেঁচে আছে বলেইতো ভালো গল্প শুনতে পাই উনি বেঁচে থাকুন আমাদের মাঝে দোয়া করি । আমিন
so much dua for you 100% I understand you because I think just like you ❤
ভালো মাণূষ আছে বিদায় পিথীটা এতো সুন্দর। বড়ো ভাইর জন্য দোয়া ও শুভকামনা রইল। ফি আমানিল্লাহ।।
মাশাল্লাহ। আমি ভালো ভাবে রিলেট করতে পাচ্ছি।
পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবন একেকটা গ্রন্থের মত কত দুঃখ কত শান্তি কত আনন্দ কত বেদনা কত শান্তি লুকিয়ে থাকে এই জীবন নামের বইএ।
❤️দান❤️
গরীবের টাকা তোমার হাতে
যদি করো দান।
আখেরাতে পাবে তুমি পাহাড়
সম তার প্রতিদান।
টাকা টাকা করো তুমি
টাকা তোমার নয়
আল্লাহ চাইলে করতে পারে
ছোট বড় বিনিময়।
আজ আমি গরীব বলে
কেন করো উপহাস।
কাল তুমি আমার মতো
থাকতে পারো উপোস।
দান করো বেশী করে
দানে কমেনা ধন।
দান তো সেই করে যার
আছে ভাল মন।
ডান হাতে দান করো
অন্য হাত না জানে।
মুমিন বান্ধা হলে তা
ভালো ভাবে মানে।
আল্লাহ আপনা কে আরো নেক হায়াত দান করুক। দোয়া রইল।
“ দরিদ্রকে দান করিলে সেই দানের জন্য একটি পুরষ্কার আছে। কিন্তু অভাবগ্রস্ত আত্নীয়-স্বজনকে দান করিলে সেই দান করিলে সেই দানের জন্য দুইটি পুরষ্কার আছে, একটি দানের জন্য, অন্যটি আত্নীয়কে সাহায্য করার জন্য। ”
-- আল হাদিস
Prothom dekhay onake valo lege galo. ALLAH onar valo korben inshaallah.
Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah,, really feel proud for today's guest
Alhamdulliah
Voice atto sundor.... kotha bolar style onk valo lagse 😍😍
ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলেছে।অনুপ্রেরণা পেলাম। অনেক কিছু শিখলাম।
চমৎকার লোক।। ধন্যবাদ কিবরিয়া স্যার কে 🌹🌹💙
love uncle words mashallah ❤
The transformation what happened in his life,, is the blessings of his life,,, really feel respect for today's guest
Thank you very much , please pray for me ....
আগামী ৮ বছরের মধ্যে আপনার অনুষ্ঠানে আসবো আমার জীবন কাহিনি শুনাতে কথা দিলাম
Brother you should mention InshaAllah, I pray to Allah, for grant you me and all the viewers long life to lesion your life story. Once again InshaAllah.
দারুণ লাগলো...‼️
তবে উনার কথার ভঙ্গি একদম শামীম ওসমানের মতো,ভাল লাগলো,ভীষণ স্মার্ট...‼️
Subhan Allah. Such a transformation. He realized the real purpose of life.
❤স্যার এর মতো যদি ১০০ মানুষ মানুষের পাসে এমন প্রতিষ্ঠানের মাধ্যমে এগিয়ে আসতো তাহলে দেশের সকল গরিব মানুষ গুলা সঠিক চিকিৎসা নিতে পারতো।স্যার যেনো তার সকল আসা পুরন করতে পারে সেই দোওয়াই করি আমিন
আসসালামু আলাইকুম ভাই অসাধারন চমৎকার পরামর্শ জাজাকাল্লাহ খাইরান
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি সবাইকে এই রকম একে অপরের সাহায্য করার তৌফিক দিও আমিন
Salute from my heart, he is great man ,see my owon eye n tnx all ways rj kibrea
Alhamdulillah you are blessed . Insha'allah you will be recognized by Allah Subhanataala .
Assalamualakum wa Rahmatulla wa Barakatuh, brother R J Kebria excellent your programme, Allah bless you with your family, please all Muslims brother and sister praying on time, don't forget Final Judgement day, Allah know very well everything, insallah good Muslims gat all paradise amin ay Allah, please no smoking Allah will be help you, Thanks all you, Rajbari Bangladesh,
কি অসাধারণ ভিডিও এবং অসাধারণ কাজ।আল্লাহ উনাদের সাহায্য করুন।
সুস্থতা আল্লাহ র এক সেরা নেয়ামতের নাম, আলহামদুলিল্লাহ।
একজন মহান মানুষ... আমি জীবন দিতে পারি এমন মানুষের জন্য। অসাধারণ মানুষ
bhai doa korben....
সত্যি অসাধারণ আমার মন চাইতেছে ওনার সাথে যোগাযোগ করতে
যদি ওনি দয়া করে অসাধারণ লোক লাভ ইউ আল্লাহ খুব ভাল রাখুক
@@najmusahmed2083 @ আসসালামু আলাইকুম। আপনার ভিডিও টা বার বার দেখলাম
God bless you Sir. Big Salute. Apni Shotti Shahoshi.
আমার বাবা ক্যানসারে মারা গেছে, আর তাতে আমার সব জমানো টাকা শেষ হয়ে যায়, যাহোক আলহামদুলিল্লাহ নিজের শেষটুকু দিয়ে ও বাবাকে দেখতে পেরেছি
আসসালামু আলাইকুম কিবরিয়া ভাই। আমি রক্তের একটা মারাত্মক রোগে ভুগতেছি। এছাড়াও আরো জটিল কিছু রোগে ভুগতেছি। গত পাঁচ বছর যাবত আমার সামর্থ মতো চিকিৎসা করিয়েছি। কিন্তুু বর্তমানে আর্থিক অবস্থা আমার শূন্য। আমি একজন অসহায় ও দরিদ্র বয়স্ক মহিলা। আমার মাথা গুজার কোন বাড়ি বা ঠিকানা নাই। অন্যের বাড়িতে আশ্রয়ে আছি। আমার শারীরিক ও মানষিক অবস্থা খুব খারাপ। স্যারের কথা শুনে মনে জোর পেলাম। আল্লাহ পাক চাইলে সব কিছু সম্ভব। আমার চিকিৎসার ব্যাপারে আমি কি সহায়তা পেতে পারি অথবা উনার সাথে কি ভাবে যোগাযোগ করবো। প্লিজ জানালে বাধিত হবো।
মায়ের দোয়া কখনো বিফলে যায়না।
Mayer Doa sob somoy kaj e lage..
@@najmusahmed2083 জী ভাইয়া। আমার যখন বুকে অপারেশন হয় সে সময় আমার মা জায়নামাজে বসে আমার প্রান ভিক্ষা চেয়েছে আল্লাহর কাছে। আমার এখন মা ও নেই বাবা ও নেই তাই বড় অসহায় আমি।
এমন টা সময় আমিও পার করেছি । আলহামদুল্লিলা এখন ভাল আছি । আল্লাহ ওনার উসিলায় অসহায় মানুষের উপকার করা তোফিক দান করুন ।
amar jonno doa korben...
আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো এই ভদ্রলোকের কথা গুলো
আল্লাহ ওনাকে দুনিয়া এবং আখেরাতে পুরস্কৃত করুন।
I pray to God for his healthy long life. Thanks. From Kolkata.
Mashallah ankel apnar jonno onek onek doa kori alhamdulillah keebria vai apni ato sundor akta video dekhar shujog kore diye chen apnader jonno doa o shuvo kamona kori apnara shob shomoy valo thakben inshallah 🤲
ভাই ২০১৩ সাল থেকে ক্যান্সার আক্রান্ত মাকে নিয়ে দৌড়াচ্ছি এখন বড্ড ক্লান্ত আমি মায়ের চেহাড়া চেনা যায়না।মুখের দিকে তাঁকাতে পারিনা বুকের মধ্যে হাহাকার চিৎকার করে বলতে ইচ্ছা করে মাগো আমার সব কিছু দিয়ে চেষ্টা করে তোমাকে সুস্থ করতে পারছিনা।মহান আল্লাহ্ কাউকেই যেন এই রোগটা না দেন।
Carry on brother, carry on..... Almighty s with u, have this confidence, till the last day u feel for your mother, even almighty probably would continue extend her hayat. I'm quite a sinning orphan, yet I pray for her n u from the bottom of my heart