এ গানটি আমার বিদ্যালয়ের প্রার্থনা সঙ্গীত ছিল। এ গান শোনা মাত্র মনটা কেমন করে ওঠে। ছোটবেলায় ফিরে যাই। সেই দিন গুলি ফিরে পেতে ও সেইসব দিদিমণিদের মধ্যে ফিরে যেতে মন ব্যাকুল হয়ে ওঠে বারবার।
প্রণাম নেবেন। অনেকদিন পর একসাথে ভাইবোনের গান গাইতে শুনলাম । আগে প্রায়ই শুনতাম। আপনাদের গান আমার খুব ভালোলাগে। পূজা বা প্রার্থনা পর্যায়ের গান যদি সম্ভব হয়,তাহলে শোনাবেন। আপনাদের দেখে যোগাযোগ উপন্যাসের কুমুদিনী ও তার বড়দাদার কথা মনে পড়ল। অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই । ভালো থাকুন । সুস্হ থাকুন।
Shotti kono bhasha nei j ki kore bojhabo eto ta e pran e chnuye gelo ai uposthaponati,, Darun darun darun...bolle o kom hoi.. Sir abong mam k janai amar pronaam 🙏🏽🙏🏽🙏🏽 Subho nababorsho! Bhalo thakben dujon ei 😌❤️🙏🏽
গানের পূজার সাক্ষী রইলেম, হে গান পূজারী.. "সারা রাত ফোটাক তারা নব নব"... দ্বৈত পরিবেশনায় আলোকে সূচনা হল নব বৈশাখের ❤❤❤ অন্তরের ভালোবাসা টুকু সাক্ষী আমার ❤❤ অফুরান শুভকামনা ও ভালোথাকার প্রার্থনা রইল আগামীর কাছে ❤🙏🏻 আপনাদের জন্য
দারুণ দারুণ দারুণ খুব ভালো লেগেছে আমার
অপূর্ব গান গান আপনারা দুজনে ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি
অসাধারণ উচ্চারণ, গায়কী , মাধুর্য্য পূর্ণ স্বর। মনোজ ভাই আপনাকে আমার হৃদয় হতে অভিনন্দন। ঈশ্বর এর কাছে প্রার্থনা করি আপনি দীর্ঘজীবি হন। 🙏🙏🙏
মনীষা কে পেলাম কোথায়? ওনাকে বেশি করে আশা করেছিলাম। অপূর্ব গেয়েছেন মনোজ মুরলী নায়ার। দ্বৈত কণ্ঠ বড় ভালো লাগে।
এ গানটি আমার বিদ্যালয়ের প্রার্থনা সঙ্গীত ছিল। এ গান শোনা মাত্র মনটা কেমন করে ওঠে। ছোটবেলায় ফিরে যাই। সেই দিন গুলি ফিরে পেতে ও সেইসব দিদিমণিদের মধ্যে ফিরে যেতে মন ব্যাকুল হয়ে ওঠে বারবার।
প্রণাম নেবেন। অনেকদিন পর একসাথে ভাইবোনের গান গাইতে শুনলাম । আগে প্রায়ই শুনতাম। আপনাদের গান আমার খুব ভালোলাগে। পূজা বা প্রার্থনা পর্যায়ের গান যদি সম্ভব হয়,তাহলে শোনাবেন। আপনাদের দেখে যোগাযোগ উপন্যাসের কুমুদিনী ও তার বড়দাদার কথা মনে পড়ল। অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই । ভালো থাকুন । সুস্হ থাকুন।
এ গান শোনার পরে মনটা যেনো কেমন হয়ে যায়,
কোনো ভাষা নেই,নেই কোনো ব্যাক্ষা,
Tomader dujoner gaan eto sundor , Manishar eto mishti o sundor gola , eto bhalo laage, thank you , Bless you all ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আহা! মন একেবারে ভরে গেলো, এককথায় অনবদ্য, অনেক অনেক শুভেচ্ছা রইল,
কত ভালো লাগলো বোঝাতে পারবো না, শুধু বলবো ঈশ্বর আপনাদের সুস্থ রাখুক, ভালো থাকুন।প্রণাম।
Ki sundar gailen. Mon vorey galo.
Beautiful rendition of a beautiful song!
Marvelous, new no bounds about brother & sister.
খুব ভাল লাগল 🙏
Apurbo .mon hariye gelo .sure tane nibedone monojer sathe sathe e ek anno anubhuti
খুবই সুন্দর লাগলো ।
Pretty perfect 🎉
Mon ta bhore gelo gaan ta sune😊
Khub sunder voice, editing presentation Darunn ❤
অতুলনীয় ,
মন অনাবিল আনন্দে ভরে গেলো, অনেক অনেক ধন্যবাদ,
তোমাদের কণ্ঠের জাদুতে আজ আমি নতুন করে জেগে উঠলাম। শুদ্ধ হল আমার অন্তর। অসাধারণ মঞ্চসজ্জা আর অসাধারণ ভিডিওগ্রাফি।
Tomader Sundor gaan diye bochhor suru holo....Jani khub bhalo jabe ei bochhor. Khub bhalo theko tomra ei ashirbad kori.
Excellent 🎉🎉🎉
Bahut preetikar.
All good wishes.
Shotti kono bhasha nei j ki kore bojhabo eto ta e pran e chnuye gelo ai uposthaponati,,
Darun darun darun...bolle o kom hoi..
Sir abong mam k janai amar pronaam
🙏🏽🙏🏽🙏🏽
Subho nababorsho!
Bhalo thakben dujon ei
😌❤️🙏🏽
অসাধরন লাগলো গান শুনে। শুভেচ্ছা রইলো
Khub valo laglo manoj o monisha r gaan tader protiti ganer ami vokto
Pronam Tomader. Dhanya Holam
SWASWADHA PRANAM JANYE KOOOB BHALO LAGLO ❤❤❤
Just apurbo ❤
Osomvob vlo go tomader khob bhalo basi. Ek din dekha to hobe i
অপূর্ব লেগেছে 👍👌
Bhai o boner doito kontho osadharon❤
Touching....so touching presentation!!
🙏🙏🙏🌸🌸🌸 সু প্রভাত ।
খুব সুন্দর পরিবেশনা,মন ছুঁয়ে গেল।
Osadharon osadhaon ! Shudhu e mugdhota ar mughdhota ! ❤🙏
Superb !❤👍Subha Naboborsho!
May ALLAH Bless Bangla and Bangali.
Apurbo❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
Apurbo 🙏🙏🙏
Apurbo❤❤❤❤❤
This is awesome. One of my fav since my childhood.
My favourite Rabindrasangeet singers. Regards.
Apurbo❤❤❤❤❤❤
Apurbo.
অসাধারণ অপূর্ব মনোমুগ্ধকর !
অপূর্ব _ মন মুগ্ধকর নিবেদন 🎵🙏
নতুন বৈশাখের সূচনায় উত্তরণের পথ খুঁজে শান্তি, বিশ্বাস আর ভালোবাসাকে ফিরিয়ে আনল আপনাদের গান ।
দারুণ ।🙏❤️✌️
অপূর্ব অপূর্ব
মুগ্ধ হলাম।
অপূর্ব 🙏
Apurbo 👌👌❤️
মন শান্তি পেলো ❤️🙏🏻
Bhishon Bhishon bhalo lagbo...Subho noboborsho 🙏🙏❤❤
Darun
অসাধারন। কিন্তু মনীষা র গলায় আর ও একটু শুনতে পেলে ভালো হতো
Oshadharan
Amar Pronam 🙏🙏
Khub sundar🙏🙏🙏🙏
অপূর্ব।
অপূর্ব
সীমাহীন মুগ্ধতা
Subho noboborsho 🙏😊
গানের পূজার সাক্ষী রইলেম, হে গান পূজারী.. "সারা রাত ফোটাক তারা নব নব"... দ্বৈত পরিবেশনায় আলোকে সূচনা হল নব বৈশাখের ❤❤❤ অন্তরের ভালোবাসা টুকু সাক্ষী আমার ❤❤ অফুরান শুভকামনা ও ভালোথাকার প্রার্থনা রইল আগামীর কাছে ❤🙏🏻 আপনাদের জন্য
Brilliant siblings ❤❤❤❤
🙏🙏🎉🎉
অপূর্ব ♥️
Love you both
Aha.. ❤
Snigdhyotar parosh❤❤
Sir ebong mam apnader gaan choto bela theke sune aschi asadharon lage,bisesh kare Manisha mam ke to nijer bole mone hoy.
Subho nababarsha. 🙏🙏🌹
'শুভ নববর্ষ'
Needless to say, duet of Monoj and Manisha Murali Nayar in rendering Rabindra Sangeet has given a different shape in the domain of Tagore Songs.
❤
নববর্ষে ধন্য হয়ে গেলাম ۔۔۔
শুভ নববর্ষ। মঙ্গল হোক সবার।
Manoj is,amazing
মনীষার অংশ এতো কম কেন, আরো বেশি হলে ভালো হতো
Shubho Nababarsha
অসাধারণ মন ভোরে গেলো শুনে
It is a ❤️ touching, incredible song!
মনীষার গলায় আরো বেশি করে গান শুনতে চাই ।
You looks tagore devotee.
Suvo nabo borso. ❤️❤️
জীবনের চরম সত্য কে অনুভব করি 🙏সাধু সাধু। নববর্ষ পরিপূর্ণ হলো আপনাদের নিবেদনে ।
👍👍
🙏🌻
খুবই সুন্দর। তবে মনীষা দিকে আর একটু বেশি পেলে আরোও ভালো লাগতো এই গানে। 💙
Hriday ke plabito kare
❤️❤️🙏🙏
Aporbo subho nobody borsho
Apnar r Monisha r jonnyo nijeke bangali boltey Garbo bodh kori... Apnara Bhai bon amader samogro banagi jatir ekmatro Garbo... 🙏🙏
মনীষাকে সেভাবে পেলাম না,আপনারা আরো বেশি করে আরো গান শোনান।
Sadhu sadhu
Monishar exposure ta কম হলো.
Manisha is much more talented..
Faltu