Pali Bornomala Shikkha, Pali Alphabet in Bangla by Ven. Progyananda Bhikkhu

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • পালি বর্ণমালা নিয়ে পাঠদান : পর্ব ১ by Progyananda Bhikkhu
    অনুপ্রেরণা যোগানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আমাদের বিহারের তথা গ্রামের শিক্ষার্থীদের মাঝে দীর্ঘ সময় ধরে এই প্রচেষ্ঠা জারি রেখেছি। ছোট বেলা থেকে সর্বোচ্চ দশম শ্রেণি পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা বিহারমূখী শিক্ষা গ্রহণ করে থাকে। এরপর থেকে তো আর খুব একটা বিহারে ধর্মীয় শিক্ষা নিতে আসে না বললেই চলে। বিগত ২০/২১ বছরে এরকম বেশ কয়েকটা প্রজন্মকে কিছু শেখাবার, জানানোর আন্তরিক চেষ্ঠা করে গেছি। এখন নতুন করে ভাবলাম যে, ছোট ছোট ভিড়িও করে পোস্ট দিলে আগ্রহী অনেকের উপকারে আসবে। বড়রাও কিছুটা উপকৃত হবেন। আর সবার কাছে পৌঁছানোর জন্য এটা তো চমৎকার একটা মাধ্যম। প্রতিটি ক্লাস তথা ভিড়িও যাতে ভাল করে রপ্ত করা যায় তাই পর্যাপ্ত বিরতি দিয়ে সপ্তাহে একটি করে ভিড়িও পোস্ট করবো বলে ঠিক করেছি।
    -Progyananda Bhikkhu
    আত্মশুদ্ধি ও জীবনকে সঠিক বা সম্যক পথে পরিচালনার জন্য মহান বুদ্ধের অমৃতময় ধর্মবাণী প্রচারের দ্বায়িত্ববোধ থেকে কিছু ভিডিও আমার এই UA-cam TV channel এ upload করা হলো।- Rupak Barua.
    Greetings, Nomoskar & Namaste 🙏🏻
    আমার প্রার্থনা
    মহান বুদ্ধের অমৃতময় ধর্মবাণী ও গুরুদের ধর্মদেশনা প্রচার জনিত পুণ্যফলের কাছে আমার প্রার্থনা, “হে মহাকারুনিক সম্যকসম্বুদ্ধ আমাকে আশীর্বাদ করুন, “ আমি যেন রোগ-শোক, দুঃখ-অন্তরায় দূর করতে পারি। আমি যেন সৎ পথে চলতে পারি। আমাকে সৎসাহস, সৎজ্ঞান এবং সৎ বুদ্ধি দাও। আমি যেন অর্থনৈতিক স্বাধীনতা লাভ করতে পারি। আমি যেন তোমার আদর্শ ভিত্তিক বৌদ্ধ ধর্মীয় পরিবার গঠন করতে পারি। আমার মা-বাবা, ভাই-বোন, আত্মীয় স্বজন এবং বৌদ্ধ জাতিকে তুমি সকল বিপদ আপদ থেকে রক্ষা করো। পরিশেষে আমি যেন বুদ্ধ শাসনের শ্রী বৃদ্ধিতে নিজের জীবনকে উৎসর্গ করতে পারি এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে স্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হয়ে অনাগতে নির্বাণ সাক্ষাৎ করতে পারি - সেই প্রার্থনা করছি”।
    সাধু, সাধু, সাধু! - Rupak Barua
    আমার দ্বিতীয় প্রার্থনা ও দাবি:
    হে মহাকারুনিক, বর্তমানে তোমার জন্মদেশ এই পবিত্র ভারত উপমহাদেশে (উপমহাদেশ বলতে মূলতঃ ভারতীয় উপমহাদেশকে বুঝানো হয়ে থাকে। সাধারণতঃ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কাকে নিয়ে ভারত উপমহাদেশ গঠিত। এ অঞ্চলে হিমালয় পর্বতমালা রয়েছে।) তোমার মুর্তি ভাঙচুর করা হচ্ছে, নারীরা হামেশা ধর্ষিতা হচ্ছে। হে সাম্যবাদের জনক ও অহিংসা পরম ধর্মের পথপ্রদর্শক, আজ এই ভারতীয় উপমহাদেশে তোমার ধর্মের অনুসারীদের কাফের, মালাউন ও মূর্তিপূজক হিসেবে তকমা দেয়া হচ্ছে, তোমার ধর্মের অনুসারীদের মিথ্যা অপবাদ দিয়ে নানারকম হয়রানি করা হচ্ছে। বৌদ্ধ গ্রামে আগুন লাগিয়ে, নিরবে ভূমি গ্রাস করে বাংলাদেশ থেকে উচ্ছেদের নীলনকশা চলছে। হে তথাগত সম্যক সম্বুদ্ধ, দুরাচারীদের দুষ্কর্মে পৃথিবীর আলো-বাতাস আজ ধ্বংসের দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছে। আমরা কর্মফলে বিশ্বাসী, তাই আমি তোমার কাছে দৃঢ় প্রতিজ্ঞ হব সত্যের পক্ষে কাজ করার জন্য। হে মহাকারুনিক সম্যক সম্বুদ্ধ, তুমি আমার জন্মদেশের সেই দুর্ভাগা বৌদ্ধদের সুমতি দাও, ঐক্য দাও, তাদের বিদ্যা দাও, বিজ্ঞান দাও, চিকিৎসা জ্ঞান দাও, অর্থ দাও - যাতে তারা অনৈক্য ও বিভ্রান্ত হয়ে মুর্তি ভাংচুরকারী মতবাদে ধর্মান্তরিত হয়ে প্রাণী হত্যা, ধর্ষণসহ নানা পাপ কাজে জড়াতে না পারে। হে তথাগত, তোমার ধর্মের অনুসারী দেবরাজ ইন্দ্র তথা ঈশ্বর এবং মহাব্রহ্মাসহ সকল সত্য ধর্মের অনুসারী দেব-নাগদের কাছে প্রার্থনা রইলো “মুর্তি ভাংচুরকারী” ধর্মান্ধ গোষ্ঠীসহ অশান্তি কায়েমকারী মানুষরূপী অসুরদের যথাযথ শাস্তির বিধান করার জন্য এবং হিন্দুবৌদ্ধদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদের সাহস তাদের অন্তরে জাগরিত করার জন্য। জগতের সকল প্রাণী (মূর্তি ভাঙচুরকারী নরপিশাচরা ছাড়া বাকিরা) সুখী হোক। বুদ্ধের শাসন চিরজীবী হোক। “পৃথিবীতে ন্যায় ও সত্যের শাসন বিরাজমান থাকুক” - রূপক বড়ুয়া।
    সতর্কবানীঃ
    “ RUPAK BARUA ” চ্যানেলটি শুধুমাত্র বাংলাদেশের অবহেলিত সংখ্যালঘু হিন্দু ও বৌদ্ধদের জন্য। কোন “মূর্তি বিদ্বেষী” উগ্রবাদীদের জন্যে এই চ্যানেলটি নয়। কারণ আমার ভিডিও শো দেখার পর “মূর্তি বিদ্বেষীদের কোন অসভ্য ও বর্বর টাইপ কমেন্ট গ্রহণযোগ্য হবে না। -Rupak Barua
    অনুরোধঃ
    আপনি যদি 'উগ্রবাদী’ বা ‘মুর্তি পূজা বিদ্বেষী’ হন বা “ হিন্দু-বৌদ্ধ” বিদ্বেষী হন তবে এই চ্যানেলটি কক্ষনো ভিজিট করবেন না। আর যদি ভুলক্রমে চ্যানেলটা সাবসক্রাইব করে থাকেন, তবে এক্ষুনি আনসাবসক্রাইব করুন। বঙ্গবাসী হে ''উগ্রবাদী’ বা ‘মুর্তি পূজা বিদ্বেষীরা’ দূরে থাকুনঃ রূপক বড়ুয়া।
    পুনশ্চঃ বঙ্গবাসী, হে ''উগ্রবাদী’ বা ‘মুর্তি পূজা বিদ্বেষীরা’ দূরে থাকুন।
    'আমার কাছে “বৌদ্ধ ধর্ম” শ্রেষ্ঠ ধর্ম', আপনার কাছে তা নাও হতে পারে। তুমি ভালো বা তোমার ধর্ম ভালো এটি তোমার বলার বিষয় নয়, তোমার মুখ দিয়ে বলার দরকার নেই, অন্যরা বলবে তুমি ভালো কি খারাপ বা তোমার ধর্ম শ্রেষ্ঠ নাকি জঙ্গিবাদী!
    হে ভগবান, মহাকারুনিক, এই “মুর্তি পূজা বিদ্বেষী” “প্রাণী হত্যাকারী, ও জালিমদের হাত থেকে পৃথিবী ও বৌদ্ধ ধর্মকে রক্ষা কর”- রূপক বড়ুয়া।
    Disclaimer:
    I am a statue worshiper. I promote Buddhism and Hinduism.
    ***Warnings: If you are a Buddha Statue destroyer, Hindu Statue destroyer or Statue Hater, please stay away from this channel and unsubscribe. The channel is only for Buddhists, Hindus & Christian!***
    Regards
    Rupak Barua
    বৌদ্ধ শাসন চিরজীবি হোক ।
    জগতের সকল প্রাণী সুখী হোক।
    Sadhu 🙏🏻 Sadhu 🙏 Sadhu 🙏🏻

КОМЕНТАРІ • 2