সঙ্গীত সূরভী/মা-মা বলে কাঁদিস কেন

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • মা-মা বলে কাঁদিস্ ক্যানো-ওরে বাছা ধন।
    তোর মা যে গেছে পাতালপুরে- ফিরবে না এখন।ফিরবে নারে মন। ফিরবে নারে মন।
    মা-মা বলে কাঁদিস্ ক্যানো।
    স্নেহের দুলাল ছিলি রে তুই-এই ধরনীর বুকে।
    কতই আদর পেতিস রে তুই- থাকৃক্তি মহাসুখে।
    ছিলিরে তুই মায়ের কাছে-সবার সেরা ধন, ছিলিই বড় ধন।
    ফিরবে নারে মন,-ফিরবে নারে মনু, ঘুমে অচেতন।
    আসতো ছুটে মা-মণি তোর, তোরই করুন ডাকে।
    দিতো সুধা প্রাণ ভরিয়ে-খেতিস্ মহাসুখে।
    জড়িয়ে নিতো বুকে।
    আজ নেই মা যে তোর-নেই যে বেঁচে আর, ঘুমে অচেতন।
    ফিরবে নারে মন।
    সে যে গেছে অচীন পুরে-না ফেরারই দেশে।
    আর দেবে না কভূ ধরা-আবার হেথায় এসে।
    সে যে গেছে অচীন পুরে, দূর সুদূরে।
    ফিরবে না সে আর কখনো-যতই কাঁদিস রে।
    গভীর ঘুমে মা যে তোর রয়েছে মগন; ঘুমের দেশে-মা যে তোর করেছে গমন।
    ফিরবে নারে মন। ফিরবে নারে মন।
    এদিক ওদিক ঘুরে বেড়াস্, করলো কেরে, তোরে হতাস্ তুই খুঁজিস্ বৃথা কারে।
    তোর মা যে আজি নিয়েছে ঠাঁই-ঘনো মেঘের অন্ধকারে।
    ঘুমের দেশে, করেছে শয়ন-ঘুমে অচেতন।
    কাঁদিস্ ক্যানো মন।

КОМЕНТАРІ •