অযোধ্যা রাম মন্দিরে ফ্রি প্রসাদ কীভাবে পাবো ? Amawa Ram Mandir || Ram Rasoi Free Unlimited Prasadam
Вставка
- Опубліковано 9 лют 2025
- Amawa Ram Rasoi Mandir : অযোধ্যায় রাম রসোই শুরু হয়েছে। পাটনার মহাবীর মন্দির ট্রাস্ট রামলালার মন্দিরের ঠিক বাইরে আমভা মন্দিরে রাম রসোই শুরু করে। রাম রসোইতে রামলালা দর্শন করা ভক্তরা বিনামূল্যে খাবার পাবেন। এটি শুরু করেন মহাবীর মন্দির ট্রাস্টের সভাপতি কিশোর কুণাল। মহাবীর মন্দির ট্রাস্ট রাম মন্দিরের জন্য 10 কোটি টাকা অনুদান ঘোষণা করেছে।
শ্রী রাম জন্মভূমিতে বিশাল রাম মন্দির নির্মাণের কাজ শুরু হওয়ার সাথে সাথে অযোধ্যায় রাম ভক্তদের ভিড় বেড়েছে। এমন পরিস্থিতিতে রামজন্মভূমি কমপ্লেক্স সংলগ্ন আমভা মন্দিরে পরিচালিত 'রাম রসোই'-তে ভক্তদের বিনামূল্যে খাবার দেওয়া হচ্ছে। যেখানে ভক্তরা রামলালাকে দেখে আনন্দ অনুভব করেন, সেখানে রাম রসে খাবার খেয়ে তাদের মন তৃপ্ত হয়।
ভক্তরা প্রতিদিন সকাল 11:30 থেকে বিকাল 3:30 পর্যন্ত 'রাম রসোই'-এ কুপন পান। বিনামূল্যে খাবার পেয়ে খুশি বিভিন্ন জেলা ও রাজ্য থেকে আসা ভক্তরা। রামলালা দর্শন মার্গে অবস্থিত অফিস থেকে ভক্তদের খাবারের জন্য কুপন দেওয়া হয়। রাম রসোইতে ভক্তদের নয় ধরনের খাবার পরিবেশন করা হয়। যার মধ্যে রয়েছে দুই ধরনের সবজি, লুচি, চাটনি, ভাত, ডাল, দেশি ঘি, পাপড়, তিলোদি ইত্যাদি।
Google Map Location : maps.app.goo.g...
FREE FOOD TIMING : 11.30 am - 3 pm
LOCATION : Near, Amawa Ram Mandir, Ramkot, Janmabhoomi Path, Ayodhya, Uttar Pradesh 224123
-------------------------------------
#ayodha #ramrasoiayodha
#indianfood #satvikfood
#hinduism #dharamshala #lordrama
#rammandir #ramrasoi #ayodhatourism
#indianculture
#ramjanmbhoomi #ramlala #rambhakt
#spritualjourney #dharamshalainayodha
#ramsevak #freefood #ayodhaheritage
Kub e valo laglo vai chaliye jaw emon jankari provide korte thako😊
Darun
😮😮😮😮😮 ! Darun Bhai !
Give Me A Challenge For My Next Travel Video 😂 ...... Btw Kemon Laglo ??
Khub bhalo, kintu baba, camera ki ulto?sob to ulto dekhchi
Bro idrees wali kab aayegi video?
Jaldi Ayega 🖤