সত্যিই অসাধারণ ছবি, ছবির পুরো সংলাপটাই অসাধারণ, উত্তম কুমার সুচিত্রা সেনের ছবি অন্য সমস্ত ছবিকেই হার মানায়, উত্তম কুমার সুচিত্রা সেন অমর হয়ে থাকবে এপার বাংলা ওপার বাংলা চলচ্চিত্রের মাঝে।
আসলে পুরাতন ছবিতে কেমন যেন একটা আকর্ষন পাওয়া যায়। বিশেষ করে উত্তম, সুচিত্রা, সুপ্রিয়া। ছবিগুলো বার বার দেখতে মন চাই। বর্তমান যুগে আমি তাদের বিশাল ফ্যান।
ছবিটি ২য় বার দেখলাম।যদিও উত্তম-সুচিত্রা ছবিতে আছে,তবে ছবির মুল নায়ক ছবি বিশ্বাস। তৎকালীন শুধু নয় তার অভিনয় এখনো উপভোগ্য।খুব সুন্দর একটি বক্তব্য ছবিতে বিরাজমান।
সব মিলিয়ে গল্পটি খুবই আনন্দদায়ক ছিল। নিজে বড় হয়েও নিজেকে নগণ্য হিসেবে উপস্থাপন করার মাঝে বিশেষ এক আনন্দ আছে সেটি এই গল্পে তুলে ধরা হয়েছে। আমিও ব্যক্তিগত ভাবে নিজের পরিচয় ঘটা করে বলে বেড়াতে পছন্দ করিনা।
প্রথম যেদিন উত্তম কুমারের ছবি দেখেছি সেদিন থেকেই নেশা ধরে গেলো। এখন শুধু তার ছবিই খুজি আইডিয়াও করতে পারিনা যে তার কত ছবি আমি দেখেছি। তার মন কাড়ানো অভিনয় আমাকে নেশা ধরিয়ে দিয়েছে। উত্তম কুমার যে মহা নায়ক যে তার ছবি একবার দেখবে সে সারাটা জীবন এটাই বলে যাবে। উত্তম কুমার সর্বকালের সেরা নায়ক। Uttam Kumar Is Best Hero
Sohel Rony: You left nothing for me or anybody to write. Thanks a lot. By the way do you remember which year you first watched his movie and the name of the movie. The first movie I watched in 1952 with my mother and Sister in Calcutta I was only Eight years old and movie was BASU PARIBAR .
Ki oshadharon cinema r concept.... R konodino ei dhoroner cinema toiri hobe na.... Channel ke amar oses dhonnobad onara ei masterpiece guli dhore rakhte perechhen ononto kal er jonno🙏
জীবনের ৩৩ বছর পেরিয়ে এলাম, তারও ৩০ বছর আগের ছায়াছবি এটা... তবুও এত বছর পর ২০২১ সালে এসে প্রথম বারের মতন দেখলাম... সত্যিই অসাধারণ, এককথায় অনবদ্য... আমি মুগ্ধ... 💚💙❤️
চলচ্চিত্রের পর্দায় মহানায়ক ও মহানায়িকার শিহরণজাগানো রসায়ন দেখে আমাদের মতো ভেতো বাঙালির পক্ষে বিশ্বাস করা শক্ত যে বাস্তবের অরুণ ও রমার মধ্যে অন্তঃসলিলা গভীর প্রেম ছিল না :)
ছবি বিশ্বাস ,উত্তম সুচিত্রা ওনাদের অসাধারন অভিনয়ের ছবিটা দেখার পর কমেন্ট গুলো দেখতে ইচ্ছা করলো , সকলের ভালো লাগার আনন্দ পাওয়ার জন্য , ভালো ও লাগলো । দুঃখ পাওয়ার আনন্দ যে নিতে হয় এই ছবি হয়তো তার ই উদাহরণ 🙏🙏।
Uttam Kumar is just unparalleled and so are his co- actors. No adjective is enough to appreciate these talents. They are our all time favourite. Thanks Anjel for uploading these wonderful movies of the golden era. Like to see more Uttam Kumar movies. Please upload Jay-Jayanti and Manmoyee Girls School.
Uttam kumar nam shunici i wasn’t thought etto old movie dekhe ki moja pawa jabe but uttam kumar er ekta movie dekhar jonno amre ekhjon suggested korlo pore vablam dekhi ekta movie vai ki bollo aj porjonto karo etto movie dekhi nai tar nayok movie dekhar por fan hoi gesi uttum kumar movie er content dialogue ki bolbo i really fascinated...now evey night when i was prepared slept i watching his movie... Tmi shera... U r evergreen uttam sir... Tomar kaj tomake bacay rakhbe ajibon...still love u sir🥰
এত্ত অর্থপূর্ণ সিনেমা।। এটাকে শুধু সিনেমা বলা বোধ হয় ঠিক হবে নাহ। অল্পের মধ্যে হলে ও মহাকাব্য বলাই যেতে পারে। সিনেমাটির সাথে জরিত থাকা সবাইকে কৃতজ্ঞতার সহিত অনেক অনেক ধন্যবাদ।।
আপনার মন্তব্যটি দেখে আমি খুব আনন্দিত হয়েছি। ছবি বিশ্বাস এবং পাহাড়ী সান্যালের মতো ব্যক্তিত্বদের প্রতি আপনার শ্রদ্ধা এবং ভালোবাসা স্পষ্ট। তাঁরা নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রের অমূল্য সম্পদ।
That was the age of legends in Bengali movie, and that is (probably) gone forever. But they left these priceless treasures, which we need to preserve and carry forward.
এই ছবির ডায়লগ গুলা এত সুন্দর,,, শিখার অনেক কিছু আছে এই সব ছবি থেকে,,, আর অভিনয় তো ভয়ঙ্কর সুন্দর করেছেন সবাই,,,, উনাদের নিয়ে কিছু বলতে গেলেও মনে শ্রদ্ধা জন্মায়,,,,আর এখনকার ছবিগুলো দেখলে ক্ষণিকের উন্মাদনা ছাড়া আর কিছুই না।
Unique concept. Nice script by Premendra Mitra. Remarkable acting of Chhabi Bishwas and Pahari Sanyal. A thoroughly entertaining movie with a nice core message. Thanks to Angel.
the best thing of uttam kumar film is ... every character of the film get so much importance... this is the beauty of the old time movies. thats why the movie always make everyone amazed
আমি এখন 19+।কিন্তু আমার খুব ভালো লাগে উওম কুমার এর সিনেমা দেখতে। my all time favorite hero উওম কুমার। ❤❤❤❤
বাহ, শুনে খুশি হলাম।
আমি এখন ৪৮+, বড় আস্বস্ত হলুম বাঙালী সুস্থ সঙ্সৃতি অমর রবে, এই মনটাকে বাচিয়ে রেখ, সুখী হবে।
❤❤❤❤
আমি উত্তম কুমারের একনিষ্ঠ ভক্ত।। এখনকার সামাজের বিশৃঙ্খল ছবির চেয়ে উত্তমই উত্তম।।।
N jnn@@rasairoy
সত্যিই অসাধারণ ছবি, ছবির পুরো সংলাপটাই অসাধারণ, উত্তম কুমার সুচিত্রা সেনের ছবি অন্য সমস্ত ছবিকেই হার মানায়, উত্তম কুমার সুচিত্রা সেন অমর হয়ে থাকবে এপার বাংলা ওপার বাংলা চলচ্চিত্রের মাঝে।
আমার একটাই নেশা। মহানায়ক এর সিনেমা দেখা।।❤️🙏🙏🙏🙏
Amar o tai
Amaro
উত্তম মানে অতি উত্তম, এক কথায় সর্বোত্তম ।সঙ্গে মহানায়িকা সূচীত্রা । সফল জুটি ।
আসলে পুরাতন ছবিতে কেমন যেন একটা আকর্ষন পাওয়া যায়। বিশেষ করে উত্তম, সুচিত্রা, সুপ্রিয়া। ছবিগুলো বার বার দেখতে মন চাই। বর্তমান যুগে আমি তাদের বিশাল ফ্যান।
ছবিটি ২য় বার দেখলাম।যদিও উত্তম-সুচিত্রা ছবিতে আছে,তবে ছবির মুল নায়ক ছবি বিশ্বাস। তৎকালীন শুধু নয় তার অভিনয় এখনো উপভোগ্য।খুব সুন্দর একটি বক্তব্য ছবিতে বিরাজমান।
"সদানন্দের মেলা" অসাধারণ, ভাবতেই পারা যায়না, কোনো বই এত ভালো হতে পারে। সত্যি তুলনাহীন। প্রত্যেক আর্টিস্ট দের প্রণাম। মন ভরে না। অসাধারণ এক অনুভূতি।
We
@@bahnibose5711 vgtgfrc,
.Om
আমি অফিস থেকে ফিরে এই মুভি গুলো দেখতে বসে যাই তখন সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়।❤❤ বাংলাদেশ থেকে।
এই বয়সেই আমি এই 60 বছর আগেকার দিনের ছবি দেখে মনে হচ্ছে আমার জন্ম যদি সে সময় হইত কতইনা মধুর থাকতো সত্য জীবন
সব মিলিয়ে গল্পটি খুবই আনন্দদায়ক ছিল। নিজে বড় হয়েও নিজেকে নগণ্য হিসেবে উপস্থাপন করার মাঝে বিশেষ এক আনন্দ আছে সেটি এই গল্পে তুলে ধরা হয়েছে। আমিও ব্যক্তিগত ভাবে নিজের পরিচয় ঘটা করে বলে বেড়াতে পছন্দ করিনা।
''জীবনে আর কিছুতে যাদের বড় হওয়ার ধৈর্য্য ও সাহস নেই,তারা শুধু টাকায় বড় হতে চায়''
অসম্ভব সুন্দর কথা।।
প্রথম যেদিন উত্তম কুমারের ছবি দেখেছি সেদিন থেকেই
নেশা ধরে গেলো। এখন শুধু তার ছবিই খুজি আইডিয়াও করতে পারিনা যে তার কত ছবি আমি দেখেছি। তার মন কাড়ানো অভিনয় আমাকে নেশা ধরিয়ে দিয়েছে। উত্তম কুমার যে মহা নায়ক যে তার ছবি একবার দেখবে সে সারাটা জীবন এটাই বলে যাবে। উত্তম কুমার সর্বকালের সেরা নায়ক। Uttam Kumar Is Best Hero
মনের কথা বলেছেন
@@saddamhossainrana2696 ঠিক তাই কিন্তু ফ্রেন্ড।
Aklima Akter Lim
Sohel Rony: You left nothing for me or anybody to write. Thanks a lot. By the way do you remember which year you first watched his movie and the name of the movie. The first movie I watched in 1952 with my mother and Sister in Calcutta I was only Eight years old and movie was BASU PARIBAR .
I
আমার বয়স ৩৪ আমি এইসব মুভি গুলো আমাকে অনেক আনন্দ দেয় অনেক ভালোলাগে উওম সুচিত্রা
ছেড়ে চলে যাওয়ার দুঃখটাও, জীবনে মস্ত বড়ো পাওনা! সারাংশটা সত্যি অতুলনীয়।
The woods are lovely dark and deep
and I have miles to go before I sleep.❤️❤️❤️
Robert Frost.
২৪ সালে এসে দেখছি এখন কার সময় ওনেক কিছু শেখার আছে❤
অসাধারণ মুভি,মন ভরে যায়, উত্তম সুচিত্রার প্রতি ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে
Ki oshadharon cinema r concept.... R konodino ei dhoroner cinema toiri hobe na.... Channel ke amar oses dhonnobad onara ei masterpiece guli dhore rakhte perechhen ononto kal er jonno🙏
দারুণ সুন্দর ছবি । সুচিত্রা সেন কে এই সিনেমায় অসাধারণ সুন্দরী লাগছে । এইসব বাংলা সিনেমা দেখলে সব বাঙালির মন ভোরে যায়।
😮😢 1:05
পুরনো মুভিগুলো যত দেখছি ততই ডুবে আছি ঘুর থেকে বেরোতে পারছি না❤
খুবই সুন্দর ছবি।প্রত্যেকের অভিনয় অসাধারণ আর সুচিত্রা সেনের ছবি যত দেখি তত মুগ্ধ হই।
জীবনের ৩৩ বছর পেরিয়ে এলাম, তারও ৩০ বছর আগের ছায়াছবি এটা... তবুও এত বছর পর ২০২১ সালে এসে প্রথম বারের মতন দেখলাম... সত্যিই অসাধারণ, এককথায় অনবদ্য... আমি মুগ্ধ... 💚💙❤️
আহা এসব শিল্পীদের আর পাবো না ভাবতে মনটা কেমন খারাপ হয়ে যায়।
আমার বয়স সত্তোরোর্ধ্ব, জীবনে এই ছবিটি প্রায় বিশ বার দেখেছি। খুবই ভালো লাগে। ধন্যবাদ
ছেড়ে চলে যাওয়ার দুঃখটাও জীবনের মস্থ বড় পাওয়া💝
খুব ভালো লাগে। মনে হয় ওনাদের সময়ে ফিরে যায় 🙏
চলচ্চিত্রের পর্দায় মহানায়ক ও মহানায়িকার শিহরণজাগানো রসায়ন দেখে আমাদের মতো ভেতো বাঙালির পক্ষে বিশ্বাস করা শক্ত যে বাস্তবের অরুণ ও রমার মধ্যে অন্তঃসলিলা গভীর প্রেম ছিল না :)
এই মুভিটা যতবার দেখি ততবার লোভ সামলাতে পারি না । ছবি বিশ্বাস,পাহাড়ী সান্যাল, উত্তমকুমার ও সুচিত্রা সেনের অভিনয় এত ভালো লাগে ।
সত্যিই এইরকম সদানন্দ বাবু যদি আরো কতো গুলো থাকতো এখনকার যুগে । তাহলে গৃহহীন মানুষেরা একটু সাহারা পেত 😔😔😔
তা ভাই সাহারা শব্দের মানে যদি একটু বলতেন তো ভালো হতো। বাংলায় সাহারা মানে তো সাহারা মরুভূমি।
@@sayedawlad7064 সাহারা মানে সাপোর্ট 🙂 । এর পর একটু জেনে শুনে কথা বলবেন 👍।
@@sayedawlad7064
সাহারা শব্দের অর্থ
সাহায্য করা।
সাহারা মরুভূমি এটা নাম । অর্থ না।
আশা করি বুঝাতে পেরেছি।
ধন্যবাদ 🧡🧡
111
@@sayedawlad7064
ছবি বিশ্বাস ,উত্তম সুচিত্রা ওনাদের অসাধারন অভিনয়ের ছবিটা দেখার পর কমেন্ট গুলো দেখতে ইচ্ছা করলো , সকলের ভালো লাগার আনন্দ পাওয়ার জন্য , ভালো ও লাগলো ।
দুঃখ পাওয়ার আনন্দ যে নিতে হয় এই ছবি হয়তো তার ই উদাহরণ 🙏🙏।
মহানায়ক ও নায়িকার মুভি সুপার হিট।❤
কি দুর্দান্ত অভিনয়! বিস্ময়ে অভিভূত হয়ে যাই। শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করি তাঁদের।
Uttam Kumar is just unparalleled and so are his co- actors. No adjective is enough to appreciate these talents. They are our all time favourite. Thanks Anjel for uploading these wonderful movies of the golden era. Like to see more Uttam Kumar movies. Please upload Jay-Jayanti and Manmoyee Girls School.
Aamer balar mata vasa kichhu nei.
Cinema ta khubi sundor ek kothay asadharon
Ei cinematar ketha enek sunechi,kintu ei prothom dekhlam ,asadharon bolleo kam bela hobe.Thank u Angel.
আসাধারণ বলার ভাষা হারিয়ে যায় আমি মুগ্ধ
প্রতিটি অভিনয়ই অতুলনীয়।
বাংলা সিনেমার মধ্যে একটি সেরা সিনেমা ২২।১২।২৩
মানিকহার। গোপালগঞ্জ। 🇧🇩
অসাধারণ,, love from South Korea
Darun movie...amar husband inspire ami ai purono movie..deklam...khub valo laglo.
Amar uttam kumar er ei movie ta khub priyo❤
Uttam kumar nam shunici i wasn’t thought etto old movie dekhe ki moja pawa jabe but uttam kumar er ekta movie dekhar jonno amre ekhjon suggested korlo pore vablam dekhi ekta movie vai ki bollo aj porjonto karo etto movie dekhi nai tar nayok movie dekhar por fan hoi gesi uttum kumar movie er content dialogue ki bolbo i really fascinated...now evey night when i was prepared slept i watching his movie... Tmi shera... U r evergreen uttam sir... Tomar kaj tomake bacay rakhbe ajibon...still love u sir🥰
Oshadharon concept, story, dialogue, acting. Chabi Biswas, Sichitra Sen, Pahari Sanyal uncomparable.
আমার প্রিয় নায়ক উত্তম কুমার ওনার বই সব ভালো লাগে
সদানন্দের মেলা, প্রিয় বান্ধবী এই সিনেমা গুলোর যে দর্শন তা মনে হয় শুধুমাত্র একসময়ের বাঙালি চিন্তনেই পাওয়া যেত!
প্রিয় বান্ধবী সিনেমা বানাতে গেলে বাউন্ডুলে মন, মুক্তচিন্তা ধারা না থাকলে বানানো সম্ভব না
আহা কি অসাধারণ ❤️
এত্ত অর্থপূর্ণ সিনেমা।। এটাকে শুধু সিনেমা বলা বোধ হয় ঠিক হবে নাহ।
অল্পের মধ্যে হলে ও মহাকাব্য বলাই যেতে পারে।
সিনেমাটির সাথে জরিত থাকা সবাইকে কৃতজ্ঞতার সহিত অনেক অনেক ধন্যবাদ।।
"ছেড়ে চলে যাওয়ার দুঃখটাও জীবনের মস্ত বড় পাওনা...", অসাধারণ...
Apnar coments valo laglo.
Mmmmmmmkkkkbhgfff
এই সময়ে এসে যে আমি আমার এই বয়সে এই মহা নায়কের মুভি গুলো দেখি। আমার বয়সের সবাই মজা করে।
Uuuuuuu
Uuuuuuu
U7uuuu
R A boss ami oo dhekhi
ভাই আমারও একই অবস্থা।
ছাত্রজীবনে উত্তমের এমন কোন ছবি নেই যা দেখিনি।
আজ নিয়ে তিনবার দেখলাম। প্রতিবার দেখি আর মুগ্ধ হই।
উত্তম কুমার আর সুচিত্রা সেন জুটিতে এত সুন্দর সিনেমা সম্ভব।
Awesome movi,
অনেক কিছু নতুন শিক্ষা পেলাম সংলাপ থেকে। কী প্রাঞ্জল অভিনয়। অপূর্ব!
খুব সুন্দর ছবি। অসাধারণ একটা ব্যাপার।
ছবি দেখলেই ভালো লাগে
Chhobi Biswas osadharon..Golden days er golden movie..
অভিনয়ের কোন তুলনা নেই, উত্তম সুচিত্রা বলে কথা
i guess it's kinda off topic but does anybody know a good website to stream new series online ?
@Felipe Chandler i use Flixzone. You can find it on google :)
মন ছুঁয়ে গেল! ছবির কথাগুলো অসাধারন।
উত্তম কুমার এক টাই।এর তুলনা চলেনা
Yes vai
আমি এই পুরোনো ছবি দেখি বলে আমাকে বুড়ো ভাম বলে। আমি নাকি অল্প বয়সে বৃদ্ধ হয়ে গেছি। খোঁড়াকের পাত্র। তবুও সাদাকালো ছবি দেখি। মনে বড় শান্তি পাই।
❤❤
Excellent heroes are Chobi Biswas & Pahari Sannal....bravo bravo 👏
Uttam kumar sob movies khub valo💓💘🌻💖💖💖
Ashadharon movie....bhola jay na
ছবি বিশ্বাস ও পাহাড়ী সান্যাল দুজনেই অনন্য সাধারণ
Bar bar dekhte ichhe kore ei sob movie gulo ❤
মামুভাই,,,কি অনবদ্য অভিনয় 😍😍😍
ছবিটি এর আগে দেখা হয়নি আজই দেখা হল।ভাল লাগলো।
এ ছবিতে ছবি বিশ্বাস অনবদ্য।। অনবদ্য পাহাড়ী স্যান্যাল ও সুচিত্রা সেন।।
উত্তম কুমার সাধারন মাত্রার অভিনয় করার সুযোগ পেয়েছেন।।
ভানু বন্দোপাধ্যায়ের কথা না বললেই না, সে সবসময়েই সিনেমার একটা আলাদা প্লাস পয়েন্ট...........
উত্তম সুচিত্রার রোমান্স এক গবেষণার বিষয়।
Chobi Biswas, Pahari Sanyal osadharon icche kore paye haat die pronam kori ai sob manush gulo prithibi te nei eta mantei icche korena❤❤
আপনার মন্তব্যটি দেখে আমি খুব আনন্দিত হয়েছি। ছবি বিশ্বাস এবং পাহাড়ী সান্যালের মতো ব্যক্তিত্বদের প্রতি আপনার শ্রদ্ধা এবং ভালোবাসা স্পষ্ট। তাঁরা নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রের অমূল্য সম্পদ।
That was the age of legends in Bengali movie, and that is (probably) gone forever. But they left these priceless treasures, which we need to preserve and carry forward.
ফ্লিমটা দেখে খুব ভালো লাগলো। গল্পের ধারণাটাই আলাদা। নির্দেশনা ও অভিনয় দুটোই অসাধারণ।
Asadharan movie. Uttam is gretest man. Ona ke aamar darun lage. Onar joutuk, chandranath movie ta plz upload korun.
২ জুলাই, ২০২২
বাংলাদেশ সময় দুপুর ২.০০টা
সিনেমাটি উপভোগ করছি।
A masterpiece of the golden era of Bangla cinema. Nowadays, it's shit.
এই ছবির ডায়লগ গুলা এত সুন্দর,,, শিখার অনেক কিছু আছে এই সব ছবি থেকে,,, আর অভিনয় তো ভয়ঙ্কর সুন্দর করেছেন সবাই,,,, উনাদের নিয়ে কিছু বলতে গেলেও মনে শ্রদ্ধা জন্মায়,,,,আর এখনকার ছবিগুলো দেখলে ক্ষণিকের উন্মাদনা ছাড়া আর কিছুই না।
উত্তম কুমার সর্বকালের সেরা নায়ক। তার সব চাইতে যোগ্য উত্তরসুরী ছিল আমাদের সালমান শাহ্। দুজনের জন্য ই ভালোবাসা। 01/04/2020
From Malaysia
ভানু বন্দোপাধ্যায় থাকলে সিনেমার একটা আলাদা মজা থাকে সবসময়
Old is gold. উত্তম কুমার ও সুচিত্রা অভিনিত সিনেমা গুলি যে সাহিত্য রসের সৃ ষটী করেছে তা অনবদ্য .
O same
শুধু ভালো বললে ভুল বলা হবে,,,, অসাধারণ,,, তুলনাহীন,,, ধন্যবাদ এনজেল কে,,
Bluefilm
Md Asad Khan r
২০২৪ এসে আবার দেখলাম। আরো অনেক বার দেখবো।
অপূর্ব কাহিনীর বুনন ।অপূর্ব
🙂 খুব সুন্দর বাংলা বই মোনটা ভালো হয়ে গেলো
অতুলনীয়, অনবদ্য।
আমাদের এই প্রজন্মের সবার মহা নায়ক উওম কুমারের মুভি দেখা উচিৎ।
অসাধারণ অসাধারণ।
Fantastic, kato sundar chinta bhabna; ayi janya agekar chhabi guli akhonao saman janapriya. Thank you Angel for your uploading such films.
@@uttamkumarmoviessalways
কেবলমাত্র গল্প, চিত্রনাট্য, পরিচালনা এবং অভিনয় গুনে ছবিটি সব দর্শকদের টেনে রাখে। কতবার দেখেছি, তাও পুরনো হয় না!
দুজন মহান শিল্পী
অভিনয়ের সৃষ্টিকর্তা বললেও ভুল হয়না
অসাধারণ!👌❤️❤️❤️
Nadir srote saolar moto aro ekber sadanander melar ghate jome gelam.Jamon misty mela,biki kini holo,melate choto boro neae,melar dharmo,achoron koro.Santi,sahajogita,sahanovuti,antirikota o bhalo basa.woanderful,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
অসাধারণ অসাধারণ সব অভিনয়।
Good story, all actor's best. 26/8/2020.
Chere chole jaoar dukhotao jiboner mosto baro paona...darun
অসাধারন মন ছুয়ে গেল
অসাধারণ একটা সিনেমা ❤❤❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
অনেক দিন পরে আজ আবার দেখলাম । কতবার হিসেব দিতে পারব না।
Such a heartfelt movie 💗
Unique concept. Nice script by Premendra Mitra. Remarkable acting of Chhabi Bishwas and Pahari Sanyal. A thoroughly entertaining movie with a nice core message. Thanks to Angel.
Uf
Ppr ke baad
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😢😢😊😊😊😮😮😊😊😊😊😊🎉🎉🎉
অনেক গভীর ভাব বহন করছে সিনেমাটি। জীবনের মর্ম কি তা আমরা জানিই না।
Chabi biswas is a mind blowing actor. It's total credit go's to him.
the best thing of uttam kumar film is ... every character of the film get so much importance... this is the beauty of the old time movies. thats why the movie always make everyone amazed
Sir UTTAM KUMAR er BIRTHDAY (24th July).2days,Sadanander mela ta gurlam, Uttam Kumar,Chabi biswas, Suchitra sen, pahari sir, vanu sir,er mukhu nisrito bani,dadet dorson.ar WRITER er skinless,bujhlam, Thanks tomader, Thanks 🌿 Thanks 🌿 Thanks 🌿::::::::::::::::::::::::::🙏🙏🙏