কতো বার ইন্দ্রানি লিখে সার্চ করছি যানা নেই , কতো বার এই মুভিটা দেখে শেষ করেছি তার ও যানা নেই। এখন বয়স আমার ২৩ ।এই যুগের ছেলে হয়েও ৬০ বছর আগের মুভির প্রতি এতো টান কেন বুঝতে পারি না। আর উত্তম সুচিত্রার প্রতি আলাদা আকর্ষণ কাজ করে। কি অভিনয় রে ভাই মাথা নষ্ট । হায় আফসোস বাংলাদেশের মুভি নির্মাতারা যদি এরকম মুভি দেখে কিছুটা শিখতো তাও এই যুগের ছেলে হয়েও কিছুটা গর্ববোধ করতে পারতাম।🎉🎉🎉
"সূর্য ডোবার পালা আসে যদি আসুক, বেশ তো" - হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই অনবদ্য বাঙলা গানটি এক অসাধারণ মাত্রা পায় উত্তমকুমার - সুচিত্রা সেন অভিনীত এই দৃশ্যে। এই একটি দৃশ্যই প্রমাণ করে দেয় এই জুটির কোন বিকল্প আজও ভারতবর্ষে নেই, বিশ্বেও বিরল।
আমার দেখা উত্তম কুমারের সেরা মুভি এটি। অন্তত ইউটিউবের কল্যানে এই ফিল্মটি দেখতে পেয়েছি। এই আমার যে অনুভূতি হলো তা কোন ভাষায় প্রকাশ আমি করতে পারবো না। শুধু বলতে পারি হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এই জখম থাকবে আজীবন। ভাংরে ভাংরে ভা...ংরে পাথর ভাংরে.....। কাজ আমাকে করতেই হবে। কাজ মানেই মুক্তি। এই পণ আজ করলাম। যাই করি, যেটুকুই করি অন্তত বসে আমি থাকবো না।
20 বছর বয়সে এসে মনে হয় এই ছবি আগে কেন দেখিনি!!! এমন ছবি দেখার পর আর hollywood bollywood এর জাঁকজমক কিচ্ছু দেখতে ইচ্ছাই করেনা... কত সাধারণ কত সুন্দর ছিল সব❤
Uttam kumar k joto dekhi, dekhtei thaki, chukher pata pore na❤❤❤ Majhe majhe to emon o hoi, uttam er dike takia thakte thakte ami ato tai onno monoshko hoye jai j movier onek ta seen par hoye jai, ki dialogue bola hoyeche kane dhuke ni, pore abar hush firle tene tene dekhi... I just love uttam❤ uttam❤ uttam❤❤
ভালো লাগার গান গুলো যদি হঠাৎ হঠাৎ শুরু হয়ে যায় ছবির মধ্যে, তাহলে আহা কি ভালো লাগে। ছবির সাথে সাথে পছন্দের গান গুলোর জন্য অসংখ্য ধন্যবাদ। নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়।......।
পুরানো দিনের ছবিগুলো সত্যিই আকর্ষণীয়,যেখানে মহানায়ক উওমকুমার এবং মহানায়িকা সুচিত্রা সেনের মতো শিল্পীদের অভিনয় জড়িত থাকে1যদিও তাঁরা আমাদের নিকট নেই। তবুও তাঁরা অমর হয়ে আছেন1
We have shaped our Bangali charecter around theirs image which is epitome of patience, vocabulary,hard work ,minimalist , dress code etc.These characters are no more prevalent in Bangali any more. With influence of different cultures we have become a hybrid.
বার বার দেখেও পুরোণো হয়না, একরকম আকর্ষণ অনুভব করি, প্রত্যেকটি movier পেছনে strong গল্প ছিল, অনবদ্য সকলের অভিনয় ছিল,আর সবার ওপরে মহানায়ক উত্তমকুমার এবং মহানায়িকা সুচিত্রা সেন এর অসাধারণ অভিনয় যার কোনো তুলনাই হয়না, এইজন্যই বার বার দেখতে অনুপ্রাণিত করে, সকলকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম 🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹
আমার বর্তমান বয়স 12 বছর। যখন 4 বছর বয়স ছিল তখন প্রথম দেখেছিলাম। তারপর থেকে যে কতবার দেখেছি সিনেমাটা তার কোনো হিসাব নেই। এযুগের লোক হয়েও যতবারই দেখি যেনো আবার দেখতে ইচ্ছা করে। ❤❤❤❤❤❤
অসাধারণ! কতবার দেখেছি! আবারও দেখবো।১৭ বছর বয়সে দেখে যে আকর্ষণ, ষাট বছর বয়সে এসে সেই একই আকর্ষণ! কাহিনি, নায়ক- নায়িকার অভিনয় অসামান্য! অনবদ্য! ভাষাতীত! ❤
1:30:40 1:31:56 যে যা করতে পারে তাকে করতে হবে। চাকরি নয় তাকে কাজ করতে হবে।একটা ধানের শীষও যে গজাতে পারে, দিন আনতে একটি লোহার পেরেকও যে তৈরী করতে পারে তাকেই আজ দেশের দরকার। লোকের জ্বলন্ত বিশ্বাসে মরুভূমি শহর হয়ে যায়।তাই আমাদের কাজ করতে হবে।
সত্যি অভিনয় বটে। চোখ জুড়িয়ে যায়,মন ছুঁয়ে যায় আর হৃদয়ে লেগে থাকে একরাশ ভালোলাগা। উত্তম কুমার আর সুচিত্রা সেন - এই জুটি সর্বশ্রেষ্ঠ ছিলো, আর সারাজীবন ই থাকবে।❤
আহহ কি লাইন ''তোমাকে ছাড়া আমি ঘড় বাধতে চেয়ে ছিলাম তা পারিনি, আমাকে ছাড়া তুমি ঘড় বাধতে চেয়ে ছিলে তা আগুন পুড়ে গেলে...দুজনে না হলে কি ঘড় বাধা যায় ❤️❤️'' মন চুয়ে গেলো
আজ ৬৪ বছর বয়সে, সুচিত্রা সেন অভিনীত সেই স্বর্ণ যুগের সিনেমা গুলো দেখার সৌভাগ্য হয়েছে। সিনেমা গুলো দেখার সময় এক মুহুর্ত ও মনে হয় নি, সুচিত্রা সেন অভিনয় করছেন,, একদম স্বাভাবিক, সাবলীল। সত্যি তিনি মহান নায়িকা ছিলেন।
আসলেই মহানায়ক আর মহানায়িকা। কি অভিনয়রে বাবা। আল্লাহ তায়ালার অপূর্ব সৃষ্টি মানুষ!! কি লাবণ্য রয়েছে মানুষের ভিতর!! উত্তম আর সূচিত্রা আল্লাহ তায়ালার অপূর্ব সৃষ্টি।
তোমার থেকে অনেক বড় তাই আশীর্বাদ রইল এখন কার প্রজন্ম হয়ে এই সব মুভি দেখার ইচ্ছে আছে বলে। তোমার রুচির প্রশংসা করছি। তোমাদের থেকে এগুলো তো আশা করা ছেড়ে দিয়েছি। তবে দেখছি কোন বিষয়ে আশা ছাড়া উচিৎ নয়। ভালো থেকো।❤❤❤❤। উত্তমকুমার এমন এক অভিনেতা যাঁর থেকে অনেক বড় বড় অভিনেতা হয়তো এই বাংলায় পাবে কিন্তু ঠিক উত্তমকুমার এর মত দ্বিতীয় টি পাবে না। ওনার অনেক মুভিই পাওয়া যায় এখনো । দেখো সময় মত। আর আরো অনেক পুরনো দিনের মুভি দেখতে ইচ্ছে টুকু থাকুক এই আশীর্বাদ করি।
আকাশে অনেক তারা অনেক নক্ষত্র ধুমকেতু দের আনাগোনা হয় ,সূর্য কিন্তু একটাই। উত্তম কুমার হলেন আকাশের সেই সূর্যটাই। উত্তম সুচিত্রা আমার আবেগ আমার স্বপ্ন ,অনুভূতি ,কল্পনায়, প্রেমে ও মনে বিরাজমান🙂❤❤💖। ধন্যবাদ ম্যাডাম প্রণাম নেবেন 🙏
তোমাকে ছাড়া আমি ঘর বাঁধতে চেয়েছিলাম, পারিনি। আমাকে ছাড়া তুমি ঘর বাঁধতে চেয়েছিলে, আগুনে পুড়ে গেলো। দুজনে ছাড়া কি ঘর বাঁধা যায়? ইন্দ্রানী, অসাধারণ একটা মুভি। আমার জীবনে দেখা অন্যতম সেরা এটা। স্মৃতি রেখে গেলাম। Md. Najib Hossain, B.A in English From Swapnapuri, Dinajpur (Bangladesh) 20 August 2024
উত্তম কুমারের তিনটি সিনেমা দেখলাম, এখন ভয় হয় যে হয়তোবা বা কয়েকদিনেই তার সব সিনেমা দেখা হয়ে যাবে, নতুন করে আর কোনও সিনেমা পাবো না আর। হয়তোবা পুরাতন দিয়েই কাটিয়ে দেওয়া যাবে। কত অসাধারণ নৈপুণ্য দিয়ে মুভিটি করা, কত্ত সুন্দর করে তার শিক্ষাটিও আমাদের বুঝিয়েছেন। আমি মুগ্ধ হয়েছি
Beshi mugdha hoye lav nai, ami vishan moody, kakhon je ki dekhbo ta ami nijei janina. Hoyto ba mobail theke cinema gulo vanish hoye galo beacuse laptop E sab valo chabi jaro kara ache😅
আপনার এই অনুভূতি শুনে ভালো লাগল! আপনি যে সিনেমাটি দেখে এতটা মুগ্ধ হয়েছেন, সেটি সম্পর্কের সৌন্দর্য আর গভীরতাকে সত্যিই চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে বলেই মনে হচ্ছে। সম্পর্কগুলো কেমন করে ভালোবাসা, সম্মান আর বোঝাপড়ার ভিত্তিতে আরও সুন্দর হতে পারে, তা হয়তো এই ছবিটিতে গভীরভাবে ফুটে উঠেছে।
যে মানুষ দিনের পর দিন আঘাত খেয়ে, অপমান সহ্য করে নি:শেষ হয়ে যায় নি,,,,অসম্ভবকে সম্ভব করে তুলতে সে ই পারে!!! এমন অনেকগুলো অনুপ্রেরণার প্রতিচ্ছবি উপভোগ করলাম😊
যত দেখি ততোই মুগ্ধ হই, ভগবানের অপূর্ব সৃষ্টি প্রয়াত এ জুটির আত্মার শান্তি কামনা রইলো, সেই সংগে অমর শিল্পী ও গীতিকার সবার আত্মার শান্তি কামনা রইলো। এমন জুটি আর আসবেনা, তাদের সৃষ্টি মানুষের মাঝে অমর হয়ে থাকবে চিরকাল।।।।
ধর্মের দোষ নাই,সকল গন্ডগোল লাগিয়ে দিয়াছে লেবাসধারী যাঁরা আলাদা আলা দা করে ধর্মকে।সকল মানুষের একি সৃষ্টি কর্তা একক ও অদ্বিতীয়!আমার দেহে যা আছে সকলের দেহে একি,আমি চোখ দি য়ে দেখি কানদিয়ে শুনি,নাসিকা দিয়ে গন্ধ নেই,ত্বক দিয়ে অনুভূতি নেই,জিহবা দিয়ে স্বাদ নেই,দেহের বিচারে সকলেই মানুষ! আমার একটা হৃদয় আছে সকল মানুষের একটি হৃদয় আছে,আমার মনের ইচ্ছে আ ছে সকলের হৃদয়ে এই ইচ্ছে আছে,আমা র মনে ভাল লাগা ও মন্দ লাগা আছে এম ন সকলের ভিতরই আছে,তাহলে একি সৃ ষ্টিকর্তার সৃষ্টি নই?একি ভুমি একি আগুন একি'বাতাস একি'পানি একি মাটি এগুলি র কি কোন জাত আছে?আবার একটি মা ত্র আত্মা দিয়েছে এই আত্মার কোন জাত আছে?বিজাতীয় আত্মা সকলের ভিতরই আছে তাহলে ধর্ম ভিন্ন ভিন্ন কেনো?যাঁরা ধর্মকে খন্ডখন্ড করে তারাই মূলত শয়তান এই শয়তানের ধর্মের উর্ধে মানবধর্ম সকল ধর্ম গ্রন্থেই মানবতার প্রকাশ করার বাণী আছে অথচ,প্রকাশে খুবই কম,ইনসান ইনসাফ কায়েমে বাধা কোথায়??
এ যুগ , গত যুগ নয় সমস্ত যুগেই ইন্দ্রানী একই রকম থাকবে।আমার বাবা দেখেছে আমি দেখেছি আমার ছেলেও দেখেছে আবার আমার নাতিও দেখবে আর একই কমেন্ট করবে।উওম সুচিত্রা চির অমর হয়ে থাকবে।
উত্তম কুমার & সুচিত্রা সেন একে ওপরের পরিপূরক,,,,এই মহান জুটির বিকল্প আগেও ছিলনা, এখনও নেই আর ভবিষ্যতেও হবে না,,,,
😊
তোমাকে ছাড়া আমি ঘর বাধতে চেয়েছি,,পারি নিই,,
তুমি আমাকে ছেড়ে ঘর বাধতে চেয়েছো,,সে ঘর আগুনে পুড়ে গেলো 😭
দুজন ছাড়া কি ঘর বাধা যায়❤️❤️❤️
২০২৪ সালে এসে আবার দেখতাম সিনেমাটা সত্যি অসাধারণ আপনারা কে কে দেখলেন দয়া করে একটা লাইক দিয়ে জানাবেন ধন্যবাদ সবাইকে
ইন্দ্রানী দেখার পর আদ্ধেক দেখার পর থেকেই আর দেখতেই পারলাম না কোথা য় চলে গেছেছিনা😅 খুঁজে পা রছিছছিই
@@TapatiChowdhury-fd3nlqh
super fine
অসাধারণ❤❤❤
Good afternoon all femily
কতো বার ইন্দ্রানি লিখে সার্চ করছি যানা নেই , কতো বার এই মুভিটা দেখে শেষ করেছি তার ও যানা নেই। এখন বয়স আমার ২৩ ।এই যুগের ছেলে হয়েও ৬০ বছর আগের মুভির প্রতি এতো টান কেন বুঝতে পারি না। আর উত্তম সুচিত্রার প্রতি আলাদা আকর্ষণ কাজ করে। কি অভিনয় রে ভাই মাথা নষ্ট । হায় আফসোস বাংলাদেশের মুভি নির্মাতারা যদি এরকম মুভি দেখে কিছুটা শিখতো তাও এই যুগের ছেলে হয়েও কিছুটা গর্ববোধ করতে পারতাম।🎉🎉🎉
Amieo dhakci same age ❤😊
Ami 19
মুভি গুলো এত সুন্দর হয় কিভাবে❓
কি সহজ সরল অভিনয়😊
এই নিয়ে ৪ বার দেখছি 🙂
Amaro same onuvuti boyos amar 21
Apnar pochondo onoboddo
আজ এই দুজনের কেউই বেচে নাই।তবে তাদের অভিনয় এতোই সুন্দর, যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি।
Naswar Deh Ekdin Chale jabe kintu tader Avinay konodin jabena
@@nabakumarssha7941 .
@@nabakumarssha7941😊
"সূর্য ডোবার পালা আসে যদি আসুক, বেশ তো" - হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই অনবদ্য বাঙলা গানটি এক অসাধারণ মাত্রা পায় উত্তমকুমার - সুচিত্রা সেন অভিনীত এই দৃশ্যে। এই একটি দৃশ্যই প্রমাণ করে দেয় এই জুটির কোন বিকল্প আজও ভারতবর্ষে নেই, বিশ্বেও বিরল।
উনশ শত ষাট সালে নৰম শ্রেণীর ছাত্র ছিলাম। তখন এই জুটির ছবি দেখে মুগ্ধ হয়েছিলাম। এতদিন পৱ ছবিটি দেখে আবারো মুগ্ধ হচ্ছি।
আমি বাংলাদেশ থেকে বলছি...ছবী দেখে আমার অতীত কথা মনে পড়ে যায় দাদা
আপনি কি কোলকাতা থেকে বলছেন
@@mohdrab9784 আপনি কোলকাতা থেকে বলছেন কি রিপলে দিলে খুশি হবো
দুই বাংলা তখন এক ছিলো,এখন আমরা আলাদা কিন্তু হৃদয়ে টান বহমান!!এমন একটা সিনেমায় অভিনেতা অভিনেত্রী দুই বাংলার।২০২৪ এ এসেও প্রিয়!!আহা কি রস!!!❤❤❤
36:10 কথাটা 👌🏻
১৯৫৮ সালে রিলিজ হওয়া মুভি! এই যুগের হয়ে দেখছি আর ভাবছি সেইসময় মানুষ বেশ স্মার্ট ছিল!
Far smarter than today's jack of all trade but master of none category like us!
১৯৫৮ সালে আমার জন্ম, আজ ৬৬ বছর বয়সে ও দেখছি.
1958 সাল টা কি ডাইনোসরদের যুগের?😂
দূজনে নাহলে কি ঘর বাঁধা যায়? 😥😥😥❤️❤️❤️❤️ এই পৃথিবীর সবচেয়ে সুন্দর কথা ও দামী কথা। চোখে পানি এসে পরেছে।
একদম
আমার দেখা উত্তম কুমারের সেরা মুভি এটি।
অন্তত ইউটিউবের কল্যানে এই ফিল্মটি দেখতে পেয়েছি। এই আমার যে অনুভূতি হলো তা কোন ভাষায় প্রকাশ আমি করতে পারবো না। শুধু বলতে পারি হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এই জখম থাকবে আজীবন।
ভাংরে ভাংরে ভা...ংরে পাথর ভাংরে.....।
কাজ আমাকে করতেই হবে। কাজ মানেই মুক্তি। এই পণ আজ করলাম। যাই করি, যেটুকুই করি অন্তত বসে আমি থাকবো না।
Soptapodi amr favourite r. Agniswar parle dekben
Sundor 💜
২০২৪ শে দাঁড়িয়ে আমার বয়স এখন ১৬ বছর। তবু পুরোনো দিনের সিনেমার প্রতি যেন আলাদাই টান।।❤️ অসাধারণ ❤️ নীর ছোটো ক্ষতি নেই আকাশ তো বড়ো।। 😌
উত্তম কুমার স্যারের একেকটা মুভি আমাকে মুগ্ধ করে দিচ্ছে, এই যুগেই যদি এত ভালো লাগে পুরনো দিনে ছবি গুলা কেমন লাগত??
বয়স আমার ২২। কেন যেন আগেকার পুরাতন রোমান্টিক মুভিগুলো ভালো লাগে। ❤❤ তাই তো ৬৫ বছর আগের ছবি দেখতাছে। আর ভাবতাছি একদিন আমিও পুরাতন হয়ে যাবো 😢।
ভালো বলেছেন
❤yes..ami o tai vabi😢😢😢
আ কি অপরুপ সুন্দর ❤️❤️এ যুগের ছেলে হয়ে পূরানো দিনের মুভির উপর এমন টান যেনো আজীবন থেকে যায়।।
Ghor badhe dujonar mot hole ghor badha jay
20 বছর বয়সে এসে মনে হয় এই ছবি আগে কেন দেখিনি!!! এমন ছবি দেখার পর আর hollywood bollywood এর জাঁকজমক কিচ্ছু দেখতে ইচ্ছাই করেনা... কত সাধারণ কত সুন্দর ছিল সব❤
Uttam kumar k joto dekhi, dekhtei thaki, chukher pata pore na❤❤❤
Majhe majhe to emon o hoi, uttam er dike takia thakte thakte ami ato tai onno monoshko hoye jai j movier onek ta seen par hoye jai, ki dialogue bola hoyeche kane dhuke ni, pore abar hush firle tene tene dekhi...
I just love uttam❤ uttam❤ uttam❤❤
আমার অবস্থা ও আপনার ই মত❤❤❤❤
আমারও একই অবস্থা
যে ছবি পরিবারের সবার সাথে দেখা যায় আমি মনে করি সেটাই সত্যিকারের ছবি।
Right....bro..23/11.2024🇲🇾
উত্তম সুচিত্রার ছবি যতই দেখি মন ভরেনা,খুজে খুজে আরো দেখি,একটাকে দুই তিনবার ও দেখি,,,উফস,আমি যদি সে সময় থাকতাম💖💖💖💖
তাহলে হয়তো এখন মরে ভূত হয়ে থাকতেন 🤣🤣🤣🤣
ভালো লাগার গান গুলো যদি হঠাৎ হঠাৎ শুরু হয়ে যায় ছবির মধ্যে, তাহলে আহা কি ভালো লাগে। ছবির সাথে সাথে পছন্দের গান গুলোর জন্য অসংখ্য ধন্যবাদ।
নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়।......।
উত্তম কুমার অন্য বহু নায়িকার সঙ্গে অভিনয় করলেও উত্তম-সুচিত্রার মতো এতো ভালো জুটি আর দুটো নেই।
২০২৩ সালে এসে দেখছি, আর ভাবছি তখনকার দিন গুলো কত সুন্দর ছিলো, মুভি গুলিও ছিলো দেখার মতো।
ঔ
QATAR I @memahiulkarimmintumintu1641
Dekhe. Aes meye. Na
পুরানো দিনের ছবিগুলো সত্যিই আকর্ষণীয়,যেখানে মহানায়ক উওমকুমার এবং মহানায়িকা সুচিত্রা সেনের মতো শিল্পীদের অভিনয় জড়িত থাকে1যদিও তাঁরা আমাদের নিকট নেই। তবুও তাঁরা অমর হয়ে আছেন1
We have shaped our Bangali charecter around theirs image which is epitome of patience, vocabulary,hard work ,minimalist , dress code etc.These characters are no more prevalent in Bangali any more. With influence of different cultures we have become a hybrid.
ভাইরে ভাই এগুলা আসলেই masterpiece ❤
বার বার দেখেও পুরোণো হয়না, একরকম আকর্ষণ অনুভব করি, প্রত্যেকটি movier পেছনে strong গল্প ছিল, অনবদ্য সকলের অভিনয় ছিল,আর সবার ওপরে মহানায়ক উত্তমকুমার এবং মহানায়িকা সুচিত্রা সেন এর অসাধারণ অভিনয় যার কোনো তুলনাই হয়না, এইজন্যই বার বার দেখতে অনুপ্রাণিত করে, সকলকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম 🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹
একটা ছোট্ট কেকের চ্যানেল থেকে এই মুভি টা থেকে দেখছি 2024 এ কি যে ভালো লাগছে ........কে কে আমার মতো 2024 এ দেখছ 😊😊❤❤❤😊😊
আমি 2024 এ দেখেছি।
Ami o dekchi
আমি ও দেখছি
হু--ম, আমিও।
আমি ও দেখছি, আপনার মতই
অনেক সামাজিক ও বাস্তব উপলব্ধি জ্ঞান লদ্ধ,
ফুটে উঠেছে এই ছায়া ছবিতে।প্রয়াত মহা নায়ক ও মহা নায়িকা উভয়ের স্বরণে, প্রণাম!
আমার বর্তমান বয়স 12 বছর। যখন 4 বছর বয়স ছিল তখন প্রথম দেখেছিলাম। তারপর থেকে যে কতবার দেখেছি সিনেমাটা তার কোনো হিসাব নেই। এযুগের লোক হয়েও যতবারই দেখি যেনো আবার দেখতে ইচ্ছা করে। ❤❤❤❤❤❤
12 !!!
চিরকালের উওম কুমার ও সুচিত্রা সেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ জুটি। তাছাড়া বর্তমান সময়ে দেখলে 50-60 বছর আগের আমাদের পরিবেশ ও সমাজ কেমন ছিল বোঝা যাই।
ইন্দ্রানীর হাসি অসম্ভব মিষ্টি ❤❤
অসাধারণ! কতবার দেখেছি! আবারও দেখবো।১৭ বছর বয়সে দেখে যে আকর্ষণ, ষাট বছর বয়সে এসে সেই একই আকর্ষণ! কাহিনি, নায়ক- নায়িকার অভিনয় অসামান্য! অনবদ্য! ভাষাতীত! ❤
বাংলাদেশ থেকে বলছি।এখনকার কোনো বাংলা ছবি এতোটা মন ছুয়ে যায়না।অসাধারণ ছবি।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে এখুনি ডাউনলোড করুন KLiKK ।
@@BengaliMoviesAngelDigital Àààaaaaaaaĺ
Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
Km I'm I'm
@@BengaliMoviesAngelDigital o/
ঠিক বলেছেন, দাদা!
2024 সালে কে কে দেখেছেন এই মুভিটা ❤❤
Aj akhonn ami
1:30:40
1:31:56 যে যা করতে পারে তাকে করতে হবে। চাকরি নয় তাকে কাজ করতে হবে।একটা ধানের শীষও যে গজাতে পারে, দিন আনতে একটি লোহার পেরেকও যে তৈরী করতে পারে তাকেই আজ দেশের দরকার।
লোকের জ্বলন্ত বিশ্বাসে মরুভূমি শহর হয়ে যায়।তাই আমাদের কাজ করতে হবে।
অপূর্ব ছবি।যতবার দেখি ততবার নূতন মনে হয় আর মনের মাঝে নবীন প্রেমের সঞ্চার ঘটে......
সত্যি অভিনয় বটে। চোখ জুড়িয়ে যায়,মন ছুঁয়ে যায় আর হৃদয়ে লেগে থাকে একরাশ ভালোলাগা। উত্তম কুমার আর সুচিত্রা সেন - এই জুটি সর্বশ্রেষ্ঠ ছিলো, আর সারাজীবন ই থাকবে।❤
আহহ কি লাইন
''তোমাকে ছাড়া আমি ঘড় বাধতে চেয়ে ছিলাম তা পারিনি, আমাকে ছাড়া তুমি ঘড় বাধতে চেয়ে ছিলে তা আগুন পুড়ে গেলে...দুজনে না হলে কি ঘড় বাধা যায় ❤️❤️''
মন চুয়ে গেলো
Ha ha Great spell master.
চুয়ে নয়😅😅
ছুঁয়ে হবে😊
Best dialogue of the entire film.
ছুয়ে না, ছুঁয়ে।
@@Suvashis1965 😂😂😂
বাড়ি মনে হয় চাঁদপুর
ছবিগুলো যতোই দেখি ততই মুগ্ধ হই। কখনো পুরনো হয় না,মনে হয় এই প্রথম বার দেখলাম। কোনো নোংরামি নেই, অশ্লীলতা নেই। চমৎকার বিনোদন।
খুব ভালো লাগলো খুব❤❤
এই সময়ের মুভি তে শান্তি খুঁজে পাওয়া যায় না । এই সব মুভি দেখে শান্তি আসে মনে ❤❤❤❤
সুন্দর সুন্দর উক্তি আছে ভালোই লাগে।কি সাবলিল বাংলা মুভি 😊
এই ছবি মনে রাখবে এই রাতকে,,অসাধারণ কালজয়ী মুভি গুলো উত্তম কুমার ও সুচিত্রা সেনের,,সেই অর্ধ-শত বছর আগের মুভি❤️
আজ ৬৪ বছর বয়সে, সুচিত্রা সেন অভিনীত সেই স্বর্ণ যুগের সিনেমা গুলো দেখার সৌভাগ্য হয়েছে।
সিনেমা গুলো দেখার সময় এক মুহুর্ত ও মনে হয় নি, সুচিত্রা সেন অভিনয় করছেন,, একদম স্বাভাবিক, সাবলীল। সত্যি তিনি মহান নায়িকা ছিলেন।
সত্যিই খুবই ভালো লাগছে । পুরন হলেও চিরনতুন।
সুচিত্রা সেনের জন্মস্থান আমাদের বাংলাদেশে জেনে গর্বে মনটা ভরে যায়।
সিনেমাটা দেখে মনটা ছুয়ে গেল।
জীবনের বাস্তবটাই যেন মিশে আছে এখানে।
আজকে প্রথম এই সিনেমাটা দেখলাম।
যতই দেখছি ততোই মুগ্ধ হইছি। আহা! কি বাস্তব অভিনয় ❤️🇧🇩
ছোটবেলায় টিভিতে তাও দিত, এখন একদম দেয় না। Digital movie- Angel Movie কে ধন্যবাদ, সিনেমাগুলো তাও দেখতে পাই।
আসলেই মহানায়ক আর মহানায়িকা। কি অভিনয়রে বাবা। আল্লাহ তায়ালার অপূর্ব সৃষ্টি মানুষ!! কি লাবণ্য রয়েছে মানুষের ভিতর!! উত্তম আর সূচিত্রা আল্লাহ তায়ালার অপূর্ব সৃষ্টি।
@Me Mahiul Karim mintu Mintu vhuk😅😊😊😅😅😅😅iyz80l😅😊😊😊😅😅😮😮😮
আপনিও আল্লাহর অপূর্ব সৃষ্টি
Har har mahadev
@memahiulkarimmintumintu1641
মূর্তি পূজারী হলে কী মানুষ হয় না? না কি খারাপ মানুষ হয়? অন্য ধর্মের মানুষের গুনের স্বীকৃতি দিতে কী ইসলামে নিষেধ আছে?
@memahiulkarimmintumintu1641 তাহলে দেখেন কেন? কেমন সৃষ্টিকর্তা যে সুস্থ বিনোদনও নেওয়া যাবে না। অথচ ৭২ জন নারী নিয়ে তো ঠিকই মাস্তি করা যাবে জান্নাতে।
সিনেমাটির সঙ্গে নিজের বাস্তব জীবনের অনেক কিছুই মিল আছে 😔নেই শুধু নিজের মনোবল আর সাহস😞😞😞😞😞
অসাধারণ অভিনয়ের মাধ্যমে এই মহানায়ক মহা নায়িকা চীরস্মরণীয় অমর হয়ে থাকবেন আজীবন ❤❤🙏🏼🙏🏼
আমি অন্তর থেকে আপ্লুত এই ছবি দেখে। ধন্য!ধন্য তুমি উত্তম কুমার!
উত্তম সুচিত্রা - সত্যি ভগবানের অনন্যসৃষ্টি
Akdom thik bolachan
😂😂😂dhur boka, tor obhab tai onoboddyo koreche oder 😂😂😂
অসাধারণ একটা সিনেমা দেখে অনেক ভালো লাগলো
অসাধারণ ❤❤❤ বাংলাদেশ থেকে অবিরাম ভালোবাসা।।। ❤❤ চিরন্তন চিরঞ্জীব।।।
2024 এসে ও দেখলাম। আমার বর্তমান বয়স 20 বছর। যখন 17বছর বয়স ছিল তখন প্রথম দেখেছিলাম। ❤❤💜💚💙❤
তোমার থেকে অনেক বড় তাই আশীর্বাদ রইল এখন কার প্রজন্ম হয়ে এই সব মুভি দেখার ইচ্ছে আছে বলে। তোমার রুচির প্রশংসা করছি। তোমাদের থেকে এগুলো তো আশা করা ছেড়ে দিয়েছি। তবে দেখছি কোন বিষয়ে আশা ছাড়া উচিৎ নয়। ভালো থেকো।❤❤❤❤। উত্তমকুমার এমন এক অভিনেতা যাঁর থেকে অনেক বড় বড় অভিনেতা হয়তো এই বাংলায় পাবে কিন্তু ঠিক উত্তমকুমার এর মত দ্বিতীয় টি পাবে না। ওনার অনেক মুভিই পাওয়া যায় এখনো । দেখো সময় মত। আর আরো অনেক পুরনো দিনের মুভি দেখতে ইচ্ছে টুকু থাকুক এই আশীর্বাদ করি।
অসাধারণ তোমার রুচি ❤❤❤❤
আকাশে অনেক তারা অনেক নক্ষত্র ধুমকেতু দের আনাগোনা হয় ,সূর্য কিন্তু একটাই।
উত্তম কুমার হলেন আকাশের সেই সূর্যটাই।
উত্তম সুচিত্রা আমার আবেগ আমার স্বপ্ন ,অনুভূতি ,কল্পনায়, প্রেমে ও মনে বিরাজমান🙂❤❤💖।
ধন্যবাদ ম্যাডাম প্রণাম নেবেন 🙏
অসাধারণ অনুভূতি,মার্জিত,অসম্ভব বাস্তবতার নিরিখে অন্যন্য প্রকাশ।
যুগের তালে সমাজ,জীবন,প্রকৃতির উত্থান পতন কত দ্রুত এগিয়ে যাচ্ছে
তোমাকে ছাড়া আমি ঘর বাঁধতে চেয়েছিলাম, পারিনি। আমাকে ছাড়া তুমি ঘর বাঁধতে চেয়েছিলে, আগুনে পুড়ে গেলো।
দুজনে ছাড়া কি ঘর বাঁধা যায়?
ইন্দ্রানী, অসাধারণ একটা মুভি। আমার জীবনে দেখা অন্যতম সেরা এটা।
স্মৃতি রেখে গেলাম।
Md. Najib Hossain, B.A in English
From Swapnapuri, Dinajpur (Bangladesh)
20 August 2024
যত বার দেখি ততই মন টা অনেক হালকা হয়ে যায় 🥰 গান গুলো সত্যি অপূর্ব
১:০৪:১৯ সিনেমার সেরা ডাইলগটা। অসাধারণ ❤
সম্ভবামি যুগে যুগে ,স্বর্ণযুগে এসে রামধনুর দেখা পেলাম ৷ দুটি হৃদয় ৷
আমার সবসময় পছন্দের জুটি,অমর হয়ে থাকবে
উত্তম সুচিত্রা,এখনো দেখলে মনে হয়---
কত সুন্দর জুটি,আর হবে না-
Devine Juti
This pair is till now unparallele in the world.❤
উত্তমকুমার ও সুচিত্রার সব ছবি বারবার দেখলেও পুরোনো হয়ে যায় না
উত্তম কুমারের তিনটি সিনেমা দেখলাম, এখন ভয় হয় যে হয়তোবা বা কয়েকদিনেই তার সব সিনেমা দেখা হয়ে যাবে, নতুন করে আর কোনও সিনেমা পাবো না আর। হয়তোবা পুরাতন দিয়েই কাটিয়ে দেওয়া যাবে। কত অসাধারণ নৈপুণ্য দিয়ে মুভিটি করা, কত্ত সুন্দর করে তার শিক্ষাটিও আমাদের বুঝিয়েছেন। আমি মুগ্ধ হয়েছি
M
L in
😮
এতো সস্থা নয়
Beshi mugdha hoye lav nai, ami vishan moody, kakhon je ki dekhbo ta ami nijei janina. Hoyto ba mobail theke cinema gulo vanish hoye galo beacuse laptop E sab valo chabi jaro kara ache😅
অনেক বার দেখেছি অথচ মনেহয় প্রথম বার দেখেছি এ যেন নুতন জীবন পেলাম । বিশেষ করে মো: রফির গাওয়া হিন্দি গান যা এ জীবনে ভুলতে পারবো না ❤️🔥❤️🔥
উত্তম কুমার সুচিত্রা সেনের মুভি সত্যিই অসাধারণ
আবারও দেখলাম ২০২৪ এ এসে। কত সুন্দর হতে পারে সম্পর্ক গুলো তা এ ছবি না দেখলে বোঝা যায় না।❤
আপনার এই অনুভূতি শুনে ভালো লাগল! আপনি যে সিনেমাটি দেখে এতটা মুগ্ধ হয়েছেন, সেটি সম্পর্কের সৌন্দর্য আর গভীরতাকে সত্যিই চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে বলেই মনে হচ্ছে। সম্পর্কগুলো কেমন করে ভালোবাসা, সম্মান আর বোঝাপড়ার ভিত্তিতে আরও সুন্দর হতে পারে, তা হয়তো এই ছবিটিতে গভীরভাবে ফুটে উঠেছে।
২০২৪ সালে মুভিটা দেখে কমেন্ট রেখে গেলাম এই ছবি ১০০ বছর পরেও একই জনপ্রিয়তা থাকবে কখনো পুরনো হবেনা।
আগের দিনগুলো আবার যদি ফিরে আসত কত ভালই না হতো।।।❤❤❤
❤❤কী অসাধারণ অভিনয় তাদের,,,very nice movie...23/11/2024❤❤
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ! সত্যি বলতে, তাদের অভিনয় একেবারেই অনবদ্য ছিল। সিনেমাটাও দারুণ।
@@BengaliMoviesAngelDigital Tq......🤝
আমি তো তোমার প্রতিভাবে নেভাবো বলে আসি নি, আমি এসেছি তোমার প্রতিভাকে জাগিয়ে তুলতে।।। কি অসাধারণ বাচনভঙ্গি! কতোটা নিখুঁত অভিনয়!কতোটা ভালোবাসা!(২২/১১/২০২৩)
যে মানুষ দিনের পর দিন আঘাত খেয়ে, অপমান সহ্য করে নি:শেষ হয়ে যায় নি,,,,অসম্ভবকে সম্ভব করে তুলতে সে ই পারে!!!
এমন অনেকগুলো অনুপ্রেরণার প্রতিচ্ছবি উপভোগ করলাম😊
Vg
Vg
উত্তম মানেই সেরা উপহার। চমৎকার অসাধারণ।
যত দেখি ততোই মুগ্ধ হই, ভগবানের অপূর্ব সৃষ্টি প্রয়াত
এ জুটির আত্মার শান্তি কামনা রইলো, সেই সংগে অমর
শিল্পী ও গীতিকার সবার আত্মার শান্তি কামনা রইলো।
এমন জুটি আর আসবেনা, তাদের সৃষ্টি মানুষের মাঝে
অমর হয়ে থাকবে চিরকাল।।।।
প্রতি রাতে একটি করে মুভি দেখি মহা নায়ক উত্তম কুমার এর সত্যি অসাধারণ অসম্ভব সুন্দর যা কেউ কোন দিন ভুলতে পারবেনা।।
আমিও।
ভাই, প্রতিরাতে একটা ছবি দ্যাখাতো অনেক পাপের কাজ।
বিশেষ করে আপনার মতন যার মধ্যে একটা সেনসেটিভ সুন্দর মন আছে ।
janina Uttam sir apnake ato kano valo lage.joto dekhi takie thaki .arak bar phire asun na mahanayak.🥺🥺
একথায় অপূর্ব ❤❤
উত্তম কুমার ও সুচিত্রা সেনের এই সাবলীল বাস্তব সম্মত অভিনয় এককথায় ঐশ্বরিক,অনবদ্য, অসাধারণ।যা চিরকাল অমর হয়ে থাকবে।এর বিকল্প কোন দিন হবে না।
সব সিশুয়েশনে নায়িকার মুগ্ধ হাসি, এমনটি আর পাওয়া যায় না গো।
মনটাকে আকুল করে দিল সিনেমাটা ,, বাংলাদেশ থেকে
2023 ey dakha amer jibon er sera chobi .
Mahanayak Uttam Kumar 🙏
Apnake onek onek Dhonyobad ei chobi te upload korer jonno ..
আমার দেখা সেরা মুভি ❤❤
আরো, দেখেন।হারানো সুর, শাপ মোচন, অগ্নি পরিক্ষা, সাগরিকা, পথে হলো দেরি, এই সিনেমা গুলো অক্ষয়, অব্যয় এক একটি রত্ন
এমন ছবি হাজার বছরে দু'একটা হয়।
অসাধারণ ছবি।
ছবি দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম।
ছেলের বন্ধু হয়ে আসতে দোষ নেই, ছেলের বউ হয়ে আসলে যত দোষ! So true 😢
😢😢
আমার date of birth ১৯৯৩ আজ আমার বয়স ৩০ তবু এই সিনেমা দেখতে আমার খুবই ভালো লাগে
Super Duper Film,Indrani. The Egoist. Great Team Work By All Artists. SS.
কি ভালোবাসার মুভি রে বাবা,কি বাস্তবতা রে বাবা,একদম সবার জীবনের গল্প রে বাবা,২০২৩ এসে কি মুভি দেখলাম রে বাবা
উত্তম কুমার ও সুচিত্রা সেন এ-র মুভি এরকমই রে বাবা
২০২৪ শে এসে দেখতাছি রে বাবা,, 😄
সুন্দর তাই বারেবারে দেখি
Þf
Hmm re baba
২৭.১২.২০২৩
বেশ কয়েকদিন ধরে সোনালী দিনের সাদা-কালো সিনেমাগুলো খুঁজে খুঁজে দেখতেছি।❤️❤️❤️
ছবি বিশ্বাস অসাধারণ অভিনেতা।
কে কে ২০২৪ এ এই মুভিটা দেখছেন?
আবার দেখলাম।বোধ হয় সেই সব দিনগুলো ভালো ছিল। কাল জয়ী ছবি।
প্রিয় জনকে আকস্মিক চমক দিতে কত ভালো লাগে তাই না.. 😍😍.. উত্তমকুমার ❤️❤️
আগের দিন গুলো আবার ফিরেপেতে চায়😢 এতো সুন্দর দিন ছিলো 😔
অনেক দিন পর মুভি প্রেমে পড়লাম। ইস যদি কেউ এসে এ রকম করে বলত! যে তোমার প্রতিভাকে নিভানোর জন্য ত আমি আসি নি,আমি এসেছি তাকে জাগিয়ে তোলার জন্য।
পূরন হোক আপনার মহান ইচ্ছা ।
ইচ্ছেটা সুন্দর 🌻
@@siddiquetalukder7026Thank you...
@@arponasanyal3318Thank you...
@@siddiquetalukder7026and tq as q
আজ আমাদের প্রিয় মহানায়ক উত্তম কুমার আজ বাংলার শুধু নয় সারা ভারতবর্ষের মহানায়ক উত্তম কুমার
ধর্ম আর জাত ব্যবস্থাই এই সমাজকে খেয়েছে। ভালোবাসা খেয়েছে।
Ami arekta Mone Kori,jeta hochche bortoman POLITICS somajer valobasa ke matite misiye diyeche
ধর্মের দোষ নাই,সকল গন্ডগোল লাগিয়ে দিয়াছে লেবাসধারী যাঁরা আলাদা আলা দা করে ধর্মকে।সকল মানুষের একি সৃষ্টি কর্তা একক ও অদ্বিতীয়!আমার দেহে যা আছে সকলের দেহে একি,আমি চোখ দি য়ে দেখি কানদিয়ে শুনি,নাসিকা দিয়ে গন্ধ নেই,ত্বক দিয়ে অনুভূতি নেই,জিহবা দিয়ে স্বাদ নেই,দেহের বিচারে সকলেই মানুষ! আমার একটা হৃদয় আছে সকল মানুষের একটি হৃদয় আছে,আমার মনের ইচ্ছে আ ছে সকলের হৃদয়ে এই ইচ্ছে আছে,আমা র মনে ভাল লাগা ও মন্দ লাগা আছে এম ন সকলের ভিতরই আছে,তাহলে একি সৃ ষ্টিকর্তার সৃষ্টি নই?একি ভুমি একি আগুন একি'বাতাস একি'পানি একি মাটি এগুলি র কি কোন জাত আছে?আবার একটি মা ত্র আত্মা দিয়েছে এই আত্মার কোন জাত আছে?বিজাতীয় আত্মা সকলের ভিতরই আছে তাহলে ধর্ম ভিন্ন ভিন্ন কেনো?যাঁরা ধর্মকে খন্ডখন্ড করে তারাই মূলত শয়তান এই শয়তানের ধর্মের উর্ধে মানবধর্ম সকল ধর্ম গ্রন্থেই মানবতার প্রকাশ করার বাণী আছে অথচ,প্রকাশে খুবই কম,ইনসান ইনসাফ কায়েমে বাধা কোথায়??
প্রথম দেখেছিলাম ২৩ বছর বয়সে... এখন ৩২! আজ ছুটির দিন কাটালাম এ ছবি দেখে...
এ যুগ , গত যুগ নয় সমস্ত যুগেই ইন্দ্রানী
একই রকম থাকবে।আমার বাবা দেখেছে আমি দেখেছি আমার ছেলেও দেখেছে আবার আমার নাতিও দেখবে
আর একই কমেন্ট করবে।উওম সুচিত্রা
চির অমর হয়ে থাকবে।
Such a wonderful movie... Fascinated just...❤️