বিতর্কিত ডঃ বি আর আম্বেদকর / Controversial Dr B R Ambedkar

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • This video is about the controversies happened in the life of Dr B R Ambedkar (বিতর্কিত ডঃ বি আর আম্বেদকর). Four controversial angels on Babasaheb Ambedkar are focused here.
    বাবাসাহেবের জীবন আসলে সংগ্রামের জীবন কাহিনী। একদিকে যেমন তিনি দলিত নিপীড়িত মানুষদের কাছে হয়ে উঠেছিলেন মুক্তিদাতা, তেমনি অন্যদিকে তার সেই গগনচুম্বী খ্যাতির পাশাপাশি জায়গা করে নিয়েছিল ঐতিহাসিক কিছু বিতর্ক। তবে কোনো বিতর্কই তাকে তাঁর বিশ্বাস, তাঁর আদর্শ, তাঁর লড়াই থেকে তাঁকে বিচ্যুত করতে পারেনি। তবে হ্যাঁ, স্বার্থান্বেষী সুবিধাবাদী মানুষজন, সুবিধাবাদী রাজনৈতিক দলসমূহ ----- এরা সেইসব বিতর্ক থেকে নিজেদের আখের গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে, আজও সেই একই চেষ্টা চলছে।
    এই ভিডিওতে সেই সমস্ত বিতর্কগুলিকে সংক্ষিপ্ত পরিসরে যুক্তিগ্রাহ্য আলোকে উপস্থাপনা করা হয়েছে। ভিডিওটি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করলে, আশা করি, দর্শকবন্ধুরাই স্বাধীনভাবে নিজস্ব মতামত তৈরি করতে পারবেন।
    এই ভিডিওটি তৈরি করতে আমি যে সমস্ত সূত্রের সাহায্যে নিয়েছি:
    তথ্যঋণ:
    ১) ভারতরত্ন বাবাসাহেব আম্বেদকর
    By সুশান্তকুমার সাহিত্যরত্ন
    ২) অস্পৃশ্য ও ব্রাহ্মণ্যবাদ এবং একজন বাবাসাহেব By মুক্তমনা ব্লগ
    ৩) ইউটিউব চ্যানেল : Dhruv Rathee
    ৪) ইউটিউব চ্যানেল : The Wire
    ৫) উইকিপিডিয়া
    ৬) গুগল ব্রাউজার
    Now please watch this video and express your views in the comment section below.
    Thanks a lot
    The Galposalpo
    #ambedkar #brambedkar #আম্বেদকর

КОМЕНТАРІ • 114

  • @pronaysharma9422
    @pronaysharma9422 2 роки тому +13

    উনি যে surname টা ব্যাবহার করতেন সেটা মারাঠি ব্রামণএর ,( তার এক ব্রামন শিক্ষক নিজের surname টা ব্যাবহার করতে দিয়েছিলেন,, ) সেটা কেন পরিত্যাগ করলেন না ?

    • @thegalposalpo
      @thegalposalpo  2 роки тому +5

      তখন মহারাষ্ট্রে একটা নিয়ম প্রচলিত ছিল। পৈত্রিক বাসস্থানের নাম অনুযায়ী ছেলেমেয়েরা তাদের পদবী গ্রহণ করত। ভীমরাওর পৈত্রিক বাসস্থান ছিল আম্বাবাদ গ্রাম। গ্রামের সেই নাম অনুসারে ভীমরাও যে পদবী ব্যবহার করতেন, সেই পদবীটা ছিল 'আম্ববোদকর'। আসলে এটা কোন মারাঠি ব্রাহ্মণের পদবী ছিল না, যদিও শুনতে সেইরকমই লাগে। স্কুলের ব্রাহ্মণ শিক্ষক ভীমরাওকে তার নিজের পদবী দিয়েছিলেন, যেটা হলো 'আম্বেদকর'। এটা সম্পূর্ণ একটি ব্রাহ্মণ পদবী। ভীমরাও পূর্বের পদবী পরিত্যাগ করেছিলেন -- ব্যাপারটা সেরকম নয়। ভালোবেসে শিক্ষক মহাশয় ভীমরাওর পদবী পরিবর্তন করেছিলেন, যেখানে আম্বেদকরের কিছু করার ছিল না।

    • @tapasdutta2989
      @tapasdutta2989 2 роки тому

      নিজেকে জাতে তোলার জন্য। আমি ব্যক্তিগতভাবে এমন অনেককে চিনি, যারা ওপার বাংলায় ডোম, বেনে ইত্যাদি ছিলেন। এপারে এসে পদবী ভাঁড়িয়ে ব্যানার্জি, চ্যাটার্জি হয়ে "সম্মানের সাথে" ব্রাহ্মণ সেজে পুজোও করছে। আম্বেদকর নিজেও সেই "সম্মান" পাওয়ার লোভটা সামলাতে পারেন নি।

  • @bharatdorshon5557
    @bharatdorshon5557 Рік тому +7

    আমরা sc st OBC রা বাবাসাহেবের অবদান কোনোদিনই ভুলবোনা, তিনি বর্ণব্যবস্থার বিরোধী ছিলেন, সুদ্ররা যে নিজের বর্ণেরবাইরে বিয়েকরতনা, তিনি জাতি ব্যবস্থার বাইরেগিয়ে এক কাস্টএর সাথে আরেককাস্ট এর বিবাহদেন যেমন মন্ডলের সাথে বিশ্বাস ,সাহার সাতে সরকার🙏

    • @amit.239
      @amit.239 8 місяців тому

      ড.আম্বেদকর শুধু SC,ST দের নেতা নন। আম্বেদকর খেটে খাওয়া মানুষদের নেতা তার জন্যে পড়তে হবে তার তৈরি করা LABOUR LAW, আম্বেদকর ভারতবর্ষের প্রত্যেকটি মেয়ের নেতা যাদের অধিকারের জন্যে তিনি লড়ে গেছেন (শিক্ষার অধিকার, চাকরিতে সমান অধিকার, সম্পত্তির অধিকার, মাতৃত্বকালীন সুযোগ সুবিধা কর্মরত অবস্থায়, সর্বোপরি হিন্দু কোড বিলের রুপরেখা )। ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক গঠনের রূপরেখা তাঁর তৈরি।আম্বেদকরের contribution ভারতীয় সমাজ সংস্কারে যা তা কল্পনার বাইরে। আম্বেদকর এক মাত্র ভারতীয় যার লেখা বই পাশ্চাত্যের বিশ্ব বিদ্যালয়ে পড়ানো হয়।আম্বেদকরের অবদান গুলি যখন খারিজ করতে পারল না, তখন তাঁকে শুধুমাত্র দলিত নেতা বানিয়ে দেওয়া হল। আর reservation এর জন্যে দেশের ক্ষতি হচ্ছে সেটা মনে করিয়ে তারই জন্মদিনে খিস্তি করা হয়।🤣 ভারতীয় সমাজের ক্ষতির মূল কারণই হল সুশিক্ষার অভাব,ধর্মান্ধতা, কুসংস্কার, অন্ধ বিশ্বাস।

    • @rudraroy5829
      @rudraroy5829 6 місяців тому +1

      বর্তমানে যাদের OBC বলাহয় তাদের উৎপত্তি ১৯৭৯ সালের মণ্ডল কমিকস এর সুপারিশে আর আম্বেদকর মারা গিয়েছিল ১৯৫৬ সালে তা আম্বেদকর এর আত্যা বুঝি obc দের উদ্ধার করেছিল।

  • @animeshkoner4480
    @animeshkoner4480 2 роки тому +6

    একটা দেশকে সামগ্রিক উন্নতির পথে নিয়ে যেতে পারে কেবলমাত্র "শিক্ষা "। কিন্তু আশ্চর্যের বিষয় এই দিকটি " বৃহৎ গণতন্ত্রের কিতাবে " সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। উপেক্ষা করা হয়েছে ""জনপ্রতিনিধি দের উচ্চ শিক্ষত হওয়া আবশ্যিক""- এই বিষয়টিও।
    এই বিষয়ে আপনার মতামতের অপেক্ষা করছি।

  • @amitavabhattacharjee06
    @amitavabhattacharjee06 2 роки тому +7

    সুন্দর উপস্থাপনা। অনেক কথা জানতে পারলাম।

    • @debmukh6942
      @debmukh6942 2 роки тому

      আপনি reservation এর পক্ষে?

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06 2 роки тому

      @@debmukh6942 এখানে রিজার্ভেশনের পক্ষে বা বিপক্ষে এই নিয়ে কোনো আলোচনা ছিল না। যে বিষয়ে আলোচনা ছিল সেটি সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে।

    • @bhaskarmaity2890
      @bhaskarmaity2890 2 роки тому +1

      @@debmukh6942 আম্বেদকর মাত্র ১০ বছরের জন্য সংরক্ষণ চেয়েছিলেন। যাবতীয় ঝামেলা হয়েছে রাজনৈতিক নেতাদের জন্য। মূলতঃ কংগ্রেস পার্টি এর জন্য দায়ী।

  • @TipuSultan-so5od
    @TipuSultan-so5od 6 місяців тому +1

    দেশভাগের মূল আলোচনা সভায় তাকে ডাকাই হয়নি,, এবং আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সে সভায় ডাকা হয় নাই,,,,,,

  • @suvadeepbanerjee1863
    @suvadeepbanerjee1863 2 роки тому +7

    His opinions in Thoughts on Pakistan were 100% correct and relevant. He mentioned actual reality without any hesitation. Also Sarder Patel had almost similar opinion and Patel strongly intended for partition. This is clearly mentioned in the book "India Wins Freedom" by Abul Kalam AZAD. However, Gandhi and Nehru never supported policy of exchange of majority between the newly formed states, which was a fatal mistake leading to dangerous consequences for the Hindus in both states. This is historical fact. Dr Ambedkar, Sarat Chandra Bose, Dr Shyama Prasad and many others wanted exchange of majority, for protecting the Hindus.

    • @pournimadasbaby3289
      @pournimadasbaby3289 2 роки тому

      নেহরু গান্দীজি রা মুসলমান তোষনের রাজনৈতিক ধান্দা বাজী করেছেন নেতাজী সুভাষবসু কে ঠেকানোর জন্য কাজ করেছেন।ভারতের কাস্মীরকে বিতর্কিত করেছেন।যা পাকিস্তানের প্রাপ্য ছিল না।

    • @user-wb1yu7en5k
      @user-wb1yu7en5k Рік тому

      Darun lekhata

  • @alphastudios2.04
    @alphastudios2.04 2 роки тому +5

    আম্বেদকর সম্পর্কে সুন্দর উপস্থাপনের জন্য ধন্যবাদ।

  • @chandrashekharmistri2470
    @chandrashekharmistri2470 Рік тому +2

    Dr B R AmbedkarkeAmar Sata cotipranam

  • @anujbaransarkar4442
    @anujbaransarkar4442 2 роки тому +5

    আপনি অনেক কিছু ভালো ভাবে না জেনে এই মহান ও ভারতের শ্রেষ্ঠ নায়ক সম্পর্কে আপত্তি জনক তথ্য পেশ করছেন।

    • @thegalposalpo
      @thegalposalpo  2 роки тому +4

      তথ্য তথ্যই। তথ্য সর্বদা সর্বজনগ্রাহ্য হয় না। আমার তথ্যের উৎস আমি ভিডিওর শেষে এবং ভিডিও description box-এ দিয়ে দিয়েছে। দেখুন ও পড়ুন।

  • @nilima6028
    @nilima6028 2 роки тому +3

    মহিলা দের উপরে বিধান চাপানোর ক্ষেত্রে কোন ধর্ম সর্ব সেরা তা নিয়ে যদি আলোচনা করেন।

  • @soumyadiptamajumder8795
    @soumyadiptamajumder8795 2 роки тому +4

    His famous book Pakistan and Partition of India is a real gem.

  • @ItelA60s-h3t
    @ItelA60s-h3t 16 годин тому

    স্যার যত হিরোর গল্প শুনি ততই শ্রদ্বা মানবতা বেরেই যায়

  • @debmukh6942
    @debmukh6942 2 роки тому +4

    গল্প
    শিরোনাম : মেধার অপব্যবহার
    কলমে : শুভ্রা ভট্টাচার্য
    তারিখ : ০২/০৫/২০২২
    "সুজয় আমাকে বাঁচা ভাই, আমার জীবন বরবাদ হয়ে গেলো, আমি পুরো ফেল করে যাবো রে"ফোনে বিতানের কাতর কণ্ঠের আকুলতা। সুজয় বলে "আরে ইয়ার, কি হলো রে! এতো কান্নাকাটি কিসের? মুম্বাই আই আই টি র ছাত্র তুই, তোর স্ট্যাটাসই তো আলাদা ভাই! বল বল প্রব্লেম টা কি তোর?" প্রায় কাঁদো কাঁদো সুরে বিতান বলে " ইনস্টিটিউট এ ইন্টারনাল এক্সাম নিয়েছিল পুরো শূন্য পেলাম মাইরি, বাড়িতে মুখ দেখবো কি করে বলতে পারিস? স্যারেরা রীতিমত ঝার দিলো, বলেছে পরের বার শূন্য পেলে তাড়িয়ে দেবে। কাস্টের কোটায় জ্যাম এ ১৬০০ রাঙ্ক করেও তোদের মতো মেধাবী ছেলেদের পিছনে ফেলে আমি এগিয়ে গেলাম, তখন অপ্রত্যাশিত প্রাপ্তির মহানন্দে আই আই টি পড়ার স্বপ্নে মশগুল হয়েছিলাম। কিন্তু সে ঘোর ভাঙলো কঠিন বাস্তবতায়। অত শক্ত পড়াশোনা আমার মতো সাধারণ মানের ছাত্রের মাথায় ঢোকে কখনো! কিন্তু সে কথা বোঝে কে!!"
    সুজয়: "সে তো নাহয় বুঝলাম কিন্তু এখন তোর অসুবিধাটা কোথায়? ভালো করে পড় না ভাই ঠিক পাস করে যাবি।"
    বিতান: "নারে সে আর হবার নয় বোধহয়, যা কঠিন কঠিন অঙ্ক দেয় সব মাথার উপর দিয়ে বেরিয়ে যায়, মাথায় পেরেক ঠুকলেও সে সব মাথায় ঢুকবে না, তাই তো তোর শরণাপন্ন। জানিস মা বাবাকে এতো করে বোঝাচ্ছি এখানে পড়া ছেড়ে নিজের আগের ইউনিভার্সিটিতে ফিরে যাই, কিন্তু তাদের সামাজিক সম্মানহানির ভয়ে আমাকে ছাড়তেও দেবে না। এখন আমার মরা ছাড়া আর কি উপায় বল!! ফেল করা ছেলেকে সমাজ কি চোখে নেবে তুই ভাবতে পারছিস?"
    সুজয়: "হুঁ সে না হয় বুঝলাম সব, এখন বল আমায় কি করতে হবে?"
    বিতান: "তুই আমার একমাত্র ভরসা ভাই। তুই এত মেধাবী ছাত্র,আমায় অঙ্ক শেখানোর শেষ চেষ্টাটুকু তোকেই নিতে হবে সোনা, তুই "না" বললে আমার হোস্টেল এর ছাদ থেকে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না রে।"এক নিঃস্বাসে এতোগুলো কথা বলে একটু দম নেয় বিতান। সুজয় বন্ধুর প্রতি সহমর্মিতা জানিয়ে বলে "আরে ইয়ার টেনশন মাত লো, ম্যায় হুঁ না।"
    তারপর ফোনটা রেখে দিয়ে গভীর মনে ভাবে "হায় রে আমাদের শিক্ষা ব্যবস্থা! ধিক্ আমাদের দেশের কাস্ট সিস্টেম! আমি সর্বভারতীয় JAM এক্সাম দিয়ে ৫৯ রাঙ্ক করেও ওর মতো টপ ইন্সটিটিউট এ পড়ার সৌভাগ্য করি নি কিন্তু সংরক্ষণের সুবিধা নিয়ে কত কম নম্বর পেয়েও বিতান দেশের সর্বোচ্চ institute এ চান্স পেয়েও মেধার অপ্রতুলতার কারণে মানসিক যাতনায় মরমে মরে আছে। আজ ওর জায়গায় মেধাবীরা সুযোগ পেলে তো এই ভাবে মানবসম্পদের অপব্যবহার বা অবমূল্যায়ন হতো না।।"
    (সত্য ঘটনা অবলম্বনে)
    শুভ্রা ভট্টাচার্য

    • @shyamalsengupta2663
      @shyamalsengupta2663 2 роки тому

      Debabrata Babu,
      This sufferings are not only for your real story, I myself was deprived for same quota system in India. This qouta system was started to promote the backward class temporarily, for few years. But the CRIMINAL Poiticians extending today also aftr 75 years, rather increasing day by day.
      Thus India is loosing ultimately neglecting the "Talents" and forowarding the improper candidates. There should not be any reservation now after 75 years. If the so called Dalits yet could not able to come into the main stream of their own, THEY WILL NEVER BE ABLE TO FOR THE REST OF THEIR LIVES.

    • @jasodamondalsar4326
      @jasodamondalsar4326 Рік тому

      Asadharaon

  • @debdassardarordinary.7335
    @debdassardarordinary.7335 2 роки тому +1

    Thank you sir.
    Khub kom Bangali Thankay nia video kore Tader moddhay apni onno tomo. Thik kotha bolen. Ajana jinis kay jana.please a rokom video korben sir. 💜

  • @papridas887
    @papridas887 2 роки тому +1

    অত্যন্ত যুক্তিনিষ্ঠ আলোচনা

  • @hamiduzzaman1
    @hamiduzzaman1 10 місяців тому +1

    🙏🙏

  • @g.mustafa8751
    @g.mustafa8751 5 місяців тому

    যুগে যুগে এরকম মহাপুরুষেরাই বহু বাধা বিপত্তির মধ্যে থেকে মানব সভ্যতার বিবর্তন ঘটিয়েছেন।

  • @susovandolui7874
    @susovandolui7874 2 роки тому +5

    অন্যান্য মহাননেতাদের মতই ভারতবর্ষের একজন গুরুত্বপূর্ণ নেতা। যাঁর সংবিধান রচনায় মহাত্মা গান্ধী প্রশংসা করেছিলেন।

    • @অগ্নিমিত্র
      @অগ্নিমিত্র Рік тому

      সংবিধান রচনার আগেই গান্ধীজি মারা গেছিলেন।

  • @sujitmajumdar3746
    @sujitmajumdar3746 2 роки тому +1

    There were lot of great person/religious guru born in India/Bengal but could not change mentality of majority people....There wre tired and frustrated and hopeless after certain time.

  • @UmyanuMarma-p5s
    @UmyanuMarma-p5s 10 місяців тому

    প্রত্যেক মানুষের ব্যক্তিগত বিষয় থাকে এটাই স্বাভাবিক। সে জাতির নারী হোক অন্যায় বা বিতর্কিত হওয়া উচিত না।

  • @soumitrakundu2613
    @soumitrakundu2613 2 роки тому +2

    Darun

  • @debmukh6942
    @debmukh6942 2 роки тому +9

    জাতী ভিত্তিক প্রশংসা পত্র নিয়ে কেউ চাকরি বা শিক্ষা ক্ষেত্রে প্রবেশ করছে ( অনেক যোগ্য ব্যক্তি কে পিছনে ফেলে) কিন্তু জাতী বিষয়ে কোন কথা বললে জেল পর্যন্তও যেতে হচ্ছে, ( যেমন বিশ্বভারতীর অধ্যাপক গেলেন) is this justice???
    এই একটি মানুষ জেনারেল দের শেষ করার জন্য যথেষ্ট।
    যদিও উনি কিন্তু 10 বছরের জন্যই সংরক্ষণ চেয়েছিলেন।

    • @susovandolui7874
      @susovandolui7874 2 роки тому

      এসটি সার্টিফিকেট তৈরি করে আপার কাষ্টের লোক গুলো শুধু ফেসিলিটি নেওয়ার জন্য । চাকরি করবে বলে। সরকারি চাকরি। করছে অনেকে একটু খোঁজ নিয়ে দেখুন না। বিয়ে করার সময় বিয়ে দেবার সময় জাত নিয়ে বড় বড় কথা বলছেন কেন? তখনতো গর্ববোধ করেন,! সমাজে মাথা উঁচু করে চলেন! আর লজ্জা দেবেন না! জাত তুলে গালাগালি পারেন তো! মনে মনে ভাবেন তো। জাতিভেদ কে তুলেছে। অনেক কথা বলার আছে। এটাতো তুচ্ছ। নিচু জাত বলে তাদের উপর কি অত্যাচার চলেছে অতীতে এবং এখনো চলছে সাড়া ভারতবর্ষজুড়ে প্রতিদিন খোঁজ নেন কোথায় কি হচ্ছে। মুখার্জীবাবু। ভুল বললে মাফ করবেন

    • @debmukh6942
      @debmukh6942 2 роки тому +2

      @@susovandolui7874 মানছি, পাশাপাশি এটাও একটু ভেবে দেখবেন 15% পেয়ে একজন ডাক্তার হচ্ছে (entrance test e) আর 55% এ একজন ফেল করছে, এভাবে চললে ভবিষ্যতে কোন দিকে এগোচ্ছি আমরা??? কাদের হাতে থাকবে আমাদের বাঁচা মরার দায়িত্ব???

    • @sisirkumarsarkar2245
      @sisirkumarsarkar2245 2 роки тому +1

      @@debmukh6942 jara reservation chara boro boro minister ba administrator hoyechen Tara Desh ba rajjo k kon dike niye geche ba niye jache seta akbar vabben

    • @debmukh6942
      @debmukh6942 2 роки тому

      @@sisirkumarsarkar2245 desh ta sudhu matro reservation er karon e ses hote r basi dari nai..

    • @sisirkumarsarkar2245
      @sisirkumarsarkar2245 2 роки тому

      @@debmukh6942 policy making ba policy carry korar highest position a general caste er lok jon thake tader bolun reservation tule dite tate jodi unnoti hoy r reservation system er history ta akbar parle janar cesta korben

  • @pijushdas5963
    @pijushdas5963 2 роки тому +1

    Khub valo

  • @zahidulislam1195
    @zahidulislam1195 Рік тому +1

    *কথাটাই মিথ্যা। thoughts on pakistan বইটির একই পৃষ্ঠার নিচের অংশে লোক বিনিময়ের কথা বলা আছে ১৯৪১ সালে এটা কি ভাবে হয়?*

  • @kishorroy1592
    @kishorroy1592 5 місяців тому

    Dear sir please sc st community have got not certificate present moment and verious trouble have gave them by WB govt as appropriate some certificate previous door comp and office submitted so you will have take action against these purpose thanks i will have wait for your sulution sir

  • @X___Jamse____boo
    @X___Jamse____boo 6 місяців тому

    আপনি কি বলতে চান শুধু দলিত দের নিয়ে ভাবতেন ? না
    তিনি সবার জন্য ভাবতেন l তাহলে
    হিন্দু কোড বিল কিসের জন্য ছিল?

  • @mitaghosh7132
    @mitaghosh7132 2 роки тому +1

    নববর্ষের নমস্কার রইল।

  • @ankushsarkar157
    @ankushsarkar157 2 роки тому +5

    লোকটাকে আমার ব্যক্তিগত ভাবে মোটেও ভালো লাগে না, সংবিধান রচয়িতা হিসেবে সম্মান করতে হবে ঠিকই, কিন্তু মন থেকে শ্রদ্ধা করতে পারিনা, আমার একে পক্ষপাত দোষে দোষী মনে করি

    • @georgenath2682
      @georgenath2682 2 роки тому +1

      কি রকম পক্ষপাত দোষ আছে তার।

    • @dsambuddha
      @dsambuddha 2 роки тому +1

      Constitution was copied not any invention of bra

    • @georgenath2682
      @georgenath2682 2 роки тому

      @@dsambuddha আপনি ভাল করে ইতিহাসটা ঘেঁটে দেখুন তবে সংবিধান রচনার পেক্ষাপট জানতে পারবেন। তারপর বুঝতে পারবেন লোকটি কি বা কেন পক্ষপাত করেছে।

    • @dsambuddha
      @dsambuddha 2 роки тому +2

      @@georgenath2682 all he wanted was to destroy Hinduism from India

    • @ashokehalder1959
      @ashokehalder1959 Рік тому

      যারা আম্বেদকর এর সংরক্ষণ বিষয়ে সমালোচনা করছেন তারা ১৯৩২ সালের পুনাচুকতি টি পড়ে নেবেন। এই সংরক্ষণ ব্যবস্থা সংবিধানে না থাকলে ভারতের মানচিত্র বদলে যেত। ইতিহাস পড়ুন জানুন সংরক্ষণ ব্যবস্থার ভিত্তি কি, কেন সংরক্ষণ দেওয়া হয়েছিল না জেনে মন্তব্য করবেন না। সংরক্ষণ কারোর দয়ার দান নয়।

  • @gopalbiswas1291
    @gopalbiswas1291 2 роки тому +4

    Dalit o nari jatir bhagoban, manabatar Surya Babasaheb Dr Ambedkar ji ke tar janmo dibase satokoti pronam janai🙏🙏🙏

  • @sourabbiswas4099
    @sourabbiswas4099 2 роки тому +3

    Dada, please reply me.

  • @Ujjwalmandal-vs8gj
    @Ujjwalmandal-vs8gj 6 місяців тому

    ST AS OBC আমরা একই সমাজের মানুষ

  • @santanudas6485
    @santanudas6485 Рік тому

    Nice

  • @mangaldipmandal5516
    @mangaldipmandal5516 Рік тому

    আম্বেদকর always right

  • @MITHUNDAS-of2jd
    @MITHUNDAS-of2jd 2 роки тому +1

    Ini anek vlo kaj ooo krechhen

  • @Storiz-rh3oz
    @Storiz-rh3oz 2 роки тому

    Better

  • @milanbiswas8773
    @milanbiswas8773 Рік тому +1

    I mind that Boudhya Dharma is greatest .

  • @khokanpramanik7143
    @khokanpramanik7143 2 роки тому +1

    বাবা সাহেব, হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, এটি কতটা সঠিক সিদ্ধান্ত ছিল,? একটু বলবেন,,,,?

    • @thegalposalpo
      @thegalposalpo  2 роки тому +1

      এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। সঠিক-বেঠিক বলার আমরা কেউই নই।

    • @khokanpramanik7143
      @khokanpramanik7143 2 роки тому

      @@thegalposalpo দাদা, বাবা সাহেব ওনার অনুগামীদেরও বৌদ্ধ ধর্মে দীক্ষিত করে ছিলেন, তাহলে কী এটি ব্যক্তিগত হল,,,,? একটু বলবেন,,,,।

    • @thegalposalpo
      @thegalposalpo  2 роки тому +2

      @@khokanpramanik7143 উনি কাউকে দীক্ষিত করেন নি। দীক্ষা নেওয়ার জন্য আহ্বান করেছিলেন। তবে সেই আহ্বানে সাড়া পড়েছিল বিপুল। এই সিদ্ধান্ত তাঁর, বা তাঁদের ব্যক্তিগত বলেই মনে করি।

    • @oneoneoneone-m2f
      @oneoneoneone-m2f 2 роки тому

      Hya তো ???
      হিন্দু ধর্মের মধ্যে শুদ্র অস্পৃশ্য হয়ে থাকার চেয়ে বৌদ্ধ হয়ে যাওয়া অনেক ভালো । ওখানে অন্তত এসব নেই ।

  • @sumitray1772
    @sumitray1772 10 місяців тому +1

    জয় ভীম

  • @biswakarmainfoworld
    @biswakarmainfoworld 2 роки тому +2

    Excellent

  • @mangaldipmandal5516
    @mangaldipmandal5516 2 роки тому +5

    Actually B.R Ambedkar always right .

  • @rajeshnath5069
    @rajeshnath5069 2 роки тому +1

    Apni ki bamponti ?

  • @SumantaBanerjee-t7w
    @SumantaBanerjee-t7w 2 роки тому

    shadinotar age onar kono obodan dekha jai na. shadinotar porei onar activities dekha jai

  • @soumitrakundu2613
    @soumitrakundu2613 2 роки тому +1

    Kar kar ka6e here6ilo tar nam ki?

  • @dipanjanghorai9141
    @dipanjanghorai9141 Рік тому

    Apnar kotha r alochona ak torofa o misleading, propaganda vedio na kore valo vedio banan

  • @dr.m.s.shekharmotua576
    @dr.m.s.shekharmotua576 2 роки тому

    এই গল্পকারের নাম কি ? কি তার পরিচয় ?

    • @thegalposalpo
      @thegalposalpo  2 роки тому +1

      What's in a name!

    • @dr.m.s.shekharmotua576
      @dr.m.s.shekharmotua576 2 роки тому

      @@thegalposalpo নাম না দিলে সেটা ত বেওয়ারিশ , অনির্ভরযোগ্য হয়ে যায় । গ্রহণযোগ্যতা পায় না । ধন্যবাদ অনামী মহোদয়কে ।

    • @arunabhachakrabarty7591
      @arunabhachakrabarty7591 2 роки тому +1

      @@thegalposalpo uni apnar jaati jante 4an...karon apni jodi upper caste hon specially brahmin hon tahole apnar opor sc st atrocity act lagiye apnar jibon ses kore uni onar dalit ego ke satisfy korte pare

    • @oneoneoneone-m2f
      @oneoneoneone-m2f 2 роки тому

      @@arunabhachakrabarty7591
      😂😂😂 Good one , ভালো ধরেছেন

  • @bengaltiger1545
    @bengaltiger1545 2 роки тому +4

    জুতার মালা পড়ানো উচিত

    • @tonmoydas97
      @tonmoydas97 2 роки тому +6

      সত্যিটা গায়ে লাগলো!

    • @SubrataDalai-u3n
      @SubrataDalai-u3n 2 місяці тому

      Tor mukhe juto Mara uchit bc chal ekhan theke

  • @mangalmajumder8358
    @mangalmajumder8358 2 роки тому +1

    Amar kichu prosno apnar proti-
    1.Apni bar bar dalit dalit bolchen,Bharate amader sc,st,obc der dalit k baniyechilo?
    2.Apni hindu hindu bolchen-
    Tahole bolun hindu sobder ortho ki?
    Geeta,Ramayan,Bed orthat brahmander lekha joto dhormogrontho ache,segulor kothay hindu sobdo ache?
    3.Sc,st,obc der jonmosutre nichu jat,osprisso,sudro bola hoy,tahole prosno holo-
    Akjon jonmosutre uchu jat r akjon nichu jat- dujonei aki dhormer hoy ki kore?

  • @ovibarua9952
    @ovibarua9952 2 роки тому

    🙏🙏🙏

  • @debmukh6942
    @debmukh6942 2 роки тому +2

    গল্প
    শিরোনাম : মেধার অপব্যবহার
    কলমে : শুভ্রা ভট্টাচার্য
    তারিখ : ০২/০৫/২০২২
    "সুজয় আমাকে বাঁচা ভাই, আমার জীবন বরবাদ হয়ে গেলো, আমি পুরো ফেল করে যাবো রে"ফোনে বিতানের কাতর কণ্ঠের আকুলতা। সুজয় বলে "আরে ইয়ার, কি হলো রে! এতো কান্নাকাটি কিসের? মুম্বাই আই আই টি র ছাত্র তুই, তোর স্ট্যাটাসই তো আলাদা ভাই! বল বল প্রব্লেম টা কি তোর?" প্রায় কাঁদো কাঁদো সুরে বিতান বলে " ইনস্টিটিউট এ ইন্টারনাল এক্সাম নিয়েছিল পুরো শূন্য পেলাম মাইরি, বাড়িতে মুখ দেখবো কি করে বলতে পারিস? স্যারেরা রীতিমত ঝার দিলো, বলেছে পরের বার শূন্য পেলে তাড়িয়ে দেবে। কাস্টের কোটায় জ্যাম এ ১৬০০ রাঙ্ক করেও তোদের মতো মেধাবী ছেলেদের পিছনে ফেলে আমি এগিয়ে গেলাম, তখন অপ্রত্যাশিত প্রাপ্তির মহানন্দে আই আই টি পড়ার স্বপ্নে মশগুল হয়েছিলাম। কিন্তু সে ঘোর ভাঙলো কঠিন বাস্তবতায়। অত শক্ত পড়াশোনা আমার মতো সাধারণ মানের ছাত্রের মাথায় ঢোকে কখনো! কিন্তু সে কথা বোঝে কে!!"
    সুজয়: "সে তো নাহয় বুঝলাম কিন্তু এখন তোর অসুবিধাটা কোথায়? ভালো করে পড় না ভাই ঠিক পাস করে যাবি।"
    বিতান: "নারে সে আর হবার নয় বোধহয়, যা কঠিন কঠিন অঙ্ক দেয় সব মাথার উপর দিয়ে বেরিয়ে যায়, মাথায় পেরেক ঠুকলেও সে সব মাথায় ঢুকবে না, তাই তো তোর শরণাপন্ন। জানিস মা বাবাকে এতো করে বোঝাচ্ছি এখানে পড়া ছেড়ে নিজের আগের ইউনিভার্সিটিতে ফিরে যাই, কিন্তু তাদের সামাজিক সম্মানহানির ভয়ে আমাকে ছাড়তেও দেবে না। এখন আমার মরা ছাড়া আর কি উপায় বল!! ফেল করা ছেলেকে সমাজ কি চোখে নেবে তুই ভাবতে পারছিস?"
    সুজয়: "হুঁ সে না হয় বুঝলাম সব, এখন বল আমায় কি করতে হবে?"
    বিতান: "তুই আমার একমাত্র ভরসা ভাই। তুই এত মেধাবী ছাত্র,আমায় অঙ্ক শেখানোর শেষ চেষ্টাটুকু তোকেই নিতে হবে সোনা, তুই "না" বললে আমার হোস্টেল এর ছাদ থেকে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না রে।"এক নিঃস্বাসে এতোগুলো কথা বলে একটু দম নেয় বিতান। সুজয় বন্ধুর প্রতি সহমর্মিতা জানিয়ে বলে "আরে ইয়ার টেনশন মাত লো, ম্যায় হুঁ না।"
    তারপর ফোনটা রেখে দিয়ে গভীর মনে ভাবে "হায় রে আমাদের শিক্ষা ব্যবস্থা! ধিক্ আমাদের দেশের কাস্ট সিস্টেম! আমি সর্বভারতীয় JAM এক্সাম দিয়ে ৫৯ রাঙ্ক করেও ওর মতো টপ ইন্সটিটিউট এ পড়ার সৌভাগ্য করি নি কিন্তু সংরক্ষণের সুবিধা নিয়ে কত কম নম্বর পেয়েও বিতান দেশের সর্বোচ্চ institute এ চান্স পেয়েও মেধার অপ্রতুলতার কারণে মানসিক যাতনায় মরমে মরে আছে। আজ ওর জায়গায় মেধাবীরা সুযোগ পেলে তো এই ভাবে মানবসম্পদের অপব্যবহার বা অবমূল্যায়ন হতো না।।"
    (সত্য ঘটনা অবলম্বনে)
    শুভ্রা ভট্টাচার্য