Blood Pressure Measurement। প্রেসার কখন মাপাবেন। Dr. Saklayen Russel

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @shahsiddique2951
    @shahsiddique2951 2 роки тому +30

    স্যার, অসাধারণ। আল্লাহ আপনাকে ডাক্তার হিসেবে যতটুকু দিয়েছেন তেমনি বুঝিয়ে কথা বলার দক্ষতা এবং মানসিকতা দিয়েছেন। আপনার সুস্থতা কামনা করি।

  • @habiburrohman5866
    @habiburrohman5866 3 роки тому +25

    এই সব লেকচার শুনলে আমাদের অনেক অজ্ঞতা দূর হবে, ধন্যবাদ দাক্তার সাকলাইন,মহান আল্লাহ পাক আপনাকেও সুস্থ রাখুন

  • @mathschool24tv35
    @mathschool24tv35 4 роки тому +15

    জাজাকাল্লাহু খইরুন।
    খুব সুন্দর আলোচনা।
    এখানে অনেক জ্ঞান আছে।
    সব ডাক্তারেরই এমন হাসিমুখ উপস্থাপন হওয়া উচিৎ।
    আমাদের বড় অভাব সেবার চিকিৎসকের।
    ব্যবসায়িক চিকিৎসক বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠছে না।
    আপনার মাধ্যমে অন্যদের বলছি, আসুন আমরা সত্যিকারের ডাক্তার হই।

  • @abdullahalmilon3981
    @abdullahalmilon3981 Рік тому +5

    আপনার ভিডিও আজকেই প্রথম দেখলাম। তাতে বুঝলাম আপনি মানুষের মন জয় করার মত মানুষ। ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত আপনার সেবাগ্রহণকারী একজন ব্যক্তি হবো। আল্লাহ আপনাকে ভাল মনের একজন ডাক্তার হিসেবে কবুল করুক (আমিন)।

  • @KalyanRoy-c2b
    @KalyanRoy-c2b Рік тому +21

    ভারতের শিলিগুড়ি থেকে লিখছি। প্রেসার সম্পর্কে অসম্ভব সুন্দর ভাবে আপনি পরামর্শ দিয়েছেন যা হৃদয় ছুঁয়ে যায়। নিঃসন্দেহে আপনি বাংলাদেশ তথা সারা বিশ্বের গর্ব । আপনার মতো চিকিৎসক গোটা বিশ্বেই ভীষন প্রয়োজন। যার পরামর্শ শুনেই যেন শরীরের অর্ধেক রোগ দূর হয়ে যায়। ভগবান আপনাকে সুস্থ রাখুন । আপনার জীবনে অনেকে অনেক অনেক সাফল্য কামনা করি। ❤❤❤

  • @aahasan9008
    @aahasan9008 2 роки тому +44

    ডাক্তার যদি এমন হয়,,রোগী অর্ধেক সুস্থ হয়ে যাবে।।
    just love it♥

  • @abedreza8532
    @abedreza8532 Рік тому +3

    আল হামদুলিল্লাহ্ ।
    সকল প্রকার প্রশংসা একমাত্র আল্লাহর জন্যই ।
    এই ভিডিও অনেক আগেই একবার দেখেছি , আজকে আরেকবার দেখলাম প্রিয়জনদের সাথে সেয়ার করলাম ।
    জাজাকাল্লাহ খাইরান

  • @mustafachakder4005
    @mustafachakder4005 Рік тому +2

    আপনার উপস্থাপন এতো সুন্দর যা ভাষায় বুজানো যাবেনা, দুঃখ্যের বিষয় কোন রোগীর পক্ষে আপনার চিকিৎসা নেয়ার প্রকৃয়াটি অত্যান্ত টাফ। আমি চেষ্টা করে ব্যর্থ হয়েছি, নিয়মের এতোগুলি ধাপ পেরিয়ে আপার পর্যন্ন পৌঁচানো আমার মতো বিজি মানুষের পক্ষে সম্ভব হয়নি । আপনার মতো বিশ্বমানের ভাসকুলার সার্জন নিয়ে আমরা গর্বিত।

  • @masudparvej6095
    @masudparvej6095 Рік тому +16

    প্রথমে ভেবেছিলাম ভারতীয় ডাক্তার।
    আলহামদুলিল্লাহ আমাদেরও তাহলে এমন ডাক্তার আছে।দোয়া রইল স্যার...

  • @nasimaislam9011
    @nasimaislam9011 3 роки тому +18

    স্যারের কথাগুলো শুনতে এত ভাল লাগে ! একজন ডাক্তারকে তো এমনই হওয়া উচিত ।

  • @lipikagupta8339
    @lipikagupta8339 3 роки тому +99

    ডাক্তার তো এরকমই হতে হবে-যাকে দেখে মন ভাল হয়ে যায়।খুব ভাল থাকবেন।ভগবান আপনার মঙ্গল করুন।

    • @gaziabdulawalsaboj6266
      @gaziabdulawalsaboj6266 3 роки тому +13

      সত্যি বলেছেন। ছেলেটার ভিডিওগুলো দেখে বড়ই উপকৃত হই। আল্লাহর কাছে তার সার্বিক মঙ্গল কামনা করি।

    • @nayandebnath2320
      @nayandebnath2320 3 роки тому

      ,,

    • @aparnachowdhury7234
      @aparnachowdhury7234 2 роки тому +1

      নমস্কার । আপনার কথা খুব ভালো লাগল।

    • @kuhelimallik7285
      @kuhelimallik7285 2 роки тому +1

      @@gaziabdulawalsaboj6266 11

    • @khadijakhatun5880
      @khadijakhatun5880 Рік тому +1

      Khub valo laglo advice

  • @shajahanalishamrat1638
    @shajahanalishamrat1638 Рік тому +1

    আপনার কথা শুনেই আমার প্রেসার স্বভাবিক হয়ে গেছে।
    এক কথায় অসাধারণ......
    অসুখ, মন দুটোই ভল হয়ে যায়।

  • @khaledabegum6119
    @khaledabegum6119 4 роки тому +11

    বাংলা শব্দের যেমন শব্দকোষ থাকে তেমনি আপনি হচ্ছেন তথ্যের তথ্য কোষ । আলহামদুলিল্লাহ ! অনেক কিছু জানতে পারলাম ।

  • @sambobhattacharyachakrabor7549
    @sambobhattacharyachakrabor7549 3 роки тому +2

    খুব ভাল বললে বাবা আমি একজন প্রেসারের রুগি , তোমার কথা শুনে খুব ভাল লাগল । এভাবেই মানুষের মনে সাহস জো গিয়ে যাবে । ঈশ্বর তোমার মঙ্গল করুন এই প্রার্থনা করি । ভাল থেকো বাবা

  • @mohidulislam-co6kd
    @mohidulislam-co6kd 4 роки тому +11

    স্যার আপনাকে কি বলে ধন্যবাদ দিব জানিনা..... এতো ভালো কাজ করতেছেন মানুষের জন্য।আপনার জন্য আল্লাহর কাছে সুস্থতা কামনা করছি । আল্লাহ যেন আপনার নেক হায়াত বাড়িয়ে দেয়।

    • @bipasahaque3340
      @bipasahaque3340 4 роки тому

      Ami ekjon old women. Ami apnake chamber e debate chi,Apnar appointment kivabe korbo Janelle joshi hobo.

  • @shajahanalishamrat1638
    @shajahanalishamrat1638 Рік тому +1

    আপনার কথা শুনেই আমার প্রেসার স্বভাবিক হয়ে গেছে।
    এক কথায় অসাধারণ......
    অসুখ, মন দুটোই ভল হয়ে যায়। ❤

  • @nitadhua3775
    @nitadhua3775 4 роки тому +6

    খুব দরকারী একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ। আপনার বাচনভঙ্গি , গলার স্বর এক কথায় অপূর্ব। ভালো থাকবেন। অনেক শুভেচ্ছা রইল। পশ্চিম বঙ্গ থেকে বলছি।

  • @supravobhuiya7969
    @supravobhuiya7969 3 роки тому +36

    আপনার কথা শুনলে এমনিতেই পেসার কমে যাবে। কথা শুনে খুব ভালো লাগলো।

  • @tanvirmahmud1354
    @tanvirmahmud1354 3 роки тому +8

    ডাক্তারের কাছে অর্ধেক রোগি নিরাময় পায় তাদের কথায়। আর অর্ধেক তাদের চিকিৎসায়। আল্লাহ্‌ আপনাকে উত্তম প্রতিদান দিক। যদিও নিরাময়ের মালিক আল্লাহ্‌ । আপনাদের কারনে দুনিয়া এত সুন্দর

    • @jogmayabanerjee4776
      @jogmayabanerjee4776 3 роки тому

      ডাক্তার বাবু আপনার মতামত ভীষণ ভালো লাগলো।

  • @lipikagupta8468
    @lipikagupta8468 3 роки тому +3

    খুব সুন্দর।কথাই লোকের আসল পরিচয়।শেষ লাইনটাই আপনার ব্যক্তিত্ব।ভাল থাকবেন।

  • @khrazzaque9653
    @khrazzaque9653 2 роки тому +6

    ডাক্তারকে অনেক ধন্যবাদ। চমৎকার বিশ্লেষণ।

  • @farukfarukgazi8377
    @farukfarukgazi8377 3 місяці тому +1

    এতো কৌশল আমাদের এখানে কোনো ডাক্তার করে বলে আমার জানা নেই। আপনি যেভাবে বিবেচিত করেন সব ডাক্তার এমন করে না আপনার জবাব নেই❤❤❤

  • @mahfuzabegum4943
    @mahfuzabegum4943 4 роки тому +5

    Alhamdulillah আপনার কথা গুলো শুনে উপকৃত হলাম ।আল্লাহ্ আপনাকে ভালো রাখুক

  • @faizullahmollah9511
    @faizullahmollah9511 Рік тому +1

    স্যার আপনি এক জন ভালো মানের মানুষ আপনার কথা শুনে আমি বুঝতে পারলাম ধন্যবাদ স্যার

  • @ras59-c8r
    @ras59-c8r 3 роки тому +6

    ধন্যবাদ,
    মাত্র ৭:৫৬ মিনিটে যেভাবে বুঝালেন ইনশাআল্লাহ যতদিন মস্তিষ্ক সচল থাকবে ততদিন এই ধারণা গেথে থাকবে। তবে স্যার লোপ্রেসার নিয়ে যদি ৩০ সেকেন্ড বলতেন তাহলে পুরো বিষয়টা এক সাথেই জানা হয়ে যেতো।
    আল্লাহ আপনার সহায়ক হোক।

  • @tanjirmahmud3084
    @tanjirmahmud3084 Рік тому +1

    Not only is he a doctor, but he is also a great speaker! His presentation is incredible. Every doctor should follow the behavior and attitude of Dr, saklayen. I salute the mother who gave birth to Saklayen.Dr

  • @aynapori
    @aynapori 3 роки тому +5

    প্রেশার সম্পর্কে অনেক নতুন ধারণা পেলাম। ধন্যবাদ স্যার।

  • @sudiparoy1583
    @sudiparoy1583 3 роки тому +2

    আপনার কথা শুনলে সত্যি এমনিতেই প্রেসার কমে যাবে... Dr. যদি আপনার মতো হয় তাহলে কোনো রোগকেই ভয় লাগবেনা আপনার কথায় possitive vive আছে... ভালো থাকবেন sir

  • @bisnuaounsarker4099
    @bisnuaounsarker4099 Рік тому +4

    ভাল মানসিকতার চিকিৎসক
    ভগবান আপনার মঙ্গল করুক।

  • @basudebadherjee5674
    @basudebadherjee5674 4 роки тому +2

    You are a Pt. Lover not money lover. As a result society lover. God bless you and your family.
    Basudeb. Jamshedpur. Tata nagar,
    INDIA.

  • @myoldgramophoneinworkingco2559
    @myoldgramophoneinworkingco2559 4 роки тому +3

    Doctors r the images of God..your advices n information r really beneficial to us..May Allah bless u to serve humanity..

  • @suvankardas4499
    @suvankardas4499 4 роки тому +1

    আপনার মত স্পষ্ট শিকারক্তির ডাক্তার সব দেশে খুব প্রয়োজন। এত সুন্দর করে বোঝালেন সত্যি অসাধারণ লাগলো।
    নতুন বছরের আগাম শুভেচ্ছা রইলো।🙏

  • @imranjvj7398
    @imranjvj7398 4 роки тому +72

    অসাধারণ আপনার বোঝানোর ভঙ্গি।
    আপনার হাসি দেখলে রোগী ভালো হয়ে যাবে।

    • @prosenjitpanja8256
      @prosenjitpanja8256 4 роки тому +4

      👍
      সত্যি

    • @shimuakther9477
      @shimuakther9477 3 роки тому

      Ri8👍

    • @pringelrabidas4198
      @pringelrabidas4198 3 роки тому +1

      amio ekmot

    • @zabunnahar2287
      @zabunnahar2287 3 роки тому

      @@pringelrabidas4198 k

    • @prasantagoswami1477
      @prasantagoswami1477 3 роки тому +1

      মানুষ না ভগবান।আপনেৱ কথা শুনলে ৰোগ ভালো হৈয়া যায়।আমাদেৱ "অসমে"india তে হলে আমি একবাৱ দেখা কৰতাম। ধন্যবাদ।

  • @narayanpurgps
    @narayanpurgps 2 роки тому +1

    ডঃ হিসেবে আপনার কথাগুলো খুবই ভাল এবং খুবই গুরুত্বপূর্ণ , ডঃ অনেক আছে কিন্তু এরকমভাবে সবাই রোগীকে বোঝাতে পারবেননা যেটা আপনি পারেন,আপনার কথাগুলো শুনে রোগী ৯০% ভালো হয়ে যাবে।

  • @chittaranjansarkar4081
    @chittaranjansarkar4081 3 роки тому +21

    I am from India. The doctor has much experience, he is accurate adviser. Thanks.

  • @sharmishthalohar3035
    @sharmishthalohar3035 Рік тому +1

    অসাধারণ ব্যাখ্যা 🙏🙏🙏আপনার মতো ডাক্তারের কাছে গেলেই রোগী সুস্থ বোধ করবে খুব সুন্দর কথা বললেন আপনি।

  • @kamruzzamankajol1903
    @kamruzzamankajol1903 4 роки тому +4

    অসাধারণ সেবা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য।

  • @farukmoni5681
    @farukmoni5681 Рік тому +1

    এত সাবলীল ভাষার ডাক্তার ও বাংলাদেশে আছেন জানতাম না। God bless u sir.❤

  • @cindrellaray7197
    @cindrellaray7197 4 роки тому +9

    Thank u sir. Good information. U r my most loving Doctor. God bless u. I m from INDIA😊

  • @sumitmallick8479
    @sumitmallick8479 2 роки тому

    ভীষণ ভালো লাগলো। আফসোস হচ্ছে কেন আপনার ভিডিও টি আগে দেখতে পেলাম না। অনেক ধন্যবাদ।

  • @chinmaysound8720
    @chinmaysound8720 3 роки тому +5

    আপনার মতো চিকিত্সক এখনো আছে বলেই আমরা ডাক্তারের প্রতি শ্রদ্ধাশীল।

  • @najrulislamkaji805
    @najrulislamkaji805 Рік тому

    আপনাকে ভাই বলে লিখছি কারন এই ভাষা টা আপন মনে হয়। আপনার অনেক গুলি কথা আমি শুনেছি সব কথায় আমার অনেক ভালো লাগছে। একটা কথা আপনার স্পেশাল যাদের পেশার আছে তারা ঔষধ সারাজীবন খাবে তাই সাইড ইফেক্ট কম দিয়ে তৈরি করেছেন। সালাম আপনাকে

  • @papuldutta6263
    @papuldutta6263 3 роки тому +5

    Thank you Dr.saheb for giving us details about different kinds of diseases

  • @mdsulaiman8255
    @mdsulaiman8255 2 роки тому

    এমন উপদেশ জীবনে এই প্রথম জানলাম। সেরার সেরা।

  • @Yesterday_Once_More
    @Yesterday_Once_More 4 роки тому +9

    Very very good analysis. Highly accurate & informative. Thank you Sir.

  • @mela.com24
    @mela.com24 Рік тому

    আপনার উপস্থাপনা অসাধারণ ! মহান সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন !

  • @golamkibriakcc7396
    @golamkibriakcc7396 3 роки тому +9

    অনেক ধন্যবাদ স্যার অজানা ও গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেয়ার জন্য।

  • @subratachakraborty5250
    @subratachakraborty5250 6 місяців тому

    বাহ। এই তো সত্যিকারের ডাক্তার। খুব ভালো থাকুন আপনিও। ❤

  • @MohammedAli-pi7mt
    @MohammedAli-pi7mt 4 роки тому +10

    স‍্যার আপনি আর জাহাঙ্গীর কবির স‍্যার খুব ভালো মানুষ লাভ ইউ।

    • @sarmisthagupta5776
      @sarmisthagupta5776 4 роки тому

      Thank you dr, your presentation instilled confidence in us,you are a real

  • @sofikulislam4884
    @sofikulislam4884 11 місяців тому

    আমার হিসাবে ডক্টর বাবু খুব খুব ভালো।।খুব সুন্দর যুক্তি দাই।ভালো থাকবেন sir❤

  • @habibrahman7216
    @habibrahman7216 4 роки тому +4

    আলোচনা খুবই ভাল লাগল আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুন

    • @anasmunshi6453
      @anasmunshi6453 3 роки тому

      আপনার কথা শুনে আমি অনেক কিছু শিখেছি ধন্য বাদ আপনাকে

  • @murshedkamal9485
    @murshedkamal9485 2 роки тому +1

    ডাঃ সাহেব আপনার কথা গুলো খুব গুরুত্বপূর্ণ খুব উপকৃত হলাম ।

  • @you28820
    @you28820 2 роки тому +3

    জাজাকাল্লাহ অনেক সুন্দর করে বুঝেছেন স্যার

    • @abedreza8532
      @abedreza8532 Рік тому +1

      " জাজাকাল্লাহ " এই শব্দটি পরকালে অনেক বেশি কাজে আসবে ।
      ধন্যবাদ শব্দ কখনোই কোন কাজে আসবে না ।

  • @Mohdaslam-sl9pg
    @Mohdaslam-sl9pg 2 роки тому +1

    Wow! Wonderful. আমাদের দেশের প্রায় সব পেশার মানুষই যে যার কাজটা সঠিকভাবে করে না। পেশাদার সব মানুষের নিকট আমার আন্তরিক অনুরোধ আপনার একটুও বেশী করতে হবে না -just আপনার কাজটুকই আপনি করবেন। Dr.Saklayenকে অশেষ ধন্যবাদ। You have done a extra-ordinary job. We are thankful and proud of you. ZAZAKALLAKHAIR.

  • @bedaurasultana6560
    @bedaurasultana6560 3 роки тому +5

    আপনার কথ শূনলে রোগী ভালো হয়ে যাবে।। ভালো থাকবেন, দেশে গেলে আপনার সাথে দেখা করতে চাই

  • @adnanchowdhury1763
    @adnanchowdhury1763 4 роки тому +1

    অসাধারণ, অপূর্ব আন্তরিক উপস্থাপন, পুরোটাতেই মানবিক আচরণ ও দায়িত্ববোধ প্রতীয়মান। ধন্যবাদ হে মানবিক ডাক্তার।

  • @arkamukherjee1426
    @arkamukherjee1426 4 роки тому +5

    Thank you Dr. for sharing these knowledge in such a simple & lucid manner. Such awareness will surely generate good practices for the desired cause.

    • @akhtarbegum8902
      @akhtarbegum8902 3 роки тому +1

      Excellent description to understand easily. Keep it up.May ,Allah bless you.

    • @theblackhuntedhouse5598
      @theblackhuntedhouse5598 Рік тому +1

      Apnar moto daktar thakle sob Rog ek nimise valo hoye jabe

  • @niveditachaudhury3535
    @niveditachaudhury3535 Рік тому

    ডাক্তারবাবুর বক্তব্য শুনলাম ভালো লাগলো। আমার প্রেসার আছে প্রাণায়াম করি। হোমিওপ্যাথি ওষুধ সেবন করি। জীবন তো কখনও মসৃণ হয় না প্রেসার থাকবেই ওকে নিয়ে বাঁচতে হবে আমাদের। কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে।

  • @sukhensarkar2780
    @sukhensarkar2780 4 роки тому +4

    Very nice, very encouraging, very well explained. Thank you very much Doctor.

  • @SaifulIslam-yp6bk
    @SaifulIslam-yp6bk 11 місяців тому

    ধন্যবাদ প্রিয় চমত্কার পোস্টের জন্য, খুব কস্ট পাচ্ছিলাম, ইনশাআল্লাহ রুলস গুলো মেনে চলবো ❤❤

  • @informativetips7454
    @informativetips7454 4 роки тому +10

    ভাইয়া আমার একটু পার্সোনাল সমস্যা আছে তাই আপনার সাথে সরাসরি কথা বলা দরকার ছিল এখন কিভাবে কথা বলবো একটু জানাবেন প্লিজ ? I need your help emergency.

  • @MdAzad-it7fd
    @MdAzad-it7fd Рік тому +1

    আলহামদুলিল্লাহ স্যার কথা গুলো শুনে খুশি হলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।মানুষের সেবা করার আত্তা বাড়িয়ে দিন। আমিন

  • @nazrulkhan1319
    @nazrulkhan1319 4 роки тому +3

    Thanks.Brother,U r the felicity of Allah to the mankind.May U live long with sound health and amiable mentality by the grace of Allah.
    Ameen!
    To speak the truth you are a best Doctor at all.You are such a great doctor who has all the characteristics of a doctor ,whom is sent by Allah himself.No such doctor is still now seen in my life of 81yrs.
    Alhadulillah.

  • @dipalisingha160
    @dipalisingha160 Рік тому

    Very happy now .Your advice for my inspair . I am 60 years old so don't use medicine since 4 years . 150 ,90 . I want to help you now .Many thanks .

  • @mahdihussainchowdhury4648
    @mahdihussainchowdhury4648 4 роки тому +4

    Vai ekta tutorial dile valo hoy
    Manually kivabe pressure map boo

  • @SitaraAhsanullah-wr7ee
    @SitaraAhsanullah-wr7ee Рік тому

    আপনার বাচন ভংগিমা খুব সুন্দর। জীবনে সফল একজন ডাক্তার হয়ে মানুষের সেবা করবেন এটাই প্রত্যাশা।

  • @NizamUddin-mk8xm
    @NizamUddin-mk8xm 4 роки тому +11

    আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন

    • @sajidsultan6997
      @sajidsultan6997 3 роки тому

      নিয়মিত ইনডোবার 10 খেতে হয় আমাকে। কেন খেতে হয় একটু বলবেন?

  • @LipiAkter-cv9xv
    @LipiAkter-cv9xv 2 місяці тому

    আপনার মত ডাক্তারদের স্যালুট স্যার আপনাদের কথা শুনলেই শরীর ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায়

  • @shahidanasreen1810
    @shahidanasreen1810 4 роки тому +5

    Digital 3 times 3 type asee

  • @sunamrahman5829
    @sunamrahman5829 Рік тому +1

    This is we call a true doctor. I highly appreciate your words and I Truly thank you ❤

  • @asitray6736
    @asitray6736 4 роки тому +9

    এভাবে চিন্তাভাবনা করে , রোগীকে পরামর্শ দিয়ে ডাক্তারবাবুরা চিকিৎসা করলে, বেশি বয়সে এতো মানুষ এতো রোগে ভুগত না।

  • @HosneAfroz-f7x
    @HosneAfroz-f7x 8 місяців тому

    সাবলিল পরামর্শের জন্য অনেক শুভকামনা। দীর্ঘ জীবি হউন ডাক্তার সাহেব।

  • @faruquehosain5802
    @faruquehosain5802 4 роки тому +5

    love you sir

    • @faruquehosain5802
      @faruquehosain5802 4 роки тому

      sir amra bogura theke, amra sob friend suni and mani.
      kokhono proyojon hole, dhakay aktu serial diyan.

  • @shambhu522
    @shambhu522 11 місяців тому

    আমি ভারত থেকে আপনার বক্তব্য শুনে খুব খুশি হলাম।এতো সুন্দর ভাবে আপনি বোঝালেন যে তার কোনো তুলনা নেই।

    • @DrSaklayenRussel
      @DrSaklayenRussel  11 місяців тому

      ধন্যবাদ আপনাকে

    • @sagorahmed3278
      @sagorahmed3278 10 місяців тому

      ​@@DrSaklayenRusselapnar chembar koi jante chai

  • @sohiniswati1911
    @sohiniswati1911 2 місяці тому

    Ei rokom akjon Doctor er kotha sunle ardhek tension kome jabe....🙏🥰

  • @afsarmullick6132
    @afsarmullick6132 3 роки тому

    বাস্তবিক খুব ভাল ডাক্তার তুমি ! আমি calcutta এর নিকট বর্ধমান হতে বলছি! আমি cabg patient. তোমার
    বোঝানোর ব্যাপারটায় অভিভূত
    আমি !Indian dr fail!20 বছর আগে চেন্নাই এর applow তো বাই পাস operation করেছিলাম আমি! আজ আমি senior citizen!দীর্ঘ অভিজ্ঞতায় আমি এই মন্তব্যটি
    লিখলাম তোমার খাতায়!
    শুভ রাত্রি,শুভেচ্ছা!

  • @roksanaparvintania1899
    @roksanaparvintania1899 3 роки тому +2

    আল্লাহ আপনাকে দীর্ঘজীবি করুক।

  • @prakritishmondal4748
    @prakritishmondal4748 9 місяців тому

    খুব ভালো লাগলো ডাক্তার বাবু। ভালো থাকবেন। আপনারা ভালো থাকলে তবেই আমরা ভালো থাকবো।w.b Murshidabad.

  • @safeerasvlog-openvids1946
    @safeerasvlog-openvids1946 8 місяців тому

    Alhamdulillah
    Apnr video dhkle rogi amni valo hoie jabe
    Apnr moto kew bujai na
    Best doctor

  • @sukumarsarkar7150
    @sukumarsarkar7150 Рік тому

    স্যার আপনার উপদেশ গুলো অত্যন্ত গুরুত্ব পূর্ণ, শুনে অনেক উপকৃত হলাম, ঈশ্বর আপনার মঙ্গল করুন, ভালো থাকবেন. Sukumar sarkar from india, krishnagar

  • @rabindranarayanchaudhury7313
    @rabindranarayanchaudhury7313 3 роки тому

    খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন ভাই। আমি ভারতীয় বাঙালি, কলকাতায় থাকি।বয়স,৭৮ বছর।
    আমার গড় রক্তচাপ ১৬০/৯০ , তবে
    উত্তেজনা হলে বেড়ে যায়।
    তিন তলা থেকে দিনে ৩/৪ বার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে সমস্যা হয়না।
    আপনার বক্তব্যের সঙ্গে একমত।
    ঈশ্বর আপনার মঙ্গল করুন।

  • @MdGolam-bb4sc
    @MdGolam-bb4sc 21 день тому

    অনেক ডক্টর বক্তব্য শুনেছি,,,,, তবে আপনি বেস্ট স্যার

  • @aklemakk7657
    @aklemakk7657 2 роки тому +1

    অসংখ্য ধন্যবাদ ডাক্তার ভাইয়া।ভালো থাকবেন এ কামনা করি মাসাহআল্লাহ 👍অনেক সুন্দর ভাবে বুঝিয়ে বলেছেন আপনার জীবনটা সার্থময় হোক ইনশাআল্লাহ এ কামনা করি।

  • @swadeshdutta4400
    @swadeshdutta4400 2 роки тому

    খুব ভালো এবং প্রয়োজনীয় Information দেওয়ার জন্য ডাক্তার বাবুকে অনেক ধন্যবাদ।

  • @mahamudaislam
    @mahamudaislam Рік тому +1

    খুব সুন্দর করে বোঝানো মনে শান্তি এনে দেয়।

  • @abdussattar-rt1kn
    @abdussattar-rt1kn 7 днів тому

    অনেক সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ

  • @messimessi1676
    @messimessi1676 Рік тому +2

    এইরকম ডাক্তারের জন্য মন থেকে দোয়া আসে

  • @sunandamondal3027
    @sunandamondal3027 2 роки тому +2

    খুব সুন্দর করে বললেন স্যার, অনেক ধন্যবাদ আপনাকে সঠিক তথ্য দেওয়ার জন্য🙏 💐 আপনাদের মত dr. থাকলে রোগী এমনই সুস্থ থাকবে , আপনি ভালো থাকুন 🙏💐

  • @jiminah4514
    @jiminah4514 3 роки тому

    আপনার কথা শুনলে মনে এমনিতেই শান্তি চলে আসে।।অসুস্থতা এমনিতেই চলে যায়

  • @ebrahimhossain4075
    @ebrahimhossain4075 3 роки тому +2

    স্যার আপনাকে অসংখক ধন্যবাদ। কারন আপনার প্রতিটি কথা খুব ভালো লেগেছে।

  • @mosharrafhossainrasel6306
    @mosharrafhossainrasel6306 Рік тому

    অনেক অনেক ধন্যবাদ, আপনার এই জনকল্যাণমূলক কাজের জন্য।

  • @MasudSikdar-t6i
    @MasudSikdar-t6i 7 місяців тому +1

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে প্রিয় স্যার ❤

  • @mmh497
    @mmh497 Рік тому

    অনেক অনেক সুন্দর ও দরকারি উপদেশ , ডাক্তার সাহেব ধন্যবাদ।আপনারা বাস্তবেও সব সময় যদি এরকম ভাল ব্যবহার করতেন রোগী দের সাথে তাহলে রোগি আরও অনেক কম হত।

  • @ashoksir1409
    @ashoksir1409 2 роки тому

    অনেক অজানা জিনিস জানলাম। ভগবান আপনার মঙ্গল করুন ।

  • @hamidasarder-rk7iq
    @hamidasarder-rk7iq 4 місяці тому

    অসাধারন আপনার বোঝানো কৌশল স্যার সত্যি আপনার মত ডক্টর আছে বলে এখনো মানুষ সেবা পান

  • @najmussakibsanto6823
    @najmussakibsanto6823 3 роки тому +1

    আসসালামু আলাইকুম। আপনার কথা শুনে অনেকটাই সুস্থ বোধ করি।সব ডাক্তার যদি এমন হাসি খুশি ওসহজ ভাবে বুঝিয়ে বলতো। আললাহ আপনাকে নেক হায়াত দান করুন আমিন।

  • @হাইইলেকট্রনিক্স

    সত্যিই অসাধারণ আপনার বোঝানোর ভঙ্গি আপনার উপস্থাপনা অসাধারণ মন জুড়িয়ে গেল আল্লাহু আপনার হায়াতকে বৃদ্ধি করে দেন আমীন

  • @muhammadarmanahmad4994
    @muhammadarmanahmad4994 Рік тому

    আলহামদুলিল্লাহ ভাই ভালো লাগে আপনার কথা শুনে,,,, চিন্তা মুক্ত হয় আর ভয় ভীতি চলে যায় ইনশাআল্লাহ 😍

  • @mabatenakand5441
    @mabatenakand5441 2 роки тому

    এত সুন্দর উপদেশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা ও শুভকামনা রইল। আল্লাহ মঙ্গল করুন। আমিন।

  • @sakinaakter2601
    @sakinaakter2601 2 роки тому +1

    খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন আপনি অসংখ্য ধন্যবাদ আপনাকে।