কি অসম্ভব কঠিন সত্যি গুলো সহজ করে বললেন অনেক কিছু শেখার আছে আপনার থেকে । আপনার প্রতি টা কথা ভীষণ দামী । এত সুন্দর শিক্ষণীয় ইন্টারভিউ অনেক দিন পর দেখলাম । অনেক শ্রদ্ধা আপনাকে ম্যাডাম ❤
অপুর্ব কিছু কথা বললেন, এতো সাধারণ ভাবে কতো গুলো দামী কথা বলে গেলেন। উনি সহজ সরল খুবই বৰ মনের একজন মানুষ। এর আগেও ওনার ইন্টারভিউ শুনেছি, মন ভালো হয়ে যায় শুনলে ❤
অসাধারণ কাঠিন্যতার প্রকাশ।নির্মম সত্যতার বিস্তার। আমার মনে হয় এনাদের কে অনুসরণ করেই প্রতিটি ধাপ এগোনো উচিত তবে কিছু শিখতে পারবে। যদিও তিনি একজন বাঙালি তবুও বাঙালির প্রতি তিনি কতো অসহায় ভাবতেই খারাপ লাগছে।
অসম্ভব ভালো লাগলো মৌসুমী চ্যাটার্জীর ইন্টারভিউটা। এতো পজিটিভ আর honest কথা বলেন যে ভাবাই যায়না। উনি একজন খুব ভালো অভিনেত্রীই নন ভালো মানুষও। প্রণাম রইলো ওনার জন্য 🙏
অসাধারণ লাগলো এই ইন্টারভিউ। এতো সহজ , সরল আর প্রাণবন্ত ব্যক্তিত্ব আজকাল আর দেখা যায় না। আগামী দিনে এমন আরো অনেক কিছু জানতে ও শিখতে আগ্ৰহী ওনার কাছে। অসংখ্য ধন্যবাদ 🙏
আজকের দিনে এটি আমার সব থেকে বড় পাওনা। কালকে এক corporate নরক থেকে বেরোনোর পর এই কথাগুলো শোনার প্রচণ্ড দরকার ছিল। যতবারই ওনার interview দেখি, কিছু না কিছু শিখি। আনন্দবাজার পত্রিকা online ke অসংখ্য ধন্যবাদ এবং Ms. Mousumi Chatterjee কে ওনার মূল্যবান সময় ও জ্ঞান আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। 🙏🏻
এতো জীবনের কথা ও কাহিনী যেখানে বাস্তবতার সম্পূর্ণ ঘটনা ঘটে সেই রকম বক্তব্য। জীবনের সাথে মিলে যায় অস্বীকার করা যায় না। সত্যিই খুব ভালো লাগলো সাক্ষাৎকার টি।
কত সুন্দরী এনারাই প্রকৃত সুন্দর ছিলেন । এখনো কতো সুন্দর কথা , সুন্দর মানসিকতা ।ম্যাডাম প্রণাম নেবেন 🌟 আপনারা সত্যি স্টার আসল মানুষ খুব কম আছে পৃথিবীতে ❤
Mon die protek ta kotha sune gelam montromugdher moton. Ato realistic kotha, atto down to earth, atota misti hoar sathe sathe bhishon sposhtobadi r bold, amon manush er pae hat die promaan korte icche kore. Ki sundor kore bujhie dilo jibon ta amra complicated kore di, asole koto sohoj sundor vabe katano jay.. Mousumi di r amon kono movie nei ja ami dekhini. Kintu aj jeno onnovabe aro valo laglo manush ta ke.. Osadharon ❤❤❤
সব কথা গুলোকেই আমি সমর্থন করলাম আপনার। অনেক বড় বড় দার্শনিক চিন্তাবিদ সাধু সন্ন্যাসী ও আপনার মতন এত সুন্দর জীবন দর্শন তুলে ধরতে পারে না। আগে একজন শুধুমাত্র ভালো অভিনেত্রী হিসেবেই আপনাকে চিনতাম কিন্তু এই ইন্টারভিউ এর পর একজন সম্পূর্ণ সুন্দর মানুষ হিসেবে ধরা দিলেন অনেক শ্রদ্ধা এবং প্রণাম জানাই 🙏🙏🙏
One of the best interviews I have ever seen. How simple and humble she is! May God bless her good health and happiness. BTW, she is my mother's favourite actress.
ভীষণ সুন্দর লাগলো। বাস্তব জীবন সম্মন্ধে কথাগুলো অকপটে খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন। এতো বড়ো অভিনেত্রী অথচ এতো সাধারণ জীবনযাপন। একেই বোধহয় বলে প্রকৃত গুণী। অসংখ্য ধন্যবাদ। 🙏
ওনার সহজভাবে বলা অনেক গভীর কথাগুলো মন ছুঁয়ে গেল। আমি মুগ্ধ। অসাধারণ ভালো লাগলো ওনার বলা কথাগুলো। প্রকৃত বাঙালি মানসিকতা ও ঐতিহ্য এনারাই বহন করেছেন বছরের পর বছর। ভালো থাকুন দিদি। ভগবান আপনাকে ও আপনার পরিবারের সকলকে সুস্থ রাখুন এই কামনা রইল। 🙏🙏🙏🙏🙏
ছোট থেকে আপনার অভিনয়_এ আমি মুগ্ধ তো ছিলাম, আজ আপনাকে নতুন ভাবে চিনলাম, অনেককিছু শিখলাম আপনার চিন্তাভাবনা বিশ্লেষণ থেকে। অসাধারণ মানুষ আপনি। সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবেই হাসিখুশি থাকুন
ভীষণ ভালো লাগলো দিদি আপনার এই অসাধারণ সুন্দর একটা ইন্টারভিউ যা আপনাকে অনেক উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে ।আপনার জন্য রইল অনেক শুভকামনা ও ভালোবাসা ।আমার প্রণাম নেবেন দিদি,আমি খুব ছোটবেলা থেকেই আপনার অনেক ছবি দেখেছি ।আপনার অসাধারণ বচন ভঙ্গি ও আপনার মানসিকতা সত্যিই প্রশংসনীয় । অনেক সাহসী একজন শিল্পী আপনার জন্য রইল অনেক শ্রদ্ধা ও ভালোবাসা ।❤
সত্যিই ভীষণ ভীষণ ভালো এবং পরিষ্কার মনের মানুষ মোসুমী চ্যাটার্জী। এতো স্বচ্ছ সুন্দর জীবনবোধ খুব কম মানুষের মধ্যেই পাওয়া যায়।আমরা একজন সাধুসন্তর কাছে গিয়ে যে জ্ঞান লাভ করবার জন্য ছুটে যাই ওনার এই ছোট্টো একটা ইন্টারভিউ থেকে সেই সেই অজানা জ্ঞান লাভ করে সমৃদ্ধ হতে পারলাম।এককথায় একজন ভালো মানুষ উনি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইরকমই প্রাণবন্ত থাকুন উনি ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি 🙏🙏
আমাদের প্রিয় শিল্পী মৌসুমীদি যা যা বলেছেন তা 1st to last একদম সত্যিই আমার জীবনের মিল পুরো মাত্রায়। আমাদের এতো লোভ টাকার জন্য জেলে গিয়েও মান সম্মান লজ্জা বলে কিছুই নেই। আমার জীবনের যতটা দরকার ততটাই রাখো না মরে যাবে তাও হাতে ধরে কাউকেই দেবে না।
The interview is impressive.Madam Mousumi 's outlook and realisation on life is praiseworthy.She is straightforward and honest., Frank and candid. May God bless her with happiness, good health and longevity.
Uni amar chotobela theke emnitei chorom pochonder manush. Ami onar sob video/podcast/ interview follow kori. Onek bochor por onar ei sakkhatkar ta dekhe montromugdho hoye sunlam. Pronam neben🙏🙏🙏🙏🙏
মানুষের এত প্রিয় এত বড়ো মাপের একজন অভিনেত্রী অথচ কী অমায়িক ব্যবহার। কথা শুনে মনে হচ্ছে নিজের মা মাসীর মত। অপূর্ব। এক কালে যা দেখতে ছিলেন তাকিয়ে থাকার মতো।
সত্যি অসাধারণ কথা বলেছেন .. প্রথম থেকে শেষ সম্পূর্ণ ভিডিও টা দেখলাম এত অভিজ্ঞ ব্যক্তি উনি ❤ ওনার জন্য শুভ কামনা রইলো .. যেন এভাবেই জীবনের বাকি পথ সুন্দর ভাবে পার করতে পারেন .. আর ওনার সুস্থতা কামনা করি
খুব খুব ভালো লাগলো।খুব কাজের মধ্যে ও শুনতে শুরু করে শেষ করে তবে ই ছাড়লাম এত্ত ভালো লাগলো বলে।মিষ্টি মানুষের মিষ্টি মিষ্টি সদা সত্য কথা।।অনেক ভালোলাগা জ্ঞান পেলাম।প্রণাম আমার প্রিয় নায়িকাকে।
অপূর্ব সুন্দরী এবং অসম্ভব প্র্যাক্টিকাল মানুষ। ভাবতে পারিনি এতোটা স্পষ্ট বক্তা উনি (মৌসুমী চট্টোপাধ্যায়)....❤❤❤ সত্যিই তাই "সম্মান চলে গেলে রাতে ঘুম আসবে কি করে"....... একদম আমার মত চিন্তা ভাবনা, যদিও আমি পরে জন্মেছি তবে স্বভাবে মিল আছে।
From: Rajshri Gupta…Moushumi Chatterjee..you are irresistible..I loved you and always love you..admire your straight forward attitude..never mincing your words..enjoyed thoroughly..❤😂🎉
এতো ভীষন ভালো লাগে এনাকে,,, যে ভাষায় প্রকাশ করা যাবে না। আর সবথেকে বেশি ভালো ইনি যে কোনো ধরনের কথা,, মজা করে বলেন,, কিন্তু একটু ভাবলে বোঝা যায় সেই কথা গুলি কতটা গভীর। খুব ভালো লাগে ❤️❤️❤️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
বহুবার Chicago-র দুর্গা পুজাতে মৌসুমীকে দেখতে পেয়েছি | আমার বৌয়ের সাথে ওর একটা photo-ও আছে, কোথাও, আমার কাছে | সত্যি বলছি, একদম আমার বৌয়ের মতো - সরল, সোজা, সাফ সাফ বাস্তবিক কথা বার্তা | খুব ভালো লাগলো | আর, আমি এই video-টা আমার বৌয়ের সাথে share করতে ভুলিনি | ওর নিশ্চয়ই ভালো লাগবে |
দিদি কী সুন্দর সাবলীল কথাবার্তা।খুব ভালো লাগছে।খুবই সত্য কথা বলেছেন সরাসরি ।কজন পারে?ধন্যবাদ দিলে অল্প হয়ে যায় । এযুগে সততা বলে সত্যি কিছু নেই ।সব মেকি।বাংলাদেশে থেকে দেখছি ।দোয়া রইলো । দোয়া করবেন আমাদের দিদি।
অনন্য সুন্দরী ও অসম্ভব বুদ্ধিমতী মৌসুমী চট্টোপাধ্যায়ের কথার টানে ওনার কোন সাক্ষাৎকার পেলেই শুনতে ও দেখতে বাদ দিই না। সুস্থ ও আনন্দে থাকুন---আরও কথা শুনতে চাই।❤
সবসময় আপনার কথা শুনলে মনে হয় শুনতেই থাকি, যেন না ফুরায়, অন্তর থেকে কোনরকমের মেকি, জড়তা না করে কথা বলতে আপনি পারেন, খুব ভালো থাকবেন, অসংখ্য প্রণাম ও ভালোবাসা ❤️
কী লিখব? মনে হচছে ভালো লাগার অনুভূতিটা লিখে প্রকাশ করা যাবেনা। আবারও শুনবো কথাগুলো। জীবনের সত্যি কথাগুলি এত সাবলীলভাবে বলে ফেললেন।উনি ভালো থাকুন,সুস্থ থাকুন।
7:55 to 8:03, 8:55 to 9:03, 21:23 to 21:32, 24:33 to 24:36 Ki shundor kotha gulo bollen uni! Etto bhalo laglo. She actually talked about facts. Moushumi Mam always illuminates positive energy.🌸💫
What a live soul....lots of learning..." happiness belongs to you n you own that" abar anun onake. Such insights n life experiences. আশীর্বাদ Korben...ভালো theko
অসাধারণ 🙏🙏 অনেকদিন বাদে প্রিয় একজন অভিনেত্রীর কথোপকথন শুনলাম এই ধরনের মানুষের খবর দিন, এনাদের বক্তব্য শোনান তাতে আপনাদের গুনগত মান বজায় থাকুক আর আমাদের মত শ্রোতারাও একটু খুশি হই এখন তো শুধু উল্টোপাল্টা খবর দেখানো হয় বেশিরভাগ
অসাধারণ মৌসুমীচ্যাটার্জী, অনেকগুলো বক্তব্যই জীবনযুদ্ধের পাথেয় হতে পারে | কিন্তু যিনি ইন্টারভ্যু নিলেন, বড্ড প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে লাফিয়ে যাচ্ছিলেন ৷ পুরো বক্তব্যটা শেষ করতে দিচ্ছিলেন না ৷
Thanks Amanda Bazar online ke... Daruuuuun ak ta interview dekhlam... Ki vison satti kotha sohoj sabolil vongi te bole gelen... Ki antorik manus ta ... Ki sohoj tar shilpi sotta... Sekhar moto... Mousumi Chatterjee k amr pranam janai ...
কি অসম্ভব কঠিন সত্যি গুলো সহজ করে বললেন অনেক কিছু শেখার আছে আপনার থেকে । আপনার প্রতি টা কথা ভীষণ দামী । এত সুন্দর শিক্ষণীয় ইন্টারভিউ অনেক দিন পর দেখলাম । অনেক শ্রদ্ধা আপনাকে ম্যাডাম ❤
KmKm 😊h/jx
😊
সেরা মহিলা সত্যি কথা always মুখের ওপর বলেন.. ❤️❤️ প্রতিটা কথাই নতুন কিছু শেখায়.. 🙏🙏❤️
নির্ভেজাল সত্যি কথা গুলো ওনার মুখ থেকে শুনতে পাই । খুব সাধারন মানুষ ।ওনাকে অনেক অভিনন্দন,শুভেচ্ছা , ভালবাসা ও প্রণাম। 🙏♥️🎉💐
Khub bhalo laglo onar kotha barta!🌹🌹🙏
Khub sotti kotha oni bolechen sotti onar proti respect aro bere gelo apni anek valo thakon sustho thakun.❤
অপুর্ব কিছু কথা বললেন, এতো সাধারণ ভাবে কতো গুলো দামী কথা বলে গেলেন। উনি সহজ সরল খুবই বৰ মনের একজন মানুষ। এর আগেও ওনার ইন্টারভিউ শুনেছি, মন ভালো হয়ে যায় শুনলে ❤
সরল সাদা সিধা মানুষ! সত্য কথা খুব সহজ করে বলেন! জীবন দর্শন খুব স্বচ্ছ! খুব ভালো লাগলো এই অনুষ্ঠানটা।
অসাধারণ কাঠিন্যতার প্রকাশ।নির্মম সত্যতার বিস্তার। আমার মনে হয় এনাদের কে অনুসরণ করেই প্রতিটি ধাপ এগোনো উচিত তবে কিছু শিখতে পারবে। যদিও তিনি একজন বাঙালি তবুও বাঙালির প্রতি তিনি কতো অসহায় ভাবতেই খারাপ লাগছে।
অসম্ভব ভালো লাগলো মৌসুমী চ্যাটার্জীর ইন্টারভিউটা। এতো পজিটিভ আর honest কথা বলেন যে ভাবাই যায়না। উনি একজন খুব ভালো অভিনেত্রীই নন ভালো মানুষও। প্রণাম রইলো ওনার জন্য 🙏
Apni didi anek valo thakun.
অসাধারণ লাগলো। মৌসুমী দিদির প্রত্যেকটি কথা মনের মধ্যে গুছিয়ে রাখলাম। সত্যি ওনার সাক্ষাৎকার দেখে ও শুনে ধন্য হলাম।
অসাধারণ লাগলো এই ইন্টারভিউ। এতো সহজ , সরল আর প্রাণবন্ত ব্যক্তিত্ব আজকাল আর দেখা যায় না। আগামী দিনে এমন আরো অনেক কিছু জানতে ও শিখতে আগ্ৰহী ওনার কাছে। অসংখ্য ধন্যবাদ 🙏
আজকের দিনে এটি আমার সব থেকে বড় পাওনা। কালকে এক corporate নরক থেকে বেরোনোর পর এই কথাগুলো শোনার প্রচণ্ড দরকার ছিল। যতবারই ওনার interview দেখি, কিছু না কিছু শিখি। আনন্দবাজার পত্রিকা online ke অসংখ্য ধন্যবাদ এবং Ms. Mousumi Chatterjee কে ওনার মূল্যবান সময় ও জ্ঞান আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। 🙏🏻
অপূর্ব সুন্দরী, এতো বড়ো মাপের অভিনেত্রী ,এতো নামী ব্যক্তির পুত্রবধূ অথচ একটুও অহংকার নেই ,সোজা সরল মানুষ,একেই বলে আভিজাত্য। আপনার থেকে অনেক কিছু শেখার আছে এখনকার বখে যাওয়া বিনোদন দুনিয়ার প্রজন্মের। প্রণাম জানাই আপনাকে🙏🙏🙏
Opurbo laglo .......
.sakhkhatkar darun hoeche ...mousumi die eto sundor bachon vongi ajkalkar ovinetrider dekhe sekha uchit
কাছে থাকলে আপনাকে জড়িয়ে ধরতাম প্রণাম জানাই আপনাকে দুর্দান্ত কথা বলেন আপনি। এত কঠিন কথা এত সহজে বলে দেওয়া.... সাধারণ নয়, অসাধারণ আপনি।❤
অসাধারণ। উনার কথা শুনে মনে হচ্ছে একদম সাধারন একটি মানুষ।
উনাকে দেখলে বোঝা যায় সৌন্দর্যটা ভেতরের জিনিস আর চিন্তা যে করে ছিয়াত্তর বছরেও তার ঘুম ধরে না❤🙏🌹
Khub bhalo laglo kathin sahaj sab rakamer kathar sahaj uttar jebhabe dilen tate mone hoy satyai uni adadharan avijatya rup jathartha bangaliyana sab mile misheonar antar soudatja ke bikashita korechhe
এরকম ইন্টারভিউ দেখে আর কিছু দেখতে ইচ্ছাই করে না। অসাধারণ মৌসুমী ম্যাডাম।
এতো জীবনের কথা ও কাহিনী যেখানে বাস্তবতার সম্পূর্ণ ঘটনা ঘটে সেই রকম বক্তব্য। জীবনের সাথে মিলে যায় অস্বীকার করা যায় না। সত্যিই খুব ভালো লাগলো সাক্ষাৎকার টি।
এত কিছু শিখলাম ওনার থেকে এত জানলাম এতো খাঁটি মানুষ যাএখনকার দিনে দেখা যায় না ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি সুস্থ থাকুন ভালো থাকুন
চমৎকার সাক্ষাৎকার... মৌসুমি দি কি সাবলিল ভাবে প্রকৃত বাস্তবকে তুলে ধরলেন.... প্রণাম জানাই👏❤️
100% transparent personality . Loved it
কত সুন্দরী এনারাই প্রকৃত সুন্দর ছিলেন । এখনো কতো সুন্দর কথা , সুন্দর মানসিকতা ।ম্যাডাম প্রণাম নেবেন 🌟 আপনারা সত্যি স্টার আসল মানুষ খুব কম আছে পৃথিবীতে ❤
দিদির প্রতিটা কথা মন দিয়ে শুনলাম।খুব ভালো লাগলো।প্রতিটা কথা আমাদের জীবনে চলার পথে অতি মূল্যবান।আমি স্বযত্নে মনের মণিকোঠায় তুলে রাখলাম❤❤
Mon die protek ta kotha sune gelam montromugdher moton. Ato realistic kotha, atto down to earth, atota misti hoar sathe sathe bhishon sposhtobadi r bold, amon manush er pae hat die promaan korte icche kore.
Ki sundor kore bujhie dilo jibon ta amra complicated kore di, asole koto sohoj sundor vabe katano jay.. Mousumi di r amon kono movie nei ja ami dekhini. Kintu aj jeno onnovabe aro valo laglo manush ta ke..
Osadharon ❤❤❤
সব কথা গুলোকেই আমি সমর্থন করলাম আপনার। অনেক বড় বড় দার্শনিক চিন্তাবিদ সাধু সন্ন্যাসী ও আপনার মতন এত সুন্দর জীবন দর্শন তুলে ধরতে পারে না। আগে একজন শুধুমাত্র ভালো অভিনেত্রী হিসেবেই আপনাকে চিনতাম কিন্তু এই ইন্টারভিউ এর পর একজন সম্পূর্ণ সুন্দর মানুষ হিসেবে ধরা দিলেন অনেক শ্রদ্ধা এবং প্রণাম জানাই 🙏🙏🙏
She is more like mad
May be u r @@ShadanShahrami-wn3zq
অসম্ভব প্রিয় এক মানুষ,অভিনেত্রী । মন থেকে একেবারে নির্ভেজাল, সুন্দর, নির্মল। সহজ,সাধারণের মধ্যে অসাধারণ এক ব্যক্তিত্ব।
অসাধারণ এক কথায় অসাধারণ। কত সাধারণ ভাবে অসাধারণ। সত্যি, মুগ্ধ হলাম।
যেমন মিষ্টি খাঁটি মানুষ তেমন মিষ্টি খাঁটি কথা ,অসাধারণ অনুপ্রেরণাদাত্রী 🙏🏻❤
ওনার কথা শুনলে মনে হয় শুনেই যাই শুনেই যাই......
One of the best interviews I have ever seen. How simple and humble she is! May God bless her good health and happiness.
BTW, she is my mother's favourite actress.
বুদ্ধিমত্তা , সাহস, সৌন্দর্য , রুঢ় কিন্তু সত্য ভাষণ .... এত কিছুর rare collection আমাদের প্রিয় অভিনেত্রী 🙏❤️
অসাধারণ ওনার কথাবার্তা এতো সুন্দর বলার ভাষা নেই। খুব সুন্দর উনি খুব ভালো ❤❤❤❤❤
ভীষণ সুন্দর লাগলো। বাস্তব জীবন সম্মন্ধে কথাগুলো অকপটে খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন। এতো বড়ো অভিনেত্রী অথচ এতো সাধারণ জীবনযাপন। একেই বোধহয় বলে প্রকৃত গুণী। অসংখ্য ধন্যবাদ। 🙏
ওনার সহজভাবে বলা অনেক গভীর কথাগুলো মন ছুঁয়ে গেল। আমি মুগ্ধ। অসাধারণ ভালো লাগলো ওনার বলা কথাগুলো। প্রকৃত বাঙালি মানসিকতা ও ঐতিহ্য এনারাই বহন করেছেন বছরের পর বছর। ভালো থাকুন দিদি। ভগবান আপনাকে ও আপনার পরিবারের সকলকে সুস্থ রাখুন এই কামনা রইল। 🙏🙏🙏🙏🙏
অসাধারণ সুন্দর একটি সাক্ষাৎকার জাষ্ট অভিভূত হয়ে গেলাম। আমার প্রিয় অভিনেত্রীকে সশ্রদ্ধ প্রণাম 🙏🙏🙏♥️♥️♥️
ছোট থেকে আপনার অভিনয়_এ আমি মুগ্ধ তো ছিলাম, আজ আপনাকে নতুন ভাবে চিনলাম, অনেককিছু শিখলাম আপনার চিন্তাভাবনা বিশ্লেষণ থেকে। অসাধারণ মানুষ আপনি। সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবেই হাসিখুশি থাকুন
ভীষণ ভালো লাগলো দিদি আপনার এই অসাধারণ সুন্দর একটা ইন্টারভিউ যা আপনাকে অনেক উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে ।আপনার জন্য রইল অনেক শুভকামনা ও ভালোবাসা ।আমার প্রণাম নেবেন দিদি,আমি খুব ছোটবেলা থেকেই আপনার অনেক ছবি দেখেছি ।আপনার অসাধারণ
বচন ভঙ্গি ও আপনার মানসিকতা সত্যিই প্রশংসনীয় ।
অনেক সাহসী একজন শিল্পী আপনার জন্য রইল অনেক শ্রদ্ধা ও ভালোবাসা ।❤
সত্যিই ভীষণ ভীষণ ভালো এবং পরিষ্কার মনের মানুষ মোসুমী চ্যাটার্জী। এতো স্বচ্ছ সুন্দর জীবনবোধ খুব কম মানুষের মধ্যেই পাওয়া যায়।আমরা একজন সাধুসন্তর কাছে গিয়ে যে জ্ঞান লাভ করবার জন্য ছুটে যাই ওনার এই ছোট্টো একটা ইন্টারভিউ থেকে সেই সেই অজানা জ্ঞান লাভ করে সমৃদ্ধ হতে পারলাম।এককথায় একজন ভালো মানুষ উনি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইরকমই প্রাণবন্ত থাকুন উনি ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি 🙏🙏
আমাদের প্রিয় শিল্পী মৌসুমীদি যা যা বলেছেন তা 1st to last একদম সত্যিই আমার জীবনের মিল পুরো মাত্রায়। আমাদের এতো লোভ টাকার জন্য জেলে গিয়েও মান সম্মান লজ্জা বলে কিছুই নেই। আমার জীবনের যতটা দরকার ততটাই রাখো না মরে যাবে তাও হাতে ধরে কাউকেই দেবে না।
মৌসুমী চ্যাটার্জীর ইন্টারভিউ আজ প্রথম শুনলাম। কোনো অহংকার নেই, কি সিম্পল মানুষ। সহজ সরল মানুষ। ওনার কথাগুলো একেবারে সত্যি। ভালো থাকুক উনি 🙏
মৌসুমি ম্যাডাম ভাল বলেছেন যে মানুষ বিখ্যাত ও টাকা হলে অন্য মানুষের উপকারের কথা ভুলে যাই, শুধু চাই আরও চাই !
The interview is impressive.Madam Mousumi 's outlook and realisation on life is praiseworthy.She is straightforward and honest., Frank and candid. May God bless her with happiness, good health and longevity.
এত স্বচ্ছতা, এত স্পষ্ট বক্তব্য খুব ভালো লাগলো। ঈশ্বর ওঁর মঙ্গল করুন 🙏🏻
আমার প্রিয় শিল্পী, এত বাস্তব, কঠিন কথাগুলো কি সাবলীল ভাবে বলেছেন যা জীবনে চলার জন্য খুব মূল্যবান,পাথেয়। আপনাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি।
Uni amar chotobela theke emnitei chorom pochonder manush. Ami onar sob video/podcast/ interview follow kori. Onek bochor por onar ei sakkhatkar ta dekhe montromugdho hoye sunlam. Pronam neben🙏🙏🙏🙏🙏
সাক্ষাৎকারটি খুবই ভালো লাগলো মনোযোগ দিয়ে সম্পূর্ণ উপভোগ করলাম
মৌসুমি দি অসাধারণ জ্ঞানী, কতো কঠিন কথা কতো সহজভাবে বলেন। জীবন কে সঠিক ভাবে বুঝেছেন। প্রণাম জানাই দিদিকে।
Oh my dear moushumj is a lady so she not he. Translation
অপূর্ব একটা সাক্ষাৎকার দেখে মনটা ভরে গেলো ম্যাডাম আপনি ভালো থাকুন। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।
মানুষের এত প্রিয় এত বড়ো মাপের একজন অভিনেত্রী অথচ কী অমায়িক ব্যবহার। কথা শুনে মনে হচ্ছে নিজের মা মাসীর মত। অপূর্ব। এক কালে যা দেখতে ছিলেন তাকিয়ে থাকার মতো।
মৌসুমী দির কথা বার্তা এতো সাবলীল যে কি বলবো, ওনার কাছ থেকে আমরা অনেক শিক্ষা পেলাম। Prathona করি উনি ভালো থাকুন।❤❤🙏
❤❤❤❤❤❤❤ অনেক বাস্তব কথা বলেন, নমস্কার নেবেন, খুব সৎ এবং ভদ্র মহিলা, ❤❤❤❤❤❤ , এমন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার, দীর্ঘায়ু কামনা করি,
সত্যি অসাধারণ কথা বলেছেন .. প্রথম থেকে শেষ সম্পূর্ণ ভিডিও টা দেখলাম এত অভিজ্ঞ ব্যক্তি উনি ❤ ওনার জন্য শুভ কামনা রইলো .. যেন এভাবেই জীবনের বাকি পথ সুন্দর ভাবে পার করতে পারেন .. আর ওনার সুস্থতা কামনা করি
UNCUT ❤️ Raw। Daruuun। ভালো থাকুক উনি ❤️
খুউব খুউব ভালো লাগলো এই সাক্ষাৎকার শুনে, আমি ওনার খুব ভক্ত, এই সাক্ষাৎকার শুনে আরও বড় ভক্ত হয়ে গেলাম ❤❤❤❤🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
ভীষণ প্রিয় মানুষ । ❤ভালো থাকুন সবসময়। প্রণাম জানাই।🙏🏻
অসাধারন 🙏🙏🙏🙏🙏 অসাধারন শিক্ষা আপনার এটা ভগবান প্রদত্ত্ব 👏👏👏👏
অসাধারণ একটা সাক্ষাৎকার দেখলাম ,,,,কথা শুনে আরও শ্রদ্ধা বেড়ে গেল ❤❤ ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা দিয়ে গেলাম ❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻
আমার প্রনাম নিন | এ কথাগুলো কোনো তথাকথিত ’online’ গুরুর কাছে শুনলে একটা কথাও কানে ঢুকত না । আপনি বললেন একদম হৃদয়ে বসে গেল |
সত্যি বলতে আজ এই কথাগুলো শুনে খুব মোটিভেট হলাম । আমার প্রণাম নেবেন 🙏🙏🙏🙏
মৌসুমীর কথায় মাদকতা আছে।
কি সুন্দর করে গয়নার বাক্সে আমাগো ফরিদপুরের ভাষা তুলে ধরেছেন।
যা অসাধারণ ❤❤
Osadharon... Akjon down earth popular actress... Just Fabulous.. Ato straight forward sotti kotha bolen just mind blowing
খুব খুব ভালো লাগলো।খুব কাজের মধ্যে ও শুনতে শুরু করে শেষ করে তবে ই ছাড়লাম এত্ত ভালো লাগলো বলে।মিষ্টি মানুষের মিষ্টি মিষ্টি সদা সত্য কথা।।অনেক ভালোলাগা জ্ঞান পেলাম।প্রণাম আমার প্রিয় নায়িকাকে।
আপনার থেকে অনেক কিছু শিখলাম o sekhar ache ।
এত সহজ , সরল ,এত বড় অভিনেত্রী ।।।।।আপনাকে প্রণাম।
খুব ভালো থাকবেন
Khub sundar Katha balen Mousumi Chatterjee, khub bhalo laglo. ❤❤❤❤❤🙏
অপূর্ব সুন্দরী এবং অসম্ভব প্র্যাক্টিকাল মানুষ। ভাবতে পারিনি এতোটা স্পষ্ট বক্তা উনি (মৌসুমী চট্টোপাধ্যায়)....❤❤❤
সত্যিই তাই "সম্মান চলে গেলে রাতে ঘুম আসবে কি করে".......
একদম আমার মত চিন্তা ভাবনা, যদিও আমি পরে জন্মেছি তবে স্বভাবে মিল আছে।
Amar o moner moto Katha ❤
Oh!!!! My God,,, I'm totally speechless 😶🙏🙏🙏
মৌসুমী চট্টোপাধ্যায়ের কথা আমার দারুণ লাগে। খুব সত্যি কথা বললেন।
শত কোটি প্রণাম আপনাকে। কি সুন্দর ভাবে এত কঠিন বাস্তব সত্য কথাগুলো বলে দিলেন। 🙏🏻❤️
খুব প্রিয় অভিনেতা। এখনো কি মজা করে কথা বলেন। খুব খুব ভালো লাগলো। 🌺🙏❤️❤️
খুব ভালো বললেন
Darun laglo, ato sundor osohoj manush ar or. abhinoy nie kono kotha hobe na goynar bakso chiro smoronio hoye thakbe
Ilove Mousumi Chottopadhaya❤❤❤❤❤
From: Rajshri Gupta…Moushumi Chatterjee..you are irresistible..I loved you and always love you..admire your straight forward attitude..never mincing your words..enjoyed thoroughly..❤😂🎉
খুব সুন্দর কথা বলছেন ❤❤❤❤ উনি বেঁচে থাকুক সিনেমা করুন 🎉🎉
এতো ভীষন ভালো লাগে এনাকে,,, যে ভাষায় প্রকাশ করা যাবে না। আর সবথেকে বেশি ভালো ইনি যে কোনো ধরনের কথা,, মজা করে বলেন,, কিন্তু একটু ভাবলে বোঝা যায় সেই কথা গুলি কতটা গভীর। খুব ভালো লাগে ❤️❤️❤️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
এই ধরনের interview দেখতে খুব ভালো লাগে। কি সুন্দর কথা গুলো বললেন
Khub bhalo laglo ❤️ ♥️ asombhob misti ekta manush ki sohoj sorol kotha,mon chuye gelo🙏
বহুবার Chicago-র দুর্গা পুজাতে মৌসুমীকে দেখতে পেয়েছি | আমার বৌয়ের সাথে ওর একটা photo-ও আছে, কোথাও, আমার কাছে | সত্যি বলছি, একদম আমার বৌয়ের মতো - সরল, সোজা, সাফ সাফ বাস্তবিক কথা বার্তা | খুব ভালো লাগলো | আর, আমি এই video-টা আমার বৌয়ের সাথে share করতে ভুলিনি | ওর নিশ্চয়ই ভালো লাগবে |
How Honest Sincere n simple n down to earth is she....Loveeee you Mam❤❤❤......apnake Pranam🙏🙏🙏🙏🙏
খুবই আনন্দ পেলাম উনি একজন সুন্দর মনের মানুষ ।
সত্যিই এমন মানুষ এখনও আছেন বলেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মাথা উচু করে বেঁচে আছে।আপনাকে কোটি প্রণাম জানাই। খুব ভাল থাকুন।
মৌসুমী ইজ গ্রেট গ্রেট গ্রেট। আপনার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল।
অসাধারণ.... কি অকপট!! এই আলোচনা দিকে দিকে ছড়িয়ে পড়া দরকার!!
আপনি সুস্থ থাকুন!!
দিদি কী সুন্দর সাবলীল কথাবার্তা।খুব ভালো লাগছে।খুবই সত্য কথা বলেছেন সরাসরি ।কজন পারে?ধন্যবাদ দিলে অল্প হয়ে যায় ।
এযুগে সততা বলে সত্যি কিছু নেই ।সব মেকি।বাংলাদেশে থেকে দেখছি ।দোয়া রইলো ।
দোয়া করবেন আমাদের দিদি।
এক কথায় অসাধারণ লাগলো ❤❤❤ মৌসমি চ্যাটার্জীর কথা বার্তা
Osadharan Candid Interview I still remember Mousumidir biyer reception I was in school went with my family 😊
আপনি lucky, উনি আমার ভীষণ প্রিয়.
কোন সালে উনার বিয়ে হয়?
অশেষ শ্রদ্ধা মৌসুমি জি 🥀🥀 মৃত্যু টা আসলেই আশীর্বাদ মৃত্যুর মাধ্যমে আমরা আর একটি উন্নত জীবনে স্থানান্তরিত হই
অনন্য সুন্দরী ও অসম্ভব বুদ্ধিমতী মৌসুমী চট্টোপাধ্যায়ের কথার টানে ওনার কোন সাক্ষাৎকার পেলেই শুনতে ও দেখতে বাদ দিই না। সুস্থ ও আনন্দে থাকুন---আরও কথা শুনতে চাই।❤
সবসময় আপনার কথা শুনলে মনে হয় শুনতেই থাকি, যেন না ফুরায়, অন্তর থেকে কোনরকমের মেকি, জড়তা না করে কথা বলতে আপনি পারেন, খুব ভালো থাকবেন, অসংখ্য প্রণাম ও ভালোবাসা ❤️
শাখা সিঁদুরে পরিপূর্ণ নারী🥺🥺❤️❤️
সহজ সরল সত্য,সুন্দর বাস্তবিক একটা সাক্ষাতকার। অনেক ভালোবাসি মৌসুমী ম্যাম আপনাকে।❤️❤️❤️❤️
কী লিখব? মনে হচছে ভালো লাগার অনুভূতিটা লিখে প্রকাশ করা যাবেনা। আবারও শুনবো কথাগুলো। জীবনের সত্যি কথাগুলি এত সাবলীলভাবে বলে ফেললেন।উনি ভালো থাকুন,সুস্থ থাকুন।
Elegance and beauty - mousumi mukherjee will always be one of the most legendary bengalis ever .wish her the best of health and success
7:55 to 8:03, 8:55 to 9:03, 21:23 to 21:32, 24:33 to 24:36 Ki shundor kotha gulo bollen uni! Etto bhalo laglo. She actually talked about facts. Moushumi Mam always illuminates positive energy.🌸💫
Onboddo, fatafati interview. Salute Mousumi Chatterjee. Unar sahaj saral kothopokothon osadharan.
সত্যি অনেক দিন পর ম্যাম কে দেখলাম, 🥰 খুব ভালো লাগলো 💞ম্যামের মুভি আমি এখন দেখি, খুব ভালো লাগে 🥰 আমার অনেক প্রণাম রইলো ম্যামের কাছে 🙏💞🥰
What a live soul....lots of learning..." happiness belongs to you n you own that" abar anun onake. Such insights n life experiences. আশীর্বাদ Korben...ভালো theko
🙏Legend of Glory,Oh Hansini , কে কাকে সুন্দরী বলছেন যিনি নিজে সর্ব সুন্দরী , প্রথিতযশা অভিনেত্রী , খুব ভালো থাকবেন দিদি
কী ভালো লাগলো। প্রণাম নিন। 🙏
Darun laglo... Erokom interview theke onek kichu janar r sekhar ache... Love u Mousumi mam❤
অসাধারণ 🙏🙏
অনেকদিন বাদে প্রিয় একজন অভিনেত্রীর কথোপকথন শুনলাম
এই ধরনের মানুষের খবর দিন, এনাদের বক্তব্য শোনান তাতে আপনাদের গুনগত মান বজায় থাকুক আর আমাদের মত শ্রোতারাও একটু খুশি হই
এখন তো শুধু উল্টোপাল্টা খবর দেখানো হয় বেশিরভাগ
অন্য এক মৌসুমী চট্টোপাধ্যায় কে উপস্থাপিত হতে দেখলাম, সমৃদ্ধ হলাম অনেক কিছু জেনে । ধন্যবাদ উভয়কে ।
পরিষ্কার সত্য ও সুন্দর, ভালো লাগলো
অসাধারণ মৌসুমীচ্যাটার্জী, অনেকগুলো বক্তব্যই জীবনযুদ্ধের পাথেয় হতে পারে | কিন্তু যিনি ইন্টারভ্যু নিলেন, বড্ড প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে লাফিয়ে যাচ্ছিলেন ৷ পুরো বক্তব্যটা শেষ করতে দিচ্ছিলেন না ৷
খুব সুন্দর কথা মন ছুঁয়ে গেল
Thanks Amanda Bazar online ke... Daruuuuun ak ta interview dekhlam... Ki vison satti kotha sohoj sabolil vongi te bole gelen... Ki antorik manus ta ... Ki sohoj tar shilpi sotta... Sekhar moto... Mousumi Chatterjee k amr pranam janai ...
ভীষন পছন্দের ।যেমন দেখতে তেমনি বড মনের । বাস্তববাদি মানবিকতা সম্পন্ন মানুষ ,আমার কাছে ।
আমি দেখছি ঢাকা ,বাংলাদেশ থেকে ।
ভীষণ ভীষণ পছন্দের মানুষ ❤️ খুব ই স্পষ্টবাদী কত্ত সহজ সরল ভাবে কঠিন সত্যিগুলো বলে ফেললেন, এরকম সাহসী খুব কম মানুষ ই আছেন ❤
অসাধারন বক্তব্য 🎉