ককাটিলের এ টু জেড পরিচর্যা। total Care of Cockatiels (cockatiel bird food in Bengali)

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • #cockatielbird #cockatielbreeding #cockatiel
    #tuhina'sbirdworld
    cockatiel bird care in Bengali
    মূলত ককাটিল হলো কাকাতুয়া পরিবারের সদস্য যা অস্ট্রেলিয়ার একটি স্থানীয় পাখি। ভীষণ সহজে পোষ মানার কারণ ছাড়াও উৎপাদনের সহজতা এবং সৌন্দর্যের কারণে এটিকে বাজরিগড় বা বদরির পর দ্বিতীয় বৃহত্তম খাঁচা বন্দি প্রজাতি বলে গণ্য করা হয়। মোটামুটি 16 থেকে 25 বছর পর্যন্ত এরা বাঁচতে পারে।
    ব্যবসায়িক ক্ষেত্রে ককাটেলের লুটিনো, ফন, গ্রে, রুবিনো, হোয়াইট ফেস, সিলভার, পাইড প্রভৃতি মিউটেশন খুবই জনপ্রিয়।
    বন্ধুরা আমি তোমাদেরকে এদের নিত্য দিনের একটা খাদ্য তালিকা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি।
    খাঁচায় একটা বাটিতে 24 ঘন্টাই বিভিন্ন দানার মিশ্রণ বা মিক্সড সিড রাখবে।বীজের মিশ্রণে সূর্যমুখী বীজ, বাদসা ভোগ বা গোবিন্দ ভোগ চালের ধান, কুসুম দানা, ক্যানারি দানা, সর্ষে ইত্যাদি রাখবে। ওরা সারাদিন ঠোঁটে করে কাটবে। এতে ওদের শারীরিকের পাশাপাশি মানসিক স্বাস্থ্যও ভালো থাকবে।
    জলখাবারে একটি শাক প্রতিদিন রাখার চেষ্টা করবে। সেটা পালং, পুদিনা, নিম, কলমী, লাল শাক, ধনেপাতা যাহোক হতে পারে।
    সপ্তাহে অন্তত দুই দিন সজনে শাকটা দেওয়ার চেষ্টা করো। কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন এ টু জেড ভিটামিন মিনারেলস আছে।
    ককাটেল ব্রকোলি, বরবটি, বাঁধাকপি, মিষ্টি কুমড়ো, ঝিঙে, চিচিঙ্গে, শসা, সজনে ডাঁটা, মটরশুটি, শিম, শিমের বীজ, কাঁচা পেঁপে, পটল, ঢেঁড়স এই সবজিগুলি খায়। এদের মধ্যে যেকোনো দুটি বা তিনটি সবজি কয়েক টুকরো পাখিকে প্রতিদিন জল খাবারে দেওয়ার চেষ্টা করবে।
    পরিচর্যা কথাটির অর্থ হলো যত্ন। তাকে লালন পালন করে ভালোবেসে বড় করে তোলা, আর বড় করে তুলতে সবার আগে প্রয়োজনীয় বস্তুটি হল খাঁচা। যেহেতু ককাটেল একটি মাঝারি মাপের পাখি, তাই এর খাঁচাটিও মাঝারি মাপের হতে হবে। আমি যেমন এদের ৩ ২ ২ মাপের খাঁচায় রেখেছি। প্রতিদিন সকালে পরিষ্কার পাত্রে পানীয় জল দেবে। সঙ্গে পরিষ্কার পাত্রে খাবার সুন্দর করে সাজিয়ে খেতে দেবে। অতিরিক্ত রোদে পাখিকে রাখবে না। সপ্তাহে দুই তিন দিন স্প্রে বোতলের মাধ্যমে পরিষ্কার জল দিয়ে ককাটেলদের স্নান করিয়ে দেবে।
    দুপুরের দিকে লাঞ্চে যে কোন একটি ফল দিতে পারো। যেমন আপেল তরমুজ পেয়ারা নাশপাতি আমড়া পেঁপে ইত্যাদি। পাখি দোকানে দেখবে শক্ত সমুদ্রের ফেনা কিনতে পাওয়া যায়। এটাও মাঝে মধ্যে এনে দিতে পারো।
    ককাটেল পাখি বছরে প্রায় তিন থেকে চার বার ডিম পাড়ে। গড়ে তিনটি করে ডিম অবশ্যই পারে। ডিম পাড়ার আগে বিশেষ কিছু লক্ষণ দেখা যায় পাখির মধ্যে। মেল পাখিটি খুব সুন্দর করে জোরে জোরে শিস দিয়ে ডাকে আর ফিমেলটি বক্সে বারংবার ঢোকে বের হয়। এই লক্ষণগুলি দেখলে এই সময় মনে করে ভিটামিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ ওষুধের কোর্সটি কমপ্লিট করে নিও। তাহলে সুস্থ সবল বেবি হবে।
    ______________________________________________
    cockatiel
    cockatiel bird price
    cockatiel bird price in kolkata
    cockatiel breeds
    lutino cockatiel
    cockatiel bird food
    cockatiel price in kolkata
    cockatiel bird price in india
    baby cockatiel
    albino cockatiel
    cockatiel age
    cockatiel age chart
    cockatiel age span
    ককাটেল
    ককাটেল পাখির দাম
    ককাটেল পাখি পালন পদ্ধতি
    ককাটেল পাখির খাবার
    ককাটেল পাখি কি কথা বলতে পারে
    ককাটেল পাখির দাম কত
    ককাটেল পাখির ছবি
    লুটিনো ককাটেল
    ককাটেল পাখির চিকিৎসা
    ককাটেল পাখি মেল ফিমেল চেনার উপায়
    ককাটেল অর্থ
    __________________________________________
    #cockatielbird #cockatielbreeding #cockatiel #ককাটেল #ককাটেলপাখি #ককাটেলপাখিরদাম #ককাটেল_পাখি
    #ককাটেল #ককাটেলপাখিরদাম #ককাটেলপাখি #ককাটেলপাখিপালনপদ্ধতি #ককাটেলপাখিরডাক #ককাটেলপাখিরখাবার #ককাটেলপাখিরমেলফিমেলচেনারউপায় #ককাটেলপাখিরডিমপাড়ারলক্ষণ #ককাটেলপাখিরছেলেমেয়েচেনারউপায় #ককাটেলপাখিরডিমকতদিনেফুটে
    #cockatielbirdsound #cockatielmatingcall #cockatielsinging #cockatielbird #cockatiel #cockatieltalking #cockatielbirdfood #cockatielsingingtraining #cockatielwhistling #cockatielbreeding

КОМЕНТАРІ • 24

  • @tuhinasen4668
    @tuhinasen4668  6 місяців тому +3

    যারা দেখছো pls একটা comment করে যাও। কিছু না হোক একটা ইমোজি অন্তত দিয়ে যেও। অগ্রিম ধন্যবাদ সবাইকে।❤❤❤

  • @sunitascookingstation3917
    @sunitascookingstation3917 Рік тому +1

    👍👍👍

  • @Mybirdsmylove
    @Mybirdsmylove Рік тому +1

    Nice👍

  • @kunalpramanik-h4u
    @kunalpramanik-h4u 7 місяців тому +1

    Nice

  • @rjriad5075
    @rjriad5075 Рік тому +1

    আপু সোলাবোট গুলি পোকড়া 🤔

    • @tuhinasen4668
      @tuhinasen4668  Рік тому

      Chinta nei vai sob poka ber kore jhere dhuye tobei diyechilam

  • @BuntyBiswas-b1q
    @BuntyBiswas-b1q Рік тому +1

    Amar gouldian finch ektu ga fulia bose thakche , ektu chup chap thakche , ki Kara Jai kichu bolte paren ma'm

    • @tuhinasen4668
      @tuhinasen4668  Рік тому

      Azithral liquid 100 osudh ta joler sathe misiye immediate dao. Kamon thake obossoi janio

    • @BuntyBiswas-b1q
      @BuntyBiswas-b1q Рік тому +1

      @@tuhinasen4668 bulb er heat dia onek ta valo ache , r ki medicine Debo ?

    • @tuhinasen4668
      @tuhinasen4668  Рік тому

      @@BuntyBiswas-b1q azithral liquid 100 osudh ta dao

    • @BuntyBiswas-b1q
      @BuntyBiswas-b1q Рік тому +1

      @@tuhinasen4668 acha ma'am

    • @tuhinasen4668
      @tuhinasen4668  Рік тому

      তোমার পাখি কেমন আছে বললে না তো

  • @amitroy1944
    @amitroy1944 Рік тому +2

    দিদি ভাই আমার পাঁচ জোড়া বাজিগার পাখি আছে আমি শুধু ছোট কাননিদানা দিই এর সাথে কি কি দেবো একটু বলবেন

    • @tuhinasen4668
      @tuhinasen4668  Рік тому

      চিনা ও কাউন দানা, কলমি শাক, পালং শাক, ধনেপাতা, সজনে শাক, মিনারেল ব্লক বা সাগরের ফেনা, সূর্যমুখী ফুলের বীজ, পোলাওয়ের ধান, মটরশুটি, সেদ্ধ ডিম, গাজর, বরবটি, ভেজানো গম, ভুট্টা।

  • @Saudzaif24420
    @Saudzaif24420 6 місяців тому +1

    আপা ! সব্জি তারপর ফল, শাক এগুলো রোজ একবেলা করে দিতে হবে ? ডায়েট চার্টটা একটু বলুন প্লিজ
    আর পুনরায় আপনার কনসাল্ট নেওয়ার জন্যে কিভাবে যোগাযোগ করব ? আপনার কোনো টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে খুব উপকার হতো

    • @tuhinasen4668
      @tuhinasen4668  6 місяців тому

      সকালে আমি শাক সব্জি দিই। Daily শাক অবশ্য দিই না। সপ্তাহে ৩ দিন দিই। দুপুরে ফল দিই। তবে অবশ্য ককাটিল ফল খায় না। অন্য পাখিরা খায় তাদের দিই। আর বিকেলে দানা দিই শুধু sun দের। আর cockatiel Love bird বদরী দের খাঁচায় দানার বাটি সবসময় থাকে। সকালে শুধু পরিষ্কার করে আবার নতুন দানা দিয়ে দিই। বার বার ভিডিও করা আমার একার পক্ষে সম্ভব হয়না। তাই যেদিন ভিডিও করি সুবিধের জন্য একসাথে দিয়ে দেখিয়ে দিই।
      না ভাই আমার তো কোনো গ্রুপ নেই। এরকম কোনো ভিডিও তে কমেন্ট করো বলে দেবো।

    • @Saudzaif24420
      @Saudzaif24420 6 місяців тому +1

      @@tuhinasen4668 শুকরিয়া, আচ্ছা ? সমস্ত পাখিকেই এগফুড দিতে হয় তো ? ওটা সপ্তাহে কতবার ? এই সংক্রান্ত একটা ভিডিও আপলোড করতে পারেন । আসলে সবাই ইউটিউবে রিপ্লাই দিতে চায়না তাই অন্য যোগাযোগ মাধ্যম চাইলাম , আপনি চাইলে email id দিতে পারেন ওখানে কোনো সমস্যা জিজ্ঞাসা করব ।

    • @tuhinasen4668
      @tuhinasen4668  6 місяців тому +1

      ua-cam.com/video/AxU9HNYmm4s/v-deo.htmlsi=qbWVfxmS0_cpBHo7
      যদি বাচ্চারা থাকে তাহলে এই গরমকালের জন্য সপ্তাহে একবার ডিম ভাত দিতে পারো আর শীতকালে সপ্তাহে দু-তিন দিন দেবে।
      হ্যাঁ সব পাখি ডিম ভাত খায়।
      এই যে লিংকটা দিলাম এইটা একবার ফলো করে নিও।

    • @Saudzaif24420
      @Saudzaif24420 6 місяців тому +1

      @@tuhinasen4668 ওকে, বলছি যে আপনি exotic পাখি সেল করেন তো ? যদি কিনতে চাই কিভাবে জোগাযোগ করব

    • @tuhinasen4668
      @tuhinasen4668  6 місяців тому

      আপনি কোন জায়গায় থাকেন