একটি দোয়েল পাখি, রোজ সকালে বসতো এসে কৃষ্ণচূড়া গাছের ডালে, শীষ দিয়ে সে গাইতো গান ছন্দ সুরের তালে। মনের যত ভাষা ছিল গাইতো সুরের কথা বলে, বিষাদ মাখা সেই সুরেতে পড়তো কষ্ট গলে গলে। লেখাটি শেষ করতে পারিনি।শেষ হলে হয়তো আপনার গানের সাথে সারমর্ম মিলে যেতে পারে।" বিদায় " বললেই ই কি বিদায় হয়? বাস্তবতার আলোকে , দৃশ্যমান হলেও অন্তর আত্মায় কখনো বিদায় হয়না। যতদিন তিনি জীবিত থাকেন সে যে কেউ হতে পারে। কিছু গান হৃদয়ের গভীরে পৌঁছে এলোমেলো করে দেয় ভাবনার সাগরে।কষ্টের পাহাড় ভারী হয়। হয়তো আবেগ, অনুভূতির মায়াবী ছোঁয়া বেশী বলে। খুব দরদী পরিবেশনা আপনার আজ হয়েছে।ভালো থাকুন ঈমান এবং স্বাস্থ্যে শুভকামনা রইলো।
একটি দোয়েল পাখি,
রোজ সকালে বসতো এসে কৃষ্ণচূড়া গাছের ডালে,
শীষ দিয়ে সে গাইতো গান ছন্দ সুরের তালে।
মনের যত ভাষা ছিল গাইতো সুরের কথা বলে,
বিষাদ মাখা সেই সুরেতে পড়তো কষ্ট গলে গলে।
লেখাটি শেষ করতে পারিনি।শেষ হলে হয়তো আপনার গানের সাথে সারমর্ম মিলে যেতে পারে।" বিদায় " বললেই ই কি বিদায় হয়? বাস্তবতার আলোকে , দৃশ্যমান হলেও অন্তর আত্মায় কখনো বিদায় হয়না। যতদিন তিনি জীবিত থাকেন সে যে কেউ হতে পারে।
কিছু গান হৃদয়ের গভীরে পৌঁছে এলোমেলো করে দেয় ভাবনার সাগরে।কষ্টের পাহাড় ভারী হয়। হয়তো আবেগ, অনুভূতির মায়াবী ছোঁয়া বেশী বলে।
খুব দরদী পরিবেশনা আপনার আজ হয়েছে।ভালো থাকুন ঈমান এবং স্বাস্থ্যে শুভকামনা রইলো।