#SundaySuspense

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2021
  • তাঁর জন্মের সময়ে আকাশে দেখা গেছিল নীল রঙের উল্কা...
    Mirchi Bangla presents Taradas Bandopadhyay's Taranath Tantrik in Amar Jiban
    Radio Adaptation - Sarbari Ghoshal
    Adinath - Basudeb Karmakar
    Kishori - Agni
    Author - Somak
    Patiram, Taranath - Mir
    Purohit - Debojyoti Ghosh
    Ramnath - Sankari Prasad Mitra
    Sarashi - Deep Basu
    Young Adinath - Sayak Aman
    Amar Jiban, Nibaran, Episode Direction - Deep
    Production & Sound Design - Richard
    Poster Design - Join the Dots
    Sankari Prasad Mitra recorded by Avigyan Mitra
    Enjoy and stay connected with us!!
    Subscribe to us :
    bit.ly/SubscribeMirchiBangla
    Like us on Facebook
    / mirchibangla
    Follow us on Instagram
    / mirchibangla
  • Розваги

КОМЕНТАРІ • 4,7 тис.

  • @SarthakJasu
    @SarthakJasu 2 роки тому +3311

    ভাবতে অবাক লাগে না ! গল্পটা হয়তো সবার জন্যই একই কিন্তু গল্পের চরিত্র ও স্থান থেকে শুরু করে সব কিছুই আমরা আমাদের কল্পনা শক্তির মাধ্যমে গড়ে তুলছি এবং প্রত্যেকটিই স্বতন্ত্র ❤️

  • @shuvamkoley3237
    @shuvamkoley3237 2 роки тому +583

    *তারানাথ তান্ত্রিকের কন্ঠে মির,*
    *আজকের গল্প পুরো জমে ক্ষীর।*
    ❤❤❤

  • @ronitnandy533
    @ronitnandy533 2 дні тому +6

    "মন আসলে একটাই। তোমার - আমার, যদু কিংবা মধুর, পৃথিবীর সব প্রাণীর; মায়ার আবরনে আলাদা আলাদা দেখায়।
    পর্দা টাঙিয়ে দিলে ওপারে কি আছে দেখা যায় না; পর্দা সরিয়ে দিলে আবার সব স্পষ্ট দেখা যায়। মায়ার পর্দা সরিয়ে দিলে সব'ই এক। তখন কারো মনের কথা জানতে অসুবিধা হয়না " ❤
    - অমর জীবন ( তারানাথ তান্ত্রিক গল্প অবলম্বনে)

  • @shuvosingha9074
    @shuvosingha9074 6 місяців тому +18

    অমর জিবন এর কন্ঠ উফ্, .....
    সান্ডে সাসপেন্স সমস্ত টিম কে জানাই কোটি কোটি প্রনাম 🙏

  • @nexus_plays5863
    @nexus_plays5863 2 роки тому +673

    " জগৎ-এ মাতৃ শক্তি একটা বিরাট শক্তি
    কেউ তাকে লঙ্ঘন করতে পারে না " - এই লাইনটা মন ছুঁয়ে গেল প্রণাম জানাই সব মায়েদের ❤️🙏

  • @PuspenduMondal420
    @PuspenduMondal420 2 роки тому +60

    "মন আসলে একটাই।তোমার ― আমার, যদু কিংবা মধুর,পৃথিবীর সব প্রাণীর;মায়ার আবরনে আলাদা আলাদা দেখায়।
    পর্দা টাঙিয়ে দিলে ওপারে কি আছে দেখা যায় না;পর্দা সরিয়ে দিলে আবার সব স্পষ্ট দেখা যায়।মায়ার পর্দা সরিয়ে দিলে সব'ই এক।তখন কারো মনের কথা জানতে অসুবিধা হয়না|"
    ― This Line...❤️🔥

    • @applecherrypie1080
      @applecherrypie1080 2 роки тому +5

      কতবার লাইনটা শুনেছেন, লিখেছেন, আবার শুনে ফের লিখেছেন 😃😃😃
      But nice effort. N really life's true words. 👍

    • @PuspenduMondal420
      @PuspenduMondal420 2 роки тому +3

      @@applecherrypie1080 দু তিন বার ওই জায়গাটাতে গল্প টা Off করে শুনে লিখেছি।
      আসলে Line গুলো খুব ভালো লেগেছে। ❤️

    • @applecherrypie1080
      @applecherrypie1080 2 роки тому +3

      @@PuspenduMondal420 hmmm👌👌

    • @PuspenduMondal420
      @PuspenduMondal420 2 роки тому +4

      @@applecherrypie1080 Thanku...Take Love...❤️

  • @afsinajwa5346
    @afsinajwa5346 2 роки тому +319

    দেবদর্শন শোনার পর আবারো এই গল্প শুনতে এলাম। তারানাথ তান্ত্রিক এর বেস্ট গল্প এটা 🌹🌹🌹

  • @Kamalika130
    @Kamalika130 2 роки тому +34

    দেবদর্শন শোনার পরই অমর জীবন গল্প টি শুনতে বড্ডো ইচ্ছে হলো 🖤🥀

  • @justfollowwhatyourheartsays
    @justfollowwhatyourheartsays 2 роки тому +1621

    তারানাথ তান্ত্রিক মানেই একটা অন্যরকম ব্যাপার ❤️
    "কালভৈরব", " জ্বরাসুর" এই দুটো গল্প যে কতবার শুনেছি তার কোনো ঠিক নেই। যতবার শুনি মনে হয় যেন প্রথম বার শুনছি ❣️

    • @tomcruise3580
      @tomcruise3580 2 роки тому +27

      "জ্বরাসুর" আমি কালকে দুইবার শুনেছি।

    • @funwithasif5477
      @funwithasif5477 2 роки тому +28

      Ekbar er beshi sunle bhalo lage na 😏

    • @asitmondal1496
      @asitmondal1496 2 роки тому +7

      I love you Mirchi Bangla

    • @tufansom2616
      @tufansom2616 2 роки тому +19

      "কালভৈরব" সেরা ❤️

    • @j.s.g3526
      @j.s.g3526 2 роки тому +17

      কলভৈরব বার বার বৃষ্টির রাতে শোনা যায়

  • @SubrataRoy-ou4sh
    @SubrataRoy-ou4sh 2 роки тому +402

    গল্প শোনার সময় মনে হয়না যে ঐ মন্দিরে শুধু তারানাথ তান্ত্রিক আর সেই ব্যক্তি অমর জিবন উপস্থিত ছিলেন, মনে হচ্ছে আমি সেখানে তৃতীয় ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলাম এবং ওনাদের সব দৃশ্য দেখতে পাচ্ছিলাম,, সত্যি এতো অসাধারণ ভাবে গল্প পাঠ করার জন্য অসংখ্য ধন্যবাদ টিম সানডে সাসপেন্স কে❤️❤️

    • @liraraxit
      @liraraxit 2 роки тому +5

      *জীবন

    • @SubrataRoy-ou4sh
      @SubrataRoy-ou4sh 2 роки тому

      @@liraraxit হমম 👍

    • @subhankarbanerjee8174
      @subhankarbanerjee8174 2 роки тому +5

      যথার্থ বলেছেন। তবে, গল্পপাঠের সাথে সাথেই যে মানুষটার ভূমিকা এখানে সমান (বা হয়তো একটু বেশীই, এবং এটা বাড়িয়ে বলা নয়) , তিনি কিন্তু Richard 🙏🏻❤️
      Richard এর করা আবহ ছাড়া কিছু গল্প সম্প্রতি এসেছে যেমন ব্যোমকেশ এর "দুর্গরহস্য"; নিশ্চয়ই শুনেছেন, তবে আরেকবার শুনে অন্য ব্যোমকেশ কাহিনীগুলো কে পাশে রেখে দেখবেন, সত্যিই আবহটা হয়তো ততটা নিয়ে যেতে পারেনি শ্রোতাকে গল্পের ভেতর। যিনি ওই আবহ করেছেন তাঁকে ছোট করা আমার অভিপ্রায়ও নয় আমার সেই যোগ্যতাও নেই। কিন্তু এটা আমার অভিজ্ঞতা। 🙂🙂🙂

    • @SubrataRoy-ou4sh
      @SubrataRoy-ou4sh 2 роки тому +2

      @@subhankarbanerjee8174 আপনি ঠিকই বলেছেন বাট সেটা আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে👍, বাট্ আমি অতোটা ডিপ বিশ্লেষণ করতে পারিনি, জাস্ট আমার অনুভূতি টা কমেন্ট এর মাধ্যমে শেয়ার করলাম,, শুধু এটুকু বলতে পারি খুব মজা পেয়েছি, আর আমার মনে হয়না টিম সানডে সাসপেন্স এর মতো অন্য কোথাও কেউ এতো সুন্দর ভাবে গল্প প্রতিস্থাপনা করতে পারে, হয়ত আমি শুনিনি,, সানডে সাসপেন্স এর টিম যে অঝর পরিশ্রম করে এক একটি গল্প শ্রোতাদের কাছে প্রতিস্থাপন করতে সেটা আর বলার অপেক্ষা রাখেনা,, তাই সবশেষে টিম সানডে সাসপেন্স কে জানাই অশেষ অশেষ ধন্যবাদ ❤️❤️❤️

    • @rahuldasrocks
      @rahuldasrocks 2 роки тому

      0p

  • @nayanofficial8852
    @nayanofficial8852 Рік тому +13

    পাসাং মাড়া শোনার পর আবারো এই গল্প শুনতে এলাম । তারানাথ তান্ত্রিক এর বেস্ট গল্প ❤️😌

    • @MajiSurojit
      @MajiSurojit Рік тому

      Amar jiban ar last part tir naam ki ektu bolben? Amar Jiban, Debdarshan, r?

  • @sumanbiswas3732
    @sumanbiswas3732 Рік тому +108

    যখন ই শরীর খারাপ হয় , মন খারাপ হয়, এই গল্পটি শুনি।
    কতবার যে শুনলাম!
    অমর জীবনের কন্ঠে দীপ দা শ্রোতাদের হৃদয়ে অমর হয়ে থাকবেন।

    • @samatabanerjee3277
      @samatabanerjee3277 Рік тому

      Amio tai, khub positive vibes pai, eta r pasangmara sune

    • @kakulibiswas9044
      @kakulibiswas9044 8 місяців тому

      Write 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😮😮😅😅

    • @pritharoy2481
      @pritharoy2481 4 місяці тому

      Ekdom.mon ta khub bhalo hoye jai. Amar Jibon choritro ti khub positive kichu feel aney

    • @prasenjitmajee
      @prasenjitmajee 3 місяці тому

      Amio... Ei ta r Debdarshan.... Jatobar suni.. Natun lage

  • @narayanmahanty_
    @narayanmahanty_ 2 роки тому +110

    অমরের ভাষ্যপাঠ মনমুগ্ধ করেছে আমার মন।

  • @mdasifali5420
    @mdasifali5420 2 роки тому +23

    তারানাথ তান্ত্রিক নামটা দেখলেই বুকটা ধড়পড় করে.....আর কতক্ষণে শুনবো সেই অপেক্ষায় থাকি।❤️❤️❤️

  • @somashreechakraborty5975
    @somashreechakraborty5975 2 роки тому +19

    আমার খুব প্রিয় গল্প দেবদর্শন, অমর জীবন 💖

  • @dipankarkarmakar2646
    @dipankarkarmakar2646 6 місяців тому +7

    জমাট গল্পেরও একটা মহিমা আছে। সে গল্প সত্য, মিথ্যা বা অবিশ্বাস্য যাইহোক না কেন ভালো করে বলতে পারলে শ্রোতারা মুগ্ধ হয় !!
    আমিও মুগ্ধ হলাম !! ❤

  • @surojsardar2803
    @surojsardar2803 2 роки тому +79

    গল্পটা কি ভাবে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না।অসাধারণ 😍

  • @arpitapal5493
    @arpitapal5493 2 роки тому +164

    কী মিল আমি আজ শুনলাম আর আজ সত্যিই জন্মাষ্টমী।।।। রাধে রাধে 🙏🙏🙏 সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা 🙏🙏🙏। জয় শ্রী কৃষ্ণ 🙏🙏

    • @applecherrypie1080
      @applecherrypie1080 2 роки тому +6

      রাধে রাধে। আচ্ছা খেয়াল করেছ এক জায়গায় শালিক পাখির উল্লেখ ছিল যে, ওনাদের বাড়ি তে শালিক পাখি বসে না। মানেটা কি জানো?

    • @arpitapal5493
      @arpitapal5493 2 роки тому +2

      Naa.... কেন বল তো।। বাবা কে জিজ্ঞাসা করে দেখতে হবে । যদি জানি তো বলে দেবো ☺️।bye 👋

    • @applecherrypie1080
      @applecherrypie1080 2 роки тому +2

      @@arpitapal5493 না মানে ওমন ভাবে শালিকের কথাটা বলা হল। ব্যাপারটা বুঝলাম না, বাড়ীতে শালিক না বসলে কি হয়!! কথাটা ঐ ঠাকুমা চলে যাবার পর অমর জীবন ও তারানাথের দাদুর কথোপকথনের সময় হয়। ঠিক আছে কোনো প্রেসার নেই। যদি কিছু জানতে পারো, তাহলে বোলো।🙂

    • @arpitapal5493
      @arpitapal5493 2 роки тому +1

      😊😊hmmm

    • @arpitapal5493
      @arpitapal5493 2 роки тому +1

      বাড়িতে শালিক না বসলে ধনী হই ।।। তবে এ কথার কোনো মানে নেই।।। আরও অনেক জন অনেককিছু বলে, কিছুতেই কিছু হয় না।। তাই ভেবো না ।

  • @nanditasantra8354
    @nanditasantra8354 2 роки тому +9

    গল্পটা শুধু শুনলাম না,চোখের সামনে ঘটে গেলো।এত শুধু পরিবেশন।
    অসংখ্য ধন্যবাদ।

  • @Tiyas005
    @Tiyas005 9 місяців тому +11

    গল্প শুনতে শুনতে নানান সময় আমার শরীরের বিভিন্ন স্থানে কেমন যেন কাঁটা দিয়ে উঠল। মনের অবস্থা কীরকম সেটা নিশ্চয় সবাই বুঝতে পারছেন।

    • @kaushikghosh4703
      @kaushikghosh4703 8 місяців тому +1

      আমারও ঠিক তাই। তাই দুটোর সময় গল্প টা শোনা শেষ করলাম। কাজেই মনের অবস্থা বর্ণনা করার মতো নয়।।

  • @loveforever3928
    @loveforever3928 2 роки тому +124

    🤩 "তারানাথ" নামটাই যথেষ্ট পুরো সপ্তাহোর অপেক্ষার ফল হিসাবে!

  • @raii1808
    @raii1808 2 роки тому +97

    অবশেষে অলাতচক্র আসছে ,,এই উপন্যাস টার প্রতি অদ্ভুত ভালোলাগা আছে,,যতবার পড়ি মন এক অনাবিল আনন্দে ভরে ওঠে আর সামনেই পুজো আসছে,,জমিদার দেবদর্শন বাবুর বাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপূজা আমাদের সবাইকে আবার সেই পুরোনো দিনের উৎসবের সঙ্গে একাত্ম করবে ☺️

    • @saptarshimukherjee8054
      @saptarshimukherjee8054 2 роки тому +4

      একদম মনের কথা বললেন। অলাত চক্র তে অদ্ভুত এক ভালোলাগা মাখা আছে।

    • @sayandeepghosh9178
      @sayandeepghosh9178 2 роки тому

      Eto valo uponyas ta o edit kore kore sesh kore dilo..

    • @roy6516
      @roy6516 2 роки тому +1

      Khub e sundor..bisesh kore Laxmi pujor raat ta

    • @raii1808
      @raii1808 2 роки тому

      @@saptarshimukherjee8054 haa ekdm e tai

    • @raii1808
      @raii1808 2 роки тому

      @@roy6516 haa☺️

  • @sreemoyeeshaw4480
    @sreemoyeeshaw4480 8 місяців тому +6

    মীরদার কন্ঠে তারানাথ তান্ত্রিকের গল্পের বর্ণনা সাথে দীপদার কন্ঠে অমর জীবন ❣️ সব নিয়ে যতবার শুনি প্রত্যেকটা লাইন , প্রত্যেকটা অনুভূতি চোখের সামনে দৃশ্যমান হয়ে ওঠে ❤❤

  • @a2z867
    @a2z867 2 роки тому +4

    সত্যিই কিছু জিনিষ এর ব্যাখ্যা হয় না। সান্ডে সাসপেন্স এর সত্যিই ব্যাখ্যা হয় না , এককথায় অসাধারণ, অনবদ্য ❤️❤️❤️🌻

  • @adityanaskar1320
    @adityanaskar1320 2 роки тому +10

    তারানাথ তান্ত্রিক ফিরছেন।😍😍
    এর থেকে ভালো খবর কিছু হতে পারে কি রবিবারে।😍❤

  • @wearemariners1889
    @wearemariners1889 2 роки тому +81

    কেউ যদি বলে Sunday suspense
    আমার মাথায় সর্ব প্রথম যার নাম আসে
    সে হলো তারানাথ তান্ত্রিক।।
    ❤🙏

    • @sumanpal7854
      @sumanpal7854 2 роки тому +1

      একদম টায়

    • @devil1486
      @devil1486 2 роки тому +3

      তার সাথে ফেলুদা ও আছে ।।।

    • @applecherrypie1080
      @applecherrypie1080 2 роки тому +1

      Accha apnader vaccine neya ache. Kar sathe katha bolchen kheyal korechen😳😳

    • @joy4580
      @joy4580 2 роки тому

      Same!!!

    • @wearemariners1889
      @wearemariners1889 2 роки тому +1

      @@devil1486 একদম ফেলুদা শুধু Sunday suspense না।
      রহস্য উপন্যাস বললেও ফেলুদার কথা ই সর্ব প্রথম মাথায় আসে।

  • @shubhadip173
    @shubhadip173 2 роки тому +119

    @RJ Deep .... চরিত্র টাকে সত্যিই অমর করে দিয়েছেন প্রাণ ঢেলে। নিয়মিত , অনবরত এই এতো high লেভেল এর পারফরম্যান্স ভাবা যাই না।

  • @sayeemshakil835
    @sayeemshakil835 Рік тому +11

    এই গল্পটা যত বার শুনি বারংবার অমর জীবনের সাথে তারানাথের পরের দেখা নিয়ে শুনতে মন চায়😢
    যদি আদৌও পরের পার্ট হয়ে থাকে দয়া করে শুনাবেন কৃতজ্ঞ থাকব।
    ধন্যবাদ এত সুন্দর একটি গল্প উপহার দেয়ার জন্য ❤🇧🇩🇧🇩

  • @dipranildas
    @dipranildas 2 роки тому +73

    56:02 আজকের গল্প জমজমাট, ফিরে আসবে তারানাথ।

    • @chaitalighosh8502
      @chaitalighosh8502 2 роки тому +2

      Plzzz bolun ki kore janlen?

    • @arnabdas3600
      @arnabdas3600 2 роки тому +1

      @@dr.neelrey2912 thank you.

    • @dipranildas
      @dipranildas 2 роки тому +2

      @@chaitalighosh8502 প্রথম কথা আমায় আপনি করে না বললেও চলে আর Google এ গিয়ে গল্পের নাম search করুন পেয়ে যাবেন।

    • @voltgaming2213
      @voltgaming2213 2 роки тому +1

      @@dipranildas হা ভাই

    • @user-jm4gw5wd1h
      @user-jm4gw5wd1h 2 роки тому +2

      56:03

  • @rohanneogi5262
    @rohanneogi5262 2 роки тому +15

    " অলাতচক্র" . কেনো জানি না এই পুরো উপন্যাসটা অদ্ভুতভাবে খুব ভালো লাগে। পুরানো গ্রাম বাংলার এত সুন্দর সহজ সরল বর্ননা আছে এটাতে! ফিরে যেতে ইচ্ছে করবে সেই পুরানো গ্রাম বাংলার সমাজে। আর এই "অমরজীবন" চরিত্রটা টা নিয়ে কিছু বলার নেই, অসাধারণ। আশাকরি মির্চি ধীরে ধীরে পুরো উপন্যাসটাই সানডে সাসপেন্স এ আনবে।

  • @SR-bn1mh
    @SR-bn1mh 2 роки тому +8

    তুলনাহীন এক গল্প। তারানাথ তন্ত্রিকের সবক'টা গল্প থেকে আলাদা।।❤️❤️❤️❤️

  • @akashmukherjee7385
    @akashmukherjee7385 Рік тому +9

    আমার এখনও অবধি শোনা সব গল্পের মধ্যে সেরা গল্প ❤️🙏

  • @pritambanerjeebuku
    @pritambanerjeebuku 2 роки тому +153

    অনবদ্য ❤️..."Psychic Ability" এবং "Hypersensitivity" টা কমবেশী কিছু মানুষের মধ্যে থাকে তবে এতটা পরিমাণে সেটা থাকাটা ঈশ্বরের পরম আশীর্বাদ 🙏🏻

  • @taniyasanyashi1930
    @taniyasanyashi1930 2 роки тому +22

    মীর দার গলায় তারানাথ তান্ত্রিক এর গল্প...........অসাধারণ 😌💜

  • @wtfshibaji1401
    @wtfshibaji1401 Рік тому +21

    কাদের কাদের Sunday suspense না শুনলে ঘুম আসে না,, ,,,, হাত তুলবেন 😊😊

    • @user-go6tl1dc1e
      @user-go6tl1dc1e 2 місяці тому

      হাত তুললে আপনি দেখতে পাবেন না

  • @akdas6129
    @akdas6129 2 роки тому +12

    অসাধারণ,🙏 অলৌকিক গল্পের মধ্যে শ্রেষ্ঠ সিরিজ তারানাথ তান্ত্রিক, আরো গল্প চাই

  • @wearemariners1889
    @wearemariners1889 2 роки тому +127

    উফফফ আমার সব থেকে প্রিয় চরিএ।
    ধন্যবাদ আজকের রবিবার টিতে একটি তারা যোগ করার জন্য।
    🔥

  • @sudipchakraborty3901
    @sudipchakraborty3901 2 роки тому +56

    36:12 বাঁকুড়ার ইন্দাসের ছেলে আমি। আমি গর্বিত বোধ করছি যে এতো বড়ো লেখক আমাদের গ্রামের নাম উল্লেখ করেছে এই গল্পে এবং মীর দার গলা থেকে এই গল্প শ্রবণ করলাম। আমার জীবন অর্ধেক সার্থক হয়েগেলো। ❤️❤️❤️

    • @nitishmahata6490
      @nitishmahata6490 2 роки тому +4

      স্বয়ং বিভূতিভূষণ তাঁর সারাজীবনটাই রানিবাঁধ, বান্দোয়ান, ঝিলিমিলি, সুবর্ণরেখার দু ধার সহ গোটা রাঢ় বাংলা ঘুরেই তো কাটিয়ে দিলেন।

    • @nitishmahata6490
      @nitishmahata6490 2 роки тому +6

      আমরা বাস্তবেই ভাগ্যবান, আমাদের এই জঙ্গল, বাঁশঝাড়, শাপলা শালুক, পুকুর, দিঘির জলের মরাল কে সাহিত্যের শ্রেষ্ঠ দরবারে পৌঁছে দিয়েছেন, বিভূতিভূষণ, শরৎচন্দ্র, জীবনানন্দ প্রমুখের মতো লেখকেরা।

  • @ghoshghosh6761
    @ghoshghosh6761 Рік тому +6

    Diehard of mir and Bibhutibhushan Bandopadhyay ❤️❤️❤️❤️
    There are legent

  • @madhupriyatakal547
    @madhupriyatakal547 2 роки тому +10

    তারানাথ তান্ত্রিক একটি খুব প্রিয় ভৌতিক সিরিজ ❤❤💕

  • @arunavadutta2304
    @arunavadutta2304 2 роки тому +1030

    দীপ দার স্বরে অমর জীবন চরিত্র টা সারা জীবনের মত সব শ্রোতাদের মনে অমর থেকে যাবে।
    Kudos to his talent!

    • @albertnewton4590
      @albertnewton4590 2 роки тому +13

      @@rajdipdas8254 tumi mone hoy notun suncho tai deep er gola bujhte paroni.... Vdo r description ta pore nao... Dekhbe okhane amar jiboner cast e deep er nam lekha...

    • @sparklingstar6972
      @sparklingstar6972 2 роки тому +16

      @@rajdipdas8254 if u can't figure out whose voice it is, u r definitely not a Sunday Suspense fan.

    • @sayansamanta5347
      @sayansamanta5347 2 роки тому +4

      @@rajdipdas8254 upni dekhun valo kore...

    • @ipsygypsy16
      @ipsygypsy16 2 роки тому +13

      সত্যিই দীপের ভয়েস মডিউলেশনের প্রশংসা করার ভাষা নেই। উনিই ওনার তুলনা। 🙏

    • @pallabprasadk2720
      @pallabprasadk2720 2 роки тому

      💚

  • @somhazra4158
    @somhazra4158 2 роки тому +214

    "অলাতচক্র" প্রথম ভাগটা,এই গল্পটি তারানাথের বাবা বলবে। ধন্যবাদ Mrichi bangla কে আমাদের এত ভালো গল্প দেবার জন্য❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @BangalirVAPEadda
      @BangalirVAPEadda 2 роки тому +2

      Eta repeat ageo hoyeche eta

    • @SUKHDEBADHIKARI
      @SUKHDEBADHIKARI 2 роки тому +4

      @@BangalirVAPEadda no

    • @BangalirVAPEadda
      @BangalirVAPEadda 2 роки тому

      @@SUKHDEBADHIKARI yes sir!! Let’s have a bet

    • @krishnendumaji9113
      @krishnendumaji9113 2 роки тому +5

      @@BangalirVAPEadda na hoini bet lagan ja bet lagaben ami 8 bochor dhore sunday suspense sunchi
      Apni hoito onno kono channel e sunechen ekhane amar jibon golpo ta first hochhe

    • @BangalirVAPEadda
      @BangalirVAPEadda 2 роки тому

      @@krishnendumaji9113 8 years?? I am listening to these beautiful brilliant stuffs since June/july 2009 !! 12 years!! Since the it started!! Proti ta story er por I download it with date and time so I can easily beat you but no point in shaming someone over a small thing….believe me when I am saying it’s repeated!! Apni purono ta khuje hoyto paben na because it’s probably deleted and then repeated today….

  • @prasenjitmajee
    @prasenjitmajee 3 місяці тому +2

    Amarjiban r Debdarshan..... Best in sunday Suspense❤❤

  • @parthamondal7192
    @parthamondal7192 2 роки тому +28

    অমর জীবনের কন্ঠ সমস্ত শ্রোতার কাছে অমর হয়ে থাকবে 👍👍👍

  • @gargighosh5870
    @gargighosh5870 2 роки тому +10

    অসাধারণ এবং অনবদ্য ❤️
    সত্যই যদি জীবনে কোনোদিন ' অমর জীবন ' নামক মানুষ রুপধারী ঈশ্বরের সাক্ষাত পেতাম ... ' এটা ভাবতেই একটা অপার শান্তি পাচ্ছি।
    আরো উপরি পাওনা পেয়ে গেলাম ' বাঁকুড়ার ইন্দাস ' এই জায়গাটির উল্লেখ গল্পে আছে শুনে.. আমার মামাবাড়ি ❤️
    কল্পনার আকাশে নিজেকে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের গল্পের একজন চরিত্র মনে হচ্ছিল তখন...

    • @debjyotidutta582
      @debjyotidutta582 2 роки тому

      Hmmmm gargi. ..u r stunning. .... Imagine beung immortal and unlimited ......fun

    • @tanmoyde6733
      @tanmoyde6733 Рік тому

      ও তাই জানতাম না ।। জয়পুর, বাঁকুড়া তে ঐ রকম অনেক গল্পঃ কিছুই আছে

  • @alpanaghosh7073
    @alpanaghosh7073 2 роки тому +341

    অমর জীবনের কণ্ঠে দীপের স্বর ভারী মিষ্টি লেগেছে। খুব ভালো 👍👍👍👍👍💓

  • @LukuDas-xx2ft
    @LukuDas-xx2ft 6 місяців тому +2

    Golpo ti আগেও শুনেছি অনেক bar ।আজ আরেক বার শুনলাম । জেনো মণে হয় তারানাথ তান্ত্রিক সত্যিই বাস্তবে আছেন
    আজ ঠাকুমার কথা খুব মনে পড়ছে 😢🖤🙏 🥀

  • @moniruzzamanshimul3728
    @moniruzzamanshimul3728 3 місяці тому +3

    জগৎ এ মাতৃ শক্তি একটা বিরাট শক্তি কেও তাকে লঙ্গন করতে পারেনা❤

  • @chgh13
    @chgh13 2 роки тому +282

    36:12 সত্যিই কোনো গল্প-কাহিনীতে নিজের এলাকার নাম উল্লেখ থাকলে এক দারুন আনন্দ লাগে। 😍😍
    ইন্দাস, বাঁকুড়া 💗

  • @real_apurba
    @real_apurba 2 роки тому +30

    অনেকদিন পর আসলেন “তারানাথ তান্ত্রিক”, খুবই ভালো লাগল।

  • @stsamalbagdi1439
    @stsamalbagdi1439 2 роки тому +12

    প্রতিদিন এতো গল্প শুনি ভালো লাগে ঠিকই, কিন্তু আজ যেনো বড্ড বেশি ভালো লাগলো, গল্পতে উল্লেখ করা বাঁকুড়া জেলার ইন্দাস এ আমার বাড়ি 😍😍😍😍
    একটা গ্রাম কে গল্পে তুলে ধরার জন্য আপনাদের অনেক ধন্যবাদ 🙏🙏

    • @akashbagdi2851
      @akashbagdi2851 Рік тому +1

      আমার ও ইন্দাস এ বাড়ি

  • @ab89shek
    @ab89shek Рік тому +20

    A very good and strange thing about this story is -
    Sunday Suspence is narrating
    Mr. Taradas Bandopadhyay's story;
    he is telling Taranath Tantrik's story;
    Taranath is narrating his father's
    and sometimes
    his father is narrating
    his mother's narratives...
    It's like five generations altogether...
    👌👌👌❤️🙂

    • @DiabloNemes
      @DiabloNemes Рік тому

      And more strange is Amarjibon…

  • @subhajitsarkar6403
    @subhajitsarkar6403 2 роки тому +52

    Amar Jiban is Embodiment of Lord Krishna, The Divine Entity. 🙏🏼🙏🏼🙏🏼

  • @Shorts_Videos501
    @Shorts_Videos501 2 роки тому +42

    Sunday suspense এর নেশা হয়ে গেছে,,,, তারানাথ তান্ত্রিক এর গল্প দেবেন 🙂💝

  • @putulmollick9462
    @putulmollick9462 Рік тому +1

    Taranath tantrik bayali der mone sara jibon theke jabe ata amar puro biswas taranath tantrik protita golpo akdom mon chuye jai ar taranath tantrik er voices just wow ar pirchi bangla sei golpo gulo ke aro interested banie diyeche amader ato sundor golpo share korar thanks you mirchi bangla....and we always support you mirchi bangla...

  • @lovemeorleaveme1961
    @lovemeorleaveme1961 2 роки тому +3

    সব কিছুই যথারীতি সুন্দর ও নিখুঁত। নতুন করে প্রশংসা করার কিছু নেই, তবু বলতে হচ্ছে অমর জীবনের মিষ্টি নিরুদ্বিগ্ন কন্ঠস্বর টি অপূর্ব লাগলো।

  • @madhurimadas8438
    @madhurimadas8438 2 роки тому +17

    গল্পেও বৃষ্টি , আর বাস্তবেও💖

    • @amitmaji4918
      @amitmaji4918 2 роки тому

      Enjoy

    • @applecherrypie1080
      @applecherrypie1080 2 роки тому +1

      গল্পেও জন্মাষ্টমী, কাল ও জন্মাষ্টমী। জন্মাষ্টমী তে বৃষ্টি compulsory😐

  • @prosenjitbhattacharya2649
    @prosenjitbhattacharya2649 2 роки тому +9

    "জন্মাষ্টমীর ছুটি"..আর কালকেই জন্মাষ্টমী! বাহ্!!

    • @applecherrypie1080
      @applecherrypie1080 2 роки тому +1

      আচ্ছা যেটাই আমি কমেন্টে লিখতে চাই, আমার আগে অন্য কেউ সেটা লিখে ফেলে।☹️☹️ ভাললাগেনা ব্যাং😤😤

    • @prosenjitbhattacharya2649
      @prosenjitbhattacharya2649 2 роки тому +2

      @@applecherrypie1080 eta amar satheo hoy madam 😂😂

  • @soumiksarkar619
    @soumiksarkar619 2 роки тому +2

    No doubt eta amr jiboner shona sera sunday suspense ❤

  • @role-x2525
    @role-x2525 2 роки тому +13

    Deep da is great 👌
    অমর জীবনের গলাটা এত সুন্দর আর মিষ্টি শুনে মন ভালো হয়ে যায়

  • @minarozario8781
    @minarozario8781 2 роки тому +8

    তারানাথ তান্ত্রিক... এক অসাধারণ সৃষ্টি। আজও এর মুগ্ধতা কাটিয়ে উঠতে পারিনি।

  • @tomcruise3580
    @tomcruise3580 2 роки тому +71

    ওহ্, আবার আরেকটি রোমাঞ্চকর গল্প। আনন্দের ভাষা হারিয়ে ফেলেছি। "REMINDER ON" করে রেখেছি শুরু হওয়ার অপেক্ষায় সময় গুনছি।

  • @Rumaapal
    @Rumaapal 2 роки тому +9

    তারানাথ তান্ত্রিক চরিত্র টা সত্যিই অসাধারণ ❤️

  • @cnnicnbcci
    @cnnicnbcci 2 роки тому +65

    তারানাথ মানেই আলাদা ব্যাপার ! " অলাতচক্র" উপন্যাসটাও শোনার জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।

  • @gourangabasak1072
    @gourangabasak1072 2 роки тому +21

    আমার শোনা তারানথ তান্ত্রিক series এর মধ্যে এইটা হলো best,best, আর best.
    Last 2 min এর part টুকু শুনে গায়ের লোম দাড়িয়ে গিয়েছে ৷

  • @Nandita_Shil
    @Nandita_Shil 2 роки тому +23

    সেই চোখ বন্ধ করে শরীর হালকা হয়ে যাওয়া, আর 40 বছর আগে 45 বছর 40 বছর পরে 45 বছর ভাবতেই অবাক লাগছে। এটাই বোধহয় ছিল সানডে সাসপেন্স এর ধামাকা। 🌼😊❤️

  • @kakaliranu5712
    @kakaliranu5712 2 роки тому +9

    বাংলাই inception...
    গল্পের ভিতরে গল্প,তার ভিতরে গল্প আবার তার ভিতরে গল্প

  • @soumighosh8330
    @soumighosh8330 2 роки тому +215

    এক কথায় অনবদ্য 🌸 এখন মনে হচ্ছে, বেশ অমর জীবনের মতো একজন মানুষের সান্নিধ্য যদি পাওয়া যেত!!💐

    • @arghyagaming8632
      @arghyagaming8632 2 роки тому +3

      Hello

    • @arnabsinghachowdhury3518
      @arnabsinghachowdhury3518 2 роки тому +2

      Thik bolechen kintu Amar jiboner moto manush ele Amra khub sadharon bhabe take accept korbo hoyto pagol bhebe kichuta birokto hobo Ebong avoid korbo karon amader asepashe fraud manush jebhabe ache tate asol manush er sanniddho peleo bojh day.....

    • @soumighosh8330
      @soumighosh8330 2 роки тому +2

      @@arnabsinghachowdhury3518 Khub sotyi kotha.... tobuo Ramanath er moto amrao hoyto pore bujhbo...

    • @goutamghosh8281
      @goutamghosh8281 2 роки тому +4

      Amar jibon er moto bhogoban er sathe dekha pete gele amader nijeder keo tar joggo hisabe vabte hobe. Bojha te parlam to. Noy to jodi dekha hoeao thake to kono dino bujhtei parboie naa.

    • @ajobkahani8048
      @ajobkahani8048 2 роки тому +1

      Ami achi to😂😂😂

  • @sampritsarkar615
    @sampritsarkar615 2 роки тому +11

    সব চেয়ে মুগ্ধ হলাম আজ।।।সত্যি গল্পঃ টা পুরো মন ছুঁয়ে গেলো।।এতঃ সুন্দর যে মুখে তা বলে বোঝানো যায়না

  • @sajuahmod3910
    @sajuahmod3910 2 роки тому +3

    এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে
    তুমি কাঁদিবে ভূবণ ♥️

  • @bikrampatra8302
    @bikrampatra8302 2 роки тому +6

    অমর জীবন এর ভয়েস টি খুব খুব সুন্দর!! কানে বাজছে ❤️❤️❤️

  • @purbicreation3693
    @purbicreation3693 2 роки тому +151

    অমর জীবন চরিত্রটি just মন ছুঁয়ে গেল 😌❣

    • @somnathmondal2972
      @somnathmondal2972 2 роки тому +2

      Akmot

    • @somnathmondal2972
      @somnathmondal2972 2 роки тому +2

      Amor jibon ar fan hoye gelm

    • @soulforever6260
      @soulforever6260 2 роки тому +7

      Amr mone hoy amar jibon taranather choto dadu j sonnas niechilo

    • @bishaldtt
      @bishaldtt 2 роки тому +3

      @@soulforever6260 Ha ota uni e...Olatchakra boitate somvoboto eta onno kothao ullekh kora hoechilo

    • @purbicreation3693
      @purbicreation3693 2 роки тому +1

      @@soulforever6260 Amar o mone ho66ilo😌.. Ki jni jnina..😅

  • @reshmekhatun5422
    @reshmekhatun5422 2 роки тому +13

    গল্প টা এক সপ্তাহ আগে পড়েছি।আজ আবার মীর দার কন্ঠে শুনব।

  • @Bird__Nest
    @Bird__Nest 11 місяців тому +1

    তারানাথ তান্ত্রিক জিন্দাবাদ 🙏
    প্রণাম নিও ঠাকুর 😊

  • @subhadipbhaumik9846
    @subhadipbhaumik9846 2 роки тому +1

    Ek kothay osadharon...❤️❤️ Ek onno jogote hariye giyechilam kichu khon er jonno ❤️❤️ Taranath tantrik er golpo gulor moddhe ekhono porjonto eta best legeche ...❤️❤️👌👌 Jara ekhono sonenni eta ....Tader sobaike ektu somoy niye ei golpo ta shonar onurodh korlam...❤️❤️❤️🙏🙏🙏
    Darun darun ekta golpo .❤️❤️❤️❤️

  • @soumenbarman1883
    @soumenbarman1883 2 роки тому +16

    রবিবার মানেই Sunday Suspense.. আর তারানাথ তান্ত্রিক এর কোন তুলনায় হয় না ☺☺

  • @soumyajitsaha4314
    @soumyajitsaha4314 2 роки тому +24

    হালকা ঠান্ডা ঠান্ডা পরিবেশ, চিকেন এবং তার সাথে তারানাথ তান্ত্রিক, উফফ জমে ক্ষীর 😇😍

  • @SR-bn1mh
    @SR-bn1mh 2 роки тому +6

    "অমর জীবন ২" হোক।🤗❤️

  • @aisawriyabhowmik9674
    @aisawriyabhowmik9674 2 роки тому +3

    Asadharon galpo darun laglo 👌👌 r Dip Dar voice awesome ♥️♥️

  • @madhumitadatta7548
    @madhumitadatta7548 2 роки тому +68

    উপস্থাপনা অসাধারণ, সানডে সাসপেন্স এক কথায় অনবদ্য, অসাধারণ। শুনতে শুনতে চরিত্রগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে।

  • @PuspenduMondal420
    @PuspenduMondal420 2 роки тому +24

    Finally "তারানাথ তান্ত্রিক" Is Back...❤️🔥
    তারানাথ তান্ত্রিকের গল্প গুলো এক একটা আলাদাই Level এর|শুনতে'ও দারুন লাগে| "Taranath Tantrik'S all story are Masterpiece! ❤️🔥

  • @amiyachatterjee7215
    @amiyachatterjee7215 Рік тому +9

    2022 এ এসেও গল্পটা শুনছি। আগের বছরেও শুনেছিলাম। তখনও ভালো লেগেছে আর এখন আরও ভালো লাগছে ❤❤❤❤❤

  • @mdnahidulislam755
    @mdnahidulislam755 Місяць тому

    বাংলাদেশ থেকে ইউটিউবের সৌজন্যে তারানাথ তান্ত্রিক এর প্রত্যেকটা এপিসোড শুনে চলেছি।
    অমর জীবন অসাধারণ এর চেয়েও অনেক বেশি অসাধারণ❤ধন্যবাদ মীর দা এবং সানডে সাসপেন্স টিমকে❤বাংলাদেশ থেকে আপনাদের জন্য অনেক ভালোবাসা রইলো😊❤

  • @subhadipdubey5484
    @subhadipdubey5484 2 роки тому +49

    অপূর্ব অপূর্ব মুগ্ধ হয়ে শুনে গেলাম ❤️❤️❤️🙏🙏🙏

  • @siddharthamukherjee1354
    @siddharthamukherjee1354 2 роки тому +14

    যাক এতদিনে প্রখররুদ্র আর তারানাথ তান্ত্রিক এর ডিফারেন্স টা বুঝতে পেরেছে নতুন মিরছি টিম।
    ধন্যবাদ ❤️

  • @namrataroysarkar7061
    @namrataroysarkar7061 2 роки тому +6

    অমর জীবন কে কেমন একটা ভালোবেসে ফেলেছি ❤️ ।

  • @NABAMITA619
    @NABAMITA619 8 місяців тому +1

    Taranath tantrik hisebe mir sir to onoboddo tobe amar jibon hisebe deep sir arekta porom prapti😍
    Onar ullek debdarshan ar pasang mara golpo guli teo royeche...
    Amar jibon emon ekta charitro jake kono bisheshon diyei bojhano jabena...
    Etoi sundor otocho rahasyomoy❤
    Uni swoyong taranath tantrik er jonmer gonona korechilen...😇
    Eta arekta karon ei charitro ti ke bhalo lagar...😇
    Thank you to team SS and sri Taradas Bandhopadhay😊❤

  • @rumanhossain9379
    @rumanhossain9379 2 роки тому +9

    Anekdin por akta moner maton golpo sunlam❤

  • @rayton0p007
    @rayton0p007 2 роки тому +43

    ভাবলাম ঘুমনোর আগে একটা গল্প শুনে নি 🌝🤲এই গল্পের ক ক্লাইম্যাক্স এ ঘুম উড়ে গেলো🔥🔥❤️just goosebumps

  • @anupamnag3165
    @anupamnag3165 2 роки тому +2

    Just osadharon golpo .. dhonnobad team sunday suspense eto sundor golpo upohar deoyar jonno..apnader joy hok..

  • @devilfry4188
    @devilfry4188 4 місяці тому +2

    বিগত দুই বছর ধরে শুনছি কিন্তু যতবার ই শুনি প্রতেকবার অবাক হই😶

  • @ahammedfaysal8348
    @ahammedfaysal8348 2 роки тому +5

    Olatsokro golpe porchilm.....omor jibon er ktha....just amazing ❤️

  • @priyabratamukherjee
    @priyabratamukherjee 2 роки тому +40

    অসাধারণ একটা গল্প শুনলাম। অমর জীবন গল্পটিও কিন্তু 2021 সালের সেরা গল্প হওয়ার দাবি রাখছে।

  • @sayantanpaul5529
    @sayantanpaul5529 2 роки тому +1

    sunday susupense ta amazing jodi taranath tantrik er galpo hoye....
    choke jol chole ashe ato shundor galpo shune

  • @sudipkomerpatro997
    @sudipkomerpatro997 4 місяці тому +2

    আমার সোনা সেরা গল্প ❤️❤️❤️

  • @foodfestival7234
    @foodfestival7234 2 роки тому +29

    ❤ পুরোনো ছন্দে ফিরে এসেছে সান্ডে সাসপেন্স ❤

  • @sanotkumarhalder337
    @sanotkumarhalder337 2 роки тому +18

    এরকম অমর জীবন যেনো সকলের জীবনেই আসেন। যেমন কৃষ্ণ এসেছিল সারথি হিসেবে অর্জুনের কাছে।

    • @JOPAYU01
      @JOPAYU01 Рік тому +2

      অমরজীবন বলেছেন তারানাথের বংশে ভগবানের আশীর্বাদ আছে 😇
      আপনার বংশেও ভগবানের কৃপা থাকলে নিশ্চিত পাবেন

    • @sanotkumarhalder337
      @sanotkumarhalder337 Рік тому +1

      মানুষের কর্মই তো মানুষের জীবনকে অমর করে রাখে, যতটা সম্ভব ভালো কর্ম করার চেষ্টা করি, বাকি টা তার দয়া।

  • @anikahmed7473
    @anikahmed7473 2 роки тому +9

    কত বার যে শুনলাম, তার কোনো হিসাব নেই কিন্তু যতবার শুনি ততবারই ভালো লাগে।। ❤🖤

  • @sayantiadhikary3371
    @sayantiadhikary3371 2 роки тому +4

    চোখ বন্ধ করে একটা অসাধারন সিনেমা দেখলাম❤️❤️ ধন্যবাদ টীম Sunday suspense ❤️

  • @Biplabworld.673
    @Biplabworld.673 2 роки тому +9

    Ufff.... 😊😊😊❤️অনেক দিনের বাসনা আজ পূর্ণ হবে কবে শুনেছিলাম তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক সিরিজ আজকে তার অপেক্ষার অবসান হবে আশা করি খুব ভালো হবে❤️ আজকের রবিবার টা যেন পূর্ণ হলো🙏