Description না দেখলে জানতেই পারতাম না যে , --- আওয়াৎ লাল এর চরিত্রে কাঞ্চন দা😮!!!! আসলে আমরা কাঞ্চন দা মাত্রই বুঝি সদা হাস্যমান চরিত্র। কিন্ত এরকম একটা কুটিল ক্রুর চরিত্রে যে কাঞ্চন দা এভাবে মিশে যাবে --- just ভাবতে পারিনি।কাঞ্চন দা অসাধারণ প্রতিভা।আর সেই প্রতিভাকে আমাদের সাথে আরো বেশী বেশী পরিচয় করে দিচ্ছে "গপ্পো মীরের ঠেক"। ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই টিমকে তথা মীর দাকে।অনবদ্য। ❤❤ আমার মতো কে কে বুঝতে পারেন নি( Description না দেখে) like করুন please.
তারানাথ তান্ত্রিকের ছোট গল্পগুলোতে মন ভরে না।গপ্প মীরের ঠেকে এই প্রথম তারানাথ তান্ত্রিক এর একটি উপন্যাস নিয়ে আসার জন্য মীর ভাইজান আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
"তারাদাস বন্দ্যোপাধ্যায়ের" লেখা এমন শক্ত বাঁধনে বাঁধা শুনলে বা পড়লে মনে হয়,আমি বাঁধন ছেড়া নৌকার মতো ভেসে যায় গল্পের অতল সামুদ্রে! সত্যি বিকল্পহীন উপস্থাপনা হতে চলেছে " আশ্চর্য দুনিয়া"। ❤️😊
ব্যোমকেশ যেমন শুধুই গোয়েন্দা না, তার কাহিনীতে মানব সমাজের মানুষের ভদ্র লোকের মুখোশের আড়ালে অন্ধকার কোনর অপরাধের চিত্র ফুটে ওঠে যা শুধুমাত্র একটি গোয়েন্দা কাহিনী তৈরি হয় না... তেমনি তারানাথ শুধুমাত্র একজন তান্ত্রিক নয় তারানাথ বলে সমাজ ও মানুষের মনের অন্ধকার কোন থেকে উঠে আসা আশা-আকাঙ্ক্ষা চাওয়া- নাপাওয়া নিয়ে গল্প। সাথে মিশে থাকে সমাজের কাহিনী ধর্মের সাথে অধর্মের লড়াই, ঈশ্বরের আশীর্বাদ ও মানুষের ঈশ্বরের থেকে দূরে সরে মানবিকতার বিরোধী শয়তানের সান্নিধ্য লাভের আশা। আর এখানেই মীর দার পরিবেশনের গুনে আমাদের মানস ও কর্ণ তৃপ্তি। না হলে তো আজকাল তারানাথ কে কিছু আনাড়ি লেখক ও পরিবেশক তাদের ফিকশনে সুপার হিরো বানিয়ে ফেলেছে গল্পের নামে এক্কেবারে ☣️💩🤢🤮
বাংলাদেশ থেকে বলছি। আপনার সকল গল্পই আমার শোনা। খুবই চমৎকার উপস্থাপনা। ছোট্ট একটা রিকোয়েস্ট; বাংলাদেশের হুমায়ূন আহমেদের অনেক উপন্যাস ছোট গল্প রয়েছে যা খুবই দারুন। ওগুলো প্রচার করলে ভালো লাগতো। আশা করছি বিষয়টি আমলে নেবেন। ধন্যবাদ ❤
আজকাল মির'দার কণ্ঠ না শুনলে ঘুমাতে পারি না। বার বার চ্যানেলে ঢুকে খুজতে হয় কোন গল্পটা কম বার শুনেছি। শোনা গপ্পো আবার শুনি। বাংলাদেশ থেকে ঠেকের জন্যে ভালবাসা। ❤
বছরের শেষ টা জমিয়ে দিয়েছে গল্প মীরের ঠেক😍❤ ব্যোমকেশ আর তারানাথ তান্ত্রিক দিয়ে বছরের শেষ মনটা ভরে গেছে ❤❤❤ অনেক অনেক অনেক ভালোবাসা মীর দা আপনাকে আর আপনার ঠেকের সব সদস্যকে 🤗
গত বছর ভীষণ অসুস্থতাজনিত কারনে টানা ১৮ দিন আইসোলেশনে থাকা অবস্থায় এই তারানাথ তান্ত্রিক গল্পের খোজ পাই। গল্প শুনতে শুনতে কীভাবে দিন কেটে গেল টেরই পেলাম না। যদি গল্পগুলো না পেতাম কীভাবে যে একা একা এতটা দিন কাটাতাম গল্পগুলোর প্রেমে তখন থেকেই পরেছিলাম। বছর শেষে ভালোই লাগলো ❤❤
Dear Mir, I'm from Bangladesh. I have never seen you face to face,but listening your voice since 2014.im very greatful to you.once i used to read a lots of story books.in order to survive in the battle of life, the habit has to be dropped.but Im not completely separated from Bengali literature because of you.Thank you for giving the best stories of Bengali literature.
@@realmir একদম ভিন্ন এবং অসাধারণ। প্রিয় স্যার আপনার প্রতিটি গল্পের জন্য আমি অপেক্ষা করি।আল্লাহ পাকের কাছে দোয়া করি আপনি শ্রোতারদের মাঝে আরো ভাল ভাল গল্প উপহার দিতে পারেন।
বছর শুরু তে যে এতো সুন্দর একটা গল্প উপহার পাবো মীর দার থেকে সেটা খুবই ধন্যবাদ দিলেও কম হবে মীর দা কে ,, love u মীর দা ❤,,, তারানাথ তান্ত্রিক এর আরো এমন গল্প আপনার গলা তে শুনতে চাই 🫶🏻😌।।
মীর দা, তুমি আমাদের সবার মনের আশা পূরণ করেছো এর জন্য তোমাকে ধন্যবাদ.. আরেকটি চাওয়া তোমার কাছ থেকে আছে, একেন বাবু আর ভুবন ঠাকুর এই দুইটি চরিত্র নিয়ে আসো।
আসলে সবই মা তারার ইচ্ছে, আমি এই মুহূর্তে তারাপীঠ যাচ্ছি, ট্রেনে রইছি, আর আশ্চর্য দেখুন এই গল্পোটা আমার শোনা হয়ে ওঠে নি, ঠিক ট্রেনে যেতে যেতে মনে হলো শুনে নি, আর দেখুন সেই তারাপীঠের উল্লেখ পেলাম..😌🌺 জয় মা তারা, সবই তোমার ইচ্ছে মা।।❤️🙏
এই গল্পটি যেন অনবরত ভাজ ভেঙে চলা একটা নতুন কাপড়ের সুগন্ধ।অথবা একটা বয়ে চলা স্রোতস্বিনী।কি অসাধারণ কথাকল্প।ভাষার মধ্যে অজস্র সুন্দর কথা সাহিত্য ও জীবনবাস্তবতার ছন্দ।এমন সুন্দর মানানসই নিভৃত ব্যাকগ্রাউন্ড মিউজিক,এমন সাবলীল ও অকৃত্রিম কন্ঠ।ঘটনা ও ভাষার এমন সহজ বহমানতা মনকে প্রশান্তি দেয়।মীর ভাইকে আমার সালাম।❤❤❤
আগামী বছরেও যেন এমন ভালো ভালো সব গল্প পাই,,,,শুভকামনা রইলো। আর মিরচিতে অনেকবার বলেছি তোমাকেও বলছি পারলে "কালের মন্দিরা" গল্পটা পরিবেশন করার চেষ্টা করো।
ভগবান ও মনে হয় কল্পনা করতে পারেনি, এমন একটা অকল্পনীয় উপহার মীর দা সকল ভক্তদের জন্য বছরের একেবারে শেষে উপহার দেবেন।আসলে ভগবান সত্যিই মঙ্গলময়, উনি সব ই উপর থেকে দেখছেন আর মিটিমিটি হাসছেন, ভগবান ও অধির আগ্রহের সাথে অপেক্ষা করছেন সেই দিনটার জন্য।
এই গল্পটা অন্যান্য তারানাথ এর গল্পের মতো না শেষ পর্যন্ত গিয়ে ও খুব ভাবছিলাম এই গল্পের দুটো ঘটনার মধ্যে কোনো একটা সূত্র থাকবে। তারানাথ এর সব গল্পের শেষেই একটা অদ্ভুত চমক থাকে যেটা এখানে পেলাম না
অনবদ্য। কিছু চরিত্র কিছু চরিত্রাভিনেতার সাথে এমনভাবে মিলে যায় , তার জায়গায় অন্য কাউকে আর ভাবা যায় না। মীর আর তারানাথ একদম সেইরকম। খুব উপভোগ করলাম গল্পটা। আশ্চর্য হচ্ছে, "তারানাথ তান্ত্রিক সমগ্র" বইটা তে কিন্তু এই গল্পটা খুঁজে পেলাম না যেটাতে তারানাথ এর সমস্ত অরিজিনাল গল্প থাকার কথা। তাহলে তার বাইরেও তারাদাস বন্দ্যোপাধ্যায় এর লেখা তারানাথ তান্ত্রিকের গল্প আছে !
মীর দা আমি তোমার সব গল্পই শুনি কিন্তু আমার সব থেকে প্রিয় তারানাথ তান্ত্রিক, এর গল্প সেটাও তোমার ভয়েসে। একটা প্রচন্ড ভয় এর গল্প তোমার কাছে আশা করলাম।❤❤❤❤❤
আওধলালের চরিত্রে সত্যিই কাঞ্চন স্যার এর থেকে ভাল আর কিছু করা সম্ভব নয়। ওনার অনেক কাজ দেখেছি, শুনেছি, কিন্ত এই চরিত্রের স্বরক্ষেপন ওনার শ্রেষ্ঠত্বের শিরপায় আরেকটি রত্ন যোগ করল। আপনাকে আরও অনেক নতুন নতুন রূপে শুনতে চাই। আর স্যালুট জানাই সেই মানুষ টাকে, যিনি সঠিক রত্নটি চয়ন করেছেন। মীর স্যার, আপনার তুলনা শুধুই আপনি ।দিন দিন নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। ❤❤❤❤❤❤
This, this is the voice that I missed. Mir sir, apni onek boro hon, ei parthona kori. Kotodin apnar golay taranath shunini. Ami purono guloi shune berachilam. Onek dhonnobad abar
অনেক ধন্যবাদ বছরের শেষে এমন উপহার এর জন্য! ❤ Mir dar কাছে আমার একটা অনুরোধ আগামী বছরে বিশ্ব সাহিত্যের ঐতিহাসিক উপন্যাস গুলো নিয়ে যদি কিছু কাজ করা যায় , যা আমাদের অনেকেরই পড়া হয়ে / শোনা হয়ে ওঠেনি ! ❤❤ ভেবে দেখবেন please. . . বিশ্ব সাহিত্যের ঐতিহাসিক উপন্যাস গুলো অনুবাদে রাজর্ষি sir অনবদ্য।❤❤
গল্প গুলো পুরোনো। অন্যান্য চ্যানেল এও আগে শুনেছি কিন্তু মির দার গলায় তারানাথ এর চরিত্ররোর কোনো তুলনাই হয়না। অসাধারণ সুন্দর প্রেসেন্টেশন। খুব ভালো লাগলো গল্প গুলো 💓👍🏼
Thank you for bringing such fantastic stories ! As a proud speaker of the Bengali language it's such a privilege to be able to understand these fantastic stories.
@@tamagoandrice_withoutsalt সাহিত্যটা বাংলা ভাষাতে লেখা হয়েছে পরবর্তীকালে অন্য ভাষা যেমন ইংরেজিতে ট্রান্সলেশন পেতে পারেন..আসল মূল ভাষাটি হল বাংলা এমন কি আপনি যে গল্পটা শুনছেন সেটাও বাংলা ভাষা সাথে রেকর্ডিং করা
@@Health_Vigyan আপনি ভাষা সমন্ধিত বিদ্বেষ অন্য কোথাও গিয়ে করুন । আমার ব্যক্তিগত ব্যাপার আমি কোন ভাষায় কথা বলবো লিখবো । ভাষা মানুষ কে একজোট করে , ভাগ নয় ।
Ajker eai first er diker rahashyamoy music ta er age Pasangmarai Sunechilam... Ufff !!!... Kothao jeno moner govir e sob kichue Ek sutre jorea royeche ❤❤❤
Mir Afsar Ali r golay tARANATH tANTRIK + Chari r Cha, muri makha, beguni + TT'r(Taranath Tantrik) bari te kuitta biral marka brishti= one of the best stories ever told at the best ambience to listen to at night while sleeping
বিজয় কৃষ্ণের মধ্যে কোথায় যেন একটু দেব দর্শনের ছোঁয়া পাচ্ছিলাম। শীতকাল হোক বা বর্ষার সময় তারানাথ তান্ত্রিক সব জায়গাতেই অনবদ্য। আর মীর দার গলায় তারানাথ তান্ত্রিক দিন দিন যেন জীবন্ত হয়ে উঠছে। সত্যি বলতে গল্পের বইতে গল্প পড়া এক জিনিস আর সেই গল্পটাই মীর দার গলায় শোনার অনুভূতিটাই আলাদা
Mir babu I joined this group , my wife is a fan of deep, but I joined my job when you joined mirchi , roj shokal aapni Bappi da ke nokol korten , aami shokal shokal aapnar radio shune jetsam, it was refreshing
Description না দেখলে জানতেই পারতাম না যে , --- আওয়াৎ লাল এর চরিত্রে কাঞ্চন দা😮!!!! আসলে আমরা কাঞ্চন দা মাত্রই বুঝি সদা হাস্যমান চরিত্র। কিন্ত এরকম একটা কুটিল ক্রুর চরিত্রে যে কাঞ্চন দা এভাবে মিশে যাবে --- just ভাবতে পারিনি।কাঞ্চন দা অসাধারণ প্রতিভা।আর সেই প্রতিভাকে আমাদের সাথে আরো বেশী বেশী পরিচয় করে দিচ্ছে "গপ্পো মীরের ঠেক"। ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই টিমকে তথা মীর দাকে।অনবদ্য। ❤❤
আমার মতো কে কে বুঝতে পারেন নি( Description না দেখে) like করুন please.
Indranath er character ta? Bhaba jay?
মীর সাহেব..
আমি দক্ষিণ কোরিয়াতে আছি..
এখন প্রচন্ড শীতে পাহাড়ি ঝর্ণার পাশে বসে আপনার গল্প শুনছি।
জানি না কখনও আপনাকে এই অনুভূতি বোঝাতে পারব কি না।
Bojhanor dorkar nai, sheet e morrow Tumi.
আপনাকে হয়তো এই কমেন্টে আগ বাড়িয়ে কিছু বলতে বলা হয়নি
You are lucky....
😂😂😊
@@sayemabdullah1953thik boleche
কাঞ্চন মল্লিক যেনো ঠেকের যেকোনো গল্পের চরিত্রের জন্য যথোপযুক্ত হয়ে উঠেছে। মীর দা এবং কাঞ্চন দা যুগলবন্দী অনবদ্য।
😂😂😂😂😂
তারানাথ তান্ত্রিকের ছোট গল্পগুলোতে মন ভরে না।গপ্প মীরের ঠেকে এই প্রথম তারানাথ তান্ত্রিক এর একটি উপন্যাস নিয়ে আসার জন্য মীর ভাইজান আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
"তারাদাস বন্দ্যোপাধ্যায়ের" লেখা এমন শক্ত বাঁধনে বাঁধা শুনলে বা পড়লে মনে হয়,আমি বাঁধন ছেড়া নৌকার মতো ভেসে যায় গল্পের অতল সামুদ্রে! সত্যি বিকল্পহীন উপস্থাপনা হতে চলেছে " আশ্চর্য দুনিয়া"। ❤️😊
গল্পের সময় সীমা - 01:48:11
ব্যোমকেশ যেমন শুধুই গোয়েন্দা না, তার কাহিনীতে মানব সমাজের মানুষের ভদ্র লোকের মুখোশের আড়ালে অন্ধকার কোনর অপরাধের চিত্র ফুটে ওঠে যা শুধুমাত্র একটি গোয়েন্দা কাহিনী তৈরি হয় না... তেমনি তারানাথ শুধুমাত্র একজন তান্ত্রিক নয় তারানাথ বলে সমাজ ও মানুষের মনের অন্ধকার কোন থেকে উঠে আসা আশা-আকাঙ্ক্ষা চাওয়া- নাপাওয়া নিয়ে গল্প। সাথে মিশে থাকে সমাজের কাহিনী ধর্মের সাথে অধর্মের লড়াই, ঈশ্বরের আশীর্বাদ ও মানুষের ঈশ্বরের থেকে দূরে সরে মানবিকতার বিরোধী শয়তানের সান্নিধ্য লাভের আশা।
আর এখানেই মীর দার পরিবেশনের গুনে আমাদের মানস ও কর্ণ তৃপ্তি।
না হলে তো আজকাল তারানাথ কে কিছু আনাড়ি লেখক ও পরিবেশক তাদের ফিকশনে সুপার হিরো বানিয়ে ফেলেছে গল্পের নামে এক্কেবারে ☣️💩🤢🤮
Opoooooooooooorbo....!! Abar kobe aschhen Taranath..... roj shunte ichchhe kore je..... jomiye rekhechhilam 1st Jan shunbo bole.
Hmmm
Hy
বাংলাদেশ থেকে বলছি। আপনার সকল গল্পই আমার শোনা। খুবই চমৎকার উপস্থাপনা।
ছোট্ট একটা রিকোয়েস্ট; বাংলাদেশের হুমায়ূন আহমেদের অনেক উপন্যাস ছোট গল্প রয়েছে যা খুবই দারুন। ওগুলো প্রচার করলে ভালো লাগতো। আশা করছি বিষয়টি আমলে নেবেন। ধন্যবাদ ❤
বকুল হয়ে যাক, কি বলেন?
শীতের রাতে কম্বলের তলায় শুয়ে কানের ear-phone এ তারানাথ তান্ত্রিক, আলাদাই অনুভূতি 🤩🤩🤩
দারুণ গল্প, অসামান্য উপস্থাপনা ❤🤍💙
😊
আমিও এখন সেভাবেই শুনছি ধন্যবাদ gmt
31 শে ডিসেম্বরের শীতের রাত, লম্বা ট্রেন জার্নি, ধোঁয়া ওঠা চা, কানে হেডফোন, আর মীরের গলায় তারানাথ তান্ত্রিক । মোক্ষলাভ, মোক্ষলাভ 🫀♥️
Kothai jacho
@@SubhajeetVlogsতাঁর মন সে যুথায় যাবেক যাক তুমি কি জন্য আখ বাড়িয়ে সুধাচ্ছো 😂😂😂
Wow
1:17:29 1:18:06 1:17:52 1:18:16 1:17:44 1:18:25 1:18:29 1:18:48 1: 1:32:55 18:31 1: 1:19:14 1:19: 1:19:17 :58 1:19:19 1:19:28 1:19: 1:19:49 1:21:03 :20:00 45 1:20: 1: 1:21:15 1:21:50 1:20:56 1:22:50
1:17:29 1:18:06 1:17:52 1:18:16 1:17:44 1:18:25 1:18:29 1:18:48 1: 1:32:55 18:31 1: 1:19:14 1:19: 1:19:17 :58 1:19:19 1:19:28 1:19: 1:19:49 1:21:03 :20:00 45 1:20: 1: 1:21:15 1:21:50 1:20:56 1:22:50
এতো সুন্দর বিজিএম আর ভয়েস কিভাবে হতে পারে? মাইন্ডব্লোয়িং জাস্ট।
আমি সানডে সাসপেন্স শুনি অনেক বছর ধরে ❤
একি গল্প! নাকি সত্যের অতীত হারিয়ে যাওয়া বর্ণনার পাঠ! কি সুন্দর! শ্রদ্ধা💕
আজকাল মির'দার কণ্ঠ না শুনলে ঘুমাতে পারি না।
বার বার চ্যানেলে ঢুকে খুজতে হয় কোন গল্পটা কম বার শুনেছি। শোনা গপ্পো আবার শুনি।
বাংলাদেশ থেকে ঠেকের জন্যে ভালবাসা। ❤
খুব ভালো লাগলো শুনে যে তোমার আমাদের গপ্পো এতো ভালো লাগে। শুনতে থেকো।❤
খুব খুব ভালো লাগলো।এতো সুন্দর তারানাথ তান্ত্রিকের গল্প আর কখনো শুনিনি।আর অতিরিক্ত পাওনা মীর ভাই এর গলায় গল্পটা শোনা। অনেক ধন্যবাদ আপনাকে।
😂
বছরের শেষ টা জমিয়ে দিয়েছে গল্প মীরের ঠেক😍❤ ব্যোমকেশ আর তারানাথ তান্ত্রিক দিয়ে বছরের শেষ মনটা ভরে গেছে ❤❤❤ অনেক অনেক অনেক ভালোবাসা মীর দা আপনাকে আর আপনার ঠেকের সব সদস্যকে 🤗
Ekdom tik
তোমার জন্যও অনেক ভালোবাসা রইলো আমাদের তরফ থেকে।
@@realmir mir da godhuli didi brassier pore
@@realmir brassiere*
@@realmir brassiere mne women's undergarment for covering and supporting the breasts. Bujhle?? It is often shortened to: Bra.
গত বছর ভীষণ অসুস্থতাজনিত কারনে টানা ১৮ দিন আইসোলেশনে থাকা অবস্থায় এই তারানাথ তান্ত্রিক গল্পের খোজ পাই। গল্প শুনতে শুনতে কীভাবে দিন কেটে গেল টেরই পেলাম না। যদি গল্পগুলো না পেতাম কীভাবে যে একা একা এতটা দিন কাটাতাম গল্পগুলোর প্রেমে তখন থেকেই পরেছিলাম। বছর শেষে ভালোই লাগলো ❤❤
যেন কয়েক বছর হয়ে গেলো, তারানাথ তান্ত্রিক এর গল্প শোনা হয়েছে💔 ধন্যবাদ তারানাথ তান্ত্রিক এর আরো একটা এপিসোড দিবেন বলে❤️❤️
শীতের রাতে কম্বলের তলায় শুয়ে কানের ear-phone এ তারানাথ তান্ত্রিক, আলাদাই অনুভূতি 🤩🤩
কেমন অনুভূতি
বছর শেষে অপেক্ষার অবসান. . আমাদের প্রিয় তারানাথ তান্ত্রিক তাও আবার মীর দার কন্ঠে...আর কী চাই!!🤩✨❤
পুরনো বছরের শেষে ও নতুন বছরের শুরুতে এরকম একটি দীর্ঘ তারানাথ তান্ত্রিক এর গল্পঃ উপহার হিসেবে দারুন।
একমত
Dear Mir,
I'm from Bangladesh. I have never seen you face to face,but listening your voice since 2014.im very greatful to you.once i used to read a lots of story books.in order to survive in the battle of life, the habit has to be dropped.but Im not completely separated from Bengali literature because of you.Thank you for giving the best stories of Bengali literature.
❤❤❤❤❤❤
"I am also from Bangladesh."
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
মীর দা খাস খবর মনে আছে ❤❤❤❤
I am fan of Mir the time of Khas khobor, radio mirchi till now same attraction
অধীর আগ্রহে অপেক্ষা করছি আজ কত দিন পর প্রিয় চরিত্রের তারানাথ তান্ত্রিকের সেই ভারি গলায় হারিয়ে যাব।
ধন্যবাদ গপ্পো মিরের ঢেক।
❤
কেমন লাগলো গপ্পোটি?
@@realmir একদম ভিন্ন এবং অসাধারণ।
প্রিয় স্যার আপনার প্রতিটি গল্পের জন্য আমি অপেক্ষা করি।আল্লাহ পাকের কাছে দোয়া করি আপনি শ্রোতারদের মাঝে আরো ভাল ভাল গল্প উপহার দিতে পারেন।
আগে ছবি আঁকতে আঁকতে শুনতাম। এখন ফুচকা বেলতে বেলতে গল্প শুনি। ☺️💞ধন্যবাদ সুন্দর সুন্দর গল্প দেওয়ার জন্য 🙏💞😇😇
দুদিন আগেই তাঁরাপীঠ থেকে তাঁরা মায়ের দর্শন করে এলাম আর আজকে গল্প শুনছি 🙂জয় জয় তাঁরা মা 🙏
Joy ma tara
❤
বছর শুরু তে যে এতো সুন্দর একটা গল্প উপহার পাবো মীর দার থেকে সেটা খুবই ধন্যবাদ দিলেও কম হবে মীর দা কে ,, love u মীর দা ❤,,, তারানাথ তান্ত্রিক এর আরো এমন গল্প আপনার গলা তে শুনতে চাই 🫶🏻😌।।
মীর দা, তুমি আমাদের সবার মনের আশা পূরণ করেছো এর জন্য তোমাকে ধন্যবাদ.. আরেকটি চাওয়া তোমার কাছ থেকে আছে, একেন বাবু আর ভুবন ঠাকুর এই দুইটি চরিত্র নিয়ে আসো।
Kanchan sir as Awadhlaal is amazing. The whole team and voice selections are top notch.
kanchan sir er chehera ar Awadhalaler sushtho oboshithar cheherar anek mil 😀
গপ্পো মীরের ঠেক = নিঃস্বার্থের সঙ্গে খুশি করা..♥️
বলতে বাধ্য হলাম, বছরের শেষে এমন "আশ্চর্য দুনিয়া" র উপহারে হারিয়ে যেতে চাই!! 😩✨♥️
ভেবেছিলাম আমার তারানাথ এর সব গল্প শুনে বা পডা হয়ে গেছে। whay a pleasant surprise, অসাধারণ একটা সময় নিয়ে শুনলাম। ব্যাকগ্রাউন্ডে সাউন্ড খুব উপভোগ করেছি।
এই তারানাথ একটা নেশায় পরিনত হয়ে যাচ্ছে । specially মীর ভাইয়ের কন্ঠের তারানাথ! ❤️🌸🥰🇧🇩💕
ইশ্ তারাদাশ যদি বেঁচে থাকতেন আরো অনেক গল্প পেতাম ।🥹
Sotti😢
❤
No one can do Taranath Tantrik better than Sir Mir.
Thanks for this amazing presentation.
শীতের ঠান্ডায় কাঁথামুড়ি দিয়ে হেডফোন লাগিয়ে মীর দার তারানাথ তান্ত্রিক....ওহ দারুন...
আরো আরো তারানাথ তান্ত্রিক চাই! 🇧🇩❤️
জয় তাঁরা মা তাঁরানাথ তান্ত্রিক কের গপ্ল কি আনদ হচ্ছে ❤❤❤❤🌹🌹🌹
নতুন বছরের উপহার মীরদা বছরের শেষে দিলেন। অসম্ভব ভালোবাসি তারানাথ তান্ত্রিকের গল্প শুনতে আর অপেক্ষা করে থাকি আমরা সবাই।
ধন্যবাদ টিম মীরদা,
মির দার গলায়
কত দিন বাদ তারানাথ এর এতো বড়ো গল্প ❤🎉
বছরের শেষে জমে পুরো শীত
খুব খুব ধন্যবাদ 🥰🥰🥰🥰🥰
🥶🥶🥶🥶🥶🥶🥶
আসলে সবই মা তারার ইচ্ছে, আমি এই মুহূর্তে তারাপীঠ যাচ্ছি, ট্রেনে রইছি, আর আশ্চর্য দেখুন এই গল্পোটা আমার শোনা হয়ে ওঠে নি, ঠিক ট্রেনে যেতে যেতে মনে হলো শুনে নি, আর দেখুন সেই তারাপীঠের উল্লেখ পেলাম..😌🌺
জয় মা তারা, সবই তোমার ইচ্ছে মা।।❤️🙏
তারানাথ তান্ত্রিক 😊 ,,,, খুব খুশি হয়েছি...
শুনেছি --"যার শেষ ভালো তার সব ভালো❤️😊"
"তারানাথ তান্ত্রিক " এর গল্প শোনার লোভ উপেক্ষা করা অসম্ভব ❤❤
শুনেই মনটা ভালো হয়ে যাই.😊
এই গল্পটি যেন অনবরত ভাজ ভেঙে চলা একটা নতুন কাপড়ের সুগন্ধ।অথবা একটা বয়ে চলা স্রোতস্বিনী।কি অসাধারণ কথাকল্প।ভাষার মধ্যে অজস্র সুন্দর কথা সাহিত্য ও জীবনবাস্তবতার ছন্দ।এমন সুন্দর মানানসই নিভৃত ব্যাকগ্রাউন্ড মিউজিক,এমন সাবলীল ও অকৃত্রিম কন্ঠ।ঘটনা ও ভাষার এমন সহজ বহমানতা মনকে প্রশান্তি দেয়।মীর ভাইকে আমার সালাম।❤❤❤
Mir...দা দুবরাজপুর থেকে অনেক ভালোবাসা রইলো তোমার জন্য❤😊
অবশেষে অপেক্ষার অবসান.. তারানাথ সবার মনের ইচ্ছে পূরণ করতে, গপ্পো মীর এর ঠেক এ উপস্থিত.. 🤗 🎉🤗 আর বহু আকাঙ্ক্ষার কন্ঠস্বর, মীর আফসার আলী কে, শোনা মানেই "তারানাথ তান্ত্রিক" এর গল্প নিশ্চিন্তে উপভোগ্য.. 😅👏😅🙏🔥🙏🔥🙏 এই কন্ঠে তোমার জাদু আছে mirafsarali.. hat's up 🙏 🙏 🙏 🎉❤
মীর দার কণ্ঠে তারানাথ উফফ কতদিন পর মনটা ভরে গেলো🙏🙏🙏🤗মীর দার কণ্ঠে তারানাথ এতটাই ভালো লাগে যে পুরোনো গলপো গুলোই আবার শুনতে ইছে করে রেডিও মির্চি তে😊।
যেখানে মীরদা , সেখানেই আমি। তোমার গলায় গল্প ছাড়া , আরকোনো গল্পই শুনতে ভালো লাগেনা এখন❤ । thank you Mir da
Messi , Ronaldo Football e
R Mir sir Taranath Tantrik er KING-bodonti❤❤❤👑
খুব রো মহর্ষ কাহিনী শুনবার জন্য তিন দিন ধরে অপেক্ষায় আছি ।
তারা নাথ তান্ত্রিক 😍😔
তন্ত্র-মন্ত্রের গল্প হলেও মানুষের প্রতি মানুষের ভালোবাসা আর কল্যাণ কামনার মিষ্টি মৃদু সৌরভই গল্পগুলির আসল বৈশিষ্ট। সাবাশ। শুভ নববর্ষ।
Mir দার উপস্থিতি কখনোই বাঙালি শ্রোতাদের গল্পঃ শোনার ছন্দ পতন ঘটতে দেবে না,,,, শুধু চ্যানেলের নাম আলাদা,, অনুভূতি একই 😍❤️
আবাদলাল এর অভিনয় দুর্দান্ত ♥️।
একজন শয়তান মানুষের স্বরূপ পপকর্ন এর মতো ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে 🎉🎉🎉🎉🎉।
আগামী বছরেও যেন এমন ভালো ভালো সব গল্প পাই,,,,শুভকামনা রইলো।
আর মিরচিতে অনেকবার বলেছি তোমাকেও বলছি পারলে "কালের মন্দিরা" গল্পটা পরিবেশন করার চেষ্টা করো।
খুব ভালো লাগলো। এই প্রথম তারানাথ তান্ত্রিকের গল্প শুনলাম। অসাধারণ মীর স্যারের গল্পপাঠ এবং তার দলের সবার অভিনয়।❤❤❤
এই সুন্দর ওয়েদার এর রাতে তারানাথ তান্ত্রিক, পুরো জমে ক্ষীর ❤❤❤ লাভ ইউ মীর দা
❤
@@realmirক্ষীর আর মীর, দুটোই অমৃত ❤️
অনেক ধন্যবাদ… তারানাথ তান্ত্রিক তোমার গলায় যেমন শ্রোতার কল্পনাকে জাগ্রত করে, তেমনটি আর কেউ পারে না।
গল্পের সময়দৈর্ঘ্য 1:48:10 🎉🎉
Kivabe janlen?
Tumi vagoban....... thanks age theke bolar jonno....❤❤❤😂😂
❤❤❤❤
Cholbe na cholche na 😂😂
Chrome e giye apni UA-cam e same golpo start korun tarpor home tab e phire asun dekhben data er option er ka6e giye dekhben story time thakbe
দারুন, কানের শান্তি, মনের শান্তি। নতুন আর আমার ভীষণ প্রিয় তারানাথ তান্ত্রিক গল্প শুনে, নতুন বছরের দিনটা ভালো লাগল। ❤❤
সত্যি বছরের শেষ টা যে ভালো কাটবে তা বলাবাহুল্য। নতুন বছর উদযাপন করার যে আনন্দ ইচ্ছাটা আরো বাড়িয়ে দিলে মীর দা । মীর এর গল্প ঠেক ❤
ভগবান ও মনে হয় কল্পনা করতে পারেনি, এমন একটা অকল্পনীয় উপহার মীর দা সকল ভক্তদের জন্য বছরের একেবারে শেষে উপহার দেবেন।আসলে ভগবান সত্যিই মঙ্গলময়, উনি সব ই উপর থেকে দেখছেন আর মিটিমিটি হাসছেন, ভগবান ও অধির আগ্রহের সাথে অপেক্ষা করছেন সেই দিনটার জন্য।
পুরো টা মন দিয়ে শুনলাম। খুব ভালো লাগলো ❤😊। মীর স্যার আর গপ্পো মীর এর ঠেক এর সবাই কে ধন্যবাদ ❤😊।
আবার চাই , বার বার চাই তরনাথ তান্ত্রিক আর গল্পঃ ❤❤❤
লাভইউ মির দা ❤❤
Dear Mir sir
Thanks for making my bed time easy for last 5 years.u r a gem captain.may allah bless u & wish u ur healthy long live.thank u ❤️
Last 5year? It's more then that
It's Good feelings 😮😮😮
Thank you Surayaafroj. Means a lot.❤️
@@realmir❤
love you dada@@realmir
এই গল্পটা অন্যান্য তারানাথ এর গল্পের মতো না
শেষ পর্যন্ত গিয়ে ও খুব ভাবছিলাম এই গল্পের দুটো ঘটনার মধ্যে কোনো একটা সূত্র থাকবে। তারানাথ এর সব গল্পের শেষেই একটা অদ্ভুত চমক থাকে যেটা এখানে পেলাম না
বছরের শেষটা দুর্দান্ত কাটলো তারানাথ দিয়ে, এবার বছরের শুরুটাও ভালো হবে প্রত্যাশা করছি ❤
অনবদ্য। কিছু চরিত্র কিছু চরিত্রাভিনেতার সাথে এমনভাবে মিলে যায় , তার জায়গায় অন্য কাউকে আর ভাবা যায় না। মীর আর তারানাথ একদম সেইরকম। খুব উপভোগ করলাম গল্পটা। আশ্চর্য হচ্ছে, "তারানাথ তান্ত্রিক সমগ্র" বইটা তে কিন্তু এই গল্পটা খুঁজে পেলাম না যেটাতে তারানাথ এর সমস্ত অরিজিনাল গল্প থাকার কথা। তাহলে তার বাইরেও তারাদাস বন্দ্যোপাধ্যায় এর লেখা তারানাথ তান্ত্রিকের গল্প আছে !
আজ তারাপীঠে কৌশিকি অমাবস্যা 🌺😌
তারাপীঠ থেকে তারা মায়ের কথা শুনতে ভালোই লাগলো 😇
জয় তারা 🙏
ওহে ক্যাপ্টেন মির!
শনিবার তো জমে ক্ষীর 🤩
একদম ❤
মীর দা আমি তোমার সব গল্পই শুনি কিন্তু আমার সব থেকে প্রিয় তারানাথ তান্ত্রিক, এর গল্প সেটাও তোমার ভয়েসে। একটা প্রচন্ড ভয় এর গল্প তোমার কাছে আশা করলাম।❤❤❤❤❤
বছর শেষে নিজের birthday এর দিনে "তারানাথ তান্ত্রিক" best উপহার...❤️
অসাধারণ লাগলো মীরের কণ্ঠে আশ্চর্য দুনিয়া। বাকী কণ্ঠ শিল্পীদের শুভেচ্ছা রইলো৷ শিল্পীগুলো হলো বেলি ফুলের মতন। তাদের কণ্ঠে যেন সুরভি সুবাস এসে গল্পটাও সুবাসিত করে দিলো। ধন্যবাদ পুরো টিমকে
বছরের শেষ,, তার সাথে আমার প্রিয় তারানাথ তান্ত্রিক এর গল্পঃ 😌 just ভাবতেই পারি নি ❤️ tanks mir da 🥰
আওধলালের চরিত্রে সত্যিই কাঞ্চন স্যার এর থেকে ভাল আর কিছু করা সম্ভব নয়। ওনার অনেক কাজ দেখেছি, শুনেছি, কিন্ত এই চরিত্রের স্বরক্ষেপন ওনার শ্রেষ্ঠত্বের শিরপায় আরেকটি রত্ন যোগ করল। আপনাকে আরও অনেক নতুন নতুন রূপে শুনতে চাই।
আর স্যালুট জানাই সেই মানুষ টাকে, যিনি সঠিক রত্নটি চয়ন করেছেন। মীর স্যার, আপনার তুলনা শুধুই আপনি ।দিন দিন নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। ❤❤❤❤❤❤
আমার accident হয়েছিল আঠেরো তারিখ এ , বিছানাতে শুয়ে আহা কি শান্তি , 😊😊 মির দাদার গলায় তারানাথ ঠাকুর এর গল্প উফ দারুন😊😊😊
Get Well Soon....
taratari sere uthun
Daroon laaglo .
Dhonnobad , 🎤 🤠 Goppo Mirer thek............Nattyo Songostha ke . 🪴 🔴 🪴
I am a resident of Rampurhat and proud of it! I cordially welcome everyone to see the Mahapith, Tarapith and Birchandrapur Akchakra Dham.
Bhai amio rampurhat. Tomar kon jaigai ghor?
@@sayansahu7127 Bharsala. Tomar kothai ?
Are amaro Rampurhat. Kalisaraparai.
@@creativelife9988 tomader parar Buddhadev Chakraborty (Babai) ke cheno ?
তারানাথ তান্ত্রিকের গল্প শুনি মন্ত্রমুগ্ধ হয়ে।
ধন্যবাদ মীরদা নতুন বছরের আগেই এই উপহার দেওয়ার জন্য
এমন প্রগাঢ় অন্তর শুদ্ধ অনুভূতি তারানাথের গল্প শুনেই হয়। হৃদয়ের প্রত্যেক অন্ধ গলি হয়ে ওঠে আলোকিত। মন হয়ে ওঠে পুলকিত। মীরদার কণ্ঠে তারানাথ যেন প্রাণ পায়। শব্দ থেকে বেঁচে ওঠে বিশ্বজগতে।
ভালো লাগলো "" আশ্চর্য দুনিয়া "" ধন্যবাদ মীর সাহেব এবং আপনাদের গপ্পো MIR এর ঠেক সত্যিই ভালো ভালো গল্প আমাদের উপহার দিচ্ছেন ।
সবচেয়ে বড়ো চমক.. বছর শেষ এ তারানাথ তান্ত্রিক❤
This, this is the voice that I missed. Mir sir, apni onek boro hon, ei parthona kori. Kotodin apnar golay taranath shunini. Ami purono guloi shune berachilam. Onek dhonnobad abar
Outstanding Taranath Tantrik tale with fantastic voices & overall the voice of Mir Afsar Ali sir. Love from Assam. 😃😀😃😀😃😀😃😀😃😀.
Taranather Choritro tai eto shundor je golpo gulo shunle bhalo lagar pashapashi onek kichu upolobdhi ashe monta onnyorokom hoye jaye ❤️
উহ, অসাধারণ লাগছে মীর, এই দরাজ কন্ঠস্বর তোমার তারানাথ এই শোভা পায় যেন.. ফাটাফাটি লাগছে 😂😂 বছর শেষে, শ্রোতাদের এমন উপহার দিলে.. awesome 👍 🙏 🎉 🙏
Mon ta vore galo... Thank you ei sundar Galpo sonanor jonne 🙏🙏♥️♥️♥️♥️🙏🙏
অনেক ধন্যবাদ বছরের শেষে এমন উপহার এর জন্য! ❤
Mir dar কাছে আমার একটা অনুরোধ আগামী বছরে বিশ্ব সাহিত্যের ঐতিহাসিক উপন্যাস গুলো নিয়ে যদি কিছু কাজ করা যায় , যা আমাদের অনেকেরই পড়া হয়ে / শোনা হয়ে ওঠেনি ! ❤❤ ভেবে দেখবেন please.
.
.
বিশ্ব সাহিত্যের ঐতিহাসিক উপন্যাস গুলো অনুবাদে রাজর্ষি sir অনবদ্য।❤❤
তারানাথ তান্ত্রিক নাম যথেষ্ট মনযোগ ধরে রাখার
অনেক সময় অপেক্ষায় ছিলাম
চারিদিকে কনকনে শীতের হাওয়া, রাত 10 টা,আমি ও কয়েকজন বসে আগুন টা ধিকিধিকি করে জলছে আর phone এ তারানাথ এর গল্প ,আমেজ টাই অনন্য।
গল্প গুলো পুরোনো। অন্যান্য চ্যানেল এও আগে শুনেছি কিন্তু মির দার গলায় তারানাথ এর চরিত্ররোর কোনো তুলনাই হয়না। অসাধারণ সুন্দর প্রেসেন্টেশন। খুব ভালো লাগলো গল্প গুলো 💓👍🏼
Thank you for bringing such fantastic stories ! As a proud speaker of the Bengali language it's such a privilege to be able to understand these fantastic stories.
Glad you liked our stories.. Keep listening. ❤️
আপনি বাংলা ভাষাকে ভালোবাসেন অথচ নিজের কমেন্টটাকে আপনি বাংলায় লিখলেন না কেন😢
@@Health_Vigyan ভাষা টা এখানে মূল কথা নয় , আসল কথা হচ্ছে সাহিত্য ।
@@tamagoandrice_withoutsalt সাহিত্যটা বাংলা ভাষাতে লেখা হয়েছে পরবর্তীকালে অন্য ভাষা যেমন ইংরেজিতে ট্রান্সলেশন পেতে পারেন..আসল মূল ভাষাটি হল বাংলা এমন কি আপনি যে গল্পটা শুনছেন সেটাও বাংলা ভাষা সাথে রেকর্ডিং করা
@@Health_Vigyan আপনি ভাষা সমন্ধিত বিদ্বেষ অন্য কোথাও গিয়ে করুন । আমার ব্যক্তিগত ব্যাপার আমি কোন ভাষায় কথা বলবো লিখবো । ভাষা মানুষ কে একজোট করে , ভাগ নয় ।
Janina keno, kintu Taranather golpo mon jotoi kharap thakuk na ken, jotoi stressed thaki na ken, mon ekdom thanda hoye jay! Thank you Mir Da.
শুনতে শুনতে সব গপ্পো শেষ করে ফেলেছি। মন তো তারানাথ তান্ত্রিকের আরও গপ্পো শুনতে চায়। কিন্তু তারানাথ তান্ত্রিকের সব গল্প শেষ হয়ে গেল।
Ajker eai first er diker rahashyamoy music ta er age Pasangmarai Sunechilam... Ufff !!!... Kothao jeno moner govir e sob kichue Ek sutre jorea royeche ❤❤❤
Taranath Tantrik + voice of Mir Da + Dec er ঠান্ডা = 🔥🔥❤️
Mir Afsar Ali r golay tARANATH tANTRIK + Chari r Cha, muri makha, beguni + TT'r(Taranath Tantrik) bari te kuitta biral marka brishti= one of the best stories ever told at the best ambience to listen to at night while sleeping
আমার হৃদয়ের একটা বড় অংশ মীরদা দখল করে নিয়েছে 😊❤
খাইসে, মরে যাননি toh.. নাহলে গপ্পো শুনবেন কেমনে? 🫡
@@rai___7901 না না মরলে হবে ? তোমাকে যে এখনও পাওয়া বাকি আছে 😊🫀
Bhogobaan na koruk, apnar kokhono open heart surgery hole ekta 'ku-Mir' berobe. 🐊
@@skullfury5492😂😂
বিজয় কৃষ্ণের মধ্যে কোথায় যেন একটু দেব দর্শনের ছোঁয়া পাচ্ছিলাম। শীতকাল হোক বা বর্ষার সময় তারানাথ তান্ত্রিক সব জায়গাতেই অনবদ্য। আর মীর দার গলায় তারানাথ তান্ত্রিক দিন দিন যেন জীবন্ত হয়ে উঠছে। সত্যি বলতে গল্পের বইতে গল্প পড়া এক জিনিস আর সেই গল্পটাই মীর দার গলায় শোনার অনুভূতিটাই আলাদা
গল্পের মধ্যে খাওয়া দাওয়ার কথা শুনতে সত্যিই খুব ভালো লাগে 😝😛
তারানাথের জন্য অনেক সময় ধরে অপেক্ষায় ছিলাম। Thank you মীর দা।
বাঙ্গালীর ঘোরা মনে যেমন দিপুদা তেমনি গল্পঃ শোনার কন্ঠ মনে one and only Mir Da. Happy New Year Mir Da in advance 😊
Mir babu I joined this group , my wife is a fan of deep, but I joined my job when you joined mirchi , roj shokal aapni Bappi da ke nokol korten , aami shokal shokal aapnar radio shune jetsam, it was refreshing
Superb performance. মন্ত্রমুগ্ধের মতো শুনলাম পুরোটা। বছরের প্রথম দিনে আর কি চাই। অনেক ধন্যবাদ মীর আর তার সহশিল্পীদের।
বহুদিন আগে এই গল্প শুনেছি।মীরের সুন্দর উপস্থাপন তাই আবার শুনলাম আমি এইরকম না শোনা গল্প শুনতে চাই।
এত favourite series বছরের শেষে আর তারাপীঠ বাসিন্দা হয়ে গল্পে তার উল্লেখ শুনে আজ খুব পরিতৃপ্ত হয়ে উঠলো❤।। Thank you Mir da❤