Norom Komol Deelruba | Aseer Arman | Official Music Video
Вставка
- Опубліковано 9 лют 2025
- কিছু ঘুম আমি বন্ধক রাখলাম তোমার রঙিন টিপে
ফেরত চেও,জাহাজ বোঝাই খাজনা দেব মেপে
নরম কোমল দিলরুবা, কয়টার সময় বের হবা?
ছাদের ঘরে ঘুড়ি বেধে ঝলমল হাসির মন্ত্র সেধে
রিকশার ডানায় চেপে
হলুদ আলোয় সুন্দর দেখায় সুন্দর মাজার বাতি
বিকেল আলোয় আরো সুন্দর তোমার রুপের পাড়া!
ভোর হয়ে যাও, ঝড় হয়ে যাও
খোর হয়ে যাও বর্ষাতে...
পার হতে চাও, ধার নিয়ে যাও
আর পেতে চাও ছাড় পেতে
প্রেমের রাস্তায় ঢালাই চলছে সতর্কতায় চলো
শাড়ি সামলে ফুটপাথ ধরে হাতটা ধরতে বলো!
তোড় হয়ে যাও, ঘোর হয়ে যাও
চোর হয়ে যাও মাঝরাতে
মোড় নিবে নাও, ঘর ফিরে পাও
আর খেতে চাও এক পাতে
কিছু ঘুম আমি বন্ধক রাখলাম তোমার রঙিন টিপে
ফেরত চেও,জাহাজ বোঝাই খাজনা দেব মেপে
নরম কোমল দিলরুবা, সিদ্ধান্ত নাও কই যাবা
ছাদের ঘরে ঘুড়ি বেধে, ঝলমল হাসির মন্ত্র সেধে
রিকশার ডানায় চেপে
Facebook page: AseerArmanOnline
Instagram: aseer_arman
Lyric, tune & composition: Aseer Arman
Studio Arrangement: Aseer Arman
Percussion: Yeasin Tajib
Appearance: Jui
Producer: Zahid Shovon
Camera: Faiyas Islam
Video Editing: Aseer Arman
রাতের শেষ কলে যখন জিজ্ঞেস করতে যাবো "আগামীকাল কখন দেখা হবে?" তখন মনের অজান্তেই এই অসাধারণ গানটা গেয়ে বলছিলাম "নরম কোমল দিলরুবা, কয়টার সময় বের হবা?, নরম কোমল দিলরুবা, সিদ্ধান্ত নাও কই যাবা!"
চাপাবাজি নাকি🙄🙄🙄
টোকাইচোদা গেমিং আর প্রেম করেই লাইফটার বারোটা বাইজাইলো😂😂
ফাঁপড়
🥰🥰🥰
@@osenaotith6543 🤣🤣🤣
"দিলরুবা" নামটার মর্যাদা বাড়াই দিলেন আসির ভাই!
আপনি একটা জিনিস ভাই, বাংলা সঙ্গিতের এক অনন্য নক্ষত্র!
"প্রেমের রাস্তায় ঢালাই চলছে, সতর্কতায় চলো,
শাড়ি সামলে ফুটপাথ ধরে হাতটা ধরতে বলো!"
ইশ! অদ্ভুত সুন্দর!
এই তো আমি দিলরুবা কোলকাতা থেকে এসে গেছি। দেখা হবে ।😁
❤
Hobe
koitar somai ber hoben!
@@santaafrin9190 jokhn bolben
তাহলে কোলকাতা আসছি
Haha
খুবই মজা পাইলাম.. বিশেষ করে পুথি কথা মালা ও সুরে সাগর.. শুভেচ্ছা রইল
Love you boss ❤❤❤❤
গানটা আমি এই প্রথম শুনলাম।। প্রথম শোনাতেই আপনি আমার গুরু ❤❤
এমন খুব অল্প সংখ্যক গানই আছে যেগুলো প্রথমবার শোনার পরই ভালো লেগে যায় এবং সেগুলো বারবার শোনা হয়। এই গানটি ও তেমন। ভালবাসা নিবেন আসির আরমান।
বিশ্বাস করা মুশকিল যে এই গানটা কয়েক ঘন্টা আগে live শুনেছিলাম Presidency campus-এ। অনেক সুন্দর ছিল এই গান টা , এখনও অনেক ভালো লাগলো ।❤
Amio chilam!
🧡🧡🧡
বেশ অনেক দিন পর গান পেলেও, গানের জন্য অপেক্ষা সার্থক। অসাধারণ। অসাধারণ। অসাধারণ।
Unique 🖤🖤 bhai
কিছু ঘুম আমি বন্দক রাখলাম তোমার রঙিন টিপে------ আহা কি অসাধারন লাইন!! একা বাঁচতে শিখো থেকে দিলরুবা।। What a creation man!!
বিশেষ রুচির মানুষেরাই শুধু আসির আরমানের গান শুনে,,
🥰
Norom komol dilruba.... Aha ki darunh
তোড় হয়ে যাও, ঘোর হয়ে যাও
চোর হয়ে যাও মাঝরাতে....দারুণ লিরিক, দারুণ কম্পোজিশন।
আসির আসমান দা নিজের গানের মতই সুন্দর একজন মানুষ। ব্যক্তিগত অভিজ্ঞতায় অসীম সুন্দরের স্বাক্ষী হলাম। ভালোবাসা ❤️
এতো মিষ্টি একটা গান শুনতে আমার এতো দেরি হয়ে গেলো, খুব সুন্দর উপস্থাপন, আমার মনেও বাজছে "নরম কোমল বিলরুবা, কয়টার সময় বেরহবা" 🥰🥰🥰
প্রেমের রাস্তায় ঢালাই চলছে সর্তকতায় চলো🙂
আহ্ কি স্নিগ্ধ লেখোনি🖤
কি সুন্দর গান! কি সুন্দর দৃশ্য! কি সুন্দর ছাদ আর ছাদে একটি অদ্ভুত সাদামাটা সুন্দর মেয়ে!
আজ গানটি শুনে অনেক দিন পর মনে হলো পৃথিবী বড্ড বেশি সুন্দর, (যদিও আমার জন্য কেউ গানটি গায়নি😪) তাও নিজেকে খুব সুখী মনে হচ্ছে।
hello black bird! Decide where to go 😅
Khub khub khub Valo laglo amar Bhai... Valo theko. Dekha hobe Shighri
#আসির_আরমান এর গানের লিরিক্স বরাবরের মত সেরা। প্লে লিষ্টে নতুন একটা গান যোগ হলো। 😍
নিজেকেই বন্ধক রাখলাম 😌 ।।
কলকাতা থেকে অনেক ভালোবাসা ✨❤️
গানটি presidency campus -এ প্রথমবার শুনলাম । প্রিয় গান 'একা বেঁচে থাকতে শেখো প্রিয় ' live শুনতে গিয়েছিলাম ...রাত্রি হয়ে যাওয়ার অগত্যা ফিরে আসতে হয় .... তবে সাথে করে আরেকটি প্রিয় গান নিয়ে এলাম .... গানটি শোনার পর থেকে এখনো গুন গুন করে যাচ্ছি ....
অনেক দিন পর আসলেন!!
সবসময়ের মতো অসাধারণ আসির❤️
আমাদের জন্য এভাবেই গেয়ে যান।অনেক শুভকামনা।
এক একজন আসির এর আগমন ঘটে অনেক দিন পর পর। তার গান এ হাজার হাজার লাইক নাই। তারপর ও বলি, যুগ কালোত্তীর্ণ হয়ে ওঠার মত একজন কে আমার পেয়েছি। কমেন্ট রেখে গেলাম। অনেক বছর পর মিলিয়ে নিব।
আমি আপনার নতুন গানের অপেক্ষায় ছিলাম। দীর্ঘ ১ বছর পর এতো সুন্দর একটা গান উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালবাসা। আপনার গানের শব্দ চয়ন আমাকে বারংবার মুগ্ধ করে।🙏🌻
Boddo bhalo Aseer Bhai. Kan, Mon shob e juriye gelo. Bhalobasha neben bhai. ❤️
খুবই মিষ্টি গান! অনেক পুরোনো স্মৃতি মনে পড়ে গেলো। গানটা আর এক বছর আগে বের হলে ইউজ করতে পারতাম,নতুন কিছু সুন্দর মুহূর্ত তৈরি হতো 🙂🌼❣️
নরম কোমল দিলরুবা, সিদ্ধান্ত নাও কই যাবা
ছাদের ঘরে ঘুড়ি বেধে, ঝলমল হাসির মন্ত্র সেধে
রিকশার ডানায় চেপে ....খুব ই সুন্দর হইছে আসির ভাই
আসির আরমান একটা রহস্য~
এই সুর এই গান ঝাঁঝরা বুকের গহীন থেকে বের হয়...
এই সুর আমি ভালোবাসি কুয়াশাঘেরা মাঝরাতে,বিধ্বস্ত হয়ে যাওয়া বিকেলে।
আসির আরমান থাকুক যুগ-যুগান্তর;
Shei sundor vaiya aser arman
আহা এই সুদীর্ঘ একটা বছর পর! আশাহত ছিলাম কবে যে আবার নতুন কিছু পাবো। সারাদিন একটু খুশি হওয়ার প্রয়োজন ছিলো, হলাম ও বটে।
অনেক ধন্যবাদ প্রিয়। 💙
আপনাদের মেয়েদের শ্রোতা হিসাবে বাংলা গানের খুব দরকার।
ভালো থাকবেন।
আসির ভাই, অনবদ্য সুন্দরের এত সহজ সৃষ্টি কিভাবে হয়? জানতাম নাতো! আপনে সেরা,আপনে সুন্দর। দিলরুবারা সুন্দর। ভালবাসা জানবেন! ❤️
আসির আরমান ভাইয়ের গান,আহ্ কি লিরিক!🥰
হতভাগা আমি ২১ দিন হয়ে গেল অথচ আজকে শুনতেছি গানটা!!
আহা লাইনগুলো 😇🙋♂️🖤
অনেক দিন অপেক্ষায় ছিলাম দাদা।
বলা বাহুল্য অনবদ্য গান আর তার সাথে তোমার গলা। উফঃ 😌🌻
জমে পুরো বিরিয়ানি বিরিয়ানি তৃপ্তি তাইনা?
@@masudbhuiyan6760 তার চেয়েও বেশি কিছু দাদার গান আমার কাছে ☺️।
ওয়াওওও নতুন গান টা শুনে অনেক ভালো লাগলো
Aseer arman ভাই মানেই আলাদা অনুভূতি। প্রতিদিন একবার হলেও গানটা শুনতে ইউটিউবে আসি!😊
khub oshadharon vai......valobasha niben❤
Onekdin por notun gan shune bhalo laglo..love from India ♥️♥️
প্রেমের রাস্তায় ঢালাই চলছে সতর্কতায় ছলো
সারি সামনে ফুতফাত ধরে হাতটা ধরতে বলো
তোর হয়ে যাও ভোর হয়ে যাও চোর হয়ে যাও মাঝরাতে
কি অসম্ভব সুন্দর লিরক্স ❤️❤️❤️
আপনি গেয়ে যান আরমান ভাই, ভালোবাসা অবিরাম ❤️❤️❤️
অনেকদিন পরে ভাই। বরাবরের মতোই খুব সুন্দর! 🤩
Vai...amar ❤️❤
Ami o esechilam.....
🥰
আহা, অনেকদিন পর! ধন্যবাদ জানাই আপনাকে ..
টিং টিং টিং টিং টিডিং টিডিং টাই শ্রেষ্ঠ ভাইজান।
অসাধারণ সৃষ্টি আপনার সাধারণ ভাবে প্রকাশের ব্যাপারটাই অদ্ভুত 🤎
একা বেঁচে থাকতে শিখে গিয়েছিলাম ! এর ভিতরই চলে এলো দিলরুবা ❤️
শীতের বাতাসেই দিলরুবার পালানোর আগাম নিশানা পেয়ে যাবেন
🤣😢
same here...শিখে গিয়েছিলাম একা বাঁচতে... লেকেন...
সচরাচর আমি গান শুনি না,কিন্তু নিজের নামের গান দেখে লোভ সামলানো গেলো না,
অবাক লাগে এতো আনকমন নাম দিয়ে গান বানালো কেমনে!!!!!
গান শোনেন না! কিন্তু কেন!
আপনি আসলেই একটা জিনিস ভাই 💜
আপনার ইউনিক ভয়েস কেমন যেনো হৃদয় উষ্ণ করে দেয়...
আমার শত শত নির্ঘুম রাতের সাথী আপনার "একা বেঁচে থাকতে শেখো প্রিয়" গান....
আহা কি লিখনী... 💜
সেই একটা গান ভাই❤
গানটা যেমন সুন্দর ভিডিওগ্ৰাফিটাও আমার দারুণ লেগেছে। বুদ্ধিদিপ্ত প্রেজেন্টেশন ❤
কিছু অনুভূতি বন্ধক রেখে গেলাম এই গানে❤️
এগিয়ে যান🙂
Joss! Joss! Joss! ❤
ভিডিওর ফ্রেম গুলো অসাধারন!
গানের কথা আর কি বলবো আসির দা, খুব সুন্দর!🖤
খুব ভালো লাগলো, ধন্যবাদ আসীর আরমান কে!😍
এ সময়ের সেরা রোমান্টিক কবি #আসির_আরমান ভাই💜💜💜
কোন কথা নয়, শুধু গান শুনবো তোমার।।। আহ কী লেখনী, কী অসাধারণ গায়কী।।।।
ধন্যবাদ আসির আরমান ভাই এইরকম একটা নেশায় জড়ানো অন্য লেভেলের অনুভূতির গান উপহার দেয়ার জন্য 🌼 ভালোবাসা রইলো ভাই 🥰
I used to tell my friends you are the most original artist since Arnab. Thanks for proving my point once again. God bless you.
Amakeo bolsila! xD
অসাধারণ ভাই অসাধারণ। আপনার কোনো তুলনা নাই।
হতভাগা আমি ৬ দিন পড়ে শুনিতেছি,।
বড্ড ভালোবাসা রইলো
আসির আরমান।।।
যখনই গানটি শুনি তখনি কেন জানি কপালে টিপ পরতে খুব ইচ্ছে করে,,😊
Ank shudar hoise.farhana ❤️
যতবার গানটা শুনি ততবার মনে হয় আমার প্রেমিক আর আমি সেই এক ঘণ্টা ঘুরতে যাওয়ার আগে যত পরিকল্পনা করতাম তার সবকিছু ফ্ল্যাসব্যাক দেয় চোখের সামনে। আবার সেই সেম জায়গাতেই যাওয়া হয়। এক ঘন্টার সেই সময় জীবনের সবচেয়ে সুন্দর মনে হয়। সে নেই তবে মূহুর্তগুলো আছে।
জানো ইন্দ্রিয়া, আমাদের প্রথম দেখার আগের রাতের গল্প মনে করিয়ে দেয় গান টা। কতো উত্তেজনা কাজ করেছিল রাতে। সারারাত না ঘুমিয়ে সকালে বের হয়ে বাস ধরেছিলাম। এখনও ভোরে বা সকালে কখনও কোথাও যাবার জন্য বাস ধরলে তোমার কথা মনে পড়ে।
নরম কোমল দিলরুবা
কারনে অকারনে মনে পড়বা। ❤️
🧡
Every time before going out, he would text me, 'নরম কোমল দিলরুবা, কয়টার সময় বের হবা?'
Himu sent me this song when we first met on August 12, 2022. I’ve loved both the song and him ever since. I miss those moments,the excitement in the air, butterflies in stomach,
and listening to that beautiful song while getting ready to meet him.💌
purai mon valo kora gan akta .... playlist e add korlam
কয়দিন পর পর নতুন করে আবার এই গানের প্রেমে পড়ি।😌😊
khub kothin prosno 😢
স্যার আপনার সব গানগুলো আমার কাছে অনেক অনেক ভাল লাগে।।সব থেকে বেশি ভাল লাগে একা বেঁচে থাকতে শেখ প্রিয়🖤 গানটি।।
অপেক্ষার ফল মিঠা হয়, সত্যিই তাই। অনেক দিন পর আরো একটা অসাধারণ গান।😊❤️
আহা কি অসাধারন !
আমার দিলরুবা ঠিক এই লিরিক্সের মত🌺
হেহে... feeling like.. my fav person is writing this for me..!
আহঃ... কি মিষ্টি একটা গান!!!
🥰
বাহ উনিই সেই একা বেচে থাকতে শিখো'র গায়ক🥰
♥️ অন্যরকম
🧡
বাহ্ চমৎকার
Bah! Onek sundhor 🌻
অসাধারণ ভাই.
আহ্...কত সুন্দর!!!
আসির আরমান এর কন্ঠে গানটার পূর্ণতা পায়! 🙏❤️
Apnar moto guni shilpi der subscribers jokhon dekhi eto kom.!!! Cokh bondho kore subscribe button e tip diye dilam. Icche hocche 100 million banaye dei❤️
ভাই তোমার মনটা যেমন নরম
তোমার ক্রিয়েটিভিটি তেমন❤️ take love bro
বাহ্! দারুণ। 😍
গানের প্রেমে পইরা গেছি 🙂
সারারাত সারা বেলা এটাই চলবো এহন 🙂🥰🥀
এতো সুন্দর! এতো সুন্দর! 🤍
অনেকদিন পর অসাধারণ গান উপহার দিলেন ভাই, ভালো থাকবেন ভাই সবসময়ই, ভালোবাসা অজস্র ❤️
Voice, lyrics, camera, editing everything is just outstanding........
পাশের দেশে একজন প্রতিক কুহাড়,,আর আমাদের একজন আসির আরমান❤️
হ্যা ভাই ☝️😍
কুহাড় একটু একঘেয়ে হয়ে গেছে। আসির আরমান হননি।
অসাধারণ ভাই, গানটার প্রেমে পড়ে গেলাম❤️❤️❤️
আহা লিরক্স 🖤
শীতের বাতাসে তোমার আগমন....🌺💌
(ধন্যবাদ ভাই💝)
এত সুন্দর গানের ভিউজ এত কম কিভাবে?!
বিশেষ রুচির মানুষরাই এসব গান শুনে
অথচ, নরম কোমল দিলরুবার দিলটা বড়ই কঠিন।😐❤️
Sundor gaan..❤️
Aha darun❤
কিছু গানের ব্যাপারে একটু স্বার্থপর আমি,কিছু গান শুধু আমার কাছে থেকে যাবে, এ স্বাদের ভাগ হবে না।এই গানটি সেই কিছু গানগুলির একটি ❤️
অসাধারণ ভাই।
ভিন্ন এক ধরণ আপনার গানের
সুন্দর.. সুন্দর.. সুন্দর!! 🌻
ওয়াও.....ওয়াও....ওয়াও....❤️❤️❤️❤️❤️
Aha Aseer bhai ❤️