আমি কলকাতা-৭০০০৫১ থেকে অরুণাংশু- "একটা নির্জন দুপুর চাই"- কি অদ্ভুত সুন্দর গল্প-বিন্যাস❤ বাংলাদেশের চিত্র-নাটকগুলো যতই দেখি ততই এর প্রেমে আটকে পড়ি, যেন একটা অক্টোপাস আমায় তার আট বাহু দিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়েছে কিন্তু কোনো জ্বলন নেই, দমবন্ধ করা অবশ হওয়া নেই- শুধু এক মেদুর অনুভবে কানায় কানায় মন ভরে ওঠা আছে! পুরো নাটকটিই একটি কবিতা- যেমন সুন্দর তার প্রবাহ আর সমাপনী শিহরণ, ভালো না বেসে কি থাকা যায়! দুর্দান্ত সাবলীল এবং বলিষ্ঠ অভিনয়ের জন্য অপূর্ব ও তাসনিয়া ফারিনকে অজস্র অভিনন্দন।❤❤❤
তাসনিয়া ফারিন ভাগ্যবতী। ওকে এমনসব গল্পে কাস্ট করা হয়, যার প্রত্যেকটি গল্প অসাধারণ। ওর অভিনয়ও অসাধারণ। যার কারণে ওর অভিনীত নাটকগুলো খুবই উপভোগ্য হয়। ওর প্রতিটি নাটক সর্বদাই স্মরণে থেকে যায়।
একটা নির্জন দুপুর চাই ❤️ সত্যি বলতে কোনো রকম প্রত্যাশা ছাড়াই নাটক টা দেখতে বসেছিলাম,কিন্তু মুগ্ধতা নিয়ে শেষ করবো একেবারেই ভাবতে পারিনি। জাস্ট মাইন্ড ব্লোইং🥰👌
২০১৪ সালে পাশের এলাকার একটা মেয়েকে ভালোবেসে ছিলাম,তখন সে জে এস সি পরিক্ষা শেষ করেছে।কিছু দিন সম্পর্ক চলতেই তার পরিবারের সবাই জেনে গিয়েছিলো,,,তারপর অনেক অনেক কিছু হলো শেষ পর্যন্ত ২০১৬ সালে তার সাথে সম্পর্ক টা শেষ হয়ে যায়। ছোট বেলায় বাবা মা কে হারিয়ে প্রকৃতির সাথে খুব যোদ্ধ করে বড় হয়েছি তার পর যখন তাকে পেয়েছি মনে করেছিলাম সেই আমার জীবনের সব কিছু,, নিজের চাইতে ও অনেক বেশি ভালোবেসে ছিলাম তাকে পাবার জন্য কতো ই না পাগলামি করেছি, সে পাগলামি করতে গিয়ে তার অনেক ক্ষতি ও হয়েছে।যাই হোক আজ সে এক ইতালি প্রবাসির স্ত্রী এইতো।কিছুদিন আগে তার বাচ্চা ও হয়েছে।২০১৬ সালের শেষের দিকে তাকে শেষ দেখেছিলাম তারপর আর দেখা নেই।খুব ইচ্ছে হতো তাকে দেখার সেই ছোট্ট মেয়ে টা এতোগুলো বছর পর কেমন হয়েছে,,আগের মতো চিকনাই আছে নাকি মোটা হয়েছে,লম্বা কি আগের মতো নাকি আর লম্বা হয়ছে,এখন কি আগের মতো নাকি অনেক সুন্দর হয়ছে,এসব নিয়ে অনেক ইচ্ছে হতো তাকে দেখার কিন্তু এই ২০২২ সালে ফেইসবুকের কারণে হঠাৎ তার আইডি টা আমার টাইমলাইনে আসলো তার প্রফাইলে তার হাজবেন্ড কে নিয়ে কক্সবাজার ঘুরতে যাওয়া পিক,,খুব সুন্দর লাগছিলো দু'জনকে। ছোট বেলা থেকে ইউরোপ নিয়ে অনেক স্বপ্ন দেখতাম ২০১৬ সালে অনেক চেষ্টা করেছি কিন্তু হয়নি তবে সেটা ২০২১ সালে পূর্ণ হয়ছে,২০২১ সাল থেকে ইতালিতে আছি তার মধ্যে নিজের নামে ইতালিতে একটি ব্যবসা প্রতিষ্ঠিত করেছি।আল্লাহ হয়তো সবি দিবে কিন্তু যাকে পাগলের মতো ভালোবেসেছিলাম তাকে আর পাওয়ার উপায় টা রাখলো না।
সত্যি বাংলাদেশের এই নাটকগুলোর জন্য বিশ্বের মধ্যে অন্যতম একটি দেশ সেলুট জানাই এত সুন্দর সুন্দর নাটক উপস্থাপন করে আমাদের মাঝে কিছু শিক্ষেনীয় বিষয় উপস্থাপন করার জন্য এসব নাটক থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারি অনেক শিক্ষা গ্রহণ করতে পারি যা আমাদের দেশের সিরিয়াল গুলোতে বিন্দুমাত্র থাকে না
সত্যিই অপূর্ব ভাই আপনার নাটক দেখে বেকারত্বের বেকারের কষ্ট ভুলে যাবে,, কিছু ভালো বংশের অবিবাহিত মেয়ে রা তাদের বয়ফ্রেন্ড কে মানসিকভাবে সাপোর্ট দিবে,, সত্যিই আপনার নাটক দেখে মুগ্ধ হয়ে যাই আপনার এই নাটক এবং আমার কমেন্টস ২০৫০ সালের জন্য রেখে গেলাম
"বাস্তবতার ভিড়ে কতইনা মানুষ অবাস্তব ,অস্পস্ট হাসি নিয়ে বেঁচে আছে ।" বাংলাদেশের নাটক দেখতে দেখতে কবে যে ভীষণ ভাবে মনের অজান্তেই দেশটাকে ভালোবেসে ফেললাম বুঝতেই পারিনি , বাংলাদেশের মানুষগুলোর প্রতি আমার সালাম রইল । - কলকাতা থেকে 😊
একদম ঠিক বলেছেন।যদিও বাবা,মা,কাকা,কাকীমা, দাদা, দিদি,কাকাতো দাদা-দিদি সহ বংশের সকলেরই জন্ম বাংলাদেশে শুধু আমারই জন্ম হয়েছে ভারতে, অনেক অনেক গল্প শুনেছি বড়দের কাছে তাই সোনার বাংলা কে দেখার ইচ্ছা আগে থেকেই ছিল কিন্তু বাংলাদেশের নাটক দেখতে দেখতে সে ইচ্ছেটা এত তীব্র থেকে তীব্রতর হবে সেটা বুঝতে পারিনি। সত্যি বলছি আরও কষ্ট হয় যখন দেখি দক্ষিণ ভারতের ভাষা,খাওয়ার, পোশাকের সাথে আমাদের বাঙ্গালীদের কোন মিলই নেই তবুও আমারা একই দেশের অধিবাসী অথচ যাদের সাথে সবথেকে বেশি মিল তারাই কিনা বিদেশী।হায় রে ব্রিটিশ, যাদের কু-চক্রান্তে একটা জাতি আজ দুটি দেশে বিভক্ত তারাই কিনা নিজেদের সবথেকে সভ্য জাতি বলে দাবি করে।
সুন্দর। বাংলাদেশের সাংস্কৃতি, পোশাক পরিচ্ছদ ও জীবন ধারা সমুন্নত রাখার জন্য ধন্যবাদ। অপূর্ব সর্বদাই অপুর্ব। তাহসিনা ফাহরিনের শান্ত ও স্নিগ্ধতা আসলেই মোহিত করে তোলে।
I am proud of our Bangladeshi Natok. I am am ahead woman. I don't have any patience to watch movie. I love our Natok. I heartly feel proud of all our young boys and girls who entertains us. May God bless them all.
অসাধারন। এক নিঃশ্বাসে নাটক টা দেখে গেলাম। মনে হচ্ছিল নাটক টা যদি শেষ না হয়ে চলতেই থাকত, কখন যে নাটকের মধ্যে হারিয়ে গেলাম বুঝতেই পারলাম না। ধন্যবাদ কলাকুশলীদের , অপূর্ব , মিষ্টি তাসনিয়া ফারিন পরিচালক, নাট্যকার কে।
কি দারুন কি দারুন! অপূর্বতো তুখোড় অভিনেতা, কিন্তু ফারিনও যেন অনবদ্য। এত কম সময়ে ফারিন যেভাবে নিজেকে নিংড়ে দিয়ে কাজগুলো করছে, নিজেকে ভাঙছে তা রীতিমতো অবাক করার মত। শুভকামনা ফারিন। আরও এগিয়ে যাও।
Ai kotha ta kub kothin . Sobai bujena ... dursomoy jar hat sokto kore dhorlam .. sukher somoy fire paile hat sere onk dure chole jai.akbar purono diner kotha moneo porena
আমি ছিলাম ৭ বছর কিন্তু সে চাকরি পাওয়ার পর আমাকে জানায় নি, উল্টো শুনলাম সে দেড় বছর আগে একজন কে বিয়ে করে নিয়েছে বেকার অবস্থায়।অথচ সে বেকার ছিলো বলে তাকে বিয়ের কথা বলার সাহস আমার হয়নি
নাটক টা ছিল 48 mins এর।তবে সত্যি কথা বলতে আমার এই 48 mins এর পরের টা বেশি দেখতে ইচ্ছে করছিল,ওদের সুখী সংসারটা❤️মা দুর্গার কাছে প্রার্থনা করি সকল সৎ পরিশ্রমী মানুষদের জীবনে যেনো এভাবেই একদিন খুশির দিন আসে🙏🏽।।।।খুব ভালো অভিনয় হয়েছে👌।।
চোখের পানি ধরে রাখতে পারিনি। এমন মায়াময় ভালোবাসায় ডুবতে চাই। জীবনের অনেক কঠিন বাস্তবতা এই নাটকে ফুটে উঠলো। বাংলাদেশের নাটক আমার প্রান, বেঁচে থাকার অক্সিজেন 💕💕🥰।
এই গল্পের লিখক কে অস্কার দেয়া উচিৎ, আমাদের দেশের বাস্তব চিত্র এত নিখুঁতভাবে নাটক আকারে তুলে ধরার জন্য। ধন্যবাদ অপূর্ব ভাই ও তাসনিয়া ফারিন কে। ধন্যবাদ সকল কলাকুশলীদের।
বাস্তব জীবনের সাথে মিলে গেলো,,,আলহামদুলিল্লাহ,যে মানুষটা আমার খালি পেকেট থাকা অবস্থা আমার পাশে ছিলো,সেই মানুষ্টা এখন আমার প্রিয়ো কলিজা,আমার বৌউ, সবাই দোয়া করবেন,আমাদের জন্য
স্বপ্ন দেখা মানুষের সংখ্যা বড় কমে যাচ্ছে ...চিলেকোঠা থেকে আমেরিকা...দিন দিন জীবন যুদ্ধের পাশে মানুষ স্বপ্নও দেখুক.... অসাধারন ভালবাসার গল্প.... অপূর্ব ফারিনের দূর্দান্ত অভিনয়.... বার বার দেখা যায় ।
'একটা নির্জন দুপুর চাই।' অসাধারণ নাটক দেখলাম। দুই শিল্পী অপূর্ব ও তাসনিয়া ফারিন আমার অত্যন্ত পছন্দের। ভারত তথা কলকাতার নাগরিক হলেও নিয়মিত বাঙলাদেশের ভালো ভালো নাটকগুলি দেখি। এই নাটকে অপূর্ব ও তাসনিয়া দুর্দান্ত অভিনয় করেছেন। দুজনের অভিনয় দর্শকদের মনকে নাড়া দেয়। দুই শিল্পীকে জানাই অভিনন্দন। ❤️❤️🌹🌹🙏🙏
৪৮:১১ এতো কম সময়ের মধ্যে এতো কিছু তুলে ধরা একমাত্র আমাদের দেশের নাটক গুলোতেই সম্ভব। ধধন্যবাদ জানাই গল্পের লেখক ও পরিচালককে। ধন্যবাদ জানাই অপূর্ব ভাইয়া ও ফারিন আপুকে এতো নিখুঁত অভিনয় করার জন্য।
সপ্তাহের ছয় দিনের ব্য়স্ততার পর রবিবার আমার প্রিয় সময়টুকু আরম্ভ হয় বাাংলাদেশের নাটক দেখে। অদ্ভদ down to earth কাহিনী। আমার সন্মান ও ভালবাসা গ্রহণ করিবেন। বাংলাদেশের সংস্কৃতি, চিন্তা-চর্চাকে প্রণাম জানাই। রিদীপ বর্মন একজন অসমীয়া আসাম থেকে।
অতি সাবলিল ভঙ্গিতে দুজনের অসাধারণ অভিনয়।অপূর্ব ভাইয়ের অভিনয়ের প্রশংসার বিশেষণ বলার মতো আর আমার কাছে নেই।আপনি ভালো থাকবেন।এই ভাবেই সুন্দর সুন্দর নাটক দর্শকদের উপহার দেবেন।কলকাতা থেকে।
আলমগীর, শাবানার " ভাত দে " মুভিটা আর অপূর্বর " একটা নির্জন দুপুর চাই" এ নাটকটি সত্যিই মর্মস্পর্শী। হৃদয়ে গেথে থাকার মত। আসলে যারা বাস্তবতার মুখোমুখি হয়নি তারা বুঝবে না ভাতের কষ্ট কিংবা বেকারত্ব কতটা নির্মম। কতটা অভিশাপ !
নাটকটার বিতর বাবা বললো মোবাইলে মা খুবই অসুস্থ …আর মা বললো বাবা তুমি কেমন আছো..কি খাইছো ..কেমনে কি করো..আসলে কথা হলো মা যত কষ্টে থাকুক …কখনো ছেলেদের বলে না…মা সেরা
অন্যান্য বারের মত এবারেও Rtv থেকে একটা সুন্দর নাটক দেখতে পেলাম । এই নাটকের গল্পটাতেও নতুনত্ব আছে । অপূর্ব ও ফারিনের খুবই সুন্দর অভিনয়ে নাটকটি দারুণ হয়েছে । আমি ভারত থেকে লিখছি । এই নাটকের প্রতিটি সদস্যকে শুভেচ্ছা সহ অভিনন্দন জানাই ।
এক কথায় অনবদ্য একটা নাটক দেখলাম।অপূর্ব অপূর্ব। সাবলীল। ডায়লগ ও দারুণ সুন্দর। অপূর্ব সব উজাড় করে নাটকটা প্লে করেছে। আর তেমনি তাসনিয়া ফারিন।গানটিও দারুণ। সব মিলিয়ে দারুণ একটা নাটক উপহার পেলাম।নাটকের পটভূমিও খুবই টাচি। বাংলাদেশের নাটকের আমি খুবই বড় একজন ভক্ত।
অসাধারণ অসাধারণ অসম্ভব সুন্দর একটা নাটক,এটা দেখে অনেক কান্না করলাম,,সত্যিই বাস্তবের সাথে পুরোই মিল আছে, কিছু মানুষের জীনব এমনই হয়, এই ব্যাস্ত শহরে কে-ই বা কার খবর রাখে 😑😑
কি বলব মুখের ভাষা হারিয়ে ফেলেছি নাটক দেখে ,সম্পূর্ণ বাস্তবতা তুলে ধরা হয়েছে নাটকে,আর এই ভিডিও তে মায়ের চরিত্র খুব অল্প থাকলেও,মায়ের ওই টুকু অভিনয় এই চোখের জল ধরে রাখতে পারি নি 😢😢😢😢মা তো মাই হয়,মায়ের সাথে কারো তুলনা হয় না, যার মা নেই সেই একমাত্র বোঝে কি কষ্ট 😭😭😭🇮🇳
অথচ কি আজব না ? বিয়ে করে একটা ছেলে কীভাবে বদলে যায় । শশুর শাশুড়ী হয়ে যায় আব্বা আম্মা , বাবা-মা হয়ে যায় বুইরা বুড়ি। শাশুড়ী র জন্য ঈদের কাপড় আসে, আর বাবা-মার কাছে এসে বলে হাত টানাটানি । এই হচ্ছে আমাদের সমাজের মেরুদণ্ড হীন পুরুষ জাতি
নাটকের রচয়িতাকে হৃদয় থেকে ভালবাসা পাঠাইলাম, যিনি নির্মান করেছেন তার জন্য অফুরন্ত ভালবাসা। যারা অভিনয় করেছেন বিশেষ করে অপূর্ব তো সব সময় অপূর্ব সাথে তাসনিয়া ফারিন এক কথায় অসাধারণ, অসাধারণ। কৃতজ্ঞতা সমাজের সমস্যা এবং রাষ্ট্রের বাস্তবতা নিখুঁত ভাবে তুলে ধরার জন্য ❤️
খুব সুন্দর মানবিক মিষ্টি প্রেমের কাহিনী। ইন্টারভিউ দেয়ার লোকটির চরিত্র কাহিনীতে আলাদা মাত্রা এনেছে। অপূর্ব, তাসনিয়া ফারিনের অভিনয় খুবই ভালো। বেশ ভালো পরিচালনা। তবে লোকটিকে মেরে তার টাকা ছিনতাইয়ের দৃশ্যটা গল্পের মূল সুরের জন্য অপ্রয়োজনীয়। দুর্ভাগ্যের সঙ্গে যার জীবন চলছে তাকে আর কষ্ট না দিলেই ভালো হতো।
অসম্ভব সুন্দর নাটকের চরিত্র এবং নাটকের মূল চরিত্রের মানুষটির। এরকম নিম্নবিত্ত বা মধ্যবিত্ত নাটকের কষ্টের এক করুন অসাধারণ কাহিনীতে শুধু অপূর্ব ভাইকেই মানায়।❤️❤️👌
এই নাটকটার কথা কি বলবো।যতখন নাটকটা দেখছিলাম এক মিনিটের জন্য বিরতিতে যেতে পারি নাই।এককথায় অসাধারণ একটা নাটক।মনে হচ্ছিল গল্পটা একদম বাস্তব আর চরিত্র গুলো জীবন্ত। অপূর্ব ভাইয়া আর তাসনিয়া ফারিন আপুর অভিনয়ের তো কোনো তুলনা হয় না। এককথায় অসাধারণ একটা নাটক।অনেক ধন্যবাদ সৈয়দ শাকিল ভাইকে এতো সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য।।। 👍👌🏾👍👌🏾💝💖💝💖💝💖💝💖💝💖
একঘেয়ে প্রেমের নাটক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছিলাম। যদিও প্রেম খুঁজে পাওয়া যেত না নাটকগুলোতে। জোড় করে প্রেম নিয়ে আসার চেষ্টা করা হত। এই নাটক টা অনবদ্য অসাধারণ ❤
অনেকদিন পরে একটা ভিন্ন স্বাদের নাটক দেখলাম। বাস্তব জীবনের ঘাত-প্রতিঘাত এর একটা সুন্দর প্রতিচ্ছবি পরিবেশন করলেন লেখক। এক কথায় নাটকটি অসাধারণ লেগেছে এবং মুগ্ধ হলাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভাল থাকবেন।
আমি একজন ভারতীয় বাঙালি বলছি। বাহরাইন প্রবাসে থাকি আজ একুশ বছর হইলো। কাজের অবসরে আমি নাটক দেখি। বাংলাদেশের নাটক আমার কাছে অনেক অনেক পছন্দের জিনিস। বিশেষ করে অপূর্ব এবং মেহজাবীনের জুটি আমার কাছে অনেক ভালো লাগে।
আরও দেখুন:
কুরুম্যান: ua-cam.com/video/tdXZ_hZraoY/v-deo.html
রুমমেট: ua-cam.com/video/j6Dy81-CSQI/v-deo.html
লেডি কিলার ড্রাইভার আজিজ: ua-cam.com/video/xAnc-PAJCuM/v-deo.html
ঘুণ: ua-cam.com/video/CcgZRLx99us/v-deo.html
ঘোড়ার ডিমের বিয়ে: ua-cam.com/video/HQXN0zZRMDk/v-deo.html
মারিয়া ওয়ান পিস: ua-cam.com/video/uRhO9PytMcI/v-deo.html
সাইলেন্স: ua-cam.com/video/JCi-fWZS9og/v-deo.html
সিকিউরিটি গার্ল: ua-cam.com/video/f9au0sxA3SU/v-deo.html
13:42
Sotte osadharon
a
as I'm
Excellent drama
আমি
বাংলাদেশের চাকরির বাজার যে কত কঠিন,,,,,, নাটকের মাধ্যমে,,,,,পরিচালক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন,,,,, পরিচালককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ
Hae💔right
আমাদের ভারতেও একই অবস্থা চাকরির😔। আমি কলকাতা থেকে বলছি বাংলাদেশের নাটক ❤️ আমার খুবই ভালো লাগে।
@@rajuahmed3014 ok
Ay natok ta amdr deshar bastob kahini tule dorce. Asole natoker proti ta ghoto nai sotty
hmm r8
কোন প্রকার অশ্লীলতা ছাড়া যে এত সুন্দর নাটক উপহার দেওয়া যায় সেটা অপূর্ব ভাই ছাড়া আর কেউ পারবে না। ভালোবাসা অবিরাম প্রিয় ভাই
বাংলা নাটকের এমন জনপ্রিয়তা দেখে সত্যি গর্ব হয় নিজের দেশের নাটক নিয়ে
As Salamu Alaikum . I think you need to come out from such type similarities of act . Think about it . You need different type of role .
love u boss u are my fvrt actor polash vai🥰🥰
Hmm
কাবিলা ভাই কেমন আছেন ভাই আপনি
Right
আমি কলকাতা-৭০০০৫১ থেকে অরুণাংশু-
"একটা নির্জন দুপুর চাই"- কি অদ্ভুত সুন্দর গল্প-বিন্যাস❤
বাংলাদেশের চিত্র-নাটকগুলো যতই দেখি ততই এর প্রেমে আটকে পড়ি, যেন একটা অক্টোপাস আমায় তার আট বাহু দিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়েছে কিন্তু কোনো জ্বলন নেই, দমবন্ধ করা অবশ হওয়া নেই- শুধু এক মেদুর অনুভবে কানায় কানায় মন ভরে ওঠা আছে!
পুরো নাটকটিই একটি কবিতা- যেমন সুন্দর তার প্রবাহ আর সমাপনী শিহরণ, ভালো না বেসে কি থাকা যায়! দুর্দান্ত সাবলীল এবং বলিষ্ঠ অভিনয়ের জন্য অপূর্ব ও তাসনিয়া ফারিনকে অজস্র অভিনন্দন।❤❤❤
আপনি অসাধারণ লিখেন,সত্যি।
@@mdsahalihossain6194 ধন্যবাদ, ভাই♥️
সুন্দর করে প্রকাশ করেছেন। আপনার লিখাটাও অসাধারণ।
মা আর বাবার মধ্যে পার্থক্যটা পরিচালক খুব ভালোভাবে তুলে ধরেছে। নাটকটা অনেক ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ।।
মা💜💛
বাবাদের ভালোবাসাটা পিছনে থেকে যায়।
হুম বাচ্চাদের পার্থক্যটাও বুঝিয়েছেন। মা অসুস্থ ,চাকরি পেয়ে প্রথম মায়ের কাছে বলবে,মায়ের চিকিৎসা করাবে .......নাহ আগে তার বিয়েটাই করতে হবে 😂
নাটকের এতো সুন্দর সমাপ্তি আশা ছিলো না ।
অসংখ্য ভালোবাসা ইন্ডিয়া থেকে 🇮🇳❤🇮🇳❤
ধন্যবাদ দাদা ভাই
তোমগো দেশের তো সব আবালের দল,,খালি পারে লম্বা লম্বা সিরিয়াল বানাইতে।।।ফালতু সব কন্টেন্ট,, বাল ছাল।🤣🤣🤣🤣
মানুষ এখন আর দেখেও না
UA-cam-e type korun: bangla natok asroy/violin/elomelo sobder siri/sopne dekha rajkoinna/da noy dha/tal misri hawai mithai/pan supari/hello bangladesh/kohen kobi tokkonath/shugondhi boarding o tumi/weight/original/alta sundori/showrov/house full/tomar duai valo achi ma/sakin sarisuri/chande chondrobindu nei/dadar desher jamai. Some music! Type korun: bangla song by fokir saheb/romesh das/ashik..
ধুর সালা ইন্ডিয়া ভাগ
@@sazidsinha9037 আপনার এই জঘন্য মন্তব্য আপনার বংশের পরিচয় দিচ্ছে
তাসনিয়া ফারিন ভাগ্যবতী। ওকে এমনসব গল্পে কাস্ট করা হয়, যার প্রত্যেকটি গল্প অসাধারণ। ওর অভিনয়ও অসাধারণ। যার কারণে ওর অভিনীত নাটকগুলো খুবই উপভোগ্য হয়। ওর প্রতিটি নাটক সর্বদাই স্মরণে থেকে যায়।
এত সুন্দর নাটক আমি আগে কখনো দেখিনি সত্যি ই বাংলাদেশের এই নাটক কে ধন্যবাদ জানাই। ভারতবর্ষ থেকে
thank you brother you love Bangladesh natok
apurba 2 banglar uttam kumar
@@zakirhossainliton6759 adbhut coincidence....amar o ei eki kotha mone hoyechhe, jey Apurba banglar Uttam Kumar
@@srutighosh5881 thanks 💖💖💖
বেশি বেশি বাংলাদেশের নাটক দেখবেন
এই ধরনের নাটক মানুষ কে বাঁচতে শেখায়, মুগ্ধ হয়ে দেখলাম,
রাইট
Right
Na,mitha ASHA dekhaye
@@tusisaha6448 জীবনে মিথ্যা কিছু হয় না মেডাম যেটা ঘটে সবই বাস্তব
Right
একটা নির্জন দুপুর চাই ❤️
সত্যি বলতে কোনো রকম প্রত্যাশা ছাড়াই নাটক টা দেখতে বসেছিলাম,কিন্তু মুগ্ধতা নিয়ে শেষ করবো একেবারেই ভাবতে পারিনি। জাস্ট মাইন্ড ব্লোইং🥰👌
Thanks
r8
same
আমিও...
আমিও
এখনো অবধি যে কটা বাংলাদেশি নাটক দেখলাম তারমধ্যে এটাই সবথেকে বেশি হৃদয়স্পর্শী ❤
২০১৪ সালে পাশের এলাকার একটা মেয়েকে ভালোবেসে ছিলাম,তখন সে জে এস সি পরিক্ষা শেষ করেছে।কিছু দিন সম্পর্ক চলতেই তার পরিবারের সবাই জেনে গিয়েছিলো,,,তারপর অনেক অনেক কিছু হলো শেষ পর্যন্ত ২০১৬ সালে তার সাথে সম্পর্ক টা শেষ হয়ে যায়। ছোট বেলায় বাবা মা কে হারিয়ে প্রকৃতির সাথে খুব যোদ্ধ করে বড় হয়েছি তার পর যখন তাকে পেয়েছি মনে করেছিলাম সেই আমার জীবনের সব কিছু,, নিজের চাইতে ও অনেক বেশি ভালোবেসে ছিলাম তাকে পাবার জন্য কতো ই না পাগলামি করেছি, সে পাগলামি করতে গিয়ে তার অনেক ক্ষতি ও হয়েছে।যাই হোক আজ সে এক ইতালি প্রবাসির স্ত্রী এইতো।কিছুদিন আগে তার বাচ্চা ও হয়েছে।২০১৬ সালের শেষের দিকে তাকে শেষ দেখেছিলাম তারপর আর দেখা নেই।খুব ইচ্ছে হতো তাকে দেখার সেই ছোট্ট মেয়ে টা এতোগুলো বছর পর কেমন হয়েছে,,আগের মতো চিকনাই আছে নাকি মোটা হয়েছে,লম্বা কি আগের মতো নাকি আর লম্বা হয়ছে,এখন কি আগের মতো নাকি অনেক সুন্দর হয়ছে,এসব নিয়ে অনেক ইচ্ছে হতো তাকে দেখার কিন্তু এই ২০২২ সালে ফেইসবুকের কারণে হঠাৎ তার আইডি টা আমার টাইমলাইনে আসলো তার প্রফাইলে তার হাজবেন্ড কে নিয়ে কক্সবাজার ঘুরতে যাওয়া পিক,,খুব সুন্দর লাগছিলো দু'জনকে। ছোট বেলা থেকে ইউরোপ নিয়ে অনেক স্বপ্ন দেখতাম ২০১৬ সালে অনেক চেষ্টা করেছি কিন্তু হয়নি তবে সেটা ২০২১ সালে পূর্ণ হয়ছে,২০২১ সাল থেকে ইতালিতে আছি তার মধ্যে নিজের নামে ইতালিতে একটি ব্যবসা প্রতিষ্ঠিত করেছি।আল্লাহ হয়তো সবি দিবে কিন্তু যাকে পাগলের মতো ভালোবেসেছিলাম তাকে আর পাওয়ার উপায় টা রাখলো না।
ভাই কষ্ট নিয়েন না। আল্লাহ্ মনে হয় তার চাইতে ও ভালো কাওকে লিখেছে আপনার কপালে।
ভালো থাকবেন ভাই
এটাই হয়তো নিয়তি ভাই !!
@@md.milton2213 এখন তো ভাই আল্লাহ্ ভালো সময় দিয়েছে তাই তো আরো বেশি মনে পরে খারাপ সময় গুলোর কথা।
@@Abdurrahim-eu4de দোয়া করবেন ভাই,,,আপনাদের জন্য ও দোয়া থাকবে।❣️❣️❣️
সত্যি বাংলাদেশের এই নাটকগুলোর জন্য বিশ্বের মধ্যে অন্যতম একটি দেশ সেলুট জানাই এত সুন্দর সুন্দর নাটক উপস্থাপন করে আমাদের মাঝে কিছু শিক্ষেনীয় বিষয় উপস্থাপন করার জন্য এসব নাটক থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারি অনেক শিক্ষা গ্রহণ করতে পারি যা আমাদের দেশের সিরিয়াল গুলোতে বিন্দুমাত্র থাকে না
বড় ছেলে নাটকের পর অপূর্বর অসম্ভব ভালোলাগা একটা নাটক
'একটা নির্জন দুপুর চাই'❤❤❤❤
মা হাজর কষ্টে থাকলেও ছেলেকে বলে না, নিজের কথা। মা হচ্ছে সব ছেলের আবেগ ভালোবাসা।
RIHGT BRO... MISS U MAAA
R8 i love u maa💝
R8
Ma love
রাইট
সত্যিই অপূর্ব ভাই আপনার নাটক দেখে বেকারত্বের বেকারের কষ্ট ভুলে যাবে,, কিছু ভালো বংশের অবিবাহিত মেয়ে রা তাদের বয়ফ্রেন্ড কে মানসিকভাবে সাপোর্ট দিবে,, সত্যিই আপনার নাটক দেখে মুগ্ধ হয়ে যাই আপনার এই নাটক এবং আমার কমেন্টস ২০৫০ সালের জন্য রেখে গেলাম
নাটকটা কখন শেষ হয়ে গেল বুজলাম না আর তখনই খুব খারাপ লাগল এই ভেবে কেন শেষ হল।সত্যি আমি গর্বিত আমার দেশের নাটকের জন্য।ধন্যবাদ।
ভাই আমার ২৪বসর জতো নাটক দেখি সব থেকে সেরা নাটক
সত্যি কথা বলতে কি বাংলাদেশের সিনেমার চাইতে হাজারগুন ভালো বাংলাদেশের নাটক 😊
❤
"খুব বেশি লোভ নেই আমার, টিনের চালের ছাদে বৃষ্টির শব্দ, জানালা দিয়ে অসীম আকাশ আর পাখিদের কোলাহল"
কথা গুলো অসাধারণ ❤️❤️
এগুলা আমার ও খুব পছন্দ
হুম অসাধারণ
আর যে মেয়ে গুলো বেকারত্ব দেখে বার বার ব্রেকাপ করতে রিকুয়েষ্ট করে অন্য কারো হাত ধরে চলে যায় তার কেমন বলুন ত
এগুলো গল্পেই মানায়. বাস্তবতা অনেক কঠিন ও ভিন্ন
📌"খুব বেশি লোভ নেই আমার, টিনের চালের ছাদে বৃষ্টির শব্দ, জানালা দিয়ে আকাশ আর পাখিদের কোলাহল"
নাটকটা ৫ বার দেখছি। তবুও ভালই লাগে এই নাটকে বাস্তব কিছু চিত্র তুলে ধরা হয়েছে❤❤
পুরাটা❤❤
একদমই তাই
আমি কোলকাতা বাঙালী, এখনকার বাংলা সিনেমাগুলো তেমন ভাল লাগেনা আমার .কিন্তু এইরকম ৪০-৪৫ মিনিটের নাটকগুলো আমার মন জয় করেছে ৷
Right
Same...❣️❤️
Ekdom
আমি গর্বিত যে আপনি একজন খাঁটি বাঙ্গালী । 🥀🇧🇩
আমি ভারতীয় কিন্তুু বাংলাদেশের নাটক আমার খুব ভালো লাগে কারন বাস্তবটা তুলে ধরে
Hii
বাংলাদেশের ৪২মিনিটে নাটকে যা দেখায়, ভারতের স্টার জলসায় ৫ বছরেও কিছু দেখানো হয় না৷ বাংলাদেশের নাটক মানে এক একটা শিক্ষা, বাস্তবতা।
Right
ki sikha
I think you are from Bangladesh ... am I right???
right
একদম ঠিক
"বাস্তবতার ভিড়ে কতইনা মানুষ অবাস্তব ,অস্পস্ট হাসি নিয়ে বেঁচে আছে ।" বাংলাদেশের নাটক দেখতে দেখতে কবে যে ভীষণ ভাবে মনের অজান্তেই দেশটাকে ভালোবেসে ফেললাম বুঝতেই পারিনি , বাংলাদেশের মানুষগুলোর প্রতি আমার সালাম রইল । - কলকাতা থেকে 😊
ধন্যবাদ আপনাকে
ওয়া আলাইকুম সালাম, ধন্যবাদ ও ভালবাসা রইল 💖
Amader desher morzada asole amader desher manusera bujhte na parleo kolkatar onek manus bujhte pare!onekbar tar proman peyeci, dhonnyobad apnar montobbye akjon Bangladeshi hisebe mohito holam, sottyo bollen ebong mugdho korlen, valo thakben.
একদম ঠিক বলেছেন।যদিও বাবা,মা,কাকা,কাকীমা, দাদা, দিদি,কাকাতো দাদা-দিদি সহ বংশের সকলেরই জন্ম বাংলাদেশে শুধু আমারই জন্ম হয়েছে ভারতে, অনেক অনেক গল্প শুনেছি বড়দের কাছে তাই সোনার বাংলা কে দেখার ইচ্ছা আগে থেকেই ছিল কিন্তু বাংলাদেশের নাটক দেখতে দেখতে সে ইচ্ছেটা এত তীব্র থেকে তীব্রতর হবে সেটা বুঝতে পারিনি। সত্যি বলছি আরও কষ্ট হয় যখন দেখি দক্ষিণ ভারতের ভাষা,খাওয়ার, পোশাকের সাথে আমাদের বাঙ্গালীদের কোন মিলই নেই তবুও আমারা একই দেশের অধিবাসী অথচ যাদের সাথে সবথেকে বেশি মিল তারাই কিনা বিদেশী।হায় রে ব্রিটিশ, যাদের কু-চক্রান্তে একটা জাতি আজ দুটি দেশে বিভক্ত তারাই কিনা নিজেদের সবথেকে সভ্য জাতি বলে দাবি করে।
@@shubhramayacharjee1954 UA-cam-e type korun: bangla natok asroy/violin/elomelo sobder siri/sopne dekha rajkoinna/da noy dha/tal misri hawai mithai/pan supari/hello bangladesh/kohen kobi tokkonath/shugondhi boarding o tumi/weight/original/alta sundori/showrov/house full/tomar duai valo achi ma/sakin sarisuri/chande chondrobindu nei/dadar desher jamai. Some music! Type korun: bangla song by fokir saheb/romesh das/ashik
সত্যি এই শহরটা অদ্ভুত টাকার না থাকলে চাকরি না থাকলে। বুজা যায় বাস্তবতা কত কঠিন??নাটক টা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
Thanks ❤😍❤
শুধু শহর না ভাই এই পৃথিবীটাই অদ্ভুত চাকরি কিংবা টাকা না থাকলে কেউ সম্মান করে না
@@mdhasibul6908 Hmm R8
শালা তুমি মিথ্যা বলো বলে বেকারত্ব
I am from Assam, India. I am a big fan of Apurba,Mehzabin and Tasnia Farin. It was an amazing drama. Realy I love you all.❤
এ রকম গল্প হাজারো কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেদের জীবন থেকে নেয়া গল্প। অসাধারণ হয়েছে 🥰🥰
Sushe ta besh sundor. From Siliguri (Bengal).
Naic
Ok
Hmm
নাটকটার মধ্যে সব থেকে ভালো জিনিস লাগলো এখনকার বাস্তব অবস্থা ফুটিয়ে তোলা। ধন্যবাদ নাট্যকার কে।🙏🙏
সুন্দর। বাংলাদেশের সাংস্কৃতি, পোশাক পরিচ্ছদ ও জীবন ধারা সমুন্নত রাখার জন্য ধন্যবাদ। অপূর্ব সর্বদাই অপুর্ব। তাহসিনা ফাহরিনের শান্ত ও স্নিগ্ধতা আসলেই মোহিত করে তোলে।
Thanks ❤😍❤
I am proud of our Bangladeshi Natok. I am am ahead woman. I don't have any patience to watch movie. I love our Natok. I heartly feel proud of all our young boys and girls who entertains us. May God bless them all.
প্রমাণ হিসেবে আমার এই কমেন্টটা রেখে গেলাম যে এই নাটকটা আমি দেখেছি, যদি কেউ লাইক দেয় তাহলে আবার এসে দেখবো। 😅
সত্যি মন উন্মুক্ত করা একটা নাটক 😊
❤
তাহলে আবার দেখে নাও ভাইয়া!
দেখে নিন,,আজকে হঠাৎ করেই আবার নাটক টা সামনে আসল
❤
একটা বেকার ছেলে একটা চাকরি পেলে সে কতটা খুশি হয় সেটা একমাত্র যে চাকরি পায় সে ই বোঝে😮❤
R8🎉
❤
humm
এটা ঠিক কথা গো
Akta obohelito family boro miyera bojhe na..??
অসাধারন। এক নিঃশ্বাসে নাটক টা দেখে গেলাম। মনে হচ্ছিল নাটক টা যদি শেষ না হয়ে চলতেই থাকত, কখন যে নাটকের মধ্যে হারিয়ে গেলাম বুঝতেই পারলাম না। ধন্যবাদ কলাকুশলীদের , অপূর্ব , মিষ্টি তাসনিয়া ফারিন পরিচালক, নাট্যকার কে।
Thanks
কি দারুন কি দারুন! অপূর্বতো তুখোড় অভিনেতা, কিন্তু ফারিনও যেন অনবদ্য। এত কম সময়ে ফারিন যেভাবে নিজেকে নিংড়ে দিয়ে কাজগুলো করছে, নিজেকে ভাঙছে তা রীতিমতো অবাক করার মত। শুভকামনা ফারিন। আরও এগিয়ে যাও।
এই জন্যই তো তাসনিয়া ফারিন সিনেমাতে chance পেয়েছে।ফারুকী আগেই চিনেছিল।এখন টলিউড সিনেমার দৌলতে সারা ভারতবর্ষ চিনবে।
@@prasantapatra9245 ফারুকীর দিন শেষ দাদা । কোলকাতার পরিচালকদের মাথায কিছু নাই -তাকে ঠিকভাবে উপস্থাপন করতে পারবে না । আগেই এত উতলা হবেন না ।
দেখা যাক।তবে রবিবার আর বিনি সুতো এই দুটি পুরস্কার প্রাপ্ত নাটকের পরিচালক কিন্তু এই পরিচালক অতনু ঘোষ।তাই আগে থেকেই সব বলা ঠিক না।
অপূর্ব আপনার অভিনয়ের অপূর্ব । কাহিনীটাও অপূর্ব । সব মিলিয়ে অপূর্ব তে অপূর্ব ।
যে নারী শূন্য পকেটে পাশে থাকে😍
সেই নারী সফলতার পার স্ত্রী হওয়া যোগ্যতা রাখে❤️❤️
ঠিক, এমন মেয়ে কে বিয়ে কারা যায়, এবং উচিত।
যে নারী শূন্য পকেটে পাশে থাকে 😊 সেই নারীকে সফলতার পর স্ত্রী হওয়ার যোগ্যতা পায়
Ai kotha ta kub kothin .
Sobai bujena ... dursomoy jar hat sokto kore dhorlam .. sukher somoy fire paile hat sere onk dure chole jai.akbar purono diner kotha moneo porena
right
আমি ছিলাম ৭ বছর কিন্তু সে চাকরি পাওয়ার পর আমাকে জানায় নি, উল্টো শুনলাম সে দেড় বছর আগে একজন কে বিয়ে করে নিয়েছে বেকার অবস্থায়।অথচ সে বেকার ছিলো বলে তাকে বিয়ের কথা বলার সাহস আমার হয়নি
নাটক টা ছিল 48 mins এর।তবে সত্যি কথা বলতে আমার এই 48 mins এর পরের টা বেশি দেখতে ইচ্ছে করছিল,ওদের সুখী সংসারটা❤️মা দুর্গার কাছে প্রার্থনা করি সকল সৎ পরিশ্রমী মানুষদের জীবনে যেনো এভাবেই একদিন খুশির দিন আসে🙏🏽।।।।খুব ভালো অভিনয় হয়েছে👌।।
🤣
একদম আপনি ঠিকই বলেছেন
🥰🥰
♥♥♥♥♥
আপনি সত্যিই অপূর্ব। এরকম কাজ কেন যে এত্ত কম করেন আপনি। কি voice modulation, আহা, কি সুন্দর expression...পুরো চরিত্রটার মধ্যে ঢুবে আছি।
Thanks ❤😍❤
I strongly recommend you Maya natok of apurbo. Have a nice time
@@akashghosh3988 Firdous Hasan Sir এর সাথে অপূর্ব র যেকটা নাটক youtube এ আছে কোনোটা miss করি নি। তাছাড়া অপূর্ব মম আমার প্রিয় জুটি।
UA-cam-e type korun: bangla natok asroy/violin/elomelo sobder siri/sopne dekha rajkoinna/da noy dha/tal misri hawai mithai/pan supari/hello bangladesh/kohen kobi tokkonath/shugondhi boarding o tumi/weight/original/alta sundori/showrov/house full/tomar duai valo achi ma/sakin sarisuri/chande chondrobindu nei/dadar desher jamai. Some music! Type korun: bangla song by fokir saheb/romesh das/ashik
অনেক সুন্দর নাটক।
মানুষের পাশে একটু খুটির মতো দাঁড়িয়ে ভালোবাসাটা,সবার দ্বারা হয় না।
ঈদে পাওয়া প্রিয় অপূর্ব ভাইয়া এটাই এখন পর্যন্ত সেরা সেরা সেরা একটি নাটক 💝🌹
Thanks ❤😍❤
নাটক টা অসাধারন সেরা জুটি
sob natok e vlo hoice vai rong dhong. bibaho korte iccuk r ata best lagce... rong dhong dakhcen?
UA-cam-e type korun: bangla natok asroy/violin/elomelo sobder siri/sopne dekha rajkoinna/da noy dha/tal misri hawai mithai/pan supari/hello bangladesh/kohen kobi tokkonath/shugondhi boarding o tumi/weight/original/alta sundori/showrov/house full/tomar duai valo achi ma/sakin sarisuri/chande chondrobindu nei/dadar desher jamai. Some music! Type korun: bangla song by fokir saheb/romesh das/ashik.
চোখের পানি ধরে রাখতে পারিনি। এমন মায়াময় ভালোবাসায় ডুবতে চাই। জীবনের অনেক কঠিন বাস্তবতা এই নাটকে ফুটে উঠলো। বাংলাদেশের নাটক আমার প্রান, বেঁচে থাকার অক্সিজেন 💕💕🥰।
আবেগের ঠেলায় এমন কিছু বলে বসিস না যেনো লোকে আবাল বলে,,,নাটক আবার কারো বেঁচে থাকার অক্সিজেন হয়।
@@strongwind7738 জ্বি ভাই আমি আবাল। আমার লেখাটা আপনার মতো বুদ্ধিমানের জন্য না।
নাটকটা দেখে ছাত্রজীবনের সেই কষ্টের কথা মনে পরে গেল,কোথায় যেন চোখের কোনে পানি চলে এলো!!!
UA-cam-e type korun: bangla natok asroy/violin/elomelo sobder siri/sopne dekha rajkoinna/da noy dha/tal misri hawai mithai/pan supari/hello bangladesh/kohen kobi tokkonath/shugondhi boarding o tumi/weight/original/alta sundori/showrov/house full/tomar duai valo achi ma/sakin sarisuri/chande chondrobindu nei/dadar desher jamai. Some music! Type korun: bangla song by fokir saheb/romesh das/ashik.
অসাধারণ একটি নাটক থ্যাঙ্ক ইউ পরিচালককে এমন একটি নাটক উপহার দেওয়ার জন্য 💐
এই গল্পের লিখক কে অস্কার দেয়া উচিৎ, আমাদের দেশের বাস্তব চিত্র এত নিখুঁতভাবে নাটক আকারে তুলে ধরার জন্য।
ধন্যবাদ অপূর্ব ভাই ও তাসনিয়া ফারিন কে।
ধন্যবাদ সকল কলাকুশলীদের।
- ঠিক বলেছেন ভাই!- অজান্তেই চোখের কোণে পানি চলে আচ্ছে।
সবাইকে দেখার আমন্ত্রণ রইল খুব সুন্দর একটা নাটক
Tnx ❤️
Nice
একদম ঠিক বলছেন ভাই।সত্যি তাই।
অসাধারণ একটি নাটক। হাজার কোটি সমস্যার মাঝেও একজন সৎ মানুষ বেঁচে থাকতে পারে। এই নাটক তারই প্রমান।
Thanks 💓💓💓💓💓
shoti eee tai.
সৎ থাকলে যেই কোন অবস্থায় নিজেকে মানিয়ে নিতে পারে
Thanks ❤
আপনি একদম ঠিক কথাটাই বলেছেন 💞💗💓💖
বাংলাদেশের একেকটা নাটক দেখলে মন ছুয়ে যায়। এতো সুন্দর সুন্দর স্ক্রিপ্ট রাইটার। পুরো নাটকটি জুড়ে বাস্তবতার করুণ পরিস্থিতি
বাংলাদেশের একেকটা নাটক দেখলে মন ছুঁয়ে যায় অনেক ভালো লাগলো নাটক টা দেখে 🥰🥰 ❤
বাস্তব জীবনের সাথে মিলে গেলো,,,আলহামদুলিল্লাহ,যে মানুষটা আমার খালি পেকেট থাকা অবস্থা আমার পাশে ছিলো,সেই মানুষ্টা এখন আমার প্রিয়ো কলিজা,আমার বৌউ, সবাই দোয়া করবেন,আমাদের জন্য
দোয়া রইলো
শুরুটা একদম বাস্তবতার সাথে ১০০% মিল।
শেষটা অনেক সুন্দর ছিলো।
গান এর লিরিক্স খুবই অসাধারণ ছিলো।
স্ক্রিপ্টরাইটার কে অসংখ্য ধন্যবাদ, তার পাশাপাশি এই নাটকের সাথে জড়িত থাকা সকলকে,এমন একটি কাজ উপহার দেয়ার জন্য আমাদেরকে ❤️
এর জন্য ই বেশি বেশি নাটক দেখি, কারন প্রত্যেকটা নাটক বাস্তবের সাথে মিল আছে। কখনো কাঁদায় কখনো হাসায়।
স্বপ্ন দেখা মানুষের সংখ্যা বড় কমে যাচ্ছে ...চিলেকোঠা থেকে আমেরিকা...দিন দিন জীবন যুদ্ধের পাশে মানুষ স্বপ্নও দেখুক.... অসাধারন ভালবাসার গল্প.... অপূর্ব ফারিনের দূর্দান্ত অভিনয়.... বার বার দেখা যায় ।
মনে হল 90 দশকের কোন নাটক দেখছি, অসাধারন ফারিন ও অপূর্ব অভিনয় ,পরিচালক কে best thanks
'একটা নির্জন দুপুর চাই।' অসাধারণ নাটক দেখলাম। দুই শিল্পী অপূর্ব ও তাসনিয়া ফারিন আমার অত্যন্ত পছন্দের। ভারত তথা কলকাতার নাগরিক হলেও নিয়মিত বাঙলাদেশের ভালো ভালো নাটকগুলি দেখি। এই নাটকে অপূর্ব ও তাসনিয়া দুর্দান্ত অভিনয় করেছেন। দুজনের অভিনয় দর্শকদের মনকে নাড়া দেয়। দুই শিল্পীকে জানাই অভিনন্দন। ❤️❤️🌹🌹🙏🙏
আপনাদের সিরিয়াল গুলো আমার ভালো লাগে না। কেমন যেন প্যাঁচানো।
পৃথিবীতে সবচেয়ে সু মধুর বাণী হলো আযান মাশাল্লাহ 💚💚
Osadharon
নাটকে এসব লিখেন কেন বুঝিনা
৪৮:১১ এতো কম সময়ের মধ্যে এতো কিছু তুলে ধরা একমাত্র আমাদের দেশের নাটক গুলোতেই সম্ভব।
ধধন্যবাদ জানাই গল্পের লেখক ও পরিচালককে।
ধন্যবাদ জানাই অপূর্ব ভাইয়া ও ফারিন আপুকে এতো নিখুঁত অভিনয় করার জন্য।
সপ্তাহের ছয় দিনের ব্য়স্ততার পর রবিবার আমার প্রিয় সময়টুকু আরম্ভ হয় বাাংলাদেশের নাটক দেখে। অদ্ভদ down to earth কাহিনী। আমার সন্মান ও ভালবাসা গ্রহণ করিবেন। বাংলাদেশের সংস্কৃতি, চিন্তা-চর্চাকে প্রণাম জানাই। রিদীপ বর্মন একজন অসমীয়া আসাম থেকে।
Vi are you Indian?
অতি সাবলিল ভঙ্গিতে দুজনের অসাধারণ অভিনয়।অপূর্ব ভাইয়ের অভিনয়ের প্রশংসার বিশেষণ বলার মতো আর আমার কাছে নেই।আপনি ভালো থাকবেন।এই ভাবেই সুন্দর সুন্দর নাটক দর্শকদের উপহার দেবেন।কলকাতা থেকে।
Ar farin didir jonno kichu bollen na
অসম্ভব সুন্দর একটি গল্প। ইন্ডিয়া থেকে।
Thanks
Apurba er natok prai sob guli I mon chuye jai kintu Boro chele natok ta osadharon... with love from India jai hind
নিজে খারাপ থেকে পরের খোঁজ নেওয়া মানুষটার নামই "মা"❤
Right 😢😢😢
hae🥺
চিরন্তন সত্য
ভাই আপনার কমেন্ট পরে, চোখে পানি চলে এসেছে। ভালো থাকুক সকল মা বাবা।
আমার বলার ভাষা নেই, নাটকটা যে এত ভালো লাগছে আমার চোখ দিয়ে পানি বের হইছে। বাস্তব জীবনে বেকারদের নিয়ে লেখা নাটকটা খুব ভালো লাগছে। 😂😂😂
সত্যি আমাদের ইন্ডিয়াতে এই রকম নাটক দেখতে পাইনা বাংলাদেশের নাটক সেরা ❤❤❤ 🇮🇳🇮🇳🇮🇳
Vag shala pakisthani muhajir
ইন্ডিয়াতে যা দেখবেন সংসার ভাঙ্গার নাটক দেখবেন, জোড়া লাগার নই
এজন্যই আমরা বাংগালী ভির ✌️ ❤️🇧🇩
❤
অনেক ধন্যবাদ আপনাকে, বাংলাদেশের প্রতি আপনার এমন ভালোবাসা দেখে।
আলমগীর, শাবানার " ভাত দে " মুভিটা আর অপূর্বর " একটা নির্জন দুপুর চাই" এ নাটকটি সত্যিই মর্মস্পর্শী। হৃদয়ে গেথে থাকার মত।
আসলে যারা বাস্তবতার মুখোমুখি হয়নি তারা বুঝবে না ভাতের কষ্ট কিংবা বেকারত্ব কতটা নির্মম। কতটা অভিশাপ !
নাটকটার বিতর বাবা বললো মোবাইলে মা খুবই অসুস্থ …আর মা বললো বাবা তুমি কেমন আছো..কি খাইছো ..কেমনে কি করো..আসলে কথা হলো মা যত কষ্টে থাকুক …কখনো ছেলেদের বলে না…মা সেরা
মা তো মায় যার কো তুলনায় হয় লাভ ইউ মা
@@Holibut-Studio right bro
কারণ, মাকে ঐ প্রয়োজন গুলোর ব্যবস্থা করতে হয় না। বাবা, সন্তানের সামাজিকতা তৈরির জন্য সচেষ্ট থাকেন।
আমার মা সেরা
মা তো মায়
কখনো কমেন্ট করিনি আগে... খুব ইচ্ছে করলো করতে... শুরু থেকে শেষ সবটাই বাস্তবতায় পরিপূর্ণ... চোখে জল এনে দিয়েছে...
হুমমম 🥺🥺🥺🥺
😶😶
Respect Towards you sister🥰
সব কিছু মিলে নাটক টা অসাধারণ ছিল তবে মায়ের ভূমিকা টা বেশিই শিক্ষনীয়।
মায়েরা এমনই হয়❤️❤️❤️
অন্যান্য বারের মত এবারেও Rtv থেকে একটা সুন্দর নাটক দেখতে পেলাম । এই নাটকের গল্পটাতেও নতুনত্ব আছে । অপূর্ব ও ফারিনের খুবই সুন্দর অভিনয়ে নাটকটি দারুণ হয়েছে । আমি ভারত থেকে লিখছি । এই নাটকের প্রতিটি সদস্যকে শুভেচ্ছা সহ অভিনন্দন জানাই ।
হাসতে না পারলেও মুখ টা কঠিন করে কথা বলবেন না,,, অসাধারণ কিছু কথা।
শুধুমাত্র নাটক না , মনে পরে গেল কিছু অতীত জীবনের মূহুর্ত যা কোনো দিন হয়তো ভোলা জাবেনা 🙂🙂🙂🙂🙂
Bujhte parchi..protita cheler moner katha
ওরা কারা যারা সিনেমার থেকে ও নাটক বেশি পছন্দ করেন 👍
Ami
আমরাই তো
Same to you
আমি
আমিও এত নাটক দেখি এখন খুজে পাই না
এক কথায় অনবদ্য একটা নাটক দেখলাম।অপূর্ব অপূর্ব। সাবলীল। ডায়লগ ও দারুণ সুন্দর। অপূর্ব সব উজাড় করে নাটকটা প্লে করেছে। আর তেমনি তাসনিয়া ফারিন।গানটিও দারুণ। সব মিলিয়ে দারুণ একটা নাটক উপহার পেলাম।নাটকের পটভূমিও খুবই টাচি। বাংলাদেশের নাটকের আমি খুবই বড় একজন ভক্ত।
অসাধারণ অসাধারণ অসম্ভব সুন্দর একটা নাটক,এটা দেখে অনেক কান্না করলাম,,সত্যিই বাস্তবের সাথে পুরোই মিল আছে, কিছু মানুষের জীনব এমনই হয়, এই ব্যাস্ত শহরে কে-ই বা কার খবর রাখে 😑😑
প্রবাস জীবন এ একটু সময় পেলে আমি আমার প্রিয় বাংলা নাটক দেখি। 🇧🇩🥰🇦🇪
Thanks ❤😍❤
কি বলব মুখের ভাষা হারিয়ে ফেলেছি নাটক দেখে ,সম্পূর্ণ বাস্তবতা তুলে ধরা হয়েছে নাটকে,আর এই ভিডিও তে মায়ের চরিত্র খুব অল্প থাকলেও,মায়ের ওই টুকু অভিনয় এই চোখের জল ধরে রাখতে পারি নি 😢😢😢😢মা তো মাই হয়,মায়ের সাথে কারো তুলনা হয় না, যার মা নেই সেই একমাত্র বোঝে কি কষ্ট 😭😭😭🇮🇳
মা তো মায়ে ই❤
😂😂😂😂
অথচ কি আজব না ? বিয়ে করে একটা ছেলে কীভাবে বদলে যায় । শশুর শাশুড়ী হয়ে যায় আব্বা আম্মা , বাবা-মা হয়ে যায় বুইরা বুড়ি। শাশুড়ী র জন্য ঈদের কাপড় আসে, আর বাবা-মার কাছে এসে বলে হাত টানাটানি । এই হচ্ছে আমাদের সমাজের মেরুদণ্ড হীন পুরুষ জাতি
❤❤❤❤❤2024সালে ও এই নাটকের দর্শক থাকবে ইনশাআল্লাহ ❤❤❤❤❤
বেকারদের নিয়ে বাস্তব জীবনের কাহিনী তুলে ধরার জন্য পরিচালককে ধন্যবাদ। 👏👏👏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
একেই বলে বাংলা নাটকের রোমান্টিক হিরো
❤️❤️জিয়াউল ফারুক অপুর্ব ❤️❤️❤️
আমি পশ্চিমবঙ্গ থেকে দেখছি সত্যিই বাংলাদেশের নাটকগুলো অসাধারণ ❤
এই রকম সুন্দর নাটক আমি আর ককনো দেকি নাই,, ২০৫০ সালের জন্য কমেন্টটি রেকে গেলাম,,যারা কমেন্টটি দেকবেন একটি করে৷ লাইক দিয়েন,,🥰
নাটকটি দেখার সময় কোথায় য়েনো হারিয়ে গিয়েছিলাম।চোখ থেকে পানি বেয়ে পড়ে।অভাব শব্দ টা জীবনের সাথে প্রতিটা ক্ষেতে মিশে আছে।
🥺🥺
একটি ছেলের বেকারত্বের সময় যে মেয়েটি পাশে থাকে শক্ত করে হাতটি ধরে রাখে সাফল্য হওয়ার পর সেই মেয়েটিই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে
Akdomi tai
এটা কই জনে বুঝতে পারে চাকরি হয়ে গেলে আর সেই পাশে থাকা মানুষ টাকে চিনতে পারে না
দন্যবাদ
লুতুপুতু করার দরকার'টা কি?
sheta o ekta natoker dialogue kinto
বড় ছেলের পর মনে হচ্ছে একটা নাটক দেখলাম।সবাই অনেক সুন্দর অভিনয় করেছেন। শাকিল স্যারকে অনেক ধন্যবাদ এতো সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য।
নাটকের রচয়িতাকে হৃদয় থেকে ভালবাসা পাঠাইলাম, যিনি নির্মান করেছেন তার জন্য অফুরন্ত ভালবাসা। যারা অভিনয় করেছেন বিশেষ করে অপূর্ব তো সব সময় অপূর্ব সাথে তাসনিয়া ফারিন এক কথায় অসাধারণ, অসাধারণ। কৃতজ্ঞতা সমাজের সমস্যা এবং রাষ্ট্রের বাস্তবতা নিখুঁত ভাবে তুলে ধরার জন্য ❤️
বাংলাদেশের নাটকে চাহিদা অনেক অনেক বেশি চলচ্চিত্রের চেয়ে ❤️
সুন্দর
😂😂😂😂😂
ঢাকা শহরে ম্যাছে থাকা অনেক বেকার ছেলে এবং কম টাকার চাকুরীকরা ছেলেদের গল্প। দারুন লাগলো সবার অভিনয়।
Thanks ❤😍❤
অসাধারণ ❤️❤️
সপ্নের মত সুন্দর
Sudu dhaka ta na proash jibon ta tar saita ar kosto
R8
এ রকম নাটক দেখলে সত্যি এক অন্য রকম অনুভূতি প্রকাশ পায়! প্রচন্ড মাত্রায় ভাল্লাগছে❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❣️ 🥰
Apurbo ! Oshadharon !! "খুব বেশি লোভ নেই আমার, টিনের চালের ছাদে বৃষ্টির শব্দ, জানালা দিয়ে অসীম আকাশ আর পাখিদের কোলাহল" -- eta holo Bangali romanticism.
হ্যাঁ ঠিক তাই
আমি ভেঙ্গে গিয়ে-ও ভেঙ্গে যাইনি কারন আমার রব আমায় কখনো ছেড়ে যায়নি..আলহামদুলিল্লাহ্
অসাধারণ কমেন্ট বস
নাটক এতো সুন্দর হয় আমার জানা ছিলো না, নাটক টা দেখে চোখ পানিতে ভিজে গেলো। এমন রমনি জীবনে পাওয়া টা ভাগ্যর ব্যাপার ।
খুব সুন্দর মানবিক মিষ্টি প্রেমের কাহিনী। ইন্টারভিউ দেয়ার লোকটির চরিত্র কাহিনীতে আলাদা মাত্রা এনেছে। অপূর্ব, তাসনিয়া ফারিনের অভিনয় খুবই ভালো। বেশ ভালো পরিচালনা। তবে লোকটিকে মেরে তার টাকা ছিনতাইয়ের দৃশ্যটা গল্পের মূল সুরের জন্য অপ্রয়োজনীয়। দুর্ভাগ্যের সঙ্গে যার জীবন চলছে তাকে আর কষ্ট না দিলেই ভালো হতো।
এই নাটক দেখে কে কে একটু হলেও চোখের পানি ফেলছেন তাদের একটু দেখতে চাই😊😊😊😊
😭😭
ami
বাস্তব এর সঙ্গে অনেক মিল আছে
মা। মা ইয় হয় ♥️♥️💖
মন ছেয়ে গেল খুব সুন্দর লাগলো❤️❤️❤️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
অসম্ভব সুন্দর নাটকের চরিত্র এবং নাটকের মূল চরিত্রের মানুষটির। এরকম নিম্নবিত্ত বা মধ্যবিত্ত নাটকের কষ্টের এক করুন অসাধারণ কাহিনীতে শুধু অপূর্ব ভাইকেই মানায়।❤️❤️👌
অপূর্ব ও তানসিয়া এর জুটি যেন উত্তম কুমার ও সুচিত্রা জুটি , কলকাতা থেকে দেখছি , বাংলা দেশের নাটক আমার খুব খুব ভালো লাগে
অসাধারণ একটা নাটক। হৃদয় স্পর্শ করে গেল।
এই নাটকটার কথা কি বলবো।যতখন নাটকটা দেখছিলাম এক মিনিটের জন্য বিরতিতে যেতে পারি নাই।এককথায় অসাধারণ একটা নাটক।মনে হচ্ছিল গল্পটা একদম বাস্তব আর চরিত্র গুলো জীবন্ত। অপূর্ব ভাইয়া আর তাসনিয়া ফারিন আপুর অভিনয়ের তো কোনো তুলনা হয় না। এককথায় অসাধারণ একটা নাটক।অনেক ধন্যবাদ সৈয়দ শাকিল ভাইকে এতো সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য।।। 👍👌🏾👍👌🏾💝💖💝💖💝💖💝💖💝💖
Thanks ❤😍❤
Same . Butyfull natak 😰😰😰😰😰😰
বাস্তব কাহিনি টা ।
বেকার ছেলে দের জীবনী
@@RtvDrama ভালো লাগলো ধন্যবাদ
Q1oip
একঘেয়ে প্রেমের নাটক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছিলাম। যদিও প্রেম খুঁজে পাওয়া যেত না নাটকগুলোতে। জোড় করে প্রেম নিয়ে আসার চেষ্টা করা হত।
এই নাটক টা অনবদ্য অসাধারণ ❤
UA-cam-e type korun: bangla natok asroy/violin/elomelo sobder siri/sopne dekha rajkoinna/da noy dha/tal misri hawai mithai/pan supari/hello bangladesh/kohen kobi tokkonath/shugondhi boarding o tumi/weight/original/alta sundori/showrov/house full/tomar duai valo achi ma/sakin sarisuri/chande chondrobindu nei/dadar desher jamai. Some music! Type korun: bangla song by fokir saheb/romesh das/ashik.
অনেকদিন পরে একটা ভিন্ন স্বাদের নাটক দেখলাম। বাস্তব জীবনের ঘাত-প্রতিঘাত এর একটা সুন্দর প্রতিচ্ছবি পরিবেশন করলেন লেখক। এক কথায় নাটকটি অসাধারণ লেগেছে এবং মুগ্ধ হলাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভাল থাকবেন।
UA-cam-e type korun: bangla natok asroy/violin/elomelo sobder siri/sopne dekha rajkoinna/da noy dha/tal misri hawai mithai/pan supari/hello bangladesh/kohen kobi tokkonath/shugondhi boarding o tumi/weight/original/alta sundori/showrov/house full/tomar duai valo achi ma/sakin sarisuri/chande chondrobindu nei/dadar desher jamai. Some music! Type korun: bangla song by fokir saheb/romesh das/ashik.
যিনি এই নাটক টা নির্মান করেছেন ওনাকে অনেক ধন্যবাদ। আমার জীবনের ঘটনাগুলো ভালো ভাবে ফুটে উঠেছে।।
আমি একজন ভারতীয় বাঙালি বলছি। বাহরাইন প্রবাসে থাকি আজ একুশ বছর হইলো। কাজের অবসরে আমি নাটক দেখি।
বাংলাদেশের নাটক আমার কাছে অনেক অনেক পছন্দের জিনিস। বিশেষ করে অপূর্ব এবং মেহজাবীনের জুটি আমার কাছে অনেক ভালো লাগে।
ভাই আপনি ভালো আছেন
@@anowarhossain2958 আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন ভাই??
ভাই ভালো থেকো প্রবাসে তুমি যে একজন খাঁটি বাঙ্গালী এজন্য আমি গর্বিত ।