রেটিং : ৯/১০ এ নাটকে ২টি ডায়ালগ আমার কাছে খুবই ভালো লেগেছে :- ১) আমরা সবাই আসলে সেলফিশ। শুধুমাএ নিজেরটা ভাবি। আর আমাদের বাবা-মা শুধুমাএ সন্তানের ভালোর কথা ভাবে। ২) সবাই শুধু শুভ কামনা দিতে পারে কিনতো কেউ মন ভালো করতে পারে না প্রথমেই বলে দিই, এটা কোন প্রেমের গল্প না, আমাদের জীবনে পরিবারের গুরুত্ব কতটুকু সেটা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে এই নাটক টায়। কনসেপ্ট টা অসাধারণ লাগলো। এটা একধরনের সত্য তুলে ধরা হয়েছে। কোন না কোন মূহূর্তে আপনার চোখে পানি চলে আসবে। সংলাপগুলো এক কথায় অসাধারণ। স্ক্রিনপ্লে, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো ছিলো। নাটক দেখে প্রথম থেকে শুরু করে মুখে হালকা হাসি লেগেছিলো হঠাৎ করে তাসনিয়া ফারিনের বাবার সেই অভিনয় আর অপূর্ব ভাই এর সংলাপগুলো শুনে চোখে পানি চলে আসলো। নাটকটিতে অনেক ভালো একটি মেসেজ রয়েছে সবাই দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের।
Ato sundor shiksha mulok Natok Bar bar dekhte valo lage ❤️ Ai jonno Bangladesh ar Natok sobar sera 👍 APURBA R avinoy excellent 👌❤️ FARIN R avinoy sundor ❤️
পৃথিবীতে বাবা মার উপর সত্য কোন কিছু নাই,,,, আর তাসনিয়া ফারিন কে সাদা ব্লাউজ আসমানী শাড়িতে এত মানিয়েছে,,,, সত্যিই অপূর্ব সুন্দর লাগছে,,,, লাভ ইউ তাসনিয়া ফারিন 💕💕
2জনেই ভীষণ প্রিয় কলকাতা থেকে 🇮🇳শিক্ষামূলক একটি নাটক 👍 মেঘের বাবার কান্না দেখে আমিও কেঁদে ফেলেছি 😭 নাটকের বাবার ভাবনা চিন্তা আমার বাবার ভাবনা চিন্তার সাথে হুবহু মেলে ..বাবা মা কে কষ্ট দিলে তাদের থেকে ক্ষমা ঠিকই পাওয়া যায় but ভগবানের থেকে ক্ষমা পাওয়া যায় না 😭
অপূর্ব আর ফারিনের জুটি ভালোই লেগেছে। আসলেই অনেক সুন্দর লেগেছে নাটক টি। অনেক শিক্ষনীয় বিষয় ছিলো নাটকটা। আসলেই মনকে ছুঁয়ে গেল।বাবা মা আসলেই আমাদের জীবনে একটি ছায়া বাবা মা ছাড়া জীবন তো আর জীবন না।
বাবা হলেন সমাজে বেঁচে থাকার সার্টিফিকেট! আর মা হলেন বেঁচে থাকার অক্সিজেন। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের মা বাবা কে দুই কুলে ভালো রাখেন আমিন আমিন চুম্মা আমিন। 💓 I love you maa💞baba💘
আমি কলকাতা থেকে লিখছি। আমার নাম সঞ্জয় সরকার। আমি নিয়মিত আপনাদের দেশের নাটক মোবাইলে দেখি। আজ দেখলাম এই নাটকটা। সত্যি মন ছুঁয়ে গেল। সামান্য কাহিনি আর মাত্র চারটি চরিত্র কিন্তু নাটকের বিন্যাস অসাধারণ। ঢাকার ধানমন্ডিতে আমার পূর্বপুরুষের বাড়ি ছিল, তাই ওই দেশের প্রতি নাড়ির টান থাকা স্বাভাবিক। সেই টানে কি-না জানি না, আপনাদের দেশকে আমার সব সময়ই আপন মনে হয়। সাংবাদিক হিসাবে সুযোগ পেলে বাংলাদেশে যেতে দ্বিধা করবো না। আদাব সাহেব ভাই।
এই অশ্লীলতার যুগে এসেও এমন একটা সশ্লীল নাটক দেখলাম। সত্যিই নাটকটি অসাধারণ লেগেছে। অনেক সুন্দর অভিনয় করছে অপূর্ব ভাইয়া এবং ফারিন আপু। নাটকটির থেকে অনেক কিছু শেখার আছে। “বাবা-মা কখনোই সন্তানের খারাপ চান না।” এই দিক টি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক। অবশেষে বলবো পরিচালকের চিন্তাভবনা অসম্ভব সুন্দর ছিলো। খুব খুব ভালো লাগছে নাটকটি! 🥰🖤
অপূর্বের এত নতুন নাটক এর আগে দেখলাম অপূর্ব + সাবিলা নুর অভিনীত টিপু সুলতান এখন দেখছি অপূর্ব + ফারিন অভিনীত নতুন নাটক অসাধার নাটক অসাধারণ জুটি সব মিলিয়ে অসাধারণ দেখা শুরু করলাম
#Megh_Dekhabo_Tomay
#Apurba
#TasniaFarin
#SagorJahan
Please leave your valuable comments below. Thanks in advance for watching
Nice work
Mind blowing drama
Good work
Love it
Thanks team for presenting such an amazing story that is not typical romantic bangla drama we usually watch
Extraordinary drama. Keep up your good work. Looking forward to seeing more quality content on Sarker Media
Superb team work.Best Wishes .❤️❤️
রেটিং : ৯/১০
এ নাটকে ২টি ডায়ালগ আমার কাছে খুবই ভালো লেগেছে :-
১) আমরা সবাই আসলে সেলফিশ। শুধুমাএ নিজেরটা ভাবি। আর আমাদের বাবা-মা শুধুমাএ সন্তানের ভালোর কথা ভাবে।
২) সবাই শুধু শুভ কামনা দিতে পারে কিনতো কেউ মন ভালো করতে পারে না
প্রথমেই বলে দিই, এটা কোন প্রেমের গল্প না, আমাদের জীবনে পরিবারের গুরুত্ব কতটুকু সেটা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে এই নাটক টায়। কনসেপ্ট টা অসাধারণ লাগলো। এটা একধরনের সত্য তুলে ধরা হয়েছে। কোন না কোন মূহূর্তে আপনার চোখে পানি চলে আসবে। সংলাপগুলো এক কথায় অসাধারণ। স্ক্রিনপ্লে, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো ছিলো। নাটক দেখে প্রথম থেকে শুরু করে মুখে হালকা হাসি লেগেছিলো হঠাৎ করে তাসনিয়া ফারিনের বাবার সেই অভিনয় আর অপূর্ব ভাই এর সংলাপগুলো শুনে চোখে পানি চলে আসলো। নাটকটিতে অনেক ভালো একটি মেসেজ রয়েছে সবাই দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের।
আমি অপূর্ব ভাইয়ের কোনো নাটক মিস করি না,,, অনেক সুন্দর নাটক
Thank you
Very nice apurbo
আমিও না ভাই
হুম আমিও
সত্যি অপূর্ব অসাধারণ অভিনয় করেছে নাটকটিতে ❤️❤️
তাসনিয়া ফাটাফাটি।অপূর্বর বাবুর তো কথাই নেই। fantastic জুটি ❤
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেশের নাটকের এতো বেশি বেশি সাপোর্ট করার জন্য....💚
রোজা কয়টা রাখছেন অনেক ফজিলত
apnake thanks.......
ভারত থেকে বলছি। তুমি আমার পুত্র সম ।তাই তুমি বলছি । কয়েকটী নাটক দেখেই comment এ গেলাম ।খুব ভালো।
আপনার ওফিনই গুব সুন্দর
Ato somoi ache apnar keche good 🌹
#ফারিন মানেই নতুনত্ব, স্নিগ্ধতা আর মিষ্টতা। 🥰😘
তাইতো আকাশের গুমোট আবরণ সরিয়ে মেঘ দেখাবো তোমায়। 💜💙💚
দেখতে শুরু করলাম
প্রতিনিয়ত ৩-৪ টা নাটক দেখি,সবগুলো অসাধারণ। বিশেষ করে অপূর্ব ভাই এর নাটক মিস করি না।
অনেক শুভকামনা ভারতবর্ষ থেকে 🇮🇳🇮🇳🇮🇳
Thank you
অপূর্ব একাই একশো। এত সুন্দর করে কথা বলে যে, সাধারন কথাগুলো অসাধারণ হয়ে ওঠে। মনে হয় না অভিনয় করছে, যেন বাস্তব। congratulations entire team ❤❤
Arpita Dey, Ekdom thik bolechen Apurbo'r speech delivery ek kothai ononnoy.
এই গল্পকে আরও অলংকৃত করেছে অপূর্ব। তাসনিয়া ফারিন ও খুব ভালো অভিনয় করেছে.. সাগর জাহান ভাই খুব ভালো নির্মাণ করেছে... অসাধারণ একটি কাজ।
Thanks
Plz amr ranna ghore o asunua-cam.com/video/g1nK5b_4mfg/v-deo.html
Prem a porla naki.....
Apurbo vai always valo ovinoy kore....
অসাধারণ লাগলো অপুর্ব ভাইয়ের অভিনয় সত্যি মনে রাখার মতো কিছু
সত্যিই অসাধারণ অভিনয় করেছে অপূর্ব, ফারিন ও খুব ভালো অভিনয় করেছে..
অসাধারণ একটি নির্মাণ দেখতে পেলাম।
একদম ঠিক কলেছেন... ভালো লাগার মত একটা কাজ
বাবার কান্না দেখে চোখে পানি চলে আসলো। 🥺
আমার আর অপূর্ব ভাইয়ের অভিনয় গুলো কার কার কাছে ভালো লাগে লাইক দিয়ে জানাবেন
Amr
আমার
আমার অনেক ভালো লাগে,
আমার অনেক ভালো লাগে
আমার।
অপূ'ব কে আবার দেখলাম দেখে খুব ভালো লাগলো।অসাধারণ।।।।🙏🙏🙏🌹
এই নাটকের 2 পার্ট দেখতে চাই, আপনারা লাইক দিন আমার সাথে যদি একমত হন, from Kolkata 🇮🇳
অপুর্ব ভাইয়া আর তিশা আপুর অবুঝ দিনের গল্প ৩ নাটকের জন্য আমার মতন কে কে অপেক্ষায় আছেন🖐️🙋♀️
👇
Ami aci
Yes am waiting....
Bah khub vaalo laglo khub sundar ❤❤❤❤❤
অপূর্ব ভাই সুন্দর, সুদর্শন, বেশ লাবণ্যময় , তিনি অসাধারণ অভিনয় করে , আর এই নাটকটা খুবই সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে
ধন্যবাদ অপূর্ব ভাইয়ার এতো প্রশংসা করার জন্য।
ধন্যবাদ আপনাকে অপৃর্বকে
অনেক মিস করছি আমি অপুর্ব ভায়ের নতুন কিছু নাটকের জন্য
ধন্যবাদ অপূর্ব ভাইয়াকে নিয়ে এইতো সুন্দর করে লেখার জন্য।
*এক কথায় অনেক অসাধারণ ছিলো অনেক শিক্ষনীয় ছিলো নাটকটা।* ☺️
*আর অপূর্ব ভাইয়ের নাটক মানেই অসাধারণ শিক্ষনীয় কিছু দেখতে পাওয়া* 😍
Nice acting.
কে কে হযরত মোহাম্মদ (সাঃ) কে ভালবাসেন তারাই লাইক দেন
আমিও
@@MdNazmul-kw9yz thanks
বাংলাদেশী নাটক দেখার সাথে হজরত মহম্মদকে ভালোবাসার সাথে কী সম্পর্ক?
Ami
আমি
Megh dekhabo tomay - nicely done by the whole team. Appreciated 👏
😍
Shotti bhalo laga protonioto barche Bangla natok aro Aneek egiyee jaak... Apurbo Shotti Ashadharon ekjon ovineta, farin Apurbo ashadharon kaj gulo upohar decche, sagor jahan k ashonkho dhonnobaad! Ek kothay Excellent drama! ❤
Ato sundor shiksha mulok Natok
Bar bar dekhte valo lage ❤️
Ai jonno Bangladesh ar Natok sobar sera 👍
APURBA R avinoy excellent 👌❤️
FARIN R avinoy sundor ❤️
"ওরা কারা যারা বাংলা সিনেমার চেয়ে বাংলা নাটক দেখতে পছন্দ করো জাতি তাদেরকে দেখতে চাই। আর আমার মতে বাংলা সিনেমার দিন শেষ আর বাংলা নাটকের বাংলাদেশ।"
👍
I laeik darama
বাংলা নাটকের জয় হোক 👍👍
এটা ভুল কথা, অস্বীকার করছি না যে বাংলা নাটক অনবদ্ধ সুন্দর। কিন্তু বাংলা সিনেমা গুলোও বিশেষ করে আর্ট ফিল্ম গুলো, খারাপ হয় না।
sir/ madam ora amra jara bangla natok dekhi
অসাধারন। খুব ভলো লাগলো। তাসনিয়া ফারিন খুব ভালো অভিনয় করো তুমি।
পৃথিবীতে বাবা মার উপর সত্য কোন কিছু নাই,,,, আর তাসনিয়া ফারিন কে সাদা ব্লাউজ আসমানী শাড়িতে এত মানিয়েছে,,,, সত্যিই অপূর্ব সুন্দর লাগছে,,,, লাভ ইউ তাসনিয়া ফারিন 💕💕
তাসনিয়া ফারিন এর অভিনয় আমার খুব ভালো লেগেছে ইনশাআল্লাহ। তাসনিয়া ফারিন কে অসংখ্য ধন্যবাদ।
*সাধারণ কথাকেও অসাধারণ করে তোলে এই অপূর্ব ভাইয়া।* 😍 ✌🏻
2জনেই ভীষণ প্রিয় কলকাতা থেকে 🇮🇳শিক্ষামূলক একটি নাটক 👍 মেঘের বাবার কান্না দেখে আমিও কেঁদে ফেলেছি 😭 নাটকের বাবার ভাবনা চিন্তা আমার বাবার ভাবনা চিন্তার সাথে হুবহু মেলে ..বাবা মা কে কষ্ট দিলে তাদের থেকে ক্ষমা ঠিকই পাওয়া যায় but ভগবানের থেকে ক্ষমা পাওয়া যায় না 😭
হুম
কি রকম বলবেন
নাটকের নামটা বলুন
আমি কলকাতা থাকি। বাংলাদেশ এর নাটক গুলো দারুন লাগে
বাহ। আমাদের নাটক কলকাতা মানুষরা দেখে, খুব ভালো লাগলো শুনে। 😍❤️
রাইট অনেক ধন্যবাদ আপনাকে
Hi
বাংলাদেশের নাটক কলকাতার লোকই বেশি দেখে।এখানের সিরিয়ালের যা কাহিনী,তেমনি অভিনয় পাতে দেওয়ার নয়।
আমিও খুব দেখি মানে সব
আমি কোলকাতা ই থাকি
অপূর্ব আর ফারিনের জুটি ভালোই লেগেছে। আসলেই অনেক সুন্দর লেগেছে নাটক টি। অনেক শিক্ষনীয় বিষয় ছিলো নাটকটা। আসলেই মনকে ছুঁয়ে গেল।বাবা মা আসলেই আমাদের জীবনে একটি ছায়া বাবা মা ছাড়া জীবন তো আর জীবন না।
Thanks so much for taking the time to review this drama
*তাসনিয়া ফারিন* আপুর অভিনয় কার কার ভালো লেগেছে? হাত তুলুন ✋🏻✋🏻
👋
❤
ফারিন কে আমার খুব খুব খুব ভালো লাগে❤️🤗 আমি ফারিনের সব ভিডিও দেখি
সত্যি কথা বলতে কি বাংলাদেশের নাটক গুলি অসাধারণ, অভিনয় খুব ভালো লাগে। আরো নাটকের আশায় রইলাম। ধন্যবাদ🙏💕 ভারত🇮🇳 থেকে।
Wonderful ❤️
*আশা করছি নাটকটি আপনাদের ভালো লাগছে।আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।এভাবেই সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে যাবেন।এগুলোই আমাদের অনুপ্রেরণা যোগায়,ভালোবাসা নিবেন সবাই।*
Good
আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি।
ভাই
Apurbo vai Obuj diner golpo part-3 kobe dekhte pabo
Apurbo Bhai apnr sob gulo natok jno bastobotar sate mile mise ekakar.. Apnr kota bolar bongi gulo onk sundor... Sob kisu miliye jno ek oporup apni..
Hi .ami apnar boro friend vaiya
~নিজেকে কখনোই অসুন্দর মনে করবেন না‼️
~কারণ আল্লাহর সৃষ্টি কখনোই অসুন্দর হয় না🥰
যাদের বাবা নাই,তারাই যানে বাবার ভালবাসা কত মধুর ছিল,ভাল থেক দূর আকাশে,,,
Hmmmm😌😌😌
হুম ভাই ভালো থাকুক মা বাবা অই দূর আকাশে 😥😥😥😥
আমার বাবা নেই খুব মিছ করি বাবাকে
ঠিকই বলেছেন আমি ও ঠিক আপনার দলের লোক আমার ও বাবা নেই বাবা কি জিনিস একমাত্র তারাই বুঝে যাদের বাবা নেই
I miss you baba
যদি সত্যি কারের ভালোবাসা চাও তাহলে নামাজ পড়ে আল্লাহর কাছে চাও আল্লাহ তোমার ভালোবাসার মানুষ কে তোমার জান্নাতের সাথি করে দিবেন
Right vai
Ami to jannat e noy ei jonomei chai...
Ziaul faruq apurbo dada jindabad ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
অপূর্ব আর ফারিন আপু অনেক সুন্দর জুটি🍁🥀
দুজন কে খুব মানিয়েছে
বাবা হলেন সমাজে বেঁচে থাকার সার্টিফিকেট!
আর মা হলেন বেঁচে থাকার অক্সিজেন।
আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের মা বাবা কে দুই কুলে ভালো রাখেন আমিন আমিন চুম্মা আমিন। 💓 I
love you maa💞baba💘
একমত।
অপূর্ব ভাইয়ের নাটক দেখতে খুব ভালো লাগে কারন উনার অভিনয়টা খুব সুন্দর করে
Accting tayo puro apurbo ❤️❤️❤️
ভাইয়া আমার থেকেও অনেক অনেক বালো লাগে!
Plz amr ranna ghore asunua-cam.com/video/mL8XgpwQTJY/v-deo.html
বাংলাদেশের কে খারাপ ভাই বলেন তো/?
*তাসনিয়া ফারিন* আপুর ভক্তরা কোথায়? 😍
Amiiiiiiii 😍
✋🖐🖖🖐✋🖖
Ami barite 🤣🤣🤣
Eito
ভাই আমি এক ভক্ত from India
নাটক তখনই সার্থক হয় যখন সেই নাটক একটা বার্তা বয়ে নিয়ে আসে। সার্থক এই নাটক, অসাধারণ অপূর্ব। তানসিয়া যথাযথ। খুব ভালো লাগলো।
দারুন জুটি দারুন নাটক (কলকাতা)
খুব ভালো ভাবনা নিয়ে নাটক টা হয়েছে।এই বিষয়টি সবার মাথায় রেখে জীবনের পথ এগিয়ে চলা উচিৎ।
বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
সাগর জাহান ভাই। এরকম সুন্দোর সুন্দোর কাজ চালু রাইখেন যেন এখান থেকে আমরা নিউ জেনারেশোনরা কিছু শিখতে পারি।ধন্যবাদ
লাভ ইউ বাবা।❤️
নাটকটা দেখলাম। অসাধারণ কথা আর অভিনয়। প্রিয় অপূর্ব ভাইয়া এবং ফারিন আপুর অভিনয়টা বেশ মন কেড়েছে।
অভিনন্দন পরিচালককে।
শুভ কামনা রইলো। ❤️❤️
অপূর্ব ভাইয়ের অ্যাক্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম আমি।
আল্লাহ আমাকে তোমার দয়ার চাদরে ঢেকে রেখো, আমি তো গোনাহগার।
Khub valo natak I like this from India and a big fan of Apurbo & Farin
অসাধারণ একটি নাটক প্রিয় অপূর্ব ভাইয়া 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
❤❤❤❤ অপূর্ব
ইন্ডিয়া থেকে ভালোবাসা রইলো বস । আমি সারা দিন বাংলাদেশ এর নাটক দেখি আর বাংলাদেশ কে খুব ভালোবাসি ❤️
Apni ki shoti indian.?
অনেক ভালো ছিলো..... ধন্যবাদ সাগর জাহানকে....
প্রেমের কাহিনী ছাড়াও যে এত সুন্দর নাটক হতে পারে এই নাটক না দেখলে বুজা যাবেনা,
আবারও একটা অসাধারণ সুন্দর নাটক দেখলাম। অপূর্ব আপনার অভিনয় মুগ্ধ করে দেয় দর্শকদের।
আমিও।
অসাধারণ অভিনয় 👌
তাসনিয়া আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইল
অপূর্ব ভাইয়ের দারুন রোমান্টিক নাটক (কলকাতা)
নাটকটি আমার কাছে অসম্ভব ভালো লাগছে ❤️❤️
অপূর্ব ভাইয়া হলো বাংলা নাটকের রোমান্টিক কিং।
অপূর্ব - ফারিন জুটির নাটকগুলো ভালো মনে হয়।।।।
Thanks for your good thought
#Apurba
#TasniaFarin
Apurba is great actor in Bangladesh
Thanks so much for your lovely though
দিন দিন এই *তাসনিয়া ফারিন* আপুর অভিনয় এত্তো ভালো লাগছে আমার 😍😍
Darun natok.Apurbo your a acting superb 👍.Best Wishes 💐❤️
Thank you
Good Night Apurbo and Farin Love
Bangladesh er natak gulo oshadharon , comparison to Indian bengali movies n serials.
N Apurba is an excellent actor
তাসনিয়া অপুর্ব...দারুন জুটি। তোমাদের দুজনকে অনেক শুভেচ্ছা শুভকামনা ... খুব ভাল থেকো
আমি কলকাতা থেকে লিখছি। আমার নাম সঞ্জয় সরকার। আমি নিয়মিত আপনাদের দেশের নাটক মোবাইলে দেখি। আজ দেখলাম এই নাটকটা। সত্যি মন ছুঁয়ে গেল। সামান্য কাহিনি আর মাত্র চারটি চরিত্র কিন্তু নাটকের বিন্যাস অসাধারণ। ঢাকার ধানমন্ডিতে আমার পূর্বপুরুষের বাড়ি ছিল, তাই ওই দেশের প্রতি নাড়ির টান থাকা স্বাভাবিক। সেই টানে কি-না জানি না, আপনাদের দেশকে আমার সব সময়ই আপন মনে হয়। সাংবাদিক হিসাবে সুযোগ পেলে বাংলাদেশে যেতে দ্বিধা করবো না। আদাব সাহেব ভাই।
From Kolkata,I am Fan Of Bangladesh Natok
তাসনিয়া অতুলনীয়া অপূর্ব তো আছেই। দুজনকে খুব মানিয়েছে।
শুধু তারাই লাইক 👍 দিবেন যারা বাংলাদেশের নাটক দেখতে পছন্দ করেন
Biggest fan of Apurba and tasnia farin.... Lot of love
নাটকটা একটু অন্যরকম, ভাবনাটা খুব ভালো ছিল, লেখকের।
Tasnin faria and apurba best juti ❤️
আমার মতো কে কে অপূর্ব ভাইয়ার নাটক দিনে একবার হলেও দেখেন লাইক দিয়ে যান
Tasnia farin apu apnar obinoy guli sei
*অপূর্ব* ভাইয়ের ভক্তরা কোথায়? 😍
Apurbo sotty apurbo...! 💕 U apurbo
Apurbo vaia❤
অনেক অনেক দিন পর অসাধারণন একটি নাটিকা দেখলাম আর ভাসলাম মেঘ এর সাগরে ❤️❤️❤️❤️
Apurbo Da Best
অসাধারণ নাটক 💜
অসাধারণ অভিনয় বস অপূর্ব 💜
অপূর্ব 💜
তাসনিয়া ফারিন 💜
Thank you
#Megh_Dekhabo_Tomay
@@SarkerMediaBd welcome
সুন্দর কাজ। তাসনিয়া আমার প্রিয় অভিনেত্রী, সঙ্গে প্রিয় অভিনেতা অপূর্ব ........মাশাল্লাহ!
না দেখে অসাধারণ লেখে দিলাম ।।। কারণ অপূর্ব ভাইকে ভালবাসি
Amio
❤️❤️
নাটকটা সত্যি অসাধারণ লেগেছে। অপূর্ব ভাইয়া আর তাসনিয়া ফারিন আপুর অভিনয় অসাধারণ ছিলো। এই জুটির নাটকগুলো সবসময়ই অনেক ভালো লাগে।ধন্যবাদ সাগর জাহান ভাইকে এতো সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য।👍👍👌🏾👌🏾 💝💖💝💖💝💝💖
ভালো লাগলো ❤️❤️❤️❤️💯 নাটক গুলো এমন শিক্ষনীয় হলেই ভালো লাগে ❤️
Sarbita Banerjee _ Natok ti amar khub khub valo legeche .Apurbo vaiya r osadarun obhinoy .
বাবা তোমায় খুব মনে পড়ে❤️😢
Apurbo and Farin good Night
ভাই আপনার কথাগুলো খুব ইমোশনাল।
Bangladesh er natok j eto sundor hoy .na dekle keu bujhbe na. Asadharon ekta natok. Apurbo sir apni eto sundor avinay koren , puro bastab mone hoy .apnak 🙏🙏🙏🙏🙏🙏 janay.
Darun laglo
এই অশ্লীলতার যুগে এসেও এমন একটা সশ্লীল নাটক দেখলাম।
সত্যিই নাটকটি অসাধারণ লেগেছে। অনেক সুন্দর অভিনয় করছে অপূর্ব ভাইয়া এবং ফারিন আপু। নাটকটির থেকে অনেক কিছু শেখার আছে। “বাবা-মা কখনোই সন্তানের খারাপ চান না।” এই দিক টি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক। অবশেষে বলবো পরিচালকের চিন্তাভবনা অসম্ভব সুন্দর ছিলো। খুব খুব ভালো লাগছে নাটকটি! 🥰🖤
অসাধারণ একটি নাটক, আর অপূর্ব ভাইয়ের নাটক মানেই মন ছূয়ে যায়।
আসলে মা বাবারাই সব সময় ছেলে মেয়ে দের ভালো দিক টা চাই🖤👌
সময় থাকতে আমরা আমাদের সবচেয়ে প্রিয় মানুষকে বুঝতে পারিনা। বাবা সব সময় সন্তানের কথাই ভাবে। অসাধারণ লেগেছে নাটকটি।
আসলে বলার মতো কিছুই নেই, এক কথায় বলতে হলো অসাধারণ একটা নাটক, i love Apurbo ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Thank you so much
অনেক সুন্দর একটা নাটক
Bangladesh natok er chele meyera priyoso ghor palai dekhi... BD manushra besh romantic..... Jio BD natok.. amader mon bhalo korar natok... Love from Kolkata
যখন বাংলা নাটক গুলি কলকাতা মানুষরা দেখে খুব ভালো লাগে।
অপূর্ব দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ,আপনার অভিনয় অসাধারণ।❤️❤️❤️
ইন্ডিয়া,আসাম ।
Apurba 💗💗💗
অপূর্বের এত নতুন নাটক এর আগে দেখলাম অপূর্ব + সাবিলা নুর অভিনীত টিপু সুলতান এখন দেখছি অপূর্ব + ফারিন অভিনীত নতুন নাটক অসাধার নাটক অসাধারণ জুটি সব মিলিয়ে অসাধারণ দেখা শুরু করলাম
Apurbo and Farin k aksathe khubii sundor lage..
ভাই নাটকটা অনেক ভালো লাগছে,,,
মনটা খারাপ ছিলো
এখন মনটা ভালো হওয়ে গেলো,,,😊😊😊😊
আমারও।
অপূর্ব ভাইয়া তোমার সাথে মেহজাবিন আপুর জুটি দারুণ লাগে
বাবার অভিনয়টা দেখে চুখে পানি চলে আসচে😢😥
Same here.
ANABADYA GALPO , ASADHARAN SANGLAP ! ! ! AVUTAPURBA , MANTRA MUGDHA OVINOY APURBA SIR O TASNIA MAM ! ! ! FROM-(WEST BENGAL)(INDIA)♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡
Thank you