শ্রীনাথ গোঁসাইয়ের "আমি থাকি ভক্তের হৃদয় মন্দিরে" - সিদ্ধ দেশে বাণী প্রবীণ সাধু ফকির নহির শাহের কন্ঠে

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • প্রতিষ্ঠাতা - ফকির নহির শাহ্
    হেম আশ্রম - প্রাগপুর, দৌলতপুর, কুষ্টিয়া
    ************************
    আমি থাকি ভক্তের হৃদয় মন্দিরে।
    ভক্ত বেঁধেছে আমায়,
    ভক্তির বেড়ি দিয়ে করে।।
    ১/ ভক্তের পদচিহ্ন ধরি বক্ষেতে
    করি অলংকারে অলংকৃত,
    অঙ্গেতে করে ভূষিত,
    ধারণ করেছি আমি ভক্তের ইচ্ছাতে,
    ভক্ত মেরেছে দাগ অনুরাগের আঘাতে,
    বক্ষে ধরি পদ রেখা,
    চরণে পরাণে মাখা,
    তুলসি চন্দনে ঢাকা,
    রেখেছি বক্ষ পরে।।
    ২/ ভক্তের দ্বারের দ্বারী আমি চিরকাল,
    লিখেছে তাই শ্রীভাগবতে,
    কৃষ্ণ নাম রাই পদেতে,
    রাধা নাম মস্তকে করি ধারণ,
    বই নন্দের বাধা মাথায় করি সে কারণ,
    শুধিতে ভক্তের ঋণের ধার,
    ভাব কান্তি লই এবার,
    ডোর কৌপিন করেছি সার,
    ঘুরে বেড়ায় ভক্তের দ্বারে।।
    ৩/ রাম পদে প্রান সঁপেছিল হনুমান,
    রাম জানকী যুগল করে,
    দেখায় হনু বক্ষ চিরে,
    শ্রীনাথের দিন বহে গেল সেই আশায়,
    কবে হৃদ আসনে বসবেন হরি দয়াময়,
    আমি করেছি কি হেন ভাগ্য,
    হলাম না গুরুর দাসের যোগ্য,
    ভক্ত আমি অজ্ঞ তুমি বিজ্ঞ,
    ত্বরাও যদি যায় ত্ব'রে।।

КОМЕНТАРІ •