আপনি যদি রকমারি আয়োজিত পডকাস্টগুলোর নিয়মিত দর্শক হয়ে থাকেন এবং রিভিউ/কমেন্ট লিখে সেরা কমেন্টকারী হতে চান, তাহলে এই ফর্মটি ফিল-আপ করুন। docs.google.com/forms/d/e/1FAIpQLSe2GNm_bZ5bEIVKBpWlNl978l_BLlFlg8CRUsOAMCEl-PoFNA/viewform
সমস্ত আলোচনা আমি মন্ত্রমুগ্ধের মতো শুনলাম, আলহামদুলিল্লাহ। আলোচনার প্রতিটা পয়েন্ট অত্যন্ত জ্ঞান গভীর যার অনেক অংশ পরিপূর্ণ অনুধাবন করতে পারি নি । তবে এই আলোচনার কিছু গুরুত্বপূর্ণ দিক আমি বুঝতে পারলাম ১.প্রাচীন গ্রিক মাইথোলজি তে দুনিয়া ও আখেরাত কে আলাদা করে দেখা হতো এবং মাইথোলজি অনুসারী ধার্মিক রা বৈরী জীবন বেছে নিতো স্রষ্টার সান্নিধ্য পাওয়ার জন্য এবং আখেরাত সাফল্য পাওয়ার জন্য। বর্তমান সামাজিক ও রাষ্ট্রীয় প্রেক্ষাপট বিবেচনায় আনলে দেখা যায় তারা স্যাকুলার রাষ্ট্র গঠন করতে চায় , তাদের ধারণা ধর্ম আর রাষ্ট্র কখনো মেলানো যাবে না ; কারন দুইটা দুই মেরুর বিষয়। সেক্ষেত্রে তাদের ধারনা সেই গ্রিক মাইথোলজির সাথে মিলে । ২. বর্তমান বিশ্বে অন্যতম গুপ্ত সংগঠন ইলুমিনাতি মূলত সেই গ্রিক মাইথোলজির স্রষ্টার সাথে সৃষ্টির বিবাদের বিষয়ের উপর দাঁড়িয়ে আছে ( পুরোপুরি ধারনা নয় খানিকটা অনুমান ). ৩. আমরা প্রতিদিন নিজেকে আপডেটের নাম নিয়ে , মানে ব্যাক্তি স্বাধীনতার নামে আত্মার পূজা করা শুরু করে দিয়েছি এবং সেটার জন্য সম্পূর্ণ প্রবৃত্তির দাস হয়ে যাচ্ছি। এবং (যেটা হয়তো নতুন রুপ নিয়েছে মেডিটেশন নাম নিয়ে )। ৪. ইসলামের যেকোনো থিওরি বাস্তবায়ন করে সমাজে ছড়িয়ে দিতে চাইলে আগে সেটা নিজের জীবনে চর্চা করতে হয় যাতে অন্যরা সেটা দেখে আকৃষ্ট হয়। ৪. যেকোনো একজন স্রেলেব্রেটি আলোচকের থেকেই সবদিক বুঝতে হবে এমন নয় নিজের পর্যালোচনা করা উওম সেক্ষেত্রে প্রচুর পড়তে হবে এবং পাশাপাশি এই বিষয় চিন্তাও করতে হবে । কারন মোহাম্মদ আসাদ রাহিমাহুল্লাহ একজন সুগভীর চিন্তাশীল হলেও তাঁর মধ্যেও কিছু প্রান্তকতা ছিলো । এবং সেটার বিষয়ে নিজের বুঝার সক্ষমতা থাকলে গঠনমূলক সমালোচনা করা ভালো তবে অতিরিক্ত বাড়াবাড়ি তে যাওয়া উচিত নয়। ৬. এই গভীর আলোচনার অনেক অংশই আত্মস্থ করা সম্ভব হয় নি , উপরের যা থা সামান্য এসামশন মাএ । আপনাদের কাছে অনুরোধ এরকম আলোচনা আরো আনবেন এতে আমাদের এই বিষয়ে জানার আগ্রহ বাড়ে ।
আমার মাঝে এমন মেন্টাল অস্থিরতা,একাকিত্ব,হতাশা আর চাপ ছিল।কখনো মনে হুতনা আবার সুস্থ জীবন ফিরে পাব।কিন্ত আল্লাহর উপর ভরসায় অটল ছিলাম।এত তাড়াতাড়ি তিনি আমাকে সুস্থ করে দিবেন কল্পনাও করিনি।তাহাজ্জুদ,ইস্তেগফার,দরুদ পড়তে থাকতাম❤আমার জীবনে আমি তাহাজ্জুদ পড়ে অসম্ভব জিনিস ও পেয়েছি এবং অলৌকিক অনেক কিছুই পেয়েছি✨।তাই জীবনের আশা পুরণ বা সফলতা পেতে তাহাজ্জুদ পড়ুন❤
চিন্তা সংক্রমিত হয় অর্থাৎ চিন্তাশীল মানুষের সাথে থাকলে সেই চিন্তা ব্যাক্তির মধ্যে প্রবেশ করে। ভিডিওটি দেখে চিন্তার জগৎকে সমৃদ্ধ করার প্রতি আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ।
চিন্তার গভীরে ডুবে ছিলাম পুরো বক্তব্যে। আল্লামা আসাদের অসামান্য প্রতিভা, প্রবল আত্মবিশ্বাস, আত্মগত দর্শন দিয়ে প্রচলিত প্রথাকে প্রশ্ন করা, অনুসন্ধানী মনে শান্তি ও সৌন্দর্যের পথ খোঁজা, এবং পরিশেষে পৃথিবীর নীড় ইসলামে ফেরা। বৈচিত্র্যময় জীবনের সবটাই যেন আরও চমৎকার ভাবে তুলে ধরেছেন আলোচক মূসা আল হাফিজ। সেই সঙ্গে যুক্ত করেছেন সহমত পোষণ ও সমালোচনার যৌক্তিক মানদন্ড। সবমিলিয়ে আধ্যাত্মিক ও জাগতিক চিন্তাগত জগতের সম্মিলিত দ্বার যেনো উন্মুক্ত করে এই বক্তব্য।
অনেক গবেষকের বক্তব্য শুনেছি,মূসা আল হাফিজের মত এতো আত্মবিশ্বাসীভাবে কথা বলতে শুনিনি গত ২৮সেপ্টেম্বর শাবিপ্রবিতে উনার বক্তব্য শুনে়ছি অসাধারণ একটি বক্তৃতা দিয়েছিলেন, এধরনের মানুষ বাংলাদেশে আরো তৈরি হলে বামপন্থিরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।অফুরন্ত ভালবাসা ও দোয়া রইলো উনার জন্য।
প্রায় রকমারির সকল বই কথা শুনি কিন্তু আজকের বই কথা সেরার মধ্যে অন্যতম হয়ে থাকবে। পুরো এপিসোড শুনে অনেক কিছু শিখলাম বিশেষ করে আমার জীবনে যেটা আজ থেকে এপ্লাই করার সিদ্ধান্ত নিয়েছি তা হলো "ব্যক্তি জীবনে সমাজে যে বিদ্যমান চিন্তা আছে তার হাতে নিজেকে তুলে না দেয়া এবং নিজস্ব চিন্তার নির্মাণ করা"
১.সত্য ও তার বাস্তব জীবনে প্রয়োগ ই মানুষের আত্মাকে প্রশান্ত করতে পারে। পৃথিবীর সব ভোগের উৎস পেয়ে ও কেউ সুখি নয়। আবার খুব কম ভোগে ও কেউ ভীষণ সুখি। ২. যুক্তির সীমানা আছে, কতদূর পৌঁছে থামবো তা তো জানা নেই। যুক্তি দিয়ে বিচার করবো তবে থামতে হবে কোরআনের আলোকে। সবচেয়ে ভালো লেগেছে যে, পশ্চিমারা ধর্মকে ত্যাগ করে সফল হয়েছে আমরা ইসলাম কে যত আকঁড়ে ধরবো তত সফল হবো, এই কথা টা।
মাশা আল্লাহ্, খুবই জ্ঞানগর্ভ আলোচনা। যে বিষয়টা আমার সবচেয়ে দৃষ্টিগোচর হয়েছে সেটা হলো- আলোচক শুধুমাত্র একটা বইকে বিশ্লেষণ করতে গিয়ে 'শ খানেক বিষয়ের উদ্ধৃতি/উপমা/উদাহরণ দিয়েছেন, ওয়ার্ল্ড হিস্ট্রি এন্ড অ্যাফেয়ার্স সম্পর্কে আলকপাত করেছেন। মহান আল্লাহ্ এই দুটি জ্ঞানী মানুষের দ্বারা দেশের তথা পৃথিবীর কল্যাণে নিয়জিত রাখুন।
আলহামদুলিল্লাহ। মুসা আল হাফিয কে আমি সরাসরি দেখেছি।তিনি আমাদের বাসায়ও একদিন আসেন আরো লেখকদের সাথে। আমার বড় ভাই ও একজন লেখক এই সুবিধায় একসাথে কাজ করে উনারা একদিন শুক্রবারে আমাদের বাসায় আসেন সিলেটে।
অসাধারণ আলোচনা। তন্ময় হয়ে শুনলাম। একজন আল্লামা আসাদের ইহুদিদের সবোর্চ্চ ধর্মীয় মর্যাদাসম্পন্ন পরিবার থেকে উঠে এসেও ইসলাম ধর্মকে দেখার তার যে অন্তর্দৃষ্টি, পরিশেষে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয়; সত্যিই অবাক করার মত ব্যাপার। শিক্ষনীয় বিষয় হলো, মুসলিমরা যদি তাদের প্রকৃত আদর্শে ফিরে যায়, যে আদর্শ দিয়ে গেছেন আল্লাহর রাসূল (সা:), যা দিয়ে মুসলিমরা তৎকালীন সময়ে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন ছিল, আজকে ও আমাদেরকে ঐ জায়গায় ফিরে যেতে হবে। তবেই আমারা আল্লাহর সন্তুষ্টি লাভ, বর্তমান জাগতিক শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারব, আর যেটা হবে সমগ্র বিশ্বের অমুসলিমদের প্রতি বড় দাওয়াহ।
খুবই প্রাণবন্ত আলোচনা। শোনার আগ্রহ ধরে রাখতে পেরেছেন শেষ পর্যন্ত। আলোচক ও হোস্টকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। আমার কাছে মনে হয়েছে বইটি বর্তমান সময়ের জন্য প্রাসঙ্গিক। আমাদের চারপাশে অনেক মতবাদের ভীড়ে ইসলামকে যেন আমরা হারিয়ে ফেলিছি । আলোচনাটি বিশেষ করে তরুণদের ভাবতে সাহায্য করবে পাশ্চাত্য সভ্যতার আসল চরিত্র, এই সভ্যতা আমাদের কী দিল বা দিতে পারবে সেই সাথে আমরা কী ফেলে এসেছি।
অসাধারণ একটা ব্রডকাস্ট ছিল, আমি কখনো ব্রডকাস্ট এত মনোযোগ দিয়ে এত লম্বা সময় নিয়ে কখনো দেখিনি , আজ উনার কথা শুনে আমি মুগ্ধ হয়েছি, আমার অনেক ভালো লেগেছে অসাধারণ ছিল তার জ্ঞান। আমারও ইচ্ছা আছে দ্য রোড টু মক্কা বইটি পড়ার।
এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে বলে আমার মনে হয় তা হলো, যুক্তিবাদ এর সীমাবদ্ধতা। অল্প কিছুদিন আগেই আমার মাঝে পশ্চিমা যুক্তিবাদ এর আংশিক প্রভাব ছিল। মনে রাখা জরুরী যুক্তিবিদ্যা মানুষের তৈরি। আর এটি বলার অপেক্ষা রাখেনা অসাধারণ একটি আলোচনা ছিল।
মাশাআল্লাহ, তাবারকাল্লাহ। দিন ও দুনিয়া সম্পর্কে চমৎকার আলোচনা করলেন শায়েখ।ইনশাআল্লাহ ইসলামের সৌন্দর্য এই ভাবেই সারা বিশ্বে ছড়িয়ে যাবে।আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ❤
উনার যে চিন্তাশক্তি, মনন নিয়ে যে কাজগুলো চর্চা করে যাচ্ছেন, সেটা অসাধারণ। রোড টু মক্কা বইটির আলোচনাকে কেন্দ্র করে, যে তথ্য দিয়েছেন। সেটা আমাকে প্রভাবিত করেছে, নতুন কিছু শেখার তা বাস্তব আর পূর্বের দৃষ্টি ভঙ্গিতে শেখার। ধন্যবাদ
আলহামদুলিল্লাহ! আমাদের মাঝে আল্লাহ উনাদেরকে শত বসর রাখুক এবং এই জাতি যেন তাঁদের মেধাকে কাজে লাগানোর দ্রুত ব্যবস্থা করুক। একজন কওমি মাদ্রাশা পড়াশোনা করা দেখিয়ে দিলো, ইসলাম কিভাবে আলোকিত করতে পারে।
আলহামদুলিল্লাহ বইটি পড়া ছাড়াই অনেক কিছু শেখা হলো। আমি বইটি নিজে নিজে পড়লেও এই বইয়ের জ্ঞানের গভীর উপলব্ধি হতো না। আপনাদের কৃতজ্ঞতা জানাই। আপনাদের এমন আরো ভিডিও চাই ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ। বইটি আমি ৩ বছর আগে পড়েছিলাম কিন্তু তখন অনেক কিছুই বুঝতে পারি নাই । আলহামদুলিল্লাহ ওনার আলোচনায় অনেক কিছুই পরিষ্কার হইল। মুহাম্মদ আসাদ রহিমাহুল্লাহ জীবনীতে রসুল (সা:) স্বপ্নে দেখার ঘটনাটি আমাকে বেশি প্রভাবিত করে। আলহামদুলিল্লাহ আল্লাহ হেদায়াত দানকারী।
বর্তমান জামানায় ওনারা আমাদের অভিভাবক। সুস্থ চিন্তা ভাবনার এই মানুষগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের ব্যাক্তিগত এবং সমাজকে কলুষতা মুক্ত করতে পারি।আল্লাহ ওনাকে উত্তম জাযা দান করুন।
আলহামদুলিল্লাহ আমি খুব মন্ত্রমুগ্ধ হয়ে আলোচনা শুনলাম। আমার কাছে মনে হল ইসলামিক সঠিক প্রাচিনত্ত কে ধারণ করে ভবিষ্যৎ কে অর্জন করতে হবে বা দখল করতে হবে। দ্য রোড টু মক্কা বইটি আমাকে পড়তেই হবে।
অতীতের তৈরি ডায়াসে দাঁড়িয়ে বর্তমানে আমরা ভবিষ্যতের কথা বলবো। আমাদের ব্যর্থতা আমরা আমাদের অতীত ইতিহাস সম্পর্কে অজ্ঞ। ইসলাম থেকে আমরা দূরে। যার কারনে আমরা উন্নতি,সমৃদ্ধি এবং জ্ঞান অর্জন থেকে দূরে। ইসলামের উপর আমরা যতদিন ছিলাম ততদিন আমরা বিশ্বে শ্রেষ্ঠত্বের জায়গায় ছিলাম। যত আমরা ইসলাম থেকে দূরে সরে এসেছি ততই আমাদের অধঃপতন হয়েছে। আবার ইসলামের কাছে ফিরে যাওয়াতেই আমাদের আসল উন্নতি দুনিয়া ও আখিরাতের। জাযাকাল্লাহ ❤
আলোচনাটি সত্যিই অসাধারণ ছিল। জ্ঞান, জ্ঞানের গভীরতা, মানুষের চিন্তাশক্তি, তৎকালীন সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট এছাড়াও চিন্তা করা যায় অথবা ভাবা যায় এমন অনেক বিষয় এই আলোচনাতে উঠে এসেছে। আলোচনা শুনে অনেক ধারণার জন্ম হয়েছে নিজের মাঝে। তার মাঝে একটা ধারণা শেয়ার করা যাক। কেউ যদি মন প্রাণ দিয়ে সত্যকে জানার চেষ্টা করে এবং সত্যের পথে পরিচালিত হতে চায় অবশ্যই সত্য তার কাছে ধরণা দিবে, মহান আল্লাহ তায়ালা অবশ্যই তাকে সাহায্য করবেন। মহান আল্লাহ তায়ালা কোরআনে বলেন- আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্য অবশ্যই আমার পথে পরিচালিত করব(সূরা আনকাবুত আয়াত-৬৯)। আমাদের অবশ্যই চিন্তাশীল হওয়া উচিত। কারণ চিন্তাশীল, জ্ঞানীদের জন্য মহান রব তার নিদর্শন সমূহ বিশদভাবে বর্ণনা করেন।
মাশা-আল্লাহ, খুবই জ্ঞানগর্ভ আলোচনা। মাহমুদুল হাসান সোহাগ স্যারের প্রশ্ন এবং মুসা আল হাফিজ স্যারের আলোচনা খুবই অর্থবহ ছিল।আলহামদুলিল্লাহ, সময় বৃথা যায়নি।
এই আলোচনা থেকে take away অনেক কিছু আছে।তবে আমার কাছে সব চেয়ে গুরুত্বপূর্ণ যেটা লেগেছে আর আমার কাছে স্ট্রাইক করেছে সেটা হলো একটা ফিক্সড শুদ্ধ জ্ঞান আমার মধ্য থাকতে হবে , যেটার দাড়া বাকি সব জ্ঞান কে আমি ফিল্টার করতে পারব। এবং এই শুদ্ধ জ্ঞান এর কারণেই উনি এই বিখ্যাত বই থেকে তার দ্বিমতের জায়গাটা আলাদা করতে পেরেছেন।
মাশায়াল্লাহ জ্ঞানগর্ভ আলোচনা, এই বইয়ের আলোচনা থেকে আমি যতটুকু বুঝলাম আল্লামা আসাদ ইউরোপের একমুখী জীবন অর্থাৎ, যারা স্রষ্টার সন্তুষ্টি পেতে চায় তারা সমাজ সংসার বাদ দিয়ে সন্নাসি হয়ে শুধু স্রষ্টার ইবাদত করবে। স্রষ্টা এবং দুনিয়া এক সাথে পাওয়া যায় না। এই মতবাদ কে চ্যালেঞ্জ করে জীবনের আসল মর্ম বুঝার জন্য বিভিন্ন জায়গায় খুজে ফিরেছেন যা সত্যিই অনুপ্রেরণার। ইউরোপিয়ানরা ধর্মকে বাদ দিয়ে সফলতার পিছনে ছুটেছেন এবং তারা দুনিয়াবি সফলতা পেয়েছেন অপরদিকে মুসলিমরা ধর্মকে শক্তভাবে ধারন করার মাধ্যমে দুনিয়াবি সফলতার শিখরে পৌছেছেন এবং আত্মিক সন্তুষ্টিও পেয়েছেন। তারা ধর্মকে ত্যাগ করার মাধ্যমে প্রকৃতির রিরুদ্ধে গিয়ে প্রবৃতির গোলামে পরিণত হচ্ছে এবং দিন দিন তারা ধ্বংস্বের দিকে এগুচ্ছে। এবং এই খুজার মধ্য দিয়ে তিনি ইসলামের মহান জীবন বিধান কে পেয়েছেন, যার মাধ্যমে উনার দুনিয়াবি এবং আত্মিক চাহিদা পূরন হয়েছে। এই আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আল্লামা আসাদ যেভাবে ১০০ বছর আগের ইসলামকে গ্রহণ করতে পেরেছিলেন আজকের পশ্চিমা কেউ কি সেভাবে ইসলামকে পেতে পারেন? উত্তর হলো থিউরিটিক্যালি পাবেন কিন্তু বাস্তব জীবনে সমাজে প্রাকটিসিং অবস্থায় হয়তো পাবেন না। যা আমাদের মুসলিমদের সব থেকে বড় ব্যার্থতা। এছাড়া আলোচক আল্লামা আসাদের চিন্তার কিছু বিষয়ের সাথেও দ্বিমত পোষণ করেছেন, যেমন- দাজ্জাল প্রসঙ্গে আল্লামা আসাদ বলেছেন, দাজ্জাল হলো ইউরোপের এক চোখা জীবন ব্যাবস্থা, ইব্রাহিম (আঃ) এর আগুনের নিক্ষেপকে উনি ততকালিন সমাজের অন্যায় ঝুলুমকে বুঝিয়েছেন ইত্যাদি। পরিশেষে, এই বই থেকে আমাদের নেয়ার মতো অনেক কিছুই আছে কিন্তু, সমালোচনা বা বাদ দেয়ারও মতোও কিছু আছে।
চিন্তার মাধ্যমে নিজের দর্শনকে প্রকৃতির সহযোগী নিয়মকে সহযাত্রী করে মহান সৃষ্টিকর্তার নিয়মে নিজেকে সৃষ্টির সেরা হিসাবে তুলে ধরায় মানুষের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত ।
As-Salam. I am originally from Sylhet but have been living in the USA for a long time. Unfortunately, I didn't have the opportunity to learn much about him during my teenage years. However, during a visit to Bangladesh last year, I was introduced to his work. I read one of his book (আমেরিকা মুসলিমদের আবিস্কার) and found it to be one of the best book I have ever read❤🫡
আপনার মন সর্বদাই অতৃপ্ত। সত্যের পিপাসায় সে কাতর। তার দরকার কেবলই সত্য আর সত্য।যদি আপনি তৃষ্ণার্ত হন তবে এই তৃষ্ণা উত্তরোত্তর আপনাকে ধাবিত করবে চুড়ান্ত সত্য বা পরম সত্যের চৌকাঠে।
গঠনমূলক আলোচনা এবং অনেক কিছু নতুন করে জানা। ইসলামে ইতিহাস খুব গুরুত্ব বহন করে আমাদের দৈনন্দিন জীবনে। যারা বর্তমান সময় এবং ইতিহাস মিলিয়ে চিন্তা করে তারা বোঝে আমাদের কোথায়, কত জাগায়, কি কি ভুল হয়ে যাচ্ছে। এমন আলোচনা আমাদের সঠিক ভাবে ভাবাতে সাহায্য করবে বলে আমি মনে করি। ধন্যবাদ রকমারি কে এই সুন্দর একটি আলোচনা উপহার দেয়ার জন্য।
আসসালামু আলাইকুম। মাশাল্লাহ, আলহামদুলিল্অলাহ, অনেক কিছু জানতে /শিখতে পারলাম। কিন্তু ভাবছি তাদের কথা যারা বাংলা খুব ভাল ভাবে বুঝতে পারে না। বিশেষ করে প্রবাসী বাংলাদেশী young generations, যাদেরকে এই ভিডিও তা অনেক কিছু জানাতে /শিখাতে পারত। আনুরধ থাকবে রকমারির কাছে, যেন ভিডিও গুলোতে English subtitle অ্যাড করে দেয়া হয়। নয়তো অনেক বড় একটা শ্রোতা দর্শক গোষ্ঠী বঞ্চিত হবে এমন সুন্দর আলোচনা গুলো থেকে।
১.জ্ঞান অর্জনের তাগিদে গভীর থেকে গভীরে সন্ধান করতে হবে ২.কোন প্রশ্ন মনে আসলে সেটা নিয়া ইসলামের দৃষ্টিকোন কি বলে আর দার্শনিক চিন্তা কি বলে তা নিয়ে একাদিক রির্চাস করা ৩.দিনশেষে সত্যের সন্ধান করে এই দুনিয়ার সকল উচু,নিচু,ভঙ্গুর প্রশ্নের উত্তর পাওয়া যায় এবং এতে মিলে আত্নপরিতৃপ্ত।
মাশ আল্লাহ অসাধারণ আলোচনা ছিলো l এতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপনা এতক্ষন শুনছিলাম মনে হচ্ছিলো যেন আল্লামা আসাদ এর পুরো জীবনটাই ভিডিও দেখলাম। ধন্যবাদ রকমারি বই কথা, ধন্যবাদ আপনাদেরকে ইসলামের টানে মনকে আবারো আন্দোলিত করার জন্য ❤❤
চিন্তার সাথে সাথেই কর্ম ক্ষেত্রে অবদান রাখা এটাই মহৎ গুন প্রেক্ষাপট অনুযায়ী নিজেকে উন্মুক্ত করা, মানব জীবন নির্ধারণ করার জন্য যথেষ্ট ও হে চিন্তা আর লক্ষ্যে সমান্তরাল পোকাস্ করা ব্যাচ জীবন সুন্দর ❤
ফিলিস্তিনের জন্য আমরা বেশি বেশি দোয়া করি তাহাজ্জুদ,ইস্তেগফার,দরুদ পড়তে পারেন রিযিকের জন্য❤আমার জীবনে আমি তাহাজ্জুদ পড়ে অসম্ভব জিনিস ও পেয়েছি এবং অলৌকিক অনেক কিছুই পেয়েছি✨।তাই জীবনের আশা পুরণ বা সফলতা পেতে তাহাজ্জুদ পড়ুন❤
আমি একটা ভিডিও দেখার আগে সবসময় কমেন্ট গুলো পড়ি। এবং সুন্দর সুন্দর কমেন্ট গুলি বুঝিয়ে দেয় ভিডিওটা কত উপকারী এবং ভিডিও দেখার আগ্রহ বাড়িয়ে দেয়।ধন্যবাদ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য।
আপনি যদি রকমারি আয়োজিত পডকাস্টগুলোর নিয়মিত দর্শক হয়ে থাকেন এবং রিভিউ/কমেন্ট লিখে সেরা কমেন্টকারী হতে চান, তাহলে এই ফর্মটি ফিল-আপ করুন।
docs.google.com/forms/d/e/1FAIpQLSe2GNm_bZ5bEIVKBpWlNl978l_BLlFlg8CRUsOAMCEl-PoFNA/viewform
Mm
😊
সমস্ত আলোচনা আমি মন্ত্রমুগ্ধের মতো শুনলাম, আলহামদুলিল্লাহ। আলোচনার প্রতিটা পয়েন্ট অত্যন্ত জ্ঞান গভীর যার অনেক অংশ পরিপূর্ণ অনুধাবন করতে পারি নি । তবে এই আলোচনার কিছু গুরুত্বপূর্ণ দিক আমি বুঝতে পারলাম ১.প্রাচীন গ্রিক মাইথোলজি তে দুনিয়া ও আখেরাত কে আলাদা করে দেখা হতো এবং মাইথোলজি অনুসারী ধার্মিক রা বৈরী জীবন বেছে নিতো স্রষ্টার সান্নিধ্য পাওয়ার জন্য এবং আখেরাত সাফল্য পাওয়ার জন্য। বর্তমান সামাজিক ও রাষ্ট্রীয় প্রেক্ষাপট বিবেচনায় আনলে দেখা যায় তারা স্যাকুলার রাষ্ট্র গঠন করতে চায় , তাদের ধারণা ধর্ম আর রাষ্ট্র কখনো মেলানো যাবে না ; কারন দুইটা দুই মেরুর বিষয়। সেক্ষেত্রে তাদের ধারনা সেই গ্রিক মাইথোলজির সাথে মিলে ।
২. বর্তমান বিশ্বে অন্যতম গুপ্ত সংগঠন ইলুমিনাতি মূলত সেই গ্রিক মাইথোলজির স্রষ্টার সাথে সৃষ্টির বিবাদের বিষয়ের উপর দাঁড়িয়ে আছে ( পুরোপুরি ধারনা নয় খানিকটা অনুমান ).
৩. আমরা প্রতিদিন নিজেকে আপডেটের নাম নিয়ে , মানে ব্যাক্তি স্বাধীনতার নামে আত্মার পূজা করা শুরু করে দিয়েছি এবং সেটার জন্য সম্পূর্ণ প্রবৃত্তির দাস হয়ে যাচ্ছি। এবং (যেটা হয়তো নতুন রুপ নিয়েছে মেডিটেশন নাম নিয়ে )।
৪. ইসলামের যেকোনো থিওরি বাস্তবায়ন করে সমাজে ছড়িয়ে দিতে চাইলে আগে সেটা নিজের জীবনে চর্চা করতে হয় যাতে অন্যরা সেটা দেখে আকৃষ্ট হয়।
৪. যেকোনো একজন স্রেলেব্রেটি আলোচকের থেকেই সবদিক বুঝতে হবে এমন নয় নিজের পর্যালোচনা করা উওম সেক্ষেত্রে প্রচুর পড়তে হবে এবং পাশাপাশি এই বিষয় চিন্তাও করতে হবে । কারন মোহাম্মদ আসাদ রাহিমাহুল্লাহ একজন সুগভীর চিন্তাশীল হলেও তাঁর মধ্যেও কিছু প্রান্তকতা ছিলো । এবং সেটার বিষয়ে নিজের বুঝার সক্ষমতা থাকলে গঠনমূলক সমালোচনা করা ভালো তবে অতিরিক্ত বাড়াবাড়ি তে যাওয়া উচিত নয়।
৬. এই গভীর আলোচনার অনেক অংশই আত্মস্থ করা সম্ভব হয় নি , উপরের যা থা সামান্য এসামশন মাএ । আপনাদের কাছে অনুরোধ এরকম আলোচনা আরো আনবেন এতে আমাদের এই বিষয়ে জানার আগ্রহ বাড়ে ।
অসাধারণ মন্তব্য করেছেন।@@TahmidaChowdhury-i3s
This is one of best book I have ever read and a book that predicted the worthlessness of meterialism
আমার মাঝে এমন মেন্টাল অস্থিরতা,একাকিত্ব,হতাশা আর চাপ ছিল।কখনো মনে হুতনা আবার সুস্থ জীবন ফিরে পাব।কিন্ত আল্লাহর উপর ভরসায় অটল ছিলাম।এত তাড়াতাড়ি তিনি আমাকে সুস্থ করে দিবেন কল্পনাও করিনি।তাহাজ্জুদ,ইস্তেগফার,দরুদ পড়তে থাকতাম❤আমার জীবনে আমি তাহাজ্জুদ পড়ে অসম্ভব জিনিস ও পেয়েছি এবং অলৌকিক অনেক কিছুই পেয়েছি✨।তাই জীবনের আশা পুরণ বা সফলতা পেতে তাহাজ্জুদ পড়ুন❤
টাকার বিনিময়ে কমেন্ট কর!!!! এটাকে স্প্যাম বলে
@@forhadahmed4643 No vaia..এটাকে দাওয়াহ বলে।আর বাকিটা ত আল্লাহ দেখছেন
@@forhadahmed4643 andaje kotha na bolaiii valo~
Tahajjud ae onnnek dua kobul hoy....amii nijeii er proman
বাংলাদেশে যে এত জ্ঞানী মানুষ আছেন তা এইমাত্র জানতে পারলাম। উনাকে শিক্ষা ও সাংস্কৃতিক উপদেষ্টা বানানো হোক্। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে উনাকেই দরকার।
Apnke banano hok
Apnake banano houk
হায়রে বাঙ্গালী
@@mdnaeemuddin2416😂
😂😂😂😂
মূলকথা হলো,,,মানুষ যদি তার চিন্তার লেভেলকে বাড়িয়ে দেয়,,তাহলে সে সত্যের এবং সফলতার চাবি পেয়ে যায়।
দুই জাত মিথ্যাবাদীর মিথ্যা আলোচনাাা
চিন্তা সংক্রমিত হয় অর্থাৎ চিন্তাশীল মানুষের সাথে থাকলে সেই চিন্তা ব্যাক্তির মধ্যে প্রবেশ করে।
ভিডিওটি দেখে চিন্তার জগৎকে সমৃদ্ধ করার প্রতি আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ।
তন্ময় হয়ে শুনলাম। অসাধারণ জ্ঞানগর্ভ আলোচনা!!
চিন্তার গভীরে ডুবে ছিলাম পুরো বক্তব্যে। আল্লামা আসাদের অসামান্য প্রতিভা, প্রবল আত্মবিশ্বাস, আত্মগত দর্শন দিয়ে প্রচলিত প্রথাকে প্রশ্ন করা, অনুসন্ধানী মনে শান্তি ও সৌন্দর্যের পথ খোঁজা, এবং পরিশেষে পৃথিবীর নীড় ইসলামে ফেরা।
বৈচিত্র্যময় জীবনের সবটাই যেন আরও চমৎকার ভাবে তুলে ধরেছেন আলোচক মূসা আল হাফিজ।
সেই সঙ্গে যুক্ত করেছেন সহমত পোষণ ও সমালোচনার যৌক্তিক মানদন্ড।
সবমিলিয়ে আধ্যাত্মিক ও জাগতিক চিন্তাগত জগতের সম্মিলিত দ্বার যেনো উন্মুক্ত করে এই বক্তব্য।
অনেক গবেষকের বক্তব্য শুনেছি,মূসা আল হাফিজের মত এতো আত্মবিশ্বাসীভাবে কথা বলতে শুনিনি গত ২৮সেপ্টেম্বর শাবিপ্রবিতে উনার বক্তব্য শুনে়ছি অসাধারণ একটি বক্তৃতা দিয়েছিলেন, এধরনের মানুষ বাংলাদেশে আরো তৈরি হলে বামপন্থিরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।অফুরন্ত ভালবাসা ও দোয়া রইলো উনার জন্য।
মুসা আল হাফিজ কে যত শুনি ততই মুগ্ধ হই! অসাধারণ প্রতিভা❤️ আল্লাহ তায়ালা ওনার হায়াতে বারাকাহ্ দান করুন আমীন।
এত এত এত এত খুশি হয়েছি যে বেশ উপভোগ করেছি। ধন্যবাদ সোহাগ ভাই জ্ঞানীদেরকে আপনার প্ল্যাটফর্মে আনার জন্য।
এই লোকটা একটা ম্যানুপুলেটর । প্যাফলজিক্যাল লায়ারররর। কোচিং ব্যাবসায়ীীী
প্রায় রকমারির সকল বই কথা শুনি কিন্তু আজকের বই কথা সেরার মধ্যে অন্যতম হয়ে থাকবে। পুরো এপিসোড শুনে অনেক কিছু শিখলাম বিশেষ করে আমার জীবনে যেটা আজ থেকে এপ্লাই করার সিদ্ধান্ত নিয়েছি তা হলো "ব্যক্তি জীবনে সমাজে যে বিদ্যমান চিন্তা আছে তার হাতে নিজেকে তুলে না দেয়া এবং নিজস্ব চিন্তার নির্মাণ করা"
রকমারিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য কবি মুসা আল হাফিজকে মেহমান হিসেবে উপস্থিত করার জন্য।
১.সত্য ও তার বাস্তব জীবনে প্রয়োগ ই মানুষের আত্মাকে প্রশান্ত করতে পারে। পৃথিবীর সব ভোগের উৎস পেয়ে ও কেউ সুখি নয়। আবার খুব কম ভোগে ও কেউ ভীষণ সুখি।
২. যুক্তির সীমানা আছে, কতদূর পৌঁছে থামবো তা তো জানা নেই। যুক্তি দিয়ে বিচার করবো তবে থামতে হবে কোরআনের আলোকে।
সবচেয়ে ভালো লেগেছে যে, পশ্চিমারা ধর্মকে ত্যাগ করে সফল হয়েছে আমরা ইসলাম কে যত আকঁড়ে ধরবো তত সফল হবো, এই কথা টা।
মাশা আল্লাহ্, খুবই জ্ঞানগর্ভ আলোচনা। যে বিষয়টা আমার সবচেয়ে দৃষ্টিগোচর হয়েছে সেটা হলো- আলোচক শুধুমাত্র একটা বইকে বিশ্লেষণ করতে গিয়ে 'শ খানেক বিষয়ের উদ্ধৃতি/উপমা/উদাহরণ দিয়েছেন, ওয়ার্ল্ড হিস্ট্রি এন্ড অ্যাফেয়ার্স সম্পর্কে আলকপাত করেছেন। মহান আল্লাহ্ এই দুটি জ্ঞানী মানুষের দ্বারা দেশের তথা পৃথিবীর কল্যাণে নিয়জিত রাখুন।
আলহামদুলিল্লাহ। মুসা আল হাফিয কে আমি সরাসরি দেখেছি।তিনি আমাদের বাসায়ও একদিন আসেন আরো লেখকদের সাথে। আমার বড় ভাই ও একজন লেখক এই সুবিধায় একসাথে কাজ করে উনারা একদিন শুক্রবারে আমাদের বাসায় আসেন সিলেটে।
আলহামদুলিল্লাহ। মনযোগ দিয়ে পুরোটা শুনলাম। একজন জীবন্ত ইতিহাসের পাঠ মুসা আল হাফিজ
অসাধারণ আলোচনা। তন্ময় হয়ে শুনলাম। একজন আল্লামা আসাদের ইহুদিদের সবোর্চ্চ ধর্মীয় মর্যাদাসম্পন্ন পরিবার থেকে উঠে এসেও ইসলাম ধর্মকে দেখার তার যে অন্তর্দৃষ্টি, পরিশেষে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয়; সত্যিই অবাক করার মত ব্যাপার।
শিক্ষনীয় বিষয় হলো, মুসলিমরা যদি তাদের প্রকৃত আদর্শে ফিরে যায়, যে আদর্শ দিয়ে গেছেন আল্লাহর রাসূল (সা:), যা দিয়ে মুসলিমরা তৎকালীন সময়ে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন ছিল,
আজকে ও আমাদেরকে ঐ জায়গায় ফিরে যেতে হবে।
তবেই আমারা আল্লাহর সন্তুষ্টি লাভ, বর্তমান জাগতিক শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারব, আর যেটা হবে সমগ্র বিশ্বের অমুসলিমদের প্রতি বড় দাওয়াহ।
বাংলার মুসলমান গর্বিত,পুরো বিশ্বের প্রগতিশীলদের মোকাবিলায় আমাদের জন্য একজন মূসা হাফিজই যথেষ্ট ❤
ইয়া আল্লাহ কোথায় আছি আমাদের সিলেট এর মাটিতে এত বড় মাপের ১জন জ্ঞানি মানুষ আর আজকের আগের দিন পর্যন্ত জানা ছিল না মাশাআল্লাহ❤❤❤
রকমারির প্রতি সম্মান আরো বাড়ে যখন এরকম সত্য জ্ঞানগর্ভ আলোচনার আয়োজন দেখি। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক ।
তা বারাকাল্লাহ 🌼
খুবই প্রাণবন্ত আলোচনা। শোনার আগ্রহ ধরে রাখতে পেরেছেন শেষ পর্যন্ত। আলোচক ও হোস্টকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। আমার কাছে মনে হয়েছে বইটি বর্তমান সময়ের জন্য প্রাসঙ্গিক। আমাদের চারপাশে অনেক মতবাদের ভীড়ে ইসলামকে যেন আমরা হারিয়ে ফেলিছি । আলোচনাটি বিশেষ করে তরুণদের ভাবতে সাহায্য করবে পাশ্চাত্য সভ্যতার আসল চরিত্র, এই সভ্যতা আমাদের কী দিল বা দিতে পারবে সেই সাথে আমরা কী ফেলে এসেছি।
এই ধরনের আলোচনাগুলো নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি উৎসাহিত করবে। স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে এক অভূতপূর্ব মেলবন্ধনের আভাস পেলাম। জাযাকুমুল্লাহ।
অসাধারণ একটা ব্রডকাস্ট ছিল, আমি কখনো ব্রডকাস্ট এত মনোযোগ দিয়ে এত লম্বা সময় নিয়ে কখনো দেখিনি , আজ উনার কথা শুনে আমি মুগ্ধ হয়েছি, আমার অনেক ভালো লেগেছে অসাধারণ ছিল তার জ্ঞান। আমারও ইচ্ছা আছে দ্য রোড টু মক্কা বইটি পড়ার।
এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে বলে আমার মনে হয় তা হলো, যুক্তিবাদ এর সীমাবদ্ধতা।
অল্প কিছুদিন আগেই আমার মাঝে পশ্চিমা যুক্তিবাদ এর আংশিক প্রভাব ছিল। মনে রাখা জরুরী যুক্তিবিদ্যা মানুষের তৈরি।
আর এটি বলার অপেক্ষা রাখেনা অসাধারণ একটি আলোচনা ছিল।
মাশাআল্লাহ, তাবারকাল্লাহ। দিন ও দুনিয়া সম্পর্কে চমৎকার আলোচনা করলেন শায়েখ।ইনশাআল্লাহ ইসলামের সৌন্দর্য এই ভাবেই সারা বিশ্বে ছড়িয়ে যাবে।আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।
❤
রকমারি ও সোহাগ সাহেব কে অন্তর থেকে ধন্যবাদ জানাই।
উনার যে চিন্তাশক্তি, মনন নিয়ে যে কাজগুলো চর্চা করে যাচ্ছেন, সেটা অসাধারণ।
রোড টু মক্কা বইটির আলোচনাকে কেন্দ্র করে, যে তথ্য দিয়েছেন। সেটা আমাকে প্রভাবিত করেছে, নতুন কিছু শেখার তা বাস্তব আর পূর্বের দৃষ্টি ভঙ্গিতে শেখার।
ধন্যবাদ
আলহামদুলিল্লাহ! আমাদের মাঝে আল্লাহ উনাদেরকে শত বসর রাখুক এবং এই জাতি যেন তাঁদের মেধাকে কাজে লাগানোর দ্রুত ব্যবস্থা করুক। একজন কওমি মাদ্রাশা পড়াশোনা করা দেখিয়ে দিলো, ইসলাম কিভাবে আলোকিত করতে পারে।
সঠিক চিন্তার জগৎ বিস্তৃত করতে আলোচনাটি দারুণ সহায়ক হিসেবে কাজ করেছে,ধন্যবাদ রকমারিকে এরকম আয়োজনের জন্য 🤍
অসাধারণ জ্ঞান গর্ভ আলোচনা। মুসলিম উম্মাহর জ্ঞান এর প্রশারে অনন্য ভুমিকা রাখবে এই ধরনের প্রয়াশ। জাজাকাল্লাহ খাইরান।
অনেক অনেক ধন্যবাদ রকমারিকে জাযাকাল্লাহ খাইর।
যাহারাই ইসলামকে নিয়ে চিন্তা ভাবনা করে আল্লাহ তায়ালা তাহাদের জ্ঞানের মধ্যে প্রসস্তা দান করেন। আল্লাহ তায়ালা উনাকে এবং সোহাগ ভাইকে সুস্থতা এবং নেক হায়াত দান করুক (আমিন)
আলহামদুলিল্লাহ
বইটি পড়া ছাড়াই অনেক কিছু শেখা হলো।
আমি বইটি নিজে নিজে পড়লেও এই বইয়ের জ্ঞানের গভীর উপলব্ধি হতো না।
আপনাদের কৃতজ্ঞতা জানাই।
আপনাদের এমন আরো ভিডিও চাই ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ। বইটি আমি ৩ বছর আগে পড়েছিলাম কিন্তু তখন অনেক কিছুই বুঝতে পারি নাই । আলহামদুলিল্লাহ ওনার আলোচনায় অনেক কিছুই পরিষ্কার হইল। মুহাম্মদ আসাদ রহিমাহুল্লাহ জীবনীতে রসুল (সা:) স্বপ্নে দেখার ঘটনাটি আমাকে বেশি প্রভাবিত করে। আলহামদুলিল্লাহ আল্লাহ হেদায়াত দানকারী।
বইয়ের নাম কী 😢
বর্তমান জামানায় ওনারা আমাদের অভিভাবক। সুস্থ চিন্তা ভাবনার এই মানুষগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের ব্যাক্তিগত এবং সমাজকে কলুষতা মুক্ত করতে পারি।আল্লাহ ওনাকে উত্তম জাযা দান করুন।
দুইজন প্রিয় ভালোবাসার মানুষ একসাথে আজকে, যাদের ইসলামের স্বার্থে আল্লাহর জন্য ভালোবাসি
আলহামদুলিল্লাহ আমি খুব মন্ত্রমুগ্ধ হয়ে আলোচনা শুনলাম।
আমার কাছে মনে হল ইসলামিক সঠিক প্রাচিনত্ত কে ধারণ করে ভবিষ্যৎ কে অর্জন করতে হবে বা দখল করতে হবে। দ্য রোড টু মক্কা বইটি আমাকে পড়তেই হবে।
আলহামদুলিল্লাহ, আমাদের সিলেটের গর্ব❤️আল্লাহ ওনাকে ইসলামের খেদমতের জন্য কবুল করুন
মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পর্যালোচনা
আমার দুই কান ঝাঁঝা করছে। এত সুন্দর আলোচনা!!??? আলহামদুলিল্লাহ কতকিছু শিখলাম
আলহামদুলিল্লাহ অসাধারণ। আল্লাহ ওনাদেরকে কল্যান দিন।
আলহামদুলিল্লাহ, বইটি আমার আছে এবং পড়েছি। মুসা আল হাফিজ আমার প্রিয় লেখকদের একজন। মহান আল্লাহ তার জীবনে বারাকাহ্ দান করুন।
মূসা আল হাফিজ বর্তমানে বাংলা ভাষাভাষী ইসলামী গবেষকদের মধ্যে প্রণিধানযোগ্য ব্যাক্তিত্ব।
অতীতের তৈরি ডায়াসে দাঁড়িয়ে বর্তমানে আমরা ভবিষ্যতের কথা বলবো। আমাদের ব্যর্থতা আমরা আমাদের অতীত ইতিহাস সম্পর্কে অজ্ঞ। ইসলাম থেকে আমরা দূরে। যার কারনে আমরা উন্নতি,সমৃদ্ধি এবং জ্ঞান অর্জন থেকে দূরে। ইসলামের উপর আমরা যতদিন ছিলাম ততদিন আমরা বিশ্বে শ্রেষ্ঠত্বের জায়গায় ছিলাম। যত আমরা ইসলাম থেকে দূরে সরে এসেছি ততই আমাদের অধঃপতন হয়েছে। আবার ইসলামের কাছে ফিরে যাওয়াতেই আমাদের আসল উন্নতি দুনিয়া ও আখিরাতের।
জাযাকাল্লাহ ❤
মা শা আল্লাহ্ ❤অনেক জ্ঞানী মানুষ উনারা ২ জন
জনাব মুসা আল হাফিজকে অনেক অনেক ধন্যবাদ। অসাধারন জ্ঞানগর্ভ আলোচনা।
মুসা আল হাফিজ। যতই পড়ছি ততই মুগ্ধ হচ্ছি। যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি
আলহামদুলিল্লাহ মুহাম্মাদ আসাদের রোড টু মক্কা আমার জিবনেও অনেক প্রভাব বিস্তার করছে৷ এবং আমার সবচেয়ে প্রিয়ো বই
আলোচনাটি সত্যিই অসাধারণ ছিল। জ্ঞান, জ্ঞানের গভীরতা, মানুষের চিন্তাশক্তি, তৎকালীন সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট এছাড়াও চিন্তা করা যায় অথবা ভাবা যায় এমন অনেক বিষয় এই আলোচনাতে উঠে এসেছে। আলোচনা শুনে অনেক ধারণার জন্ম হয়েছে নিজের মাঝে। তার মাঝে একটা ধারণা শেয়ার করা যাক। কেউ যদি মন প্রাণ দিয়ে সত্যকে জানার চেষ্টা করে এবং সত্যের পথে পরিচালিত হতে চায় অবশ্যই সত্য তার কাছে ধরণা দিবে, মহান আল্লাহ তায়ালা অবশ্যই তাকে সাহায্য করবেন। মহান আল্লাহ তায়ালা কোরআনে বলেন- আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্য অবশ্যই আমার পথে পরিচালিত করব(সূরা আনকাবুত আয়াত-৬৯)। আমাদের অবশ্যই চিন্তাশীল হওয়া উচিত। কারণ চিন্তাশীল, জ্ঞানীদের জন্য মহান রব তার নিদর্শন সমূহ বিশদভাবে বর্ণনা করেন।
মানুষ যদি আবেগ দিয়ে নয়,বরং বিবেগ দিয়ে কাজ করে তাহলে মানুষ শান্তি খুঁজে পাবে ইনশাআল্লাহ।
অনেক ভালো লাগলো আজকের আয়োজন।এরকম আরও আয়োজন করবেন আশা করি।
জনাব মুসা আল হাফিজ আমার একজন খুবই প্রিয় মানুষ.. তিনি জ্ঞানের একজন মহাসমুদ্র।. তার সব আলোচনা আমার অনেক ভালো লাগে।।
মাশা-আল্লাহ, খুবই জ্ঞানগর্ভ আলোচনা। মাহমুদুল হাসান সোহাগ স্যারের প্রশ্ন এবং মুসা আল হাফিজ স্যারের আলোচনা খুবই অর্থবহ ছিল।আলহামদুলিল্লাহ, সময় বৃথা যায়নি।
আলহামদুলিল্লাহ হযরত একটি জীবন্ত কিতাব, আল্লাহ তাআলা উনার খেদমত গুলি কবুল করেন এবং হযরতের হায়াতে তাইয়্যেবা কামনা করছি
রকমারি কে ধন্যবাদ। এমন একজন মেহমানকে আমন্ত্রণ জানানোর জন্য।
@@ashikrahman676 আমাদের গ্রামের মানুষ উনাকে চিনেই না অথচ তিনি কত বড় মানের গবেষক লেখক
@@aatintexpert-jp1wx etai valo, chenar jonno time dewa lage, ar oisob kaje time dile hoito unar gyan gorbo eto gobeer hoto na.
জ্বি ভাই, বিশ্বনাথেও খুব কম সংখ্যক মানুষ ওনাকে জানে। সর্বদা প্রচারবিমুখ ছিলেন বলেই হয়তো।
@@aatintexpert-jp1wx
মানুষ যদি নিরপেক্ষভাবে ধর্ম নিয়ে গবেষণা করে, সত্যান্বেষী হয় তাহলে সে অবশ্যই সুপথ প্রাপ্ত হবে। ইসলামই হবে তার অন্তিম ঠিকানা।
আমাদের জ্ঞানের কাছে যেতে হবে। ধন্যবাদ আপনাকে এই ভিডিও টার জন্য।
জ্ঞানী লোকদের কথা শুনতে আমার খুব ভালো লাগে আল্লাহ্ আপনাদের জ্ঞান আরো বাড়িয়ে দিক Ameen.
সবই আল্লাহ তাআলার মহান পরিকল্পনা তার সাহায্যেই সকলের হেদায়েতের রাস্তা উন্মোচিত হয়
এই আলোচনা থেকে take away অনেক কিছু আছে।তবে আমার কাছে সব চেয়ে গুরুত্বপূর্ণ যেটা লেগেছে আর আমার কাছে স্ট্রাইক করেছে সেটা হলো একটা ফিক্সড শুদ্ধ জ্ঞান আমার মধ্য থাকতে হবে , যেটার দাড়া বাকি সব জ্ঞান কে আমি ফিল্টার করতে পারব।
এবং এই শুদ্ধ জ্ঞান এর কারণেই উনি এই বিখ্যাত বই থেকে তার দ্বিমতের জায়গাটা আলাদা করতে পেরেছেন।
দুজন প্রিয় এবং পছন্দের ব্যক্তিত্বের মানুষ।।।
শ্রদ্ধা এবং দুআ অনবরত।।
উনি কবি
আমার একজন
প্রিয় জন।
সিলেটের মানুষ তিনি।
বিশ্বনাথ তার বাড়ি।
আমার বাড়িও তার কাছের
উপজেলায়।
তার জন্য শুভকামনা রইল।
এই আলোচনা থেকে জা সিকলাম, ভবিষ্যৎ অতিতের ভেতরেই আছে, আমরা জদি অতিতের মহা মুল্ল্যবান দিক গুলো নিয়ে চিন্তাভাবনা করি, তাহলেই ভবিষ্যৎ উজ্জীবিত,
মাশা আল্লাহ,,,
বারাকাল্লাহু ফি হায়াতিকুম
অনেক আগে বইটি পড়েছিলাম।অনেক কিছু ভুলে গিয়েছিলাম।আলোচনা শুনে খুব উপকার হলো। রকমারি. কম এবং আলোচককে অনেক ধন্যবাদ।
বাংলাদেশে থেকে ইসলামিক প্রেক্ষাপটে সঠিক ইতিহাস জানতে বসের উপর আপাতত কোনো লেখক বা বক্তা নেই,,,,পছন্দের একজন ব্যক্তি,,,,💝
আমাদের সিলেটের গর্ব ❤
I have never seen a book review like this. He explained every dot of the story like he was a friend of that man.
Masha Allah
অসাধারণ আলোচনা। অনেক সমৃদ্ধ হলাম ।
আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ। আমার প্রানপ্রিয় হুজুর মুসা আল হাফিজ(হাফিঃ) এই মুসলিম উম্মাহর গর্ব।আমি গর্বিত যে আমিও উনাএ মত সিলেটি।
এই আলোচনার জন্য অপেক্ষায় আছি কয়েকমাস।পুরোটা দেখার জন্য রিভিউ লিখবো ইনশাআল্লাহ
মাশায়াল্লাহ জ্ঞানগর্ভ আলোচনা, এই বইয়ের আলোচনা থেকে আমি যতটুকু বুঝলাম আল্লামা আসাদ ইউরোপের একমুখী জীবন অর্থাৎ, যারা স্রষ্টার সন্তুষ্টি পেতে চায় তারা সমাজ সংসার বাদ দিয়ে সন্নাসি হয়ে শুধু স্রষ্টার ইবাদত করবে। স্রষ্টা এবং দুনিয়া এক সাথে পাওয়া যায় না। এই মতবাদ কে চ্যালেঞ্জ করে জীবনের আসল মর্ম বুঝার জন্য বিভিন্ন জায়গায় খুজে ফিরেছেন যা সত্যিই অনুপ্রেরণার। ইউরোপিয়ানরা ধর্মকে বাদ দিয়ে সফলতার পিছনে ছুটেছেন এবং তারা দুনিয়াবি সফলতা পেয়েছেন অপরদিকে মুসলিমরা ধর্মকে শক্তভাবে ধারন করার মাধ্যমে দুনিয়াবি সফলতার শিখরে পৌছেছেন এবং আত্মিক সন্তুষ্টিও পেয়েছেন। তারা ধর্মকে ত্যাগ করার মাধ্যমে প্রকৃতির রিরুদ্ধে গিয়ে প্রবৃতির গোলামে পরিণত হচ্ছে এবং দিন দিন তারা ধ্বংস্বের দিকে এগুচ্ছে।
এবং এই খুজার মধ্য দিয়ে তিনি ইসলামের মহান জীবন বিধান কে পেয়েছেন, যার মাধ্যমে উনার দুনিয়াবি এবং আত্মিক চাহিদা পূরন হয়েছে।
এই আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আল্লামা আসাদ যেভাবে ১০০ বছর আগের ইসলামকে গ্রহণ করতে পেরেছিলেন আজকের পশ্চিমা কেউ কি সেভাবে ইসলামকে পেতে পারেন?
উত্তর হলো থিউরিটিক্যালি পাবেন কিন্তু বাস্তব জীবনে সমাজে প্রাকটিসিং অবস্থায় হয়তো পাবেন না। যা আমাদের মুসলিমদের সব থেকে বড় ব্যার্থতা।
এছাড়া আলোচক আল্লামা আসাদের চিন্তার কিছু বিষয়ের সাথেও দ্বিমত পোষণ করেছেন, যেমন- দাজ্জাল প্রসঙ্গে আল্লামা আসাদ বলেছেন, দাজ্জাল হলো ইউরোপের এক চোখা জীবন ব্যাবস্থা, ইব্রাহিম (আঃ) এর আগুনের নিক্ষেপকে উনি ততকালিন সমাজের অন্যায় ঝুলুমকে বুঝিয়েছেন ইত্যাদি।
পরিশেষে, এই বই থেকে আমাদের নেয়ার মতো অনেক কিছুই আছে কিন্তু, সমালোচনা বা বাদ দেয়ারও মতোও কিছু আছে।
🫡
চমৎকার। অসাধারন অভিজ্ঞতা।
চিন্তার মাধ্যমে নিজের দর্শনকে প্রকৃতির সহযোগী নিয়মকে সহযাত্রী করে মহান সৃষ্টিকর্তার নিয়মে নিজেকে সৃষ্টির সেরা হিসাবে তুলে ধরায় মানুষের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত ।
দুনিয়া ও আখিরাত উভয়মুখী শিক্ষার সমন্বয় ব্যতিত মানব জীবনের উন্নতি অসম্ভব। এটাই বুঝলাম।
এ ধরনের আলোচনা প্রতি সপ্তাহে চাই
As-Salam.
I am originally from Sylhet but have been living in the USA for a long time. Unfortunately, I didn't have the opportunity to learn much about him during my teenage years. However, during a visit to Bangladesh last year, I was introduced to his work. I read one of his book (আমেরিকা মুসলিমদের আবিস্কার) and found it to be one of the best book I have ever read❤🫡
আল্লাহ তা'য়ালা আপনাদের জ্ঞানকে জাতির জন্য উপকারী করুন আমিন।
মাশা আল্লাহ অসাধারণ আলোচনা ❤
প্রিয় গেস্ট এবং প্রিয় হোস্ট❤❤
সোহাগ ভাইকে শুভেচ্ছা। আমি গর্বিত যে আপনি আমাদের জামালপুরের ছেলে
আপনার মন সর্বদাই অতৃপ্ত। সত্যের পিপাসায় সে কাতর। তার দরকার কেবলই সত্য আর সত্য।যদি আপনি তৃষ্ণার্ত হন তবে এই তৃষ্ণা উত্তরোত্তর আপনাকে ধাবিত করবে চুড়ান্ত সত্য বা পরম সত্যের চৌকাঠে।
আমার প্রিয় কবি, দার্শনিক মুসা আল হাফিজ
ما أحسن! ما شاء الله ❤ جزاكم الله احسن الجزاء ❤ حياكم الله حياة طيبة مباركة في الدارين ❤
গঠনমূলক আলোচনা এবং অনেক কিছু নতুন করে জানা।
ইসলামে ইতিহাস খুব গুরুত্ব বহন করে আমাদের দৈনন্দিন জীবনে। যারা বর্তমান সময় এবং ইতিহাস মিলিয়ে চিন্তা করে তারা বোঝে আমাদের কোথায়, কত জাগায়, কি কি ভুল হয়ে যাচ্ছে। এমন আলোচনা আমাদের সঠিক ভাবে ভাবাতে সাহায্য করবে বলে আমি মনে করি। ধন্যবাদ রকমারি কে এই সুন্দর একটি আলোচনা উপহার দেয়ার জন্য।
আসসালামু আলাইকুম। মাশাল্লাহ, আলহামদুলিল্অলাহ, অনেক কিছু জানতে /শিখতে পারলাম। কিন্তু ভাবছি তাদের কথা যারা বাংলা খুব ভাল ভাবে বুঝতে পারে না। বিশেষ করে প্রবাসী বাংলাদেশী young generations, যাদেরকে এই ভিডিও তা অনেক কিছু জানাতে /শিখাতে পারত। আনুরধ থাকবে রকমারির কাছে, যেন ভিডিও গুলোতে English subtitle অ্যাড করে দেয়া হয়। নয়তো অনেক বড় একটা শ্রোতা দর্শক গোষ্ঠী বঞ্চিত হবে এমন সুন্দর আলোচনা গুলো থেকে।
জাগতিক দৃষ্টি ও অন্ত দৃষ্টি দুটোই গুরুত্বপূর্ণ কারণ লেখক দুটোই কাজে লাগিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েচেন।
১.জ্ঞান অর্জনের তাগিদে গভীর থেকে গভীরে সন্ধান করতে হবে
২.কোন প্রশ্ন মনে আসলে সেটা নিয়া ইসলামের দৃষ্টিকোন কি বলে আর দার্শনিক চিন্তা কি বলে তা নিয়ে একাদিক রির্চাস করা
৩.দিনশেষে সত্যের সন্ধান করে এই দুনিয়ার সকল উচু,নিচু,ভঙ্গুর প্রশ্নের উত্তর পাওয়া যায় এবং এতে মিলে আত্নপরিতৃপ্ত।
মাশ আল্লাহ অসাধারণ আলোচনা ছিলো l এতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপনা এতক্ষন শুনছিলাম মনে হচ্ছিলো যেন আল্লামা আসাদ এর পুরো জীবনটাই ভিডিও দেখলাম। ধন্যবাদ রকমারি বই কথা, ধন্যবাদ আপনাদেরকে ইসলামের টানে মনকে আবারো আন্দোলিত করার জন্য ❤❤
চিন্তার সাথে সাথেই কর্ম ক্ষেত্রে অবদান রাখা এটাই মহৎ গুন
প্রেক্ষাপট অনুযায়ী নিজেকে উন্মুক্ত করা, মানব জীবন নির্ধারণ করার জন্য যথেষ্ট
ও হে
চিন্তা আর লক্ষ্যে সমান্তরাল পোকাস্ করা
ব্যাচ জীবন সুন্দর ❤
Alhamdulillah amio ekjon new muslim jekono new muslimer islame ashar golpo bhinno bhinno hoye thake jokhoni kono new Muslimer golpo shuni tokhon nijer monobol aro bere jay ajker alochona theke etotuku shikhlam amader unnoti ebong moner proshanti dhormoke mene cholar moddhei dhormoke porihar kore noy ajker otithir Kotha theke onek kichu shikhar ache ajke theke ami unar sokol alochona shunar cheshta korbo duijoner jonnoi dowa roilo allah jeno unader shusthotar niyamot dan koren ebong hayater barakah dan koren amin
'The Road to Macca' বইটি আমি১৯৯০ সালের আগেই কিনে পড়েছি, আলহামদুলিল্লাহ এখনো সংগ্রহে রয়েছে।
Ever most important discussion. Both of you Salam and Zazak Allahu Khairan
মুসা আল হাফিজ❤❤
বাংলাদেশের রত্ন। হজরত এর হায়াতে তায়্যিবাহ কামনা করি
আমার প্রিয় ব্যক্তিত্ব ❤❤
ফিলিস্তিনের জন্য আমরা বেশি বেশি দোয়া করি তাহাজ্জুদ,ইস্তেগফার,দরুদ পড়তে পারেন রিযিকের জন্য❤আমার জীবনে আমি তাহাজ্জুদ পড়ে অসম্ভব জিনিস ও পেয়েছি এবং অলৌকিক অনেক কিছুই পেয়েছি✨।তাই জীবনের আশা পুরণ বা সফলতা পেতে তাহাজ্জুদ পড়ুন❤
আমি একটা ভিডিও দেখার আগে সবসময় কমেন্ট গুলো পড়ি। এবং সুন্দর সুন্দর কমেন্ট গুলি বুঝিয়ে দেয় ভিডিওটা কত উপকারী এবং ভিডিও দেখার আগ্রহ বাড়িয়ে দেয়।ধন্যবাদ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য।
মুসা আল হাফিজ চমৎকার আলোচনা করেছেন এই আলোচনার মাধ্যমে দারুণ বই না পড়েও বইয়ের সমস্ত জ্ঞান জানতে পারবেন এই আলোচনা শোনার মাধ্যমে
নোট: 'The Road to Macca - রোড টু মক্কা' মুহাম্মদ আসাদ।
এই বইটি ইসলামি ছাত্র শিবিরের সদস্য সিলেবাসে অন্তর্ভুক্ত।
মাশাআল্লাহ কাথাগুলো দারুন ছিল,যাই হোক পুরুসষ্কার টা পেই হবে আমার পড়ার বই শেষ একটা বই দরকার।