antracol | propineb 70%wp | গাছে প্রথম এন্ট্রাকল ছত্রাকনাশক স্প্রে করুন।

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • ছত্রাকনাশক পরিচিতি প্রতিটা পর্বে আমি আলোচনা করে থাকি যে ওই ছত্রাকনাশক এর মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশন থাকে সেই কেমিক্যাল কম্পোজিশন কিভাবে ছত্রাক ও ব্যাকটেরিয়া মধ্যে বিক্রিয়া ঘটিয়ে ছত্রাক ও ব্যাকটেরিয়া দের নষ্ট করে দেয়, মানে কাজ কিভাবে করে।ওই কেমিক্যাল কম্পোজিশন এর ছত্রাকনাশক আমরা কখন কিভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ পাবো, সেই সব বিষয়গুলো নিয়েই ভিডিওতে আলোচনা করেছি।এছাড়া এই কেমিক্যাল কম্পোজিশন এর ছত্রাকনাশক বাজারে আর কোন কোম্পানির কি নামে পাওয়া যায় তারও একটা লিস্ট এই ভিডিও শেষে দেয়া আছে।
    এই ভিডিওতে আমি আলোচনা করেছি "প্রপিনেব/propineb 70%WP" কেমিক্যাল কম্পোজিশন এর ছত্রাকনাশক গুলো নিয়ে।
    সতর্কতাঃ ছত্রাকনাশক ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার।
    ১. যেহেতু ছত্রাকনাশক আমাদের শরীরের ক্ষতি করে সেহেতু ছত্রাকনাশক ব্যবহারের আগে এবং ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার।
    ২. ছত্রাকনাশক ব্যবহারের সময় ছত্রাকনাশক প্যাকেটের সঙ্গে যে লিফলেট দেয়া থাকে সেটাকে ভালো করে পড়ে সেই নিয়ম অনুসরণ করেই ছত্রাকনাশক গাছে প্রয়োগ করা উচিত।
    ৩. ছত্রাকনাশক নির্দিষ্ট জায়গায় সংরক্ষিত করা উচিত।
    ৪. সঠিক সময়ে ও সঠিক পদ্ধতি মেনে স্প্রে করা উচিত।
    #Antracol
    #fungicide
    #ছত্রাকনাশক
    ব্যবহার:- রোগ - জলদি ধসা , নাবি ধসা , ডাউনি মিলডিউ , ডগা শুকনো , পাতা ধসা , পাতা ও ফলে দাগ , স্ক্যাব , ব্লাক আই স্পট ইত্যাদি ।
    ফসল - আলু , টমাটো , লঙ্কা ও অন্যান্য সবজি , আঙুর , আপেল , বেদানা ও অন্যান্য ফলগাছ , ফুল , পাতাবাহার ইত্যাদি ।
    বাণিজ্যিক নাম ৭০ % ডব্লু . পি . - এন্ট্রাকল ( বায়ার ) , দেবী র্যাক ( দেবী ) , প্রক্সিমেন ( ম্যাখটে ) , অ্যাডিট ( এফএমসি ) , প্রোপিনেক্স ( এক্সেল ) ।
    কম দামে যদি আপনারা এই প্রোডাক্টটাকে কিনতে চান নিচের লিংকে ক্লিক করবেন
    amzn.to/3JIrAgQ
    ছত্রাকনাশক পরিচিতি 🧬🦠: • ছত্রাকনাশক পরিচিতি 🧬🦠
    কীটনাশক পরিচিতি: • কীটনাশক পরিচিতি
    কীট-পতঙ্গ পরিচিত 🦗🐜🦗🪲🕷️🐝🪳🐞🦋: • কীট-পতঙ্গ পরিচিত 🦗🐜🦗🪲🕷...
    কীটনাশক, ফাংগিসাইড, বীজ এবং সার কিনতে নিচের লিংকে ক্লিক করুন।
    wa.me/c/917076...
    আমাদের ফেসবুক গ্রুপ
    www.facebook.c...
    Instagram
    @agritechshanto. www.instagram....
    Twitter🐦
    Ag...
    আমাদের ফেসবুক
    Facebook page / agri-tech-shanto-39703...

КОМЕНТАРІ • 112