গাছে কি হরমোনের অভাব হচ্ছে | কখন কেন পিজিআর দিতে হয় | What is PGR and Their Functions | RAJ Gardens

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024

КОМЕНТАРІ • 640

  • @sudiptomajumder1987
    @sudiptomajumder1987 3 роки тому +25

    💐💐💐❤️ দাদা ❤️💐💐💐🙏
    আমি আপনার কথা আমার সকল
    গাছ প্রেমী বন্ধুদের বলে থাকি,
    এবং তাঁদের সকলেই আপনার ভিডিও শেয়ার করে থাকি 😊
    আপনার থেকে আমি অনেক কিছু শিখতে পারছি,
    আজ আমার বাগান দেখলে আপনিও
    মুগ্ধ হয়ে যাবেন 😊
    যে দেখেন সেই বলেন গত 4 বছর এর
    বাগান আর এখন এর বাগান এর মধ্যে
    100 গুণ তফাৎ আছে 😊
    এর জন্যে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই 💐💐💐❤️❤️❤️🙏😊

  • @rajgardens
    @rajgardens  3 роки тому +2

    • লক ডাউনে ঘরে বসে বোর? বাইরে যাওয়ার জন্য মন ছটফট?
    তাহলে চলুন ঘুরে আসি ... মানস ভ্রমণে সঙ্গী হোক - ua-cam.com/channels/gM3RhUs59_FUiZBSdaJcvg.html
    • মন ভাল রাখতে পেটপুজোর জুড়ি নেই।
    রসনা তৃপ্তির ঠিকানা হোক - ua-cam.com/channels/Jz7NYqVlLNnoE3smwczsgg.html

  • @Debjanibannya
    @Debjanibannya 2 роки тому +2

    যখনই প্রয়োজন পড়ে আগে আপনার সে বিষয়ের উপর ভিডিও খুঁজে দেখি....অসাধারণ ...সমস্ত দিক কভার করে এমন ভাবে কেউ বোঝায়না

  • @malabanerjee8424
    @malabanerjee8424 2 роки тому

    আপনার মত একজন অতি উচ্চিক্ষিত ও অভিজ্ঞ গাছপ্রেমীর খুব দরকার ছিল এই চ্যানেলে। আমার ৭৫ বছর বয়সে আমি বার২ এই ভিডিও দেখি কারণ আজও আমি ছাত্রী। আমরা অতি সহজে biochemistry শিখছি নিজেদের অজান্তেই। আপনি অতি সহজ করে বলতে পারেন কারণ আপনার শিক্ষা ও অভিজ্ঞতার কারণে। আমার আন্তরিক শুভকামনা জানাই। উপস্থিত আমি একটি কাঠগোলাপ নিয়ে চিন্তিত তা আপনাকে জানিয়েওছি। হয়তো অন্য কোন ভিডিও কমেন্টে আজই সকালে।

  • @swapanchakraborty9690
    @swapanchakraborty9690 3 роки тому +2

    খুবই সুন্দর ভিডিও উপস্থাপনা করেছেন ধন্যবাদ আপনাকে অনেক।

  • @poulamidey5145
    @poulamidey5145 3 роки тому +1

    সমৃদ্ধ হলাম।ধন্যবাদ আপনাকে।
    একটা অনুরোধ ছিল আপনার কাছে।শীতকালে কি কি গাছের dormancy আসে ও কিভাবে dormancy তে গাছকে রাখা উচিত সেটা নিয়ে একটা video দেখতে চাই।

  • @sapikulislam333
    @sapikulislam333 3 роки тому +15

    আপনার প্রতিটি ভিডিও কয়েকবার করে দেখি। দারুন উপস্থাপনা

  • @arupbasu5647
    @arupbasu5647 2 роки тому +2

    VERY INFORMATIVE AND KNOWLEDGEABLE UA-cam VIDEO FOR GARDENERS. I LIKE IT VERY MUCH..

  • @tapaskumargoswami1688
    @tapaskumargoswami1688 2 роки тому

    দারুণ দারুণ দারুণ। অনেক কিছুই শিখতে পেলাম। একেবারে হাতে কলমে শিখিয়ে দিলেন। খুব খুব ভাল লাগল। ভবিষ্যতে আরও অনেক কিছু শিখবার ইচ্ছা আছে আপনার কাছ থেকে। আমার কাছে মিরাকুলান গত 2020 থেকে রাখা আছে। তারপর আবার একটা কিনেছি, সম্ভবত তারও দিন শেষ হয়ে যাওয়ার সময় খুব কাছেই। কিন্ত জানতাম না কখন প্রয়োগ করতে হয়। স্যার আপনার ভিডিও টা আমাকে আজ অনেক কিছু শিখিয়ে দিল। নমস্কার নেবেন।

  • @satyabratadutta8578
    @satyabratadutta8578 3 роки тому +4

    Apnar VDO to Botany r class. Very much interesting as well as mind blowing. We Enriched . Thank you so much

    • @rajgardens
      @rajgardens  3 роки тому +1

      Thank you for this compliment

  • @boishakhitelecom6305
    @boishakhitelecom6305 3 роки тому

    অসাধারণ সুন্দর ভিডিও। আমি আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পেরেছি। সেই মতো বাগান করি। ভালো থাকুন সুস্থ থাকুন। আমাদের মতো নতুন বাগানিদের উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক দোয়া রইলো।

  • @ajayrakshit1453
    @ajayrakshit1453 2 роки тому

    আপনাকে অনেক ধন্যবাদ, আমার PGR এর উত্তর সাথে সাথেই দেওয়ার জন্য । আমি আপনার অনুকরণে গাছের প্রয়োজনীয় খাবার ও ঔষধ রেখেছি । স: খোল, নিম খোল, বাদাম খোল, হাড় গুঁড়ো, সিং চাঁচা, কোকিপিঠ, ভার্মি কম্পোস্ট, এপসম সল্ট, হাইড্রোজেন peroxide, stremeal, সাফ fungicide, নিম তেল, humic acid, seaweed gr, kaka, NPK 19-19-19, 0-52-34, 0-0-50, ভুল করে PGR booster 2,planofix এনেছি কারন ঐ দোকানে Miraculan পাইনি, পরে সুপার সোনাটা এনেছিলাম । আমার জবা, গোলাপ, টগর, বেলি আছে এবং আপনার ভিডিও দেখে কুন্দ ফুল এনেছি । একবার ভুল বসত booster 2 dose বেশি প্রয়োগ হওয়ার পরে গাছের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিলো । কয়েক দিন শুধু জল স্প্রে করার পর super sonata প্রয়োগ করে একটু ভালো লাগছিলো । কিন্তু এখন তো কুন্দ ফুল গাছ গুলো মরেই গেলো । sealdah বৈঠক খানা মার্কেট থেকে এনেছিলাম । এখন গাছে NPK 19-19-19, 0-0-50 সপ্তাহে স্প্রে বা গাছের গোড়ায় দি । সকালে নিয়মিত জল আর বিকেলে একদিন ছাড়া জল স্প্রে করে গাছ স্নান করিয়ে দি । আপনার বিজ্ঞান ভিত্তিক ভিডিও দেখতে ভালোই লাগে । আপনার সব ভিডিও আমার দেখা হয়েছে । খাতায় তো প্রচুর নোট লিখেছি । কিন্তু ভীষন গুলিয়ে যায় মাঝে মাঝেই ।

    • @ajayrakshit1453
      @ajayrakshit1453 2 роки тому

      আমার সব গাছ মিলিয়ে 100 টার বেশী গাছ আছে । ফল গাছে আমার খুব একটা আকর্ষণ নেই । তবুও কয়েকটা লঙ্কা, দুটো আম, দুটো লেবু, একটা স্ট্রবেরি, একটা পিয়ারা গাছ আছে । কোনো গাছেই ফল পাইনা । লঙ্কা গাছে কয়েকদিন পেয়েছি, তার পর সব চুপচাপ । মনটা খুবই খারাপ হয় । শারীরিক অসুস্থতার জন্য চাকরি ছেড়ে প্রায় 9 মাস বিছানায় কাটিয়ে আমার পুরানো শখ ফুল গাছ গুলো নাড়াচাড়া করছি ল অনেকদিন ওরা শুধু জল খেয়েই বেঁচে ছিল । মাঝে মাঝে যখন বাড়ি আসতাম তখন এক দুদিন একটু খাবার ওদের দিয়ে আবার চলে যেতাম । যদি কিছু ভালো টিপস গাছে ফুল আসার জন্য দেন, খুবই উপকৃত হব । আমার ফোন নং দিলে কি আপনার সুবিধা হবে জানাবেন । ধন্যবাদ ।

  • @sima.agartala
    @sima.agartala 3 роки тому

    Really bhishon upokaro tothoyo r uposthapona !! Darun!!. Srutimadhur

  • @mdrezaulkarim5066
    @mdrezaulkarim5066 2 роки тому

    অনেক কিছু শিখতে পারলাম। ধন্যবাদ।🇮🇳

  • @fahmidafarhana1026
    @fahmidafarhana1026 2 роки тому

    সুন্দর আর গুরুত্বপূর্ণ উপস্থাপনা। ভালো লাগলো। অনেক ধন্যবাদ।।।

  • @nabanitachatterjee9024
    @nabanitachatterjee9024 2 роки тому

    Apnar video guli vison upojogi r khub informative

  • @jayasreebhattacharyya2283
    @jayasreebhattacharyya2283 3 роки тому

    Onek kichu janlam khub upokari chad baganider jonnyo.thank you beta........mashima

  • @rajatchakraborty9922
    @rajatchakraborty9922 3 роки тому +1

    প্রত্যেকটা ভিডিও দেখি ও শিখি.. চেষ্টা করি গাছকে সুস্থ্য রাখতে

  • @rumasaha5210
    @rumasaha5210 3 роки тому +2

    আমাৱ খুবভালো লেগেছে।আপনাৱ পৱেৱ বিডিও ৱ অপেক্ষাতে আছি।🙏

    • @rumasaha5210
      @rumasaha5210 3 роки тому

      অনেক ধ্যনবাদ আপনাকে।আমাৱ একটা প্ৰশ্ন শামুক হতে গাছকে বাঁচাব কিভাবে?

  • @rinaroy2538
    @rinaroy2538 Рік тому +1

    Khub sundor Kotha 👍👍👍

  • @debjitbarman1763
    @debjitbarman1763 2 роки тому

    What a presentation.just love it.excellent research.সমৃদ্ধ হলাম ❤

  • @khagensingha8227
    @khagensingha8227 2 роки тому

    খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম, আপনাকে অনেক ধন্যবাদ, পরবর্তীতে আরো অনেক কিছু জানার অপেক্ষায় রইলাম,

  • @sreekumarbaur5489
    @sreekumarbaur5489 Рік тому

    অনেক কিছু জানতে পারলাম, অনেক ধন্যবাদ

  • @debasishInda
    @debasishInda 3 роки тому

    দারুন উপযোগী ও উপকারী ভিডিও। আপনাকে ধন্যবাদ। অনেক কিছু শিখলাম।

  • @mozammelhoque1783
    @mozammelhoque1783 2 роки тому

    সুন্দর লাগলো,
    বিশেষ করে উপস্থাপনা

  • @soumomondal8568
    @soumomondal8568 2 роки тому

    খুবই ভালো লাগলো আপনার এই পোস্ট টা, খুব উপকার হোলো,,,💖💖

  • @sarmisthalatua2191
    @sarmisthalatua2191 Рік тому

    Thank you Dada,,
    Amar lebu gache choto choto guti eseche.
    Apnar ei video ti khub kaje lagbe

  • @padmaray5031
    @padmaray5031 2 роки тому

    Asadharan presentation. Full information.

  • @simaghosh2165
    @simaghosh2165 3 роки тому

    খুব ভালো লাগলো আগে এতো কিছু জানতামই না। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন।

  • @sandipbera4439
    @sandipbera4439 3 роки тому

    যেমনটি হয়ে থাকে আপনার ভিডিও তেমনই তথ্যবহুল ও পরিপূর্ণ 🥰
    আগামী ভিডিওর অপেক্ষায় রইলাম।

  • @anirbanbiswas6125
    @anirbanbiswas6125 Рік тому

    আপনার কথা শুনলে আমার এক colleague , আমার ই এক co-officer এর কথা মনে হয়। একেবারে একই voice । যাই হোক , আপনার উপস্থাপনা খুব ভালো। এই ধরণের awareness video র speech এরকমই হওয়া উচিত । অনেক আগে radio তে কৃষি বন্ধু দের নিয়ে অনুষ্ঠান এ এভাবেই বলা হত। সাথে back ground , আমারই সব চেয়ে প্রিয় composition গুলো বাজছে । এই কারণেই একটি মনগ্রাহী অনুষ্ঠান যেন শুনছি - এই আনন্দ যেমন পাচ্ছি ,তেমনি গাছের পরিচর্যা র বিষয় তাও জানা হয়ে যাচ্ছে। 🥰🥰🥰 । 👍👍👍 একটা প্রশ্ন আছে । উত্তর দিলে বাধিত হব। crossandra । আমার 4 টি গাছ । অসাধারণ flowering পেয়েছি। মূল গাছ টির সব পাতা আপাত দৃষ্টি তে ধরতে পারছিনা এমন কারনে কুঁকড়ে গেছে , একটু yellowish ও বলা যায়। এখন দেখছি অন্য দুটি গাছ ও সেই দিকে যাচ্ছে। মিরাকুলান use করার পরিস্থিতি কি এগুলোই ? ব্যবহার করবো ?

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      মন্তব্যের জন্য ধন্যবাদ। crossandra গাছে মিরাকুলান use করার পরিস্থিতি হয়নি। সম্ভবত জল বেশি হয়ে যাচ্ছে। জল কম করে দিন। সম্ভব হলে, আমার ফেসবুক পেজ ফলো করুন, সেখানে crossandra গাছের ছবি পাঠান।

  • @TapasDas-qm7jk
    @TapasDas-qm7jk 3 роки тому

    তথ‍্য গুলো দেবার জন্য আপনাকে অনেক অনেক ধন‍্যবাদ

  • @shikhahalder1293
    @shikhahalder1293 3 роки тому

    ভীষণ ভালো লাগে আপনার ভিডিও গুলো ধন্যবাদ

  • @zumbabaura7035
    @zumbabaura7035 3 роки тому +1

    - অসাধারণ লাগলো আপনার ভিডিও গুলো!- কয়েকটা ভিডিও দেখলাম!- অসাধারণ বুঝিয়ে বলার ধরণ!- 🙂

    • @zumbabaura7035
      @zumbabaura7035 3 роки тому +1

      - বাংলাদেশ থেকে ভালোবাসা রইলো!- 💗

  • @KhaairulBashar-wv8sw
    @KhaairulBashar-wv8sw Рік тому

    উপকৃত হলাম।

  • @the_nomadicsoul
    @the_nomadicsoul 8 місяців тому

    Dorkar porlei apnar video gulo dekhi. Khub kajer.

  • @monwarbarlaskar1793
    @monwarbarlaskar1793 Рік тому

    Very important presentation with lovely voice,thank u dada

  • @biswajitdebnath1651
    @biswajitdebnath1651 3 роки тому

    Sir protibarer moto ebaro r ekta important information amader janno. Many many thanks Sir ❤❤👍👍

  • @sankarmondal4343
    @sankarmondal4343 2 роки тому

    খুব উপকারী ভিডিও দাদা
    অসংখ্য ধন্যবাদ আপনাকে

  • @ashokmajhi221
    @ashokmajhi221 2 роки тому

    দাদা আপনার ভিডিও দেখে ভীষণ সমৃদ্ধ হলাম। এখন আমার একটি সমস্যা জানাচ্ছি। আমার একটি ভিয়েতনামি ও একটি থাইল্যান্ড ভ্র্র

    • @ashokmajhi221
      @ashokmajhi221 2 роки тому

      আমার একটি থাইল্যান্ড ও একটি ভিয়েতনামি জাতের ছোটো আমগাছে পত্রমুকুলগুলি পুড়ে যাওয়ার মত হয়ে সুকিয়ে যাচ্ছে।কারণ কি? সমাধান কি?

  • @arpitadas4691
    @arpitadas4691 3 роки тому

    দারুন সব তথ্য পেলাম। ধন্যবাদ আপনাকে

  • @ranjanbhaduri8532
    @ranjanbhaduri8532 Рік тому

    আপনার সবগুলো ভিডিও আপনি এত সুন্দর describe করেন সেটা খুব মনগ্রাহি এবং কাজের । একটা পরামর্শ চাইছি, লেবুগাছের পাতাগুলো পোকায় খেয়ে ফেলছে, কি করবো ?

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      কীটনাশক স্প্রে করুন।

  • @Sparta462
    @Sparta462 11 місяців тому

    অনেক কিছু জানলাম। ধন্যবাদ দাদা।

  • @vilove17
    @vilove17 2 роки тому

    এক কথায় অপুর্ব।

  • @bindurrokomariranna
    @bindurrokomariranna 3 роки тому

    খুব সমৃদ্ধশালী এবং তথ্য বহুল VDO. অনেক কিছু জানতে পারলাম।
    আমার মাটিতে দুই টা আম গাছ আছে।মুকুল আসার আগে এবং কোন মাসে কি রকম সার এবং কিরকম পরিচর্যা করতে হবে জানালে খুবই উপকৃত হব।
    আমি আপনার VDO নিয়মিত দেখি এবং খুবই উপকৃত হৈ।🙏

    • @rajgardens
      @rajgardens  3 роки тому

      আপাতত এই মুহূর্তে কোন সার দেওয়ার প্রয়োজন নেই। এই নিয়ে বিস্তারিত ভিডিও করার ইচ্ছে আছে। সঙ্গে থাকুন।

  • @nabakumarmahato9295
    @nabakumarmahato9295 3 роки тому

    অনেক অনেক ধন্যবাদ আপনাকে 🙏👍 from purulia

  • @susmitachakraborty2044
    @susmitachakraborty2044 3 роки тому

    Onek kichu shikhlam ajker video theke

  • @dutta5969
    @dutta5969 Рік тому +1

    দাদা, Miraculan আর Super Sonata কি একই রকম কাজ করে? আর Super Sonata কি সব গাছে দেওয়া যায়?
    দয়াকরে যদি জানান তবে উপকৃত হব। ধন্যবাদ।

  • @jayshreekirtania3891
    @jayshreekirtania3891 3 роки тому +1

    Excellent vedio

  • @marybose2929
    @marybose2929 2 роки тому

    Khub vlo help pai apnar video

  • @amarchadbagan8667
    @amarchadbagan8667 2 роки тому

    খুব সুন্দর সেয়ার ভালো লাগলো

  • @md.nazmulislammilky8080
    @md.nazmulislammilky8080 11 місяців тому

    দাদা, আপনার ভিডিও টা দেখে খুব ভাল কিছু জানতে পারলাম। একটা প্রশ্ন ছিল, আমার ছাদ বাগানে থাই কামরাঙ্গা গাছে প্রচুর ফুল আসছে। এখন প্রচুর ফুল ও কিছু গুটি ঝড়ে যাচ্ছে। এই অবস্থায় মিরাকুলার স্প্রে করলে কোন প্রবলেম হবে কিনা? আমি ২ মাস আগে মিরাকুলার স্প্রে করেছিলাম। অনুগ্রহ করে কিছু সাজেশন পেতে পারি?

    • @rajgardens
      @rajgardens  11 місяців тому

      হ্যাঁ ,স্প্রে করুন।

  • @bismillahprinting686
    @bismillahprinting686 8 місяців тому

    ধন্যবাদ আপনাকে

  • @shirinislam4039
    @shirinislam4039 2 роки тому

    dada apner video onk valo lage...khub sundr vabe bujiye bolen....amr peara...dalim...gache choto koli aseche...akhn ki apsom slt spary kora jabe?????

  • @sajaldatta8643
    @sajaldatta8643 2 роки тому

    খুব ভালো লাগলো আপনার ভিডিও।

  • @dipudas3122
    @dipudas3122 2 роки тому +1

    খুব সুন্দর স্যার

  • @ananyasweekendgardening2105
    @ananyasweekendgardening2105 3 роки тому

    খুব ভালো লাগলো ভিডিও দেখে, তবে আমি যেহেতু সপ্তাহে একটি দিন ই সময়পাই তাই সিলেক্টেড কিছু fertilizer, home made fertilizer, insectiside দিযে আমার বাগান পরিচার্য করি।
    আপনার উপস্থাপনা সুন্দর, আপনাকে অনেক ধন্যবাদ।

  • @ARJUNDAS-kr3kw
    @ARJUNDAS-kr3kw 3 роки тому

    আপনার এই ভিডিও টি দেখে খুবই সমৃদ্ধ হলাম।।।
    একটা প্রশ্ন-জবা গাছের কাটিং থেকে চারা করেছি, প্রায় ২০-২৫ দিন হলো ১.৫"-২" শাখা বেরিয়েছে,এখন কী ম‍্যাগনেশিয়াম সালফেট দেওয়া যাবে? আর দিলে কতটা পরিমান দিব।অনুগ্রহ করে জানাবেন।অপেক্ষায় রইলাম।।।ধন‍্যবাদ।।।

    • @rajgardens
      @rajgardens  3 роки тому

      দেওয়া যাবে। হাফ চা চামচ 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করুন সেইসঙ্গে গোড়ায়ও খানিকটা দিতে পারেন।

    • @ARJUNDAS-kr3kw
      @ARJUNDAS-kr3kw 3 роки тому

      @@rajgardens ধন‍্যবাদ।।।

  • @shayantandey552
    @shayantandey552 3 роки тому

    Video te upokrito to holam e ❤🤎💜💙💚💛🧡.video er editing ta o darun 👌. Next video ta khub joldi chai 🧡💛💚💙💜🤎❤🇮🇳

  • @hmisrafil3901
    @hmisrafil3901 Рік тому +2

    কীটনাশক সাথে কি স্প্রে করা যাবে

  • @satyajitchowdhury179
    @satyajitchowdhury179 3 роки тому

    পরবর্তী ভিডিও র অপেক্ষা তে রইলাম।

  • @cowfan5176
    @cowfan5176 2 роки тому

    Sotti Dada jemon apni great temon apnar video gulo o double great

  • @binoymukherjee6843
    @binoymukherjee6843 Рік тому

    আপনার ভিডিওভালো লাগে ।আমার কিছু এলাচ গাছ চার ফুট কিনতু ফুল ফল দেখা নেই ।কি করা যাইএকটু যদি বলেন তাহলে খুব উপকার হয়।

  • @mobilecare414
    @mobilecare414 3 роки тому

    এক কথায় অসাধারণ তথ্য

  • @muhammadhossaingdesigner
    @muhammadhossaingdesigner Рік тому

    very helpful, many many thanks, we want more videos with hormones info.

  • @abdullahalmamun8785
    @abdullahalmamun8785 Рік тому

    ধন্যবাদ ভাই ভালো থাকবেন

  • @damodardas4876
    @damodardas4876 2 роки тому

    খুব।ভালো

  • @helpstudy123
    @helpstudy123 2 роки тому

    খুব উপকারী ভিডিও 👌

  • @kunalmukherjee5284
    @kunalmukherjee5284 3 роки тому +1

    Ashadharan👍 ❤❤

  • @theshiduzzamanlegacy
    @theshiduzzamanlegacy 2 роки тому

    👍👍👍 দেখার মতো ভিডিও ❤️❤️❤️✅

  • @MoinulIslamOvi
    @MoinulIslamOvi Рік тому

    অসাধারণ দাদা ধন্যবাদ

  • @samirsamanta8931
    @samirsamanta8931 Рік тому

    খুব সুন্দর

  • @subhojitmondal3938
    @subhojitmondal3938 3 роки тому +1

    Khub valo bojalan
    Ar editing gulo balo

  • @samaptikar8287
    @samaptikar8287 3 роки тому

    Asadharon laglo

  • @BharatiMazumder-j2c
    @BharatiMazumder-j2c 10 місяців тому

    Planofix er kaj ki kisher jonno use Kora hobe? Phool and fruits e ki bhabe Debo?

  • @k.k.chakraborty5132
    @k.k.chakraborty5132 2 роки тому

    Very useful information.Thanks

  • @Bapihalder1
    @Bapihalder1 3 роки тому

    অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ জানাই দাদা 🙏

  • @chandanbanerjee9349
    @chandanbanerjee9349 Рік тому

    Apnar video gulo khubi sundor. Amar akta ? Chilo.
    Narkel gache ebar amr choto choto narkel dhorche, abar pore kache. Ami jante chi, gacer sikor kete plastik a kore ki medicine daya hoi.& koto parcentas kore? Please reply. Than Thanku 🙏

  • @bashiruddin7879
    @bashiruddin7879 3 роки тому

    অসাধারণ তথ্য পূর্ণ ভিডিও। খুবই ভালো লাগলো।
    পেস্টিসাইড ব্যবসা সম্পর্কে ধারণা দিন । কলকাতাতে পেস্টিসাইডের র-ম্যাটেরিয়াল এক্সপোর্টার দের সম্পর্কে জানাবেন। উদ্যোক্তা হিসেবে পেস্টিসাইড রি -প্যাকিং এর ব্যবসা সম্পর্কে ধারনা পেতে চাই।

  • @mahiduzzaman6058
    @mahiduzzaman6058 3 роки тому

    OK দাদা ভালো থাকবেন।

  • @aditya22290
    @aditya22290 2 роки тому

    Very nicely explained, it is something new subject.Could learn a lot.

  • @madhurimajumder1109
    @madhurimajumder1109 3 роки тому

    খুব ভালো লাগলো দাদা ।দাদা আমার কুল গাছে এখন ফুল ভর্তি কিছু গুটি হয়েছে একবার মিরাকুনাল দিয়েছি একবার sewweed দিয়েছি এখন ফুল থাকা অবস্থায় মাটিতে সার দেওয়া যাবে।

    • @rajgardens
      @rajgardens  3 роки тому

      বর্ষার পর গাছে সার দেবেন

  • @NatureAnimalVideosandVlogs9
    @NatureAnimalVideosandVlogs9 3 роки тому

    Kub Valo hoyecha video ta ♥️

  • @parimalkar5969
    @parimalkar5969 Рік тому

    ভালো লাগলো

  • @shubhamchakraborty1410
    @shubhamchakraborty1410 6 місяців тому +1

    Golap gache miraculan er poriborte Bayers planofix dewa jabe?🙏

    • @rajgardens
      @rajgardens  6 місяців тому +1

      এখন কিছুই দেয়ার দরকার নেই, কারণ গোলাপের সিজন প্রায় শেষের দিকে।

    • @shubhamchakraborty1410
      @shubhamchakraborty1410 6 місяців тому +1

      ​​@@rajgardens seta jani sir. Ami just jiggesh korchi je Miraculan er poriborte ki planofix dewa jabe?...amader edik tay miraculan ek prokar paoa jay na bollei chole... I'm from Assam.

  • @humayankabir7077
    @humayankabir7077 2 роки тому +1

    দাদ শুভেচ্ছা নিবেন।আমি বাংলাদেশ থেকে দেখছি।একটা পরামর্শ দিলে খুশি হতাম,ন্যপথাইল এসিটিক এসিড এবং জিব্রোলিক এসিড একসাথে লঙ্কা গাছে স্প্রে করা যাবে কি?

    • @rajgardens
      @rajgardens  2 роки тому +1

      যেকোনো একটা প্রয়োগ করুন।

  • @subhendumo2619
    @subhendumo2619 Рік тому

    Amarkache akta PGR royeche " Phytohormones with GA2" etar sathe ki Miraculan Use korajabe ?

  • @tenduplepcha4557
    @tenduplepcha4557 2 роки тому

    Liked much kindly advice at orange culture too which are suffering in hilly region.

  • @sabujephera2680
    @sabujephera2680 3 роки тому +1

    Sir plant growth regulator আর plant growth promoter এর পার্থক্য কি please বলবেন

    • @rajgardens
      @rajgardens  3 роки тому

      বিশেষ কোনো পার্থক্য নেই। বিস্তারিত জানতে পরের ভিডিও আপনাকে দেখতে হবে। কিছুদিন ওয়েট করুন।

  • @subhajit2084
    @subhajit2084 3 роки тому +2

    ও দাদা মানিপ্লান্ট গাছ নিয়ে একটি ভিডিও করুন প্লিজ

  • @mdjaliljui
    @mdjaliljui 3 роки тому

    খুব উপকার হল আমার

  • @arupbasu5647
    @arupbasu5647 2 роки тому +1

    MIRACULAN, PLANOFIX, FLORA WHICH IS THE BEST FOR HIBISCUS PLANT? DOSAGE AND FREQUENCY..

  • @sobujerovijan
    @sobujerovijan 3 роки тому

    Pune variety papam Chandra mallika ak mas hoyeche mirakulen ki pryog korbo?ai gacher kivave jatna Nile prachur full have January mase please bolun.

  • @agricultureandlife9124
    @agricultureandlife9124 2 роки тому

    ড্রাগন ফলের গাছে ফুল ফল ও কুঁড়ি অবস্থায় কী মিরাকুলান ব্যবহার করা যাবেন দাদা।

  • @suniljha3939
    @suniljha3939 3 роки тому +1

    Sir planofix ta ki Miraculam r motho uss korbo... Same

    • @rajgardens
      @rajgardens  3 роки тому +1

      হ্যাঁ করতে পারবেন

  • @amgadhosen4599
    @amgadhosen4599 3 роки тому

    আমি বাংলাদেশ থেকে বলছি,ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও আমাদের উপহার দেওয়ার জন্য,আমার এক আঙ্গুর গাছে প্রুনিং করার পরেও নতুন কুশি বের হোয়ে যায় ফুল আসেনা গাছের বয়স 2 বছর আপ গাছের গ্রোধ অনেক সুন্দর বছরে দুইবার করে প্রুনিং করি কিন্ত ফুলের দেখা পাচ্ছিনা আমি কালটার দিতে চাই কিন্ত কখন কিভাবে দিবো বা এর কোনো সমাধান যদি আপনার জানা থাকে তাহলে দয়া করে বলবেন প্লিজ,অথবা আঙ্গুর বিসয়ে একটা ভিডিও বানানোর জন্য বিশেস ভাবে আপনাকে অনুরোধ করা হোলো

    • @rajgardens
      @rajgardens  3 роки тому

      ভালো জাতের গাছ হলে এতদিনের ফল এসে যাওয়ার কথা। যাই হোক আর কিছুদিন ওয়েট করুন এবং সঠিকভাবে পরিচর্যা করুন। গোড়ায় NPK যুক্ত মিশ্র জৈব সার দিন। পিজিআর কাল্টার দিতে চাইলে 2-3ml/লিটার জলে মিশিয়ে স্প্রে করুন এবং গোড়ায় খানিকটা দিয়ে দিন। মাসে দুবার।

  • @43chanu
    @43chanu 11 місяців тому

    What about using PLANOFIX? Especially for various Mango plants in POT. Should I use MIRACULAN or PLANOFIX?

    • @rajgardens
      @rajgardens  11 місяців тому

      No needua-cam.com/video/OiXENUaTfE8/v-deo.htmlsi=9p86jD8fSnsf0mA3

  • @IsmailHossain-fh1to
    @IsmailHossain-fh1to 2 роки тому

    আমার বাগানে ছোট ছোট মাল্টা এবং কমলা গাছ লাগিয়েছি। সব মিলে মাত্র চারটি। এসব গাছে ডাল কম অর্থাৎ ঝোপালো না। ইচ্ছে করেই সোজা ডাল রেখে বাকি ডালগুলো কেটে দিয়েছি। গাছগুলোর উচ্চতা দুই থেকে তিন ফিট এর মধ্যে। গাছগুলোর বয়স দুই বছর। এখন আমার জানার ইচ্ছা হলো গাছে ফ্লোরা ব্যবহার করতে পারব এবং প্রয়োগ এর নিয়ম?

  • @asrafulalam1025
    @asrafulalam1025 2 роки тому

    Dada amar lebu gache phool aschena.teen bochor holo boyesh. Culter use korle upokar hobe?

  • @kawsaramirza6960
    @kawsaramirza6960 Рік тому

    Thanks dada