ইস্ট ছাড়া বাসায় নানরুটি গ্যাসের চুলায় ২০ মিনিটে বাতাসের মতো তুলতুলে Home Made Naan Roti Gas Stove
Вставка
- Опубліковано 7 лют 2025
- কড়াই চিকেনের সহজ ও কুইক রেসিপিঃ👉 • কড়াই চিকেন শফিক ভাই চ...
How to make self-raising flour:
Just add 2 teaspoons of baking powder for each / per/ cup of plain flour. Sift the flour and baking powder together into a bowl before using.
You can use All purpose flour, plain flour even Atta for makig Naan Bread
ময়দা বিষয়ক তথ্যাবলীঃ-
Self-Raising ময়দা পাওয়া না গেলে নরমাল ময়দার সাথে বেকিং পাউডার মেশালেই চলবে। মেশানোর নিয়মঃ প্রতিকাপ ময়দার সাথে ২চা চামচ বেকিংপাউডার মেশাতে হবে। অর্থাৎ ৪ কাপ ময়দার সাথে ৮চা চামচ বেকিং পাউডার মেশাতে হবে।
তাওয়া বিষয়ক তথ্যাবলীঃ-
লোহার তাওয়া না থাকলে তুলনামূলকভাবে মোটা নরমাল এলুমিনিয়ামের তাওয়া হলেও চলবে।
আবার পুরাতন ননষ্টিকি ফ্রাইংপ্যান যেটার ননষ্টিক কোটিং উঠে গেছে সেটা হলেও চলবে।
USA or UK তে বড় Grocery Shops এ এই তাওয়াগুলো পাওয়া যায় Online থেকে কিনতে চাইলে eBay অথবা Amazon এ Roti Tawa লিখে Search করলে পাবেন।
চ্যানেলে প্রচারিত ভিডিও গুলো Facebook Share করে ছড়িয়ে দিন এবং চ্যানেলে প্রচারিত ভিডিও গুলো ভাল লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ আমাদের Channel টি Subscribe করার জন্য।
৩ দিনের জন্য পাহাড় সমুদ্রে হারিয়ে গেলাম!
Part-1 : • ৩ দিনের জন্য পাহাড় সমু...
Part-2 : • বিলেতের যুক্তরাজ্যের স...
বহুল প্রতীক্ষিত শফিক ভাইয়ের স্পেশাল কাচ্চি বিরিয়ানীর রেসিপি লিঙ্কঃ:👉 • শফিক ভাইয়ের শাহী কাচ্...
শফিক ভাইয়ের হাতের বিলেতী মুরগীর দেশী স্টাইলে রোষ্ট রেসিপি লিঙ্কঃ👉 • বিয়ে বাড়ির স্বাদে চিক...
বাপ বেটির মজার ঝটপট HiFi নাস্তার রেসিপি Belgian Waffle Making Recipe:👉 • বাপ-বেটির মজার ঝটপট Hi...
আপনাদের প্রত্যেকের সব কমেন্টই আমরা খুব মনোযোগ দিয়ে পড়ি ও বোঝার চেষ্টা করি, সময়ের অভাবে উত্তর দিতে একটু দেরি হলে প্লিজ মন খারাপ করবেন না। এক এক করে ইনশাআল্লাহ সবার উত্তর দিব।
আমাদের এই উদ্যোগ গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদেরকে আরও উৎসাহ দেওয়ার জন্য Please আমাদের চ্যানেলটা suscribe করবেন এবং একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না।
বিলেত বিলাসে পরিবারের সাথে একটি ঈদ কাটালাম, দুই বোন মিলে রান্না করলাম গোলাপ বাগানের ভিডিও Eid Vlogs : • বিলেত বিলাসে পরিবারের ...
মাটির চুলা তৈরী করে বিদেশের বাড়িতে গ্রামীন পরিবেশে রান্নার আয়োজনঃ • DIY Making portable Cl...
গুরুত্বপূর্ণ টিপস সহ শীতেরদেশে চারা Harden off করে বাগানে দেয়ার প্রস্তুতি Feels Like Temp, Last Frost Date • গুরুত্বপূর্ণ, শীতেরদেশ...
লাউ-এর চারা তৈরির সময় বীজের খোসা উপরে উঠে আসা কিভাবে রোধ করা যায়ঃ • লাউ-এর চারা তৈরির সময় ...
শীতপ্রধান দেশে শখের বাগানের উচ্চফলনের জন্য পটিং সয়েল তৈরীর কী ফর্মুলাঃ • পটিং সয়েল তৈরীর রেসিপি...
ইংল্যান্ড-এ শখের বাগানে টবে বক্সে খুব সহজে লাল শাক চাষঃ • ইংল্যান্ডে শখের বাগানে...
ঠান্ডা অঞ্চলে টবে শখের বাগানে চিকন লম্বা বেগুন ফলানোর রহস্যঃ • ঠান্ডা অঞ্চলে টবে শখের...
ঠান্ডা অঞ্চলের শখের সবজি বাগান নিয়ে খোলাখুলি আলোচনা ও গুরুত্বপূর্ণ টিপসঃ • ঠান্ডা অঞ্চলের শখের সব...
ইংল্যান্ড-এ সারাবছর নিজের বাগানের লালশাক পুঁইশাক খাওয়ার ব্যাবস্থাঃ • সারাবছর বাগানের লালশাক...
ইংল্যান্ড-এ দেশীয় স্টাইলে নারকেলের মালা দিয়ে ডাল তোলার ওড়ন চামচ তৈরী করলামঃ • ইংল্যান্ডে দেশীয় স্টাই...
#cooking_vlog #waffle #uklife
Self-Raising ময়দা পাওয়া না গেলে নরমাল ময়দার সাথে বেকিং পাউডার মেশালেই চলবে। মেশানোর নিয়মঃ প্রতিকাপ ময়দার সাথে আধা টেবিল চামচ বেকিংপাউডার মেশাতে হবে। অর্থাৎ ৪ কাপ ময়দার সাথে ২ টেবিল চামচ বেকিং পাউডার মেশাতে হবে।
I m using all purpose flour....will this be ok
জ্বী আপু all purpose flower এর সাথে baking powder পরিমান মত দিলেই হবে
@@DinaTinyworld u6
@@shyamolighosh1611 :
@@DinaTinyworld . Guddl
দারুণ টেকনিক । সত্যি ভাইয়ার জবাব নেই । মুগ্ধ একেবারে। আমি সব দেখে রাখছি শীত এলেই সব একে একে ট্রাই করবো এবং অবশ্যই আমার ছাদ বাগানে । থ্যাংকস তানজিনা আপু এবং ভাইয়া জী ।😍😍🙏
💕💖অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু
ধন্যবাদ তানজিন আপু এবং শফিক ভাইকে খুব ইজি ওয়েতে ''শফিক ভাই স্পেশাল নানরুটি''র রেসিপি শেয়ার করার জন্য 👏👏👏
নানরুটির জন্য কুশন বানানোর আইডিয়া দারুন! রান্নার ক্ষেত্রে ভাইয়ার পারদর্শীতা দেখে মনে হয় বিশ্বের বড় বড় শেফদের থেকে শফিক ভাই কোন অংশে কম নয়। বিলেতের আবহাওয়াতেও সুন্দরভাবে সবজি, ফুল, ফল উৎপাদন ও সেই সাথে মোটামুটি প্রত্যেকটা গাছের পরিচর্যা, ফসল উত্তোলনের ব্যাপারে নিজের অভিজ্ঞতা এবং জ্ঞান দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করছে। এর আগেও দেখেছি নারকেলের শক্ত অংশ দিয়ে চামচ, তিতি মামুনির ঘরের জন্য পুরনো ড্রেসিং টেবিল দিয়ে সুন্দর বুকশেলফ সহ ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র বানাতে। মোট কথা তার কাজের হাতের কাজের দক্ষতা, নিপুণতা দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। তানজিন আপুসহ বাচ্চাদের সাথেও চমৎকার বন্ডিং মনে হয়েছে। সবশেষে শফিক ভাইয়ের কথা মনে পড়লেই সর্বপ্রথম একটা শব্দই আমার মাথা আসে, "শফিক ভাই অলরাউন্ডার"
অনেক অনেক ভালোবাসা আপু, ভাইয়া, তিতি মামুনি ও তীর্ণ বাবাইয়ের জন্য ❤️❤️❤️❤️
আপু আপনার নামটি এবং যেভাবে কথা বলেন তাতে মনে হয় আপনি আমাদের পূর্ব পরিচিত। আপনি কি আর্কিটেক্ট? আপনাকে কি আমরা আগে থেকেই চিনি, একটু বলবেন প্লিজ।
মনে অনেক প্রশান্তি লাগে যখন শুনি আপনারা মনোযোগ দিয়ে আমাদের ভিডিও দেখেন, আমাদেরকে ভালোবাসেন এবং অপেক্ষা করেন নতুন ভিডিওর জন্য। দোয়া করি ভাল থাকবেন ইনশাআল্লাহ । 😍😍😍😍
@@BelethBilash আপু আমি মাত্র পড়াশোনা শেষ করে জবের জন্য পড়াশোনা করছি। আমি আপনার থেকে অনেক ছোট, বলতে পারেন আমি আপনার ছোট বোনের মতো। আমাকে নাম ধরে ডাকলে অনেক খুশি হবো এবং সম্বোধন শব্দটা যদি 'তুমি' হয় তবে আমার আরও ভালো লাগবে।
আমি সর্বপ্রথম বিলেত বিলাসের পরচিত হই শাহনাজ শিমুল আপুর মাধ্যমে। আপুর প্রতি আপনাদের আন্তরিকতা এবং আথিতেয়তা আমাকে মুগ্ধ করে। রান্না ততটা না পারলেও রান্নার ব্যাপারে আমার প্রচুর আগ্রহ আছে বলতে পারেন। শফিক ভাই প্রত্যেকটা রান্নার খুঁটিনাটি যেভাবে শেয়ার করেন তা আজ পর্যন্ত কোন কুকিং চ্যানেলেও দেখিনি। আর প্রথম এবং প্রধান আকর্ষণ হচ্ছে তীর্ণ বাবাই, তার কথাগুলো ও সকল কার্যক্রম মাশআল্লাহ।
শিমুল আপু, ইতি আপু এবং আপনাদের ভ্লগের একটা বিশেষত্ব আছে ; প্রত্যেকটা ভ্লগে নতুনত্ব খুঁজে পাই যা আমার কাছে কখনোই একঘেয়ে লাগেনি। আপনাদের প্রতি যে ভালো লাগা তৈরি হয়েছে তা আসলে নির্দিষ্ট কিছু শব্দ বা বাক্য দিয়ে প্রকাশ করাও সম্ভব না৷ ব্যক্তিগতভাবে আমার মনে হয় আপনাদের এত এত গুণ তা কমেন্টে খুব কমই প্রকাশ করা যায়। আমি আগে নিয়মিত কারো ভ্লগ না দেখলেও এখন চেষ্টা করি।
আপু লিখতে লিখতে অনেক বড় করে ফেললাম। আমার উদ্দেশ্যে আপনার সুন্দর রিপ্লাইয়ের অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। তীর্ণ ও তিতিকে আমার ভালোবাসা দিয়েন। ভাইয়া এবং আপনার সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ।
আপু তোমার কমেন্ট সবসময় খুব ভালো লাগে, বয়সে ছোট হলেও তোমার কথা এবং চিন্তা ভাবনার বহিপ্রকাশ খুব সুন্দর, আর তিতি আর তীর্ণর যন্য তোমার ভালোবাসা প্রায় প্রতিটা কমেন্টে থাকে😍 তাই চিন্তা করছিলাম আমাদের পূর্ব পরিচিত একজন রুমাপা ছিলেন তিনি কিনা🥰।আমরা খুব সাধারন মানুষ তারচেয়েও সাধারন হয়তো, আমাদের জীবন যাপন। সেটারই কিছুটা তুলে ধরি, এখনো ভালো ভাবে পারিনা কারন নতুন হিসেবে অনেক কিছু শিখছি… তোমাদের এই সুন্দর কথাগুলো মনে সাহস যোগায়। সবসময়💕। অনেক ভালোবাসা আর দোয়া রইলো তোমার সুন্দর কেরিয়ার আর সুখী জীবনের জন্য💖
@@BelethBilash আন্তরিক ধন্যবাদ আপু 🥰
So beautiful shareing khub sundor recipe ta
মাআশাল্লাহ,, বিলেত বিলাস যতই দেখছি ততই প্রেমে পড়ে যাচ্ছি।।
আপু মনে অনেক প্রশান্তি লাগে যখন শুনি আপনারা মনোযোগ দিয়ে আমাদের ভিডিও দেখেন, আমাদেরকে ভালোবাসেন এবং অপেক্ষা করেন নতুন ভিডিওর জন্য। দোয়া করি ভাল থাকবেন ইনশাআল্লাহ । 😍😍😍😍
@@BelethBilash a
মাশাল্লাহ
আপনার বুদ্ধি দেখে অবাক ও মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি আপনার একজন ফ্যান হয়ে গেলাম।প্রথমে আপনাদের বাগান দেখে হয়ে ছিলাম ।এখন রান্না এবং নান রুটি বানাবার কুশন দেখে অবাক হয়েছি
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সময় করে আমাদের ভালোলাগাগুলোকে সম্মান করে উপভোগ করার জন্য। 😍😍😍😍
অসাধারণ! ভালো রান্না করতে পারা কী যে আনন্দের তা রাঁধুনী মাত্রই জানেন। কে ভাই আপনি, এতো সুূন্দর নান রুটি বানালেন? নিশ্চয়ই আপনি আরও অনেক সুন্দর সুন্দর রান্না জানেন! এতো মগ্ন হয়ে রান্না দেখছিলাম যে, সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছিলাম। ইনশাআল্লাহ আপনার রান্না আবার দেখব। ভালো থাকবেন।
আপু মনে অনেক প্রশান্তি লাগে যখন শুনি আপনারা মনোযোগ দিয়ে আমাদের ভিডিও দেখেন, এত এত প্রশংসাসূচক কথা বলেন, কেউ কেউ আমাদেরকে সম্মান দেখানোর জন্য রেসিপিগুলো নিজেরা বানিয়ে ট্রাইও করেন, আমাদেরকে ভালোবাসেন এবং অপেক্ষা করেন নতুন ভিডিওর জন্য। দোয়া করি ভাল থাকবেন ইনশাআল্লাহ । 😍😍😍😍
111111
@@BelethBilash by
আসসালামু আলাইকুম ভাইয়া আপু আপনার রেসিপি খুব ভালো লাগলো মাআশাল্লাহ সত্যি ভাইয়া খুব সুন্দর করে উপস্থাপনা করেন আপনাদের রেসিপি দেখে টু জেড সব কিছু শেখা যায় অসংখ্য ধন্যবাদ ❤️❤️❤️👌👌
Thank you so much ☺️
সুন্দর হয়েছে নান রুটি ❤
এত ভালো ত কোনো কুকিং চ্যানেল এও দেখিনি 🥰
💕অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে
Assalamu alaikum amar nam najma Ami murshidabad theke. Aj ami ei video ti dekhe ei channel ti subscribe korlam thank you for read my comment
অসংখ্য ধন্যবাদ আপনাকে 💗💝💕
আপু বিরুস্টের রেসিপি দিয়েন দয়া করে আমি নতুন আপনার ভিডিও দেখি আমার খুব ভালো লাগে আপনাদের
বিরুস্ট কি জিনিস ? বুঝতে পারছি না ভাই ????
Monorom poribese darun sob ranna.... r osadhoron poribesona.... sotti prosongsoniyo..... du joner jonno onek onek shuvokamona...
আস্সালামু আলাইকুম আপু অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য ভিতর থেকে দোয়া করি। ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের জন্যও দোয়া করবেন। 😍😍😍❤️❤️❤️❤️
নান বানানো জন্য জিনিসটা তৈরি করা দেখানোর জন্য ধন্যবাদ ।
ভাই অনেক গুণী👌👌
আপা আপনার কপাল খুব ভাল এমন একজন শেইফ হাসবেন্ড পেয়েছেন বিদেশ বিভুইয়ে। এক হাতে কাজ করতে করতে জীবন টাই বরবাদ হয়ে গেল, শুভেচ্ছা নিরন্তর। আমেরিকা থেকে লিখছি।
খুব সুন্দর মাশাআল্লাহ 😍
এক কথায় অসাধারণ 😍😍
ভালো থাকবেন সবাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের ভালোলাগাগুলোকে সম্মান দেখিয়ে উপভোগ করার জন্য। 😍😍😍😍
Apnara onak soukhin manus onak gucano type onak valo lagy icca kory apnadar Garden taiii akdin gury asi amiooo UK thaki
অনেক অনেক ধন্যবাদ আপু, আপনাদের সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের জন্যও দোয়া করবেন। 😍😍😍❤️❤️❤️❤️
আসসালামু আলাইকুম। আজই প্রথম পরিচিত হলাম আপনাদের চ্যানেলের সাথে এবং প্রথম দিনেই
অসম্ভব ভালো লাগলো।
আমি আপনাদের এলাকার প্রতিবেশী জেলা নাটোরের।
অসংখ্য ধন্যবাদ, নান তাওয়ায় দেবার জন্য,এতো চমৎকার একটা জিনিষ শিখিয়ে দেবার জন্য।
শুভকামনা ভাইয়া, আপু কে।
আসসালামু আলাইকুম ৩টা পদ্ধতি দারুণ 👍
Jinious Manush Shafiq bae.ñiceblogs
আঙ্কেল থার্ড পদ্ধতি টা ভালো for sure..আমার জন্য
খুব সহজেই আপনার কাছে নান বানানোর পদ্ধতি শিখলাম
Dada eto sundar nan banalen kub valo laglo ami india teke bolchi
অনেক ধন্যবাদ দিদি 😍 কোলকাতা আমার পছন্দের শহরের মধ্যে অন্যতম। ভালো থাকবেন। 😍😍😍
Ami apnader channel e notun but onek kisu shikar ase MashaAllah ❤keep up the good work 👏 👍apu and bhaiya
ভাইয়ার কাজ দেখলে মেয়ে হয়ে আমারই লজ্জা লাগে, এতো ধ্যর্য মাশাআল্লাহ, আর সব কাজ এতো গোছানো, আল্লাহ আপনাদের ভালো রাখুক❣️❣️❣️
😍আলহামদিলিল্লাহ দেয়া করবেন আমাদের জন্য 💕
Is is a exception cooking program because here cooking is going on with scientific explanation
খুব ভালো হয়েছে।
আপনাদের রান্না, বাগান, আচার - ব্যবহার,উপস্থাপনা সবকিছুই অনেক সুন্দর! খুব ভালো লাগে ' বিলেত বিলাস 'ব্লগ। আপু আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।
Thank you so much, ভালো থাকবেন 💕
Osombhob bhalo sikhhok apni bhai, ro onek kichu sekhar abdar roilo.....
দুজনের কথা বলাটা খুব ভালো লাগলো
অসংখ্য ধন্যবাদ
আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভাল আছেন নাইস ভিডিও মাশাল্লাহঅসাধারণ ভিডিও😊😊 শেয়ার করার জন্য ধন্যবাদ
Thanks dear sister
MASHALLAHA KUB VALO LAGLO APU
দারুন আইডিয়া
আমি শফিক ভাইয়ের ভক্ত হয়ে গেলাম। ভাই বাংলাদেশে আসেন। আমার জেলা কুমিল্লায়। আমি আপনার হাতের রান্না খেতে চাই।
অসংখ্য ধন্যবাদ আপনাকে💗
মাসা আল্লাহ আপু ও ভাইয়া সব সময় অনেক সুন্দর করে বুঝিয়ে বলেন। যদি কেউ কোনো দিন রান্না করেনি, সে ও ইজি ভাবে পারবে।
আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে 😍
MaShaaAllaah, perfect naan,
ওয়াও...😅দারুন আইডিয়া
অসংখ্য ধন্যবাদ 💝
Alhamdullilah khoob sundor, bhai ami baniyechi amar ta pore jai😳
অনেক সুন্দর হয়েছে
I’m curious to know Shafiq Bhai’s profession. Is he a chef? His work quality is awesome. He seems to be a perfectionist MashaAllah.
Apu He loves cooking but we both are Architect. Thank you so much for watching our videos. 😍😍😍😍😍
@@BelethBilash MashaAllah, I knew from your personality and content. Wish you all the best.
ধন্যবাদ আপু
Mashallah very nice sharing yummy nan 😋thanks for sharing ❤👍😀stay in touch dear stay safe 💙😘😊
Omg vaiar cooking dekha mone hosse Vaia professional naan maker 😊😊
ভাইয়া কতো কিছু জানে রান্না করা,বাগান করা you’re so lucky apu.
Thanks, dua korben please 💖❤️
MashaAllah
Vaia nun ruti specialist 💕
Dekhe icce hoccilo chole asi apnader okhane
😜
Ummmm moja
Apnader recipe gula no fail recipe. Ami roast ta try koreci. Hubuhu bie barir taste peyeci
ওয়াও ভালো লাগলো জেনে😍
Very good quality nan making well good
💝😍💙thanks a lot .
শফিক ভাই এত জিনিয়াস,মাশাল্লাহ
💕💖 ধন্যবাদ আপু দোয়া করবেন।
বলার ভঙ্গি ,রান্না,ভিডিও এবং আপনারা সবই খুব সুন্দর।আপনাদের জন্য অনেক দোয়া রইল।
আপনি সেরার সেরা বেষ্ট
Thank you apnak.safiq.bi..sundur reciper.jonno.
খুব ভালো লাগলো।নান রুটি বানানো এখন অনকটা সহজ মনে হচ্ছে।
ধন্যবাদ আপু 😍
আসসালামু আলাইকুম ভাইয়া ও আপু কেমন আছেন নানটা সুন্দর হয়েছে 👌👌❣️💕❣️🥰🇧🇩🇧🇩
Thank you ☺️ Apu
Thank you so .charidike sobujer samaroho r majkane ranna sob milie asadern.valo takben.
Thank you so much ☺️
Thank you so much.
আপনাকে নায়ক মান্নার মতো দেখতে লাগে😊😊😊
Khub valo laglo
💜❤️
Mashallah.Bhai apnar idea kaje lagbe.Thank you.Dua roilo sobar jonno.
অসংখ্য অসংখ্য ধন্যবাদ 💗
Assalamualaikum aapnar recipe ta khub valo ar sohoj chicken roast ar recipe sare korban please
Shofik bi has so much passion unbelievable. U two working as a team in the kitchen awesome .
আসসালামু আলাইকুম ভাইয়া, মাশাল্লাহ খুব সুন্দর নান রুটি হইছে , আপা আপনার কপাল খুব ভাল এমন একজন শেইফ হাসবেন্ড পেয়েছেন বিদেশ বিভুইয়ে।
ওয়া আলাইকুম সালাম ভাই সত্যিই বলেছেন আমার কপালটা আসলেই অনেক ভালো। আমরা দুজনেই Professional Architect. রান্নাটা আমার হাসবেন্ডের প্রিয় শখগুলোর মধ্যে অন্যতম। 💕💕💕। আমার জোরাজুরিতে তিনি ভিডিওতে আসতে রাজী হয়েছেন
ইনশাআল্লাহ আরো বেশ কিছু Exciting Recipes পাবেন কিছুদিনের মধ্যেই। দোয়া করি ভাল থাকবেন ইনশাআল্লাহ । 😍😍😍😍
Darun
Gonna make it very soon InshaAllah
Onek shundor...❤️
Vhaiya etto shundor kore details sob kichu dekhai. Shotti onek kichu shekha jae....❤️❤️❤️
Sobai beshi beshi kore like,cmnt share krben....❤️
অসংখ্য ধন্যবাদ আপনাকে 💛💛
খুব ভালো লাগলো।
মাআশাল্লাহ অনেক সুন্দর হয়ছে।খেতে ও অনেক মজা হবে
Alhamdulillah thank you 😊
Best cooking channel in you tube ..
অসংখ্য ধন্যবাদ আপু 💕আপনার সুন্দর কথাগুলো আমাদের উৎসাহ দিবে অনেক💗
Perfect...akbar ami try korechilam bashai but lohar moto shokto naan hoyechilo... 😂😂😂. Everything you do you do it with passion, patience and confidence, therefore the ending goes perfect....👍 vai London ashle janaben kindly, chayer cup a kotha hobe InshaAllah.
Wooo masahalla very nice kato muza🌹🌹🌹
6
7
Super video.thanks Super chief.
Fantastic work 👏 👍
Thanks apu❤️
@@BelethBilash you are most welcome 😊
Mashallah onek useful video deklam thanks for sharing 👌🤲
Assalamu Alaikum 💐
Mashallah very nice and beautiful 🌹👍
Beautiful 👌👌👌
Thank you so much
Thanks, for sharing the Special recipes of nan
Thanks for watching and kind words 💚🤲
মাশাল্লাহ অসাধারণ হয়েছে।
অসাধারণ নাড়ল রুটি বানানো দেখলাম আপনাদেরকে ধন্যবাদ
অনেক অনেক ধন্যবাদ আপু, আপনাদের সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের জন্যও দোয়া করবেন। 😍😍😍❤️❤️❤️❤️
অনেক সুন্দর।
very nice and beautiful presentation
অসাধারণ খুবই ভালো লাগলো নতুন বন্ধু আপন করে নিও ❤️❤️❤️❤️👍👍👍👍
অবশ্যই ট্রাই করবো এই রেসিপি
কি সুন্দর পারফেক্ট রান্না
Thank you so much ☺️ 💗
মাশাআল্লাহ অসাধারণ একটি রেসিপি ভাইয়া
ধন্যবাদ ভাইয়া, আপু। পাবনা থেকে 🇧🇩
আমাদের প্রতিবেশী জেলার আপু। 😍😍😍😍
শফিক ভাই, দারুণ!
ধন্যবাদ ভাই💜😍
সুন্দর রেসিপি
Thanks dear ❤️
আপনার টেকনিক দারুণ লাগলো, আজ প্রথম দেখলাম। আপনার জন্য এক রাস শুভেচ্ছা ও শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ 💕আপনার সুন্দর কথাগুলো আমাদের উৎসাহ দিবে অনেক💗
khub vlo laglo recipe ta vaiya ♥
vaiyar ranna gula khub vlo lage
আপু মনে অনেক প্রশান্তি লাগে যখন শুনি আপনারা মনোযোগ দিয়ে আমাদের ভিডিও দেখেন, আমাদেরকে ভালোবাসেন এবং অপেক্ষা করেন নতুন ভিডিওর জন্য। দোয়া করি ভাল থাকবেন ইনশাআল্লাহ । 😍😍😍😍
@@BelethBilash ♥
Nice sharing dear friend. Mouth watering recipe. All the best.
ভাইয়া আসসালামু আলাইকুম।আপনার রান্না এক কথা অসাধারণ যে ময়দায় বেকিং সোডা দেওয়া নেই সেখানে কতটুকু বেকিং সোডা দিতে হবে।
ভাই Description Box এ দিয়েছি।
ময়দা বিষয়ক তথ্যাবলীঃ-
Self-Raising ময়দা পাওয়া না গেলে নরমাল ময়দার সাথে বেকিং পাউডার মেশালেই চলবে। মেশানোর নিয়মঃ প্রতিকাপ ময়দার সাথে ২চা চামচ বেকিংপাউডার মেশাতে হবে। অর্থাৎ ৪ কাপ ময়দার সাথে ৮চা চামচ বেকিং পাউডার মেশাতে হবে।
Priyo shofik vai ar tanjina apu apnader rannar munsianay mugdho bar bar i
💕💖অসংখ্য অসংখ্য ধন্যবাদ
Darun..thanks
Mashalla uncle .darun racepe.nan ar beef halim my favorite dinner
Khub sundor hayeche to
💕অসংখ্য ধন্যবাদ
মাশাআল্লাহ দারুণ লাগলো বারে 🥰
হামাকেরেও সিংকে মজা লাগে কিন্তুক সব সোমে করা হয় না 😍😍😍😍
I always follow shafiq vai's recipe n sei process onujai ranna korechi khub e tasty hoisay
তাই😍💖ভালো লাগলো শুনে । আপনাদের ভালবাসাই আমাদের অনুপ্রেরনা💕ভালো থাকবেন।
Hi, I don't understand your language but I like your video's can please show the packet of flour please you used
Thank you so much for watching our videos 😍. In the video I have used ASDA Supermarket Brand self-raising wheat flour which is pre mixed of baking powder.
You can make self-raising flour by this method: Just add 2 teaspoons of baking powder for each 1 cup plain flour. Sift the flour and baking powder together into a bowl before using,
If you need any further information don’t forget to ask. I will try to help you as much as I can.
Thank you again and take cate yourselves 😍😍😍😍😍😍
দারুণ হয়েছে
Sir,where to find the steel wire for the nun?
দারুণ 😍
আমি অনেকবার চেষ্টা করেছি এই রকম নান বানানোর কিন্তু হয় নাই !
এখন ইনশাআল্লাহ ভাইয়ার রেসিপি ফলো করে বানানোর চেষ্টা করবো ! আপনাদের ধন্যবাদ জানাই! ভালো থাকবেন আর ভালোবাসা রইলো 💕💕
আপু ব্যাপারটা একেবারেই সহজ হয়ে যাবে যখন Loophole টা খুলে যাবে। তখন বলবেন নান বানানো এত সোজা 😊😊😊😊😍😍😍
Thanks for your reply sis , you're so kind ! Lot of love 💕
অসংখ্য ধন্যবাদ আপনাকেও, সুন্দর করে কমেন্ট করে আমাদের উৎসাহ দিচ্ছেন 😍
😚
Omg look,s so good😋😋😋
Apnader ai rannar jatra shuvho howk.vhalo thakben Apu vhaia 💕💕💕💕💕💕
💕💖অসংখ্য অসংখ্য ধন্যবাদ