প্রাচীন বাংলার রাজধানী দূর্গনগরী গৌড়ে আজো ছড়িয়ে আছে গৌরবের ইতিহাসের আলমত || Gour The City of Fort

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • পশ্চিমবঙ্গের অন্যতম ব্যস্ত শহর মালদা। প্রাচীন বাংলার রাজধানী গৌড় এই মালদা জেলারই অন্তর্গত। গৌড় এলাকাটি লক্ষণাবতী বা লখনৌতি নামেও পরিচিত। অধুনাবিলুপ্ত সেই গৌড় দূর্গনগরীর অবস্থান শহর থেকে ১২ কিলোমিটার দূরে ভারত-বাংলাদেশ সীমান্তে।
    Contact :
    sumonmcj@yahoo.com
    #gour #gaur #malda

КОМЕНТАРІ • 302

  • @uditsinghabob3625
    @uditsinghabob3625 2 роки тому +29

    পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংরেজবাজার থানার একটি সমৃদ্ধশালী গ্রাম হল এই রামকেলি।
    কথিত আছে যে রামচন্দ্র তার শ্বশুরবাড়ি মিথিলা যাওয়ার সময় তখনকার নাম পুণ্ড্রুদেশ বর্তমানে মালদাতে কিছুদিন দিন যাপন করেছিলেন। সেখানে কালিন্দী নদীর তীরে আমবাগানে রামচন্দ্র আমের স্বাদে গন্ধে মাতোয়ারা হয়ে ফলকেলি শুরু করেছিলেন। রামচন্দ্র আম নিয়ে কেলি করায় এই অঞ্চলের নাম হয়ে যায় রামকেলি।
    বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবতেও এই গ্রামের উল্লেখ পাওয়া যায়। ১৫১৪ সাধারন অব্দে মতান্তরে ১৫১৫ শ্রীচৈতন্যদেবের রামকেলি গ্রামে আগমন হয়। ভক্তি ধর্ম প্রচারে শ্রী চৈতন্যদেব বেরিয়েছিলেন দাক্ষিণাত্য উড়িষ্যায়। সেখান থেকে মথুরা বৃন্দাবন যাওয়ার পথে গৌড়ে আসেন তিনি। তখন রামকেলি গ্রামে তিনি দিন তিনেক ছিলেন। সময়টা ছিল জুন মাসের মাঝামাঝি জ্যৈষ্ঠ সংক্রান্তি। তখনই হোসেন শাহ তখনকার দিনের গৌড়ের সুলতান ছিলেন যার দুইজন রাজকর্মচারীকে সনাতন ও রুপকে তিনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। এই সনাতন গোস্বামীর পূর্বনাম ছিল অমর ও রুপ গোস্বামীর পূর্ব নাম ছিল সন্তোষ। দীক্ষা গ্রহণের পরে কিন্তু অমরের নাম হয় সনাতন গোস্বামী।
    শ্রীচৈতন্য মহাপ্রভুর আগমন উপলক্ষে প্রতিবছর জৈষ্ঠ্য মাসের সংক্রান্তিতে রামকেলিতে বিরাট মেলা বসে। ৫০০ বছরেরও বেশি সময় ধরে এই মেলা চলে আসছে। এই মেলার স্থায়িত্ব সাত দিন। বৈষ্ণব সমাজে রামকেলি মেলা গুপ্ত বৃন্দাবন মেলা নামে পরিচিত।

    • @ashimchowdhury5941
      @ashimchowdhury5941 Рік тому

      রামকেলি মেলা বাংলার একটা বিখ্যাত ঐতিহ্যপূর্ণ মেলা ।

  • @trishadas3598
    @trishadas3598 2 роки тому +39

    খুব ভালো লাগলো আপনার ভিডিওটি। একটা অনুরোধ বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধবিহার নিয়ে একটি ভিডিও বানানোর। আপনার কন্ঠে শুনতে চাই তার ইতিহাস।❤️❤️❤️

    • @ChillwithRingku
      @ChillwithRingku 2 роки тому

      উনার উপস্থাপনা সত্যিই মনোমুগ্ধকর

    • @mdakash6852
      @mdakash6852 2 роки тому

      পাহাড়পুর বৌদ্ধবিহার নিয়ে সালাউদ্দিন সুমন ভাই অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছে এক বছর আগে ৷

  • @Shreyasv
    @Shreyasv 2 роки тому +8

    নোটিফিকেশন পেয়েই চলে এলাম, দুর্দান্ত কোনো একটি ভিডিও হবে এটিও নিশ্চই🤗❤️

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  2 роки тому +2

      চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে। অনেক ধন্যবাদ❤️

    • @Shreyasv
      @Shreyasv 2 роки тому +2

      @@SalahuddinSumon অনেক ধন্যবাদ আপনাকে উত্তরের জন্য। অনেক শুভেচ্ছা,শুভকামনা পশ্চিমবঙ্গ থেকে।অনেক বড় ভক্ত আপনার ভিডিওর।❤️

  • @kamaleshsarkar5013
    @kamaleshsarkar5013 2 роки тому +3

    এক দিন ভারত এর coochbehar শহরে আসুন, যেটা কিনা আপনাদের বাংলাদেশের রংপুর জেলার পাসের শহর। আপনি হয়ত জানবেন coochbehar একটি রাজার শহর, যেখানে রাজার প্রাসাদ আর রাজার তৈরি অনেক কিছু এখনো বিদ্দমান । আসুন ভাল লাগবে। উত্তর এর অপেক্ষায় রইলাম।

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  2 роки тому +3

      আসবো একদিন অবশ্যই

  • @Sujon_Shah766
    @Sujon_Shah766 2 роки тому +5

    সুমন ভাই চরখানের ভিডিও গুলা আমার কাছে বেস্ট।

  • @247bangla5
    @247bangla5 2 роки тому +2

    সুমন ভাই রবীন্দ্রনাথ এর শান্তিনিকেতনের ভিডিওর অপেক্ষায় রইলাম রইলাম

  • @narayonray616
    @narayonray616 2 роки тому +5

    অনেক সুন্দর ভিডিও 🥰💔

  • @kajolakhi1186
    @kajolakhi1186 2 роки тому +3

    আপনার ভিডিওর অপেক্ষায় থাকি, তাই নোটিফিকেশন পেয়ে চলে আসলাম,,🥰😘❤️🇮🇳, দাদা আপনার সাথে একটু কথা বলা যাবে,? ফোন নামবার টা দিবেন দাদা,,প্লিজ দাদা জানাবেন কিভাবে কথা বলবো,,

  • @mdrashedbepary3341
    @mdrashedbepary3341 2 роки тому +10

    জীবন যদি এমন হতো
    পৃথিবীর সমস্ত ঐতিহাসিক স্থাপনা,
    প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমির সবটুকু ভূমি,পাহাড় পর্বত,সীমাহীন সমুদ্রের বুকে জেগে ওঠা দ্বীপ যেখানে এখনো মানুষের পদচিহ্ন পড়েনি।তাহলে কতোই না ভাল হতো।সেই ভালোর পথের পথিক প্রিয় সুমন ভাইর জন্যে শুভকামনা!

  • @CRYPTONEWS10
    @CRYPTONEWS10 2 роки тому +8

    আমাদের শহর মালদা 🔥❤️
    ভিডিও টি বানানোর জন্য ধন্যবাদ
    #গৌড় ❤️

    • @মারিন-ঝ২জ
      @মারিন-ঝ২জ 2 роки тому

      আপনার শহর আমরা স্কুল জীবনে ইতিহাস বইতে পড়ছি এখন ভিডিও দেখে ভালো লাগলো

  • @BohemianRk
    @BohemianRk 2 роки тому +2

    আপনি কবে এসেছিলেন জানতে পারলে দেখা করতাম।আমার বাড়ি মালদা শহরে।আপনার ভিডিও ভক্ত। দুঃখ পেলাম ভীষণ

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  2 роки тому +3

      দেখা হবে নিশ্চয় পরের বার।

  • @srishtirshopnojal8835
    @srishtirshopnojal8835 2 роки тому +15

    স্মৃতির পাতায় দীপ্তমান যেন ইতিহাস কথা কয়ে যায়।❤❤
    ---অসাধারণ উপস্থাপনা!

    • @ashikikbalvlog
      @ashikikbalvlog 2 роки тому +2

      অনেক কষ্ট করে ভিডিও বানায় কিন্তু কোন সফলতা পেলাম না। সবাই মিলে 100 subscribe পূরণ করে দাও প্লিজ আমাকে একটু সাহায্য করুন আশাকরি ভাল ভিডিও উপহার দেবো

  • @Globetrotternitaimali2024
    @Globetrotternitaimali2024 2 роки тому +5

    আমার জন্ম স্থান মালদা জেলার ইতিহাস আপনার ভিডিও তে দেখে খুব ভালো লাগলো। আপনার ভ্রমণ বৃত্তান্ত আমার খুব ভালো লাগে। আর আজকেও একটি অসাধারণ এপিসোড তুলে ধরেছেন। মালদার কাছেই পান্ডুয়াতে ভারতের বড়ো মসজিদ আছে, পাশেই একলাখি স্মৃতি সৌধ অবস্থিত আছে। আশা করি সেগুলো আপনি কভার করবেন।

  • @turjoahmed3912
    @turjoahmed3912 2 роки тому +6

    বাংলার সকল ইতিহাস ফুটিয়ে তুলুন এইভাবেই।।
    এপার ওপার কোনো কথা।
    বাংলায় দূর্বলতা আমার❤️

  • @BijoyDasVlogs
    @BijoyDasVlogs 2 роки тому +7

    অসাধারণ লাগল দাদা। মালদার খুব কাছেই আমার বাড়ি, আগে জানলে দেখা হত। 🇮🇳

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  2 роки тому +3

      দেখা হবে একদিন নিশ্চয়❤️

    • @BijoyDasVlogs
      @BijoyDasVlogs 2 роки тому +1

      @@SalahuddinSumon ❤️ 😍

  • @mdrezaul1657
    @mdrezaul1657 2 роки тому +1

    হৃদয় বিদারক স্হাপনা,,আমার প্রশ্ন হল এই প্রাচিন স্হাপনা মসজিদটি সংস্করণ করে নামাজের উপযোগী করছেনা কেন??

  • @mdrezaul1657
    @mdrezaul1657 2 роки тому +1

    একটি মসজিদ এভাবে অবহেলার সামগ্রী হয়ে পড়ে থাকা দুঃখজনক।

  • @md.shahinsarker9032
    @md.shahinsarker9032 2 роки тому +1

    এখানে কি এখনও মানুষ নামাজ পড়ে? নাকি পর্যটন কেন্দ্র হিসেবেই ব্যাবহৃত হয়?

  • @TanvirAhmed-ur3kr
    @TanvirAhmed-ur3kr 2 роки тому +1

    এগুলো ঠিক কী কারণে ৫০০ বছরের ব্যবধানে ধ্বংসস্তুপে পরিণত হলো? কেউ কি কিছু জানেন?

  • @cosmiccommandovlogs7904
    @cosmiccommandovlogs7904 2 роки тому +2

    Eta ki mednipur e?

  • @mamunvlogs1187
    @mamunvlogs1187 2 роки тому +2

    দাদা উত্তর দিনাজপুর রায়গঞ্জ এ আসুন এখানে এসিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস আছে। যেখানে লক্ষ লক্ষ পাখি রয়েছে বিভিন্ন প্রজাতির। আপনার নিমন্ত্রণ রইলো দাদা 🙏

  • @ranjitchakraborty6094
    @ranjitchakraborty6094 2 роки тому +1

    প্রিয় সুমন, আমার ভালবাসা জানবেন । ভ্লগ টা দেখলাম । ওখানকার ভেঙ্গে পড়া, ক্ষয়ে যাওয়া স্থাপনা গুলো দেখতে দেখতে আপনার মুখে এর ইতিহাস শুনছিলাম ।
    ওই অঞ্চল টা দেখে খুব ভাল লাগল শুধু নয়, ওখানকার পরিস্কার-পরিচ্ছন্নতা , কোলাহল বর্জিত শান্ত পরিবেশ আমাট মনে এক অনুভুতির সৃষ্টি করল , মনে হল , পবিত্র এই স্থানে কতকাল আগে কতো ধর্মপ্রান মুসলমান ভক্ত-র কন্ঠে একসাথে মহান আল্লাহ-র নাম উচ্চারিত হত এবং সেই পবিত্রতা যেন আজও এই ভগ্ন স্থাপনার গায়ে লেগে আছে ।
    আর আজ, ওখানে শুধু হাওয়া খেলা করে আর ইতিহাস ফিসফিস করে কথা বলে ।

  • @shimamondal8402
    @shimamondal8402 2 роки тому +3

    সুমন দা চরখান পুরের ভিডিও দেখতে চাই। আমি ভারত থেকে দেখছি ।

  • @sandipdas746
    @sandipdas746 2 роки тому +4

    মনোমুগ্ধকর। ধন্যবাদ দেবার ভাষা নেই। ধন্যবাদ, সন্দীপ দাস, কালীনগর ডায়মন্ড হারবার, চব্বিশ পরগনা দঃ

  • @obaidurrahaman5705
    @obaidurrahaman5705 2 роки тому +4

    Finally amader maldai apni Elen 🥰🥰

  • @lynbrook892
    @lynbrook892 2 роки тому +1

    MaAssalam.Muslim’s should know their past.But unfortunately today’s Muslims R ignored to know their past.It’s shame.Interested to know KAFERS,Mushreks history.

  • @nasimab6823
    @nasimab6823 2 роки тому +1

    Ami chele hole. Apnar shonggi Hotam.❤

  • @uditsinghabob3625
    @uditsinghabob3625 2 роки тому +3

    দাদা একদম গৌড়ের পাশেই ঐতিহাসিক রামকেলি গ্রামে এসে ভিডিও করুন প্লিজ। 🙏🙏🙏🙏🙏🙏 দাদা আপনি ভিডিওর 4:34 - 4:36 এ একদম চৈতন্যদেব এর রামকেলি ধাম এর পাশ দিয়েই গেছেন। 👌💓👌💓👌💓👌💓👌

  • @MeRcYFacts8781
    @MeRcYFacts8781 2 роки тому +1

    আমার বাড়ি মালদা, আমার বাড়ি থেকে গৌড় মাত্র ৫ km আপনার সঙ্গে একটু দেখা হলে অনেক ভালো লাগতো। 😊

    • @Babul-tw6jn
      @Babul-tw6jn 2 роки тому +1

      আমার বাড়ি এইপারে কানসাট, চাঁপাইনবাবগঞ্জ।আমরাও গৌড়ের অংশ। ভালোবাসা রইলো এপার থেকে 🇧🇩🥰🇮🇳

  • @jamssrk8839
    @jamssrk8839 2 роки тому +2

    dada amr bari gour e

  • @RK360TV
    @RK360TV 2 роки тому

    আপনার ভিডিওগুলো দেখে আমার অনেক ভালো লাগে, আপনার ভিডিও থেকে অনুপ্রেরণা নিয়ে সামনে এগুতে চাই

  • @amirhossain100
    @amirhossain100 2 роки тому +2

    From malda

  • @ExpeditionWithJamu
    @ExpeditionWithJamu 2 роки тому +1

    In my opinion/analysis it was a hindu temple later it was converted to mosque by muslim ruler .
    I need more research on it I may be wrong .

  • @maidulislam-tb3gh
    @maidulislam-tb3gh 2 роки тому +1

    Kbe asechhilen amithaki okhane

  • @HakimKhanHk
    @HakimKhanHk 2 роки тому +2

    ভাল লাগে ভাই,,

  • @RabeyaHelal
    @RabeyaHelal 2 роки тому +2

    🥰🥰🥰🥰👌👌🥰

  • @JayeshRam5
    @JayeshRam5 2 роки тому +1

    দাদা আমার বাড়ি মালদা তে...আপনার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে ... বর্তমানে এক্ষণ দেল্লী তে থাকি... আপনি একবার গলঘর আদিনা যাবেন সেখানেও বেশ কিছু দেখার আছে যাবেন অববসই... প্রণাম জানাই আপনাকে এবং আপনার কর্ম কে good luck দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @HelloBangladeshAlone
    @HelloBangladeshAlone 2 роки тому

    যারা নাটক-সিনেমা-খবর ও গান দেখতে এসে আল্লাহ্ এবং রাসূলের পবিত্র নাম কে অপবিত্র করে এবং লাইক কমেন্ট এর জন্য ইসলাম ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের জুতার বাড়ি ১০০% 😡😡

  • @NRPAUL-pr9he
    @NRPAUL-pr9he 2 роки тому +1

    KISHER UPOR BASE KORE EI STRUCTURE KE MOSJID BOLA JAI? MOSJID E 12 MEHRAB R KONO DORKAR ASE KI? PURANO MOSJID GULAY KISU ARABIC LEKHA THAKE EI STRUCTURE E KOTHAO ASE? EI STRUCTUE HOY KONO AMOD PROMOD R STAN (NATTOMONCH) OTHOBA KAR SANGRAH R STAN OTHOBA BICHARALOY OTHOBA BOSTU KENA BECHAR STAN HOILEO HOTE PARE.

    • @ParadiseGarden
      @ParadiseGarden 2 роки тому

      এগুলো সবই মন্দির ছিল পাল আমলের। আদিনাথের মন্দির বর্তমানে আদিনা ,এর জলজ্যান্ত সাক্ষী

  • @nijamuddinmallick4713
    @nijamuddinmallick4713 2 роки тому +1

    আপনার ভিডিও দেখার জন্য গভীর আগ্রহে থাকি

  • @Shyamol.Saha.08
    @Shyamol.Saha.08 2 роки тому +1

    Amar sohor...

  • @BillalHossain7G
    @BillalHossain7G 2 роки тому +3

    খুব ভালো লাগলো,হুম মালদায় প্রচুর প্রাচীন ইতিহাস রয়েছে তাছাড়া বাংলাদেশ সোন মসজিদ বা এর আশপাশের জায়গায়র প্রাচীন ঐতিহাসিক নিদর্শন গুলো হুবহু মিল রয়েছে, আমার মনে হয় এই গুলো নির্মাণের পেছনে একজনের ই হাত ছিলো! 💚💚 ইতিহাস কখনো মরে না ইতিহাস সবসময় বেঁচে থাকে।

  • @sif2beasty_gamer
    @sif2beasty_gamer 2 роки тому +3

    পৃথিবী আপনাকে যতই আটকে রাখার চেষ্টা করুক না কেন, সর্বদা এই বিশ্বাসের সাথে চালিয়ে যান যে আপনি যা অর্জন করতে চান তা সম্ভব। আপনি সফল হতে পারবেন বলে বিশ্বাস করা আসলে এটি অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
    🥰

  • @arindommallick5330
    @arindommallick5330 2 роки тому +1

    ভাই এতো তাড়াতাড়ি ভিডিও ছাড়ো শান্তি করে দেখতে পারিনা সেই রাত বারোটয় দেখি আমার সুমন ভাইয়ের ভিডিও দেখতে হলে নিরালায় দেখতে হবে ভাই চরখান পুরের ভিডিও এবার খুব ভয় করছিলো এইরকম ঝুঁকি নিয়োনা ভাই ভালো থেকো ভাই আমার টাটা

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  2 роки тому +1

      ভালো থাকবেন। দেখা হবে।

  • @MeRcYFacts8781
    @MeRcYFacts8781 2 роки тому +1

    আপনার ভিডিও ২য় পর্বের অপেক্ষায় রইলাম 😊

  • @sbssheikh92
    @sbssheikh92 2 роки тому

    বগুড়ার আদমদিঘী শাওইল বাজার সম্পর্কে একটা ভিডিও বানান

  • @CinemaBilash
    @CinemaBilash 2 роки тому

    ঐতিহাসিক ঘটনা নিয়ে এমন অনেক ভিডিও চাই। ইতিহাস ঐতিহ্য সবাই পছন্দ করে। আর তার প্রতিফলন এই কমেন্ট এর লাইক দেখলেই বুঝবেন। দেখিয়ে দাও ব্রাদ্রার গুলা🤍

  • @zarasiddiqui4323
    @zarasiddiqui4323 2 роки тому

    আমরা আদিনা গেছিলাম গৌড় যাব ভেবেছিলাম কিন্তু যাওয়া হয়নি আপনার ভিডিওতে দেখলাম ❤️❤️❤️

  • @askshahid6862
    @askshahid6862 2 роки тому +2

    ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে, ঐতিহাসিক কিছু জানা যায়।

  • @prasamtasingha2080
    @prasamtasingha2080 2 роки тому +1

    Apnar vedio jonno apkhay chilam

  • @bengalasia123
    @bengalasia123 2 роки тому

    ধন্যবাদ ভাই আমাদের শমসের গাজী কে নিয়ে ভিডিও করবেন আশা করি

  • @jagannathchakraborty8120
    @jagannathchakraborty8120 2 роки тому +5

    Thanks for including Malda in your episode. Go more around you will enjoy with the language and culture, you will feel as you are in Bangladesh border areas 👌

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  2 роки тому +3

      সত্যিই আমার কাছে মনে হয়েছে আমি চাঁপাইনবাবগঞ্জে ঘুরছি। মানুষ, ভাষা সব একই।

  • @SujonKumar216
    @SujonKumar216 Рік тому

    প্লিজ ভাইয়া যেভাবেই হোক আমার সাথে একটু যোগাযোগ করার ব্যবস্থা করেন

  • @SharminAkter-ch1iy
    @SharminAkter-ch1iy 2 роки тому

    বাংলার দর্শণীয় এসব স্থানে আপনার ভ্রমণের অভিঙ্গতা নিয়ে একটি বই লিখুন। আপনার বাংলা ভাষার ব্যবহার এর স্পষ্টতায় বইটি পড়তে অসাধারন লাগবে।

  • @subhankarnaiya5312
    @subhankarnaiya5312 Рік тому

    আপনার সমস্ত ও সব ধরনের ভিডিও আমি দেখি, খুব অনুপ্রাণিত করে আমাকে।
    আপনার বলার ভঙ্গিমা ও আপনার পুঙ্খানুপুঙ্খ ভাবে সমস্ত ফুটেজ তুলে ধরা খুবই মুগ্ধ করে, মনে হয় স্বচোখে দেখছি।
    অনুরোধ করে যদি অন্য ভাবে যোগাযোগ করা যায় আপনার সাথে তাহলে আমাদের এখানে কিছু ঐতিহ্যশালী নিদর্শন আছে যা প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো, সেটিকে আপনার ইউ টিউব চ্যানেলের মাধ্যমে সমস্ত জন সমক্ষে আনা যায়।
    🙏🙏🙏ধন্যবাদ

  • @rantidevchakraborty288
    @rantidevchakraborty288 2 роки тому +2

    First view

  • @JoyJitVideography
    @JoyJitVideography 2 роки тому

    দাদা মালদাতে এসেছেন দক্ষিণ দিনাজপুরে কবে আসবেন

  • @bikashpahari6240
    @bikashpahari6240 2 роки тому +1

    আমাদের জেলার সুন্দর চিত্র তুলে ধরার জন্য ধন্যবাদ।

  • @fasiurrahaman2919
    @fasiurrahaman2919 2 роки тому

    মালদহ থেকে ইটাহার নামে একটা যারগা আছে সেখান থেকে হরিরামপুর এর রুটে পাটন স্ট্যান্ড এ নামলে সেখান থেকে ঐতিহাসিক পুকুর আছে 3 টা সেই পুকুর গুলো মোটামোটি 1400 1500 1300 বিঘা করে মোটামোটি

  • @sadamhossain4723
    @sadamhossain4723 2 роки тому

    সালাউদ্দিন সুমন ভাই আমার বাড়ি হচ্ছে লালবাগ হাজারদুয়ারি ওখানে কোনদিন গেলে আপনাকে আমি ফোন নাম্বার দেবো আমাকে যোগাযোগ করিয়েন

  • @imranmunshi9004
    @imranmunshi9004 2 роки тому +2

    ❤️❤️❤️❤️

  • @markasread9816
    @markasread9816 2 роки тому

    সালাউদ্দিন সুমন ভাই বগুড়ার শেরপুর উপজেলা নিয়ে একটি প্রতিবেদন চাই।

  • @sassysupriya2602
    @sassysupriya2602 2 роки тому

    Kubbb valo laglo dada.ami vb6ilm apni Kobe asben Malda te.erpor asle amk obbosoi janaben.☺️apner sob vedio amr kubbb valo Lage.apner Moto itihas er bekha mone hoy na keo korte pare🌼

  • @Mayavan25
    @Mayavan25 2 роки тому

    Amar Dekha Bangladesher Nadir On The Go Er Por Apnii Holen Sera Traveler

  • @nurulalrakib1083
    @nurulalrakib1083 Рік тому

    গৌড়, মুর্শিদাবাদ , কলকাতা সমগ্র বাংলায় অন্তর্ভুক্ত করার ডাক দিতে হবে।

  • @samiulsheikh5261
    @samiulsheikh5261 2 роки тому

    আপানর ভিডিও গুলার ইংরেজি সাবটাইটেল দিবেন আশা করি এই ভিডিও আমাদের বাংলাকে সুন্দর ভাবে প্রেজেন্টেশন করে যারা বলে আমাদের দেশ সুন্দর না তারা দেখুক।

  • @baborahmed9709
    @baborahmed9709 2 роки тому

    ভাই আপনার প্রতিটা ভিডিও আমি দেখি কুব ভালো লাগে আপনার কাছে অনুরুদ্ধ রইল সিলেট এর নবাব আলী আমজাদের বাড়ি ও জীবনি নিয়ে একটা ভিডিও করার জন্য

  • @asimbarman8038
    @asimbarman8038 2 роки тому

    Suman Bhai welcome to Malda . Ami Uttar Dinajpur theke bolchhi . Hope Adina niye akta video hobe .Bhalo thakben .

  • @mihamhassan6206
    @mihamhassan6206 2 роки тому

    Sultani Amol er Architecture Mughal Amol er Architecture theke onek besi better ar sundor

  • @Adityapratap9
    @Adityapratap9 2 роки тому

    Dada apnake bolechhilam gour a asar jonno kintu contact korlen na .khub dukkho pelam.

  • @parthamahali728
    @parthamahali728 Рік тому

    Dada dakshin Dinajpur er Barn gour e asen oitihasik onek jinis ache Malda theke 3 ghontar rasta hilir onorvukto district Gangarampur BARN GOR

  • @aruddhasen9073
    @aruddhasen9073 2 роки тому

    Anek tai well-maintained ache. Ontoto lawn gulo r porisor gulo porishkar.
    Dekhe bhalo laglo.
    BD te emni kaaj Archeological department ke korte hbe

  • @MAMUNKHA67
    @MAMUNKHA67 2 роки тому

    নিজের ফেস কম দেখায় ভিডিওতে ইতিহাস গুলো বেশি দেখান 😒

  • @sumanmondal528
    @sumanmondal528 2 роки тому

    আপনারা বড় ইউটুবার।বাচ্ছা দের প্রমোট নাই বা করলেন।ওরা পড়াশুনা করুক। আরেকটু বড় হোক। আপনার থেকে এটা আশা করিনা।👍

  • @Muhammad51931
    @Muhammad51931 2 роки тому +1

    সুমন ভাইয়া এখানে কয়েক মাস আগে মানসদা এসেছিল!আমি আপনাকে মালদা জেলা নিয়ে ভিডিও করতে বলেছিলাম!এতদিন পর ভিডিও এলো☺Thank you Vaiya

  • @ripantarafdar1750
    @ripantarafdar1750 2 роки тому

    ভাই আপনার ভিডিও গুলি থেকে পুরানো ইতিহাস সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পারি।

  • @souvikhore9127
    @souvikhore9127 2 роки тому

    আপনি আমার বাড়ির এত কাছে এসেছিলেন 😯 আপনার সাথে দেখা হলো না😔 এরপর এলে যোগাযোগ করবেন...

  • @mahmudulhaque5769
    @mahmudulhaque5769 2 роки тому +1

    Vai marquis Street theke

  • @nr.noyon888
    @nr.noyon888 2 роки тому

    ৯৯৯ নম্বর লাইক ❤️❤️❤️

  • @VlogTheWanderer
    @VlogTheWanderer 2 роки тому +2

    সবসময়ের মত কি দারুণ অনবদ্য উপস্থাপনা 🥰🥰

  • @ahornob25
    @ahornob25 2 роки тому

    ধন্যবাদ ভাই । সীমানার জন্য শুধু দেখতে পারি না

  • @bivu99
    @bivu99 2 роки тому

    Dada ami maldar basinda apni je malda aschenneta jnle abbosoy dekha krte jetam 🥺

  • @hannanabdul6642
    @hannanabdul6642 2 роки тому

    পাল যুগে রাম পাল তাঁর নিজের নামে রামাবতী নামে নতুন রাজধানী স্থাপন করেছিলেন।

  • @yuborajjha7957
    @yuborajjha7957 2 роки тому

    দাদা কবে এসে ছিলেন গৌড় . গৌড় এর আরো খন্ড আছে..4 থেকে 6 টা মতন

  • @asokechakraborty894
    @asokechakraborty894 2 роки тому

    Ghare basai maner icchaguli puran hoche aapnar madhyme. Many many thanks to you.

  • @moniruzzamanbiswas1830
    @moniruzzamanbiswas1830 2 роки тому

    আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই।ভারতে কবে এলেন?

  • @aniketsarkar4936
    @aniketsarkar4936 2 роки тому +1

    দাদা বাড়ির পাস থেকে ঘুরে গেলে ❤️আমার শহর মালদা❤️

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  2 роки тому +2

      আবার যাবো, তখন নিশ্চয় দেখা হবে।

    • @aniketsarkar4936
      @aniketsarkar4936 2 роки тому

      @@SalahuddinSumon ❤️❤️🙏

  • @subhankarsarkar3137
    @subhankarsarkar3137 2 роки тому

    Sumon da siliguri asle bolben plz,upnar satha dekha korbo.

  • @sujonmandalbanglachannel4934
    @sujonmandalbanglachannel4934 2 роки тому

    nepal leo bengali aachhe nepal ekbar aaso. Tadero neye ekta video banau. Malda theke nepal besi dur nay.

  • @ranajoy78
    @ranajoy78 2 роки тому

    দারুন লাগলো। অসাধারণ উপস্থাপনা।❣️❣️❣️

  • @debabratadey552
    @debabratadey552 2 роки тому +1

    খুব ভাল লাগল। কোলকাতা থেকে অসংখ্য ধন্যবাদ।

  • @Sultan1134-d6l
    @Sultan1134-d6l 2 роки тому

    husen saher banano mosjid murshidabad a ache amara boli ota k kherur mosjid

  • @abdullahtaufik9573
    @abdullahtaufik9573 2 роки тому +1

    Apni darun akjon manush❤️
    Bangladesh er jara quality vloggers achen tader maddhe apni onnotomo.

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  2 роки тому +2

      অনেক ধন্যবাদ ভাই। আমি ক্ষুদ্র এক মানুষ। ভালো থাকুন।

    • @abdullahtaufik9573
      @abdullahtaufik9573 2 роки тому

      ♥️♥️♥️

  • @gopaldolui7015
    @gopaldolui7015 2 роки тому

    Amar keno Sara Bharat basi eccha mitthe k praddhonno deben na, please 🙏

  • @mithumandal7266
    @mithumandal7266 2 роки тому

    Suman daa anniversary ki Akho maldayachen?

  • @aslamhabib5280
    @aslamhabib5280 2 роки тому

    Sir apni key malda ta achan?
    ami malda thaka bolchi. apnaka malda onak jaiga dakhata chai.

  • @chilekotharsepai-2
    @chilekotharsepai-2 2 роки тому

    প্রাইমারি পরিক্ষার্থী যাবতীয় তথ্য পেতে আমার চ্যানেল টি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন

  • @ashrafulalam2139
    @ashrafulalam2139 2 роки тому

    ভাই ইসলামিক হিস্টরি তুলে ধরতে পারেন না?

  • @pankajroy5723
    @pankajroy5723 2 роки тому

    Apni k akhono malda te achhen? Tahole ami apnar sathe dekha korte chai Ami Malda te thaki

  • @subratapatra5928
    @subratapatra5928 2 роки тому

    সুমন তোমার উপস্থাপনা খুবইভালো।