তামিলনাড়ুর ১৪০০ বছরের পুরনো পাথর নগরী মহাবলীপুরম || Mahabalipuram || Tamil Nadu

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • মহাবলীপুরম মূলত প্রাচীন একটি মন্দির নগরী। চেন্নাই শহর থেকে ৫৮কিলোমিটার দূরের এই নগরীতে মন্দিরসহ অন্যান্য নিদর্শন স্থাপিত হয়েছিলো সপ্তম ও অষ্টম খ্রিষ্টাব্দে পল্লব রাজাদের সময়ে। কথিত আছে, পল্লব রাজাদের মধ্যে প্রথম নরসিংহ বর্মন মামল্লের রাজত্বকালে এই নগরীটি বিশেষ গুরুত্ব অর্জন করেছিলো।
    ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভূক্ত এই নগরীর সংরক্ষিত অংশে পা দেয়ার পর প্রথমেই চোখের সামনে ভেসে উঠবে খোদাই করা প্রকাণ্ড পাথর ও পাথর সংলগ্ন গুহা মন্দিরও নান্দনিক কারুকার্যের প্রাচীন গুহাচিত্র। এই বৃহত্তর অনাবৃত শিলা কারুকার্য অর্জুনের আক্ষেপ নামে পরিচিত। পাথরের গায়ে অঙ্কিত এমন সুক্ষ কারুকাজ রীতিমতো অবিশ্বাস্য। সঙ্গত কারণে শুরুতেই এক ঝটকায় পর্যটকদের ১৪০০ বছর পেছনে টেনে নিয়ে যায় মায়াবী এই মন্দির নগরী। আর মহাচ্ছন্ন হয়ে যেনো এক ঘোরের মধ্যে এখানে ঘুরতে থাকে সবাই।
    Contact :
    sumonmcj@yahoo.com
    #mahabalipuram #tamil_nadu #মহাবলীপুরম #তামিলনাড়ু

КОМЕНТАРІ • 1 тис.