ভাজ করে বা মার্জিন করে যদি এত বেশি জায়গা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে খাতার সৌন্দর্য নষ্ট হয় আর এত অল্প জায়গায় লিখতে গেলে লিখার সৌন্দর্য ও নষ্ট হয় আর এত জায়গা বাদ দিয়ে দিলে পরে এক্সট্রা পেইজ নিতে নিতে সময় নষ্ট হবে আরও
Assalamualaikum sir,amr subject political science, but amr admit e mention kora ache only sociology,, amr sms asche subject code 307,another side,ami political science students bole,ami subject code 329 ta kine pora complete korchi,,,, ekn ami written exam kon code e dibo?kindly suggest me.
স্যার আমি বিএ পাস করেছি ১৮ তম নিবন্ধনে সমাজবিজ্ঞান অনুষদে লিখিত পরীক্ষা দিব।একজন ইউটিউবারে বলছে আমরা যেহেতু বিএ (পাস কোর্স) পাস করেছি, আমাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও ভাইবা বোর্ডে বাদ দেওয়া হবে এটা কতটুকু সত্য এই বিষয়ে যদি একটু বলতেন
আমার লেখায় একটা সমস্যা হলো- এখনো পর্যন্ত আমি সেইম ক্যাটাগরিতে লিখতে পারিনা। দেখা যাচ্ছে প্রথম তিনটি প্রশ্নের উত্তর এক স্টাইলে লিখছি বাকিগুলো সময় কভার করতে গিয়ে অন্য স্টাইলে লিখছি,, এতে পরীক্ষক মনে করবেন যে একই খাতায় দুই জনার লেখা। এতে কি সমস্যা হবে নম্বর পাওয়ার বিষয়ে,,,???
স্যার রসায়নে রিটেন পরীক্ষায় বাংলা ভার্সন আর ইংরেজি ভার্সনের জন্য নাম্বারের ভ্যারিয়েশন হয়কি?ইংরেজি ভার্সনে কি মার্কস বেশি উঠানো যায়? প্লিজ রিপ্লাই দিবেন।
Sir ami tho B.A (pass) Course er student general kintu amer 18 thomo nibondone likhito subject code asche 307 sociology technical asche akhon oneke boltese jara general tader naki out kore dewa hobe,akhon kotha holo ami ki eaxm dibo naki na?
স্যার আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমার কি কলেজে পরীক্ষা দেওয়া ঠিক হবে। অনেকে নিবন্ধন শিক্ষকদের সার্বজনীন পেনশনের কথা বলছে। এক্ষেত্রে আমাকে পরামর্শ দিলে উপকৃত হতাম।
দেখুন প্রাইমারি এবং কলেজ দুইটা চাকরির ভিন্নতা আছে। সামাজিক মর্যাদা, অর্থ, গ্রহণযোগ্যতা সবকিছু মিলিয়ে আমার কাছে কলেজের চাকরিটা একটু সম্মানজনক মনে হয়। অন্তত আপনি নিজেই চিন্তা করুন একজন কলেজের প্রভাষক এবং একজন প্রাইমারি শিক্ষক কার সামাজিক অবস্থান বেশি ভালো। আমার মনে হয় কলেজ শিক্ষকের। এখন বাকিটুকু আপনার ইচ্ছা। আপনি কিভাবে চিন্তা করবেন আপনি কিভাবে নিজেকে দেখতে চান তার উপর নির্ভর করবে।
স্যার, আমি আইসিটি প্রভাষক ও সহকারি শিক্ষক উভয় পদের জন্যই পরীক্ষা দিব ইনশাআল্লাহ। সহকারি শিক্ষকের জন্য বাংলায় এবং প্রভাষকের জন্য ইংরেজিতে পরীক্ষা দেবার ইচ্ছে আছে ইনশাআল্লাহ। যেহেতু প্রশ্ন বাংলাতে হবে সেহেতু প্রশ্নপত্রে প্রশ্নের নম্বরও বাংলাতেই দেওয়া থাকবে। এমতাবস্থায় ইংরেজিতে পরীক্ষা দেবার ক্ষেত্রে উত্তরপত্রে উত্তর করার সময় কিভাবে প্রশ্নের নম্বরটি উল্লেখ করবো অনুগ্রহকরে জানিয়ে সহায়তা করবেন প্রিয় স্যার।
@@Amarpathghar স্যার, প্রশ্নের নাম্বারিং করা থাকবে বাংলায় তথা ১,২,৪ এভাবে। সেক্ষেত্রে ইংরেজিতে Answer to the question no. 01 এভাবে লিখলে সমস্যা হতে পারে কি?
নিশ্চিত করে বলতে পারব না। আমি আমার অনেক আগের একটি ভিডিওতে বলেছিলাম যে জুলাইতে পরীক্ষা না হওয়ার সম্ভাবনাই বেশি। আর বর্তমান শিক্ষা প্রশাসন যে কোন বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেয়। অপেক্ষা করেন, দেখেন কি হয়।
স্কুল ব্যবসায় শিক্ষা, ৪ টা বিভাগে প্রতিটিতে ৩ টি করে প্রশ্ন। সেক্ষেত্রে শুধু ১ নং বা ৮ নং প্রশ্নের উত্তর লিখলেই হবে নাকি প্রতি বিভাগের উত্তর করার আগে ক-বিভাগ ১নং প্রশ্নের উত্তর এভাবে লিখে নিতে হবে? আর অথবা প্রশ্ন থাকলে সেক্ষেত্রে অথবার উত্তর সরাসরি করলেই হবে নাকি অথবার উত্তর সেটা উল্লেখ করতে হবে? প্লিজ জানাবেন🥺🥺
স্যার বিষয় রাষ্ট্র বি আমি স্কুল পযায় আবেদন করেছি কিছু বিষয় কোড ৩২৯না এসে আসছে সমাজ বিজ্ঞান ৩০৭ভোকেশনাল আমি এখন নাকি যে বিষয়ে পড়া শোনা করেছি ঐ বিষয় কোড না থাকায় এখন আমাকে ঐ বিষয়ে পরীক্ষা দিতে হবে যদি পাশ করি তবুও চাকরি হবেনা এখন কি করণীয়
১৮ তম নিবন্ধন লিখিত পরীক্ষার তারিখ কোন ওয়েবসাইটে দেখতে পারবো। এডমিট কার্ড ডাউনলোড সেকশানে লিখিত পরীক্ষার জন্য এমন কিছু তো দেখায় না। এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবো।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমরা দুটি প্রশ্নকে উদাহরণ হিসেবে নিয়েছিলাম। নির্দিষ্ট কোন বিষয়কে টার্গেট করে নয়। হ্যাঁ আমার বেসিক বিষয় রসায়ন কিন্তু চাকরির আগে, চাকরি পেতে এবং চাকরি করতে গিয়ে অনেক বিষয়ই পড়তে হয়েছে।
আপনি ভিডিওটা ভালো করে দেখুন। থেমে থেমে দেখুন।আমিও বিসিএস দেওয়া লোক। ব্যাংকের সিনিয়র অফিসার, অফিসার ছিলাম।শুধু মার্জিন নিয়ে কথা বলতে গেলেও এক ঘন্টার একটি সেশন লাগে। আপনার ভালো না লাগলে মার্জিন দেবেন না। কিন্তু মার্জিন টানার নিয়ম না জেনে আন্ডার এস্টিমেট করে কথা বলে বিভ্রান্তি ছড়াবেন না।
আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন। আপনার বিশ্লেষণ গুলো অনেক সুন্দর।
ভাজ করে বা মার্জিন করে যদি এত বেশি জায়গা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে খাতার সৌন্দর্য নষ্ট হয় আর এত অল্প জায়গায় লিখতে গেলে লিখার সৌন্দর্য ও নষ্ট হয় আর এত জায়গা বাদ দিয়ে দিলে পরে এক্সট্রা পেইজ নিতে নিতে সময় নষ্ট হবে আরও
মার্জিন দেওয়া বা না দেওয়া আপনার ইচ্ছা। গ্রহণযোগ্য নিয়ম হলো বাম পাশে ১ ইঞ্চি এবং উপরে দেড় ইঞ্চি। আপনি মার্জিন না দিয়ে লেখেন তাতে কোন সমস্যা হবে না।
ধন্যবাদ স্যার আপনার আলোচনা আমাদের জন্য খুব সহায়ক হয়
❤️❤️❤️❤️❤️❤️
স্যার
আল্লাহ আপনার সহায় হোক। আমিন
আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
জাঝাকাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুন আমীন সুম্মা আমীন। আমার জন্য একটু দোয়া কইরেন...
আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সবার মঙ্গল করুন।
কারিগরি ও ভোকেশনাল সমাজবিজ্ঞান শুন্যপদ কেমন থাকতে পারে
স্যার আপনার কথাগুলো ভালোই লাগে,তবে 'ছ' এর উচ্চারণ ঠিকভাবে বললে মনে হয় আরো শুনতে ভালো লাগবে।ধন্যবাদ স্যার
আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য ধন্যবাদ।আশা করি সব সময় আমাদের সাথে থাকবেন।
@zannat4124 দয়া করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন।
Assalamualaikum sir,amr subject political science, but amr admit e mention kora ache only sociology,, amr sms asche subject code 307,another side,ami political science students bole,ami subject code 329 ta kine pora complete korchi,,,, ekn ami written exam kon code e dibo?kindly suggest me.
এই সমস্যাটা অনেকেরই হয়েছে। খুব সম্ভবত ফরম পূরণ করার সময় বিষয়টি ভালোভাবে লক্ষ্য করেন নি। যাইহোক ৩০৭ প্রিপারেশন নিয়ে।
যে কয়টি লুচ খাতা নিবো সে কয়টাই খাতার সিরিয়াল নম্বর কি মুল খাতার পিছনে কিলিখতে হয়।না লিখলে কি সমস্যা হবে।জানাবেন স্যার।
Kewo ki written ar jonne admit card dawnload korchen?????
স্যার রিটেন পরীক্ষার সময় খাতার উপরে নিজের নাম দুই লাইনে লিখলে কি কোনো সমস্যা আছে?
আপনার প্রশ্নটা বুঝি নাই। দয়া করে আরেকবার কি বলবেন।
Very helpful video
Glad you think so!
Sir যদি প্রশ্নে ১.(ক) (খ)(গ) থাকে তবে ১ নংএর সকল উত্তর লিখে সমাপ্তি চিহ্ন দিব নাকি প্রতি উত্তরে সমাপ্তি চিহ্ন দিব
একটি প্রশ্ন পুরো শেষ হওয়ার পর সমাপ্তি চিহ্ন দিবেন।
ধন্যবাদ sir . অরবিটালের চিত্র, কোষের চিত্র এগুলো কি পেন্সিল এ আঁকাতে হবে নাকি কলম দিয়ে একটু যদি বলেন
কোন সমস্যা নেই পেন্সিল দিয়েও আঁকতে পারেন কলম দিয়েও আঁকতে পারেন।
English version e written deya jbe ki? Plz janaben
স্যার স্কুল পর্যায় বাংলা এর জন্য একটা নিয়ম দেন
স্যার,ইতিহাস (কলেজ), ৫ নাম্বার এর প্রশ্নে বুলেট প্রুপ দিলে নাম্বার কাটা যায় কি??
স্যার পয়েন্টের নিচে আন্ডার লাইনের জন্য কোন কালি ব্যাবহার করবো
নীল কালি ব্যবহার করতে পারবেন। তবে সন্দেহ থাকলে কালো ব্যবহার করবেন।
Many many thanks
ইনশাআল্লাহ।
ধন্যবাদ স্যার।১৮তম নিবন্ধন আরবি লিখিত পরীক্ষায় দোয়া চাই।
আলহামদুলিল্লাহ। চেষ্টা চালিয়ে যান।
Keu jodi English vashah exam dite chay tahole ki dite parbe?prosno ki bangla and english dui vasya e likha Thake?
Ans ki sequence onusare likhte hobe? Jemon jodi 1,3,4,7 ans kora jabe naki 1,2,3..........10 likhte hobe?
একদিন পাঁচ সাত ৮ ২ এভাবেও করতে পারবেন। তবে উত্তর করার সময় এক প্রশ্নের সবগুলো অংশের উত্তর একসাথে করবেন
স্যার আমি একটি বিষয় জানতে চাই, তা হলো- সমাপ্ত চিহ্ন কী প্রতিটি প্রশ্নের পর পর ব্যবহার করব,নাকি সকল প্রশ্নের পর শুধু একবারই সমাপ্ত চিহ্ন ব্যবহার করব?
একটি প্রশ্ন লিখ পুরো শেষ করার পর।
স্যার আমি বিএ পাস করেছি ১৮ তম নিবন্ধনে সমাজবিজ্ঞান অনুষদে লিখিত পরীক্ষা দিব।একজন ইউটিউবারে বলছে আমরা যেহেতু বিএ (পাস কোর্স) পাস করেছি, আমাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও ভাইবা বোর্ডে বাদ দেওয়া হবে এটা কতটুকু সত্য এই বিষয়ে যদি একটু বলতেন
সংশ্লিষ্ট বিষয়ে আপনার ৩০০ মার্ক থাকলেই হবে।
জাযাকাল্লাহ
আলহামদুলিল্লাহ।
Sir ami school porjai thke social work er upor exM dibo,kintu kono message ase ni,ekhon ki korbo?
মেসেজ না আসলেও সমস্যা নেই।
ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি আছে একাউন্টটিং এর জন্য
আছে।
স্যার প্রমান্য সংজ্ঞা না দিলে কি ভালো মার্ক পাওয়া যাবে না?plz জানাবেন।
বিশেষ করে মানবিকের বিষয়গুলো তো প্রামাণ্যের সঙ্গে না দিলে মার্কস কিছুটা কমে যাবে।
আমার লেখায় একটা সমস্যা হলো- এখনো পর্যন্ত আমি সেইম ক্যাটাগরিতে লিখতে পারিনা। দেখা যাচ্ছে প্রথম তিনটি প্রশ্নের উত্তর এক স্টাইলে লিখছি বাকিগুলো সময় কভার করতে গিয়ে অন্য স্টাইলে লিখছি,, এতে পরীক্ষক মনে করবেন যে একই খাতায় দুই জনার লেখা। এতে কি সমস্যা হবে নম্বর পাওয়ার বিষয়ে,,,???
টাইম ম্যানেজমেন্ট করুন। এক মার্কসের জন্য দেড় মিনিট সময় হিসাব করে লিখুন।
Same
মার্কার কলম ব্যবহার করা যাবে??
মার্কার ব্যবহার করতে পারবেন। তবে পৃৃষ্ঠা ভিজে যেতে পারে।
Sir jode 10 marks r prosno te 12 ta points dei, tahole oi 12 ta sob gulo Abar biboron dite hobe? Jehutu somoy onk Kom
না সবগুলোর বিবরণ দিতে হবে না যদি সময় না থাকে শুধু পয়েন্টগুলো লিখে যান।
Sir, collage porjai a ki jela vittik niog dei
Amar to marketing
জাতীয় ভিত্তিতে মেধা তালিকা হবে। নিয়োগে নিয়োগের সময় আপনি পছন্দ করে আপনার জেলার কলেজ গুলো দিতে পারবেন।আপনার স্কোর অনুসারে নিয়োগ পাবেন।
স্যার রসায়নে রিটেন পরীক্ষায় বাংলা ভার্সন আর ইংরেজি ভার্সনের জন্য নাম্বারের ভ্যারিয়েশন হয়কি?ইংরেজি ভার্সনে কি মার্কস বেশি উঠানো যায়? প্লিজ রিপ্লাই দিবেন।
উভয় ভার্সনই সেইম।আপনি যে ভাষায় কমফোর্ট ফিল করবেন সে ভাষায় লিখুন।
Sir,school porjay English written video chi
ইনশাল্লাহ চেষ্টা করব।
আসসালামু আলাইকুম স্যার,
উত্তরপত্রে প্রশ্ন লিখে নিচে উত্তর লিখি তাহলে কি মার্ক কম দিবে?
আপনি আপনি প্রশ্ন লিখবেন কেন আমাকে একটু বোঝান!!!!
@@Amarpathghar পরিক্ষকের খাতা দেখার সুবিধার্থে।
@AmirulIslam-wf7oo না দরকার নেই।
Thank you sir
All the best
ধন্যবাদ স্যার
আমাদের সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ।
Vai, English application ki 2 page lekha zabe?
শুধু এপ্লিকেশন হলে এক পেইজে লিখার চেষ্টা করবেন। তবে বায়োডাটা, সিভি রিজুম বা চাকরির জন্য আবেদন এগুলো দুই পেজে লিখতে পারেন।
Sir ami tho B.A (pass) Course er student general kintu amer 18 thomo nibondone likhito subject code asche 307 sociology technical asche akhon oneke boltese jara general tader naki out kore dewa hobe,akhon kotha holo ami ki eaxm dibo naki na?
সংশ্লিষ্ট বিষয়ে ৩০০ মার্কস থাকলে হবে।
Thank you sir
বাংলা কলেজ রিটেন নিয়ে আলোচনা করবেন স্যার প্লিজ,, 😊
ইনশাল্লাহ আমাদের চ্যানেলে চোখ রাখুন।
প্রামাণ্য সংজ্ঞা গুলো যদি কালারিং পেন দিয়ে লিখি তবে কী মার্ক কাটা যাবে অবশ্যই জানাবেন স্যার।।
না মার্কস কাটা যাবে না। তবে শুধু নীল কালি ব্যবহার করতে পারবেন।
স্যার আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমার কি কলেজে পরীক্ষা দেওয়া ঠিক হবে। অনেকে নিবন্ধন শিক্ষকদের সার্বজনীন পেনশনের কথা বলছে। এক্ষেত্রে আমাকে পরামর্শ দিলে উপকৃত হতাম।
দেখুন প্রাইমারি এবং কলেজ দুইটা চাকরির ভিন্নতা আছে। সামাজিক মর্যাদা, অর্থ, গ্রহণযোগ্যতা সবকিছু মিলিয়ে আমার কাছে কলেজের চাকরিটা একটু সম্মানজনক মনে হয়। অন্তত আপনি নিজেই চিন্তা করুন একজন কলেজের প্রভাষক এবং একজন প্রাইমারি শিক্ষক কার সামাজিক অবস্থান বেশি ভালো। আমার মনে হয় কলেজ শিক্ষকের। এখন বাকিটুকু আপনার ইচ্ছা। আপনি কিভাবে চিন্তা করবেন আপনি কিভাবে নিজেকে দেখতে চান তার উপর নির্ভর করবে।
Assalamu sir kindly plzz janaben 12july naki 13 july kobe school porjay 2 er wriiten exam hobe...plzz sir kisu mone na kore ektuu janaben
12
১২ জুলাই স্কুল- ২ এবং স্কুল পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
@@Amarpathghar shukriya
স্যার, আমি আইসিটি প্রভাষক ও সহকারি শিক্ষক উভয় পদের জন্যই পরীক্ষা দিব ইনশাআল্লাহ। সহকারি শিক্ষকের জন্য বাংলায় এবং প্রভাষকের জন্য ইংরেজিতে পরীক্ষা দেবার ইচ্ছে আছে ইনশাআল্লাহ। যেহেতু প্রশ্ন বাংলাতে হবে সেহেতু প্রশ্নপত্রে প্রশ্নের নম্বরও বাংলাতেই দেওয়া থাকবে। এমতাবস্থায় ইংরেজিতে পরীক্ষা দেবার ক্ষেত্রে উত্তরপত্রে উত্তর করার সময় কিভাবে প্রশ্নের নম্বরটি উল্লেখ করবো অনুগ্রহকরে জানিয়ে সহায়তা করবেন প্রিয় স্যার।
answer to the question No 1, answer to the question...... এভাবে লিখবেন
@@Amarpathghar স্যার, প্রশ্নের নাম্বারিং করা থাকবে বাংলায় তথা ১,২,৪ এভাবে। সেক্ষেত্রে ইংরেজিতে Answer to the question no. 01 এভাবে লিখলে সমস্যা হতে পারে কি?
অসংখ্য ধন্যবাদ! অর্থনীতিতে স্কুল পর্যায়ে কত নম্বর হলে টিকতে পারি? যদি জানাতেন।
এটা আগ থেকে বলা যাবে না। ৬০+ থাকলে সম্ভাবনা আছে।
Apply korar time ki ses
হ্যাঁ শেষ।
প্রশ্নের উত্তর কি সিরিয়ালি লিখতে হবে? উলট পালট করে কি লিখা যাবে?????
সিরিয়ালি না লিখলেও হবে। তবে একই প্রশ্নের সব অংশের উত্তর এক সাথে লিখবেন।
@@Amarpathghar ধন্যবাদ ❤️
আসসালামু আলাইকুম।
ব্যবসায় শিক্ষায় (স্কুল পর্যায়) কোনো সিট নাই শুনলাম। কেউ কি জানেন?
হ্যাঁ সিট আছে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আরও কিছু সিট বাড়বে
হ্যাঁ সিট আছে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আরও কিছু সিট বাড়বে
একটা বিষয় জানার ছিল ৩ বা ৫ নাম্বারের জন্য এবং ১৫ নাম্বারের জন্য সর্বোচ্চ কত সময় লেখা দরকার? এবং অথবা থাকলে কিভাবে কিভাবে উল্লেখ করতে হবে প্রশ্নে?
প্রতি এক নম্বরের জন্য ১.৭ মিনিট। ১০ মার্কের জন্য ১৭ মিনিট।
মার্জিন এর গ্যাপ কি ১ ইঞ্চি পরিমাণ হবে নাকি ১.৫ ইঞ্চি?
Same to u.
পাশে এক ইঞ্চি উপরে দেড় ইঞ্চি।
18 tomo nibondhone ki jela vittik niog hobe?
এই প্রশ্নটা ভাইবার পর চিন্তা করবেন৷ এখন পরীক্ষা দেন।
না জেলাভিত্তিক হবে, না জাতীয় ভিত্তিক হবে।
উত্তর কি ধারাবাহিকভাবে লিখতে হবে??
ধারাবাহিকভাবে লিখলে ভালো। তবে প্রশ্নের সিরিয়াল যদি মেইন্টে না ও করেন তাতে সমস্যা নেই। তবে প্রশ্নের ক খ গ ঘ একসাথে লিখবে।
ফাইনান্স ব্যাংকিং এ কলেজ এ পরীক্ষা দিব৷ আমার প্রশ্ন হল পরীক্ষাতে সাইন্সটিফিক ক্যালকুলেটর নিতে দিবে ?
নন প্রোগ্রামেবল সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।
পরের পৃষ্টার যাওয়ার আগে কী p t o likhte hoy???
জানতে চাই।।
লেখার দরকার নেই।
ইতিহাস কলেজ পর্যায়ে বড় প্রশ্ন লিখলে কি পয়েন্ট দিয়ে লিখতে হবে নাকি পয়েন্ট ছাড়া ও লিখলে হবে??
পয়েন্ট দিয়ে লিখলে ভালো ভালো মার্কস পাবেন।
স্যার, লিখিত পরীক্ষা নাকি পিছাবে সিলেটের বন্যা এবং ১৩ তারিখে নাকি সমাপনী পরিক্ষা আছে? একটু জানাবেন ভাইয়া
নিশ্চিত করে বলতে পারব না। আমি আমার অনেক আগের একটি ভিডিওতে বলেছিলাম যে জুলাইতে পরীক্ষা না হওয়ার সম্ভাবনাই বেশি। আর বর্তমান শিক্ষা প্রশাসন যে কোন বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেয়। অপেক্ষা করেন, দেখেন কি হয়।
Babshy sikkha school porjay a ki calculator nawa jabe?
নেওয়া যাবে।
স্কুল ব্যবসায় শিক্ষা, ৪ টা বিভাগে প্রতিটিতে ৩ টি করে প্রশ্ন। সেক্ষেত্রে শুধু ১ নং বা ৮ নং প্রশ্নের উত্তর লিখলেই হবে নাকি প্রতি বিভাগের উত্তর করার আগে ক-বিভাগ ১নং প্রশ্নের উত্তর এভাবে লিখে নিতে হবে?
আর অথবা প্রশ্ন থাকলে সেক্ষেত্রে অথবার উত্তর সরাসরি করলেই হবে নাকি অথবার উত্তর সেটা উল্লেখ করতে হবে? প্লিজ জানাবেন🥺🥺
একই বিভাগের উত্তর একসাথে করার চেষ্টা করবেন। উত্তরে ক খ গ ঘ এভাবে লিখে নেবেন।
স্যার বাংলা বিষয়ে কিভাবে লিখব তা বুঝায়ে দিলে ভাল হয়
ইনশাল্লাহ আমাদের চ্যানেলে চোখ রাখুন।
১ নং প্রশ্নের উত্তর (অথবা)
এইভাবে লেখা যাবে অথবার উত্তর করলে
হ্যাঁ লিখতে পারবেন।
স্কুল পর্যায়( ব্যবসায় শিক্ষার) শাখার নাকি কোনো সিট নেই।
জানতে চাই ভাই!
স্যার বিষয় রাষ্ট্র বি আমি স্কুল পযায় আবেদন করেছি কিছু বিষয় কোড ৩২৯না এসে আসছে সমাজ বিজ্ঞান ৩০৭ভোকেশনাল আমি এখন নাকি যে বিষয়ে পড়া শোনা করেছি ঐ বিষয় কোড না থাকায় এখন আমাকে ঐ বিষয়ে পরীক্ষা দিতে হবে যদি পাশ করি তবুও চাকরি হবেনা এখন কি করণীয়
না আপনার এই সমাজবিজ্ঞান বিষয় না থাকলে আপনার পরীক্ষা দিয়ে লাভ নেই।
স্যার দশ নম্বরের প্রশ্নের জন্য কয়টি পয়েন্ট লিখবো?
সবথেকে কমপক্ষে সাত থেকে আটটি পয়েন্ট দেওয়ার চেষ্টা করুন।
আমি অনলাইনে এক্সাম দিতে চাই।
আপনার কি এমন সুযোগ আছে?
দুঃখিত আপাতত এরকম ব্যাচ চালু নেই।
মার্জিন না টানলে কি সমস্যা হবে!
না সমস্যা হবে না। জায়গা ফাঁকা রেখে লিখবেন।
প্রামাণ্য সংজ্ঞা কয়টা দিতে হবে ১০ নম্বরের প্রশ্নের জন্য।
আমি সমাজকর্ম থেকে কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা দিবো।
সর্বনিম্ন দুইটা লিখবেন। এর উপরে তিনটা বা চারটা যদি পারেন।
১৮ তম নিবন্ধন লিখিত পরীক্ষার তারিখ কোন ওয়েবসাইটে দেখতে পারবো। এডমিট কার্ড ডাউনলোড সেকশানে লিখিত পরীক্ষার জন্য এমন কিছু তো দেখায় না। এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবো।
এখনও ছাড়েনি।
Aro kisu tittle ase.thakle dia dien
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমরা বিষয়টি বুঝতে পারিনি দয়া করে কি বুঝিয়ে বলবেন।
Sir,,,, Apply korar smy vul hoyese ..... অনার্স এর পয়েন্ট ভুল করে দিছে ,,,,,এটা কি কোনো সমস্যা হবে পড়ে । ।।।।সমস্যা হলে কি করতে হবে
Ntrca এ বরাবর আবদেন করুন।
স্কুল পর্যায়-২ এর ক্ষেত্রে আমি যদি ইংরেজি অংশটি আগে উত্তর দেই তাহলে কোনো সমস্যা হবে কী?
না কোন সমস্যা হবে না।
@@Amarpathghar ধন্যবাদ।
স্যার মার্জিনের জায়গা আপনার মতো এতো বেশী গ্যাপ দিলে আমাদের তো লেখার অংশ কমে যাচ্ছে স্যার এক্ষেত্রে আমরা কতো মাপ রেখে দাগ টানবো
1 Inc gap
বাম পাশে এক ইঞ্চি উপরে দেড় ইঞ্চি।
আমি কি ইংরেজিতে লিখতে পারবো,সব উত্তর?প্রশ্ন কি ইংরেজিতে দিবে?
আমি ইংরেজি ভার্সনে পরেছি অর্থনীতি,, বাংলায় টার্মগুলো কম বুঝি।
লিখতে পারবেন সমস্যা হবে না। আপনি ভাষা সিলেক্ট করেছিলেন কী?
কোনো আরবী প্রভাষক কি পুনরায় ইংরেজি লেকচারার পদে আবেদন করতে পারবে যদি তার ইংরেজিতে অনার্স থাকে?
অথবা এটা কিভাবে লিখতে হবে?
লেখার সময় উপরে অথবা লিখে দেবেন।
১নং প্রশনের অথবা এর উত্তর এভাবে
প্রামাণ্য সংজ্ঞা না দিলে কি সমস্যা হবে?
মার্কস কমে যাবে।
লুজ কি দিবে??
অবশ্যই দেবে।
স্যার, স্কুল পর্যায়ে দুই নিয়ে কিছু বললে উপকার হতো।
স্কেল দিয়েই তো খাতা ভরে গেলো। এতো বেশি। স্যারেরা তো বলেন ১"
আমি কত ইঞ্চি বলেছি। ভিডিওটি ভালো করে দেখুন। আমি বলেছি পাশে এক ইঞ্চি উপরে দেড় ইঞ্চ।এরপরে বলেছি যে মার্জিন না টানলেও হবে।
অথবা প্রশ্নের ক্ষেত্রে কি অথবা লিখবো
এক নং প্রশ্নের উত্তর এভাবে লিখে এর নিচে অথবা লিখবেন
স্যার,রচনামূলক উত্তর এবং সংক্ষিপ্ত উত্তর কত পৃষ্ঠা লিখা উচিত?
ধন্যবাদ।
১০ মার্কের প্রশ্ন মিনিমাম ৩, ৪ পাতা লিখবেন।
সার আপনি রসায়ন শিক্ষক রসায়ন দিয়ে বুঝাবেন, সমাজবিজ্ঞান কেন
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমরা দুটি প্রশ্নকে উদাহরণ হিসেবে নিয়েছিলাম। নির্দিষ্ট কোন বিষয়কে টার্গেট করে নয়। হ্যাঁ আমার বেসিক বিষয় রসায়ন কিন্তু চাকরির আগে, চাকরি পেতে এবং চাকরি করতে গিয়ে অনেক বিষয়ই পড়তে হয়েছে।
সার, আমরা কি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো। লগারিদম এর মান কেমনে বের করবো
স্যার,,রিটেনের প্রিপারেশন খুব ভালো।কিন্তু আমার বয়স ৩৫ বছর ৩ মাস। রিটেনে টিকলে আমার কি ধরনের সুযোগ পেতে পারি।প্লিজ জানাবেন।
পরীক্ষা দিন।
Amar o same age sesh exam dile ki sujog pabo
স্যার খাতার কালার কি সাদা না হলুদ হয় একটু জানাবেন
পুরোপুরি সাদা পেতে পারেন, তবে একটু হলদেটে ভাব হলেও হতে পারে।
এইভাবে লেখলে তো খারাপ অবস্থা হবে। যেমনি ভাঁজ দিছেন পরীক্ষক দেখলে তো ফাঁকিবাজ মনে করবে।
আপনি ভিডিওটা ভালো করে দেখুন। থেমে থেমে দেখুন।আমিও বিসিএস দেওয়া লোক। ব্যাংকের সিনিয়র অফিসার, অফিসার ছিলাম।শুধু মার্জিন নিয়ে কথা বলতে গেলেও এক ঘন্টার একটি সেশন লাগে। আপনার ভালো না লাগলে মার্জিন দেবেন না। কিন্তু মার্জিন টানার নিয়ম না জেনে আন্ডার এস্টিমেট করে কথা বলে বিভ্রান্তি ছড়াবেন না।
❤️❤️❤️
❤️❤️❤️❤️
ভাই লিখিত পরীক্ষায় কি জেলাভিত্তিক টেকানা হবে
না।
....
ধন্যবাদ স্যার
আমাদের সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ।