Dhaka to Chandpur trip 2023 | একদিনের চাঁদপুর ভ্রমণ | One day tour plan | Khairul's Travel
Вставка
- Опубліковано 11 січ 2025
- Dhaka to Chandpur trip 2023 | একদিনের চাঁদপুর ভ্রমণ | One day tour plan | Khairul's Travel
চাদপুর জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে চাঁদপুর বাংলাদেশের একটি “এ” শ্রেণিভুক্ত জেলা।পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে এ জেলা অবস্থিত। ইলিশ মাছের অন্যতম প্রজনন অঞ্চল হিসেবে চাঁদপুরকে ইলিশের বাড়ী চাঁদপুর নামে ডাকা হয়।
চাঁদপুর শহরের তিন নদীর মোহনা। যেখানে পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া মিলিত হয়েছে। এতদিন এই জায়গাটি বড়স্টেশন মোলহেড নামে পরিচিত ছিল। তবে দৃষ্টিনন্দন এবং ঘুরে বেড়ানোর মতো আকর্ষণীয় এই জায়গা এখন থেকে বঙ্গবন্ধু পার্ক নামে অবিহিত হবে। এজন্য অনুমতি দিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট।
মেঘনার চর বাংলাদেশের চাঁদপুর জেলায় রাজরাজেশ্বর ইউনিয়নে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে অবস্থিত একটি পর্যটনকেন্দ্র। এটি নদীকেন্দ্রিক বাংলাদেশের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র।এর চারদিকে নদী হওয়ায় কক্সবাজার সমুদ্র সৈকতের মতো দেখায় তাই পর্যটকরা এর নাম দিয়েছেন মেঘনার চর।স্থানীয়ভাবে বালু চর, পদ্মার চর ও মেঘনার চর নামেও এর পরিচিতি রয়েছে। বেসরকারিভাবে “স্বপ্ন ট্যুরিজম” নামক প্রতিষ্ঠান এই পর্যটনকেন্দ্রটি পরিচালনা করে।
চাঁদপুর বড় স্টেশন থেকে ১০০ টাকা নৌকা ভাড়া দিয়ে ঘুরে আসতে পারেন মিনি কক্সবাজার থেকে।
চাদপুরের টাটকা ইলিশ খেতে চাইলে বড় স্টেশন পার্ক মাছের আড়ৎ-এ আসতে হবে। সরাসরি জেলেদের থেকে কিংবা আড়তদারদের থেকে টাটকা মাছ কিনে, লঞ্চ টার্মিনালের পাশে রেস্টুরেন্টে রান্না করে খেতে পারবেন। বাজেট কম হলে রেস্টুরেন্টে ৮০-১০০ টাকা পিচ দরে ইলিশ মাছ কিনে খেতে পারেন।
নোট:: লঞ্চ ভ্রমণের পূর্বে অবশ্যই আবহাওয়ার আপডেট জেনে নিবেন।
✅ My Page :: www.facebook.c...
চাঁদপুর
ঢাকা টু চাঁদপুর লঞ্চ সময়সূচি
ঢাকা টু চাঁদপুর ভ্রমণ
চাঁদপুর ভ্রমণ
চাঁদপুর বড় স্টেশন পার্ক
চাঁদপুর ট্যুর
ইলিশের বাড়ী চাঁদপুর
চাঁদপুর লঞ্চ
চাঁদপুর লঞ্চ সময়সূচি
চাঁদপুর লঞ্চ ভাড়া
চাঁদপুর ভ্রমণ গাইড
চাঁদপুর ভ্রমণ খরচ
মিনি কক্সবাজার চাঁদপুর
চাঁদপুর দর্শনীয় স্থান
Dhaka to Chandpur
Dhaka to Chandpur launch
Dhaka to Chandpur trip
Dhaka to Chandpur tour
Dhaka to Chandpur tour guide
Chandpur launch time
Chandpur launch price
Chandpur travel cost
Chandpur travel guide
Chandpur tourist place
Chandpur Tourist spot
Chandpur tour guide 2023
Chandpur tour plan
One day tour plan
Chandpur tour cost 2023
For contact ::
mdkhairul1051@gmail
আমারও যাওয়ার ইচ্ছা আছে।
❤❤❤ আসাধারণ 😮
আমার বাড়িও চাঁদপুর। আমিও লঞ্চে যাই।
কয় ঘন্টা লাগে ভাই জেতে
🥰🥰
😮😮😮😮
Thank you ❤️
ভাই মিনি কক্সবাজার কেন গেলেন না।ওটাও ত অনেক সুন্দর জায়গা।
ওয়েদার ভালো ছিলো না (বৃষ্টি ছিলো) এজন্য মিনি কক্সবাজার যাওয়ার ট্রলার বন্ধ ছিলো
মুইও যাইতে চাই
💖💖💖
Thank you ❤️
Dupur 3ta...ato somoy laglo jaite
চাদপুরের জোয়ার ভাটার সময় কখন বলা যাবে?
Bhai apni ki dslr diye video banan? Naki gopro
Mobile
চাদপুর তিন নদীর মোহনা যেতে ঢাকা থেকে কত সময় লাগে?
৩/ ৩.৩০ ঘন্টা
ভাই,লঞ্চঘাট থেকে বড় স্টেশন যেতে পায়ে হেঁটে ১০ মিনিট লাগে সর্বোচ্চ।আর ভাড়া ৪০ টাকা কখনোই নয়।
10 taka vara
চাঁদ পুরের এই লঞ্চ ঘাটের নাম টা কি ভাই জানতে চাই প্লিজ
চাঁদপুর লঞ্চ ঘাট
AC cabin নাই ??
এসি সিঙ্গেল, ডাবল সব ধরনের কেবিন আছে।
ভাই যেতে কতক্ষন লাগবে?
ওয়েদার ভালো থাকলে ৩ ঘন্টায় পৌঁছে যাবেন ইনশাআল্লাহ
Single cavin a gf niye jauya jabe?
ইলিশের পিস কত করে
৮০-১০০ টাকার মধ্যে পাবেন, ইলিশের সাইজ অনুযায়ী। অবশ্যই দরদাম করে নিবেন
❤❤❤❤
Thank you ❤️
❤❤❤
Thank you ❤️
@dropin409 সাধারণত ৩ ঘন্টা ৩০ মিনিট মত সময় লাগে, কিন্তু ঝড়/ বৃষ্টির দিনে সময় বেশি লাগে, আমার ট্যুরের দিন বৃষ্টি ছিলো।
❤❤❤❤
Thank you ❤️
❤❤❤