এই মাঝ রাতে ৩৫ মিনিট ভিডিও দেখলাম না টেনে। সালমান ভাই এর ভিডিও তেই সম্ভব। অনেক গুলা নতুন বিষয় জানলাম, দেখলাম। অনেক ধন্যবাদ চমৎকার এই ভিডিওর জন্য। একদিন আমাকেও নিয়া যাইয়েন ভাই ❤
আসসালামু আলাইকুম লাবিব ভাই। খুব ভালো লাগলো আপনার কমেন্ট পেয়ে। অনেক আগেই শুট করেছিলাম ভিডিওটা। আমার এডিট করতে অনেক সময় লাগে,,তাই দিতেও দেরি হইল। আপনার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে অনেক ভালো লাগলো। আপনার সাথে একত্রে ট্যুরে যাওয়া একটা স্বপ্ন আমার,, আপনার পক্ষ থেকে আন্তরিকতায় আমি সব সময় মুগ্ধ থাকি,, কিন্তু আমি আর সময় ম্যানেজ করতে পারি না 😔😔😔😔ব্যাটে বলে তাই মিলে না। অপেক্ষায় আছি,,,একমাত্র আল্লাহ যদি মিলায়ে দেয় তাইলেই মনে হয় সম্ভব। ইনশাআল্লাহ আপনার সাথে একটা ভ্রমণে বের হব ভাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা
আমি চাঁদ পুর সদর উপজেলার চাঁদপুর জেলা শহর থেকে বলছি এবং আপনার ভিডিও ডাউনলোড করে রাখলাম। দেখে মনে মনে অনেক খুশি হলাম ধন্যবাদ আপনাকে তথ্যসমৃদ্ধ সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ঢাকা ক্যান্টনমেন্ট কচুখেত মার্কেট ইলিশের দাম কম । কিন্তু আপনার ধারনা সঠিক। চাঁদপুর ইলিশের বাড়ি হলে ও দাম বেশি হওয়ায় ব্যবসায়ীরা দায়ী। কারণ চাঁদ পুরের বাহিরে বিক্রি করতে পছন্দ করে।
@@dr.salmanmahiruhulkowser9812 ভাই, কি বলেন!? বয়সে ছোট ঠিক আছে কিন্তু কর্মে বৃহৎ।স্বপন ভিডিও বানানোর অনেক আগে থেকেই আমি আপনার ফ্যান এবং একমাত্র আপনার কন্টেন্টই দেখতাম।
ভাই আমি আপনার কমুনিটিরই, আবার আপনার সাবেক কর্মস্থলের কাছেই আমার কর্মস্থল, পড়াশোনা।বিশেষ করে নিজের কমিউনিটির বলে শুরু থেকেই আপনাকে ভিশন পছন্দ যে এতো ব্যাস্ততার পরেও কত্ত সুন্দর ভ্রমণ ভিডিও বানান।আমিও আপনার মত প্রচুর ভ্রমণ পিপাসু ভাই।দোয়া করবেন ভাই আর অন্য কোন ভাবে কানেক্টেড থাকা গেলে খুব ভালো লাগবে ভাইয়া।আসসালামুয়ালাইকুম
আসসালামু আলাইকুম ভাই। অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনার কমেন্ট পেয়ে,,,,আসলে ঘুরতে ভালবাসি,,, আর যেহেতু জীবণে অনেক বেশি ঘোরা ঘুরি করেছি,,তাই চেষ্টা করি মানুষ যেন সহজে ঘুরতে পারে,সেই বিষয়গুলোতে সবাইকে আগ্রহী করে তোলা,,একেবারে সঠিক সত্য আন বায়াসড তথ্য দেওয়া। তাই বছরে দুই একটা হলেও ভিডিও বানানো। আপনার সাথে পরিচয় হতে পেরে ভাল লাগলো। আমার বর্তমান পোস্টিং রাজশাহী। দাওয়াত রইল। শুভকামনা
আমি অনেক দিন থেকেই আপনার ভিডিও দেখে আসছি। আপনার আজকের এই ভিডিও আমার কাছে খুব ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ্। ৭৫০/- টাকায় ঢাকা-চাদপুর-ঢাকা ভ্রমন এর ভিডিও দেখে আমারও যেতে ইচ্ছে করছে। আমি অনেক দিন আগে ঢাকা-চাদপুর-ঢাকা রাতের ট্যুর এ গিয়েছিলাম। খরচ হয়েছিল মনে হয় ১৫৯০/- টাকা। সেই হিসেবে এত্তো বছর পর ৭৫০/- টাকায় সোনায় সোহাগা ট্যুর প্ল্যান। আপনাকে অনেক ধন্যবাদ জানাছি আমাদের কে উদ্ভুদ্ধ করার জন্য।
প্রথমবারের মতো আপনার চ্যানেলের ভিডিও দেখলাম এবং প্রথমেই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে ফেললাম। আর প্রথমবারের মতো একটা অনুরোধ করছি। যে লঞ্চে ভ্রমণ করবেন সেই লঞ্চের সম্পূর্ণ ভিউ দেখাবেন প্লিজ। শুভ কামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে টাকাপয়সার জন্য ভিডিও বানাই না।নিজের মনের শান্তির জন্য, এবং যে ভিডিও মানুষের উপকার করবে,,শুধুমাত্র সে রকম ভিডিও। তাই দেখা যায় বছরে দুই তিনটা ভিডিও বানাই। আপনাদের জন্য শুভকামনা।
আমার ঘুরতে অনেক ভালো লাগে আর লঞ্চে হলে তো কথাই নাই তাই একবার বরিশাল ঘুরতে গেছিলাম লঞ্চে বরিশাল আমার কেউ নাই তাই আবার পরের দিন লঞ্চে করেই চলে আসছি আলহামদুলিল্লাহ অনেক মজা পেয়েছিলাম।
ভাই আগে তখন ছোটো ছিলাম চাদপুর যাওয়ার চাদর আইন, আনলিমিটেড আইস্ক্রিম কিন্তু সবচেয়ে পছন্দের ভ্লগ হলো মাওয়া -কাঠালবারি ফেরিঘাট এর তা কারন আমার গ্রামের বাসা অই জায়গায়। তখন পদ্মা সেতু হয় নাই রুস্তম এর কাহিনি ছিলো। আমি চাই আপনি আগের মত ফিরে আসেন।
আসসালামু আলাইকুম ভাই। অনেক অনেক ধন্যবাদ,,,, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। বোঝাই যাচ্ছে আপনি আমার অনেকগুলো ভিডিও বেশ মনোযোগ সহকারে দেখেছেন, সেই বিষয়গুলোর কথা মনেও রেখেছেন। তাই আপনার প্রতি কৃতজ্ঞতা। আসলে নিজের প্রফেশনাল ব্যস্ততার কারণে আমার পক্ষে পূর্ণাঙ্গ রূপে ফেরা সম্ভব না। তারপরও চেষ্টা করব যে সমস্ত ভিডিও মানুষের উপকারে আসে,,, মানুষ কোন কিছু শিখতে পারবে,,, বা আমি যে জিনিসগুলো শিখেছি সেগুলো মানুষের সাথে শেয়ার করতে পারব,,, তেমন ভিডিও বানাবার। বছরে একটা ভিডিও বানালেও চাই সেটা যেন সবার উপকারে আসে। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাই। আসসালামু আলাইকুম
ভাই আপনার প্ৰত্যেক টি ভিডিও অনেক তথ্য সম্ভলিত এবং বাংলাদেশ এর ভালো দিক তুলে ধরেন, আমার পরিবার এর সবাই আপনার ভিডিও দেখি, আপনার প্ৰত্যেক টি ভিডিও প্রশংসার দাবিদার করতে বাধ্য।
অনেকদিন পর ভিডিও দিলেন। অথচ আপনার কন্টেন্টগুলোর আকর্ষণ শক্তি বেশি। রেগুলার দেবার অনুরোধ রইলো। বিশেষত ভ্রমনের পাশাপাশি স্ট্রিট ফুড রিভিউ বা অন্য যে কোন ফুড রিভিউ
ভাইকে অনেক ধন্যবাদ এরকম একটি ভিডিও দেওয়ার জন্য অনেক পারলাম অনেক ভালো লেগেছে আমাদের প্রিয় বাংলাদেশএ কত সুন্দর প্রাকৃতিক অসাধারণ দৃশ্য আছে দেখার মত আলহামদুলিল্লাহ
আজই প্রথম দেখলাম আর ভালো লেগে গেলো। কমেন্ট শেষে সাবস্ক্রাইব করে বেলবাটন চাপবো। আপনার আলহামদুলিল্লাহ বলা ভালো লেগেছে। বাট কর্মচারীদের কর্মচারী বলে পরিচয় করিয়ে দেয়া পছন্দ হয়নি। স্টাফ বলতে পারেন। ভুল ধরিয়ে দিতে বলেছিলেন। ধরিয়ে দিলাম। সবশেষে ধন্যবাদ জানাই সুন্দর একটা ভিডিও দেখানোর জন্য
অনেক ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য। আপনিও খুব সূক্ষ্ম একটা বিষয় আমাকে ধরিয়ে দিয়েছেন। আমি মেনে নিচ্ছি এই জায়গায় স্টাফ শব্দটা ব্যবহার করলে বিষয়টা আরেকটু সুন্দর লাগতো। তবে আমি ব্যক্তিগতভাবে কাউকে বড় বা ছোট করে দেখি না। আক্ষরিকভাবে সবাইকে কাগজে কলমে যে পদে সম্বোধন করা হয়, সেটাই রেখেছিলাম। এটা বিশ্বাস করি,আমরা সবাই মানুষ। দিনশেষে নামাজের কাতারে বা আল্লাহর দরবারে আমরা সবাই সমান। এরপর থেকে আমি চেষ্টা করব ভাষাগত মাধুর্য বজায় রাখার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
@@armroni4112 vai jodi Elish er jonnu jan koyekdin por jaien ekhon 22 din mash dhorar nisedagga ache,tai Dam onek bere jabe emnitei oikhane Elish er dam besi
আসসালামু আলাইকুম ভাই। অনেক অনেক ধন্যবাদ আমার মত ক্ষুদ্র মানুষের কথা চিন্তা করার জন্য। আসলে পেশাগত কারণে আমি সেরকম ছুটিছাটা পাই না যার কারণে স্পেসিফিক টাইম ধরে ভ্রমণ করাটা আমার জন্য বেশ টাফ। সারা বছর কোথায় ঘুরতে যাব কি করবো না করবো তার একটা প্ল্যান করে রাখি,,, এরপর যখনই হঠাৎ ছুটি পাই সাথে সাথে দৌড়। আমার বিষয়গুলো আন্সার্টেন হওয়ার কারণে আসলে আপনাদের জন্য বিষয়টা কষ্টকর হয়ে দাঁড়াবে। আপনি দেখা করতে চাইলে বর্তমানে আমার পোস্টিং রাজশাহী মেডিকেল কলেজের সাথে RPTI সেখানে এসে দেখা করতে পারেন। দাওয়াত রইলো। আর আমাদের দেখানো পদ্ধতি অনুযায়ী নিজেরা টিম করে ঘুরে আসতে পারেন। শুভকামনা রইল
আমাদের সহর চাঁদপুর ভাই ভালো লাগলো ভিডিও টা দেখো আপনার ভিডিও কয়লিটি অনেক ভালো আপনার কথার দারন এবং মিউজিক এগুলো মিলিয়ে ভালোই হইছে ভিডিও টা এবং অনেক সুন্দর ইডেটিং❤🤗
আমার বাড়ি চাঁদপুর অনেক দিন যাবৎ লক্ষ্য করছি চাঁদপুর ঘাটে নৌকায় করে ইলিশ বিক্রি করে। কিন্তূ তাদের ব্যাবহার এতটাই খারাপ আগে জানতাম না। আমি চেষ্টা করবো এই ব্যাপারে কর্তৃপক্ষের নিকট একটি অভিযোগ দায়ের করার।যাতে করে ভবিষ্যতে যেনো এদের কারণে আমাদের চাঁদপুরের কোনো বদনাম না হয়।
আসসালামু আলাইকুম জয়নাল ভাই। অনেক অনেক ধন্যবাদ আমার মত ক্ষুদ্র মানুষের কথা মনে রাখার জন্য। আসলে আমার টার্গেট মানুষের উপকারের জন্য ভিডিও বানানো, টাকা পয়সা বা অন্য কোন কিছু নয়। তাই দেখা যায় এক একটা ভিডিও বানাতে আমি অনেক সময়ে অর্থ শ্রম তিনটাই ব্যয় করি। আর আমার মূল প্রফেশন ভিন্ন,, তাই আসলে নিয়মিত ভিডিও দেওয়া সম্ভব হয় না। আপনি চাইলে আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিংক দেওয়া রয়েছে। আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম
অনেক ধন্যবাদ ভাই আমাদের সাথে ভ্রমণে যাওয়ার ইচ্ছা পোষণ করার জন্য। আসলে আমি ভিন্ন প্রফেশনের মানুষ হবার কারণে সময় পাই খুব কম।তবে চেষ্টা করি আপনারা যেভাবে ভ্রমণ করলে সুভিদা পাবেন, সে প্রক্রিয়াগুলো কোন রাক ঢাক ছাড়াই দেখিয়ে দেওয়ার জন্য। কেননা ঘোরাঘুরি বিষয়ে আমার দীর্ঘ অভিজ্ঞতা রপ্যেছে, আলহামদুলিল্লাহ। আমরা চাই আমাদের দেখানো পথে আপনারা নিজেরাই বন্ধু-বান্ধবরা মিলে ঘুরে আসবেন। আর কোন গাইডেন্স লাগলে অনলাইনে আমরা তো আছি। আপনাদের জন্য শুভকামনা রইল ভাই। আসসালামু আলাইকুম
ওয়া আলাইকুম আসসালাম ভাই। আমি চেষ্টা করব বিরতি কম নিতে।আসলে একটা মান সম্মত ভিডিও বানাতে অনেক সময় লাগে। আমি চাই মানসম্মত ভিডিও বানাব,,কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ করব না।
আপনার ভিডিও গুলো তথ্য নির্ভর। বেশ ভালো লাগে দেখতে। উচ্চারণ, বাচন ভংগী। তবে অভিযোগ আছে ভিডিও আসতে অনেক সময় লাগে। ধন্যবাদ আপনার এই লো বাজেটের ভ্রমণ ব্লগ এর জন্য। সুস্থ থাকবেন।
অনেক ধন্যবাদ ভাই আপনার সুচিন্তিত মতামত এর জন্য। আসলে আমি ট্রাই করি এমন কিছু বানাতে,,যেটায় আসলেই মানুষের উপকার হবে। অনেক শ্রম ও সময় দিয়ে প্রতিটি কাজ করি। কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ,, তাই আসলে ভিডিও আসতে সময় লাগে। ধন্যবাদ
ওয়া আলাইকুম আসসালাম ভাই। অনেক কৃতজ্ঞতা আমার মত ক্ষুদ্র মানুষের কথা মনে রেখেছেন ভাই। আসলে ভাই ভাল মানের ভিডিও করার ইচ্ছা,,,তাই দিতে সময় লাগলো। শুভকামনা রইল ভাই। আসসালামু আলাইকুম
এই মাঝ রাতে ৩৫ মিনিট ভিডিও দেখলাম না টেনে। সালমান ভাই এর ভিডিও তেই সম্ভব। অনেক গুলা নতুন বিষয় জানলাম, দেখলাম। অনেক ধন্যবাদ চমৎকার এই ভিডিওর জন্য। একদিন আমাকেও নিয়া যাইয়েন ভাই ❤
আসসালামু আলাইকুম লাবিব ভাই।
খুব ভালো লাগলো আপনার কমেন্ট পেয়ে।
অনেক আগেই শুট করেছিলাম ভিডিওটা।
আমার এডিট করতে অনেক সময় লাগে,,তাই দিতেও দেরি হইল।
আপনার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে অনেক ভালো লাগলো।
আপনার সাথে একত্রে ট্যুরে যাওয়া একটা স্বপ্ন আমার,, আপনার পক্ষ থেকে আন্তরিকতায় আমি সব সময় মুগ্ধ থাকি,, কিন্তু আমি আর সময় ম্যানেজ করতে পারি না 😔😔😔😔ব্যাটে বলে তাই মিলে না।
অপেক্ষায় আছি,,,একমাত্র আল্লাহ যদি মিলায়ে দেয় তাইলেই মনে হয় সম্ভব। ইনশাআল্লাহ আপনার সাথে একটা ভ্রমণে বের হব ভাই।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা
আমি চাঁদ পুর সদর উপজেলার চাঁদপুর জেলা শহর থেকে বলছি এবং আপনার ভিডিও ডাউনলোড করে রাখলাম। দেখে মনে মনে অনেক খুশি হলাম ধন্যবাদ আপনাকে তথ্যসমৃদ্ধ সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ঢাকা ক্যান্টনমেন্ট কচুখেত মার্কেট ইলিশের দাম কম । কিন্তু আপনার ধারনা সঠিক। চাঁদপুর ইলিশের বাড়ি হলে ও দাম বেশি হওয়ায় ব্যবসায়ীরা দায়ী। কারণ চাঁদ পুরের বাহিরে বিক্রি করতে পছন্দ করে।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভকামনা রইল ভাই
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@@dr.salmanmahiruhulkowser9812😊😊😊😊😊
আমার জন্ম স্থান
আমার নানা ভাই এর বাড়ী
-- শৈশবের চাঁদপুর কে চমৎকার ভাবে তুলে ধরবার জন্য শুকরিয়া ❤
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
শুভকামনা রইল
ক্রিয়েশন নিয়ে তো কোন কথাই হবে না, আপনার তুলনা আপনিই। অফুরন্ত শুভেচ্ছা, প্রিয় সালমান ভাই
অনেক অনেক ধন্যবাদ ভাই আমার মত ক্ষুদ্র মানুষের কথা মনে রাখার জন্য।
@@dr.salmanmahiruhulkowser9812 ভাই, কি বলেন!? বয়সে ছোট ঠিক আছে কিন্তু কর্মে বৃহৎ।স্বপন ভিডিও বানানোর অনেক আগে থেকেই আমি আপনার ফ্যান এবং একমাত্র আপনার কন্টেন্টই দেখতাম।
ধন্যবাদ ভাই। শুনে খুব ভালো লাগলো
আসসালামুয়ালাইকুম আমি আপনার ভিডিও আগেও দেখেছি ঢাকা থেকে চাঁদপুর ভ্রমণ মাত্র 550 টাকায় সেই ভিডিওটা অনেকবার দেখেছি অনেক ভালো লাগছে
ওয়ালাইকুম আসসালাম ভাই।
অনেক ভালো লাগলো আপনি এতদিন আগের কথা মনে রেখেছেন।
আমার পরম সৌভাগ্য।
আপনার জন্য অনেক শুভকামনা
750 ki vave
@@dr.salmanmahiruhulkowser9812 750 ki vave
@rahiii-uh3uu ভিডিওতে বিস্তারিত দেওয়া আছে।
না টেনে দেখতে থাকুন,প্রতিটা পয়সার হিসাব পেয়ে যাবেন। ধন্যবাদ
Ok
বাহ: আপনার ভয়েস কোয়ালিটি বেশ সুন্দর, আর প্রাঞ্জল বর্ণনা আমাকে মোহিত করেছে। ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামত এর জন্য।
কৃতজ্ঞতা।
সালমান ভাইয়ের ভিডিও না দেখে কি পারা যায়।
আলহামদুলিল্লাহ ভালোই লাগলো।
আসসালামু আলাইকুম রফিক ভাই।
অনেক অনেক ধন্যবাদ।
আপনার জন্য অনেক শুভকামনা রইল
এই রুটে ২৪ এর শুরুর দিকে ট্যুর দিয়েছিলাম, অসাধারণ লেগেছিলো। ট্যুর প্ল্যান করেছিলো একজন অভিজ্ঞ টুরিস্ট (সৈকত ভাইয়া)। একদিনের ট্যুরের জন্য বেস্ট রুট।
আলহামদুলিল্লাহ,, শুনে খুব ভাল লাগলো
সুন্দর সাবলীল উপস্থাপনা..আনকমন অথচ জরুরি বিষয় গুলো ক্যামেরাবন্ধি হয়েছে যা সবার জন্য শিক্ষানীয় ও মজারও বটে..!!!
অনেক অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
ভাই আমি আপনার কমুনিটিরই, আবার আপনার সাবেক কর্মস্থলের কাছেই আমার কর্মস্থল, পড়াশোনা।বিশেষ করে নিজের কমিউনিটির বলে শুরু থেকেই আপনাকে ভিশন পছন্দ যে এতো ব্যাস্ততার পরেও কত্ত সুন্দর ভ্রমণ ভিডিও বানান।আমিও আপনার মত প্রচুর ভ্রমণ পিপাসু ভাই।দোয়া করবেন ভাই আর অন্য কোন ভাবে কানেক্টেড থাকা গেলে খুব ভালো লাগবে ভাইয়া।আসসালামুয়ালাইকুম
আসসালামু আলাইকুম ভাই।
অনেক অনেক ধন্যবাদ।
খুব ভালো লাগলো আপনার কমেন্ট পেয়ে,,,,আসলে ঘুরতে ভালবাসি,,,
আর যেহেতু জীবণে অনেক বেশি ঘোরা ঘুরি করেছি,,তাই চেষ্টা করি মানুষ যেন সহজে ঘুরতে পারে,সেই বিষয়গুলোতে সবাইকে আগ্রহী করে তোলা,,একেবারে সঠিক সত্য আন বায়াসড তথ্য দেওয়া। তাই বছরে দুই একটা হলেও ভিডিও বানানো।
আপনার সাথে পরিচয় হতে পেরে ভাল লাগলো।
আমার বর্তমান পোস্টিং রাজশাহী।
দাওয়াত রইল।
শুভকামনা
আমরা যারা বরিশাল চাঁদপুর অথবা পটুয়াখালীর তারা নদীর সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করতে পারি আলহামদুলিল্লাহ 😊
আলহামদুলিল্লাহ
আমি অনেক দিন থেকেই আপনার ভিডিও দেখে আসছি।
আপনার আজকের এই ভিডিও আমার কাছে খুব ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ্।
৭৫০/- টাকায় ঢাকা-চাদপুর-ঢাকা ভ্রমন এর ভিডিও দেখে আমারও যেতে ইচ্ছে করছে।
আমি অনেক দিন আগে ঢাকা-চাদপুর-ঢাকা রাতের ট্যুর এ গিয়েছিলাম। খরচ হয়েছিল মনে হয় ১৫৯০/- টাকা।
সেই হিসেবে এত্তো বছর পর ৭৫০/- টাকায় সোনায় সোহাগা ট্যুর প্ল্যান।
আপনাকে অনেক ধন্যবাদ জানাছি আমাদের কে উদ্ভুদ্ধ করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার পুরো ভিডিও দেখে মনে হলো সেই বিটিভির প্রোগ্রাম দেখলাম। কি দারুণ সহজ সরল ও প্রাঞ্জল উপস্থাপনা!❤️
অনেক অনেক ধন্যবাদ।
কৃতজ্ঞতা আপনার সুন্দর মন্তব্যের জন্য।
শুভকামনা রইল।
প্রথমবারের মতো আপনার চ্যানেলের ভিডিও দেখলাম এবং প্রথমেই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে ফেললাম। আর প্রথমবারের মতো একটা অনুরোধ করছি। যে লঞ্চে ভ্রমণ করবেন সেই লঞ্চের সম্পূর্ণ ভিউ দেখাবেন প্লিজ। শুভ কামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে টাকাপয়সার জন্য ভিডিও বানাই না।নিজের মনের শান্তির জন্য, এবং যে ভিডিও মানুষের উপকার করবে,,শুধুমাত্র সে রকম ভিডিও। তাই দেখা যায় বছরে দুই তিনটা ভিডিও বানাই। আপনাদের জন্য শুভকামনা।
দারুণ৷ অসাধারণ৷
বিদেশে বসে নিজ দেশের প্রকৃতি, সৌন্দর্য দেখে অভিভূত হলাম৷
ইউরোপে আসেন স্যার৷ আপনার সাথে একদিনের ট্যুর দেয়ার খুব-ই ইচ্ছে হচ্ছে৷ 🇧🇩💝
অনেক অনেক ধন্যবাদ।
আপনার দাওয়াত রইল ভাই।
আমার অফিসে একবেলা আমার সাথে ডাল ভাত খাবেন, খুব খুশি হব।
ইনশাআল্লাহ, আমি ইউরোপ আসলে আপনাকে জানাব।
আমার ঘুরতে অনেক ভালো লাগে আর লঞ্চে হলে তো কথাই নাই তাই একবার বরিশাল ঘুরতে গেছিলাম লঞ্চে বরিশাল আমার কেউ নাই তাই আবার পরের দিন লঞ্চে করেই চলে আসছি আলহামদুলিল্লাহ অনেক মজা পেয়েছিলাম।
আপনার অভিজ্ঞতা শুনে ভাল লাগলো
ভাই আগে তখন ছোটো ছিলাম চাদপুর যাওয়ার চাদর আইন, আনলিমিটেড আইস্ক্রিম কিন্তু সবচেয়ে পছন্দের ভ্লগ হলো মাওয়া -কাঠালবারি ফেরিঘাট এর তা কারন আমার গ্রামের বাসা অই জায়গায়। তখন পদ্মা সেতু হয় নাই রুস্তম এর কাহিনি ছিলো। আমি চাই আপনি আগের মত ফিরে আসেন।
আসসালামু আলাইকুম ভাই।
অনেক অনেক ধন্যবাদ,,,, আপনার কথা শুনে খুব ভালো লাগলো।
বোঝাই যাচ্ছে আপনি আমার অনেকগুলো ভিডিও বেশ মনোযোগ সহকারে দেখেছেন, সেই বিষয়গুলোর কথা মনেও রেখেছেন। তাই আপনার প্রতি কৃতজ্ঞতা।
আসলে নিজের প্রফেশনাল ব্যস্ততার কারণে আমার পক্ষে পূর্ণাঙ্গ রূপে ফেরা সম্ভব না। তারপরও চেষ্টা করব যে সমস্ত ভিডিও মানুষের উপকারে আসে,,, মানুষ কোন কিছু শিখতে পারবে,,, বা আমি যে জিনিসগুলো শিখেছি সেগুলো মানুষের সাথে শেয়ার করতে পারব,,, তেমন ভিডিও বানাবার।
বছরে একটা ভিডিও বানালেও চাই সেটা যেন সবার উপকারে আসে।
আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাই।
আসসালামু আলাইকুম
আপনার থেকেই প্রথম দই তৈরি শিখেছি
এছাড়াও কক্সবাজারের ট্রেনের টিকেট কাটার ব্যাপারেও আপনার ভিডিওর সাহায্য নিয়েছি।
শুনে ভাল লাগলো ভাই। আমি ক্ষুদ্র মানুষ। আমার কথা মনে রেখেছেন,,, আমার অনেক বড় প্রাপ্তি,,আলহামদুলিল্লাহ
আপনার ভিডিও গুলো দেখে বেশ ভালো লাগে এবং ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করা যায়। সাথে অল্প খরচের বিষয়টা তো আছেই।
অনেক অনেক ধন্যবাদ
💕💕স্যার, সব কিছুর জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার জন্য অশেষ ভালোবাসা রইল । 💕💕
অনেক অনেক ধন্যবাদ
অনেক সুন্দর ভিডিও 🌹🌹🌹
ধন্যবাদ ভাই
সাধারণত আমি এতো লম্বা ভিডিও দেখি না খুবই অধৈর্য আমি,তবে আপনার ভিডিওটা না টেনে পুরোটা দেখলাম,খুবই সুন্দর উপস্থাপনা❤
অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য।
আপনার জন্য শুভকামনা
আলহামদুলিল্লাহ্ ভালো লেগেছে, তথ্য বহুল ভিডিও।
অনেক অনেক ধন্যবাদ ভাই
Right notun public deklay dham barai ya dissay . Thanks
ধন্যবাদ আপনার মন্তব্য এর জন্য।
ভাই আপনার প্ৰত্যেক টি ভিডিও অনেক তথ্য সম্ভলিত এবং বাংলাদেশ এর ভালো দিক তুলে ধরেন, আমার পরিবার এর সবাই আপনার ভিডিও দেখি, আপনার প্ৰত্যেক টি ভিডিও প্রশংসার দাবিদার করতে বাধ্য।
অনেক অনেক ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামত এর জন্য।
আমাদের জন্য দোয়া করবেন।
আপনার ও আপনার পরিবারের জন্য শুভকামনা।
খুব সুন্দর উদ্যোগ,এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্প উন্নত হবে ইনশাল্লাহ ।
অনেক ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামত এর জন্য
অনেকদিন পর ভিডিও দিলেন। অথচ আপনার কন্টেন্টগুলোর আকর্ষণ শক্তি বেশি। রেগুলার দেবার অনুরোধ রইলো। বিশেষত ভ্রমনের পাশাপাশি স্ট্রিট ফুড রিভিউ বা অন্য যে কোন ফুড রিভিউ
আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আপনার সাজেশন এর জন্য।
আমি ট্রাই করব ইনশাআল্লাহ
খুব সুন্দর সাবলীল উপস্থাপনা ❤।একদম ন্যাচারাল ফিল অনুভব করাচ্ছেন ❤।
অনেক অনেক ধন্যবাদ
Thanks for the beautiful video. I am planning to take this trip during my 2-week trip to BD.
Most Welcome.
Thanks for watching.
আমার প্রিয় জন্মভূমি আমার জন্মস্থান চাঁদের শহর চাঁদপুরকে এইভাবে তুলে দরার জন্য ধন্যবাদ ভাইয়া ❤
আপনাকেও ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য
ভাইকে অনেক ধন্যবাদ এরকম একটি ভিডিও দেওয়ার জন্য অনেক পারলাম অনেক ভালো লেগেছে আমাদের প্রিয় বাংলাদেশএ কত সুন্দর প্রাকৃতিক অসাধারণ দৃশ্য আছে দেখার মত আলহামদুলিল্লাহ
অনেক অনেক ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামত এর জন্য।
অনেক সুন্দর ভিডিও আমার দরকার ঠিলো শুশুর বাড়ি যাবো ইনশাআল্লাহ। অনেক তথ্য জানলাম
ধন্যবাদ ভিডিও টি দেখার জন্য।
মাশাআল্লাহ খুবই সুন্দর ভ্রমণ
অনেক ধন্যবাদ
অনেক সময় পর একটা ভালো💝 ভিডিও দেখলাম। ধন্যবাদ 💐
অনেক অনেক ধন্যবাদ
সাধারণত কারো কনটেন্টে কমেন্ট করি নাই।
আপনার ভিডিও দেখে পারলাম না।
বেশ ভালো
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার সুচিন্তিত মতামত এর জন্য
আজই প্রথম দেখলাম আর ভালো লেগে গেলো। কমেন্ট শেষে সাবস্ক্রাইব করে বেলবাটন চাপবো।
আপনার আলহামদুলিল্লাহ বলা ভালো লেগেছে।
বাট কর্মচারীদের কর্মচারী বলে পরিচয় করিয়ে দেয়া পছন্দ হয়নি। স্টাফ বলতে পারেন।
ভুল ধরিয়ে দিতে বলেছিলেন। ধরিয়ে দিলাম।
সবশেষে ধন্যবাদ জানাই সুন্দর একটা ভিডিও দেখানোর জন্য
অনেক ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য।
আপনিও খুব সূক্ষ্ম একটা বিষয় আমাকে ধরিয়ে দিয়েছেন। আমি মেনে নিচ্ছি এই জায়গায় স্টাফ শব্দটা ব্যবহার করলে বিষয়টা আরেকটু সুন্দর লাগতো।
তবে আমি ব্যক্তিগতভাবে কাউকে বড় বা ছোট করে দেখি না। আক্ষরিকভাবে সবাইকে কাগজে কলমে যে পদে সম্বোধন করা হয়, সেটাই রেখেছিলাম।
এটা বিশ্বাস করি,আমরা সবাই মানুষ। দিনশেষে নামাজের কাতারে বা আল্লাহর দরবারে আমরা সবাই সমান।
এরপর থেকে আমি চেষ্টা করব ভাষাগত মাধুর্য বজায় রাখার জন্য।
আপনার জন্য শুভকামনা রইল।
টাঙ্গুয়ার হাওরে ঘুরে আসতে পারেন।খুব সুন্দর জায়গা।
ইনশাআল্লাহ ভাই,,,ঘুরেছি বেশ কয়েকবার,,,ভিডিও নিয়ে আসব শিঘ্রই
onek valo laglo salman vai
ধন্যবাদ
ভাই প্রায় বছরখানেক পরে একটা ভিডিও দিলেন। আপনার ভিডিওর অপেক্ষায় থাকি সবসময়।
অনেক অনেক ধন্যবাদ ভাই আমার মত ক্ষুদ্র মানুষের কথা মনে রাখার জন্য।
চমৎকার উপস্থাপনা ভাই। ভালো থাকুন। সুস্থ থাকুন। দু'আ করি।
অনেক অনেক ধন্যবাদ ভাই।
আপনার জন্য শুভকামনা
ইনসাল্লাহ যাবো অল্প কয়দিনের মধ্য
ইনশাআল্লাহ
Vaia akta kotha boli apni jodi regular video diten onek val lage ❤
অনেক ধন্যবাদ ভাই আমার মত ক্ষুদ্র মানুষের কথা মনে রাখার জন্য।
ভাইজান আপনি একটু ঢাকা থেকে বরিশাল ভ্রমণটা একটু দিয়েন দয়া করে। অনেক সুন্দর প্রকৃতির সান্নিধ্যে ঘুরতে পারবেন
ইনশাআল্লাহ
চাঁদপুরের মাছ বাজার সম্পর্কে আপনার উপলব্ধি শতভাগ সঠিক।
ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামত এর জন্য।
আপনার স্ক্রিপ্ট ছিলো অসাধারণ। চলার পথে অনেক নেগেটিভ জিনিসকেও আপনি অনেক সুন্দর করে প্রেজেন্ট করেছেন।
অনেক অনেক ধন্যবাদ এই বিষয়গুলো খেয়াল করার জন্য।
শুভকামনা রইল
আপনাকে আগের মত রেগুলার চাই। অনেক মিস করি আপনার ভিডিও। ভালোবাসা নিবেন ❤❤❤
অনেক অনেক ধন্যবাদ ভাই আমার মত ক্ষুদ্র মানুষ এর কথা মনে রাখার জন্য।
আমি ট্রাই করব,, ইনশাআল্লাহ।
আপনার জন্য অনেক শুভকামনা
দেশে থাকলে আপনার সাথে দেখা করতে পারতাম আফসোস পারলাম না বাড়ির কাছ থেকে এসে ঘুরে গেলেন 😢
আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো ❤
অনেক অনেক ধন্যবাদ ভাই।
ইনশাআল্লাহ দেখা হবে ভাই
@@dr.salmanmahiruhulkowser9812 ইনশাআল্লাহ 💖
Excellent and cost effective tour plan and well-considerate description
Thanks a lot.....
একজন লঞ্চের গ্রুপের এডমিন হিসেবে বলতে হয় আপনার ভিডিও অসাধারণ। ঢাকা-ইলিশা একটা ডে ট্যুর দেবার ইচ্ছে আছে আপনার সাথে।
অনেক অনেক ধন্যবাদ ভাই এত বড় কম্পলিমেন্ট এর জন্য।
আমি নিজেও লঞ্চের বড় ভক্ত।আপনি চাইলে একত্রে ভ্রমণে আমি রাজি ভাই
@@dr.salmanmahiruhulkowser9812 ধন্যবাদ। আপনার সাথে কি ভাবে যোগাযোগ করতে পারি?
সবই বুঝলাম৷
কিন্তু, তুই আমার বালের এডমিন৷
তোরা হইলি, লঞ্চের খালাসি। 😂
@@dr.salmanmahiruhulkowser9812 ভাই যোগাযোগ করব কিভাবে?
ভাই আপনার সাথে যোগাযোগ করতে পারি কিভাবে?
আপনার উপস্থাপনা অনেক সুন্দর ভাইজান
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার সুচিন্তিত মতামত এর জন্য
আলহামদুলিল্লাহ ভালো লাগছে
আলহামদুলিল্লাহ। ধন্যবাদ
বাহ অনেক সুন্দর🎉
ধন্যবাদ
আসসালামুয়ালাইকুম, ভাই অনেক দিন পর ভিডিও দেখতে পেলাম।
ওয়া আলাইকুম আসসালাম ভাই।
অনেক অনেক ধন্যবাদ আমার কথা মনে রাখার জন্য।
কৃতজ্ঞতা
রবিবার যাবো। অনেক উপকার হলো ভাই। রেগুলার ভিডিও চাই
ইনশাআল্লাহ ভাই,,ঘুরে আসেন। All the best...
@@armroni4112 vai jodi Elish er jonnu jan koyekdin por jaien ekhon 22 din mash dhorar nisedagga ache,tai Dam onek bere jabe emnitei oikhane Elish er dam besi
@@hkphotography1949 আজকে গিয়ে অনেক বিপদে পড়ছি । কোন ইলিশ মাছ নেই। ২৮০০ টাকা দিয়ে অনেক কষ্টে একটা মাছ খাওয়া হয়ছে। ওজন ১২০০ গ্রাম ছিলো
অনেক দিন পর দেখলাম।।ভাল থাকবেন।।
অনেক অনেক ধন্যবাদ কমেন্ট এর জন্য।
ভাইজান আপনার রশি নিয়া কথাটা একটা মজাই পাইলাম
হা,,হা,,হা,,,ধন্যবাদ ভাই
অনেক দিন পরে আপনার ভিডিও দেখলাম।
অনেক অনেক ধন্যবাদ ভাই আমার মত ক্ষুদ্র মানুষের কথা মনে রাখার জন্য।
অসাধারণ ভাই....
ধন্যবাদ ভাই
অসাধারণ ছিল ভাই ❤❤❤❤❤
অনেক অনেক ধন্যবাদ
দারুন লাগল ভাইয়া 😍😍😍😍😍😍
অনেক অনেক ধন্যবাদ
খুব সুন্দর একটি ভিডিও ❤❤❤
অনেক অনেক ধন্যবাদ
অনেক দিন পর ভিডিও পাইলাম ❤❤❤
অনেক অনেক ধন্যবাদ ভাই আমার কথা মনে রাখার জন্য
আপনাকে গতকাল রাতে দেখেছিলাম
ডাক দেওয়ার আগেই ক্রস করে গেলাম
চমৎকার সব ভিডিও আপনার
ভালোবাসা নিবেন💙
অনেক ধন্যবাদ ভাই।
কোথায় দেখেছিলেন ভাই?!!!
দেখা হলে ভাল লাগত।
আপনার জন্য শুভকামনা
@@dr.salmanmahiruhulkowser9812 তালতলা নদ্দাপাড়া এলাকায়
Bhaiya trip ar info er jonno thanks but amra apnar shatehi chilam oi trip a :) dekha korte cheye chilam but pari ni :')
আসসালামু আলাইকুম ভাই।
অনেক অনেক ধন্যবাদ আমার মত ক্ষুদ্র মানুষের কথা চিন্তা করার জন্য।
আসলে পেশাগত কারণে আমি সেরকম ছুটিছাটা পাই না যার কারণে স্পেসিফিক টাইম ধরে ভ্রমণ করাটা আমার জন্য বেশ টাফ।
সারা বছর কোথায় ঘুরতে যাব কি করবো না করবো তার একটা প্ল্যান করে রাখি,,, এরপর যখনই হঠাৎ ছুটি পাই সাথে সাথে দৌড়।
আমার বিষয়গুলো আন্সার্টেন হওয়ার কারণে আসলে আপনাদের জন্য বিষয়টা কষ্টকর হয়ে দাঁড়াবে।
আপনি দেখা করতে চাইলে বর্তমানে আমার পোস্টিং রাজশাহী মেডিকেল কলেজের সাথে RPTI সেখানে এসে দেখা করতে পারেন। দাওয়াত রইলো।
আর আমাদের দেখানো পদ্ধতি অনুযায়ী নিজেরা টিম করে ঘুরে আসতে পারেন।
শুভকামনা রইল
Beautiful vlog, MashaAllah
আলহামদুলিল্লাহ
আমাদের সহর চাঁদপুর ভাই ভালো লাগলো ভিডিও টা দেখো আপনার ভিডিও কয়লিটি অনেক ভালো আপনার কথার দারন এবং মিউজিক এগুলো মিলিয়ে ভালোই হইছে ভিডিও টা এবং অনেক সুন্দর ইডেটিং❤🤗
অনেক অনেক ধন্যবাদ ভাই।
শুভকামনা রইল
@@dr.salmanmahiruhulkowser9812 আপনাকে ও ধ্যনবাদ ভাইয়া 🫠
এরকম কিছু মানুষের জন্য আমাদের চাঁদপুর জেলার অনেক দুর্নাম হয়। 😞
সঠিক
আমরাও যাচ্ছি ইনশাআল্লাহ ♥️
ইনশাআল্লাহ,, ঘুরে আসেন
Vaiya apnar video onek valo lge ektu regular upload deyar chesta korben
অনেক অনেক ধন্যবাদ আমার মত ক্ষুদ্র মানুষের কথা মনে রাখার জন্য। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ
প্রথমে দেখলাম,ভাল লাগলো,ভ্রমন আমার ভাল লাগে,
ধন্যবাদ
স্বাগতম আপনাকে ইলিশের বাড়ি চাঁদপুর 🖤
ধন্যবাদ
আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ❤❤❤
আলহামদুলিল্লাহ
জাজাকাল্লাহ ভাই ধন্যবাদ আপনাকে
আপনাকেও অনেক ধন্যবাদ
ভিডিওটা অনেক সুন্দর হয়ছে ভাই❤
অনেক অনেক ধন্যবাদ
অনেক দিন পর ভিডিও❤️❤️
নিয়মিত ভিডিও দিতে হবে ভাই
অনেক ধন্যবাদ ভাই আমার কথা মনে রাখার জন্য।
আমি চেষ্টা করব।
মাশ'আল্লাহ আলহামদুলিল্লাহ 🇧🇩💕
আলহামদুলিল্লাহ
onek din por... welcome back vai.
অনেক অনেক ধন্যবাদ ভাই আমার মত ক্ষুদ্র মানুষ এর কথা মনে রাখার জন্য।
আপনার ভিডিও চমৎকার ও উপকারী
অনেক অনেক ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য
কাউসার ভাইয়ের বছরে এক-দুইবার আপলোড করে, যখন আপলোড তখনই ভাইরাল❤❤🎉
অনেক অনেক ধন্যবাদ ভাই আমার মত ক্ষুদ্র মানুষের কথা মনে রাখার জন্য
আমার বাড়ি চাঁদপুর অনেক দিন যাবৎ লক্ষ্য করছি চাঁদপুর ঘাটে নৌকায় করে ইলিশ বিক্রি করে। কিন্তূ তাদের ব্যাবহার এতটাই খারাপ আগে জানতাম না। আমি চেষ্টা করবো এই ব্যাপারে কর্তৃপক্ষের নিকট একটি অভিযোগ দায়ের করার।যাতে করে ভবিষ্যতে যেনো এদের কারণে আমাদের চাঁদপুরের কোনো বদনাম না হয়।
ধন্যবাদ।
আপনার জন্য শুভকামনা রইল।
সাধারণ মানুষের উপকার হয়,এমন যে কোন পদক্ষেপ মানুষ সাধুবাদ জানাবে।
Munshiganj theke koto vara Chad pure
ধন্যবাদ আপনাকে প্রিয়
ভাই লঞ্চে বরিশাইল্লা লোকদের ব্যবহার অত্যাধিক বাজে
খুবই ভালো লাগলো ভাই তবে আইসক্রিমটা মনে হল সুস্বাদু ছিল
আমার ভালই লাগে,,,তবে অনেকে অতটা পছন্দ কেন জানি করেন না
আমার বাড়ী চাদঁপুরে
থানা মতলব উত্তর
আমি সৌদি আরব রিয়াদ থেকে দেখলাম ভিডিও টা 🤗
আলহামদুলিল্লাহ।
আপনারা প্রবাসী ভাই রা আছেন বলেই আমরা বেচে আছি। বাংলাদেশের ইকনমি বেচে আছে।আপনাদের সেলুট ভাই
আসসালামু ওলাইকুম ভাই।
আপনার ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে। কীনতু ভাই আপনে ভিডিও দেন না কেন।
আর ভাই আপনার সাথে আমার একটু কথা বলার অনেক ইচ্চা ভাই 😢❤
আসসালামু আলাইকুম জয়নাল ভাই।
অনেক অনেক ধন্যবাদ আমার মত ক্ষুদ্র মানুষের কথা মনে রাখার জন্য।
আসলে আমার টার্গেট মানুষের উপকারের জন্য ভিডিও বানানো, টাকা পয়সা বা অন্য কোন কিছু নয়।
তাই দেখা যায় এক একটা ভিডিও বানাতে আমি অনেক সময়ে অর্থ শ্রম তিনটাই ব্যয় করি। আর আমার মূল প্রফেশন ভিন্ন,, তাই আসলে নিয়মিত ভিডিও দেওয়া সম্ভব হয় না।
আপনি চাইলে আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন।
ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিংক দেওয়া রয়েছে।
আপনার জন্য শুভকামনা।
আসসালামু আলাইকুম
Very nice. Enjoyed.
Thanks a lot
আপনার বর্তমান কর্মস্থল এখন কোথায়?
আমাদের তারগাছ আপনাকে মিস করবে😢❤
আমার বর্তমান পোস্টিং রাজশাহী মেডিকেল কলেজের সাথেই।
দোয়া চাই সব সময়।
আপনার জন্য শুভকামনা রইল
অনেক ভালো লাগলো ❤
ধন্যবাদ
wonderful. Your description is very nice.
Thanks a lot
ইনশাআল্লাহ আগামিকাল আসছি চাঁদপুর লঞ্চে করে।
ইনশাআল্লাহ
মানসম্মত ও চিত্তাকর্ষক ভিডিও❤❤❤
অনেক অনেক ধন্যবাদ
আপনার ভিডিও সুন্দর কিন্তু তারচে ও বেশি সুন্দর আপনার কথা।
অনেক অনেক ধন্যবাদ
১০০০ টাকার কমে আবার কোনো এক দিনের ভ্রমণে গেলে সাথে নিয়েন প্লিজ। দুই দিন আগে জানাবেন ভাইয়া। সম্মতি থাকলে রিপ্লাই দিয়েন।
অনেক ধন্যবাদ ভাই আমাদের সাথে ভ্রমণে যাওয়ার ইচ্ছা পোষণ করার জন্য।
আসলে আমি ভিন্ন প্রফেশনের মানুষ হবার কারণে সময় পাই খুব কম।তবে চেষ্টা করি আপনারা যেভাবে ভ্রমণ করলে সুভিদা পাবেন, সে প্রক্রিয়াগুলো কোন রাক ঢাক ছাড়াই দেখিয়ে দেওয়ার জন্য।
কেননা ঘোরাঘুরি বিষয়ে আমার দীর্ঘ অভিজ্ঞতা রপ্যেছে, আলহামদুলিল্লাহ।
আমরা চাই আমাদের দেখানো পথে আপনারা নিজেরাই বন্ধু-বান্ধবরা মিলে ঘুরে আসবেন।
আর কোন গাইডেন্স লাগলে অনলাইনে আমরা তো আছি। আপনাদের জন্য শুভকামনা রইল ভাই। আসসালামু আলাইকুম
আমিও
২দিন আগে বলেই হবে
খুব সুন্দর ভিডিও
ধন্যবাদ
@@dr.salmanmahiruhulkowser9812আপনার ভিডিওগুলো ভালো লাগে। সাবলীল, অতিরঞ্জন নেই। তবে অনেক দিন পরপর ভিডিও দেন, বিরতির ব্যাপ্তিটা কমিয়ে আনবেন। 😊
অনেক দিন যাবত ভাবছি নদী পথে ভ্রমন করা হয়নি। আমিও যাব ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ,, ঘুরে আসেন,,,ভাল লাগবে
আপনার বর্ণনা দারুন❤
অনেক অনেক ধন্যবাদ
আসসালামুয়ালাইকুম ভাই
আপনার ভিডিওর অপেক্ষায় থাকি
কিন্তু অনেক লেটে ভিডিও দেন ভাই
😔😔😔😔😔😔😔😔😔
ওয়া আলাইকুম আসসালাম ভাই।
আমি চেষ্টা করব বিরতি কম নিতে।আসলে একটা মান সম্মত ভিডিও বানাতে অনেক সময় লাগে। আমি চাই মানসম্মত ভিডিও বানাব,,কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ করব না।
আপনার ভিডিও গুলো তথ্য নির্ভর। বেশ ভালো লাগে দেখতে। উচ্চারণ, বাচন ভংগী।
তবে অভিযোগ আছে ভিডিও আসতে অনেক সময় লাগে। ধন্যবাদ আপনার এই লো বাজেটের ভ্রমণ ব্লগ এর জন্য। সুস্থ থাকবেন।
অনেক ধন্যবাদ ভাই আপনার সুচিন্তিত মতামত এর জন্য।
আসলে আমি ট্রাই করি এমন কিছু বানাতে,,যেটায় আসলেই মানুষের উপকার হবে।
অনেক শ্রম ও সময় দিয়ে প্রতিটি কাজ করি।
কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ,, তাই আসলে ভিডিও আসতে সময় লাগে।
ধন্যবাদ
সুন্দর হইসে ভ্লগ ✌️
অনেক অনেক ধন্যবাদ
জানলাম, ধন্যবাদ
ধন্যবাদ
onk din pore vai ❤️❤️ regular video din 🥰
ইনশাআল্লাহ
Vai onek din lukaiya silo because tar leader Hasina bhagsilo. He was against the students
খুব সুন্দর উপস্থাপনা আপনার
ধন্যবাদ
Salman vai Aussalamu alaikum kamon acen apni????
Onk.din por apnr video dekha sottie onk valo lagta aca,,,
Apnr ro onk video dekta cai❤❤
ওয়া আলাইকুম আসসালাম ভাই।
অনেক কৃতজ্ঞতা আমার মত ক্ষুদ্র মানুষের কথা মনে রেখেছেন ভাই।
আসলে ভাই ভাল মানের ভিডিও করার ইচ্ছা,,,তাই দিতে সময় লাগলো।
শুভকামনা রইল ভাই।
আসসালামু আলাইকুম