বান্দরবানের নিষিদ্ধ এলাকা আন্ধারমানিক || AndharManik, Bandarban | Ep.1
Вставка
- Опубліковано 5 лют 2025
- রহস্যময় আন্ধারমানিকের অবস্থান বান্দরবান জেলায় থানচি উপজেলার বড় মদকের পরে। বলে রাখি বড় মদকের পর আর কোন আর্মি বা বিজিবি ক্যাম্প না থাকায় এই এলাকাকে বলা হয় নিষিদ্ধ এলাকা। কথিত আছে এখানে নাকি কারো শাসন চলে না। আর আজ আমরা চলেছি সে নিষিদ্ধ এলাকা ভ্রমনে।
আন্ধারমানিক যাওয়ার দুইটা উপায় আছে- সাঙ্গু নদী ধরে থানচি থেকে রেমাক্রী, বড় মদক পেরিয়ে মোটামুটি মায়ানমার সীমান্তের কাছাকাছি আন্ধারমানিক মানিক পাড়ার অবস্থান। থানচি বা রেমাক্রী থেকে নৌকায় খুব সহজেই আন্ধারমানিক চলে যাওয়া যায়। কিন্তু এই নিষিদ্ধ এলাকায় যে ভ্রমনের অনুমতি নাই। বড় মদকের চেকপোস্ট ফাকি দিয়ে কোন ভাবেই আন্ধামানিক যাওয়া সম্ভব নয়। তাই যেতে হবে বিকল্প উপায়ে। যে পথে আন্ধামানিক পৌঁছাতে ৫-৬ দিন পর্যন্ত সময়ও লাগতে পারে।
শেষ পর্বঃ • বান্দরবানের সবচেয়ে সুন...
একজন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য হওয়ার দরুন আপনার ভিডিওতে উল্লেখিত সমস্ত জায়গায় কতবার যে গিয়েছি তা গুনে শেষ করা যাবেনা। আলিকদম,থানচি, ছোট মদক,বড় মদক,আন্ধারমানিক এই সকল জায়গায় আমার কর্মক্ষেত্র।নিজ চোখে না দেখলে এইসব এলাকার সৌন্দর্য এবং সেই সাথে এর ভয়াবহতা বলে বোঝানো যাবেনা। পরিবেশ পরিস্থিতির সাথে যুদ্ধ করে বছরের পর বছর ধরে বিজিবি সদস্যরা এই সকল এলাকায় আধিপত্য বিস্তারসহ আত্মগোপনকারী দেশদ্রোহী সন্ত্রাসীদের নির্মূল করে আসছে। এরকম অ্যাডভেঞ্চার আমাদের নিত্যদিনের অংশ।আপনি এই ভিডিওটি কখন করেছেন জানিনা,তবে বর্তমানে আন্ধারমানিকের পরেও অনেকগুলো বিজিবি ক্যাম্প রয়েছে।
এখনও কি অন্ধামানিকে যাওয়া নিষিদ্ধ?
আপনারাই সত্যিকার বীর
স্যালুট ভাই আপনাদের। আপনারা জীবন বাজি রেখে দেশটাকে আগলে রেখেছেন বলেই আমরা নিশ্চিন্তে রাতে ঘুমাই❤
আপনাকে স্যালুট।তবে এ দেশের সেনা সদস্য আরও তৈরী করা উচিত। এবং আরও শক্তিশালী চৌকস হওয়া প্রয়োজন। সকল বাহিনীর প্রতি বিনম্র শ্রদ্ধা।
জয় হউক এ বাংলার সকল সূর্য সন্তানদের প্রতি।
Salute
ঈদের বস্তাপচা নাটকের চেয়ে এই ভিডিও ১০০টাইমস বেশি ভালো।। আমি ২০১৫ তে কেওকারাডাং গিয়েছিলাম।। এর পরে ঐ দিকে যাবার সুযোগ হয় নি।
ধন্যবাদ ভাই।।
হা হা হা.........
অনেক ভাল সময়ে কেওক্রাডং গেছেন। এখন আগের মত নেই কিছুই।
@@ShihabGahin কেনো শিহাব ভাই? নাই কেনো?
শিহাব ভাইয়ের সাথে যোগাযোগ করে যান।
@@ShihabGahin আসসালামু আলাইকুম.. ভাইয়া আপনার ফোন নম্বরটা পেতে পারি
@@ShihabGahin kkkkkkkkkkkkkkkkkm
এতো সুন্দর travel video এর আগে কখনো দেখিনি. অসাধারণ.... মন ভোরে গেলো... ❣️
ব্লগটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
জি ঠিক বলচেন
দেশের বিভিন্নর জায়গার ট্রাভেল ভ্লগ দেখেছি। অনেক কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট তবু কেনো যেনো মনে হচ্ছে আপনার এই এপিসোডটা সব থেকে সেরা ছিলো।
এতোটা থ্রিলার হবে কল্পনায় ও ছিলো না। অপেক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে । পরবর্তী এপিসোড খুব দ্রুত চাই
আপনাদের এত সুন্দর কমেন্ট গুলো পড়লে ইচ্ছা হয় প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট তৈরি করি। আপনাকে অনেক ধন্যবাদ এমন সুন্দর কমেন্টের জন্য। আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব পরবর্তি পর্ব আপলোড দেওয়ার।
সহমত, একদম ঠিক বলেছেন।
@@ShihabGahin সত্যি বলতো অসাধারণ আমার লাইফে আমি কখনো এরকম ব্লগ দেখে নাই আপনি সেরা জয় হোক আপনার এবং আপনার টিমদের
বাংলাদেশের মধ্যে এত সুন্দর প্রকৃতি জায়গা আছে সত্যি না দেখলে বুঝতে ধন্যবাদ আপনাদেরকে, 👌
আরো অনেক সুন্দর সুন্দর যায়গা আছে এই দেশে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।
আমন্ত্রণ রইলো বাংলাদেশ আরো দুই জেলায় খাগড়াছড়ি ও রাঙ্গামাটি যা মনো মুগ্ধ করার কিছু জায়গা
এই চ্যানেলে না ঢুকলে মনে হয় জানতেই পারতাম না বাংলাদেশ এ এত্ত সুন্দর একটা জায়গা দেখতে পারবো 🥰
অনেক ধন্যবাদ আপনাদেরকে ❤️🖤
বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে, কল্পনাই করিনি। আপনাদের অসংখ্য ধন্যবাদ।
আরো সুন্দর সুন্দর যায়গা আছে ইলিয়াস ভাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীদের দখলে এসব এলাকা।
*এ যেন এক মায়াবী গল্প শুনছিলাম এতোক্ষণ*
*মনে হচ্ছি অাপনাদের সাথে অামি নিজেও ছিলাম, একদম সবকিছু অামার সামনে বাসতেছিলো।*
*গল্পটা শেষ হয়ে যাওয়ায় কষ্ট পেয়েছি*
*অসংখ্য ভালোবাসা অার অাপনাদের প্রতি দোয়া রয়ে গেলো।*
*_অাব্দুল বাছিত রেজন!_*
#TheNextTube
পুরা ভিডিও দেখেছেন এবং এত সুন্দর মন্তব্য পড়ে সত্যিই অনেক ভাল লাগছে। অনেক ধন্যবাদ
Q
এডভেঞ্চার পেতে হলে এর চেয়ে রিয়েল লাইফ ভিডিও আর মনে হয় দেখি নাই। এক কথায় অসাধারণ ভাই।
ধন্যবাদ শমসের ভাই।
পশ্চিমবঙ্গ থেকে ,খুব সুন্দর লাগল । এক্কেবারে নিঁখুত একটি ভ্রমণকাহিনী । অনেক ধন্যবাদ এত সুন্দর এক উপহারের জন্য ।
এইটা কি আপলোড করলেন ভাই।
14 মিনিট কেটে গেল টেরই পেলাম না
😲
সত্যিই অসাধারণ এক যাত্রা ছিল আপনাদের 👏👏👏
সবার জন্য দোয়া রইল।
পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকলাম...
সত্যি ভাই আমার ও
Amar o
Ri8
Same
ঠিক বলছেন ভাই
না ভাই, আপনাদের কষ্ট বৃথা যেতে পারে না। আল্লাহ আপনাদের শরীর-স্বাস্থ্য ভালো রাখুক এটাই চাই, আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন। এই কামনাই করি.....
শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ কাদের ভাই।
ভাই শেষে এটা কি শোনালেন!! 😯😯
অসাধারণ কাজ হয়েছে। তবে
আপনার শেষ বক্তব্য মনের ক্ষুধা বাড়িয়ে দিয়েছে। তাই পরবর্তী পর্ব শীঘ্রই চাই।
সুশান্ত দাদা, চেষ্টা করব খুব দ্রুত আপলোড করার। আপনার প্রশংসার জন্য অনেক ধন্যবাদ দাদা।
@@ShihabGahin koiakhono to up dilenna
দারুণ উপস্থাপনা!!!! ❤
মনে হচ্ছিলো যেনো আমি নিজেই যাচ্ছি!!! আমিয়াকুম নাফাকুম দেখে আসার কারণে ফিলটা আরো স্ট্রংলি আসছিলো!!!
দ্বিতীয় পর্বের অপেক্ষায়..... ❤
অনেক ধন্যবাদ দেখার জন্য। আমিয়াখুব আমার খুব ফেভারেট একটা প্লেস। চেষ্টা করব দ্রুত ২য় পর্ব আপলোড করার।
@@ShihabGahin plz plz plz vaiya....2st ep tara tari upload koran
আমিও দ্বিতীয় পর্বের অপেক্ষায়..... ❤
টসলাইটের আলো তারা কারা ছিল
না কমেন্ট করেও পারলাম না এবং সাবস্ক্রাইবও না করে পারলাম না। একদম প্রোফেশনাল লেভেলের ভিডিও।
আশাকরি এমন ভিডিও আরও পাবো সামনে। 🖤🖤
অনেক ধন্যবাদ আপনাকে। আন্ধারমানিকের পরের পর্ব কি দেখেছেন রিয়াদ ভাই?
জ্বি দেখলাম। মুগ্ধ হয়েছি। আপনাকে এবং আপনার টিমকে ধন্যবাদ এতো সুন্দর একটা ভ্রমণ অভিজ্ঞতা এতো সুন্দরভাবে উপস্থাপন এর মাধ্যমে আমাদেরকে দেখার সুযোগ করে দেবার জন্য। শুভ কামনা রইলো আপনার এবং আপনার টিমের সকল সদস্যের প্রতি।
কি দুর্ধর্ষ লেভেলের ভিডিও বানিয়েছেন স্যার।
ভারতবর্ষ থেকে অপার শুভকামনা আপনাদের গোটা টিমের জন্য।
অনুরাগী হয়ে গেলাম আপনাদের।
ভালো থাকবেন খুব।
💛💛🇮🇳🇧🇩🇮🇳🇧🇩💚💚
সত্যি কথাই এটাই যে শেষ পর্যন্ত নিজের অজান্তেই চোখের কোনে পানি এসে গেল.......!!!!!
সে সময়টা আসলেই খুব কস্টের ছিল নাজিম ভাই
কি আ্যডভেনচার!আপনারা দুজন যেন "DISCOVERY" চ্যানেল কেও টেক্কা দিছেন,কি অদম্য সাহস দেখিয়েছেন,ম্যানেজ ও করেছেন,এভাবে আপনারা মনে হয় ইতিহাস রচনা করবেন,আপনারা আরও অজানা, অচেনার অনুসনধান এবং আবিস্কার করুন,খুব ভালো লাগলো,আমি ভাষা হারিয়ে ফেলেছি, এক কথায় মুগ্ধ হোলাম,ধন্যবাদ
কি দেখাইলেন রে ভাই??মনে হইতেছিল যেন Bear grylls Er রিপোর্ট দেখছি 🥰🥰
লাভ ইউ ভাই 🥰🥰
অনেক ধন্যবাদ দেখার জন্য। সামনের দিন গুলোতে আরো ভাল করার চেষ্টা করব শান্ত ভাই। লাভ ইউ ব্রাদার।
@@ShihabGahin
Gjxosyshcbl
এরপর কি হরো টসলাইটের পর
সত্যিই অনেক সুন্দর হয়েছে।
আশা করি এরকম অনেক ভিডিও উপহার দিবেন।
পার্ট ২ মিস করছি
ধন্যবাদ দেখার জন্য। চেষ্টা করব আপনাদের ভাল ভিডিও উপহার দেওয়ার।
খুবই সুন্দর উপস্থাপনা। মনোরম দৃশ্য সাবলিল ভাবে অন্য চোখে দেখা। ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ মন্ত্যব্যের জন্য।
আন্ধারমানিক নিয়ে গল্পের ছলে করা এই কাজ অসাধারণ হয়েছে 😍
Thanks my trip mate ❤
Next
হাই
@@gaffarmiahofficial right
Porer ta koi vai...?
আমাদের জন্ম ভূমি টাকে এতো সুন্দর করে উপস্থাপন করার জন্য ভালবাসা অবিরাম....
পৃথিবীটা কতই না সুন্দর, বাংলাদেশ কতই না মোহনীয়, আর চট্টগ্রামের পাহাড়ী এলাকা উপরওয়ালার হাতে স্পেশালভাবে তৈরী। আমাদের "ময়-মুরুব্বিরা সবসময় বলতো মানুষের জন্য বরাদ্দকৃত রহমত তাদের কুকর্মের জন্য তাদের না দিয়ে পাহাড়ে নিক্ষিপ্ত হয়"। আর সেজন্য পাহাড়ী এলাকা এত সুন্দর। ধন্যবাদ খুব সুন্দরভাকে উপস্থাপন করার জন্য।
আপনাকেও ধন্যবাদ সাইফুল ভাই।
'পৃথিবীটা কতই না সুন্দর, বাংলাদেশ কতই না মোহনীয়'
পতেঙ্গা সমুদ্র সৈকত, নীলগিরি, শৈল প্রপাত, চিম্বুক পাহাড়, বগা লেক স্থানগুলো সত্যি সুন্দর যা বাংলাদেশকে ফুটিয়ে তোলে ❤❤❤❤❤❤
Too much adventures..
খুবই ভালো লাগলো
Thank you dear for the visit.
মাঝরাতে ভিডিও টা দেখে মনে হলো, বাংলা মেঘড্রাইভার দেখছি,ধন্যবাদ ভাই অসম্ভব সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য।
আমি বান্দরবানের ছেলে,,আসলে আমাদের বান্দরবান খুব সুন্দর
আপনি স্বর্গে বাস করেন ভাই
যেতে খুব ইছছে করে।
আপনি কি এই যায়গা গুলো গুরেছেন কখনো
জী ভাই। শুধু জায়গা গুলোই সুন্দর। কিন্তু মানুষ গুলোর মন সুন্দর না। সামান্য কিছু টাকার জন্য এরা যে কোন অপরাধ করতে পারে।
ভাই এখানে কি পাহাড়ি সন্ত্রাসীদের আনাগোনা রয়েছে ?
আপনার এই এপিসোড এতটাই বাস্তব মনে হচ্ছিল যে আমিও আপনাদের সাথেই ছিলাম
ধন্যবাদ দেখার জন্য, চেষ্টা করব সব গুলো ভিডিও যেন এমন হয়
আপনাদেরকে ভীষন হিংসে হচ্ছে,অনেক শুভকামনা,এমন সব নিষিদ্ধ জায়গা গুলো আপনাদের চোখ দিয়ে দেখার অপেক্ষায় থাকলাম
চমৎকার!
মানসিক-শারীরিক সক্ষমতা, অনিশ্চিত পথ, গন্তব্য এইতো সামনেই! অথচ ধরা পড়লেন, তারপর...
হ্যা, আসলেই সবকিছু যখন মনে হচ্ছিল ঠিকঠাক শেষ হয়ে আসছে তখনই ধরা পরে গেলাম। তারপর আসছে খুব শিগ্রই
@@ShihabGahin অপেক্ষায়...
আপনি সেরা ভাই। বান্দরবন নিয়ে এমন রোমাঞ্চকর ভিডিও আগে কেউ করেছে কিনা জানি না ♥️
Ep 2 কবে আসবে ভাই ☺️ আর তো দেরী সইছে না।
এতদিন কই ছিলেন ভাই😊
বাংলাদেশের প্রতিটি জায়গা নিয়ে এমন ভিডিও দেখতে চাই।🤗🤗
আর দেশটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ 💜💜
😍😍😍😍 kotha sotto.
পরের পর্ব এরই মধ্যে আপলোড হয়েছে ভাই। আর আপনাদের এমন মন্তব্য সত্যিই আমাকে অনেক অনুপ্রাণিত করে ভাল কিছু তৈরি করার জন্য।
@@ShihabGahin Dekhe niyesi vai. onek sundor hoise
ভাই,আপনার আসলে সাহসী, আমি এটা বলতে পারি।যদি আপনারা যুদ্ধের আগে জর্ম্ম গ্রহন করতেন তাহলে নিশ্চয় দেশের মুক্তি বাহিনীর সাথে অংশ্য নিতেন।বেস্ট অফ লাক।
Mind blowing..
Can't wait to see the next part
Thank you brother.
তোমাদের মতো বয়স আমার নেই নয়তো এরকম এডভেঞ্চার নিশ্চয়ই মিস করতাম না।
জীবনের একটা সময় ঠাকা থাকে না কিন্তু হাতে সময় থাকে অসীম
একটা সময় টাকা থাকে কিন্তু সময় হয়ে উঠে না, আর
একটা সময়ে দুটুই থাকে কিন্তু গায়ে আর শক্তি থাকে না :(
অসাধারণ সুন্দর একটা জায়গা। এই ভিডিও টা না দেখলে কখনই জানতাম না প্রকৃতির এই অসম্ভব সৌন্দর্য রূপের কথা। দেশের প্রতি ভালবাসা আরও দ্বিগুণ হয়ে গেলো। এমন দেশ টি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি 💝💝💝💝💝💝
এমন দেশ টি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি
অসাধারণ এর চেয়েও অসাধারণ! পুরো ভিডিও জুড়েই ছিলো অন্যরকম মুগ্ধতা !!
আপনাদের হাতের কাজও ছিলো অসাধারণ, চমৎকার সিনেমাটোগ্রাফি, আর কি কি বলব বুঝতে পারছি না !!
ধন্যবাদ, এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য...
এমন মন্তব্য খুবই আনন্দদায়ক। আমি চেষ্টা করব ভবিষ্যতের ভিডিও গুলোও যেন আপনাদের ভাল লাগে।
ENGLISH subtitles দিয়েন ভাই।
তাহলে বিদেশীরাও আমাদের অপরূপ সৌন্দর্য বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে জানতে পারবে।
দেওয়ার ইচ্ছা আছে। সময় করতে পারিনা আর আমি বেশ অলস টাইপের মানুষ।
@@ShihabGahin Inshallah পারবেন.
@@ShihabGahin 😂😂😂😂
vai kno guide er number hobe..
অসাধারণ। আপনাদের কষ্ট অনুধাবন করতে পেরেছি।গত ডিসেম্বরে-১৯ আমরাও এমন বিজিবির জন্য অনেক স্পট মিস করে ফেলেছিলাম।
এজন্য এখন আর আগের মত বান্দরবান এক্সপ্লোর করা যায় না
আপনার ভিডিও গুলো অনেক ইনফোরমেটিভ এবং যুগোপযোগী। তবে ভিডিও এর সাথে গাইডে পাওয়ার স্থান গুলো দিলে আমার মনে হয় যারা যেতে আগ্রহী তারা আরো বেশি আগ্রহী হত।
@@ShihabGahin ভাই আপনার কাছে কি
জো-ত্লং আর যোগী হাফং যাওয়ার মত কোন ভাল গাইডের নাম্বার হবে???
অসাধারণ ভাই পরবর্তী ভিডিও জন্য অপেক্ষাই থাকলাম❤❤❤
আশাকরি পরের পর্ব দেখেছেন
সুন্দর হয়েছে প্রমাননচিত্র টি ।
পুরো বিয়ার গ্ৰিলস ।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাকে।
ভিডিওতে অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা বলা হয়েছে এবং দেখানো হয়েছে। love it
এ প্রথম কোনো ভিডিও না কেটে দেখলাম ভাই। সুস্থতা কামনা করছি
হা হা হা। ধন্যবাদ ভাই
@@ShihabGahin episode 2 er link den
@@ShihabGahin কিরে ভাই পার্ট 2 দেন না কেন??
Where is part 2???
Yes
ভাই এতো সুন্দরভাবে উপস্হাপন করার জন্য আপনাকে ধন্যবাদ, আরো ভালো ভালো কাজ আমাদের উপহার দিবেন এই আশা রাখি।
অবশ্যই চেস্টা করব ভাই। সাথে থাকার অনুরোধ থাকল। ❤
যারা এক কথার মানুষ😱অসম্ভব সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য💥And one of the fascinating adventures🙂
Thank you
অসাধারণ লেগেছে। ধারা বর্ণনা ছিল খুবই মার্জিত। এগিয়ে যান।
পাহাড়ীদের বাড়ীতে কিভাবে রাত কাটালেন সেটা ভিডিওতে তুলে ধরলে আরও ভালো হতো।
অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য আসাদ ভাই
@@ShihabGahin আমি যেতে চাই,ঘুরতে চাই, আগেতো সিহাব গাহিনের সাথে ফোনে কথা বলতাম,দেখা হয়েছিল একবার সলিমুল্লাহ রোডের এক বাসায় ২০১৪ সনের এক বিকেলে ছিলো কে,এম,নাজমুল, রাজন বেপারি, কেপ্টেন নিমো সহ অনেকেই।
ফোন নাম্বার হারিয়ে ফেলেছি তাই আর কল দিতেই পারি না, এড আছে ফেইসবুক ফ্রেন্ড হিসেবে।
ফোন নাম্বার দিলে ইনশাআল্লাহ সময় করে কল দিবো
ইকবাল ভাই, অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অনেক পুরনো দিনের কথা মনে করিয়ে দিলেন। অনেক মিস করি সেই দিন গুলো। ফেসবুকে আপনার পোস্ট প্রায় পড়া হয়।
@@ShihabGahin আমার ফেইসবুক ইনবক্সে ফোন নাম্বার দিলে আমি কল দিবো ইনশাআল্লাহ।
আমি প্রত্যেকদিন এইসব ভিডিও দেখি।
ঈদের পরেই আসবো চট্টগ্রামে, তখনই কেবল যাবো বান্দরবান, রাঙ্গামাটি
ধন্যবাদ ভাই আপনাদের জন্য আমার সোনার বাংলা সুন্দর দৃশ্য গুলো দেখতে পারি!😍
ধন্যবাদ তোফাজ্জল ভাই
সত্যিই অসাধারণ..... অনেক ট্রাভেল ভিডিও দেখাছি.... এটার মত এত রোমাঞ্চ কোথায়ও নেই....
অনেল ভালো লাগলো আপনার আরো ভিডিও দেখার অপেক্ষায় থাকলাম
সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে
আপনার ভিডিওটা অসাধারণ হয়েছে। এত সুন্দর আমাদের দেশ? পুরো ভিডিওটা না টেনে দেখলাম।
অনেক ধন্যবাদ জোবায়ের ভাই ভিডিওটি দেখার জন্য
ভিডিও, উপস্থাপনা, বর্ননা, ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ। এই ভ্লগটা বেস্ট বাংলাদেশী ভ্লগ নিঃসন্দেহে। আপনার বলার স্টাইল পারফেক্ট।
Wow.
Trust me eto mind blowing track dekhinai. 🖤
এই ট্রেকের আসলে কোন তুলনা নেই, অসাধারন আনটাচড সুন্দর প্লেস।
এর আগে বাংলাদেশে এত ভাল travel documentary হয়নি।
এক কথায় অসাধারণ ❤❤❤
সিফাত ভাই আপনার মন্তব্য অনেক ভাল লাগল। সাথে থাকবেন আশা করি।
অনেক ধন্যবাদ ভাই। মনে হচ্ছে যেন বাংলাদেশি Man Vs Wild দেখতেছি।আমাদের দেশেও যে এত সুন্দর যায়গা রয়েছে এগুলো সব মানুষের দৃষ্টিগোচর হয়ে রয়েছে।এসকল সৌন্দর্য গুলোকে মিডিয়ায় আনলে অনেকেই দেখবে আশা করি। ইউটিউব এর মাধ্যমে পুরো বিশ্বব্যাপি দেখছে এই এডভেঞ্চারমুলক ভিডিও। মিডিয়াতে একটি নিয়মিত প্রোগ্রাম চালু হলে প্রান্তিক পর্যায় এ সারা পাবে আশা রাখি।
সত্যি সাকিব ভাই। এমন প্লেস গুলো ঠিক মর প্রচারে আনতে পারলে ট্যুরিজম সেক্টরে আরো উন্নতি করা যেত।
অনেক সুন্দর।এমন ট্রাভেল ভিডিও খুব কমই দেখেছি!যাব একদিন আন্ধারমানিক ইনশাআল্লাহ....
অনেক ধন্যবাদ আপনাকে, আমি আশাকরি খুব শিগ্রই আপনি একদিন আন্ধারমানিক ঘুরে আসবেন
WOW what a beautiful my country is! Thank you so much for showing this!!
You are welcome Sarah khan
Thank You
Nice vlo laglo asha kori noton video
Its the first video I watched in your chanel and after watching this I subscribed!
The full video was enjoyable indeed. Waiting eagerly for part 2.
Thanks for watching, Prat 2 is coming tomorrow (Friday)
❤ I had goosebumps.. Please release part 2 asap..
ha ha ha
I am working on it. I hope it will not take too much time.
ভিডিওটা দেখে অনেক মুগ্ধ হলাম অসাধারণ একটা ভিডিও ধন্যবাদ
অনেক ধন্যবাদ আপনাকে
ভাই এই পর্যন্ত দশ-পনেরো বার দেখেছি যত দেখি তত ভালোই লাগে😍
অসম্ভব সুন্দর জায়গা💗
অসাধারণ এত সুন্দর কি বলবো ভাসায় খুঁজে পাচ্ছিনা এই সমস্ত জায়গাকে যদি দেশি এবং বিদেশি দের জন্য পর্যটন স্থান বানায় আমাদের বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে শুধুমাত্র বান্দরবানকে যদি পর্যটনের জন্য উপযোগী করে তোলে তাহলে আমার মনে হয় ৩০ থেকে ৪০ টা পর্যটন স্পর্ট করা যাবে এই বিষয়ে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।
৩০-৪০ টা না ভাই, বলেন অসংখ্য। বান্দরবানে এমন অসংখ্য স্পট আছে দেখার মত।
@@ShihabGahin ভাই একদিন আপনার সাথে বান্দরবানের গভীরে ভ্রমণে যাব।
আপনি তো মনে হয় চট্টগ্রামের।
Sotti asadharon chilo journey ta! Nur from India ♡
দেখার জন্য অনেক ধন্যবাদ নুর ভাই
Amazing...
Waiting for next part....
Next part already released check in details or chaeck in my channel.
অসাধারণ একটা ভিডিও দেখে মনটা ভরে গেছে বাংলাদেশ এত সুন্দর আমি লেবানন থাকি এত সুন্দর জায়গা নাই আমার মাতৃভূমি এত সুন্দর দেখে আমি মুগ্ধ হয়ে গেছি
বাহ ভাই অনেক ভালো লাগলো😍
প্রেমে পড়ে গেলাম এই Channel এর♥♥
ধন্যবাদ শিপন ভাই। প্রেম চলুক আপত্তি নেই :D
Very exciting place & primitive too . Boys go ahead & upload more . ( halisahar > WEST BENGAL )
Thank you Pradip dada. First time I thought our Halishahar. In my city Chiittagong there is an area name Halishahar :D
Anyway take love from BD.
ভিডিও টা দেখছি আর ভাবছি "এই জায়গা গুলোকে আমাদের ফিল্ম ইন্ড্রাষ্টিতে কাজে লাগায়না কেন??"🤔
কি মনোরম দৃশ্য গুলো👌
আমার মনেহয় ফ্লিমে যে সেট-আপের দরকার হয় তা অতটুকু দূরে নিয়ে যাওয়া ডিফিক্যাল্ট সেজন্য হয়ত হয় না।
ক্যামনে আর বানাবে। ছবি তো বানায় রিকশা ওয়ালা টাইপ।
@@ShihabGahin apnadr next plan kothai jabn??? Ami apnadr sata trip a jeta chi!!
ওখানের বাচ্চাগুলা বেশ কিউট💙
হে রেহান ভাই, অনেক কিউট সব গুলা বাচ্চা
সেই ভালো লাগলো ভাই,
অসাধারণ ছিল,
পরের video ta Upload করেন ভাই,
না দেখলে যে আর ভালো ঘুম হবে না
হা হা হা, ধন্যবাদ ভাই। চেষ্টা করব দ্রুত পরের পর্ব আপলোড করার।
@@ShihabGahin bro.. kokhn diben.. cinema to baki ase
দাড়ি ওয়ালা ভাই এর কথা টা ভালো লাগছে
যখন ওই লোক বলো ৫ ঘন্টা লাগবে তখন বললো তোমাদের নাকি আমাদের
এমন অভিজ্ঞতা কতবার হইসে ভাই বলে শেষ করতে পারবো না...
ধন্যবাদ ভাই ,অনেক দিন পর আবার কিছু জিনিস মনে করায় দেওয়ার জন্য
অসাধারণ রোমাঞ্চকর ভ্রমণ!
২য় পার্ট কবে দিবেন?
আগামীকাল শুক্রবার শেষ পর্ব পাবেন।
আসলে ভাই খুব ভাল্লাগছ!!💟💟
দেখার জন্য অনেক ধন্যবাদ ফয়সাল ভাই
Vai apnader jonno j kota jaiga dekte pelam.tar hisab nai..kono din o nijera ai khane giye aisob jaiga dekte parbo na..
Tai apnader onk onk thank you..mon theke bolsi apnara onk valo thaken..ar amader arokom vedio upohar den...😮😮😮
Damn !! It was amazing bro. We went to Amiyakhum this February, I know how difficult it's to carry cameras and trekking and walking thorough that jhiripoth. You can feel the real beauty of the night only just in Bandarban i guess. But, i know how much difficult it is to trek at night and you people were lost. I mean i could feel the heart beating. definitely gonna watch the rest of the videos. I am grateful that I found something this entertaining in this lock-down. Bandarban is a love. ❤
Thank you Titu bhai. Amiakhum is one of my favorite place and I've visited four times. When I walk at night in the hills I just feel the Crickets sound, some times its like a music in my ear.
ভাই সত্যি অসাধারণ একটা সময় কেটে গেলো😍 কিভাবে গেলো বুঝলাম ই না. একটি অসমাপ্ত প্রেমের গল্প মনে করে পরের এপিসোড এর অপেক্ষা রইলাম. ভাই যে খানে ই থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন।
আপনার প্রশংসা এবং শুভ কামনার জন্য ধন্যবাদ। পরের পর্ব খুব শিগ্রই আসছে
কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। বান্দরবান জেলা আসলে অনন্য৷ আপনাদের সুস্থতা কামনা করি। অসাধারণ কাজ করেছেন, অনেক কষ্ট করেছেন।💖
Imagine the limitless potential of Bandarban we can market to Movie productions all over the world not to mention eco tourism....if only we had a good leader & visionary.
Thanks for taking us through a virtual tour of our less walked parts of country.
Can't wait for part 2
This is the best travel video ever made by any Bangladeshi. Shihab bhai I knew you're a passionate traveler but didn't know you are so good in filmmaking. Glad that I came across this. Wish you every success in life.
Dear Shihab bhai , hope you are fine.. eagerly waiting for another mind-blowing new vdo from you.. Tc
প্রকৃতির বিশলতা যেন আল্লাহ'র পরিচয় বহন করে। সুবহানাল্লাহ
Your video made me to think that I was there ,good cinematography and story telling .Keep it up Buddy . Looking for your improvement 😍
Thank you brother for watching. And I really surprised to see such a nice comment.
আপনাদের ভ্রমণ এবং ভিডিও দুটোই অসাধারণ লেগেছে,বাস্তব এক অনুভুতি পেয়েছি। সব থেকে ভালো লাগার বিষয়টা ছিলো আপনার বার বার চেষ্টা করা এবং তা সফল হওয়া।
And u are great❤❤
Amazing vaiya 😍🖤🖤
না টেনে পুরো ভিডিওটা একসাথে দেখলাম, খুব ভালো লাগলো, পরবর্তী পর্বগুলো কতোদিনের ভেতর পাবো ভাইয়া।
আমি হটাত ঈদের আগের দিন অসুস্থ হয়ে যাই। তিব্র জ্বর ছিল। না হলে এতদিনে কাজ প্রায় শেষ হয়ে যেত। এখন অনেকটা সুস্থ। চেষ্টা করছি যেন দ্রুত শেষ করতে পারি। দোয়া করবেন প্লিজ।
@@ShihabGahin stay safe brother
Stay safe brother
ভাই অসাধারণ
এরকম ভিডিও বাংলাদেশে কেও করেনি
পরের এপিসোড কবে আসবে এখনি বলতে হবে
অভি ভাই আমি চেষ্টা করেছি ভাল কিছু করার জন্য। আপনাদের ভাল লেগেছে এটা আমার জন্য অনেক বড় প্রেরনা।
@@ShihabGahin 2nd part vai 🙏🙏🙏
2nd part den
সেটা বলেন না কেন ২ পাট কখন দিবেন
8:33 তোমাদের? না আমাদের? 😂
এটা বেস্ট পার্ট
সব মিলিয়ে অসাধারণ একটা ভিডিও। অনেক অনেক শুভকামনা...!
কথাগুলো কে বলছে??
অসাধারণ ভয়েস। ভাল্লাগছে ভাই।😘😘
Love from West Bengal....darun...
Thank you so much 😀
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর।। কি দারুণ আল্লাহ এর নিয়ামত
আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর ভাই
অসাধারণ আপনাদের সাহসিকতা ও মনোবল প্রশংসনীয়। দোয়া রইল আল্লাহ আপনাদের সুস্থ রাখুক ও আল্লাহর নিয়ামত এই সুন্দর প্রকৃতি দেখে আল্লাহর শুকরিয়া আদায় করুন।
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে অসীম শুকরিয়া আমাকে এই দেশের আনাচে কানাচে অনেক সৌন্দর্য তিনি দেখিয়েছেন।
The best bd travel blog i have ever seen. Really it was awesome bro.Best of luck for next Travel videos.
Thank you brother for your nice contribution. Your participation help me to do good work in the next. Thank you again.
ভাইদের এমন ভ্রমন দেখে গা শিউরে উঠলো। তবে আপনাদের এই ভিডিওর উসিলায় বান্দরবানের এমন সুন্দর্য দেখার সুযোগ হলো।
Brother, Eagerly waiting for your new videos. .. Became a fan after watching this vdo of "Andharmanik" during the last year lockdown..
Big fan of you bro
@@gaibandhaornamantalfishhut2236 brother ♡
@@AdnanAshifDebi 🥀❤️
ভাইয়া মিউজিকের সাউন্ডটা একটু বেশী সেই কারনে আপনার কথা বুঝতে অসুবিধা হচ্ছে।
ধন্যবাদ সুজন ভাই গুরুত্বপূর্ন মতামতের জন্য, এর পর থেকে এ ব্যাপারে আমি আরো বেশী যত্নবান হব।
অাপনকেও অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডওর অপেক্ষায়
Background music gulor nam janate parben?
মিউজিকের সাউন্ডটা বেশী বলেই যে কথা বুঝতে অসুবিধা হয়েছে, তা বোধহয় নয়। ... আমি অন্য একটা কারণ খুঁজে পেয়েছি। সেটা বলা প্রয়োজন । আমি এই ভিডিওটা দেখার আগে Shihab Gahin-এর "বান্দরবান- দেবতাখুম" ভিডিওটা দেখছিলাম। সেই ভিডিওটি দেখার সময় ল্যাপটপের দুই দিকের দুই স্পিকারে সমানভাবে 'ভয়েস সাউন্ড' আসছিল অর্থাৎ ঐ ভিডিওতে ভয়েস সাউন্ড স্টেরিও হিসেবে যথাযথভাবে রেকর্ড করা ছিলো। ...... কিন্তু যখন এই ভিডিওটা দেখতে শুরু করলাম, হঠাৎ করেই দেখি ল্যাপটপের ডানদিকের স্পিকারে আর 'ভয়েস সাউন্ড' আসছে না, শুধুমাত্র বামদিকের স্পিকার থেকে আসছে, অর্থাৎ বোঝা গেলো কোনো কারণে এই ভিডিও এডিট করার সময় 'ভয়েস সাউন্ড' স্টেরিওর বদলে 'মনো রেকর্ড' হয়েছে ( শুধুমাত্র একদিকের স্পীকারে 'ভয়েস সাউন্ড' আসে) এবং যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক আবার দুই দিকের স্পীকারেই সমানভাবে আসছে, তাই আলটিমেটলি মিউজিকের সাউন্ড-এর তুলনায় ভয়েস সাউন্ড কম শোনা যায়। ...... তবে, এরপরেও বলি, শুধু সাউন্ড এর এই ত্রুটি বাদ দিলে এটি এক অসাধারণ ভিডিও। দেখতে গিয়ে প্রতিমুহুর্তে মুগ্ধ হয়েছি। ... কি উপস্থাপনা, কি দৃশ্য, কি ভাষা..... সব কিছুতেই Shihab Gahin যেন অনন্য ! আমি এখন থেকে ওনার প্রতিটি ভিডিওর জন্য অপেক্ষায় থাকবো। Really excellent !!
iphone x e full screen e dekhle kotha bujha jay na. But normally dekhle ashe.
আমি মুগ্ধ, অসাধারণ সুন্দর, গল্প কবিতা উপন্যাস ছবি যেন সব কিছুই পেছনে ফেলে আসার মতো। আমি ডিসকভারি চ্যানেলে প্রকৃতির সাথে নিয়মিত বিচরণ করি কিন্তু আপনার এই ২পর্ব দেখে সত্যিই অনেক অবাক হয়ে গেলাম। যিনি ভিডিও করেছেন এবং ধারা বর্ণনা দিয়েছেন, দারুন মোহিত হয়েছি। আমার স্বপ্ন এই রকম ভ্রমণ প্রিয়জনের সাথে যোগ দিতে পারতাম তাহলে কিছু ইচ্ছে পূরণ করতে পারতাম। স্যালুট আপনাদের সকলকে স্বপ্নের মতো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। সবাই ভাল থাকুন এই করোনা ভাইরাসের হাত থেকে মুক্ত থাকুন। একদিন আমাকে নিয়ে যাবেন প্লিজ। শুভ কামনা রইলো 🎄
Thak u for upload this type of video..this is really nice..love from india
Thank you dear.
Complimentary was so much good and also professional.
Thank you brother
অসাধারণ প্রামাণ্যচিত্র। মনে হচ্ছে আমিও যেন সাথে আছি। এরকম এডভেঞ্চারপ্রিয় মানুষদের সাথী হতে ইচ্ছুক। অনেক ধন্যবাদ।
Can't wait for the next part of this adventure bro.. Really enjoyed from first to last....
Working on last part. Hope you'll get it very soon.
@@ShihabGahin Thank you so much.waiting for it.....