অসাধারণ কণ্ঠ স্বর ছিল ওনার। আর কোনো দিন ঐই স্বর ফেরৎ আসবে না। সেই ছোট বয়সে অনুরোধের আসরে এইসব গান শুনতাম। আজ বয়স ৭৩+ ঐসব গান ইউটিউবের মাধ্যমে শুনলে মন অনন্দে পরিপূর্ণ হয়ে উঠে।
বাংলার গর্ব উনি.....আজ ২০২২শে এসেও এই গানের সত্যি কোন তুলনা হয় না।।😌😊 সত্যি গানটি শুনলে এখনও যেন মন ভালো হয়ে যায়,,,,তা আমি যতই depression-এ থাকি না কেন।।😊😌☺️😍
Amader sokol ke param dukkhito kore Lataji chole gelen...rekhe gelen ei asamanyo sangeetsambhar...Amar roye gelen...r Satinath babu o agei chole gechen...Takeo smaran korbo amra.
প্রথম নয়, প্রথম অমরভূপালি ছবির গান, রেকর্ড ১৯৫১ সালে বই বেরিয়ে ছিল ১৯৫২ সালে । এরপর-১৯৫৩ সালে দুটো রবীন্দ্রসংগীত , তারপর একদিন রাতে ছবির গান রেকর্ডিং ১৯৫৫ , বই ১৯৫৬ সালে । সেই বছরই আকাশ প্রদীপ জ্বলে ।
আমার দুই নাম রয়েছে। আকাশ সরকারি খাতায় রেজিস্ট্রার আর প্রদীপ ধর্মীয় জন্মপত্রিকায় রেজিস্টার করা আছে। ছোট থেকে সেই টেপরেকর্ডার যুগ থেকে আজও এই ইউটিউব যুগেও এসেও শুনি গানটা। কোনদিন মনে হয় না পুরনো গান মনে হয় এইতো এইদিন রেকর্ড হয়েছে। বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাচ্ছি বাংলাদেশ থেকে লতাজীর অমর স্মৃতির উদ্দেশ্যে
এই গানটা অনেক আগে শুনছিলাম। তখন অতো বেশি মনে মধ্যে গেঁথে যায়নি। চিত্রা নদীর পাড়ে মুভিটায় গানটা শুনে আবার সার্চ দিয়ে শুনতে আসি। তখন থেকেই গানটা ও অজানা মানুষটার প্রতি ভালোবাসায় গানটা প্রতিনিয়ত শুনি।
লতাজি বাঙালী না হয়েও সে এমন সুন্দর এবং নিখুঁতভাবে বাংলায় যে গানটা গিয়েছেন সেটা সত্যিই অসাধারণ আমার প্রিয় গান যারা এই গানটা ২০৫০ সালে শুনবে তাদের জন্য রইল শুভেচ্ছা এবং অভিনন্দন
আজ (০৬/০২/২০২২) সুরের সরস্বতী আমাদের ছেড়ে তারার দেশে পাড়ি দিয়েছে। মনটা ভারাক্রান্ত হয়ে আছে। ছোট বেলা থেকে কত বার এই গান শুনেছি জানা নেই। যেখানেই থাকো ভালো থাকো।❤️
এই গান টা আমার দিদার খুব প্রিয়, ভীষন পছন্দের! দিদা গাইতো আমার সাথে সাথে, এখন দিদা আমার কথা বলতে পারেনা ! মলিন নয়নে তাকিয়ে থাকে আর চিনতে ও পারে না আমাদের কে ! এইভাবে আজ দুটো বছর দিদা বিছানায় শয্যাশায়ী! আজ ও মুখে কিছু বলতে পারেনা,চিনতে পারেনা কাউকে ঠিকভাবে, কিন্তু যখনই গান টা গাই , কী সুন্দর দুই চোখ মেলে আমার মুখ পানে চেয়ে থাকে, যতদিন ঈশ্বর দিদাকে রাখবে আমাদের কাছে,এইগান টা শোনাতে থাকবো,হয়তো দিদাও মনেমনে গেয়ে ওঠে🤲🏼🙏 গান টা কে ঘিরে অন্যরকমের এই স্মৃতি জড়িয়ে রয়ে যাবে আজীবন আমায়!
How heart arresting and hypnotic lyrics it is! Penned by the greatest lyricist of Bengali Golden Age Pabitra Mitra, Composed by the greatest composer Satinath Mukerjee, and very beautifully sung by the mellifluous Nightingale Of India Lata Mangeshkar ji. Whenever I listen it, I get totally lost in the realm of imagination and the ocean of pain and separation.
Incredible song, incredible lyrics, incredible music, incredible singer Lata mangesgkar,, every thing about the song is golden imprint. Short of words to describe.
সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে ১৯৫৬ সালে এই গানটি ( তার সঙ্গে " কতো নিশি গেছে নিদহারা" গানটি) দিয়েই লতা মঙ্গেশকর বাংলা সঙ্গীত জগতে প্রবেশ করেছিলেন, আর মোটামুটি শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের হাত ধরে বাংলা সঙ্গীতের সরণিতে ওনার যাত্রা পূর্ণতা লাভ করে। যাঁর শুরুটা এত সুন্দর, তাঁর বাংলা সঙ্গীতের সম্পূর্ন রাস্তা যে কেমন হবে সেটা বলাই বাহুল্য........ 🙏🙏🙏🙏🙏🙏
ওনার কণ্ঠই ওনার প্রমাণ আমার মতে উনি ভারতের নোন সারা পৃথিবীর শ্রেষ্ঠ সংগীত শিল্পী . খুব দুঃখিত আমি যদি ওনার চরণ স্পর্শ করতে পারতাম তালে হয়তো পৃথিবীর সব সংগীত কে আয়ত্ব করতে পারতাম
আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে, আমার নয়ন দু’টি শুধুই তোমারে চাহে ব্যথার বাদলে যায় ছেয়ে।। বয়ে চলে আঁধি আর রাত্রি আমি চলি দিশাহীন যাত্রী দূর অজানার পারে আকুল আশার খেয়া বেয়ে।। কত কাল আর কত কাল এই পথচলা ওগো চলবে কত রাত এই হিয়া আকাশ প্রদীপ হয়ে জ্বলবে কোনো রাতে মনে কি গো পড়বে ব্যথা হয়ে আঁখি জল ঝরবে বাতাস আকুল হবে তোমার নিঃশ্বাসটুকু পেয়ে।।
অসাধারণ কণ্ঠ স্বর ছিল ওনার। আর কোনো দিন ঐই স্বর ফেরৎ আসবে না। সেই ছোট বয়সে অনুরোধের আসরে এইসব গান শুনতাম। আজ বয়স ৭৩+ ঐসব গান ইউটিউবের মাধ্যমে শুনলে মন অনন্দে পরিপূর্ণ হয়ে উঠে।
"KONO RAATE MONE KI GO PORBE".......Ufff just oshadharon.....
এই গান যদি কোটি বার ও শুনি তারপরও আরও একবার শুনতে ইচ্ছা হয়। এই গানের সুরে এমন এক জাদু আছে যা একবার শুনলে আপনাকে আবার শুনতে বাধ্য করবে।
"ঐশ্বরিক কন্ঠস্বর" !
এমন গায়ন শৈলী যাঁর, তাঁকে কি কখনও ভোলা যায় ? তিনি চিরদিন বেঁচে থাকবেন
সংগীত প্রেমীদের হৃদয়ে।
"লতা মঙ্গেশকর" মৃত্যুহীন !!
বলার কিছু নেই! এতো সাহস নেই এ গান নিয়ে কিছু লেখার?
হেলাল উদ্দিন ভূঁইয়া 💕💕
বাংলার গর্ব উনি.....আজ ২০২২শে এসেও এই গানের সত্যি কোন তুলনা হয় না।।😌😊
সত্যি গানটি শুনলে এখনও যেন মন ভালো হয়ে যায়,,,,তা আমি যতই depression-এ থাকি না কেন।।😊😌☺️😍
সঠিক লতাজি সঙ্গীত জগতের মা সরস্বতী, উনি আমাদের মধ্যে চির কাল থাকবেন ওনার গানগুলির মধ্যে দিয়ে 🙏🙏🙏🌹🌹
ম্যাচুরিটি বাড়ার সাথে সাথে,,, এসব গানগুলো ভালো লাগতে শুরু করে,,,,, love from Bangladesh ❤️❤️❤️
লতা মঙ্গেশকরের প্রথম বাংলা গান । উনি আর আমাদের মাঝে জীবিত নেই , কিন্তু উনি চিরজীবন রয়ে যাবেন আমাদের অন্তরের অন্তঃস্থলে ।
Right. She has gone today.
@FARHAD SHEAIKH
না। এই দুটোই ওনার প্রথম বাংলা গান
Amader sokol ke param dukkhito kore Lataji chole gelen...rekhe gelen ei asamanyo sangeetsambhar...Amar roye gelen...r Satinath babu o agei chole gechen...Takeo smaran korbo amra.
ঠিক বললেন
প্রথম নয়, প্রথম অমরভূপালি ছবির গান, রেকর্ড ১৯৫১ সালে বই বেরিয়ে ছিল ১৯৫২ সালে । এরপর-১৯৫৩ সালে দুটো রবীন্দ্রসংগীত , তারপর একদিন রাতে ছবির গান রেকর্ডিং ১৯৫৫ , বই ১৯৫৬ সালে । সেই বছরই আকাশ প্রদীপ জ্বলে ।
লতা মঙ্গেশকর আপনার জীবনদীপ চিরদিন বিধাতার আকাশে জ্বলতে থাকুক।
ua-cam.com/video/1fEGt55pIHg/v-deo.html
19th june
)p0
অসাধারণ আনকমন গান, দারুণ লাগলো, অনেক অভিনন্দন দরদী আমার পক্ষ থেকে অবিরাম অন্তহীন
#AH singer
যেখানেই আছেন, ভালো থাকবেন লতাজি... 🙏♥️😢
ছোটবেলায় ক্যাসেট প্লেয়ারে এই গান তন্ময় হয়ে শুনতাম। ওপারে ভালো থাকবেন সুরের সরস্বতী
Legend of South Asia 💔 Always miss you 😭
ও৩ম্ দিব্যান লোকান সা গচ্ছতু 🙏
আমার দুই নাম রয়েছে। আকাশ সরকারি খাতায় রেজিস্ট্রার আর প্রদীপ ধর্মীয় জন্মপত্রিকায় রেজিস্টার করা আছে। ছোট থেকে সেই টেপরেকর্ডার যুগ থেকে আজও এই ইউটিউব যুগেও এসেও শুনি গানটা। কোনদিন মনে হয় না পুরনো গান মনে হয় এইতো এইদিন রেকর্ড হয়েছে। বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাচ্ছি বাংলাদেশ থেকে লতাজীর অমর স্মৃতির উদ্দেশ্যে
এই গানটা অনেক আগে শুনছিলাম। তখন অতো বেশি মনে মধ্যে গেঁথে যায়নি। চিত্রা নদীর পাড়ে মুভিটায় গানটা শুনে আবার সার্চ দিয়ে শুনতে আসি। তখন থেকেই গানটা ও অজানা মানুষটার প্রতি ভালোবাসায় গানটা প্রতিনিয়ত শুনি।
বিনম্র শ্রদ্ধা লতা জী 🙏🙏🙏 ওপারে ভালো থাকবেন
আজ ৬ ই ফেব্রুয়ারি ২০২২ । লতা মঙ্গেশকর চলে গেলেন। তবে তাঁর গান চিরকাল অমর থাকবে
লতাজি র আকাশ প্রদীপ জ্বলে গান টি অনবদ্য, অসাধারণ উপস্থাপনা। এই গানটি দীর্ঘদিন মানুষের স্মৃতি তে রয়ে যাবে।
ua-cam.com/video/1fEGt55pIHg/v-deo.html
লতাজি বাঙালী না হয়েও সে এমন সুন্দর এবং নিখুঁতভাবে বাংলায় যে গানটা গিয়েছেন সেটা সত্যিই অসাধারণ আমার প্রিয় গান যারা এই গানটা ২০৫০ সালে শুনবে তাদের জন্য রইল শুভেচ্ছা এবং অভিনন্দন
কালজয়ী গান,মহাকাল পরিব্যাপ্ত অনুভূতি,লতার গানের এ আবেদন কোনদিন ফুরাবে না।
কোকিল কণ্ঠী লতা মঙ্গেশকর। অসাধারণ গায়কী।কথা সুর অনন্য।এ গান অমর।
আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে
ব্যাথার বাদলে যায় ছেয়ে @ সাজনীন
এই গানটির সঙ্গে সুরকার সতীনাথ মুখোপাধ্যায়ের নামটা এমনভাবে জড়িয়ে আছে যে গানটা শুনলেই তাঁর কথা মনে পড়ে।
Hi😢
এই বিরাট মাপের শিল্পী কে আমার শতকোটি প্রনাম।🙏🏻🏵️🙏🏻
Sotyi lirycs is awesome ❤valobasar govirota kotota tibro hole eirom lyrics uthe ase.
Ei gaan tai akdin amar valobasar manush amay suniyechilo.se chere chole gache.ei ganta sune kotoi na shanti pachhi.
R bolte icchhe korche," kono raate mone ki go porbe ,byatha hoye ankhi jol jhorbe,baatas aakul hobe tomar niswas tuku peye"😊
আজ লতা মঙ্গেশকরের প্রয়াত দিনে এই গানটা শুনতে এসেছি. এই রকম গান আর মনে হয় কারোর কণ্ঠে আসবে না
অতো সুন্দর গান আমি বয়স কখোনো শুনিনি!💕❤️🥰
আজ (০৬/০২/২০২২) সুরের সরস্বতী আমাদের ছেড়ে তারার দেশে পাড়ি দিয়েছে।
মনটা ভারাক্রান্ত হয়ে আছে। ছোট বেলা থেকে কত বার এই গান শুনেছি জানা নেই।
যেখানেই থাকো ভালো থাকো।❤️
Jano amar boios 13 kintu ai boiosa kau lata mangeshkar a gane prochondo Kora na kintu gane gulo amar bhalobashi ar chok bujhla Jano sunta pai
ছোটবেলা রেডিও তে প্রথম এই গান শুনেছিলাম। আব্বু প্রায়ই গুনগুন করে গাইতেন - বয়ে চলে আঁখি আর রাত্রি.....
আখি নই বেকুব আধি মানে নদী
@@DearMrFunny আঁধি অর্থ মরু বা বালি ঝড়, শব্দটা রাজস্থানের।
@@DearMrFunny keno bekub bolchhen, bechara bhul kore felechhe...
@@DearMrFunnyনই নারে বেকুব, নয় হবে।
আর কোনো দিন এমন এমন আবেগ পূর্ন গান হৃদয় স্পর্শ করে যাওয়া গান শুনতে,,,
পাওয়া যাবে না।
This song came in 1956-57. I was in UK and we used to listen this to our hearts content.
ua-cam.com/video/1fEGt55pIHg/v-deo.html
How old are you sir ?
I also want know ur age
আপনার গান গুলো যুগ যুগ ধরে অমর হয়ে থাকবে।
আজ লতাজী আমাদের মাঝে নেই ভাবতে পারছি না। ওনার আত্মার শান্তি কামনা করছি
কি অসামান্য সুর। ❤️
কেন যেন বিশেষ একজনের কথা মনে পরলো গানটা শুনতে এসে।
এই গান টা আমার দিদার খুব প্রিয়, ভীষন পছন্দের! দিদা গাইতো আমার সাথে সাথে, এখন দিদা আমার কথা বলতে পারেনা ! মলিন নয়নে তাকিয়ে থাকে আর চিনতে ও পারে না আমাদের কে ! এইভাবে আজ দুটো বছর দিদা বিছানায় শয্যাশায়ী! আজ ও মুখে কিছু বলতে পারেনা,চিনতে পারেনা কাউকে ঠিকভাবে, কিন্তু যখনই গান টা গাই , কী সুন্দর দুই চোখ মেলে আমার মুখ পানে চেয়ে থাকে, যতদিন ঈশ্বর দিদাকে রাখবে আমাদের কাছে,এইগান টা শোনাতে থাকবো,হয়তো দিদাও মনেমনে গেয়ে ওঠে🤲🏼🙏
গান টা কে ঘিরে অন্যরকমের এই স্মৃতি জড়িয়ে রয়ে যাবে আজীবন আমায়!
How heart arresting and hypnotic lyrics it is! Penned by the greatest lyricist of Bengali Golden Age Pabitra Mitra, Composed by the greatest composer Satinath Mukerjee, and very beautifully sung by the mellifluous Nightingale Of India Lata Mangeshkar ji. Whenever I listen it, I get totally lost in the realm of imagination and the ocean of pain and separation.
Incredible song, incredible lyrics, incredible music, incredible singer Lata mangesgkar,, every thing about the song is golden imprint. Short of words to describe.
ua-cam.com/video/1fEGt55pIHg/v-deo.html
যত শুনি তত মনে হয় আর একবার শুনি। মন ভরে যায়।
অসাধারণ, ধন্যবাদ।
কি দারুণ গান। লতাজী চিরদিন হৃদয়ে অমলিন হয়ে থাকবেন
বাবার মুখে প্রথম গানটা শোনা।।বিমোহিত হয়ে শোনার মতো একটি গান।।🖤
ভালোবাসা হলো ঠিক নীল আকাশের মতো সত্য, শিশির ভেজা ফুলের মতো পবিত্র কিন্তু সময়ের কাছে পরাজিত এবং বাস্তবতার কাছে অবহেলিত!...Md.Reaz
Absolutely correct. But feelings r immortal.
Ekdom thik
ua-cam.com/video/1fEGt55pIHg/v-deo.html
এতো ভালো বলেছেন তে কিছু বলার নেই 🙏🙏
Khub sundar likhechhen
আকাশ প্রদীপ জ্বলে
দূরের তারার পানে চেয়ে
আমার নয়ন দু'টি
শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে
আকাশ প্রদীপ জ্বলে
দূরের তারার পানে চেয়ে
বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি চলি দিশাহীন যাত্রী
বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি চলি দিশাহীন যাত্রী
দূর অজানার পারে
আকুল আশার খেয়া বেয়ে
আমার নয়ন দু'টি
শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে
আকাশ প্রদীপ জ্বলে
দূরের তারার পানে চেয়ে
কত কাল আর কত কাল
এই পথচলা ওগো চলবে
কত রাত এই হিয়া
আকাশ প্রদীপ হয়ে জ্বলবে
কোনো রাতে মনে কি গো পড়বে
ব্যথা হয়ে আঁখি জল ঝরবে
কোন রাতে মনে কি গো পড়বে
ব্যথা হয়ে আঁখি জল ঝরবে
বাতাস আকুল হবে
তোমার নিঃশ্বাসটুকু পেয়ে
আমার নয়ন দু'টি
শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে
আকাশ প্রদীপ জ্বলে
দূরের তারার পানে চেয়ে
আমার নয়ন দু'টি
শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে
আকাশ প্রদীপ জ্বলে
দূরের তারার পানে চেয়ে
Flawless rendition. Uniform tonal quality throughout in every phase, every pitch of the song.
আমার মা এই গান গাইতো ❤️ পৃথিবীর সব মা খুব ভালো থাকুক।
Amar ma oo gaito.. ami jokhon chotocilam tokhon...akhon koto kore boli tobu r gaina
Ma er chele.jivone konodin bhulbona.ei Passion er Jonno morte Raji achi
@@nasiruddinshaikh9682 ki passion
❤️❤️
N
A true gem from the golden era. Really a akash pradip forever!
গানটির গীতিকার পবিত্র মিত্র!
এই শিল্পীর মায়ের ছবি মিলে যায়, শুধু সুরের যাদুতে........
Who came here after the death of Lata Mangeshkar ji..
Rest in peace legend..😥🙏
me
আহা কী চমৎকার!
Onake Darun sunay mon voray galo sotti Darun gan. ❤❤❤❤
আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে,
আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, ব্যথার বাদলে যায় ছেয়ে।
বয়ে চলে আঁধি আর রাত্রি আমি চলি দিশাহীন যাত্রী,
দূর অজানার পারে আকুল আশার খেয়া বেয়ে।
কত কাল আর কত কাল এই পথচলা ওগো চলবে,
কত রাত এই হিয়া আকাশ প্রদীপ হয়ে জ্বলবে।
কোনো রাতে মনে কি গো পড়বে ব্যথা হয়ে আঁখি জল ঝরবে,
বাতাস আকুল হবে তোমার নিঃশ্বাসটুকু পেয়ে।
এত সুন্দর গান লেখার আর গাওয়ার মানুষ আর হবে না ❤️❤️❤️ অনবদ্য ।
কোন তূলনা নাই। যুগে যুগে তুমি
অমর হয়ে থাকবে নিশ্চিত। অসাধারণ
আর কোন যুগে মনে হয়না কেউ এমন কেউ গাইবে। ইশ্বরের অবদান।
আমার পছন্দের কন্ঠ শিল্পীর মধ্যে লতা জি একজন ওনার গানই ওনাকে আজীবন বাঁচিয়ে রাখবে আমাদের মাঝে বিনম্র শ্রদ্ধা জানাই আপনার প্রতি।
কয়েক হাজার বার শুনেছি।এখনও মাঝে মাঝেই ইচ্ছা করে।শুনি।একই অনুভূতি হয় প্রতিবার।গায়ে কাঁটা দেয় কান্না পায়।
ua-cam.com/video/1fEGt55pIHg/v-deo.html
সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে ১৯৫৬ সালে এই গানটি ( তার সঙ্গে " কতো নিশি গেছে নিদহারা" গানটি) দিয়েই লতা মঙ্গেশকর বাংলা সঙ্গীত জগতে প্রবেশ করেছিলেন, আর মোটামুটি শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের হাত ধরে বাংলা সঙ্গীতের সরণিতে ওনার যাত্রা পূর্ণতা লাভ করে। যাঁর শুরুটা এত সুন্দর, তাঁর বাংলা সঙ্গীতের সম্পূর্ন রাস্তা যে কেমন হবে সেটা বলাই বাহুল্য........ 🙏🙏🙏🙏🙏🙏
Always Stay in our Heart ❤️❤️❤️❤️❤️❤️❤️
ওনার কণ্ঠই ওনার প্রমাণ আমার মতে উনি ভারতের নোন সারা পৃথিবীর শ্রেষ্ঠ সংগীত শিল্পী . খুব দুঃখিত আমি যদি ওনার চরণ স্পর্শ করতে পারতাম তালে হয়তো পৃথিবীর সব সংগীত কে আয়ত্ব করতে পারতাম
চিরদিন আকাশে প্রদীপ হয়ে থেকো।
ua-cam.com/video/1fEGt55pIHg/v-deo.html
Ohhhhhhh... osadharon osadharon
❤️❤️❤️ ... Lata mangeshkar aj amader majhe nei ... Jekhane thakun vlo thakun ❤️❤️❤️❤️
Ashadharon evergreen singer Lata Ji Pronam tobo chorona
A great singer of world
খুব সুন্দর একটি গান, আমার মন খারাপের ঔষধ এটি।💖💖💖👌👌
The great singer didn't death but he will be alive with her sing.
বুকটা ফেটে যাচ্ছে।।।এক দিকে তোমার চিতা জলছে দেখছি আরেক দিকে তোমার এ গান ।ফিরে এসো আবার
Legend of india❤
সতীনাথ বাবুর অসাধারণ সৃষ্টি।
লতা জির সব গানই আমার পছন্দের তার মধ্যে সবচেয়ে পছন্দের গান এইটা আপনার এসব গান আজীবন মানুষ শুনবে।
Yes best
Old is Gold. Very Beautiful and Pathetic Bengali Song of Famous Female Singer Surosamraggye Lata Mangeshkar.
আমার বাবার প্রিয় গানগুলির মধ্যে এটি একটি ..
Sem to you ...
ua-cam.com/video/1fEGt55pIHg/v-deo.html
RIP LEGEND. Opare valo thakben.
আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেঁয়ে
Rest In PEACE Legendary Singer❤️❤️❤️
Ae sob gan gulo sunle. Monta vore jae 💞💞
Sotti eii manusta r amader moddhe nei vabtei parchinaa.....but onar eii sundar gaan gulo to roilo...
Amar priyo gaan Lata Mangeshkar ke pronam 🌹🌹
ঐশ্বরিক কন্ঠস্বরের এই গান চিরকালীন।
Aha ki Gan ki sundor Bhasha Mon bhore jay❤️
সত্যিই লতা দী. আপনি না হলে এই গানগুলো হয়তো শুনতেই পেতাম না...!
I hear this music. Today she gone forever. But She will be living in her songs.
আমার হ্রদয়ে থাকবে চিরকাল।
Ei gan sune hriday monpran vore jai
শুনে মনটা ভোরে যাই। জানি না এই ধরণের সৃষ্টি আর হবে কিনা।
Wonderful song!
লতাজির এই গানটি আমার খুবই ভালো লাগে এই গানটির কোন তুলনা হয়না
ভীষণ সুন্দর।।
God bless her ❤️❤️❤️
twenty five years back....i fell in love to someone while listening to this song....
আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে,
আমার নয়ন দু’টি শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে।।
বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি চলি দিশাহীন যাত্রী
দূর অজানার পারে
আকুল আশার খেয়া বেয়ে।।
কত কাল আর কত কাল
এই পথচলা ওগো চলবে
কত রাত এই হিয়া
আকাশ প্রদীপ হয়ে জ্বলবে
কোনো রাতে মনে কি গো পড়বে
ব্যথা হয়ে আঁখি জল ঝরবে
বাতাস আকুল হবে
তোমার নিঃশ্বাসটুকু পেয়ে।।
এ তো নহে শুধু গান
এতে ভরে সারা প্রাণ !
Lata Mangeskar is the female singer
Akhono tomar gan shune chokher jol dhore rakhte parina Tumi amar hoye thakbe tomar ganer madhyame biswabasir antare tomar dwitiyo keu nei Lata ma tumi adwitiya
দেশের অস্থিতিশীল পরিস্থিতি তে
গান গুলো শুনই নিশী রাত পার করে দিচ্ছি , গান গুলো বাড়তি এক অনুভূতি নিয়ে আসে ,,
Jeidin prothom sunlam just fan hoye gelam ❤❤
আমার অত্যন্ত প্ৰিয় গান।
খুব সুন্দর হয়েছে গান। শুনে মন ভরে গেছে।