আপনি একদমই মনের কথটি বললেন #সুমন দাদাভাই... "দুনিয়াতে কিছু মানুষের জন্য..." একদম ধ্রুব-সত্য... আর এই 'কিছু-মানুষ' কিন্তু 'সুস্থ-বুদ্ধি'র মানুষদের তুলনায় সংখ্যায় খুবই নগন্য; তবুও তাদের 'সব-উচ্চ-মহল'য়ে এতটাই বেশী প্রভাব যে- আপনাদের বা আমাদের মতো নির্বিরোধী সাধারণ শান্তিপ্রিয় জনতাকে স্রেফ 'ভয়-দেখিয়ে'ই চুপ করে থাকতে বাধ্য করে... 💝 🙏 💝 'এপার-বাংলা'র হাওড়া জেলা থেকে আমাদের পারিবারিক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই...
সুমন ভাই আমি ভারতের কোলকাতার কাছেই খড়দহ থেকে বলছি। বাংলাদেশের তোমার প্রত্যেকটা তথ্যচিত্র আমার খুবই ভালো লাগে। তোমার উপস্থাপনা অসাধারণ। চরখানপুরে আবার গেছেো দেখে খুবই ভালো লাগল। তোমার বিউটি বোর্ডিং, কলাকোপা, বা রূপলাল হাউস, বারবার দেখতে ইচ্ছা করে। আলপনা আঁকা সেই গ্রাম। সত্যি অসাধারণ। কোলকাতায় বা মুর্শিদাবাদে আসলে সম্ভব হলে জানিও। কোনো রকম সাহায্যে পাশে থাকতে পারলে খুবই ভালো লাগবে। গ্রাম বাংলার আরও অনেক তথ্য তোমার মাধ্যমে পেতে চাই। ঈশ্বর আল্লাহ্ তোমাকে যেন অনেক অনেক ভালো রাখেন। ভালো থেকো ভাই। 🙏
২০১৯ সালে গিয়েছিলাম চর খানপুরে ওখানকার মানুষ খুবই বিনয়ী তাদের আচরণে আমি মুগ্ধ অপরিচিত মানুষদের কেও তারা আপন করে ফেলে। সময় হলে আবারও কোন একদিন যাবো ইনশাআল্লাহ।
চরখানপুর আপনার তৃতীয়বারের মতো ভিডিও দেখলাম, গ্রামীণ এই সহজ-সরল মানুষের জীবনযাত্রা তুলে ধরছেন সেই কবে থেকে, সহজ-সরল এই মানুষগুলো ভালো থাকুক সুখে থাকুক ❤️❤️❤️🇧🇩
সুমনদা শহরের নেতা-মন্ত্রীরা এদের দুঃখ কষ্টের কথা কখনো মনেও করেনা। আমরা শহরে কত সুযোগ সুবিধা ভোগ করে থাকি। আজ আপনার ভিডিওটি দেখে সত্যিই অনেক মায়া লেগে গেছে। বাংলাদেশের মানুষ এখনো কত কষ্ট করে।
আমার অনেক অনেক পছন্দের একজন ইউটিউবার আপনার মাধ্যমে আমরা বিদেশে বসে আমাদের বাংলাদেশের সমস্ত ঐতিহ্য সংস্কৃতি কালচার দেখতে পারি,, কাতার থেকে আছি সব সময় আপনার সাথে ✈️🇶🇦😍
আসলে চলার পথে এত এত মানুষ জনের সঙ্গে দেখা হয়ে যায় আর মনটা ভরে যায়, দুনিয়াতে কিছু খারাপ লোকের কারণে আপনার অস্তি হতে পারে অশান্তি হতে পারে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে কিন্তু আমি ঘুরে ঘুরে দেখেছি দুনিয়ার যতো মানুষের সাথে দেখা হয় অধিকাংশ মানুষই কেন যেন অনেক ভালো। কিছু মানুষ দুনিয়া বলুন সমাজ বলুন সবকিছু বিষিয়ে তুলে রেখেছে ,এই কিছু মানুষকে যদি আমরা এড়িয়ে চলতে পারি ,ভালো মানুষগুলোর সাথে চলতে বা ওই কিছু মানুষকে যদি ভালো লাইনে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু দুনিয়ার সমাজ সবকিছু বদলে যাবে সবার জন্যই ভালো হবে। অসাধারণ কথা গুলো ভাই।
সুমন ভাই চরখানপুর খুব ভালো লাগলো কিন্তু এর পরের পর্ব টা তো দেখা হলো না এর আগেও দু'বার আমি চোর খান পুর দেখেছি অসাধারণ আমি পশ্চিমবাংলা হুগলি জেলা থেকে ভারত আমার নাম সাবির কাজী আমি সব কটা ভিডিও দেখি
ভাই আপনার বানানো প্রামাণ্যচিত্র গুলি আমার খুবই ভালো লাগে। বিশেষ করে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য কয়েক মিনিটের মধ্যে তুলে ধরেন এক কথায় অসাধারণ। আমি আপনার একজন ভক্ত। আপনার সুস্থতা কামনা করছি ভালো থাকবেন ভাই।
আমি আপনার একজন ভারতীয় ভক্ত.. 🇮🇳🙏ভাই দ্বিতীয় অধ্যায়টির জন্য অপেক্ষা করছি,কত্ত অসাধারণ ভাবে আপনি সহজ কথা গুলো বুঝিয়ে দেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ভাই,আজিজুল ভাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা.. এগিয়ে যান সাথে আছি.. ✊️
আমি যতোবার এই চরখান পুরের ভিডিও দেখি আমার মনটা ভরেযাই । আমার খুব ইচ্ছা করে একটি বার চরখান পুরে যেতে। সুমন ভাই কে অনেক ধন্যবাদ আবার একবার চরখান পুরে যাওয়ার জন্য। পরের পরবের জন্য অধির আগ্যাহে আছি ।
এখানে পদ্মা নদী গ্রাস করছে মানব বসতিকে। আর আমাদের পশ্চিমবঙ্গে গঙ্গা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে।😥🥺 Pray hetei ardhek par hoayr moto condition. Ki bolbo. Samotol jeno গ্রাস করছে গঙ্গাকে। Chora pore ses hote choleche pray.
আপনি যত বার চরখানপুরে গেছেন মনেহচ্ছে আমিও যেন সাথে সাথে গেছি কি সুন্দর নিরিবিলি জায়গা!জীবন কষ্টকর কিন্তু শান্তিআছে। আপনজনের অভাব নাই। পড়ালেখা করে স্বপ্ন দেখে স্বপ্ন সার্থক করতে মানুষ আপনজনকে ভূলে যায় পর করে দেয় তার চেয়ে এমন জীবন ই ভালো।। আপনি এতো সুন্দর কথা বলেন ভীষণ ভালো লাগে।
চরখানপুর দেখতে আবারো চলে এলাম। সারাবছর অপেক্ষায় ছিলাম। রাজশাহীতে ভাড়া এতটাই কম যে ২০০৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে বিশ্বাস করাই কষ্টকর ছিল। আজও নৌকা ভাড়ার কথা শুনে বিস্মিত হলাম!
সমাজ জীবনে এই সমস্ত সুবিধা বঞ্চিত মানুষের দুঃখ কষ্টের কাহিনী তোমার চ্যানেলের জন্যই সমগ্র বিশ্বের মানুষ দেখতে পারছেন। এই ভাবে এগিয়ে চলুক তোমার অগ্ৰযাত্রা...👌 আগরতলা, ত্রিপুরা, ভারত।
সুমন ভাই আপনার প্রতিবেদন গুলো খুবই ভালো লাগে বিশেষ করে চর কানপুরের প্রতিবেদন মুগ্ধ করেছে আর একটা থা হচ্ছে যে চরখানপুরে যে মানুষের কথা শুনে নিজের স্বপ্ন দেখা ভুলে গেছি
আজিজুল ভাইয়ের জীবনের গল্পটা আমার কাছে খুব কস্টের লাগছিলো। এমন কেনো হয় জীবনে। এরা কি করে শহরের সিমিত যায়গায় বাস করবে? রাতে দেখি ভিডিও সেই থেকে শুধু কস্ট লাগছে।যদিও আস্রিতা ছিলো, তারপর ও খুব সুন্দর জীবন ছিলো। আল্লাহ সবাইকে হেফাজত করুন। এমন আস্রয়হীন কাউকে না করুন।
বলার ভাষা নেই কারন চরখানপুর মানুষের জীবন যুদ্ধ চরখানপুর নাম মনে হলেই আমার মনের মধ্যে আজিজুল ভাইদের দুঃখ কষ্টের জীবন ভেসে ওঠে আল্লাহ আমাদেরকে কতো সুখে রেখেছে আল্লাহ যেন চরখানপুর এর সবাইকে সুখে রাখে আর কষ্ট করে আপনি তৃতীয় বারের মতো আবার গেছেন আল্লাহ যদি আমাকে বাচিয়ে রাখে তাহলে একদিন আমিও যাবো😰😰😭😓
One of the most finest UA-cam channel I have find . Even a stressful mind and soul can fill with full of peace by watching just one 10 to 15 minutes episode of this. Thank you so much
হবিগঞ্জ জেলা সদর থেকে দেখছি সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিও। আমার খুব ভালো লাগে সুমন ভাইয়ের ভিডিও। আপনি আমাদের হবিগঞ্জ জেলায় আসবেন।চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সাতছড়ি জাতীয় উদ্যান ও আছে হবিগঞ্জ জেলায়।❤❤❤❤❤ চরখানপুরের মানুষগুলোর জীবন যাপন অতি সাধারণ। আজিজুল ভাইয়ের মায়াময় মুখ এবং সহজ সরল স্বীকারোক্তি খুব ভালো লাগে।❤❤❤
দারুন একটি ভিডিও। আমি ভারত থেকে দেখছি। সুন্দর একটি পরিবেশন। তিন ঘন্টা সিনেমা দেখার থেকে জীবন সংগ্রামের এই আসল হিরো দের সংগ্রাম গুলোর ব্যপারে সকলেরই জানার দরকার।
সুমন ভাইয়ে বৌ ভাত থেকে আজিজুল ভাই,তার পর এক এক করে চরখানপুর দেখছি,মনে হয় আমি ওদেরই একজন। ডিউটি থেকে এসে খাবার শেষে কম্বল আর মুবাইল,আর চরখানপুর দারুণ ধন্যবাদ সুমন ভাই,ভালোবাসা অবিরাম সৌদি আরব জেদ্দা থেকে ❤❤
সুমন ভাই আপনার ব্লগ বরাবরই ভালো লাগে। আপনার কথামালা আর উপস্থাপনার ধরণ আমাকে বার বার মহিত করে তোলে। যে ভাবে দেশের ঐতিহ্য গুলো তুলে ধরেন মনে হয় হারিয়ে যায় সেই গ্রমীন জন পদে যা আমাকে নস্টালজিক করে তোলে।।। ভালো থাকবেন সবসময়।।। চরখানপুরে পরের পর্বের অপেক্ষায় রইলাম।
Sumon vi apni akdin azijul vi er family k apnar bari niya Jan Azijul vi jamon gat thake niya jai Apni oh akdin niya Jan oi video ta darun labe. R ami apnar charkhanpur er 3t video daklam khub valo laglo Dake Mona holo azijul vi apnake khub sanman kora . Please Dada ei vodeo ta banaben dakar opakhai Roilam ami West Bengal thaka karimul tarafder bol6i Apnar Bangladesh khubsundor Volo thakben somon vi.......?
ভাইয়া আমি আজিজুল ভাইয়ের বাড়িতে বেড়াতে গেছিলাম, তারা অনেক ভালো মানুষ, তারা আপনাকে অনেক ভালো বাসে, ভাইয়া আমার অনেক ইচ্ছা আপনার সাথে দেখা করার, ভাইয়া এবার রাজশাহীতে এলে আমাক বইলেন,,
Sumon vaia video ta onak sundor Laglo . Kintu oikhankar Manuser Durgom poth Para parer Drisho Dakha Khub kosto Laglo Ses mesh Chokha Ar Pani Dhora Raktha parlamna . 😥😥😥😥 ❤❤ LOVE FROM INDIA ❤❤
পরের এপিসোড জন্য অপেক্ষায় রইলাম,
কাঁটাতারের এপার থেকে ভালোবাসা রইলো,,, 🇮🇳🇮🇳🇮🇳
দাদা আমিও কাঁটাতারের এইপারের ।
আপনি একদমই মনের কথটি বললেন #সুমন দাদাভাই...
"দুনিয়াতে কিছু মানুষের জন্য..."
একদম ধ্রুব-সত্য...
আর এই 'কিছু-মানুষ' কিন্তু 'সুস্থ-বুদ্ধি'র মানুষদের তুলনায় সংখ্যায় খুবই নগন্য; তবুও তাদের 'সব-উচ্চ-মহল'য়ে এতটাই বেশী প্রভাব যে- আপনাদের বা আমাদের মতো নির্বিরোধী সাধারণ শান্তিপ্রিয় জনতাকে স্রেফ 'ভয়-দেখিয়ে'ই চুপ করে থাকতে বাধ্য করে...
💝 🙏 💝
'এপার-বাংলা'র হাওড়া জেলা থেকে আমাদের পারিবারিক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই...
এই কমেন্ট টা আমি করতাম।ধন্যবাদ আপনাকে।সুমন ভাই ভালোবাসা রইল।
@@Pardasisohan অনেক ধন্যবাদ ভাই...
আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা নেবেন...
সুমন ভাই আমি ভারতের কোলকাতার কাছেই খড়দহ থেকে বলছি। বাংলাদেশের তোমার প্রত্যেকটা তথ্যচিত্র আমার খুবই ভালো লাগে।
তোমার উপস্থাপনা অসাধারণ।
চরখানপুরে আবার গেছেো দেখে খুবই ভালো লাগল।
তোমার বিউটি বোর্ডিং, কলাকোপা, বা রূপলাল হাউস, বারবার দেখতে ইচ্ছা করে।
আলপনা আঁকা সেই গ্রাম। সত্যি অসাধারণ।
কোলকাতায় বা মুর্শিদাবাদে আসলে সম্ভব হলে জানিও। কোনো রকম সাহায্যে পাশে থাকতে পারলে খুবই ভালো লাগবে।
গ্রাম বাংলার আরও অনেক তথ্য তোমার মাধ্যমে পেতে চাই।
ঈশ্বর আল্লাহ্ তোমাকে যেন অনেক অনেক ভালো রাখেন।
ভালো থেকো ভাই।
🙏
Sottie Bangladesh 🇧🇩 khub e sundor desh....love from India 🇮🇳
২০১৯ সালে গিয়েছিলাম চর খানপুরে
ওখানকার মানুষ খুবই বিনয়ী তাদের
আচরণে আমি মুগ্ধ অপরিচিত
মানুষদের কেও তারা আপন করে ফেলে।
সময় হলে আবারও কোন একদিন যাবো
ইনশাআল্লাহ।
Amake sathe niyen,,, ❣️❣️
দাদা আমি ইন্ডিয়ার থেকে আপনার সব ভিডিও গুলো দেখি! আপনার
মিষ্টি কন্ঠ আমার খুব ভালো লাগে!
আমার জন্মও বাংলাদেশের যশোরে!
দেশের বাইরে থেকেও বাংলাদেশের অপরূপ মনোরম পরিবেশ দেখার সুযোগ হয় আপনার চ্যানেলের মাধ্যমে, ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই
চরখানপুর আপনার তৃতীয়বারের মতো ভিডিও দেখলাম, গ্রামীণ এই সহজ-সরল মানুষের জীবনযাত্রা তুলে ধরছেন সেই কবে থেকে, সহজ-সরল এই মানুষগুলো ভালো থাকুক সুখে থাকুক ❤️❤️❤️🇧🇩
India theke . 🇮🇳 Khub valo lagalo dada. Ai manus gulo k dakhle choker kone jol chole ase
সুমনদা শহরের নেতা-মন্ত্রীরা এদের দুঃখ কষ্টের কথা কখনো মনেও করেনা। আমরা শহরে কত সুযোগ সুবিধা ভোগ করে থাকি। আজ আপনার ভিডিওটি দেখে সত্যিই অনেক মায়া লেগে গেছে। বাংলাদেশের মানুষ এখনো কত কষ্ট করে।
😔😔😔😔😢😢😢😓😓🥺🥺😓😓😫😫😩😩
ঠিক কথা বলেছেন ধন্যবাদ 👍
আমার অনেক অনেক পছন্দের একজন ইউটিউবার আপনার মাধ্যমে আমরা বিদেশে বসে আমাদের বাংলাদেশের সমস্ত ঐতিহ্য সংস্কৃতি কালচার দেখতে পারি,, কাতার থেকে আছি সব সময় আপনার সাথে ✈️🇶🇦😍
Ami o aci Qatar.amar bari oi Union a arek chor a..
তাই ভাইয়া
তাই ভাইয়া
আসলে চলার পথে এত এত মানুষ জনের সঙ্গে দেখা হয়ে যায় আর মনটা ভরে যায়, দুনিয়াতে কিছু খারাপ লোকের কারণে আপনার অস্তি হতে পারে অশান্তি হতে পারে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে কিন্তু আমি ঘুরে ঘুরে দেখেছি
দুনিয়ার যতো মানুষের সাথে দেখা হয় অধিকাংশ মানুষই কেন যেন অনেক ভালো।
কিছু মানুষ দুনিয়া বলুন সমাজ বলুন সবকিছু বিষিয়ে তুলে রেখেছে ,এই কিছু মানুষকে যদি আমরা এড়িয়ে চলতে পারি ,ভালো মানুষগুলোর সাথে চলতে বা ওই কিছু মানুষকে যদি ভালো লাইনে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু দুনিয়ার সমাজ সবকিছু বদলে যাবে সবার জন্যই ভালো হবে। অসাধারণ কথা গুলো ভাই।
সুমন ভাই চরখানপুর খুব ভালো লাগলো কিন্তু এর পরের পর্ব টা তো দেখা হলো না এর আগেও দু'বার আমি চোর খান পুর দেখেছি অসাধারণ আমি পশ্চিমবাংলা হুগলি জেলা থেকে ভারত আমার নাম সাবির কাজী আমি সব কটা ভিডিও দেখি
ভাই আপনার বানানো প্রামাণ্যচিত্র গুলি আমার খুবই ভালো লাগে। বিশেষ করে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য কয়েক মিনিটের মধ্যে তুলে ধরেন এক কথায় অসাধারণ। আমি আপনার একজন ভক্ত। আপনার সুস্থতা কামনা করছি ভালো থাকবেন ভাই।
Vaiya I want to contact with you please
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
আমি আপনার একজন ভারতীয় ভক্ত.. 🇮🇳🙏ভাই দ্বিতীয় অধ্যায়টির জন্য অপেক্ষা করছি,কত্ত অসাধারণ ভাবে আপনি সহজ কথা গুলো বুঝিয়ে দেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ভাই,আজিজুল ভাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা.. এগিয়ে যান সাথে আছি.. ✊️
আমি যতোবার এই চরখান পুরের ভিডিও দেখি আমার মনটা ভরেযাই । আমার খুব ইচ্ছা করে একটি বার চরখান পুরে যেতে। সুমন ভাই কে অনেক ধন্যবাদ আবার একবার চরখান পুরে যাওয়ার জন্য। পরের পরবের জন্য অধির আগ্যাহে আছি ।
ashen insaallah
এখানে পদ্মা নদী গ্রাস করছে মানব বসতিকে। আর আমাদের পশ্চিমবঙ্গে গঙ্গা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে।😥🥺 Pray hetei ardhek par hoayr moto condition. Ki bolbo. Samotol jeno গ্রাস করছে গঙ্গাকে। Chora pore ses hote choleche pray.
আপনি যত বার চরখানপুরে গেছেন মনেহচ্ছে আমিও যেন সাথে সাথে গেছি কি সুন্দর নিরিবিলি জায়গা!জীবন কষ্টকর কিন্তু শান্তিআছে। আপনজনের অভাব নাই। পড়ালেখা করে স্বপ্ন দেখে স্বপ্ন সার্থক করতে মানুষ আপনজনকে ভূলে যায় পর করে দেয় তার চেয়ে এমন জীবন ই ভালো।। আপনি এতো সুন্দর কথা বলেন ভীষণ ভালো লাগে।
ভাই, পাবনায় অনেক গুলো রাজবাড়ী, অনেক ইতিহাস ঐতিহ্যের স্হান। আপনার ভূমিকা চাচ্ছি সবার আগে তুলে ধরার জন্য। ধন্যবাদ।
*খুব খুব সুন্দর লাগছে সুমন দা। গ্রামীন পরিবেশ তোমার চেয়ে ভালো কেউ তুলে ধরতে পারে না।*
ভাই আপনার সবগুলো ভিডিও ভাল লাগে।বাংলার প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য যে ভাবে তুলে ধরেন সেটা অতুলনীয়।আপনাকে স্যালুট জানাই
নদীমাতৃক বাংলাদেশ আর এত সুন্দর গ্রামীণ পরিবেশ। দেখার জন্য অনেক ধন্যবাদ সুমন ভাই💚💚
Suman bhai best of luck
চরখানপুর দেখতে আবারো চলে এলাম।
সারাবছর অপেক্ষায় ছিলাম।
রাজশাহীতে ভাড়া এতটাই কম যে ২০০৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে বিশ্বাস করাই কষ্টকর ছিল।
আজও নৌকা ভাড়ার কথা শুনে বিস্মিত হলাম!
আপনার চরখানপুরের ৩ টি ভিডিও অনেক ভালো লাগে
আজিজুল ভাই ভাগ্যবান, সুমন ভাই আল্লাহ আপনার সহায় হউন
আমাদের আইডল হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ❤️❤️❤️❤️
এই পোষ্টে এই সব কমেন্ট কেন।ইসলাম কে কি সস্তা মনে হয়।হাগল পাগল।
আমি চর মাঝার দিয়াড় থেকে দেখছি। ভালবাসা অবিরাম সুমন ভাই 💕🥀
চরখানপুরের আগের দুইপর্ব দেখে মনের ভেতরটা হুহু করে কেদেছিলো 😭 আজকে আবার কাদালেন 😭😭 তিন নাম্বার টা দেখিয়ে।
এজেনো মেঘ না চাইতে জল প্রীয় সুমনভাই🇧🇩❤️❤️❤️❤️
চরখানপুর দেখার ভীষণ ইচ্ছে ছিল! সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ
এত সুন্দর গ্রাম দেখতে মন চায় মনটা একেবারে ভরে যায়
আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ করছি ।
ভাই আমি অনেকদিন বলেছিলাম চর খানপুরে যেতে এখানকার ভিডিও দেখলে মনটা ছুঁয়ে যায় ভাই অনেক ধন্যবাদ আপনাকে আবার যাওয়ার জন্য🥰🥰♥️
সুমন ভাই আমার মনে হয় প্রকৃতির সব সৌন্দর্য আপনি একাই উপভোগ করতেন 😊😊😊 আপনার উপর আমার হিংসা হয় । আমার ভাগ্যে এরকম ভ্রমণ করার সৌভাগ্য কবে হবে জানিনা।😭😭😭😭😭
সুমন ভাই ৯ তারিখ বগুড়ার পোড়াদহ মেলায় আসবেন। এইখানে অনেক বড় মাছের মেলা হয় ,এই মেলায় আর একটা ভিডিও চাই সুমন ভাই।
সমাজ জীবনে এই সমস্ত সুবিধা বঞ্চিত মানুষের দুঃখ কষ্টের কাহিনী তোমার চ্যানেলের জন্যই সমগ্র বিশ্বের মানুষ দেখতে পারছেন। এই ভাবে এগিয়ে চলুক তোমার অগ্ৰযাত্রা...👌 আগরতলা, ত্রিপুরা, ভারত।
সুমন ভাই আপনার প্রতিবেদন গুলো খুবই ভালো লাগে বিশেষ করে চর কানপুরের প্রতিবেদন মুগ্ধ করেছে আর একটা থা হচ্ছে যে চরখানপুরে যে মানুষের কথা শুনে নিজের স্বপ্ন দেখা ভুলে গেছি
আজিজুল ভাইয়ের জীবনের গল্পটা আমার কাছে খুব কস্টের লাগছিলো। এমন কেনো হয় জীবনে। এরা কি করে শহরের সিমিত যায়গায় বাস করবে? রাতে দেখি ভিডিও সেই থেকে শুধু কস্ট লাগছে।যদিও আস্রিতা ছিলো, তারপর ও খুব সুন্দর জীবন ছিলো। আল্লাহ সবাইকে হেফাজত করুন। এমন আস্রয়হীন কাউকে না করুন।
ভারত মুর্শিদাবাদ থেকে বুক ভরা ভালোবাসা ❤️ সালাউদ্দিন ভাই মুর্শিদাবাদ এলে নিমটিতা রাজবাড়ী ঘুরে যাবেন আমি সাহায্য করবো
সবসময়ই আপনার ভিডিওর অপেক্ষায় থাকি মাশাল্লাহ্ আজকের টা খুব সুন্দর ছিল😍
বলার ভাষা নেই
কারন চরখানপুর মানুষের জীবন যুদ্ধ
চরখানপুর নাম মনে হলেই
আমার মনের মধ্যে আজিজুল ভাইদের দুঃখ কষ্টের জীবন ভেসে ওঠে
আল্লাহ আমাদেরকে কতো সুখে রেখেছে
আল্লাহ যেন চরখানপুর এর সবাইকে সুখে রাখে
আর কষ্ট করে আপনি তৃতীয় বারের মতো আবার গেছেন
আল্লাহ যদি আমাকে বাচিয়ে রাখে তাহলে একদিন আমিও যাবো😰😰😭😓
আহা কত মধুর আমার দেশ। আমি গর্বিত এমন দেশে আমার জন্ম।❤️
একেবারেই সঠিক বিশ্লেষণ করেছেন মাননীয় সুমন ভাই। প্রতিকূল পরিবেশে বসবাস করার ফলে ঐসব এলাকার মানুষেরা স্বপ্ন দেখতে ভুলে যায়।
💖💖 পশ্চিমবঙ্গ থেকে
সালাউদ্দিন ভাই 🇮🇳🇮🇳🙏🙏
আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। আপনার মহানুভবতায় মুগ্ধ হয়ে গেছি।
চরখানপুর এর তৃতীয় ভিডিও ❤️❤️❤️ খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ♥️♥️♥️
মাশা"আল্লাহ অসাধারণ দৃশ্য
Awesome Sumon vai.
সুমন ভাইয়ের উপস্থাপন আর চর মিলিয়ে অসাধারণ
Bangladesh er matro 4 jon youtuber ka subscribe korchi tar moddo apni akjon,, take love ❤️❤️
আজিজুল ভাইয়ের আতিথেয়তা আর সরলমনা কর্মকাণ্ড আমাকে খুবই আপ্লুত করেছে ভাই ❤️ আর আপনার এই সহজ সরল মেলামেশা উদার মনের পরিচয় করিয়ে দেয়💯❤️
এই মাটির মতোই কোমল হৃদয়ের আজিজুল ভাইরাই শাশ্বত বাংলাদেশের গ্রামীন জীবনের প্রতিচ্ছবি। আজিজুল ভাই ও তাঁর পরিবারের জন্য অফুরন্ত শ্রদ্ধা-ভালোবাসা
দুই জন সাংবাদিকের প্রেমে পড়া আমি,,,মোহসীন উল হাকিম ভাই, সালাহউদ্দিন সুমন ভাই ❤️❤️❤️
সালাউদ্দিন সুমন ভাইকে অনেক ধন্যবাদ। বাংলার ঐতিহ্য সুন্দর ভাবে সাবালীল ভাষায় উপস্থাপন করার জন্য। যখনই আপনার ভিডিও দেখি মন যতই খারাপ থাকুক। মন ভালো হয় যায় ভাই❤️
অসাধারণ দৃশ্য ভাই মন জুডিয়ে যা
ভাই আমার বাড়ি ও পদ্ম নদীর ধারে বাড়ি,আপনার এপিসোড গুলো খুব ভালো লাগে🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Ahhaa!! Manusher Shaader Jibon 💚💚🌲🇧🇩
অসাধারণ সুমন ভাই। এই দৃশ্য গুলো দেখলে মনটা ভরে যায়। মন চায় শুধু দেখতেই থাকি।
One of the most finest UA-cam channel I have find .
Even a stressful mind and soul can fill with full of peace by watching just one 10 to 15 minutes episode of this.
Thank you so much
Love you Sumon da... Lots of love from INDIA 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹
এতবড় চর গাছপালা লাগায় না কেন?অসাধারণ দৃশ্য পট আর আপনার মায়াবী সুরেলা কণ্ঠের বাচন ভঙ্গিতে আমারও যেতে ইচ্ছাকরছে।
অনেক দিন পর ভালো এবং সুন্দর একটি ভিডিও পেলাম। ধন্যবাদ ❤️
এই বার নিয়ে চর খান পুর ভিডিও তিন বার দেখলাম। চর খান পুরের ভিডিও দেখলে অনেক কষ্ট লাগে। Love from Assam ( Dhubri)
আমিও দেখেছি ধুবুরী থেকে । আসাম (ভারত)
@@abdulmotaleb4659 ধুবুরী কোন জায়গায়
@@mofidurrahman594 muhurir char. মুহুৰিৰ চৰ নতুন বজাৰ
@@abdulmotaleb4659 আমি ফকিরগণজ্ঞ থেকে
@@mofidurrahman594 উপস্থাপন গুলো কেমন লাগে আপনার ভাইজান ? মুহুরীর চর চিনেন নাকি ?
হবিগঞ্জ জেলা সদর থেকে দেখছি সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিও। আমার খুব ভালো লাগে সুমন ভাইয়ের ভিডিও। আপনি আমাদের হবিগঞ্জ জেলায় আসবেন।চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সাতছড়ি জাতীয় উদ্যান ও আছে হবিগঞ্জ জেলায়।❤❤❤❤❤
চরখানপুরের মানুষগুলোর জীবন যাপন অতি সাধারণ। আজিজুল ভাইয়ের মায়াময় মুখ এবং সহজ সরল স্বীকারোক্তি খুব ভালো লাগে।❤❤❤
যেখানে মানুষের স্বপ্নটাও সীমাবদ্ধ সেখানে আমরা কিভাবে নিজেকে উন্নত বলে তৃপ্তির ঢেকুর তুলতে পারি? সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দারুন একটি ভিডিও। আমি ভারত থেকে দেখছি। সুন্দর একটি পরিবেশন। তিন ঘন্টা সিনেমা দেখার থেকে জীবন সংগ্রামের এই আসল হিরো দের সংগ্রাম গুলোর ব্যপারে সকলেরই জানার দরকার।
ভাই আপনার কথা গুলো মনে ভর তৃপ্তি এনে দিলো দুয়া করি আল্লাহ আপনাকে রাখেন ইনশাআল্লাহ ।তবে একটি কথা নিজে ভলো ভালো মানুষেরও দেখা পাওয়া যেমন আপনি ।
আপনার সুন্দর এই উপস্থাপনা আমাকে রীতিমত অবাক করে দিচ্ছে।
আহ আবার সেই মন ভোলানো ব্যাকগ্রাউন্ড মিউজিক
আজিজুল ভাই আর সুমন ভাইকে আবার একসঙ্গে দেখতে চাই সত্যিই এক মায়ার চর
আমি অভিভূত । সুমন দা কে সম্মান জানিয়ে আমাদের গ্ৰুপে ভিডিওটা শেয়ার করলাম । পরের পর্বের অপেক্ষায় আছি ।👌
সুমন ভাইয়ে বৌ ভাত থেকে আজিজুল ভাই,তার পর এক এক করে চরখানপুর দেখছি,মনে হয় আমি ওদেরই একজন। ডিউটি থেকে এসে খাবার শেষে কম্বল আর মুবাইল,আর চরখানপুর দারুণ ধন্যবাদ সুমন ভাই,ভালোবাসা অবিরাম সৌদি আরব জেদ্দা থেকে ❤❤
সুমন ভাই আপনার ব্লগ বরাবরই ভালো লাগে। আপনার কথামালা আর উপস্থাপনার ধরণ আমাকে বার বার মহিত করে তোলে। যে ভাবে দেশের ঐতিহ্য গুলো তুলে ধরেন মনে হয় হারিয়ে যায় সেই গ্রমীন জন পদে যা আমাকে নস্টালজিক করে তোলে।।। ভালো থাকবেন সবসময়।।।
চরখানপুরে পরের পর্বের অপেক্ষায় রইলাম।
আমার দেখা আপনার ভিডিও গুলোর মধ্যে চরখানপুরের ভিডিও সেরা ছিল
আপনার ভিডিওগুলো আমি সবসময় দেখি মন ছুঁয়ে যাওয়া অসাধারন।
আপনার সবগুলো প্রতিবেদন অসাধারণ
সব ভিডিওর মতো আজকের ভিডিওটা খুব ভালো হয়েছে আর আপনার ভিডিও দেখতে খুবই ভালোবাসি
খুব সুন্দর একটা গ্রামাঞ্চলের ভিডিও চিত্র
সিলেট থেকে আমার ভালোবাসা নিবেন সুমন ভাই...🙂
পদ্মার চরে এই নিয়ে আপনার তৃতীয় ব্লগ দেখলাম,,
ভাই আপনার ভিডিও এক সেকেন্ড এর জন্য Skip করতে পারি না অনেক শিক্ষণীয় ।🥀🕋🥀
আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ করছি ।
ভাইয়া এরকম চড়ের মানুষ কে নিয়ে ভিডিও করেন বিঊ বেশি পাবেন, সবাই চরের মানুষের জীবন কেমন হয় দেখতে ভালবাসেন
সুমন ভাই আপনাকে আমার অনেক ধন্যবাদ।চরখান পুর ভিডিও দেখাবার জন্য।আমি ভারত থেকে দখছি
Sumon vi apni akdin azijul vi er family k apnar bari niya Jan
Azijul vi jamon gat thake niya jai
Apni oh akdin niya Jan oi video ta darun labe. R ami apnar charkhanpur
er 3t video daklam khub valo laglo
Dake Mona holo azijul vi apnake khub sanman kora .
Please Dada ei vodeo ta banaben dakar opakhai Roilam ami West Bengal thaka karimul tarafder bol6i
Apnar Bangladesh khubsundor Volo thakben somon vi.......?
ভাইয়া আমি আজিজুল ভাইয়ের বাড়িতে বেড়াতে গেছিলাম, তারা অনেক ভালো মানুষ, তারা আপনাকে অনেক ভালো বাসে, ভাইয়া আমার অনেক ইচ্ছা আপনার সাথে দেখা করার, ভাইয়া এবার রাজশাহীতে এলে আমাক বইলেন,,
Love from West Bengal ❤️❤️😊
সুমন ভাই এই নৌকা আমরা জাবো এই কথা ভালো লেগেছে
Ayy Episode Dekhe R Apnar MonoMugdokor Kotha Shune Apnar Jonne arO Beshi ValObasha Bere GelO Salauddin Vhai ... 🇧🇩🌲💚💝👍
ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, এতো সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য
ধন্যবাদ ভাই গ্রামের মানুষের সূখ দুঃখ তুলে ধরার জন্য
ছর খান পুরের ভিডিও দেখতে দেখতে তার প্রেমে পরে গেছি যতই দেখি ততই ভালো লাগে 👍
মন টা ভরে গেলো
সুমন ভাই কে অসংখ্য ধন্যবাদ ভিডিও টা দবার যন্ন
Sumon vaia video ta onak sundor Laglo . Kintu oikhankar Manuser Durgom poth Para parer Drisho Dakha Khub kosto Laglo Ses mesh Chokha Ar Pani Dhora Raktha parlamna . 😥😥😥😥
❤❤ LOVE FROM INDIA ❤❤
চর খানপুর দ্বিতীয় বার দেখলাম। ধন্যবাদ সুমন ভাই।♥♥♥♥
আহা,আমি থাকতে পাহাড়ি এলাকায়,ফলের বাগান আর পাহাড়ি প্রকৃতি নিয়ে।আর সমুদ্রের এমন প্রকৃতি দেখলে মন উতলা হয়ে উঠে।
Nodi ata
আপনার এই কাজকর্ম খুবই ভালো লাগে ভাই,,,ভারত থেকে,, সালাম রইল।।
সালাউদ্দিন সুমন ভাইয়ের
প্রতিটি ভিডিও অসাধারণ
আপনার জন্য দোয়া ও
শুভকামনা রইল ভাই
খুব ভালো লাগলো,আপনার ভিডিও দেখে মনটা খুব পুড় পুড়ে হয়ে যায়।
চরখানপুরের মানুষ গুলোকে সেলুট জানাই
❤️❤️
এই নৌকা আমরা যাব,
ভালো লাগলো ভাই কথাটি
খুব খুব ভালো লাগল অপেক্ষায় রইলাম পরের পর্বের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন
সুমন ভাই আমি ইন্ডিয়া থেক বলছি আপনি সত্যি অনেক ভালো মানুষ।
সুমন ভাই আপনার ভিডিওর অপেক্ষায় থাকি ধন্যবাদ চট্টগ্রাম থেকে
খুবই সুন্দর দৃশ্যধারণ করেছেন সুমন ভাই