মুসলিম আইনে ওছিয়ত বা উইল এর বিধান, জেনে নিন।। ওসিয়ত।। উইল।। সহজ আইন।।

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • প্রিয় দর্শক,
    এই পর্বের মাধ্যমে আমি উইল বা ওসিয়ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি যেমন উইল বা অসিয়ত কি, উইল কত প্রকার হয়? কাকে কাকে উইল যায় ? উইলের ক্ষেত্রে প্রবেট টি ইত্যাদি।
    উইল কি?
    উইল বা অছিয়ত হলো আরবী শব্দ। উইল (testament) বা অছিয়ত হলো ভবিষ্যৎ দান। কোন ব্যক্তির মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি বা সম্পত্তির মুনাফা কিভাবে বিলি-বন্টন করা হবে তা তার মৃত্যুর পূর্বেই লিখিত বা মৌখিকভাবে নির্ধারণ করে যাওয়ার আইন সম্মত ঘোষণাই হলো উইল বা অছিয়ত।
    উইল করা যায়ঃ
    (ক) ব্যক্তির উদ্দেশ্যে এবং
    (খ) ধর্মীয় উদ্দেশ্যে।
    ব্যক্তির উদ্দেশ্যে উইল আবার দুই প্রকারঃ
    (১) ওয়ারিশের বরাবরে উইল এবং
    (২) ওয়ারিশ নয় এমন ব্যক্তির বরাবরে উইল।
    ওয়ারিশের বরাবরে সম্পাদিত উইলের ক্ষেত্রে-
    (ক) অন্য ওয়ারিশদের সম্মতি না থাকলে উইল বাতিল বলে গণ্য হবে।
    (খ) অন্য ওয়ারিশদের সম্মতি থাকলে উইল সম্পূর্ণ কার্যকরী হবে।
    (গ) ওয়ারিশদের সম্মতি কার্যকর হবে উইল দাতার মৃত্যুর পর।
    ওয়ারিশ নয় এমন ব্যক্তি বরাবরে সম্পাদিত উইলের বিধানঃ
    (ক) ওয়ারিশদের সম্মতি থাকলে উইল সম্পূর্ণ কার্যকরী হবে।
    (খ) ওয়ারিশদের সম্মতি না থাকলে উইল দাতার নিট সম্পত্তির ১/৩ এর উপর উইল কার্যকরী হবে।
    একজন মুসলমান তার সমূদয় সম্পত্তির তিন ভাগের এক ভাগের বেশি উত্তরাধিকার নয় এমন কাউকে উইল করতে পারে না। তবে উত্তরাধিকারদের মধ্যে মোট সম্পত্তির তিন ভাগের এক ভাগের বেশি উইল করতে পারে। ১৯৯৬ সালের হাইকোর্ট বিভাগের আদেশ মোতাবেক আইনত বৈধ।
    নিট সম্পত্তিঃ
    উইলদাতার মোট সম্পত্তি হতে নিন্মবরূপ ব্যয় পরিশোধের পর অবশিষ্ট সম্পত্তি নিট সম্পত্তি বলে গণ্য হবে, উইল সর্বদা নিট সম্পত্তির উপর প্রযোজ্য হবেঃ
    (ক) উইল দাতার মৃত্যুর অব্যবহিত ৩ মাস পূর্বের ভৃত্য বা চাকরের পাওয়ানাদি।
    (খ) মৃত্যু শয্যাকালীন খরচাদি।
    (গ) মৃত্যুর পর দাফন-কাফনের খরচ।
    (ঘ) স্ত্রীর দেন-মোহরের পাওয়ানা পরিশোধ ব্যয়।
    (ঙ) উইল প্রবেট এবং সাকসেশন সার্টিফিকেট ব্যয়।
    (চ) ঋণ পরিশোধ (আগের ঋণ আগে পরিশোধ ভিত্তিতে)।
    (ছ) ঋণ পরিশোধের আগে স্ত্রীর দেন-মোহর পরিশোধ করতে হবে।
    ধর্মীয় উদ্দেশ্যে উইলঃ
    ধর্মীয় উদ্দেশ্যে উইল করা হলে তাতে ওয়ারিশদের সম্মতি থাকলে সে উইল সম্পূর্ণ কার্যকর হবে, আর ওয়ারিশদের সম্মতি না থাকলে অছিতকারীর নিট সম্পত্তির ১/৩ অংশের উপর উইল কার্যকরী হবে।
    ধর্মীয় উইল ৩ প্রকার
    যথা-
    (১) ফরজ কাজের উদ্দেশ্যে, যেমন- হজ্জ্ব পালন, যাকাত প্রদান ইত্যাদি।
    (২) ওয়াজিব কাজের উদ্দেশ্যে, যেমন- ফিতরা প্রদান, কোরবানী করা ইত্যাদি।
    (৩) নফল কাজের উদ্দেশ্যে, যেমন- সরাইখানা, রাস্তা-পুল, এতিমখানা নির্মাণ ইত্যাদি।
    ধর্মীয় উদ্দেশ্যে উইল করা হলে তাতে ওয়ারিশদের সম্মতি থাকলে সে উইল সম্পূর্ণ কার্যকর হবে, আর ওয়ারিশদের সম্মতি না থাকলে অছিতকারীর নিট সম্পত্তির ১/৩ অংশের উপর উইল কার্যকরী হবে।
    যে সকল কারনে একটা উইল বাতিল বা বিলুপ্ত হতে পারেঃ
    (১) উইলের পর উইলদাতা বিকৃত মস্তিষ্ক হলে, মৃত্যুর পূর্বে তিনি সুস্থ হলেও।
    (২) উইল গ্রহীতা দাতার আগে মারা গেলে।
    (৩) উইল দাতা বা গ্রহীতা ধর্ম ত্যাগ করলে
    (৪) উইল গ্রহীতা দাতাকে হত্যা করলে।
    (৫) উইলকৃত সম্পত্তির উপর অন্য কারো অধিকার সাব্যস্ত হলে।
    (৬) উইলকারী উইলকৃত সম্পত্তি বিক্রি বা দান করলে বা তাতে বাড়ি তৈরি করলে।
    Hello Viewers,
    What is Will?
    Will is an Arabic word. Will (testament) or future gift. A will is a legal declaration in writing or verbally before a person's death that determines how the property left by him or the profits of the property will be distributed after his death.
    #অছিয়ত #উইল #testament
    --------------------------------------------------------
    📚✍🏻 For Business inquary :
    🟢 Facebook Page- / advocateamirhamza.lemon
    📧 E-mail- lemon.law14@gmail.com
    📞 Phone- 01671-043256
    Thanks for Watching...
    Like Comment Share Now for more videos.

КОМЕНТАРІ •

  • @hydrexxcold8892
    @hydrexxcold8892 2 місяці тому

    Thank u.good job

  • @shahjalalsabuz8610
    @shahjalalsabuz8610 2 місяці тому

    ধন্যবাদ জানাই

  • @MdMilon-vp9de
    @MdMilon-vp9de Місяць тому

    thank u sir

  • @MDAlaminSagor-w3v
    @MDAlaminSagor-w3v Місяць тому

    আসসালামু আলাইকুম ,,, ভাই আমার একটি প্রশ্ন ছিল যে, আমরা তিন ভাই প্রথমে বোনের অংশের জমিন ক্রয় করেছি ।। এখন সেই জমি সহ কি আমরা বাটোয়ারা দলিল তৈরি করতে পারব ।।। যদি দয়া করে উত্তরটি দিতেন।।।

  • @mralim768
    @mralim768 2 місяці тому

    ❤❤❤

  • @bichitratv20
    @bichitratv20 Місяць тому

    স্যার বাবার কাছ থেকে জমি কিনলাম সেটা কিভাবে লিখে নিলে ভাল হবে জানাবেন প্লিজ

  • @ruhulaminjisan
    @ruhulaminjisan 2 місяці тому

    ঢাকার স্থানীয় হয়ে অন্য জেলায় ভূমি ক্রয় করা যাবে...?

  • @jibonerjala
    @jibonerjala 2 місяці тому

    স্যার আপনার কাছে আমার একটি প্রশ্ন: একটি লোক ওয়ারিশ সূত্রে তিনটি খতিয়ানে জমি পাবে। সেই লোকটি দুইটি খতিয়ানের জমি একটি লোকের কাছে বিক্রি করেন। যে লোকটি দুইটি খতিয়ানের জমি ক্রয় করলো সে লোকটি বেআইনিভাবে দলিলে বেশি বেশি জমি উল্লেখ করে নেয়। এখন আমার প্রশ্ন: যে দুইটি খতিয়ানের জমি বেশি বেশি করে দলিলে উল্লেখ করে নিলো সেই বেশি জমি কি আরেকটি খতিয়ানে পুরণ দেয়া সম্ভব । তিন নাম্বা খতিয়ানে জমি আরেকটি লোকের কাছে বিক্রি করেছে। এখন যারা দুটি খতিয়ানে জমি ক্রয় করেছে তারা তৃতীয় খতিয়ানে জমি পূরণ চলছে কিন্তু দলিলে সেই (খতিয়ানের নাম্বার। মৌজা নাম । দাগ নাম্বার) কোন কিছুই নেই। প্লিজ স্যার রিপ্লে ভিডিও দেবেন?

  • @IqRA-uf8ze
    @IqRA-uf8ze Місяць тому

    আমার বাবা মারা গেছেন ২০১৩ সাথে আর দাদা মারা গেছেন ২০১৪ তে। বর্তমানে আমার দাদার ২ মেয়ে বেচে আছেন, আর তার মৃত ছেলের দুই মেয়ে বেচে আছেন। এখন দাদার সম্পত্তি কে কে কতোটুকু পাবে? মৃত ছেলের মেয়েরা কি পাবে?
    ভাইয়া উত্তর টা যদি এখনি দিতেন খুব উপকৃত হতাম আর্জেন্ট জানা দরকার তো

  • @mdtarifsordar4432
    @mdtarifsordar4432 2 місяці тому

    স্যার আপনার সাথে কথা বলতে চাই

  • @mdkorshed7762
    @mdkorshed7762 2 дні тому

    আপনার সাথে কথা বলা যাবে

  • @arif90547
    @arif90547 Місяць тому

    আর এস খতিয়ানে মোট জায়গা ৭১৬ শতক
    অংশীদার আছে ১৮ জনের নাম।
    এখন কে কতটুকু পাবে? ৭১৬ কে ১৮ দিয়ে ভাগ দিলে,ঐটা কি সঠিক হবে?

  • @Mizanurrahman-wq6he
    @Mizanurrahman-wq6he 2 місяці тому

    ওয়ারিশের অনুমতি ছাড়া নিজের বৌ কে পুরো সন্পতি অছিয়ত করা যাবে কিনা

  • @takimoni-ob4rv
    @takimoni-ob4rv Місяць тому

    স্যার আমি এক পালিত সন্তান আপনার সাথে একটু কথা বলতে চাই।পিলিজ

  • @nutonababiltv
    @nutonababiltv 2 місяці тому

    স্যার,...আমার মামা যদি আমাকে দান করে... তাহলে সে জমিতে কেউ কি অগ্রক্রয় মামলা করতে পারবে???