বেলা অবেলা সারাবেলা / আসাফ উদ দৌলা এবং আসাদুজ্জামান নূর। DeshTv

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 317

  • @ashrafulislam-vj1hl
    @ashrafulislam-vj1hl 9 місяців тому +1

    মহান আল্লাহতালা তাকে অনেক গুণে গুণান্বিত করেছেন, দেশের এ মহামূল্যবান সম্পদের আমরা তেমন কোন মূল্যায়নই করতে পারিনি।

  • @khanshams4103
    @khanshams4103 Рік тому +33

    এমন সৎ, ন্যায়পরায়ণ, জ্ঞানী এবং বহুগুনে গুণান্বিত মানুষ আজকের দিনে সত্যি বিরল। আল্লাহ তাকে নেক হায়াত দিন সে কামনা নিরন্তর।

  • @ghoshal1953
    @ghoshal1953 3 роки тому +30

    বিরল ব্যক্তিত্ব।অসম্ভব ভালো মানুষ।খুব ভালো লাগলো।কলকাতা থেকে।🙏🌹

  • @md.golammostafa706
    @md.golammostafa706 3 роки тому +34

    প্রচন্ড প্রচন্ড একজন ভালো মানুষ! তুলোনাহীন অতুলনীয়!

  • @mohammedjabber8885
    @mohammedjabber8885 2 роки тому +8

    জনাব শ্রদ্ধেয় আসাফুদ্দৌলা সাহেব! কোরআন অনুবাদের বিনিময়ে কিছু গ্রহণ করেন নি, জেনে খুব খুব শুশী হয়েছি! শুধু মাত্র আল্লাহ'র সন্তুষ্টি লাভের আশায় করেছেন বলে ধরে নিতে পারি। আপনার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল! ভাল থাকুন, স্যার!

  • @MasudRana-dw3ud
    @MasudRana-dw3ud 9 місяців тому +1

    এদের মত প্রথিতযশা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেউ মুক্তিযুদ্ধ বিষয়ক ইতিহাস জানতে চাইলে এদের নিকট থেকে জেনে নেওয়া উচিত তবেই সঠিক ইতিহাস জানতে পারবেন। সম্মানিত আসাফ উদ দৌলা স্যারের চেহারার মধ্যে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি দেখতে পাই। ধন্যবাদ এই মহামানবকে

  • @nitaichandradas6184
    @nitaichandradas6184 2 роки тому +6

    সাক্ষ্যাৎকারটি দেখে ও শুনে অন্তরে এক অদ্ভুত আনন্দ অনুভব করিলাম। জনাব আসাফ ঊদ দৌলা সাহেবকে আমার আন্তরিক শ্রদ্ধা জানালাম। ওঁনার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করি। কলকাতা, পশ্চিম বঙ্গ, ভারত থেকে।

  • @mohammadyounus7067
    @mohammadyounus7067 10 місяців тому +1

    ধন্যবাদ উপস্থাপক কে এ ধরনের একজন প্রবীণ ব্যক্তির অভিজ্ঞতা আমাদেরকে শোনানোর জন্য।

  • @md.tonmoyislam5393
    @md.tonmoyislam5393 11 місяців тому +4

    সোনার বাংলার সোনার মানুষ। আল্লাহ স্যারকে সুস্থ রাখুন।

  • @জাহাঙ্গীর-প৩য

    ওনার একটি বক্তব্য আছে ইউটিউবে, এমন বক্তব্য বাংলাদেশের সবচেয়ে সেরা।

  • @nannumiya6939
    @nannumiya6939 3 роки тому +13

    এমন সৎ এবং গুণী মানুষ দেশে বড়ই অভাব।ধন্যবাদ জনাব আসাদুজ্জামান স্যারকে এমন একজন মানুষকে উপস্থাপন করবার জন্য।

  • @monowarabegum660
    @monowarabegum660 11 місяців тому +4

    'মানুষের জন্য কারও কোনো দরদ নেই।' বিদগ্ধজনের অনুভূতি বটে। সম্মান করি তাঁকে অন্তর থেকে। সুরভিত মানুষ হিসেবে বেঁচে থাকুন সবার অন্তরে। জান্নাতবাসী হোন আপনি।

  • @zahid1909
    @zahid1909 Рік тому +15

    একজন মানুষ, কীভাবে এতোকিছু করতে পারে, বিস্মিত হই। তিনি একজন বড় মাপের মানুষ।
    নূর সাহেব অতি কৃতিত্বের সাথে এই বিরল ব্যক্তিত্বর সাথে কথা বলেছেন। তাঁকেও অভিনন্দন!

  • @AbuTaher-mk3ui
    @AbuTaher-mk3ui 11 місяців тому +1

    সত্যিই আপনি একজন অসাধারণ মানুষ, বাংলাদেশে আমি কোনদিন কল্পনা করিনি এই ধরনের মানুষ আছে, বাংলাদেশের সুশীল সমাজবৃন্দ আশা করি আপনার থেকে শিক্ষা নিলে এই দেশ অনেক আগাইয়া যাবে, বর্তমানে যে সুশীল সমাজীরা আছে তারা যেমনি ঘৃণিত আপনার আলোচনাতে আমি সন্তুষ্টি একমত পোষণ করি! ধন্যবাদ আসাদ এবং আসাদ উদদৌলাহ ভাইকে ❤

  • @rezaulislam4723
    @rezaulislam4723 3 роки тому +21

    আমার কাছে দেশের সব চাইতে সম্মানী এক জন বেক্তি।আল্লাহ তার সব চাইতে সম্মানী স্থানে রাখেন। আমিন।

  • @mohammadullah481
    @mohammadullah481 2 роки тому +20

    ধর্মকে এতটা আন্তরিকভাবে নিয়েও একজন ব্যক্তি কতটা আধুনিক সেটি তিনি দেখিয়েছেন।

  • @mezbahulislam786
    @mezbahulislam786 3 роки тому +56

    আমার অনেক প্রিয় মানুষ তিনি। অথচ কখনো দেখা হয়নি তার সাথে, কথাও হয়নি। একজন আদর্শ মানুষ তিনি। আল্লাহ তায়ালা তাকে দীর্ঘজীবী করুন।

  • @mmh497
    @mmh497 2 роки тому +7

    ওনারাই আসলে আমাদের দেশের গর্ব। বাংলাদেশ এর ভিত ওনাদের মত সৎ ও অসম্ভব মেধাবী মানুষ এর দারাই হয়েছে। একাধারে এত গুনের আধার মানুষ আজ কাল আর জন্মায় না, আল্লাহ ওনার নেক হায়াত বাড়িয়ে দিন । আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম যেন ওনাদের ভাল মানুষ দের জিবনাদর্শ থেকে শিক্ষা নিতে পারে ।

  • @skbiswas1452
    @skbiswas1452 Рік тому +3

    সত্যিই অসাধারণ এক স্মরনীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
    পরম শ্রদ্ধাভাজন প্রিয় মানুষ আসাফউদ্দৌলা এবং আসাদুজ্জামান নুর মহোদয়কে শ্রদ্ধা ও শুভ কামনা অবিরাম।

  • @ashrafuzzamanpathan1937
    @ashrafuzzamanpathan1937 Рік тому +22

    এ পর্যন্ত ' বেলা- অবেলার ' যত গুলো অনুষ্ঠান দেখেছি তার মধ্যে জনাব আসাফ উদ দৌলা সাহেবের কথোপকথন আমার সবচে' ভালো লেগেছে। উনি কোনো তেলমারা ও তোষামোদী কথা বলেননি। যা বলেছেন সোজাসাপটা বলেছেন। ঢাকা রেডিও র ঘোষক থাকার সময় তাঁর অনেক গানের ঘোষণা করার সুযোগ হয়েছিল। ধন্যবাদ অতিথিকে।

  • @ALMAMUN-xz9rs
    @ALMAMUN-xz9rs Рік тому +2

    মাশাল্লাহ উনার কথা আমার এতো এতো ভালো লাগলো সারা দিন শুনতে মন চাইছে। উনার যে জন দরধী মন এই রকম মানুষ লাক্ষে একটা থাকলেও বর্তমান বাংলাদেশের এমন খারাপ অবস্থা হতে দিতেন না।

  • @MdsoponislamSopon-w5v
    @MdsoponislamSopon-w5v Рік тому +4

    কোন ভাষায় নাই এই গুনি মানুষকে কি বলে ধন্যবাদ জানাই আল্লাহ যেন তাকে ইহকাল ও পরকালে ভালো রাখে। এখন দেশে এরকম মানুষের খুবই অভাব

  • @mjron1269
    @mjron1269 3 роки тому +7

    বাস্তবে দেখা এমন strong personality সম্পন্ন মানুষ আমি দেখিনি। আমি তাকে অনুসরন করি প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কর্মে প্রতিটি চিন্তা চেতনায়।

  • @mdnurullah4190
    @mdnurullah4190 3 роки тому +48

    জনাব আসাফউদৌলা,সত্যিই দেশের রত্ন।যার সুবাস নেওয়ার জানালা আমাদের খোলা নেই।

  • @mohammadyounus7067
    @mohammadyounus7067 10 місяців тому +1

    অনেক অনেক ধন্যবাদ রূঢ় বাস্তব সত্য কথাগুলো বলার জন্য। সৎকর্ম প্রকৃত ধর্ম।

  • @MominMia-ie6ff
    @MominMia-ie6ff 3 місяці тому +1

    এমন একজন অসাধারণ সৎ ব্যক্তি জীবনে অনেক কিছুর উদাহরণ হয়ে থাকবেন।আমি এই ভিডিওটি হেফাজত করে রাখবো এবং এটি কখনই ভুলব না। আল্লাহ দীর্ঘ জীবন দান করবেন।আমি আল্লাহর কাছে প্রার্থনা করি।🤲🏻

  • @MominMia-ie6ff
    @MominMia-ie6ff 3 місяці тому

    এমন সৎ মানুষ আমার চোখে পড়ে না আল্লাহ উনাকে অনেক বছর বাচিয়ে রাখবেন ইনশাআল্লাহ...

  • @MominMia-ie6ff
    @MominMia-ie6ff 3 місяці тому +1

    আসসালামু আলাইকুম, আংকেলের মতো মানুষ এদেশের জন্য অনেক কিছুই।

  • @mohammadharunalrashid2690
    @mohammadharunalrashid2690 3 роки тому +38

    মুগ্ধ হয়ে জনাব আসাফ উদ দৌলাঅ স্যারের স্মৃতিচারণ শুনলাম। তিনি সুস্থ্য থাকুন! থাকুন সুহালে!

    • @mdabdulwahab1697
      @mdabdulwahab1697 11 місяців тому

      I wish him long life may Allah bless upon him

  • @mdmainuddinmiah3716
    @mdmainuddinmiah3716 Рік тому +4

    জীবনের সন্দি ক্ষনে আপনার কোরআনের অনুবাদ করে যেই দৃষ্টান্ত মূলক রেখে গেলেন, এবং চাকরীর জীবনের সততার প্রমান পাওয়া যায়, আল্লাহ পাক ওনাকে উওম দান করেন।

  • @nilufarpanna1110
    @nilufarpanna1110 Рік тому +2

    টাংগাইল থেকে । আসাদুজ্জামান নূর শুধু দক্ষ শিল্পীই নন ,ব্যক্তি হিসেবেও সমান জনপ্রিয় । জনাব আসাফ দ্দৌলার গান আগে খুব শুনতাম।

  • @abuhenamd.mostafakamal5451
    @abuhenamd.mostafakamal5451 10 місяців тому +2

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।

  • @MominMia-ie6ff
    @MominMia-ie6ff 3 місяці тому

    আসসালামু আলাইকুম, আমার একটা কথা জিজ্ঞাসা করতে মনে চায় আপনাদের সবাই এতো সবদিকে এতো মেধাবী কিভাবে। 🤲🏻🌹

  • @MominMia-ie6ff
    @MominMia-ie6ff 4 місяці тому +1

    আসসালামু আলাইকুম, 🤲🏻আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ উনাকে এবং উনারা তিন ভাই খুবই ভালো মানুষ আল্লাহ দীরঘজিবন দিবেন আমি আল্লাহর কাছে এই দোয়া করি।🤲🏻🌹

  • @molla1able
    @molla1able 3 роки тому +12

    বাংলাদেশের স্রদ্বার আসাফউদ্দৌলা সাব,তাঁর শুভকামনা ও দির্ঘায়ু কমনা করছি।

  • @srshamajikkormo5793
    @srshamajikkormo5793 3 роки тому +7

    আল্লাহ জনাব আসাফউদ্দৌলাকে দীর্ঘ নেক হায়াত দান করুন আমীন ।

  • @mdmohsinkhan5639
    @mdmohsinkhan5639 Рік тому +4

    We need a man like him. He is the incarnation of our national entity.progressive mind mixed with religious obligation which is our dire need of today.I did not know this great personality before today.I really loved him and I have due respect for him.May Allah almighty give him a long life.A man like him is a dire need of our nation.

  • @abuhenamd.mostafakamal5451
    @abuhenamd.mostafakamal5451 10 місяців тому +2

    লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লাহ বিল্লাহ।

  • @bijoy5914
    @bijoy5914 3 роки тому +11

    Great man.
    Really great and genius.
    Respect and SALUTE.

  • @zomzommedia5148
    @zomzommedia5148 3 роки тому +15

    আজকে একজন মানুষ দেখলাম এই অনুষ্ঠানে বেস্ট মানুষ ভালো মানুষ।

  • @abuhenamd.mostafakamal5451
    @abuhenamd.mostafakamal5451 10 місяців тому +2

    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ।

  • @MominMia-h1f
    @MominMia-h1f 4 місяці тому +1

    🤲🏻 I know to him I pray to Allah, may Allah bless him and his three brothers, they are very good people, may Allah give them long life, I pray to Allah. 🤲🏻🌹

  • @osmanchowdhury923
    @osmanchowdhury923 3 роки тому +7

    প্রিয় Sir কে অনেক অনেক মিস করছি। আমার জীবনের একটা বাকে উনার অবদান কখনো ভুলার মত না। প্রবাস এ থাকার কারণে জীবনে আর কখনো দেখা হবেনা। স্যার এর জন্য অনেক শুভ কামনা।

  • @ahmedkochi5068
    @ahmedkochi5068 Рік тому +2

    তিনি অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, জ্ঞানী এবং স্মার্ট, প্রার্থনা করি তিনি দীর্ঘদিন ভালো থাকুন।

  • @obaidurrahman3642
    @obaidurrahman3642 3 роки тому +6

    আমার অতি পছন্দের একজন মানুষ জনাব আসাফউদ্দৌলা। এদেশ তার মত মানুষ পেয়ে গর্বিত।

  • @abuhenamd.mostafakamal5451
    @abuhenamd.mostafakamal5451 10 місяців тому +2

    সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আদাদা খালকিহি। ওয়া রিজা নাফসিহি। ওয়া জিনাতা আরশিহি। ওয়া মিদাদা কালিমাতিহি।

  • @rokibulhasan102
    @rokibulhasan102 11 місяців тому +3

    অনুভূতির গভিরে নাড়া দেয়! আমাদের মায়েরা এমন সন্তান জন্ম দিন! সততার জয় হোক।

  • @abeedlateef8059
    @abeedlateef8059 3 роки тому +1

    সত্যি একজন উদার মনের মানুষ; মুগ্ধ হলাম।
    স্যারের কথা অনেক দিন খেয়াল থাকবে।

  • @azizunnahar9372
    @azizunnahar9372 4 місяці тому

    মুগ্ধ হয়ে স্মৃতিচারণ শুনলাম। এদেশ তার মত মানুষ পেয়ে গর্বিত।

  • @mohammadyounus7067
    @mohammadyounus7067 Рік тому

    অনেক অনেক ধন্যবাদ। আমার মনের কথাগুলো শুনলাম একজন প্রবীণ ব্যক্তিত্ব থেকে।

  • @hossainsaidul8506
    @hossainsaidul8506 3 роки тому +7

    আসাফুদৌলা স‍্যার একটি প্রতিষ্ঠান।

  • @majumdersusalife98
    @majumdersusalife98 2 роки тому +5

    For the first time ever I wanted to listen more n more from such a personal like asafuddaula Sir.... May Allah bless him.

  • @riadksa684
    @riadksa684 3 роки тому +10

    জনাব "মোহাম্মদ আসাফ্উদৌলাহ্" স্যার কে অনেক খোজা খুজির (মন) পর আজ স্যার কে দেখে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম ! 💞💞💞

  • @md.islamuddin317
    @md.islamuddin317 Рік тому +2

    বাংলাদেশ রেডিও এই নামে অনুষ্ঠানের আসর খুবই ভালো লেগেছে। তার জীবনের কথা অত্যন্ত ভাল লাগছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং নূরকে -------

  • @mithaikhan4262
    @mithaikhan4262 Рік тому +8

    কুরআনের অনুবাদের কাজ করেছেন। আল্লাহ তাকে রহমত-বরকত দিয়ে পূর্ণ করে রাখুন। আমীন।

  • @mahbubulhaque3874
    @mahbubulhaque3874 3 роки тому +2

    অসাধারণ ব্যক্তিত্ব সম্পূর্ণ একজন ভালো মানুষের উদাহরণ তিনি। সততা, দৃঢ়তা, অকুতোভয়, সাহসী একজন বাঙালি। জাতি তাঁর থেকে কোন শিক্ষা নিতে পারেনি, এটাই আফসোস! ভালো থাকবেন ইনশাআল্লাহ। দোয়া অবিরাম।

  • @abuhenamd.mostafakamal5451
    @abuhenamd.mostafakamal5451 10 місяців тому +1

    লা ইলাহা ইল্লাল্লাহ।

  • @MINIMARKET-c1t
    @MINIMARKET-c1t 6 місяців тому

    দেশ ও জাতির কল্যাণে এই সব মহা মানুষের অনেক অবদান রাখতে সক্ষম হয়েছেন। অনেক মুল্যবান কথা বলেছেন।
    ভবিষ্যত প্রজন্মের জন্য এই সব গুনি জনদের উপদেশ ইতিহাস হয়ে থাকবে।
    তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

  • @moslehuddin5159
    @moslehuddin5159 Рік тому +1

    Respect & Respect
    Heartiest Love
    Such a Great Personality, Patriotic Human Being

  • @abuhenamd.mostafakamal5451
    @abuhenamd.mostafakamal5451 10 місяців тому +1

    সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

  • @abuhenamd.mostafakamal5451
    @abuhenamd.mostafakamal5451 10 місяців тому +1

    আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।

  • @deshagrotulshirabad1314
    @deshagrotulshirabad1314 3 роки тому +10

    The whole nation may learn a lot from his life. A great man indeed. May Allah grant him long life.

  • @nurmuhammed2922
    @nurmuhammed2922 3 роки тому +8

    Very illuminating.May l request Mr Dowla to spend the rest of life in the way Allah swt by serving the Holy Quran.He chooses whom He pleases .May Allah swt bless us all with divine guidance and forgiveness and support.Aameen

  • @MdAbulKalam-e5j
    @MdAbulKalam-e5j 5 місяців тому

    আমাদের প্রশাসনে "আসাফউদ্দৌলা" দের খুবই প্রয়োজন।

  • @NurulIslam-wp8kt
    @NurulIslam-wp8kt 9 місяців тому

    ওনাদের মত সৎ মানুষ দেশের সর্বচ্চ নের্তিত্বে আসার দরকার ছিল। তাহলে দেশ বা জাতি কিছু পেতো । বাংগালী জাতি উপকৃত হতো। স্যার আপনাকে স্যালুট জানাই।

  • @subzalhossain7168
    @subzalhossain7168 5 місяців тому

    ২ বছর আগে এ সাক্ষাতকার দেখালাম।।ভাল লাগলো।আল্লাহ উনিকে বেহেশত নসিব করুন

  • @KamalUddin-hy8hm
    @KamalUddin-hy8hm 3 роки тому +53

    জনাব আসাদ উদদৌলার জীবনের ঘটনা প্রবাহ ও দেশপ্রেম এবং সততা সম্বলিত জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান বারবার প্রচার হোক এই প্রজন্মের উনাকে অনুসরণের জন্য, উভয়ের দীর্ঘ আয়ু কামনা করছি।

    • @KamalUddin-hy8hm
      @KamalUddin-hy8hm 3 роки тому +3

      জনাব আসাফ উদদৌলার মত গুনি জনের খুবই প্রয়োজন বর্তমান বাংলাদেশের জন্য, অসংখ্য সালাম উনার বিচক্ষণতা ও দেশপ্রেম এবং সততার জন্য, উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

    • @ramnachannel-2220
      @ramnachannel-2220 Рік тому +1

      অসাধারণ বক্তব্য। শেখার আছে অনেক কিছু।

    • @alihossain9947
      @alihossain9947 Рік тому +1

      বাংলাদেশের অধিকাংশ মানুষ ভালো না-এটা অতি ধ্রুব সত্য কথা বলার জন্য উনাকে অশেষ ধন্যবাদ!

    • @aminurchoudhury4428
      @aminurchoudhury4428 Рік тому +1

      )papl​

    • @Md.Shahiduzzaman-l6g
      @Md.Shahiduzzaman-l6g Рік тому

      এমন গুণী মানুষের কাছ থেকে দেশ কিছু নিতে পেরেছে কি?

  • @md.tonmoyislam5393
    @md.tonmoyislam5393 11 місяців тому +5

    একজন প্রকৃত দেশপ্রেমিক। আল্লাহ স্যারকে উত্তম প্রতিদান দান করুন।

  • @yasinafif123
    @yasinafif123 9 місяців тому

    আল্লাহ উনাকে উত্তম প্রতিদান দান করুন প্রতিটি ভাল কাজের এবং মন মানসিকতার জন্য

  • @consciouspeople2066
    @consciouspeople2066 3 роки тому +4

    A man with ideology, dignity,poshness . A guardian of the nation.

  • @anutapabhattacharya7541
    @anutapabhattacharya7541 2 роки тому +1

    বাংলাদেশের কম ব্যক্তিত্বকেই চিনি।এঁকে সহজে চিনলাম ফিরোজা বেগমের ভাই বলে।খুব ভালো লাগল সাক্ষাৎকারটি।উইকিতে ওনার লেখা বইগুলো সংযোজিত হলে ভালো হয়।

  • @baharullah5070
    @baharullah5070 Рік тому +9

    জনাব আসাফউদ্দৌলা সাহেব দের মতো সৎ ও ন্যায়পরায়ণ এবং জ্ঞানী গুণী মানুষ আজকে বিরল।

  • @abdulmajid-mr4yv
    @abdulmajid-mr4yv 11 місяців тому

    অত্যন্ত গুণীজন। সাক্ষাতকারটি খুব ভাল লাগল।সিভিল সাভিস সম্পরকে অনেক কি ছু জানলাম।মহান আল্লাপাক তাকে সুস্থ ও দীঘ জীবন দান করুন।আব্দুল মজিদ পাশা।

  • @MominMia-ie6ff
    @MominMia-ie6ff 9 місяців тому +1

    Assalamulikum, mostly honorable uncle.....

  • @tahershikder3526
    @tahershikder3526 3 роки тому +8

    হঠাৎ করেই ইউ টিউবে নুর ভাইর অনুষ্ঠান টি হাজির হয়। সংগিত সাম্রাজ্যএর একক সাম্রাজ্ঞি ফিরোজা আপার সাক্ষাতকার দিয়ে শুরু। এরপর তার ছটো ভাই আসাদ ভাই। তার সাথে জিবনে একবার দেখা হয়েছিল তার অফিসে ডি সি ওমর ফারুক সহ। যুবক বয়সে তাকিয়ে শুধু কথা শুনে ছিলাম। তখনকার নিজের একটা অনুভুতি এখনো মনে আছে- এ লককে সরকার সহ্য করে কি করে? আজ ওই প্রশ্নের উত্তর কিছুটা হলেও পেলাম। ভুবন বিজয়ী কিছু ক্ষণজন্মা মণিষি, একটি পরিবারের। যারা বাংলাদেশি। সালাম সবাইকে।

  • @arazzakfarazi8673
    @arazzakfarazi8673 8 місяців тому

    উনি একজন জীবন্ত কিংবদন্তি আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন

  • @mamuntraveler3601
    @mamuntraveler3601 3 роки тому +3

    একজন অসম্ভব মানের গুণী মানুষ।

  • @syednasrullah-mamoon7777
    @syednasrullah-mamoon7777 3 роки тому +10

    Excellent interview. Gives ‘ Shesh Hoiya o hoilo a shesh’ feelings. Would like to request MR. Asafuddoula to write a biography. Man is mortal. Can attain immortality only thru deeds and writing books.

  • @sadikur69
    @sadikur69 Рік тому

    Truly appreciate this great gentleman and truly patriotic person
    May Allah bless him

  • @md.abdulganiahsan7951
    @md.abdulganiahsan7951 3 роки тому +4

    Salute both of you for took the interview. Actually he is a living legend of Bangladesh.

  • @AnisurRahman-v3y
    @AnisurRahman-v3y 9 місяців тому

    সেলুট স্যার আপনাকে। আপনার কথাগুলো ভাল লাগলো। আমার মতের সাথে সামঞ্জস্য আছে।

  • @user-ou9hk3hh5n
    @user-ou9hk3hh5n 6 місяців тому

    Thanks br.Asaduzzaman Noor for the program of really a national hero.our new generation must learn the love of country and religion from him.

  • @MominMia-ie6ff
    @MominMia-ie6ff 3 місяці тому +1

    আংকেল আসসালামু আলাইকুম, আমি আপনাকে এতো ভালো লাগে কেন আমি জানি না।আপনি সুস্থ আছেন না কি জানতে খুবই ইছছা করে ❤

  • @tapaskumarray9897
    @tapaskumarray9897 Рік тому

    ওপার বাংলার এক বহুমুখী প্রতিভার দেখা পেলাম এই চ্যানেলে। Hats off for Asaf Ud Doula Sir

  • @MominMia-ie6ff
    @MominMia-ie6ff Рік тому +2

    Unparalleled brilliant person....

  • @KhanMYusuf
    @KhanMYusuf 3 роки тому +1

    আমার জীবনের অসম্ভব ভালো লাগার শ্রদ্ধেয় ব্যাক্তি।দীর্ঘায়ু কামনা করি।

  • @farhanaabdullah2588
    @farhanaabdullah2588 3 роки тому +6

    Allah onake nek hayat dan korun Ameen.

  • @ZobaierGalib
    @ZobaierGalib 5 місяців тому

    আলহামদুলিল্লাহ, উনি সমগ্র জাতির আইডল

  • @iftekharuddin2521
    @iftekharuddin2521 11 місяців тому

    একজন অসম্ভব ভালো লাগার মানুষ।

  • @mohammadbadruddoza8199
    @mohammadbadruddoza8199 Рік тому

    স্যারের প্রতি গভীর শ্রদ্ধা রইলো । নেক হায়াত কামনা করি ।

  • @trpdor
    @trpdor 3 роки тому +2

    Koto boichitra moe jibon, koto shochho ebong porishkar chinta shoktir ekjon manush Asaf udoula sir ! Shomvoboto onara pordar opare chole gele amra onushoron kore agie jabar poth tuku harie felbo,karon 'err pore shudhui ondhokar arr ondhokar ebong ondhokar' ! Allah pak onake shustho rakhun ei doa kori !

  • @mabdulhannanraju7945
    @mabdulhannanraju7945 11 місяців тому

    Desh TV ke special thanks
    Asaduzzaman Nur Vai keo so many thanks…..
    Asafuddoula sir ke onek onek kritoggota…Allah onake nek hayat daan korun…Ameen

  • @mehedulalam4627
    @mehedulalam4627 3 роки тому +37

    ,পবিত্র কুরআনের অনুবাদের জন্য আল্লাহ তাকে উত্তম পুরস্কার দেবেন ইনশাআল্লাহ "

    • @bonggojbihonggo991
      @bonggojbihonggo991 Рік тому

      জনাব আসফ উদ দৌলার বাংলা অনুবাদ কোরআন ছাড়া অন্যসব বাংলা অনুবাদ কোরআন কি যথাযথ অনুবাদ নয়?

    • @mdsalimullah2953
      @mdsalimullah2953 11 місяців тому +1

      ami quraner sonkolon ar namta jante cai.

  • @everythingsobkicu
    @everythingsobkicu 7 місяців тому

    আমি কাছ থেকে উনার অনেক সেবা করেছি এবং এটা করতে পেরে নিজেকে ধন্য মনে করি।

  • @mrmoneruzzaman7635
    @mrmoneruzzaman7635 Рік тому

    নূর ভাইেক অশেষ ধন্যবাদ এমন একজন মহান মানুযের সাক্ষাৎকার শোনানোর জন্য!

  • @ShahjahanChowdhury-e8e
    @ShahjahanChowdhury-e8e Рік тому

    শ্রদ্ধায় অবনত হতে ইচ্ছা করে সৎ আর সত্যের পথে চলা মানুষ আলাউদ্দিন সাহেবের কাছে ,আল্লাহ উনাকে নেক হায়াত দান করুক!

  • @alamgirkhan6041
    @alamgirkhan6041 3 роки тому +12

    Respected Sir,
    Really, you are a versatile singing star of our
    country. Your melodious voice is a rare gift of Allah. It is very sweet to call up those
    unforgettable "Ghazal" songs you rendered
    for innumerable song lovers around you.
    May Allah bless you and grant you a long life.

    • @mohammadhanifbhuiyan9073
      @mohammadhanifbhuiyan9073 Рік тому

      বহুমুখী প্রতিভাধর স্যারের প্রতিতি কথাই ছিল অসাধারন। দুয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন উনাকে নেক হায়াত দান করুন। 19:44 ণ 19:44

    • @saifulalam2438
      @saifulalam2438 Рік тому

      এই ধরনের ব্যক্তিদের নতুন প্রজন্মের কাছে পরিচিতির জন্য বারবার মিডিয়ায় আসা উচিত।

  • @Ferdous-123
    @Ferdous-123 Рік тому

    আমি মূলত গ্রামে বাস করি, নিভৃতে ও শান্ত পরিবেশে ইংরেজি বাংলা মিলিয়ে আসাফউদ্দৌলা স্যার ও ব্যারিস্টার রকুনুদ্দিন স্যারের বক্তব্যগুলি অত্যন্ত মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলাম। তাঁদের যৌক্তিক ও গঠন মূলক কথাগুলি শুনে ভীষণ ভালো লাগলো, তবে পাশাপাশি মনটা খুব বিষন্ন হ'ল এইজন্য যে, তাদের কথাগুলির কোনো রকমের মূল্যায়ন কিংবা বাস্তবায়ন আমাদের দেশে আজ অব্দি হয়নি! দেশের যারা সত্যিকার অর্থে ভালো চায়না ,,,,,,,,, আমরা তাদের কাছে জিম্মি হয়ে আছি! উপস্থাপক জিল্লুর রহমান সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি৷

    • @ziauddindalim4347
      @ziauddindalim4347 10 місяців тому

      উপস্থাপক জিল্লুর রহমান বলতে কাকে বোঝাচ্ছেন?
      এই অনুষ্ঠানের উপস্থাপক আসাদুজ্জামান নূর।

  • @mdabdulmaleksarker4307
    @mdabdulmaleksarker4307 3 роки тому +15

    এনাদের অভিজ্ঞতা প্রশাসন সংস্কারের জন্যে অমূল্য, তবে নিলে তো? সমাজ আজ বিষ-অমৃতের পার্থক্য বুঝতে অক্ষম।

  • @udaysankarchattopadhyay9834
    @udaysankarchattopadhyay9834 11 місяців тому

    খুব ভালো লাগলো এই আলাপচারিতা। ভালো থাকবেন। নমস্কার।