বেলা অবেলা সারাবেলা / হারাধন বন্দ্যোপাধ্যায় ও সাবিত্রী চট্টোপাধ্যায় এবং আসাদুজ্জামান নূর। Desh Tv

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • বেলা অবেলা সারাবেলা / হারাধন বন্দ্যোপাধ্যায় ও সাবিত্রী চট্টোপাধ্যায় এবং আসাদুজ্জামান নূর। Desh Tv

КОМЕНТАРІ • 92

  • @gautamchaudhuri8258
    @gautamchaudhuri8258 2 роки тому +24

    আসাদুজ্জামান নূর সাহেব, কোলকাতা থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো অসাধারণ দুই অভিনেতা ও অভিনেত্রীকে ( এবং আপনিও নিজ গুণে ভাস্বর ) একসাথে বাংলাদেশে এই চমৎকার সাক্ষাৎকার নেওয়ার জন্য। যদিও হারাধন বন্দ্যোপাধ্যায় আর আমাদের মধ্যে নেই, তবু এই দুই বরেণ্য শিল্পীকে আপনি একসাথে পেয়েছিলেন,এটা আমাদের সৌভাগ্য। সাবিত্রী চট্টোপাধ্যায় এই উপমহাদেশের শ্রেষ্ঠ অভিনত্রীদের মধ্যে একজন,একথা স্বয়ং উত্তমকুমার ও বলে গেছেন। হারাধন বাবুও অসামান্য অভিনেতা। আপনি নিজেও বরেণ্য শিল্পী। আপনাদের তিন মহীরুহকে এক মঞ্চে আনার জন্য দেশ টিভিকেও ধন্যবাদ। দেশভাগের যন্ত্রণায় কত গুণী বাঙালী যে এপার ওপারে ছড়িয়ে ছিটিয়ে পড়লেন, তার ইয়ত্তা নেই।।

    • @dipuds_50
      @dipuds_50 2 роки тому

      শেষ লাইন টা একদম ঠিকঠাক।

  • @gautammajumdar1446
    @gautammajumdar1446 2 роки тому +17

    অনেক ধন্যবাদ আপনাকে আসাদুজ্জামান নূর সাহেব এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য । আপনার বলিষ্ঠ অভিনয় ও আমাকে দারুন প্রভাবিত করত ।

  • @ashrafulalam2374
    @ashrafulalam2374 Рік тому +5

    অপূর্ব সাক্ষাত্কার , আমি ওনাদের ছবি দেখা শুরু করেছি শৈশবে কলকাতা দুরদর্শনে (যেটা আজও দেখি নেট দুনিয়ার কল্যানে), সেটা ছিল সোনালী অতীত, কষ্ট হয় এই ভেবে যে, সেই দিনগুলি আর কোনদিন ফিরে আসবে না আর আমরা হারিয়ে ফেলবো হারাধন বাবুদের মতো এক একজন দিকপালকে.

  • @mastshabnammustory6151
    @mastshabnammustory6151 2 роки тому +3

    আছাদুজ্জামান নূর কে অনেক ধন্যবাদ তার এই মহান উদ্যোগের জন্য। ধন্যবাদ আপনার মহানূভবতার জন্য।

  • @wasiurbulbul1990
    @wasiurbulbul1990 2 роки тому +6

    আমাদের প্রিয় নুর ভাইকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে
    শ্রদ্ধেয় হারাধন বন্ধপদ্যায় মত একজন শিল্পীকে আমন্ত্রিত করার জন্য।
    যার মুখ থেকে অনেক কিছু জানতে পারলাম এবং শিখতে পারলাম।

  • @chandreyeeghosh5711
    @chandreyeeghosh5711 2 роки тому +2

    Kolkata theke bolchi...Noor saheb ke onek dhonyobad...shroddha...bhalobasa.

  • @tapasdutta284
    @tapasdutta284 2 роки тому +7

    Asaduzzaman Noor:-- Thanks to you for your endeavour inviting so many personalities of both of the Bengals in your programmes. All of us have been bearing the brunt of the agonies of the so-called partition of this Sub-Continent on the basis of the Two -Nations Theory against the aspirations of the Bengali speaking people. Uprooted people have been shattered due to this partition. I am really pleased to listen to the discussion of the persons invited in the Desh TV under your stewardship.

  • @saswatideb8828
    @saswatideb8828 Місяць тому

    Absolutely legendary conversation. 🙏🙏

  • @khhabibbur
    @khhabibbur 2 роки тому +30

    ধর্ম আর মাটি ভাগহতে পারে কিন্তু আমরা বাংগালী কখনো ভাগহবো না। আমরা একটি দেশের দুটি মানুষ বাংগালী ভারতবাংলাদেশ আমাদের দেশ। ধন্যবাদ আসাদুজ্জামান নুর ভাইকে হাজার হাজার সালাম আপনাকে। বেঁচে থাকুন ভাই আমরা যদের কাছে ঘেঁষতে পারবো না তাদের সম্বন্ধে জানিয়েছেন ধন্যবাদ ভাই।

    • @abhijitganguly5339
      @abhijitganguly5339 2 роки тому +1

      Bhalobasar ki bhag hoy Bhai?apnara Bhalo thakun

    • @anindyadasgupta3537
      @anindyadasgupta3537 2 роки тому +1

      Ektai Bangla, Ektai bangali.....Joi Bangla

    • @amitlahiri2190
      @amitlahiri2190 6 місяців тому

      আপনার মতো প্রগতিশিল চিন্তার মানুষ ক জন আছে ভাই।♥♥

  • @sucharitabhattacharya8169
    @sucharitabhattacharya8169 2 роки тому +6

    দুই অসাধারণ শিল্পীর সাক্ষাৎকার দেখে খুব ভাল লাগল।

  • @kamalahmed481
    @kamalahmed481 2 роки тому +7

    দেশ টি ভি কে অনেক ধন্যবাদ সব সেলিব্রেটিদের নিয়ে অন্নুসঠান করে।

    • @abdulmomen6870
      @abdulmomen6870 2 роки тому +2

      অন্নুসঠান নয়,শব্দটি হবে অনুষ্ঠান ভাই জান।

  • @bazlur-Vancouver
    @bazlur-Vancouver 2 роки тому +42

    এটা অনেক পুরোনো প্রতিবেদণ। হারাধন ব্যানার্জী ২০১৩ সালে মারা গেছে। হরিধন মুখার্জী , তুলসী চক্রবর্তী, ছায়া দেবী, মলিনা দেবী, জোহর রায়, ভানু, অনিল চাটার্জী এবং সাবিত্রী চ্যাটার্জী, পাহাড়ি সান্যাল, ছবি বিশ্বাস ইত্যাদি আমার প্রিয় অভিনেতা অভিনেত্রী.

  • @samratkhan-kw8tr
    @samratkhan-kw8tr 5 місяців тому

    অসাধারণ আসাদুজ্জামান নূর স্যার আর আপনার অভিনীত বেলা অবেলায় যেই দুইজন ব্যক্তিকে নিয়ে এসেছেন অসাধারণ অভিনয় আর আমি চুয়াডাঙ্গা থেকে দেখছি হারাধন বন্দ্যোপাধ্যায় যে আমাদের চুয়াডাঙ্গা ভিজে স্কুল থেকে পড়াশোনা করেছে এটা চুয়াডাঙ্গার জন্য গর্ব

  • @ayshaluckyakther3006
    @ayshaluckyakther3006 2 роки тому +9

    সাবিত্রী জির অভিনয় অনেক ভালো লাগে। সুবর্নলতায় উনার অভিনয় অসাধারন লেগেছে। উনার এবং হারাধন বাবুর সুস্বাস্থ্য কামনা করছি।

    • @anutapabhattacharya7541
      @anutapabhattacharya7541 2 роки тому +4

      দয়া করে সাবিত্রীজি বলবেন না... ওরকম হিন্দীভাষীরা বলেন।বাংলায় মহিলাদের দেবী অথবা দি যোগ করা যায়,পুরুষদের বাবু

    • @tamals22
      @tamals22 2 роки тому

      Haridhan banerjee maara gechen 2013

    • @tamals22
      @tamals22 2 роки тому

      @@anutapabhattacharya7541 bangladeshi desh bhaag hoeche Arabi Urdu sanskriti onaader bhetor dhormer araale dhuke geche

  • @amitlahiri2190
    @amitlahiri2190 6 місяців тому +1

    আসাদুজ্জামান নুর ভাই এদেশের একজন আসাম্প্রদায়িক চেতনার মানুষ।♥♥♥♥ওনার দীর্ঘায়ু কামনা করি।

  • @sajalsen3624
    @sajalsen3624 2 роки тому +5

    Thanks Asadujjaman Sir. Myself Sajal Sen from India. Appreciate this splendid interview.

  • @anjanguptabiswas451
    @anjanguptabiswas451 2 роки тому +4

    A 'PRECISE GEM' GIVEN BY 'NUR SAHEB & Desh T.V.!! HEARTFELT CONGRATS!!!

  • @sitangshukar6745
    @sitangshukar6745 6 місяців тому +1

    চমৎকার সাক্ষাৎকার। অত্যন্ত প্রাণবন্ত।

  • @sitangshukar6745
    @sitangshukar6745 6 місяців тому +1

    দুজনই গুণী শিল্পী। দুজনের অনেক ছবি দেখেছি। তাঁরা বাংলাদেশের মানুষ ছিলেন ভাবতেই গর্ব হয়।

  • @rimjhimsensharma6039
    @rimjhimsensharma6039 2 роки тому +2

    Ki sundar uposthapona ...pronam neben🙏🙏🙏

  • @prarthanasingha7249
    @prarthanasingha7249 Рік тому +1

    Osadharon interview

  • @mondirasaha5197
    @mondirasaha5197 3 місяці тому

    এক কথায় অসাধারণ !!!!

  • @pradipbanerjee9474
    @pradipbanerjee9474 2 роки тому +11

    হারাধন বন্দ্যোপাধ্যায় ও সাবিত্রী চট্টোপাধ্যায় are two best actors of Indian cinema.

  • @digbijoychoudhury7140
    @digbijoychoudhury7140 2 роки тому +5

    Ki sundar protibedon !
    Haradhon Babu ki osadharon bokta !

  • @akmalamgir3838
    @akmalamgir3838 2 роки тому +9

    অসংখ্য শুভ কামনা দুজনের জন্য। বারবার আসবেন আপনাদের জন্মভূমিতে।

  • @anjalidas7625
    @anjalidas7625 2 роки тому +9

    দুজনেই গুণী শিল্পী।সাবিত্রীর পোশাকের রং বড্ডো চোখে লাগছে।

    • @biswanathchakraborty3493
      @biswanathchakraborty3493 2 роки тому +1

      আপ রুচি খানা, পর রুচি পরনা ,
      অনেক সময় মেয়েদের পোশাক নিয়ে ভালো কিছু বললেও পছন্দ করেনা, বাংলাদেশের television এর নায়িকারা খুব সুন্দর শাড়ি
      পরে l সাবিত্রী চট্টোপাধ্যায়ের পোশাক বেমানান

    • @santobanto5939
      @santobanto5939 2 роки тому +2

      সাবিত্রী চ্যাটার্জি একসময় খুব কষ্ট করেছেন। উনি নিজেই বলেছেন। এজন্য উনি খুব সেজে গুঁজে থাকতে ভালবাসেন।

  • @milonmondal6788
    @milonmondal6788 2 місяці тому

    স‍্যার
    শ্রদ্ধেয় শিল্পী রঞ্জিত মল্লিক মহোদয়ের সাক্ষাৎকার চাই দাদা

  • @kaustavbanerjee8248
    @kaustavbanerjee8248 2 роки тому +6

    অসাধারণ অনুষ্ঠান বললেও কম বলা হয়।

  • @kalyanidas2325
    @kalyanidas2325 6 місяців тому +1

    এটাই বাংলা বিভাজনের অভিশাপ।
    পূর্ববাংলার কত মেধা সম্পন্ন মানুষ
    নিজের ভিটে মাটি ছেড়ে চলে এসেছেন। অখণ্ড বাংলা যথার্থই
    সোনার বাংলা হতে পারত।,

  • @shamimamondal3811
    @shamimamondal3811 2 роки тому +1

    দেখা হয় নাই । সময় করে সব পর্ব গুলো দেখবো ।

  • @anuradhaghoshchoudhuri1069
    @anuradhaghoshchoudhuri1069 2 роки тому +1

    Interview ta khub bhalo laglo.

  • @jayachaudhury6806
    @jayachaudhury6806 2 роки тому +4

    অসাধারণ --- অনবদ্য ≈≈ ওনারা সত্যিই প্রনম্য ≈≈≈≈≈

    • @prasantasengupta6838
      @prasantasengupta6838 2 роки тому

      Tin jon i dikpal ebong kimbadanti.Sabitri, Haradhan, Asadujjaman asadharon.desher taan keu bhulte paarena.

  • @romeorahmatullah1924
    @romeorahmatullah1924 2 роки тому

    Khoob bhalo legeche program ta. Sabitri ke to bhalo lagei, Haradhon babu o khoob e interesting.

  • @mdanisurrahman383
    @mdanisurrahman383 2 роки тому +6

    হারাধণ বাবুর কথা শুনে থ হয়ে গেলাম!

  • @rupachakraborty5911
    @rupachakraborty5911 2 роки тому +1

    খুব খুব ভালো লাগল, অনুষ্ঠান টি

  • @tapantalukdar4551
    @tapantalukdar4551 2 роки тому

    Great ! Heart is not lost !💐💐💐

  • @malaykumar8963
    @malaykumar8963 2 роки тому +1

    Khub valo lagloo.

  • @samirkumarroy9567
    @samirkumarroy9567 2 роки тому +1

    janmabhumi theke chhinnamul howar je kasto asangkha bengali boye berachhen, sei kasto ta aami dekhechhi aamar baba mayer madhye. onara janme chhilen Pabna District e.

  • @avijitmukherjee8156
    @avijitmukherjee8156 2 роки тому

    Noor bahi valo takben aro anek clebrity nea program korben

  • @abuusufmorshed4190
    @abuusufmorshed4190 2 роки тому +2

    Ki oshadharon…
    Kobe ata prothom prochar hoesilo?
    Bangladesh e ai dui mohan protiva kobe ashesilen?

  • @saiqatbala3249
    @saiqatbala3249 2 роки тому

    আমার অনেক দুঃখ হয়, যখন দেখি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে অনেক বেক্তি ভারতের মুখ্যমন্রী হয়েছে, অভিনেতা, অভিনেত্রী, রাজনীতিবিদ হয়েছে।

  • @dhimansankar
    @dhimansankar 2 роки тому

    Namaskar....

  • @SpandanBhatt1985
    @SpandanBhatt1985 2 роки тому +1

    Haradhon babu onekdin agei deho rekhechen. Eta purono clip.oke keu thik utilize koreni. Sabitri to age chilo comedy queen..ekhn oto bhalo koren na ar.দেশ টিভি আমিও দেখি ইউটুব এর মাধ্যমে।

  • @sudarsanbanerjee5687
    @sudarsanbanerjee5687 2 роки тому

    আমার বাবার মুখে শুনেছি ঢাকাতে সাবিত্রী চট্টোপাধ্যায় দের দশমহাবিদ্যার বাড়ি বলতো
    কারণ আমাদের বাড়ি ছিল ঢাকা বিক্রমপুর এ

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz Рік тому

      সাবিত্রী ম্যামের পৈতৃক বাড়ি ছিল তৎকালীন ঢাকা জেলার,মুন্সিগঞ্জ মহকুমা (বিক্রমপুর)। বর্তমান মুন্সিগঞ্জ জেলা।
      বলতে পারেন গ্রামেন বাড়ি।
      তার বাবার রেলওয়ে চাকরি সূত্রে তার জন্ম কুমিল্লা জেলার হাজিগঞ্জ।পরে তার বাবা ঢাকা শহরের কমলাপুরে আসেন।সেখান থেকে কলকাতায় দেশান্তরি হন।

  • @niharmandal9738
    @niharmandal9738 2 роки тому

    wow!

  • @janatar3657
    @janatar3657 2 роки тому

    Apurba BABU Bhai .... San somay apner mongal Kano a Kari

  • @delwarkhan1424
    @delwarkhan1424 4 місяці тому

    এদের কাছে আমাদের মাটির গন্ধ পাই। নূর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @farhatasneem4173
    @farhatasneem4173 2 роки тому

    Sabitri Debi aamar khub priyo..onar dress ta ekdom valo lagche na

  • @deepmondalprokash275
    @deepmondalprokash275 6 місяців тому

    Assdharan ❤❤

  • @4moonkhan
    @4moonkhan 2 роки тому +1

    ভালোবাসার মানুষেরা।

  • @ahmedashif4688
    @ahmedashif4688 2 роки тому +1

    নুর interview সঠিকভাবে নিতে পারেননি । সাবিত্রী , উত্তম এর সাথে অনেকগুলি ছবি করেছেন , সাবিত্রীর সিনেমা এসব নিয়ে আলোচনা করতে পারেন নাই ।

    • @bazlur-Vancouver
      @bazlur-Vancouver 2 роки тому +4

      janle to korbe? tobe Uttom Suchitra shudhu important na. bohu bhalo artists chilo se somoy.

    • @biswanathchakraborty3493
      @biswanathchakraborty3493 2 роки тому +5

      জানলে তো করবে, এটা কি ধরণের comment
      হোল ভাই I এত স্বল্প পরিসরে এতকিছু নিয়ে আলোচনা করা কি সম্ভব.

    • @bandsongs8433
      @bandsongs8433 Рік тому +2

      এত অল্প সময়ে চৌদ্দগোষ্টি নিয়ে কি করে আলোচনা করবে,ভাইও🐸

  • @bazlur-Vancouver
    @bazlur-Vancouver 2 роки тому +3

    হিন্দুরা প্রোপাগান্ডার ভিকটিম হয়ে দেশ ছেড়ে ভারতে গিয়ে অনেকেই চরম ভোগ ভুগেছে। আমার যশোর জেলায় বাড়ি। আমাদের গ্রামের বা উপজেলার শহরের কেহ ইন্ডিয়াতে যায়নি, দুই একজন বাদে। কিছু লোক গিয়েছিলো, আবার ফিরে এসেছিল, কারণ তাদের দণ্ডকারণে পাঠিয়ে ছিল. পালিয়ে আবার চলে আসে.

    • @kaustavbanerjee8248
      @kaustavbanerjee8248 2 роки тому +4

      সবিনয়ে জানাই, যশোর ছেড়ে 1947-1950এ স্হায়ী ভাবে কলকাতায় চলে আসা অনেকের সঙ্গে আমার আলাপ হয়েছে।

    • @anutapabhattacharya7541
      @anutapabhattacharya7541 2 роки тому +8

      প্রোপাগান্ডার ভিকটিম হয়ে নয়,বহু জায়গায় হিন্দুদের উপর সংগঠিত সংহার হয়।স্বাভাবিক পাশের বাড়ির বা গ্রামের হিন্দু মেয়েদের যদি টেনে নিয়ে যাওয়া হয় স্বাভাবিক ভাবেই হিন্দুরা নিরাপত্তার অভাব বোধ করবেন।নোয়াখালিতে আক্রমণ করা হয় লক্ষ্মীপূজোর রাতে যখন ঘরে ঘরে ব্যস্ততা,আয়োজন সেই অন্ধকারে অতর্কিতে। এক এক পরিবারে দশজন বারোজনকে হত্যা করা হয়।এরকম বিভিন্ন জেলাতেই হয়।পাকিস্তান সরকার বা মুসলমান প্রতিবেশীরাই বিশ্বাস ভঙ্গ করেছিলেন।৭১ এদেরই আপনারা রাজাকার অভিধা দিয়েছেন।আপনারা বলেন দেশাভাগ হয়েছে বলেই আমাদের আমাদের নিজস্ব দেশ পেয়েছি.. সেই নিজস্ব দেশ আপনারা বাঙালীর চাননি,মুসলমানের চেয়েছেন।দুঃখ , অভিমান থাকলেও,বিদ্বেষ নেই। যা বাস্তব,যা ঘটনা,তাইই বললাম!অনেকে ভবিষ্যতের অনিশ্চয়তার কথা ভেবে চলে এসেছিলেন।যাঁরা থেকে গেছিলেন তাঁদেরও সুকৌশলে চলে যেতে বাধ্য করা হয়।মিহির সেনগুপ্তের বিষাদবৃক্ষতে এই সম্মিলিত পরিস্থিতির একটা ছাপ পাওয়া যায়।হিন্দু যত কমতে থাকল হিন্দুরা দুর্বল হতে থাকল।সরকার যদি হিন্দুবিরোধী না হত তাহলে হয়তো তাঁরা টিকে যেতেন।কিসে কি হত বলা মুশকিল! যারা ফেস করেছে তাঁদের পক্ষে তো আরও মুশকিল ছিল। তাও এখন সোশাল মিডিয়ায় কিছুটা সেতুবন্ধন হয়!

    • @raghunathray3670
      @raghunathray3670 2 роки тому +2

      @@anutapabhattacharya7541 এসব আরো বেশী করে বলেন,এখন কার প্রজন্ম এসব ঘটনা কিছুই জানে না

    • @tamals22
      @tamals22 2 роки тому +1

      Jaara hindu eshechilo taara chora pathe eshechilo . Chole ashaar ektaa kanooni prothaa aache shetaa naa kore kore khaabe bole aashle dhora porbei . Bangladesh islamic rastro chilo naa 1971 ekhon taar rastrodhormo islam . Propagandaar proyojon aache ki ? 75 laakh hindu paaliyeche 1971 theke etaa Hindu naae BNP sabek MP parliament bolche ua-cam.com/video/WPWpk6Ywswo/v-deo.html

    • @tamals22
      @tamals22 2 роки тому

      75 laakh hindu paaliyeche 1971 theke etaa Hindu naae BNP sabek MP parliament bolche ua-cam.com/video/WPWpk6Ywswo/v-deo.html

  • @afsarajahinmohona4022
    @afsarajahinmohona4022 2 роки тому +1

    অনিয়ম দিয়ে জীবন শুরু এই দিদি দাদাদের দিয়ে কি হবে? বোনের শশুর ওসি তাই বলে ফ্রি সিনেমা দেখতে হবে,,

    • @koowasha
      @koowasha 2 роки тому +2

      Shundor kotha bolun

  • @RaihanNasir
    @RaihanNasir 2 місяці тому

    হারাধন স্যার আমাদের চ্যানেলে এসেছেন
    ইন্টারভিউ দিচ্ছেন ভাবতেই অবাক লাগছে।