Sanatan Das Baul 1984 Ekhono Elo Na Kaliya (with Lyrics)
Вставка
- Опубліковано 1 бер 2020
- Recorded in Santiniketan Roy Bari (Purba Palli) by Soumya Chakravarti.
Sanatan Das: voice, dotara, ankle bells.
Bishwanath Das (son): khamak/guba
Basudeb Das (son): khanjani (cymbals)
Unidentified artistes: khol, flute
Stereo recording. Use headphones for best results.
Lyrics composed by Bhabapreetananda, head priest at Deoghar:
মাধব মিলন তরে
শ্রীমতী রাই বাসর সজ্জা করে
বসি সুখ-নিকুঞ্জ মন্দিরে
ধনীর সঙ্গে যত সখীগণ
করে সবে আয়োজন
ভাসে সবে শ্যাম প্রেমনীরে।
অগুরু আতর চন্দন ফুল
শয্যা মালা তাম্বুল
রাখে সবে অতি সযতনে
এদিকে নিশি হল দ্বিপ্রহর
এল না শ্যাম নটবর
খেদে রাধা কহে সখীগণে গো -
"এখনও এল না কালীয়া
লম্পট বনমালীয়া" ।।
হেরো লো সজনী ভেল প্রভাতী
শীতল সমীরে শিহরিছে গতি
দোলে তরুপাত ডাকিছে বিহঙ্গ জাগিয়া
(হেরো ঐ) সুন্দর সিন্দুররাশি গো যেমন
বসুধা শ্যামাঙ্গী সীমন্তী শোভন
তরুণ অরুণ কিরণ দিল গো ঢালিয়া ।।
অস্তাচলগত রজনীরঞ্জন
কুমুদিনী করে নীরবে রোদন
যায় আঁখিনীরে নিশির শিশির ভাসিয়া
চকোর চকোরী বসি দুঃখমনে
চক্রবাক সুখী প্রিয়ার মিলনে
পতিদরশনে জাগে কমলিনী বসিয়া ।।
সরোবরে যায় কুলবালাগণ
নিশি জাগরণে চঞ্চল চরণ
(যায় চরণ) যায় ঘুমঘোরে ঢলিয়া
গোপীর চরণ চলে না রে
সেই চঞ্চল গোবিন্দ বিহনে
ভ্রমরনিকর মধুপান করে
নলিনী কানন অন্বেষণ পরে
যায় গুনগুন গুনগুন স্বরে
লয় মনপ্রাণ কাড়িয়া ।।
"ধাও সহচরী থাকো দ্বারদেশে
যদি সেই লম্পট আসে নিশি শেষে
বলিও সরোষে বঁধু যেন --
যায় হেথা হতে চলিয়া
যদি যায় তবে থাকে মোর মান
(নতুবা) প্রতিশোধে তাকে কর অপমান"
নহে সুবিধান, কহেন ভবপ্রীতা ভাবিয়া ।।