এরকম হার না মানা মেয়ের এডমিশন গল্প আগে শুনিনি । ঘর ছেড়ে পড়াশোনা করে DU ও CKRUET চান্স

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @mariasultanamarjan6177
    @mariasultanamarjan6177 2 роки тому +2154

    একটা কথা অনেক ভাল লাগসে, "যেই বুয়েট এর জন্য ঘর ছেড়েছি, সেই বুয়েট কে অামার ঘর বানাইয়া দিও অাল্লাহ। "

  • @SAkter-qu3pi
    @SAkter-qu3pi 2 роки тому +245

    আপুটার আম্মুও একজন যোদ্ধা। দোয়া করি জীবনকে যেন এবার সুন্দর ভাবে উপভোগ করতে পারো। আর তোমার মাকে আল্লাহ অনেক সুখে থাকার তৌফিক দিক

  • @mursalinamubasshira6079
    @mursalinamubasshira6079 2 роки тому +121

    আব্বু তোমাকে অসংখ্য ধন্যবাদ।আমার আব্বু আমাকে সেসময় এতো সাপোর্ট করেছে! উফফ!
    এমন বাবা ভাগ্যের জোরে পেয়েছি,আলহামদুলিল্লাহ।

  • @nayankumardus1176
    @nayankumardus1176 2 роки тому +807

    বাংলাদেশের একটা কুসংস্কার " ছেলেরা ইঞ্জিনিয়ারিং মেয়েরা মেডিকেল"

  • @sumaiyaakthersurma7793
    @sumaiyaakthersurma7793 2 роки тому +443

    *আর আমরা সুযোগ পাওয়া সত্তেও পারিনা সফল হতে।মন থেকে দোয়া রইলো বোন।চোখের পানি ধরে রাখতে পারা অসম্ভব।🙂*

    • @siddikabegum3161
      @siddikabegum3161 2 роки тому +5

      হ্যা আপু!!
      অবারিত সুযোগ ছিল সামনে, আমি চেষ্টা করলেই পারতাম,বাধা আসতো না ফ্যামিলি থেকে।কিন্তু 💔💔

    • @gamingtokiyoyt1015
      @gamingtokiyoyt1015 2 роки тому +2

      ❤️❤️❤️🙏🙏🙏🥀🥀🥀💯💯💯👈👈👈

    • @BTSloverstv9622
      @BTSloverstv9622 Рік тому +1

      Sm Apu😌

  • @nafishaanjum4210
    @nafishaanjum4210 2 роки тому +374

    সিরিয়াসলি! এতো বাধাবিপত্তির মধ্য দিয়ে যেয়ে যদি সে আজকে এই জায়গায় যেতে পারে তাহলে আমাদের যাদের পরিবারের পুরোপুরি সাপোর্ট আছে তাদের জয় আনতেই হবে। চান্স পাওয়া মানেই সফলতা নয়।সফলতা হলো নিজের জেদকে কাজে লাগিয়ে হার না মানা পরিস্থিতি যেরকমই হোক লেগে থাকা! আল্লাহ তোমাকে আরো ধৈর্য্য দান করুক।আরো জেদি হও নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে।ফি আমানিল্লাহ ♥

    • @MdHabib-yc4pn
      @MdHabib-yc4pn Рік тому +10

      দোয়া করবেন আমার লাইফে এমন অবস্থা বলে বোঝাতে পারব না অনেক কষ্টে নিজেকে কনটল করে রাখি আমার কষ্ট শুনাইবার মানুষ নেই আমার নিজ আততীয়রা আমাদের সাথে অনেক খারাপ আচারণ করে তুবু ও আমি মনকে বোঝায় আল্লাহ একদিন সফলতার মুখ দেখাবে আমার জন্য সবাই দোয়া করবেন বড় হয়েযেন ডাক্তার হতে পারি আমার সপ্ন যদি আমার আল্লাহ পুরণ করে তবে সিদ্ধান্ত নিয়েছি গরিব দোখী অসহায় মানুষকে ফিরিতে দেখব পিলিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ দোয়া করবেন সবাই এই মোকাবেলা যেন সফল হতে পারি

    • @shahpurafsaruddinhighschoo5911
      @shahpurafsaruddinhighschoo5911 Рік тому +2

      sobai family ak na.amdr meyedr onk kosto sojjho krte hoi.ami meye ami bujhi ki j kosto.😭😭😭😭

    • @brothersacademy-2180
      @brothersacademy-2180 Місяць тому

      আল্লাহ আমাদের সবার ধয্য ধরার তাওফিক দান করুক🥰

  • @frabbiofficial6085
    @frabbiofficial6085 2 роки тому +212

    সত্যিই চোখের পানি ধরে রাখতে পারি নাই🥺 সত্যিই আল্লাহ তায়ালা পরিশ্রমিদের হারতে দেন না কখনোই😊

  • @nusratjahanritu5756
    @nusratjahanritu5756 2 роки тому +163

    আমার স্কুল জীবনের ক্লাসমেট, ওদের পুরো পরিবারকে চিনি। মেয়েটা ছোটবেলা থেকেই অনেক পরিশ্রমী। শুনে সত্যিই খুব খারাপ লাগছিল আমাদের , যারা ওকে চিনি। দোয়া করি আল্লাহ আঙ্কেল কে সঠিক বুঝ দান করুক । মানুষের বাবা মা যেখানে পিটাইয়াও ছেলে মেয়েকে পড়ায় engineer বানাতে পারে না, সেখানে এমন পরিশ্রমী স্টুডেন্ট আরো সাপোর্ট deserve করতো।

    • @sowmiksowmik5226
      @sowmiksowmik5226 2 роки тому +3

      আসসালামু আলাইকুম আপু, যদি কিছু মনে করবেন নাহ।
      আমাকে আপুর সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিবেন

    • @prantadas793
      @prantadas793 2 роки тому +6

      Ami o onk problem face kora ckruet a chance hoisa, kinto or problem gulu ar amar hsc thaka admission pojonto life pray emon cilo, akn o asa onk manosh amar ckruet chance niya hinsha kora, kinto ai maya tar kota sona ami onk beshi inspired.
      Ami doya kori onk boro kisu jeno O hota para, ar amar jonno sobai doya koi ren

    • @nusratjahanritu5756
      @nusratjahanritu5756 2 роки тому

      @@prantadas793 অবশ্যই আপনিও ভবিষ্যৎ এ ভালো কিছু পাবেন।

    • @nusratjahanritu5756
      @nusratjahanritu5756 2 роки тому +1

      @@sowmiksowmik5226 ওর সঙ্গে তো দুই বছর যাবৎ যোগাযোগ নেই ভাইয়া, স্কুল টাইম ফ্রেন্ড।

    • @prantadas793
      @prantadas793 2 роки тому +2

      Don’t mind apu.....apni jodi janen uni kothay admit hoba please bolben, jodi kohono dekha hoy onk vlo lagba. Oner thaka onk kisu siker asa

  • @aspn6689
    @aspn6689 2 роки тому +424

    As a girl, I realize again today that my father is the best father in the world 🥺❤️

  • @md.mehedhihasansadhi6089
    @md.mehedhihasansadhi6089 2 роки тому +90

    'স্বপ্নের কারাগার' বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র-ছাত্রীদের বাস্তবতা।😢😢😢

  • @antormondal903
    @antormondal903 2 роки тому +224

    ফ্যামিলির ইচ্ছায় প্রথম থেকেই মেডিকেল প্রিপারেশন নিতেসিলাম। বাট হইলো না মেডিকেলে। তখন অাব্বু বললো যে মেডিকেল হয়নাই তো কি হইসে এখনো অনেক কিছু বাকি। সকলের দোয়াতে ডিউ, রাবি, জাবি, গুচ্ছ, চুকুরুয়েটে হয়েছে। এর পিছনে ছিলো অামার ফ্যামিলির অামার প্রতি বিশ্বাস অার সাপোর্ট।❤️

    • @AntoraDutta
      @AntoraDutta 2 роки тому +7

      Congratulations

    • @rowshankomola867
      @rowshankomola867 2 роки тому +2

      Amke ektu suggest korben vaiya kon jaiga theke bolteche apni??
      Ami akhn hsc dichhi

    • @sakibalhasan633
      @sakibalhasan633 Рік тому

      @@rowshankomola867 ami o tumer moto bondu😇

    • @afiazmuhammadmasum6924
      @afiazmuhammadmasum6924 Рік тому +1

      মেডিকেলের পরের সময়গুলোতে আপনি কিভাবে সিকেরুয়েটের জন্য পড়েছিলেন এতো কম সময়ে,,,

    • @tinkerbell4312
      @tinkerbell4312 Рік тому

      Medical er por kivabe preparation ta niyechen?

  • @AnasMohosin
    @AnasMohosin 2 роки тому +128

    Speechless... অজান্তেই চোখের পানি চলে আসলো 😢😢😢
    আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল ❤️❤️❤️

  • @rahatmorul9310
    @rahatmorul9310 Рік тому +35

    একজন শক্ত হৃদয়ের ছেলে মানুষ হয়েও বোনের কথা শোনে কান্নায় ভেঙে পড়লাম।

  • @shahjahan9795
    @shahjahan9795 2 роки тому +28

    বোন কিছু বলার নেই চোখে কান্না হাসির জল পড়ছে তোমার জন্যে, কতই না সুন্দর ছিলো আল্লাহর পরিকল্পনা 🙂❤️

  • @atiqkhan6839
    @atiqkhan6839 2 роки тому +114

    এতো কিছুর পরও DU and CKRUET এ চান্স পাওয়া .......... মানে কিছু বলার নেই । নিঃসন্দেহে আমার পরিবার আমাকে আনেক support দেয় , আলহামদুলিল্লাহ । তার বাবা যদি একটু সহনশীল হতেন maybe , today she might be a BUETIAN.

  • @nusratsharmin777
    @nusratsharmin777 2 роки тому +37

    I'm crying...
    Dear little sis,I am praying for your easy path...congratulations on your big achievement...

  • @nurjahanmunni3274
    @nurjahanmunni3274 3 місяці тому +5

    ''যেই ডিএমসির জন্য ঘর ছেড়েছিলাম, সেই ডিএমসি কে আমার ঘর বানিয়ে দিয়েন আল্লাহ তা'য়ালা '' 🤲🏻😭 ( সেকেন্ড টাইমার বলছি)

  • @manjiyamarjo2886
    @manjiyamarjo2886 2 роки тому +59

    পারিবারিক সাপোর্ট যে কি একটা হাতিয়ার একটা মেয়ের জন্য,,,, যার এই সাপোর্ট টা নাই সেই একমাত্র বুঝে😭😭😭

  • @happyman4712
    @happyman4712 2 роки тому +35

    আমি আজ বড় একটা শিক্ষা পেয়েছি পরাশোনার দিকে এখব থেকে মনযোগ দেব ইংসা আল্লাহ

  • @glimpseofinformation8671
    @glimpseofinformation8671 2 роки тому +124

    এরাই আসল ফাইটার। মেয়েটার সাথে আমার কাহিনী সেম না হলেও একটা মিল আছে। আমার মেডিকেল মূল উদ্দেশ্য ছিলো। আমি আমার মাকে হারাই দুই বছর আগে। আপুটা যখন বলছিলো আমি এক্সামের আগে আম্মুর কাছে দোয়াও চাইতে পারি নাই। এই ব্যাপারটা আমার ভিতরে লাগছে। কারণ আমি ছোট থেকেই কখনো ১-৩ এর বাইরে পজিশনে যাই নাই। আম্মু আমার সব এক্সামের আগে মাংস রান্না করতো। বলতো নাহলে নাকি আমার রেজাল্ট ভালো হবে না। আম্মু জানে আমি খুশি মনে কিছু টার্গেট নিয়ে ফেললে আমাকে কেউ আটকাতে পারে না। ছোট থেকেই আমি যেখানেই গিয়েছি পুরস্কার এনেছি। সেটা হোক নাচ গান বিতর্ক, বক্তব্য বা খেলা। আমার বাসায় খুশির মূল কারণটাই আমি ছিলাম। কিন্তু আম্মু মারা যাওয়ার পর আমি দুনিয়াটা দেখতে পাই। যেখানে সবাই আমাকে নিয়ে এত গর্ব করতো, সেখানে সবাই আমার এই দোষ ওই দোষ ধরতে থাকে। আমি কেন ঘরের কাজ করি না, আমি নাকি কিচ্ছু পারি না আরো কত কথা যে নিজের পরিবারের মানুষের কাছ থেকেই শুনতে হয়েছে।এখনো শুনতে হয় ছোট থেকে তো কাজ করে বড় হও নি তাই কষ্ট তুমি বুঝোনা। এইসব মানসিক যন্ত্রণায় আমি পড়ালেখা এবং বাকি সব ভালো কিছু থেকে দূরে যেতে থাকি। আল্লাহ আমাকে নিজের কাছে ডাকে সেই সময় আমি সব ছেড়ে আল্লাহকে ডাকা শুরু করি। আস্তে আস্তে গ্রো করছিলাম আবার। কিন্তু বাধ সাধলো আমার বাড়িতে আসা সৎ মা। উনার মানসিক যন্ত্রণায় আমি দরজা বন্ধ করে কানে ইয়ারফোন লাগায় রাখতাম। কতগুলো দিন যে উনার জন্য নষ্ট হয়েছে। আমিও বাড়ি ছেড়েছি। চার মাস চাচার কাছে ছিলাম। মেডিকেল কোচিং এ ভর্তি হওয়ার পর এক চাচা বলেছিলো ওর পিছনে এত টাকা খরচ করে কি লাভ। আমার পরিবারের মানসিক চাপ আর আরো অনেক কিছুর প্রভাবে আমার মেডিকেল হয় নি। আমি হেরে যাই নি কিন্তু ভয় পেয়েছিলাম যে এখন আমি কিভাবে পড়বো। অনেক চেষ্টা করেও ঢাবি তেও আমার হয় নি। আমি তাও হেরে যাই নি, চেষ্টা করতে থাকি। গুচ্ছ তে আমার মার্কস আসে ৫৯.২৫। অনেক হতাশ হয়ে পরলাম। তিন চার দিন আল্লাহর কাছে খুব কান্নাকাটি করলাম। কিন্তু আমি তাও হেরে যাই নি। আল্লাহ চাইলে যেকোনো ভার্সিটি তে ভর্তি হয়ে থাকবো এবং মেডিকেলে সেকেন্ড টাইমার হিসেবে ফিরে আসবো ইনশাল্লাহ। এবং জয়ী ও হবো ইনশাল্লাহ।

    • @ahmadibnabdullah4663
      @ahmadibnabdullah4663 2 роки тому +6

      Here jaben na appi❤️
      -hsc23

    • @moonchild9256
      @moonchild9256 2 роки тому +5

      Apu best of luck, I'm sure Allah has a better plan for you so don't give up...apni 1din na 1din successful hobe In Sha Allah

    • @glimpseofinformation8671
      @glimpseofinformation8671 2 роки тому +2

      @@moonchild9256 Thank you so much for your kind words dear ❤️

    • @glimpseofinformation8671
      @glimpseofinformation8671 2 роки тому +2

      @Love_yourself💜 অনেক ধন্যবাদ। যাই আছে জীবনে সৃষ্টিকর্তার কাছে শুক্রিয়া আদায় করবেন। আপনার জন্যও অনেক শুভকামনা।❤️

    • @AntoraDutta
      @AntoraDutta 2 роки тому +5

      Best of luck ❤️
      May god fulfill your dream ✨
      Hopefully You'll get chance in Govt. Medical College this year 🧡
      Advance welcome to our community 🩺

  • @Shamima902
    @Shamima902 2 роки тому +23

    আমাদের বাবা মা আমাদের সুযোগ দিয়েছে তবুও আমরা পারছি না।।।।আর এই আপুটা এতো কিছু করে সপ্ন পূরন করছে.... আপুটার কথা শুনে কান্না ধরে রাখতে পারলাম না........

  • @tanjimakhatun5509
    @tanjimakhatun5509 Рік тому +27

    ''যেই বুয়েটের জন্য ঘর ছেড়েছি আল্লাহ সেই বুয়েটই আমার ঘর বানাই দিও''কথাটা চির অমর হয়ে থাকবে 🖤🫶

  • @mahabubamaya6053
    @mahabubamaya6053 Рік тому +19

    আমিও এই বুয়েটের জন্য নিজের পরিবার, পরিজন, ঘর ছেড়েছি। আল্লাহ তুমি ওই বুয়েটকে আমার ঘর বানিয়ে দিও।যারা আমাকে ত্যাগ করেছিল তাদেরকে এটা দেখানোর জন্য যে আমারও ঘর হয়েছে, ঘুমানোর জন্য নির্দিষ্ট জায়গা হয়েছে🙂

  • @imtiaz_1993
    @imtiaz_1993 2 роки тому +32

    শুধু মেয়ে না। ছেলেদেরও এরকম প্রেসার সহ্য করা লাগে ভার্সিটি এডমিশনের সময়৷ শুভকামনা নুসরাতের জন্য।

  • @sathimollik4100
    @sathimollik4100 2 роки тому +18

    কিছু গল্প সত্যিই আলাদা 🙂🙂 চোখে পানি চলে আসলো😭😭 আল্লাহ আপুটার স্বপ্ন পূরণ করুন

  • @araf904
    @araf904 2 роки тому +8

    কত শক্ত মেয়ে এই কথা গুলো কত সহজে বলতেছে । তাও একবার ও কান্না করলো না 😓

  • @shahjahanalimondol5925
    @shahjahanalimondol5925 2 роки тому +36

    মেয়েদের পড়াশোনার জীবনটা অনেক কঠিন।

  • @unlimitedgaming3478
    @unlimitedgaming3478 2 роки тому +14

    Literally চোখে জল চলে আসলো মানুষের গন্তব্য এতটা কঠিন হতে পারে জানা ছিলো না সংগ্রাম করেছে জয়ী সে হয়েছে সবারই উচিত নিজের গন্তব্য কে স্হির করে সংগ্রাম করে যাওয়া💝💝

  • @siamulhaque5595
    @siamulhaque5595 2 роки тому +48

    Date 22/11/2022 11am
    I am an average student.Your life story is a game changer for me.I will comment here after my admission result. Inshallah Allah will grant my prayers.
    Hsc 2024
    - Siam Ul Haque

    • @yousha.lol1
      @yousha.lol1 5 місяців тому

      brother, how's your HSC going?

  • @ummesumaiya4717
    @ummesumaiya4717 2 роки тому +25

    আম্মু ছাড়া কেউ বোঝেনা তার সন্তান কি চাই। আপু একটা কথায় বলবো বর্তমান society তে তোমার মতো struggle মেয়ে একমাত্র তুমি আপু তোমার জন্য অনেক দোয়া রইলো তোমার মনের সম্পূর্ণ ইচ্ছে পূর্ণ হোক আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক।

  • @hafsaakteraduri5450
    @hafsaakteraduri5450 2 роки тому +50

    কিছু বলার ভাষা পাচ্ছি নাহ!! শুধু চোখ থেকে পানি পড়তেছে, বোন। অনেক অনেক দু আ রইলো। নিঃসন্দেহে, সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী!!💜🖤

  • @akash5372
    @akash5372 2 роки тому +50

    সবার স্বপ্নগুলো পূরণ হোক পরমপিতার কাছে এই প্রার্থনা করি 💚💛

  • @nishanroy6631
    @nishanroy6631 2 роки тому +183

    এটা কী কোনো বাবার বৈশিষ্ট্য? 😡😠
    আপু তুমিই সেরা। তুমি সফল হবে।
    জীবনযুদ্ধে তুমি এগিয়ে থাকবে। 💕💕
    আর ভাইয়ারা আপনারা তো মহান,, বাংলাদেশে কোনো বেস্টগাইডলাইন থাকলে তবে সেটা আপনারা।🧡

  • @marziamakin7412
    @marziamakin7412 2 роки тому +15

    ইসরাত আপু তোমাকে salute. তোমার struggle এর ঘটনা বাকরুদ্ধকর।ইনশাআল্লাহ আমাদের জীবনে অনুপ্রেরণা মুলক হয়ে থাকবে।🤍

  • @aishwarjobiswas5205
    @aishwarjobiswas5205 2 роки тому +18

    আপু টা যদি শান্তিতে পড়ালেখা করতে পারতো তাহলে অবশ্যই বুয়েটে চান্স হতো।🥺
    তার পর ও ভগবান যে ইন্জিনিয়ার হবাব ইচ্ছে পূরণ করেছে এটাই কম টি। ভালো থেকো অপু।

  • @yangsfun8659
    @yangsfun8659 2 роки тому +27

    As a girl again understood my father is blessing from Allah.😇
    Apu Allah jeno apnake life a aro onk boro jaygay jauyar power den Amin.

  • @silent.motivation_
    @silent.motivation_ 2 роки тому +79

    আমি কান্না ধরে রাখতে পারি নাই , আসলেই তোমার স্টোরি টা খুবই ব্যাতিরকম আমি ও 21 ব্যাচের স্টুডেন্ট আমি এখনো সফল হতে পারিরনাই।

    • @arzubegum7324
      @arzubegum7324 2 місяці тому

      কান্না থামাতে পারলাম না

  • @AbdullahMohammadBinMofiz
    @AbdullahMohammadBinMofiz 2 роки тому +119

    Jerin Apu is an actual warrior. It's encouraged me a lot. I'll comment here after my admission result. In Sha Allah, something best is waiting for us.
    - Abdullah Mohammad
    HSC'22, Notre Dame College
    ( 4:00 PM 18 August 2022 )

    • @codeoflifeislam7627
      @codeoflifeislam7627 2 роки тому +2

      Best of luck, Bhaiya .

    • @hscstudy2825
      @hscstudy2825 2 роки тому +1

      💕💕

    • @siamulhaque5595
      @siamulhaque5595 2 роки тому +1

      Bhai ki obosta

    • @eurusratched8941
      @eurusratched8941 Рік тому

      @@siamulhaque5595 আগামীকাল মাত্র HSc র result dibe tarpor aro 3/4 month Por buet,so ekhon ki obostha জিজ্ঞেস কইরেন না

    • @musbiturrahman9445
      @musbiturrahman9445 Рік тому

      Amio Notre Dame College er bro, group 12, tumi kon group er?

  • @shamimurrahman2117
    @shamimurrahman2117 2 роки тому +47

    My dad wanted me to be an engineer but i didn’t pursue that sector. He was a little disappointed at first but later supported my career choice without any hesitation. He's really supportive of whatever I'm doing right now.

  • @FarhanKhan-lr5od
    @FarhanKhan-lr5od Рік тому +10

    বোন তোমাকে স্যালুট। যখন বললা মায়ের কাছে থেকে দোয়া নিতে পারি নাই তখন আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই অটোমেটিক পানি বের হয়ে গেছে। তুমি আসলেই একজন রিয়েল যোদ্ধা। তুমি ইন্সপারেশন। তোমার জন্য দোয়া এবং শুভকামনা রইলো বোন

  • @SheikhAbHanif
    @SheikhAbHanif Рік тому +78

    অনেক সময় নষ্ট করেছি 😞
    অনেক ফোন টিপেছি, ঘন্টার পর ঘন্টা স্ক্রল করেছি 😭
    শুরুতে এত ভালো পড়তাম এত সময় দিতাম বইতে 😊অনেক পরতাম অনেক আর রাতে কান্না করে বলতাম আমার স্বপ্ন পূরণ হবে 😊
    হঠাৎ করে লাইন থেকে কিভাবে বিচ্যুত হলাম 😭😭😭
    রেখে গেলাম একটি কমেন্ট 😊আমার গল্পের ইনশাল্লাহ গুলো আলহামদুলিল্লাহ তে পরিণত করব ইনশাল্লাহ 🥰🥰

    • @Ayesha.162-alam_
      @Ayesha.162-alam_ Рік тому +3

      Hsc kon batch? Hsc-24

    • @UmmeHani-r8h
      @UmmeHani-r8h 10 місяців тому +3

      আমার অবস্থা ও একই

    • @Rakibhasan-q4h1t
      @Rakibhasan-q4h1t 10 місяців тому

      ​@@UmmeHani-r8h apni back korben insah Allah story sunen story Banan ❤️‍🩹

    • @Mst.Rehana-f6u
      @Mst.Rehana-f6u 8 місяців тому

      Same obstha 😭😭😭...parbo na kno parte hbe ....cokher Pani dhore rakhte parlm 😭😭

    • @ummahabiba1309
      @ummahabiba1309 7 місяців тому +1

      Same 😢😢

  • @Hypochondriac003
    @Hypochondriac003 2 роки тому +5

    এই গল্পটা অনেক মানুষের হৃদয়ে গেঁথে থাকবে।
    একটা কথা আছে, যে সংগ্রাম করে স্বপ্ন টাকে ছোঁয়া যায় তা - ই সাফল্য। ভবিষ্যতে আপুটা অনেক ভালো করবেন, দোয়া করি। কিন্তু সংগ্রামের মানদণ্ডে তিনি সফল।মন থেকে দোয়া রইল তাঁর এবং তাঁর মায়ের প্রতি।

  • @ashrijack1543
    @ashrijack1543 2 роки тому +41

    আমি একটা কথা শুনলাম কিছু দিন আগে, কথাটা কিছুটা এমন 👉 ভারত বাংলাদেশ থেকে শিক্ষাব্যাবস্থার দিক থেকে অনেকে এগিয়ে।আর কারণ জানতে চাওয়ায় আমাকে বল্ল যে "সামজিক প্রতিবন্ধকতা"।
    আর তা আজ realise করতে পারলাম, ধন্যবাদ অপার ভাইয়া,।
    (badly! need to update our self.)🌪️

  • @mdsafayathossain00
    @mdsafayathossain00 Рік тому +7

    আমার কাছে এইটা সব থেকে সাহস জোগানো গল্প।মোবাইলে সেইভ করে রেখেছি,যখন আমি পড়াশোনা থেকে দূরে সরে যাই তখন এটা শোনি আর পড়তে চলে আসি।অনেক কান্না করছি এটা শোনে।আমি ২০২৩ এর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী।সবাই দোয়া করবেন

  • @MDRafi-gq2rl
    @MDRafi-gq2rl 2 роки тому +88

    বাংলাদেশে আসলে মেডিকেল কলেজ এবং ডাক্তার নামক এই ফোবিয়া থাকাই উচিত না বিশ্ববিদ্যালয়গুলোতে শৈল্য চিকিৎসা বিদ্যা চালু করা উচিত

  • @istiakalomjaki7809
    @istiakalomjaki7809 2 роки тому +74

    আসলে আপুর সাথে পরিচয়টা DU এর রিজাল্টের দিন😇 আগে জানতাম না যে আপুর লাইফ স্টরি টা এমন😥 আপু আসলেই রিয়েল ফাইটার 🥰 আমারে আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো মেন্টরিং করে😌🖤

    • @MahmudulHasanss
      @MahmudulHasanss 2 роки тому

      Apni ki unar kache poren

    • @istiakalomjaki7809
      @istiakalomjaki7809 2 роки тому +1

      @@MahmudulHasanss O amar apu😁

    • @shihabmahmud8412
      @shihabmahmud8412 2 роки тому

      @@istiakalomjaki7809 apnader basa kothay

    • @vejishin
      @vejishin 2 роки тому +2

      @@istiakalomjaki7809 ki boltasen olta-palta, apnar nijer comment poren ar akbar. tar por bolen "O amar apu" bolte ki bujachen.

    • @istiakalomjaki7809
      @istiakalomjaki7809 2 роки тому

      @@vejishin আরে ভাই আপন বোন না ত🙄

  • @Muaj-x
    @Muaj-x 2 роки тому +13

    This Girl is real Champion ♥️Ma sha Allah!!!Allah unar shathe chilo!Alhamdulillah ♥️

  • @BADBOY-in6xu
    @BADBOY-in6xu Рік тому +1

    আর সামনের দিকে এগিয়ে যাও বোন ।। তোমার জন্য সর্বদা দোয়া করি।।।

  • @saimaakter4684
    @saimaakter4684 2 роки тому +21

    সবার জীবনে অনেক এরকম ঘটে।আমার জীবনেও ঘটেছে। কিন্তু আল্লাহ আমাকে সেই গল্প বলার সুযোগ দিল না। সবাই ওর মতো ভাগ্যবতী নই।

  • @rohanmondol8267
    @rohanmondol8267 2 роки тому +148

    মেডিকেল মিস যাবার পর আমার পক্ষ নেয়ায় আমার মাকে রক্তাক্ত হওয়া লাগসে
    আব্বা সরাসরি নাকে ঘুষি দিসিলো। আমি তখন বাসায় ছিলাম না 😊
    আলহামদুলিল্লাহ আল্লাহ আমার প্রাপ্য বুঝায় দিসেন আমাকে

  • @afsanamim2755
    @afsanamim2755 Рік тому +35

    রেখে গেলাম একটা কমেন্ট😌HSC-23 ইনশাল্লাহ আমার গল্পটাও সেরা বানিয়ে দিও আল্লাহ🤲

    • @moddhomoni
      @moddhomoni Рік тому +4

      Same ami o 🥰

    • @mdjamal3057
      @mdjamal3057 Рік тому +1

      assalamualikum. ami hsc 25. tomader admission journey sofol hok❤. sobar jonno suvokamona.

    • @mr.veteran3737
      @mr.veteran3737 6 місяців тому

      bhaiya ki khabor, ekhn kothay achen

    • @AUB10
      @AUB10 3 місяці тому

      Ki obostha tmr

    • @sadiatabassum-oj2jw
      @sadiatabassum-oj2jw 3 місяці тому +1

      Ki hoilo ekhon apu😭

  • @sharfinchowdhury2501
    @sharfinchowdhury2501 2 роки тому +5

    ভিডিওটা ভাইয়া প্রথমে ফেসবুকে দেখলাম, কি কমেন্ট করব বুঝতেছিলাম না।মহান আল্লাহ তায়ালা আমাকে মধ্যবিত্ত ঘরে পাঠিয়েছেন কিন্তু আমার আব্বু সবসময় সাহায্য করতেছেন। তিনি আমাকে এখনি উন্মেষ করলেন, আবার বলে যদি তুমি বুয়েটে পড়তে চাও তাহলে ইন্জিনিয়ারিং কোচিং এ ভর্তি হও। আমি সত্যি কৃতজ্ঞতা জানাই আমার পরিবারকে।আপুটার জন্য দোয়া রইলো,আর ইনশাল্লাহ আমার আল্লাহ যেনো আমাকে নিরাশ না করেন, দোয়া চাই সকলের কাছে।🌺🥀২২ ব্যাচ🌺

  • @roniahmed3679
    @roniahmed3679 2 роки тому +7

    আপুর কথা শুনে সত্যিই কান্না চলে আসলো।আমিও পরিবার ছেড়ে চলে আসছি,স্বপ্নের বুয়েটে চান্স পাওয়ার জন্য।আমিও এর আগে পরিবার ছাড়া একটা দিনও কাটাই নাই।তবে স্বপ্ন পূরনের জন্য যা করা দরকার আমিও সবকিছুই করতে প্রস্তুত।ইনশাআল্লাহ।
    আল্লাহ যদি সহায় হয় তবে আমার স্বপ্নটা পূরণ হতে পারে🥹

  • @hasanulbanna3664
    @hasanulbanna3664 Рік тому +2

    কথাগুলা শুনে খুব ভালো লাগলো 🥰
    স্যালুট বোন
    এডমিশন যুদ্ধে যুদ্ধ করে সফল হওয়ার জন্য ও দোয়া রইলো 🥰

  • @munirashawon583
    @munirashawon583 2 роки тому +8

    আপু আপনার কষ্টের মূল্য আল্লাহ আপনাকে সামনে আরো দিবে, দোয়া রাখি।
    আর আপনার এই গল্প আমাদের মতো জুনিয়রদের যে কি পরিমাণ ইন্সপিরেশন এর তা বলে বুঝানোর মতো না।
    ভালো থাকবেন আপু ❤️

  • @Shawon1002
    @Shawon1002 Рік тому +9

    এইটা কেমন বাবা! আমার বাবা মা আমি যেইটাই পড়ি তাতেই খুশি, তাদের দাবি আমাকে শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে।

  • @seikhsalim5488
    @seikhsalim5488 2 роки тому +8

    জেরিন আপুর কথা গুলা শুনার পর অনেক টাই ইমোশনাল হয়েছি এবং মোটিভেট হয়েছি।
    ভিডিওর লাস্টে শাহা ভাইয়ের কথা গুলা বেশি ভালো লাগছে,, আমি এইচএসসিত ২২ আমি চাচ্ছি যে বাসা থেকে দূরে গিয়ে পড়াশোনা করে আমি আমার স্বপ্ন টা পূরন করি,,আমার সব কথা আমি বাসায় বলছি কিন্তুু বাসার লোক কেহ ওই আমাকে বাহিরে যেতে দেবে না।
    জানি না আমার স্বপ্ন টা পূরন হবে কিনা না,,,আশা করি স্বপ্ন টা পূরন হবে। ইনশাআল্লাহ

  • @smtarekul4659
    @smtarekul4659 Рік тому +3

    যাতে চান্স না পাও তার জন্য দুইটা করে বৃত্ত ভরাট ❤️,ভালো লাগলো নিজের লক্ষে সে অটুট ছিলো ❤️,জীবনের সেরা একটা বাস্তব কাহিনি শুনলাম 💝,মন থেকে শ্রদ্ধা বোন ❤️

  • @jannatchowdhury236
    @jannatchowdhury236 2 роки тому +5

    কথা গুলো শুনে মনে অজান্তে কান্না চলে আসছেে😰😰।এগিয়ে য়াও আপু। নিজে চেষ্টা সব কিছু সফলতা✌

  • @NishatZahan-qd8fc
    @NishatZahan-qd8fc 2 місяці тому +1

    কথাগুলো শুনে আমার শরীর টা শিউরে উঠল । সত্যিই আপু টা রিয়েল ফাইটার ।❤

  • @abrarjahin1684
    @abrarjahin1684 Рік тому +4

    আসলে ই আপু আপনি একজন সত্যিকারের যোদ্ধা। ইনশাল্লাহ একদিন আমিও আমার স্টোরি শেয়ার করব, আল্লাহ তৌফিক দিক । 🙃

  • @Khadizatima-m4v
    @Khadizatima-m4v 6 місяців тому +2

    এই ভিডিও টা আমি আজকে দিয়ে ১২ বার শুনলাম।
    আমার পরিবার ১ম এ আমাকে মূল্য দেয় নাই।
    অনেক কষ্ট করে মানিয়ে নিছি। আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভাইয়ার মান রাখতে পারি । পরিবারের কাছে।

  • @echomridha4694
    @echomridha4694 2 роки тому +38

    As a daughter I again feel this my baba is best baba in this world.He always encourage me for fullfil my dream🙂.And yeah how lucky I am to have father like my baba💙💙💙

  • @sumaiyasumu5905
    @sumaiyasumu5905 2 роки тому +2

    আপুটা সহ এরকম যত স্টুডেন্ট আছে
    আল্লাহ যেন সবাইকে সাকসেস হওয়ার তৌফিক দান করেন 🤲🤲🤲🤲🤲

  • @Aditya_official_5
    @Aditya_official_5 Рік тому +6

    আপু সত্যি কথা বলতে চোখে জল এসে পরছে 😢 আমার বাবা ডাক্তার, আমার মা হাই স্কুল এর প্রধান শিক্ষক,,,, আমার বড়ো ভাই কানাডায় পড়াশোনা করতে যাবে,,,, আমি এমন পরিবারের ছেলে হয়ে পড়াশোনা করি নাহ 🥺😟 সত্যি বলতে,,,, আমাকে এতো করে বলে পড়ার জন্য,,,,,তবু পরি নাহ,,,,আর আপনি পড়ার জন্য এতো কষ্ট করছেন,,,, সত্যি আপনাকে দেখে আমি গত ১ মাসে সিলেবাস শেষ করে ফেলছি 🙂 বর্তমানে অনেক ভালো লাগতেছে,,,,, আমি দের দুই মাস আগে এই ভিডিও টা দেখেছিলাম,,,,,আজকে আমি আবার আসলাম এই ভিডিওতে কমেন্ট করার জন্য,,,, সত্যি আপু আপনার থেকে অনেক কিছু শিখলাম 🥺 সত্যি কিছু বলার নেই,,,,

    • @Arthi35
      @Arthi35 Рік тому +1

      Hsc 23 batch

  • @alvisshow365
    @alvisshow365 2 роки тому +28

    🔴 মেধার কোনো দাম থাকেনা, যদি পরিশ্রম না করো।
    🟢 কঠোর পরিশ্রম আর প্রবল ইচ্ছা শক্তি থাকলে মেধার কোনো প্রয়োজন পরে না।

  • @zannatulferdousmaliha4743
    @zannatulferdousmaliha4743 Рік тому +14

    আমার বাবাও চায় যেন আমি মেডিকেলে পড়ি। কিন্তু আমার স্বপ্ন "বুয়েট"। অবশ্য আব্বু এটাও চায় যেন দুই দিকেই প্রস্তুতি নিই। আজকের ভিডিওটা আমার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। (HSC-24 Batch)

    • @Mst.NajiraParvinNipa
      @Mst.NajiraParvinNipa Рік тому +1

      Amio 24 Batch... Amar Babar sopno medical but I have no interest in medical..

    • @zannatulferdousmaliha4743
      @zannatulferdousmaliha4743 Рік тому

      @@Mst.NajiraParvinNipa tahole apnar dream er dikei agaye jan.....jodi ma baba force koren to emon vab dekhaben j medical plus shob dikei apnar dream....jekhane chance hbe shekhane porben....evabe blle dekhben mana krbe na......bcz tara vabbe medical e chance asha kothin, and chance na ashle onno kothao vlo jygy peye jan to khoti ki.....kintu directly blle hoyto vabte pare j onno jygy porar jonnei medical er preparation neyni, nahole chance peyei jeto😅😅

    • @NARGISPARVIN-dg2bk
      @NARGISPARVIN-dg2bk 3 місяці тому

      @@Mst.NajiraParvinNipa same here

  • @73.hmaisarakabir30
    @73.hmaisarakabir30 2 роки тому +303

    Your father wasn't a doctor himself, I believe. How ignorant a person could even be, he's just an instance. I know apu how much courage, confidence and support is needed for pursuing the dream of being a engineer. You are literally way too strong than most of us, Masha Allah. This is the scenario tells why there's a few number of female students in Buet. Best of luck with your career, senior! May Allah always be with you.

    • @vejishin
      @vejishin 2 роки тому +7

      not that reason for fewer female in buet, not every father is like him.

    • @73.hmaisarakabir30
      @73.hmaisarakabir30 2 роки тому +18

      @@vejishin there is man, its a very common thing in BD that girls can only be doctor if they want to pursue higher ed, even I had to listen this too. Agree or not, this social structure and beliefs are a big reason for fewer girls in STEM field.

    • @md.shamimislam5891
      @md.shamimislam5891 2 роки тому +4

      After raising with so much hardship, a father just got blame from his daughter and now audience. Now this bloody girl mocking her father all over the world. Salute to you shit..

    • @73.hmaisarakabir30
      @73.hmaisarakabir30 2 роки тому +21

      @@md.shamimislam5891 bloody girl? She? Mind your language before commenting someone. She had to go through shits, don't you agree? She is telling what she and her mother went through. Only she knows how vulnerable, helpless she felt to continue her STUDY, how hard she had to FIGHT for her dreams leaving everything, and here's you saying "she is mocking her father all over the world?" Salute to your nice thinking. Dowa roilo that you'll be enough educated and well mannered in future

    • @muhidulislam9023
      @muhidulislam9023 2 роки тому

      @@md.shamimislam5891 Listen, at first learn how to talk or behave with a person before commenting. God knows only how humans like you behave with their family who are even so rude in social media! Learn some manners. Men like you are destroying women's life and their rights. Before saying a word about someone, at first try to think from their perspective, don't be so much self centered. What do you think you are! Learn to appreciate people’s hard works and hardships.
      Hope you are mature enough to understand 💙

  • @safikolislam678
    @safikolislam678 2 роки тому +15

    এই রকম ইচ্ছাশক্তি থাকলে সাফল্য আসবেই ইনশাআল্লাহ।

  • @shahanazshatu7761
    @shahanazshatu7761 2 роки тому +2

    এইরকম গল্প মানুষের জীবনের মোর ঘুরে দেয়,,,আপুর মতো আমিও পরিবারের কাছে বাঁধা পাইতেছি,, এসএসসিতে গোল্ডেন +পাইছি কিন্তু ভালো কলেজে পরার যোগ্যতা থাকা সত্ত্বেও পরাবে না, তাই আমাকে,, সব বাঁধা পেরিয়ে, একটা ভালো কলেজে ভর্তি হওয়া লাগবে,সবাই আমার জন্য দোয়া করবেন, জীবন যুদ্ধে যেনো আপুর মতো জয় লাভ করতে পারি।

  • @mdshohidulislamsaju
    @mdshohidulislamsaju 2 роки тому +13

    She is original queen 🥰
    Salute apu salute 🥰🥰

  • @turjoaktar7635
    @turjoaktar7635 2 роки тому +11

    মাঝে মাঝে অর্থের কাছে অনেক কিছু হার মেনে যায়।। চাপা পরে যায় মধ‍্যবৃত্ত পরিবারের সন্তানের স্বপ্ন।।

  • @asmabegum3445
    @asmabegum3445 2 роки тому +7

    My father is my Superman..my real hero,,my father so much supportive,,🥺 Really Greatful to you baba..i love you so much 🥺

  • @MahadiHasan-sd4jt
    @MahadiHasan-sd4jt 2 роки тому +3

    এই আপুটাকে একটু দেখতে চাই..সত্যিই অনার পরিশ্রম দেখে আমার মনে হচ্ছে,, আমি আমার বাব-মা কে ঠকাইছি..
    অনেক দূর এগিয়ে যাও আপু❤️

  • @Anikahossain3
    @Anikahossain3 2 роки тому +8

    Exactly this happened to me ...and I thanks my mom for everything I am now ... studying cse at ruet ...Alhamdulliah

  • @Qaf20136
    @Qaf20136 2 роки тому +6

    সবটা শুনার পরে চোখে জল ধরে রাখতে পারলাম নাহ। Salut boss( ইসরাত আপু) ❤❤❤. আমিও একজন মেয়ে। আর আমিও তোমার থেকে..হয়ত একটু কঠিন নয়তো একটু সহজ..এইরকম টাইপের একটা সমস‍্যার মধ‍্যে আছি। তোমার তো মা পাছে ছিল। সবটা বল্লাম নাহ। বাট আমার পাছে কেউ নাই( না বাবা, না মা)।ওনারা আমার ইমোশনটাই বুঝে নাহ। বুঝার চেষ্টাও করে না। তবে যাইহোক, আমি নিজেকে সামলিয়ে নিয়েছি,,আমি আর মন খারাপ করি নাহ। নিজেকে গুছিয়ে নিয়েছি..নিচ্ছি, যা করার আমায় একাই করতে হবে। আমি মাঝে ভাবি যে, আমিই মনে হয় সেই স্টুডেন্ট যে,এইরকম সমস‍্যার মধ‍্যে দিন পার করছি।বাট এই ভিডিও টা সম্পূর্ণ দেখার পর মনে হয়তাছে,, নাহ আরো কেউ আছে যে, এইরকম সমস‍্যা ফেস করে। ইসরাত আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন‍্যবাদ..তোমার গল্প শেয়ার করার জন‍্য। তোমর প্রতি আমর অন্তরের আন্তঃ স্থল থেকে ভালোবাসা + দোয়া রইল❤। আজকে থেকে তোমি আমার নতুন (শক্তি+অনুপ্রেরনা)। আমি হারবো নাহ। আমি জিতবো,আমি জিতবোই🙂. আমারো মেডিকেল অপছন্দ। আজকের এই মুহূর্তে থেকে..Your (Israt Apu😍) Stay From My Deep Heart.💝 Finialy I Saying..My Target..BUET. Hsc-2023.🙂.

  • @SHSMission
    @SHSMission 4 місяці тому +1

    আল্লাহ এই বুয়েটেরে আমার ঘর বানাইয়া দাও। কমেন্ট রেখে গেলাম ইনশাআল্লাহ বুয়েটেকে ঘর বানানোর পর এই ভিডিও দেখতে আসবো।সবাই দোয়া করবেন। 🙏🙏🙏

  • @mdhasanurjaman1568
    @mdhasanurjaman1568 2 роки тому +5

    এমন স্বপ্ন স্রষ্টার গল্প শুনলে বারবার কেঁদে ফেলি❤️❤️❤️,, হে আল্লাহ, আমাদের সকলের স্বপ্ন পূরণ হওয়ার তাওফিক দান করুন, আমিন❤️❤️🤲🤲🤲

  • @10mscourses
    @10mscourses Рік тому

    হার না মানা এক সাহসী গল্প শুনলাম। অসম্ভব ভাল লাগল এবং নিজের ভিতরে আশা ও শক্তি দুটি খুঁজে পেলাম।

  • @mdgias3011
    @mdgias3011 2 роки тому +6

    আপুটার মা-আপুর সাথে ছিল ,,,, কিন্তু আমার মা বাবা কেউ চাইনা আমি ঢাকা ইউনিভার্সিটি তে পড়াশোনা করি,,, কিন্তু আমার স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করবো ,,,এর জন্য যখন পড়তে বসি কান্না করি,, যে এভাবে আমার পরিবার আমাকে সাপোর্ট করে না,, কখনো মাঝে মাঝে নামাজ এও কান্না করি,, যেন আল্লাহ আমার স্বপ্ন পূরণ করে আর ,,,আল্লাহ যেন আমার সাথে থাকে ,,,আমি জানিনা আমি স্বপ্ন পূরণ করতে পারবো কিনা তবে আল্লাহ আমার সাথে থাকলে অবশ্যই পারবো স্বপ্ন পূরণ করতে ইনশাল্লাহ,, আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আপুটার মত আমার স্বপ্ন আমি পূরণ করতে পারি ❤️❤️❤️

    • @Rmmkkkhhgfg
      @Rmmkkkhhgfg Місяць тому

      ইনশাআল্লাহ আপু তুমি পারবে তুমিও একদিন তোমার গল্প শোনাবে 😅

  • @sportslover.360
    @sportslover.360 Рік тому +2

    💫যেই বুয়েট এর জন্য ঘর ছেড়েছি সেই বুয়েট কে আমার ঘর বানায় দিও আল্লাহ 🤲❤

  • @tahamina3216
    @tahamina3216 2 роки тому +5

    ছোটবেলা থেকে একান্তর নিজের financial support এ পড়াশোনা করে সফল ঽওয়ার গল্প শোনাতে চাই। আমি 22 ব্যাচের শিক্ষার্থী। আল্লাহ আমার সাথে থাকো। সবাই দোয়া করবেন আগামীর জার্নিটা আরও অনেক অনেক কঠিন। জানিনা কি ভাবে সব সামলাবো 😭

  • @dipt0173
    @dipt0173 Рік тому +2

    সবথেকে ভাল লাগছে এটা শুনে যে
    যার জন্য ঘর ছাড়ছি তারে আমার ঘর বানাই দেও🥰
    আমিও যার জন্য ঘর থেকে বাইরে আছি তারেও যেন আমার করে পাই🙏🤲

  • @RakibulIslam-yy4yd
    @RakibulIslam-yy4yd 2 роки тому +4

    আল্লাহ আপনি প্রত্যেকের স্বপ্ন পূরণ করার তৌফিক দান করুন।

  • @jerinerinjerinerin
    @jerinerinjerinerin 2 роки тому

    সত্য কথা বলতে গল্পটা শুনে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে। মহান আল্লাহ তায়ালা আপুর জীবনকে অনেক সুন্দর করুক, অনেক সফলতা দিক। আমিন।

  • @ms.flawed
    @ms.flawed 2 роки тому +19

    It breaks every part of my heart to realize It's still this hard to even try to study engineering for girls...

  • @khatijaafrojbristi
    @khatijaafrojbristi 2 роки тому +2

    আসলেই আমার আম্মু ও আমার প্রতিটা সংগ্রামে আমার পাশে ছিলো৷ আমারও অনেক ঝুঁকি নিয়ে এক্সাম দিতে হইছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে আমার বর্তমান অবস্থানের জন্য।

  • @farhanarko2033
    @farhanarko2033 2 роки тому +3

    She is an actual warrior,,, real life warrior,,,,, just superb apuuuuu,,,pray for me everyone 🙏🙏🙏

  • @priontadhar9840
    @priontadhar9840 11 місяців тому +2

    ❤🥺🥺 তোমার ঠিকতেই হতো ,
    আসলে তোমাকে আটকানো যেতই না , কারণ তুমি ছিলে আসল যোদ্ধা ❤

  • @aiashik8580
    @aiashik8580 2 роки тому +9

    Environment makes a man matured,,And apu u are the perfect instance of the maxim! ❤️

  • @mdjishaislam8941
    @mdjishaislam8941 9 місяців тому

    গল্পটা শুনে পুরো কান্না করে দিয়েছি... এতো বাধা পেরিয়ে স্বপ্ন জয়...সৃষ্টিকর্তা পরিশ্রমদের ফিরিয়ে দেয় না

  • @Al_Hasnat_Piyas
    @Al_Hasnat_Piyas 2 роки тому +4

    Amar sathao amon hoicilo.
    Abbur iccha doctor hobo.
    But amar iccha engineering.
    Amake unmesh medical coaching a vorti korcilo. But 2 marks er jonno medical a hoilo na.Toba Alhamdulillah ami DU ta and ckruet a 1226 th hoici.

  • @PriyantiDevi-wb5gu
    @PriyantiDevi-wb5gu 2 місяці тому

    ভাষাহীন একটা অনুভূতি,,,, অনেক কিছুই বলার ছিল, কিন্তু বলতে চাই না, আসলে জীবনের এমন কাহিনি ভাবতেই অবাক লাগে❤

  • @rabbihasan630
    @rabbihasan630 2 роки тому +8

    জীবনে যদি সুযোগ হয় আপু, আমি আপনার সাথে অবশ্যই দেখা করবো।belive me, আপনার struggle is a masterpiece।পৃথিবীতে আপনার মতো suffer খুব কম মানুষ করছে। আপনি আসোলেই একজন যোদ্ধা। জানি না আমার এই ম message কোনো দিন আপনি পাবেন কী না। আমি বলে রাখি যে আপনি আমার সর্বোচ্চ সম্মান পাওয়ার সামর্থ রাখেন।
    love u apu♥️♥️

  • @arafmahmud8132
    @arafmahmud8132 2 роки тому +2

    সত্যি আপু..তোমার এই সংগ্রাম আমাকে ও অনেক উৎসাহ দিচ্ছে জীবনে ভালো কিছু করার জন‍্য,ব‍্যর্থতা থেকে সফলতার দিকে এগিয়ে যাওয়ার জন্য...ধন‍্যবাদ 😊

  • @sabbirahmed8826
    @sabbirahmed8826 2 роки тому +14

    ইন্জিনিয়ারিং প্রিপারেশন নেয়া সত্ত্বেও পারিবারিক চাপ কিছু কারণে মেডিকেল এ প্রিপারেশন নিতে হইছে।
    ৪র্থ বিষয় গণিত ছিল যেটার পরীক্ষা এইচএসসি দিতে হয় নাই এই দীর্ঘ গ্যাপ অতঃপর মেডিকেল এর পরীক্ষার পর অনেক চেষ্টা করলাম সিকেরুয়েট এর জন্য শেষ রক্ষা আর হলো নাহ। 💔

  • @mafizulislam5355
    @mafizulislam5355 Місяць тому

    Alhamdulillah amr abbu ammu onk supportive 😊really my good luck ato valo abbu ammu payechi..❤

  • @mumtahinaursa8961
    @mumtahinaursa8961 2 роки тому +4

    মহান আল্লাহ্ তায়ালা তাকে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন ♡

  • @imranhossen8742
    @imranhossen8742 2 роки тому +2

    বোন আপনার গল্পটা শুনে কান্না ধরে রাখতে পারলাম ন!!! আল্লাহ চাইলে সব সম্ভব!!

  • @malihaislammisti3388
    @malihaislammisti3388 2 роки тому +29

    এখানে একটা কমেন্ট রেখে গেলাম 🙂 নিজের admission result এর পর আবার আসব।
    HSC 2023!