"বাকের ভাই আমার মনে হয় আপনাকেই ভালবাসা উচিত ছিল" শত শত মানুষের অব্যক্ত উক্তি হুমায়ন আহমদ স্যার ব্যক্ত করেছেন।আসলেই আমদের যাকে ভালবাসা উচিত আমরা তাকে ভাল না বেসে যাকে ভালবাসা উচিত নয় তাকেই বাসি।
ইউটিউব ঘাটতে ঘাটতে হঠাৎ এই অনুষ্ঠানটি নজরে আসলো,একটানা দেখে শেষ করছি। আজও কাঁদলাম তবে বাকের ভাইয়ের জন্য না, মুনার মাকে নিয়ে কবিতাটা আমাকে আপ্লুত করে দিলো। আল্লাহ্ পাক আপনি আমার আম্মা সহ যাদের মা জীবিত আছে সেই মা'দের নেক হায়াত দান করূন। আমিন।
অনুষ্ঠানে দুঃখের কিছু নেই কিন্তু ব্যাকগ্রাউন্ডের হিন্দি গান শুনে চোখের পানি আটকাতে পারলাম না (যদিও গানটা মোটেও দঃখের না)। স্যারের কথা মনে পড়ে গেলো। কাহিনির সাথে গানের সিলেকশন অপূর্ব। তুলনা হয় না।
নাটকটা দেখার পর আমাকে অনেক কাঁদিয়েছে,,,তারপর থেকে এই নাটকের কথা মনে হলেই আমার কান্না চলে আসে,,, হূমায়ুন আহমেদ স্যার এমন ভাবে মানুষের গভীরে ঢুকতে পারে আমার ধারনার বাহিরে ছিলো,,,আর বাকের ভাই এর মত এমন চরিত্র আমি এর আগে জীবনে কোনদিন দেখিনি,,,,,,।
টেলিভিশন জগতে বাংলা নাটকের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাটক "কোথাও কেউ নেই! " সে সময়ে এতো আধুনিক যন্ত্রপাতি ছিলো না! ছিলো নিখুঁত অভিনয় এবং হৃদয় ছুয়ে যাওয়া সংলাপ! ভালোবাসার আরেক নাম " কোথাও কেউ নেই!❤
প্রতিটা চরিত্রই যে কি অসাধারণ এই নাটকের। মুনা চরিত্রের কি অভিনয় ! সাবলীল অভিনয় , কস্টিউম, মেকআপ, আবহ সঙ্গীত সব ; সব মিলিয়ে এত স্পর্শকাতর!!! যতবার দেখি চোখ আপনাআপনি ভিজে যায়।
ক্লাস সিক্স এর স্টুডেন্ট ছিলাম।এমন নাটক শত সহস্র বছরে একটি হয়। বাকের ভাই এর ফাঁসির পরের দিন আমাদের বাজারে থমথমে অবস্থা আর ফাঁসি নিয়ে আলোচনা। এবং মিছিল ও হয়েছিল।
যতোবার, দেখি ততোবার কাঁদি.. বাকের ভাইয়ের আর মুনার যে অতুলনীয় অভিনয়. বাকী প্রত্যেকজনের... আজকে ভাবি যদি শ্রদ্ধেয় হুমায়ন স্যার বেঁচে থাকতেন.. কি যে ছিলো তাঁর সৃষ্টিশীল প্রতিভা!!!
ইউটিউবে খুঁজে খুঁজে পুরোনো নাটকগুলো দেখি। বার বার দেখি। কিন্তু ‘ কোথাও কেউ নেই ‘ নাটকটা খুঁজে দেখার কোন ইচ্ছেও হয় না। কারন সেই ছোট বয়সে পুরো নাটক দেখে এতটাই কষ্ট পেয়েছিলাম যে সেই স্মৃতি মনে আনতেও চাই না। যেন আমিও ওদের কেউ ছিলাম। সব শেষের সেই কোথাও কেউ নেই অনুভূতি আজো আমাকে স্পর্শ করুক, তা আমি চাই না। এতটাই আচ্ছন্নময় ছিল এ নাটকটা । অসাধারন সৃষ্টি।
নক্ষত্রের রাত,কোথায় কেউ নেই,আজ রবি বার,,,,,এই নাটক গুলো হাজার বছরেও আলোচিত হয়ে থাকবে।।হাজার হাজার প্রজন্ম এই নাটক গুলোকে মনে রাখবে। এই নাটক গুলো দেখে এতো কেঁদেছি যে দুই দিন মাথার ব্যাথায় উঠতে পারিনি।
কখন যে ১ ঘন্টা সময় চলে গেলো বুঝতেই পারলাম না।।আমি কখনোই আলোচনা অনুষ্ঠান দেখিনা,অথচ এই আলোচনায় সেই নাটকের ভিতরে ঢুকে গিয়েছিলাম।। সবাই অসাধারণ। শিলা আহমেদ দারুন ছিলো❤❤
অনেক ভালো ভালো ধারাবাহিক নাটক বাংলাদেশ টেলিভিশন থেকে প্রচারিত হয়েছে, যার অধিকাংশই কথাসাহিত্যিক হুমায়ুন আহাম্মেদ কতৃক রচিত, আমি মনে করি "কোথাও কেউ নেই" নাটকটি বাংলাদেশ টেলিভিশন নাটক জগতে একটি অবিস্মরণীয় ইতিহাস, মানুষ যুগ যুগান্তরে এই নাটকের কথা স্মরণ রাখবে,হয়তোবা আজীবন মনে রাখবে,, যারা এই নাটকে অভিনয় করেছেন তারাও ইতিহাস,যদি সেই সময়ে এই নাটকের কথা স্মৃতিচারণ করি তাহলে বলতে হয়,,শেষ পর্ব বা বাকের ভাইয়ের ফাঁসির দিন বা পর্বে রাস্তায় কোন মানুষ ছিলনা রাস্তা ছিল জনশূন্য,বাজার হাট দোকান পাট সন্ধ্যার মধ্যে বন্ধ হয়ে গিয়েছিল,,শেষ পর্বের আগে মিছিল হয়েছিল যাতে বাকের ভাইয়ের ফাঁসি না হয়,ফাঁসি হয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় গায়বানা জানাজা সহ কুলখানি অনুষ্ঠিত হয়েছিল,বোদির বিরুদ্ধে মিছিল হয়েছিল,,শোকে স্তব্ধ হয়ে গেছিলো মানুষ, সবাই কেঁদেছিল,,শোনা যায় তৎকালীন প্রধানমন্ত্রী হুমায়ুন আহাম্মেদকে অনুরোধ জানিয়েছিলেন বাকের ভাইকে ফাঁসি না দিয়ে তাকে বাঁচানো যায় কিনা,,তবে জানিনা ঘটনাটি সত্য কিনা,,তবে আমি মনে করি অভিনয় এমনি হওয়া উচিৎ, কাহিনি এমনিই হওয়া উচিৎ, এখানে লেখক এবং অভিনেতা সকলেই স্বার্থক।
এক কথায় অসাধারন, হয়েছে এই অনুষ্ঠান। আমিও দেখেছিলাম এই নাটক। special Thanks to আফজাল হোসেন। এবং আমন্ত্রিত অভিনেতা অভিনেত্রী রা এসেছেন বলে এই অনুষ্ঠান অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ সবাইকে।
সংশপ্তক, কোথাও কেউ নেই, অয়োময়, বহুব্রিহী, আজ রবিবার, হিমু সহ অনেক নাটক দেখেছি আপনাদের। তখন স্কুলে পড়তাম। এখন উইটিউব থেকে সেই নাটকগুলো আবারও দেখছি। অনেক ব্যস্ত জীবনের মধ্যে কিছুটা অবসর পেয়েছি। আপনাদের সময়কার নাটকের মান এবং অভিনয়ের মান সত্যিই খুব ভালো ছিল। হুমায়ুন ফরিদি, আসাদুজ্জামান নূর, সুবর্না মোস্তফা, আ: কাদের সহ অনেক অভিনেতা অভিনেত্রীকে আমার খুব ভালো লাগে। হুমায়ুন আহমেদ স্যারের নাটক সিনেমা যেমন অনেক দেখেছি বইও পড়েছি অনেক। অসাধারন অভিনয় আপনাদের। বাংলাদেশের সাহিত্য জগতকে আলোকিত করেছেন আপানারা। সংস্কৃতির রাজধানী কুষ্টিয়া, আমি কুষ্টিয়ার ছেলে। এখনও অনেক ভালো ভালো অভিনেতা আছেন, কিন্তু অপসংস্কৃতি পরিলক্ষিত হয়। আবার আলো জালান, দেশকে ভালো মানসম্মত সাহিত্য সংস্কৃতি উপহার দেন। আসাদুজ্জামন নূর স্যার আমার প্রিয় একজন অভিনেতা, কিন্তু যখন জানলাম তিনি একজন বর্ত মান আওয়ামিলীগার তখন মন থেকে মেনে নিতে পারি নাই। আপনাদের কাছে সংস্কার প্রত্যাশা করি, অপসংস্কার নয়। সূবর্না আপা কোথাও কেউ নেই আর সংশপ্তক দটো নাটকেই আপনি অসাধারন উপহার দিয়েছেন। বাকের ভায়ের মৃত্য মানতে পারি নাই। দুই হুমায়ুন স্যারের মৃত্য অনেক কষ্ট দিয়েছে। সত্যিই আল্লাহ আপনাদের অসাধারন প্রতিভা দান করেছেন।
এখনকার ৪০-৪৫ মিনিটের নাটক দেখতে অসহ্য লাগে। কিন্তু হুমাউন স্যারের নাটক আজ রবিবার একদিনে দেখেছি তারপর কেউ কোথাও নাই ৯ ঘন্টার নাটক ৩ দিনে শেষ করে পুরা ফিদা কীভাবে সম্ভব ছিল প্রত্যেকটা ক্যারেক্টার এভাবে ফুটিয়ে তোলা হুমায়উন স্যারের সংলাপ ও গল্পের পুরা ফ্যান হয়ে গেছি।
সবাই নাটকের চরিত্র গুলোর কথা বলেন, কিন্তু এই ২৫ বছরে কোথাও শুনলাম না যে নাটকের কাহিনী, চরিত্র, সংলাপ গুলো হৃদয় স্পর্শ করার আরও একটি প্রধান কারন আবহ সংগীত৷ মকসুদ জামিল মিন্টু এই নাটকে যেই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন তা আর কখনো কোন নাটক বা সিনেমাতেও সম্ভব না।
আলহামদুলিল্লাহ। আমি একজন বাঙালি হিসেবে গর্বিত এরকম একটা নাটক আমার দেশে হয়েছে। বাঙালির আবেদন কখনো এই নাটক থেকে সরে যাবেনা। আমি বা আমার মতো অনেকেই এখনকার সময়ের কিন্তু এইসব নাটক আমরা দেখছি, সেই সময়টা দেখছি, শিখছি। বিটিভি সর্ব কালের সেরা চ্যানেল এরকম নাটক তৈরি করে দেখাতে পেরেছে। হুমায়ূন আহমেদ ও হুমায়ূন ফরিদী স্যারের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
2021 সালে এই নাটক টি দেখলাম। 1 বছর আগে পর্যন্ত ও হুমায়ূন আহমেদের লেখা কিছুই বুঝতাম না তাই পড়তেও আগ্রহ লাগতো না, কিন্তু নাটক টির সমাপ্তির পর সমাজের প্রতি দৃষ্টিভঙ্গি, মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি সব বদলে গেলো। এত দিন পর্যন্ত প্রিয় লেখক ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন আর একজন লেখক যুক্ত হলেন তিনি হলেন স্যার হুমায়ূন আহমেদ। নাটক শেষ করার পর অঝোরে কাঁদা ছাড়া আর কোনো উপায় রাখেননি স্যার হুমায়ূন আহমেদ। ভারত থেকে অনেক ভালোবাসা রইলো।❤️🙏
আসলেই এমন একজন হুমায়ূন আহমেদ আর হবেনা এবং এমন কিছু অমর সৃষ্টি ও হবেনা। সেই সাথে আপনাদের মতো অসাধারণ অভিনেতা অঅভিনেত্রী ও আর পাবোনা।যে দিন যায় সে দিন আর ফিরে আসেনা। বড় আফসোস।
পুরো নাটকটি দেখে যতটা মন খারাপ হয়েছিল। এই টকশো টা দেখে আবার মনটা ভালো হয়ে গেল।পাশাপাশি আবার এটা জেনেও কষ্ট লাগলো যে অনেক অভিনেতারাই মৃত্যু বরন করেছে।যে সব অভিনেতারা এখন বেচে আছে হয়তো একদিন তারাও থাকবেনা,থাকবোনা আমরাও।কিন্তু থেকে যাবে ইউটিউবের এই নাটকের পর্ব গুলি। যেগুলো দেখে অনেকেই কান্না করবে আর ভাববে এমন নাটক ও আমাদের বাংলাদেশে হয়েছিল।কোথায় হারিয়ে গেলো সেই স্বর্ণালি সময়।🖤
নাটকের প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখে অজান্তেই চোখের পানি পড়েছিল,কিছুতেই মনকে সামাল দিতে পারিনি,নিজেকে বিশ্বাস করাতে খুব কষ্ট হচ্ছিল এটা শুধু একটা নাটক বাস্তব না।
আমার প্রিয় একটি নাটক,,,এই অনুষ্ঠানটি দেখে আমার ছোট বেলার কথা মনে পড়ে গেলো,,, আমাদের বাড়ির পাশে একটা চা দোকান ছিলো। ঐখানে একটা সাদা কালো একটা টিভি ছিলো,নাটকটি দেখার জন্য নাটকটি শুরু হওয়ার আগে গিয়ে ঐখানে বসে থাকতাম।
আমার জন্ম ১৯৯৩ তে আর এই ধারাবাহিকটির নির্মাণ সনও ঐ একই!(নাটকের কোনো এক পর্বে অফিসের দেওয়ালে ক্যালেন্ডার টাঙানো ছিল সেটা দেখে বললাম।) আজ ৩০ বছর পর প্রথমবার নাটকটি দেখছি। (নাটকের ২\৩ অংশ দেখার পর এই অনুষ্ঠানের ভিডিও টি সামনে আসলো।) এই নাটকের পুরো পর্ব জুড়ে কখনও হেসেছি কখনো কেদেছি। বদু ও অন্যান্য চরিত্রর কমেডি সংলাপগুলো যেমন হাসির খোরাক দেয় তেমনি মুনা কিংবা বাকের ভাইয়ের জীবনের নানা ঘাত- অন্তর্ঘাত ট্রাজেডিক দৃশ্যগুলো মনকে নাড়িয়ে দিয়ে চোখের কোণে জল এনে দেয়। হুমায়ুন আহমেদ স্যারের এক অনবদ্য ও কালজয়ী সৃষ্টি- ' কোথাও কেউ নেই।' মানুষের বাস্তবজীবনের দর্শন খুজে পাওয়া যায় এ নাটকে। আর একটি কথা এই ধারাবাহিকের Title song টি আমার ভীষণ ভালো লাগে প্রতি পর্বের শুরুতে প্রায় মিনিট দুই টাইটেল দেখানোর হয় কিন্তু আমি না টেনে সম্পূর্ণ দেখি কারণ মিউজিকটি ভীষণ হৃদয়গ্রাহী। নাটকের মূলভাব "কোথাও কেউ নেই "- অর্থাৎ একাকীত্বের ভাবটি এখানে ফুটে উঠে। নাটকের অভিনেতা- অভিনেত্রী ও কলা-কুলশী সকলকে আমার আন্তরিক ধন্যবাদ।
মানুষ কেন বৃদ্ধ হয়😥😥 যদি এমন নিয়ম না হত তাহলে উনাদের সবাইকে আগের মতই লাগতো বয়সের সাথে সাথে শরীরের কত পরিবর্তন😫😫আমি তো উনাদের সেই সময়ের মত করেই কল্পনা করি😥😥
হুমায়ুন আহমেদ স্যারের একেকটা নাটক ইতিহাস হয়ে থাকবে,বিশেষ করে এই কোথাও কেউ নেই নাটক টা, আসলে খুব ভালো লাগে ভাবতে, যে হুমায়ুন আহমেদ এর মতো এতো গুনি একজন ব্যক্তি আমার জেলায় জন্ম গ্রহণ করেছিলেন।
আমি বাঙলা কলেজের হলে থাকি তখন ২০১২ সাল। তখন আমার গায়ে ১০২+ জ্বর,ঘুম আসেনা, তখন আমি "এই কোথাও কেউ নাই" নাটক প্রথম দেখি, এমন নেশা লাগে, এক টানা নাটকটা শেষ করে নুহাশপল্লী গিয়া হুমায়ুন স্যারের কবর জিয়ারত করে, ভিতরে গিয়া কাদের যেনো অনুষ্ঠান ছিলো, না বলে খেয়ে আসছি। আমি কোনোদিন ভুলবো না। তারপর অনেকদিন আমি ধানমন্ডি ৩ এ জিগাতলায় হুমায়ুন স্যারের বাসা "দখিন হাওয়া" বাসার সামনে বহুদিন গেছি,,কারো দেখা পাইনাই। ভালোবাসি স্যার, তারপর থেকে আমি হুমায়ুন স্যারের প্রায় সব নাটকগুলো দেখছি।
এরকম অনুষ্ঠান আরো চাই। কি বলবো সব প্রিয় অভিনেতা অভিনেত্রী বসে আছেন সবার অভিনয় অনেক ভাল লাগে ।সেই ছোট বেলা কোথাও কেউ নেই নাটক দেখেছিলাম মনেও নেই, কিছু দিন আগে আবার দেখলাম আর কাঁদলাম। সত্যি এরকম নাটক আর হবেনা আমাদের দেশে।হুমায়ূন sir এর সব নাটক আমি দেখেছি । এখনো দেখি অনেক ভাল লাগে। ওনার নাটকে কোন চরিত্র কেই ছোট করে দেখা হতনা এই গুনটা হুমায়ূন আহমেদের ছিল। দর্শক রাও এই চরিত্র গুলো মনে রাখত যেমন রহিমার মা এখনো সবার কাছে পরিচিত ।নূর sirকে অনেক ভাল লাগে সেই ছোট বেলা থেকেই । বদি ভাই, ওনার নামটাও কিছু দিন আগে জানলাম আবদুল কাদের,উনাকে বদি ভাই নামেই চিনি আর বদি ভাই হয়ে থাকবেন ।
কোথাও কেউ নেই 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖 নাটকের দৃশ্য গুলো এই সময় এসেও কি জীবন্ত লাগলো,কি অভিনয় করেছিলেন তারা ,আমি লিখছি আমার চোখ ঘোলা হয়ে আছে। হুমায়ূন আহমেদের জন্য💛💛💛 ভালো থাকবেন আপনি
আমার দেখা সেরা বাংলা নাটক এটি। নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম একটা আকর্ষণ বজায় ছিল। নাটকটি দেখার সময় কখনো বিরক্ত লাগে নাই। আমার চোখে সামনে এখনও নাটকের চরিত্র গুলো মনে হয় ভাসছে।
২৭ বছর পর নাটকের সবগুলো পর্ব দেখেছি আজ,চোখের কোনে পানিও চলে আসছে,মনে হয়েছিলো চোখে কিছু পড়েছে আসলে এই শহরে ধূলো বেড়ে গেছে তো হয়তো তাই এমন হয়েছে। আসাদুজ্জামান নূর স্যারের মুটামুটি অধিকাংশ নাটক আমার দেখা হয়ে গেছে,ভালোবাসি স্যার আপনাকে। অনন্য সৃষ্টির নায়ক হুমায়ুন আহমেদ স্যারকে স্যালুট।
নাটকটা দেখে পঁচিশ বছর আগেও কেঁদেছিলাম,এখনো দেখে কাঁদি।এমন নাটক বহু যুগে একবারেই হয়,এমন নির্মাতাও শত বছরে একজনই জন্মায়।
ভাই মনে করে দিয়েন না কষ্ট পাই
Assa bolen to ei natok ta dekhar por sele meyera aro besi prem kora suru korsilo
@@mdabdullahal-jihad.6435 মেয়েরা বেশি প্রেম করা শুরু করে নাই,তবে ছেলেরা চাবি ঘুরানো বেদম হারে শুরু করেছিলো।
একজন ভালো মনের মানুষ হলে অবশ্যই আবেগ ধরে রাখা দায়. মানুষের মনের শিশুটা হারিয়ে গেলে সে তো আর তখন মানুষই থাকেনা.............
@@NaturewithSS মেয়েরা মাষ্টারের প্রেমে পরা শুরু করেছিল ঐ নাটকের পর থেকেই।
জীবনে প্রথম কোনো আলোচনা অনুষ্ঠান এত মনোযোগ দিয়ে দেখলাম!
amio 2021 a aisa pura natok ta dekar por o aro dekta mon cacca..akon ai onostan ta dektaci
আমিও
কোথাও কেউ নেই,, আমার দেখা সেরা নাটক,, বিশেষ করে সুবর্ণা আপুর অভিনয় মনকাড়া
খুবই সত্যি কথা
মুনা, সুখ বলতে কিছু যার কপালে নাই............
✅✅
এখন পর্যন্ত কোন নাটক দেখে কাঁদি নাই। কিন্তু কোথাও কেউ নাই দেখে শেষ পর্যন্ত কাঁদতে হলো।
হুমায়ুন আহমেদ স্যার আসলেই অসাধারণ একজন লেখক।
"বাকের ভাই আমার মনে হয় আপনাকেই ভালবাসা উচিত ছিল" শত শত মানুষের অব্যক্ত উক্তি হুমায়ন আহমদ স্যার ব্যক্ত করেছেন।আসলেই আমদের যাকে ভালবাসা উচিত আমরা তাকে ভাল না বেসে যাকে ভালবাসা উচিত নয় তাকেই বাসি।
বদি ভায়ের মৃত্যুর খবর শোনার পর দেখতে আসলাম। অনবদ্য অভিনয়। হুমায়ূন আহমেদ আমার খুব প্রিয় কথাসাহিত্যিক। আল্লাহ্ সবাইকে ভাল রাখুক।
আপনার কমেন্ট পড়ার পর জানতে পারলাম বদি ভাই মারা গেছেন 😭
ইউটিউব ঘাটতে ঘাটতে হঠাৎ এই অনুষ্ঠানটি নজরে আসলো,একটানা দেখে শেষ করছি। আজও কাঁদলাম তবে বাকের ভাইয়ের জন্য না, মুনার মাকে নিয়ে কবিতাটা আমাকে আপ্লুত করে দিলো। আল্লাহ্ পাক আপনি আমার আম্মা সহ যাদের মা জীবিত আছে সেই মা'দের নেক হায়াত দান করূন। আমিন।
আমার আব্বুর কাছে সুনেছিলাম তারপর ২ দিন ধরে নাটকটা দেখেছি খুবি ভালো লেগেছে ২০৫০ সাল এ যারা এই নাটকটা দেখবে ভেবে নিবো তারা রুচিসম্মত দর্শক হবে 💗🌸
তুমি শুনেছিলে আর আমি শেষের ২ টা পর্ব দেখেছি সাদা কালে বিটিভিতে, আমার দেখা সেরা নাটক
অনুষ্ঠানে দুঃখের কিছু নেই কিন্তু ব্যাকগ্রাউন্ডের হিন্দি গান শুনে চোখের পানি আটকাতে পারলাম না (যদিও গানটা মোটেও দঃখের না)। স্যারের কথা মনে পড়ে গেলো। কাহিনির সাথে গানের সিলেকশন অপূর্ব। তুলনা হয় না।
নাটকটা দেখার পর আমাকে অনেক কাঁদিয়েছে,,,তারপর থেকে এই নাটকের কথা মনে হলেই আমার কান্না চলে আসে,,, হূমায়ুন আহমেদ স্যার এমন ভাবে মানুষের গভীরে ঢুকতে পারে আমার ধারনার বাহিরে ছিলো,,,আর বাকের ভাই এর মত এমন চরিত্র আমি এর আগে জীবনে কোনদিন দেখিনি,,,,,,।
গত মাসে সব গুলো পর্ব দেখেছি। নাটক টি দেখে হাসি এবং কান্না কোনটাই থামানো যায়নি।২৭ বছর আগের এই নাটক টি এখন আমার দেখা সেরা নাটক।
একটা ঘটনার মাধ্যমে সামাজিক অপরাধ কিভাবে এই সমাজে চলে তার বাস্তবতা তুলে ধরেছেন। অসাধারণ হুমায়ুন স্যার
মাকে আমার পড়ে না মনে" এই কবিতাটা যখন সুবর্ণা মোস্তফা "শীলাকে" পড়ে শোনায় তখন চোখ দিয়ে পানি এসে পড়ে।
শিলা নাকি লিনা?😒
@@mehrinshova5730 চরিত্রের নাম লিনা, অভিনেত্রীর নাম শিলা (হুমায়ুন আহমেদের মেয়ে)
Same obosta amaro😢😢😢😭😭
same vai😪
Same vai
২৮ বছর পর আবার অনেক কাঁদলাম।আফজাল ভাইকে অ
নেক ধন্যবাদ।
টেলিভিশন জগতে বাংলা নাটকের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাটক "কোথাও কেউ নেই! " সে সময়ে এতো আধুনিক যন্ত্রপাতি ছিলো না! ছিলো নিখুঁত অভিনয় এবং হৃদয় ছুয়ে যাওয়া সংলাপ! ভালোবাসার আরেক নাম " কোথাও কেউ নেই!❤
প্রতিটা চরিত্রই যে কি অসাধারণ এই নাটকের। মুনা চরিত্রের কি অভিনয় ! সাবলীল অভিনয় , কস্টিউম, মেকআপ, আবহ সঙ্গীত সব ; সব মিলিয়ে এত স্পর্শকাতর!!! যতবার দেখি চোখ আপনাআপনি ভিজে যায়।
সবার অভিনয় কত সাবলীল ছিলো।প্রত্যেকটি চরিত্র খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন তারা।আর মুনা চরিত্রের কথা কি বলবো সুর্বনা ম্যাম তো কাঁদিয়ে দিয়েছে সবাইকে ❤️
নাটক টা দেখে মন খারাপ হইছিল, কিন্তু এখানে সবাইকে দেখে মন ভালো হয়ে গেলো
কোথাও কেউ নেই আমার দেখা সেরা নাটক বাংলাদেশের। আরেকটা হুমায়ুন আহমেদ। আরেকটা হুমায়ুন ফরিদি। আরেক টা আসাদুজ্জামান নূর। হয়তো আর কখনোই আসবে না এ দেশে। 🥺😔😔
আমি আশ্চর্য
২৮ বছর আগের নাটক অথচ আজো বুক ফেটে কান্না পেল। কী অদ্ভুত সে অভিনয়।
২২শে সেপ্টেম্বর ২০২১
ক্লাস সিক্স এর স্টুডেন্ট ছিলাম।এমন নাটক শত সহস্র বছরে একটি হয়।
বাকের ভাই এর ফাঁসির পরের দিন আমাদের বাজারে থমথমে অবস্থা আর ফাঁসি নিয়ে আলোচনা। এবং মিছিল ও হয়েছিল।
যতোবার, দেখি ততোবার কাঁদি..
বাকের ভাইয়ের আর মুনার যে অতুলনীয় অভিনয়.
বাকী প্রত্যেকজনের...
আজকে ভাবি যদি শ্রদ্ধেয় হুমায়ন স্যার বেঁচে থাকতেন..
কি যে ছিলো তাঁর সৃষ্টিশীল প্রতিভা!!!
মোনা চরিত্র টা সবচেয়ে শক্তিশালী ছিল আমার মতে🥰🥰
ইউটিউবে খুঁজে খুঁজে পুরোনো নাটকগুলো দেখি। বার বার দেখি। কিন্তু ‘ কোথাও কেউ নেই ‘ নাটকটা খুঁজে দেখার কোন ইচ্ছেও হয় না। কারন সেই ছোট বয়সে পুরো নাটক দেখে এতটাই কষ্ট পেয়েছিলাম যে সেই স্মৃতি মনে আনতেও চাই না। যেন আমিও ওদের কেউ ছিলাম। সব শেষের সেই কোথাও কেউ নেই অনুভূতি আজো আমাকে স্পর্শ করুক, তা আমি চাই না। এতটাই আচ্ছন্নময় ছিল এ নাটকটা । অসাধারন সৃষ্টি।
এই নাটকের অনেক ফেমাস ক্যরেক্টার হল হুমায়ুন ফরিদি স্যার, অসম্ভব সুন্দর সাবলীল অভিনয়,,
humayun faridi baker vaia e kotha theke ashlo vai???
@@nabilkhan6891 lawyer er cast korechilo
arekbar dekhle bujhben
@@nabilkhan6891 তাহলে তুই নাটকই দেখসনাই । শুনে শুনে ফাল পারস
হুম উকিল হলেও কিছুটা মিসির আলী টাইপের এজন্য ভালো লাগছে।
কোথাও কেউ নেই " কি এক আবেগ,মায়া ছিল নাটকের প্রতিটি সংলাপে
সুবর্ণা মোস্তফা একটা প্রতিষ্ঠান , এত সুন্দর অভিনয়, বাচন ভংগী অসাধারণ।
"কোথাও কেউ নেই "নাঠকটি যতবার দেখি,ততবারই চোখ দিয়ে পানি পড়ে বালিস ভিজে যায়।অসাধারণ একটা নাঠক। নাঠকের শেষ অংশে " বাঁকের ভাইয়ের" ফাঁশি হলে,,😭
পরপারে ভালো থাকুক, "হুমায়ুন আহমেদ স্যার".
নক্ষত্রের রাত,কোথায় কেউ নেই,আজ রবি বার,,,,,এই নাটক গুলো হাজার বছরেও আলোচিত হয়ে থাকবে।।হাজার হাজার প্রজন্ম এই নাটক গুলোকে মনে রাখবে। এই নাটক গুলো দেখে এতো কেঁদেছি যে দুই দিন মাথার ব্যাথায় উঠতে পারিনি।
কখন যে ১ ঘন্টা সময় চলে গেলো বুঝতেই পারলাম না।।আমি কখনোই আলোচনা অনুষ্ঠান দেখিনা,অথচ এই আলোচনায় সেই নাটকের ভিতরে ঢুকে গিয়েছিলাম।। সবাই অসাধারণ। শিলা আহমেদ দারুন ছিলো❤❤
অনেক ভালো ভালো ধারাবাহিক নাটক বাংলাদেশ টেলিভিশন থেকে প্রচারিত হয়েছে,
যার অধিকাংশই কথাসাহিত্যিক হুমায়ুন আহাম্মেদ কতৃক রচিত, আমি মনে করি "কোথাও কেউ নেই" নাটকটি বাংলাদেশ টেলিভিশন নাটক জগতে একটি অবিস্মরণীয় ইতিহাস, মানুষ যুগ যুগান্তরে এই নাটকের কথা স্মরণ রাখবে,হয়তোবা আজীবন মনে রাখবে,, যারা এই নাটকে অভিনয় করেছেন তারাও ইতিহাস,যদি সেই সময়ে এই নাটকের কথা স্মৃতিচারণ করি তাহলে বলতে হয়,,শেষ পর্ব বা বাকের ভাইয়ের ফাঁসির দিন বা পর্বে রাস্তায় কোন মানুষ ছিলনা রাস্তা ছিল জনশূন্য,বাজার হাট দোকান পাট সন্ধ্যার মধ্যে বন্ধ হয়ে গিয়েছিল,,শেষ পর্বের আগে মিছিল হয়েছিল যাতে বাকের ভাইয়ের ফাঁসি না হয়,ফাঁসি হয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় গায়বানা জানাজা সহ কুলখানি অনুষ্ঠিত হয়েছিল,বোদির বিরুদ্ধে মিছিল হয়েছিল,,শোকে স্তব্ধ হয়ে গেছিলো মানুষ, সবাই কেঁদেছিল,,শোনা যায় তৎকালীন প্রধানমন্ত্রী হুমায়ুন আহাম্মেদকে অনুরোধ জানিয়েছিলেন বাকের ভাইকে ফাঁসি না দিয়ে তাকে বাঁচানো যায় কিনা,,তবে জানিনা ঘটনাটি সত্য কিনা,,তবে আমি মনে করি অভিনয় এমনি হওয়া উচিৎ, কাহিনি এমনিই হওয়া উচিৎ, এখানে লেখক এবং অভিনেতা সকলেই স্বার্থক।
Yes you right.
আপনার নাম কী বাঁশরী?
কোথাও কেউ নেই ❤️
নাটকটি দেখে এমন কেউ নেই কাঁদেননি 🥺
ami kadi ni
কালজয়ী নাটকটা নিয়ে এমন একটা অনুষ্ঠান খুব বেশি আশা করেছিলাম । স্মৃতি হয়ে থাকবে ।
অনেকেই বেঁচে নেই থাকলে বোধহয় এখানে দেখা যেত।আল্লাহ তুমি ওনাদের বেহেস্ত নসীব করুন।
Ameen.
বেহেস্ত নসিব নয় , আত্বার শান্তি হউক 😇
আমিন
Ameen
@@shujjomukhi3654 কেন বেহেশত নসিব নয়? এটা কেমন কথা বললেন??
সবারই অভিনয় পারফেক্ট ছিল। অসাধারণ নাটক। হুমায়ুন স্যার ছারা এ রকম স্ক্রিপ্ট সম্ভব না। 😍😍
Love for all the great artist of the play written by Humayun Ahammad. Love u all from India.
খুবই ভালো লাগলো "কোথাও কেউ নেই" এর কিংবদন্তিদের দেখে। "নক্ষত্রের রাত" এর নক্ষত্রদের যারা দেখতে চান তারা লাইক দিন।
এক কথায় অসাধারন,
হয়েছে এই অনুষ্ঠান।
আমিও দেখেছিলাম এই নাটক।
special Thanks to আফজাল হোসেন।
এবং আমন্ত্রিত অভিনেতা অভিনেত্রী রা
এসেছেন বলে এই অনুষ্ঠান অনেক সুন্দর হয়েছে,
ধন্যবাদ সবাইকে।
অসাধারণ একটা ব্যাগরাউনড মিউজিক, আজও শুনলে কান্না পায়।
আল্লাহ জান্নাত বাসি করুন,, হুমায়ূন আহমেদ স্যারকে
সংশপ্তক, কোথাও কেউ নেই, অয়োময়, বহুব্রিহী, আজ রবিবার, হিমু সহ অনেক নাটক দেখেছি আপনাদের। তখন স্কুলে পড়তাম। এখন উইটিউব থেকে সেই নাটকগুলো আবারও দেখছি। অনেক ব্যস্ত জীবনের মধ্যে কিছুটা অবসর পেয়েছি। আপনাদের সময়কার নাটকের মান এবং অভিনয়ের মান সত্যিই খুব ভালো ছিল। হুমায়ুন ফরিদি, আসাদুজ্জামান নূর, সুবর্না মোস্তফা, আ: কাদের সহ অনেক অভিনেতা অভিনেত্রীকে আমার খুব ভালো লাগে। হুমায়ুন আহমেদ স্যারের নাটক সিনেমা যেমন অনেক দেখেছি বইও পড়েছি অনেক। অসাধারন অভিনয় আপনাদের। বাংলাদেশের সাহিত্য জগতকে আলোকিত করেছেন আপানারা। সংস্কৃতির রাজধানী কুষ্টিয়া, আমি কুষ্টিয়ার ছেলে। এখনও অনেক ভালো ভালো অভিনেতা আছেন, কিন্তু অপসংস্কৃতি পরিলক্ষিত হয়। আবার আলো জালান, দেশকে ভালো মানসম্মত সাহিত্য সংস্কৃতি উপহার দেন। আসাদুজ্জামন নূর স্যার আমার প্রিয় একজন অভিনেতা, কিন্তু যখন জানলাম তিনি একজন বর্ত মান আওয়ামিলীগার তখন মন থেকে মেনে নিতে পারি নাই। আপনাদের কাছে সংস্কার প্রত্যাশা করি, অপসংস্কার নয়। সূবর্না আপা কোথাও কেউ নেই আর সংশপ্তক দটো নাটকেই আপনি অসাধারন উপহার দিয়েছেন। বাকের ভায়ের মৃত্য মানতে পারি নাই। দুই হুমায়ুন স্যারের মৃত্য অনেক কষ্ট দিয়েছে। সত্যিই আল্লাহ আপনাদের অসাধারন প্রতিভা দান করেছেন।
আফসানা মিমি মনে গেঁথে গিয়েছিলো❤
লিনার (শিলা) অভিনয় দেখে পুরাই অবাক হয়ে গিয়েছিলাম।
কোথাও কেও নেই❤️
কালকে দেখলাম❤️
সুর্বনা ম্যাডামের অভিনয় আসাধারণ লাগলো.... সুপার ছিল।
আমার জিবনের দেখা সবচেয়ে সেরা একটা নাটক এইটা,ধন্যবাদ হুমায়ূন আহমেদ, আপনার জন্যই এত সুন্দর একটা নাটক দেখতে পেরেছি। মিস ইউ লিজেন্ড হুমায়ূন ফরিদী।
এখনকার ৪০-৪৫ মিনিটের নাটক দেখতে অসহ্য লাগে। কিন্তু হুমাউন স্যারের নাটক আজ রবিবার একদিনে দেখেছি তারপর কেউ কোথাও নাই ৯ ঘন্টার নাটক ৩ দিনে শেষ করে পুরা ফিদা কীভাবে সম্ভব ছিল প্রত্যেকটা ক্যারেক্টার এভাবে ফুটিয়ে তোলা হুমায়উন স্যারের সংলাপ ও গল্পের পুরা ফ্যান হয়ে গেছি।
কোথাও কেউ নেই,বাংলাদেশের নাটকের ইতিহাসের শ্রেষ্ঠ নাটক 😍
সবাই নাটকের চরিত্র গুলোর কথা বলেন, কিন্তু এই ২৫ বছরে কোথাও শুনলাম না যে নাটকের কাহিনী, চরিত্র, সংলাপ গুলো হৃদয় স্পর্শ করার আরও একটি প্রধান কারন আবহ সংগীত৷ মকসুদ জামিল মিন্টু এই নাটকে যেই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন তা আর কখনো কোন নাটক বা সিনেমাতেও সম্ভব না।
আপনি ঠিক বলেছেন
,
R8 vai
Akdom thik nai
আসলেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হৃদয় নাড়া দেয়!!
যতবার দেখি ততবারই চোখ থেকে পানি পরে।।।আমার দেখা অস্থির একটা নাটক❤❤❤❤❤❤❤❤
বড় দুঃখে মানুষ কাঁদে না
মানুষ কাঁদে ছোট ছোট দুঃখে।
----------বাকের ভাই এর কালজয়ী সেই উক্তি আমাকে আজও কাঁদায়।
খুব মিস করি কিংবদন্তি হুমায়ুন ফরিদী স্যার কে😔 কোথায় কেও নেই এমন নাটক আর দ্বিতীয় আসবেনা ❤️🥀
এই নাটক সম্বন্ধে অনেক কথা বলা যায় কিন্তু , এই নাটকের চরিএ গুলো, কোথাও কেউ নেই, হয়ে একদিন সত্যি রুপ দিবে।
আলহামদুলিল্লাহ। আমি একজন বাঙালি হিসেবে গর্বিত এরকম একটা নাটক আমার দেশে হয়েছে। বাঙালির আবেদন কখনো এই নাটক থেকে সরে যাবেনা। আমি বা আমার মতো অনেকেই এখনকার সময়ের কিন্তু এইসব নাটক আমরা দেখছি, সেই সময়টা দেখছি, শিখছি। বিটিভি সর্ব কালের সেরা চ্যানেল এরকম নাটক তৈরি করে দেখাতে পেরেছে। হুমায়ূন আহমেদ ও হুমায়ূন ফরিদী স্যারের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
এখানে সবাই আছে কিন্তু চরিত্র গুলোর কারিগর নাই।
এখানে সবাই নাই,
হুমায়ূন আহমেদ এবং হুমায়ূন ফরিদী নাই। অর্থাৎ....
tomalika nai,putol nai,shila ahmed nai,tar choto bhai nai...so kew ace kew nai
অসাধারণ সুন্দর নাটক, বলার মত ভাষা সত্যি সত্যিই নেই,,,অসংখ্য ধন্যবাদ হুমায়ুন আহমেদ স্যারকে
নাটকটা দেখার সময় ও মনে হত যেন এটা শেষ না হয়,,আর আজ এই আলোচনাটাও মনে হচ্ছিল যেন শেষ না হয়,, কিন্তু সব শেষ হয়ে যায়।
2021 সালে এই নাটক টি দেখলাম।
1 বছর আগে পর্যন্ত ও হুমায়ূন আহমেদের লেখা কিছুই বুঝতাম না তাই পড়তেও আগ্রহ লাগতো না, কিন্তু নাটক টির সমাপ্তির পর সমাজের প্রতি দৃষ্টিভঙ্গি, মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি সব বদলে গেলো। এত দিন পর্যন্ত প্রিয় লেখক ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন আর একজন লেখক যুক্ত হলেন তিনি হলেন স্যার হুমায়ূন আহমেদ।
নাটক শেষ করার পর অঝোরে কাঁদা ছাড়া আর কোনো উপায় রাখেননি স্যার হুমায়ূন আহমেদ।
ভারত থেকে অনেক ভালোবাসা রইলো।❤️🙏
নতুন প্রজন্মের লোক হয়েও এই নাটকটা পুরোটা দেখেছি। অদ্ভুতভাবে পুরোটা পর্বেই কেঁদেছি❤️🥺
আসলেই এমন একজন হুমায়ূন আহমেদ আর হবেনা এবং এমন কিছু অমর সৃষ্টি ও হবেনা। সেই সাথে আপনাদের মতো অসাধারণ অভিনেতা অঅভিনেত্রী ও আর পাবোনা।যে দিন যায় সে দিন আর ফিরে আসেনা। বড় আফসোস।
অসাধারন একটি অনুষ্ঠান আমরা মিছ করি হুমায়ুন আহমেদ স্যারের অনবদ্য সৃষ্টি আল্লাহ তাকে জান্নাত নসীব করুন।
আমার জন্মের আগের নাটক এটা যত দেখি মুনার প্রতি ভালবাসা বেড়ে যায়
কোথাও কেউ নেয় অসাধার,বাকের ভাই এর ফাঁসির সবচে বেসি কষ্ট লেগেছে মুনা ও একা হয়ে গিয়েছিল অবশেষে কোথাও কেউ রইলনা 😢 👍🏻
কোথাও কেউ নেই নাটকটিতে প্রত্যকের অভিনয় অসাধারণ,,, সুবর্ণা মোস্তফার চোখে অসাধারণ মায়া কষ্ট আনন্দ একসাথে ফুটে উঠেছিল,,,, নাটকটিতে মুনার কোথাও কেউ ছিল না,,,সত্যিকার অর্থে সাবলীল বাংলায়, মার্জিত রুচির,,, স্পষ্টবাদীর চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে,,,, সত্যি বলতে ভালোই লেগেছিল,, অনেক কিছু শিখলাম,,, হুমায়ুন আহমেদ অসাধারণ,,, কিছু বলার নেই
সবাইকে এক সাথে দেখে এতো ভাল লাগছে। মিস করছি খুব হূমায়ুন অাহমেদ কে। নাটকটা অামাকে কাঁদিয়ে ছেড়ে দিছে। মিউজিকটাও কাঁদিয়েছে।
অসাধারন সব চরিত্রের পূনর্মিলন।সেই সাথে আরেক কিংবদন্তী আফজাল হোসেন।❤️
আমার এখনও কান্না পায়! আমি নাটকটির কথা ভূলে যেতে চাই পারি না।
হুমায়ুন আহমেদ একজনই ছিলো
আর আসবেন না❣️
আল্লাহ তাকে শান্তিতে রাখুক।
বাংলাদেশের ইতিহাসের সেরা নাটক!!!
অনেক আবেগে ভরা একটা নাটক 🥺
নাটক টা দেখলে মানুষ ইমোশনাল হবে না এটা অসম্ভব 🥺
দুই হুমায়ুন স্যার আজ যদি বেছে থাকতো দুইজনই এখানে উপস্থিত থাকতেন।।
,😭😭😭
vai khub koshto lagee
Dui Humayun -akzontho writer onno jon ke? Humayun Faridi I?
@@imamchowdhury444 hae
seta khub valo hoto
পুরো নাটকটি দেখে যতটা মন খারাপ হয়েছিল।
এই টকশো টা দেখে আবার মনটা ভালো হয়ে গেল।পাশাপাশি আবার এটা জেনেও কষ্ট লাগলো যে অনেক অভিনেতারাই মৃত্যু বরন করেছে।যে সব অভিনেতারা এখন বেচে আছে হয়তো একদিন তারাও থাকবেনা,থাকবোনা আমরাও।কিন্তু থেকে যাবে ইউটিউবের এই নাটকের পর্ব গুলি। যেগুলো দেখে অনেকেই কান্না করবে আর ভাববে এমন নাটক ও আমাদের বাংলাদেশে হয়েছিল।কোথায় হারিয়ে গেলো সেই স্বর্ণালি সময়।🖤
আহা আহা
সব ভালোবাসা গুলো একসাথে। অনেক ভালোবাসাকে খুব মিস করেছি এখানে।
Hmm
আমার দেখা একটা সেরা নাটক। ❤️
কিছু মুহুর্ত ছিলো যা বলার ভাষা নাই।
নাটকের প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখে অজান্তেই চোখের পানি পড়েছিল,কিছুতেই মনকে সামাল দিতে পারিনি,নিজেকে বিশ্বাস করাতে খুব কষ্ট হচ্ছিল এটা শুধু একটা নাটক বাস্তব না।
কোথাও কেউ নেই আমার কলিজা ফেটে যায় আবেগ ধরে রাখা কঠিন এখনো দেখি।
আমার প্রিয় একটি নাটক,,,এই অনুষ্ঠানটি দেখে আমার ছোট বেলার কথা মনে পড়ে গেলো,,, আমাদের বাড়ির পাশে একটা চা দোকান ছিলো। ঐখানে একটা সাদা কালো একটা টিভি ছিলো,নাটকটি দেখার জন্য নাটকটি শুরু হওয়ার আগে গিয়ে ঐখানে বসে থাকতাম।
natok tar mot koto porbo?
আমার জন্ম ১৯৯৩ তে আর এই ধারাবাহিকটির নির্মাণ সনও ঐ একই!(নাটকের কোনো এক পর্বে অফিসের দেওয়ালে ক্যালেন্ডার টাঙানো ছিল সেটা দেখে বললাম।) আজ ৩০ বছর পর প্রথমবার নাটকটি দেখছি। (নাটকের ২\৩ অংশ দেখার পর এই অনুষ্ঠানের ভিডিও টি সামনে আসলো।) এই নাটকের পুরো পর্ব জুড়ে কখনও হেসেছি কখনো কেদেছি। বদু ও অন্যান্য চরিত্রর কমেডি সংলাপগুলো যেমন হাসির খোরাক দেয় তেমনি মুনা কিংবা বাকের ভাইয়ের জীবনের নানা ঘাত- অন্তর্ঘাত ট্রাজেডিক দৃশ্যগুলো মনকে নাড়িয়ে দিয়ে চোখের কোণে জল এনে দেয়।
হুমায়ুন আহমেদ স্যারের এক অনবদ্য ও কালজয়ী সৃষ্টি- ' কোথাও কেউ নেই।' মানুষের বাস্তবজীবনের দর্শন খুজে পাওয়া যায় এ নাটকে। আর একটি কথা এই ধারাবাহিকের Title song টি আমার ভীষণ ভালো লাগে প্রতি পর্বের শুরুতে প্রায় মিনিট দুই টাইটেল দেখানোর হয় কিন্তু আমি না টেনে সম্পূর্ণ দেখি কারণ মিউজিকটি ভীষণ হৃদয়গ্রাহী। নাটকের মূলভাব "কোথাও কেউ নেই "- অর্থাৎ একাকীত্বের ভাবটি এখানে ফুটে উঠে।
নাটকের অভিনেতা- অভিনেত্রী ও কলা-কুলশী সকলকে আমার আন্তরিক ধন্যবাদ।
56:23 এই মুহুর্তে কেউই কান্না থামাতে পারেনি।
আহ!কত স্মৃতি।
আসাদুজ্জামান কে জীবিত দেখে খুব ভালো লাগলো। আমি ত নাটকের মাঝে হারিয়ে গেলাম।
মানুষ কেন বৃদ্ধ হয়😥😥
যদি এমন নিয়ম না হত তাহলে উনাদের সবাইকে আগের মতই লাগতো বয়সের সাথে সাথে শরীরের কত পরিবর্তন😫😫আমি তো উনাদের সেই সময়ের মত করেই কল্পনা করি😥😥
😭😭😭😭
হুমায়ুন আহমেদ স্যারের একেকটা নাটক ইতিহাস হয়ে থাকবে,বিশেষ করে এই কোথাও কেউ নেই নাটক টা,
আসলে খুব ভালো লাগে ভাবতে, যে হুমায়ুন আহমেদ এর মতো এতো গুনি একজন ব্যক্তি আমার জেলায় জন্ম গ্রহণ করেছিলেন।
শুধু বাংলা ভাষায় নয় পৃথিবীর ইতিহাসে সেরা নাটক
হুমায়ুন আহমেদ এর অসাধারণ নাটক।কোথাও কেউ নেই। শেষ হয়ে ও শেষ হয় না।
এই নাটকটা ২০২১ সালে দেখছি কিন্তু নাটকটা দেখে আমি কান্না করছি 😭😭
অসম্ভব একটা নাটক Love u all 😍😍
আমার দেখা অন্যতম সেরা নাটক।
হুমায়ুন আহমেদের অন্যবদ্ধ সৃষ্টি। এ রকম নাটক আর তো এখন আর দেখি ২০২৪ সালে দেখলে সেরা লাগে।
ধ্যাত এই আলোচনা দেখেও কান্না পায় এটা কোন কোথা!!!! 😢😢😢
সেইম
ঠিক বলছ ভাইয়া
জীবনে দেখা অন্যতম প্রিয় নাটক। আর ওই 'মাকে আমার পড়েনা মনে' কবিতার এই আবৃত্তি টা অতুলনীয়, আর কারুর থেকে এরকম শুনিনি
আমি বাঙলা কলেজের হলে থাকি তখন ২০১২ সাল।
তখন আমার গায়ে ১০২+ জ্বর,ঘুম আসেনা, তখন আমি "এই কোথাও কেউ নাই" নাটক প্রথম দেখি, এমন নেশা লাগে, এক টানা নাটকটা শেষ করে নুহাশপল্লী গিয়া হুমায়ুন স্যারের কবর জিয়ারত করে, ভিতরে গিয়া কাদের যেনো অনুষ্ঠান ছিলো, না বলে খেয়ে আসছি। আমি কোনোদিন ভুলবো না।
তারপর অনেকদিন আমি ধানমন্ডি ৩ এ জিগাতলায় হুমায়ুন স্যারের বাসা "দখিন হাওয়া" বাসার সামনে বহুদিন গেছি,,কারো দেখা পাইনাই।
ভালোবাসি স্যার, তারপর থেকে আমি হুমায়ুন স্যারের প্রায় সব নাটকগুলো দেখছি।
এরকম অনুষ্ঠান আরো চাই। কি বলবো সব প্রিয় অভিনেতা অভিনেত্রী বসে আছেন সবার অভিনয় অনেক ভাল লাগে ।সেই ছোট বেলা কোথাও কেউ নেই নাটক দেখেছিলাম মনেও নেই, কিছু দিন আগে আবার দেখলাম আর কাঁদলাম। সত্যি এরকম নাটক আর হবেনা আমাদের দেশে।হুমায়ূন sir এর সব নাটক আমি দেখেছি । এখনো দেখি অনেক ভাল লাগে। ওনার নাটকে কোন চরিত্র কেই ছোট করে দেখা হতনা এই গুনটা হুমায়ূন আহমেদের ছিল। দর্শক রাও এই চরিত্র গুলো মনে রাখত যেমন রহিমার মা এখনো সবার কাছে পরিচিত ।নূর sirকে অনেক ভাল লাগে সেই ছোট বেলা থেকেই । বদি ভাই, ওনার নামটাও কিছু দিন আগে জানলাম আবদুল কাদের,উনাকে বদি ভাই নামেই চিনি আর বদি ভাই হয়ে থাকবেন ।
কোথাও কেউ নেই 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
নাটকের দৃশ্য গুলো এই সময় এসেও কি জীবন্ত লাগলো,কি অভিনয় করেছিলেন তারা ,আমি লিখছি আমার চোখ ঘোলা হয়ে আছে। হুমায়ূন আহমেদের জন্য💛💛💛 ভালো থাকবেন আপনি
হুমায়ুন আহমেদের চমৎকার সব সৃষ্টির মধ্যে অনবদ্য এক নাটক "কোথাও কেউ নেই "।
❤🖤
অসাধারণ স্মৃতিচারণা!! 🖤🖤
বাংলাদেশর সেরা নাটক,, আজ দেখে শেষ করেছি, সাক্ষাৎকার টাও পেয়ে গেলাম আজিই
৩/১০/২০
BTV চ্যানেল আসলে আগের মতো দেখা ওতো এলটা দেখা হয় না!কিন্তু ইউটিউব চ্যানেলের মাধ্যমে এতো সুন্দর একটা অনুষ্ঠান দেখতে পেলাম!!
আব্দুল কাদেরের মতো সুন্দর সাবলীল কমেডিয়ান পাওয়া দুস্কর বর্তমানে।
আমার দেখা সেরা বাংলা নাটক এটি। নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম একটা আকর্ষণ বজায় ছিল। নাটকটি দেখার সময় কখনো বিরক্ত লাগে নাই। আমার চোখে সামনে এখনও নাটকের চরিত্র গুলো মনে হয় ভাসছে।
মুছে যাওয়া দিন গুলো আমায় যে পিছু ডাকে সৃতি,,,,,
কি অসাধারণ, কি চমৎকার চরিত্রগুলো বাকের ভাই, মুনা, মজনু, বদি, বকুল, লীনা, মামী, মামা, মামুন।
আর সবচেয়ে হাস্যকর কথা টা, আপনি চুপ করেন দাদাজান🤍🤍
আমার জীবনে কোনোদিন ২/৩ মিনিটের বেশি টকশো দেখি নাই,, কিন্তু আজ ৫৯ মিনিটের টকশো দেখলাম,,সবার প্রতি শ্রদ্ধা,,ভালোবাসা রইলো❤️
আমিও
same2
২৭ বছর পর নাটকের সবগুলো পর্ব দেখেছি আজ,চোখের কোনে পানিও চলে আসছে,মনে হয়েছিলো চোখে কিছু পড়েছে আসলে এই শহরে ধূলো বেড়ে গেছে তো হয়তো তাই এমন হয়েছে।
আসাদুজ্জামান নূর স্যারের মুটামুটি অধিকাংশ নাটক আমার দেখা হয়ে গেছে,ভালোবাসি স্যার আপনাকে।
অনন্য সৃষ্টির নায়ক হুমায়ুন আহমেদ স্যারকে স্যালুট।
আমার দেখা সেরা নাটক
দেখে কান্না চলে আসলো
এইরকম নাটকের লেখক হাজার বছরে একটা হয়
R.I.P হুমায়ুন আহমেদ স্যার❤
আজকেই কোথাও কেউ নেই নাটক টা শেষ পর্যন্ত দেখলাম। নাটক টা দেখতে দেখতে অনেক বার কান্না করে দিয়েছিলাম।
সেরা একটা নাটক।