এতো স্বতঃস্ফূর্ত গায়কী খুব কম মানুষের মধ্যে দেখা যায়... ভিতর থেকে গান গাওয়া কাকে বলে মনসুর ফকিরের থেকে শিখতে হয়... অপূর্ব... অনবদ্য... জয়গুরু... জয়গুরু...
আপনি খুব সুখী মানুষ।। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে একটি ভালো চাকরি করি।। কিন্তু মনে হয় কোথাও সুখ নেই।। জীবনে একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু সে এখন অন্যের ঘরনী।। তাই সুখ খুজে বেড়ায়।। আপনার মত সুখী হতে চাই।।
হে ঈশ্বর।।।। আমাদের বাংলার গান, ভাষা, সংস্কৃতি বাঁচিয়ে রাখো। আগে পাড়ায়, রাস্তার মোড়ে কতো না এমন সঙ্গীতশিল্পীদের দেখা যেতো , কিন্ত আজ আর তেমন দেখতে পাওয়া যায় না, তাই আমাদের ইউটিউব-এ দেখতে হচ্ছে 😔
....কান পবিত্র হয়ে যায়, মন বিশুদ্ধ হয়ে যায়। জাতি, ধর্ম, দেশ, কাল সব একবিন্দু তে এসে মেশে। মা প্রকৃতি এনাদের বিশেষ শক্তি দিয়ে পাঠিয়েছেন। তাই এনারা দেশে দেশে ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন, প্রেমের মানে বুঝতে শিখিয়েছেন।
People commenting This is the happiest man in the world must know this he is a baul, A baul has cut off ties from the materialistic world and the people ,He is happy because nothing worries him , he thinks only about singing and his Nitai. This is only the purest form of happiness which you get without any attachments from any people or gaining any materialisitic benefits.
@@klaus3579 Nitai is Krishna. Krishna has many names, the most popular ones in Bengal region are Gouranga, Nitai, Keshto, Kaalaachand, Modonmohon to name a few.
যথার্থই বলেছেন মনসুর ফকির। আমাদের একমন গড়তে হবে। কী সুন্দর হাসিখুশি আর দিলখুশ মানুষ তিনি! গ্রাম-বাংলার একেবারে সহজ-সরল ভালোমানুষদের একজন তিনি। কী সাদামাটা চেহারা আর পোশাকপরিচ্ছদ! তবুও কত অসাধারণ তিনি!
An Englishman watching in London. Surely there is only one Bengal? Lucky enough to know both Hindu and Muslim Bengalis…such heartfelt music, transporting. ❤
প্রিয় ভাই! আমরা বাঙালিরা শেষ পর্যন্ত বাঙালি। মুসলিম ও হিন্দু ইত্যাদি সমাজের সৃষ্টি। মনসুর ফকির মতো মানুষ এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন আমরা বাঙালি হিসেবে গর্বিত থাকব।
আজ আমার বাবার প্রথম মৃত্যু বার্ষিকী। বাবা শেষ জীবনে শারীরিক ভাবে ভীষণ কষ্ট পেয়েছেন এবং ভুগতে ভুগতে মানুষটা সব মনোবল হারিয়ে ফেলেছিলেন। মানুষটা ছিলেন খুব খাটি। জানিনা ভগবান কেনোই বা তাকে এতো তাড়াতড়ি নিয়ে নিলেন বা কেনোই বা তাকে এতো কষ্ট দিলেন। আমার কর্মসূত্রে এই গানের খোঁজ পাওয়া। বাবাকে প্রথম দিন থেকে দেখানোর পর থেকেই ওনার মনোবল improve করতে দেখেছিলাম। এবং প্রত্যেক দিন উনি এই video টি ২০১৯ থেকে March ২০২০ porjonto দেখেছেন, আনন্দ পেয়েছেন। যিনি এই video টি তুলেছেন, এবং upload করেছেন তাকে আমার কোটি কোটি ধন্যবাদ। মনসুর ফকির, ঠাকুর ভবা পাগলার কোনো বিকল্প নেই। দোতারা বাদক যিনি তাকে অনেক অনেক ধন্যবাদ এত অপূর্ব সুর মেলানোর জন্য। নিশ্চয়ই এটা তার অনেক বছরের খাটনির ফল।
বর্তমানে সাম্প্রদায়িক ভেদাভেদ , রাজনৈতিক দাঙ্গা , হিংসা কে নিমেষে ভুলিয়ে এই গান গুলো সব আবার মানুষকে নিজের কাছের মানুষ করে তোলে। প্রণাম আপনাকে এবং আপনার এই প্রতিভাকে।🙏🙏🙏
আহা কী আনন্দ গো। এমন এক জগতে প্রবেশ করলাম যেখানে দুঃখ নেই, দ্বেষ নেই, হানাহানি নেই আছে শুধুই অনাবিল আনন্দ, খুশি আর উচ্ছলতা। আমি চিরকাল আউল বাউল ভাটিয়ালি শিল্পীদের মধ্যে দিয়ে আমার ভগবান কে অনুসন্ধান করি।
You can link them to the Troubadour culture to some extent. Although the philosophy in Baul song concerns mystic and spiritual learnings. They don't write their songs, it's all carried forward for generations in verbal memory.
এই গানের সহজ প্রসন্নতা বারবার এই গানটি শুনতে বাধ্য করায়। আহা কি চমৎকার গায়ন! লোকায়ত জীবন থেকে উঠে আসা সহজ সুন্দর , স্বতঃস্ফূর্ত গানে মাটির গন্ধ। আমাদের বাংলার সম্পদ এই শিল্পী। সঙ্গতে যিনি তিনিও সমান।
অসাধারণ।এমন সহজ, সরল আনন্দময় উপস্থাপনা খুব কমই দেখা যায়।তার উপর আছে গ্রামীন প্রকৃতির সান্নিধ্য।মনসুর ফকিরের স্বতঃস্ফুর্ত গায়কী যেভাবে হৃদয় ছুঁয়ে গেছে, তেমনি যন্ত্র শিল্পী (সম্ভবতঃ সারেঙ্গী বলে এটাকে) যিনি ছিলেন, তার হাসিমুখে খুব সুন্দর বাজানো অসাধারণ লেগেছে।আমি তো ডাউনলোড করে নিয়েছি। হরিবোল, হরিবোল।
माझी निताताई चांदणबाजारात आहे गौरचंद यांच्या दरबारात कोणीही जाऊ शकतो. तो भाऊ जाऊ शकतो. जर तुमच्याकडे पुन्हा दोन मने असतील तर तुम्ही फंदात पडाल दुकानात- जर तुमच्याकडे पुन्हा दोन मने असतील तर तुम्ही फंदात पडाल मी किनाऱ्यावर जाऊ शकत नाही. कोणीही जाऊ शकतो. चाळीस वर्षांच्या वृद्धाचे मन जर रती मासा कमी असेल सावकारांची पर्वा नाही. दुसरा न्यायाधीश बसला आहे म्हणा ब्रजची राधा राणी पार. आणि कथुरिया माणिकला ओळखत नाही साखर बैल मुलगा की साखर चव मिळाली नाही. जसा सोनार सोन्याला जाणतो ते पुन्हा घ्या आणि तिथे तपासा सपाट मोलॅसिसचा व्हिएन कोणाला माहीत नाही ओला रास बांधवी काय करते? पुन्हा भव पगला रसाचा सिद्धांत जिवंतांना कसे कळणार?
The situation - Goats eating mango leaves, big pond, cool shade of tree, soothing Du-Tara string & a Happy Soul dancing & singing.... SHADU SHADU....HARI BOL HARI BOL. Pranam to his holiness !
এতো স্বতঃস্ফূর্ত গায়কী খুব কম মানুষের মধ্যে দেখা যায়... ভিতর থেকে গান গাওয়া কাকে বলে এটা বাউল শিপন এর থেকে শিখতে ও বুঝতে হয়... অপূর্ব... অনবদ্য... জয় গুরু... জয় গুরু মনটা ভরে গেলো... এতো সাবলীল ভাব-সাধকের লক্ষণ 🙏
শিল্পী কেমন করে নিজগুণে, স্রষ্টা ও তাঁর সৃষ্টিকেও অতিক্রম করে যান, তার অন্যতম উদাহরণ হল এই গান। আমার যেন মনে হয়, মনসুর ভাইয়ের কন্ঠে, ভবা পাগলা এবং তাঁর গানেরও উত্তরণ ঘটল। জয় গুরু। হরিবোল হরিবোল। 🙏🏿🙏🏿🙏🏿
Adam, where are you and how are you? keep coming back to your channel to watch this video... brings me so much joy and love for these people and this music
wow! I am just speechless ! These two are so happy. As they say "Happiness" is not sold and bought in store. Hey! you two gems, be always like this and spread the warmth of your happiness.
হালের সং কম্পোজার যারা ভালোবেসে বাউল গানের পশ্চাদ ছেদন করছেন তাদের এই গানটা বারবার শোনা উচিত। এই সিম্পলিসিটি হচ্ছে বাউলগানের আসল রস। এই রস চলে গেলে তা আর বাউল গান থাকবে না, বাল গান হয়ে যাবে।
Who is the Dotara player? Very talented and committee. I do not know Bengali- so can anyone share the same Sufi Song in English Script. I don't want translation. I want to know the exact Bengali wordings, the Lyrics. Thanks all.
@@iliyasy See the description. The name of the Dotara player n Singer is given. Both are father n Son it seems. Saw someone else commenting the same. Singer : Mansur Faqir Instrument player : Amirul Faqir
There is an eternal peace and bliss in this soothing simple sound and carefree expression. No need of any fancy sound engineering and tuning, this is the music that pierces the heart.
u cn get this fillings in some villagers, who sing fr there own nt for money. they do bcz they love to do..u will never get this feelings in ny organizations
My Soul flies towards God whenever I hear this song, even though I do not know much of Bengali. God is Universal . My desire is to live this life someday
এতো স্বতঃস্ফূর্ত গায়কী খুব কম মানুষের মধ্যে দেখা যায়... ভিতর থেকে গান গাওয়া কাকে বলে মনসুর ফকিরের থেকে শিখতে হয়... অপূর্ব... অনবদ্য... জয়গুরু... জয়গুরু...
Akdom thik bolechen
সত্যি কথা!
Oop
গুনি গুনির মান ও কদর বোঝে।
Akdm thik bolechen
চোখে জল চলে এলো। এই হচ্ছে আমাদের বাংলা। হিন্দু মুসলিম আর রাজনীতি করে আমাদের প্রিয় বাংলাকে শেষ করে দিলাম। আমাদের ক্ষমা করে দিও পারলে।
Credit goes to those scoundrels who politicise it......
ঠিক
Right bro watching from England
সত্যিই সম্প্রিতীর বাংলা।
আমি প্রায়ই শুনি এই গানটি।
Apnar comments porei jol ta goriye porlo chokh theke.
আপনি খুব সুখী মানুষ।। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে একটি ভালো চাকরি করি।। কিন্তু মনে হয় কোথাও সুখ নেই।। জীবনে একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু সে এখন অন্যের ঘরনী।। তাই সুখ খুজে বেড়ায়।। আপনার মত সুখী হতে চাই।।
marry someone else. regret kharap.
অর্থ-বিত্ত, দালান-কোঠায় সুখ থাকেনা।
সুখ থাকে গাছতলায়, মনসুর ফকিরদের মত মানুষদের মনে।
I don't know Bangala Language . I tranlated it in Marathi (Maharashtra, India). What you said is absolutely correct.
Kya baat
আপনার সঙ্গে সহমত পোষন করলাম
মানুষ যে যেখানে থাকে তার উল্টো জায়গাতেই সুখ থাকে এটাই ভাবে।
এটাই পৃথিবীর সব মানুষের অতৃপ্ত মন।
এই জন্যই জীবনানন্দ বাবু বলে গেছিলেন.."বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর"... শুধু রাজনীতি বাংলা কে শেষ করে দিলো।
এই কথা গুলোর গভীরে কেউ যায় না সেটাই বড় সমস্যা।
I don't understand a word but I was ecstatic
Hajar bochhor dhore ami poth haatitechhi prithibir pothe -etao jibanananda bolechhilo 😜
মারহাবা!মারহাবা!!! মুগ্ধতা উপর মুগ্ধতা ছড়িয়ে দিলো। এটাই গ্রাম বাংলার কথা ও ধ্যানধারণা। এই চেতনা নিয়েই যুগ যুগ ধরে চির সবুজ বাংলায় বসবাস করে আসছি।
আমার মন ও মানসকে উত্তাল করে দিল এই মাটির গানটি। হরিবল হরিবল-মাসাল্লাহ।
মনসুর ফকির অনবদ্য। কিন্তু এইরকম দোতারা শোনার জন্য বহু রাস্তা হাঁটা যায়। দোতারাবাদককে প্রণাম।
the old one can do it better....find it in other songs
Apni singer er dotarfa sonen ni bodhoy...... He is best
দোতারা বাদকের নাম আমিরুল। মনসুর ফকিরের শিষ্য। মনসুর ফকির ও খুব ভালো দোতারা বাজায়।
Amirul da.
Pagol, khepa, dewana amirul. Haate modhu jhorey porche..
প্রোনাম তো জানাতেই হবে
হে ঈশ্বর।।।।
আমাদের বাংলার গান, ভাষা, সংস্কৃতি বাঁচিয়ে রাখো।
আগে পাড়ায়, রাস্তার মোড়ে কতো না এমন সঙ্গীতশিল্পীদের দেখা যেতো , কিন্ত আজ আর তেমন দেখতে পাওয়া যায় না, তাই আমাদের ইউটিউব-এ দেখতে হচ্ছে 😔
....কান পবিত্র হয়ে যায়, মন বিশুদ্ধ হয়ে যায়। জাতি, ধর্ম, দেশ, কাল সব একবিন্দু তে এসে মেশে। মা প্রকৃতি এনাদের বিশেষ শক্তি দিয়ে পাঠিয়েছেন। তাই এনারা দেশে দেশে ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন, প্রেমের মানে বুঝতে শিখিয়েছেন।
😂
🙏🙏🙏👍
একবিন্দুতে কেমনে মিশলো, ওনারা গানের মধ্যে, হরিবল"যে বললো এটাতো ধর্মকে বুঝায়
@@muhammadalmunir629 আপনার জন্য এ গান না 🤐
People commenting This is the happiest man in the world must know this he is a baul, A baul has cut off ties from the materialistic world and the people ,He is happy because nothing worries him , he thinks only about singing and his Nitai. This is only the purest form of happiness which you get without any attachments from any people or gaining any materialisitic benefits.
AAAAh thankyou ,I didn't understand but guessed something like that 😍🧡
You are absolutely right brother,
@@klaus3579 Nitai is Krishna. Krishna has many names, the most popular ones in Bengal region are Gouranga, Nitai, Keshto, Kaalaachand, Modonmohon to name a few.
Nitai is balaram
Krishna and Radha together is gaur@@debarunchakraborty6850
তারের কম্পনগুলো দোতারা বাদক তাঁর হৃদয় দিয়ে অধীনস্থ করে রেখেছেন ❤️
যথার্থই বলেছেন মনসুর ফকির। আমাদের একমন গড়তে হবে। কী সুন্দর হাসিখুশি আর দিলখুশ মানুষ তিনি! গ্রাম-বাংলার একেবারে সহজ-সরল ভালোমানুষদের একজন তিনি। কী সাদামাটা চেহারা আর পোশাকপরিচ্ছদ! তবুও কত অসাধারণ তিনি!
Khub sundor gaan
Se kintu muslim bole hori hori bol
ua-cam.com/video/nglEKENVtD0/v-deo.html
কী সুন্দর কথা! আর কী সুন্দর গান! কত ভালোমানুষ একজন গানটি গেয়েছেন। ‘একমন যার সেই যেতে পারে’ সত্যকথা। শ্রদ্ধা শিল্পীকে।
চোখ দিয়ে জল পড়ছে।এই আনন্দ,ঈশ্বর কে ছুঁলেই হয়,,,
আনন্দ পেতে কোটি টাকার দরকার নেই। এমন পাগলের মেলায় একবার যেতে পারলেই ধন্য হবো। জয় গুরু।
চোখে জল নিয়ে প্রণাম জানাই আপনাদের। আপনাদের মৃত্যু নেই।
Who is Jai guru ?
কি গায় পাগল..?
শুনলে তো ক্ষণিকের জন্য পাগল হতেই হয়...
se kintu muslim bole hori hori bol
🤫🤫🤫
গানের মাধ্যমে আমরা হিন্দু, মুসলিম সবাই এক। ভালো থাকুক বিশ্বের সকল ধর্মের মানুষ।
দুই বাংলার প্রতি ভালোবাসা 💜
An Englishman watching in London. Surely there is only one Bengal? Lucky enough to know both Hindu and Muslim Bengalis…such heartfelt music, transporting. ❤
❤❤❤❤
Sobai sukhi anonde thakte chay kintu kichu lovi bikolango rajniti seta thakte deyna
প্রিয় ভাই! আমরা বাঙালিরা শেষ পর্যন্ত বাঙালি। মুসলিম ও হিন্দু ইত্যাদি সমাজের সৃষ্টি। মনসুর ফকির মতো মানুষ এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন আমরা বাঙালি হিসেবে গর্বিত থাকব।
@@ashokroy5184 দাদা💜
ধর্মের ধ্বজাধারী দের হাযার বার কানমলা দেই মনসুর ফকির দের এমন গান গুলো
এইভাবেই তো জাতিটা হাজার বছর ধরে টিকে আছে। কী সুমধুর এ সম্প্রীতি, সারা বিশ্বে কোথাও খুঁজে পাবেনাকো। জয় বাংলা। জয় ভবা পাগলা।
জয় বাংলা, জয় গুরু।
প্রকৃতির বুকে যেন সরস্বতীর সংগীত ও নৃত্য কলা। অনাবিল আনন্দে সাবলীল গান গাওয়া। মনসুর ফকির পেশাদারীত্বের দাবী রাখে। ধন্য তার ঈশ্বর প্রদত্ত কন্ঠ । দোতারা বাদনও মনের মতো হয়েছে। সাধুবাদ জানাই দুজনকে। ঈশ্বর মঙ্গল করুন।
আজ আমার বাবার প্রথম মৃত্যু বার্ষিকী। বাবা শেষ জীবনে শারীরিক ভাবে ভীষণ কষ্ট পেয়েছেন এবং ভুগতে ভুগতে মানুষটা সব মনোবল হারিয়ে ফেলেছিলেন। মানুষটা ছিলেন খুব খাটি। জানিনা ভগবান কেনোই বা তাকে এতো তাড়াতড়ি নিয়ে নিলেন বা কেনোই বা তাকে এতো কষ্ট দিলেন। আমার কর্মসূত্রে এই গানের খোঁজ পাওয়া। বাবাকে প্রথম দিন থেকে দেখানোর পর থেকেই ওনার মনোবল improve করতে দেখেছিলাম। এবং প্রত্যেক দিন উনি এই video টি ২০১৯ থেকে March ২০২০ porjonto দেখেছেন, আনন্দ পেয়েছেন। যিনি এই video টি তুলেছেন, এবং upload করেছেন তাকে আমার কোটি কোটি ধন্যবাদ। মনসুর ফকির, ঠাকুর ভবা পাগলার কোনো বিকল্প নেই। দোতারা বাদক যিনি তাকে অনেক অনেক ধন্যবাদ এত অপূর্ব সুর মেলানোর জন্য। নিশ্চয়ই এটা তার অনেক বছরের খাটনির ফল।
ভবা পাগলার পাগলামি আজ স্বার্থক হল।
🙏❤️
অপূর্ব !! মন ভরে গেলো | এই হলো বাংলা | সম্প্রীতির শ্রেষ্ঠ তীর্থভূমি
বর্তমানে সাম্প্রদায়িক ভেদাভেদ , রাজনৈতিক দাঙ্গা , হিংসা কে নিমেষে ভুলিয়ে এই গান গুলো সব আবার মানুষকে নিজের কাছের মানুষ করে তোলে।
প্রণাম আপনাকে এবং আপনার এই প্রতিভাকে।🙏🙏🙏
গানটির তাৎপর্য অতি গভীর, যা কিছু মানুষের অন্তর্নিহিত আত্মা কে শক্তি আর শান্তি জোগায়। ❤❤
No big instrument, no rich dress, no car, only pure talent 💚
প্রণাম নিও ফকির মশাই 🙏🏻
নাহ আছে স্মার্ট ফোন নাহ আছে মডার্ন মানুষের ভিড়ে, নাহ টাকার চিন্তা। মানুষটা তাও কতটা খুশি। শেকড়ের টান আমরা কখনো ভুলতে পারিনা।
উনি আনন্দে নাচতে নাচতে গাইছেন, ওই আনন্দ টাই তো খুঁজে বেড়ায় সব জায়গায় সবাই, অথচ হাতের কাছেই আছে সবকিছু। ❤️😊
So true
আহারে! এটাই আমার দেশের ঐতিহ্য। এরাই মানুষ, সোনার মানুষ
আহা কী আনন্দ গো। এমন এক জগতে প্রবেশ করলাম যেখানে দুঃখ নেই, দ্বেষ নেই, হানাহানি নেই আছে শুধুই অনাবিল আনন্দ, খুশি আর উচ্ছলতা। আমি চিরকাল আউল বাউল ভাটিয়ালি শিল্পীদের মধ্যে দিয়ে আমার ভগবান কে অনুসন্ধান করি।
Amazing. I explained the bauls to my French class and showed them this video. They loved it.
That's what others want to know about us "our own culture".What we are doing by westernizing ourself is completely nonsense.
Thanks sr for considering us 😊😁 love from india
Henry, tell them this summarizes everything..cradle to grave..nothing can come close to this.
@@vijaykishor2925 India is an amazing country.
You can link them to the Troubadour culture to some extent. Although the philosophy in Baul song concerns mystic and spiritual learnings. They don't write their songs, it's all carried forward for generations in verbal memory.
This is the best live example of how much our Bengali songs are rich.
আহা!! আহা!! রে!! এ যে বাংলা মায়ের প্রাণের বাউল... এমন অপূর্ব গাবে সুরে ছন্দে কন্ঠে একাই একশো... বড় বিরল এমন গানে পাগল.. মানুষ। মনসুর ফকির সাহেব আপনাকে প্রণাম।❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
কি জাদু আছে মনসুর ফকিরের গানে, বারবার শুনলেও সাধ মিটেনা। অনেক ধন্যবাদ গানটা আপলোড করার জন্ন্য।
hmmmm
খুব ভালো লাগল ।তুলনা নাই
Ahiachowdhuery11@gmail.com
Monta bharr gelo.
Darun.
ভবা পাগলার গান নিয়ে একটু নতুন পরীক্ষা নিরীক্ষা, শুনে দেখার অনুরোধ রইল ua-cam.com/video/WNj1hvPHJEk/v-deo.html
হঠাৎ মনের আলোটা জ্বলে উঠলো।হরিবোল মনসুর ফকির।বাজনায় কি অসাধারণ সঙ্গত।
এই গানের সহজ প্রসন্নতা বারবার এই গানটি শুনতে বাধ্য করায়। আহা কি চমৎকার গায়ন!
লোকায়ত জীবন থেকে উঠে আসা সহজ সুন্দর , স্বতঃস্ফূর্ত গানে মাটির গন্ধ।
আমাদের বাংলার সম্পদ এই শিল্পী। সঙ্গতে যিনি তিনিও সমান।
ata amader culture.na Hindu na Muslim.amra Bengali.r ata amader porichoy.we proud for this kind of talented Artist.
আহা... আপনার গানের প্রেম দিয়ে জগতের সব ঘৃণা একদিন মলিন হবে...আমার বিশ্বাস | জয় গুরু |
Whenever you sing the glories of Nitai and Gaur Sundar, one can automatically start dancing-that is the power of Nitai Gaur.
সুখী হতে কি লাগে!
যারা আরো আরো করে সুখকে খুঁজে ফিরে তাদের জন্য এই শ্রদ্ধেয় চাচা একজন জ্বলন্ত উদাহরণ।
অনেক ধন্যবাদ চাচাকে.........
Absolutely
.
Rajib Sarker r8
Rajib Sarker, I agree with you. Just looking at his radiating smile brings me to tears. I wish I could meet simple happy people like this.
ohe khoka tumi jare Chacha bole sommodhon korcho tini holen Mansur Fakir, jini gan gaile swoyong Vogoban onar golai biraj koren
Indrajit Roy, absolutely, no doubt about it.
এই মানুষ গুলোর জন্যেই বাউলের মধ্যে এত আনন্দ মনটা ভরে যায়।হাজার বার শুনলেও পুরনো হবে না এই গান। খুব সুন্দর।
অসাধারণ।এমন সহজ, সরল আনন্দময় উপস্থাপনা খুব কমই দেখা যায়।তার উপর আছে গ্রামীন প্রকৃতির সান্নিধ্য।মনসুর ফকিরের স্বতঃস্ফুর্ত গায়কী যেভাবে হৃদয় ছুঁয়ে গেছে, তেমনি যন্ত্র শিল্পী (সম্ভবতঃ সারেঙ্গী বলে এটাকে) যিনি ছিলেন, তার হাসিমুখে খুব সুন্দর বাজানো অসাধারণ লেগেছে।আমি তো ডাউনলোড করে নিয়েছি। হরিবোল, হরিবোল।
মাটিতে বসে গানটা শুনতে শুনতে, হরিবোলে সঙ্গত করব খালি। জীবন সার্থক
ua-cam.com/video/vJI_UqYmHu8/v-deo.html
মনের সব কষ্ট দূর হয়ে গেল।শত কোটি প্রণাম।
গানটি আমি প্রায়ই শুনি। প্রত্যেক বার চোখে জল আসে। ধন্য আমাদের বাংলা। ধন্য মনসুর সাহেব।
কি অপূর্ব সুন্দর।।।। মনে হচ্ছে এই আনন্দ শুধু ফকির হলেই পাওয়া যায়...যে আনন্দের খোঁজে ধনী ব্যক্তি আরও ধনী হয় কিন্তু সারা জনমেও এই জিনিস পায় না।
ua-cam.com/video/2aYSmVGB0Uk/v-deo.html
বাহবা!বাহবা! এই তো সেই গান, "এক মন হলে সেই যেতে পারে" সামপ্রদায়িক ঐকের কি নিগুঢ় তত্ত্ব লুকিয়ে আছে এই গানের মধ্যে।
मी मराठी भाषीक आहे , मला यातला एक शब्द ही कळत नाही पण मी नीत्यनेमाने ऐकतो , खुप आनंद मिळतो
माझी निताताई चांदणबाजारात आहे
गौरचंद यांच्या दरबारात
कोणीही जाऊ शकतो.
तो भाऊ जाऊ शकतो.
जर तुमच्याकडे पुन्हा दोन मने असतील तर तुम्ही फंदात पडाल
दुकानात-
जर तुमच्याकडे पुन्हा दोन मने असतील तर तुम्ही फंदात पडाल
मी किनाऱ्यावर जाऊ शकत नाही.
कोणीही जाऊ शकतो.
चाळीस वर्षांच्या वृद्धाचे मन
जर रती मासा कमी असेल
सावकारांची पर्वा नाही.
दुसरा न्यायाधीश बसला आहे म्हणा
ब्रजची राधा राणी पार.
आणि कथुरिया माणिकला ओळखत नाही
साखर बैल मुलगा की साखर
चव मिळाली नाही.
जसा सोनार सोन्याला जाणतो
ते पुन्हा घ्या आणि तिथे तपासा
सपाट मोलॅसिसचा व्हिएन कोणाला माहीत नाही
ओला रास बांधवी काय करते?
पुन्हा भव पगला रसाचा सिद्धांत
जिवंतांना कसे कळणार?
Mi bengali pn mle mrathi yete mi pn महाराष्ट्र ची chandrapur tun boltoy
টাকার বিচারে আমরা বড়ো গরিব, সংস্কৃতিতে নয় । অনেক ধন্যবাদ এই অসাধারণ উপহারের জন্য ।
I'm a Bombayee, after so long I enjoy bengali folk song keep up monsur fakir.
মন্দির, মসজিদ যেখানে একই দেহে বিরাজ করে ♥
😍ua-cam.com/video/70bqhD-mHEE/v-deo.html
Durr
দারুণ একটা কথা বলেছেন। মন্দির মসজিদ এক দেহেই বিরাজ করে।🙏
মুসলিম এই কথা বললেই হলো, দাওয়াত দিলাম বাংলাদেশে আসার জন্য, সব মানবিকতা পালাবে।
Mon Pagol kora gaan
বাউল মহাশয়,আপনার কন্ঠে গান শুনলে মনে প্রাণে আনন্দের ঢেউ উঠে।
ফকির সাহেবের কন্ঠে এ গান সমন্বয় সাধনের গান।
জয় বাউলা।
The situation - Goats eating mango leaves, big pond, cool shade of tree, soothing Du-Tara string & a Happy Soul dancing & singing....
SHADU SHADU....HARI BOL HARI BOL. Pranam to his holiness !
I wish I can give this song millions of like. We are lucky that our Bangla language has this rich culture. Thanks for uploading this song. Joy guru
এতো স্বতঃস্ফূর্ত গায়কী খুব কম মানুষের মধ্যে দেখা যায়...
ভিতর থেকে গান গাওয়া কাকে বলে এটা বাউল শিপন এর থেকে শিখতে ও বুঝতে
হয়... অপূর্ব... অনবদ্য... জয় গুরু... জয় গুরু
মনটা ভরে গেলো... এতো সাবলীল ভাব-সাধকের লক্ষণ 🙏
Fakirs and Bouls are the soul of Bengal. I don't know how many generations left before this tradition simply goes into oblivion.
হরে কৃষ্ণ
ua-cam.com/video/vJI_UqYmHu8/v-deo.html
@@sujondas489
ua-cam.com/video/vJI_UqYmHu8/v-deo.html
Bauls and Fakirs are part of a divine and eternal tradition. The tradition belongs to God and so it will live forever, in some form or the other.
@@surjO1710
Please hear,like comment and share.
ua-cam.com/video/2q3ICZ-RGrA/v-deo.html
এই গানটা শুনবার পর মনে হলো কেনো যে আমরা জাত নিয়ে ঝগড়া করছি,কে যে আমাদের ভাগ করলো,আহা আহা কি সুন্দর কি অদ্ভুত কি আনন্দ
শিল্পী কেমন করে নিজগুণে, স্রষ্টা ও তাঁর সৃষ্টিকেও অতিক্রম করে যান, তার অন্যতম উদাহরণ হল এই গান। আমার যেন মনে হয়, মনসুর ভাইয়ের কন্ঠে, ভবা পাগলা এবং তাঁর গানেরও উত্তরণ ঘটল। জয় গুরু। হরিবোল হরিবোল। 🙏🏿🙏🏿🙏🏿
সুরের স্রোতে ভেসে যাক জাত আর ধর্মের অন্ধকার।
আহা ...শুনে মন যেন ভরে গেল গো ঠাকুর। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।
হরিবোল হরি। জয় নিতাই জয় গৌর। মনসুর ফকির আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও প্রণাম।
কতবার যে শুনেছি, আর আরও কতবার যে শুনবো জানি না।
প্রণাম নিও গুরুদেব।
কি মধুর গীতি, সুর, আর সাথে অপূর্ব দোতারার কারুকার্য. মন ভরিয়ে দিলো।
আমার বয়স ২০ বাউল একনিষ্ঠ ভক্ত।।
এমন গান নির্মলচিত্তে মানুষ ছাড়া গাওয়া বা শোনা সম্ভব নয়।
জয় গুরু।
চোখে জল চলে এল। কিন্তু এ এক অনন্দধারা। ❤️
তোমার কন্ঠে ইশ্বরের আশীর্বাদ রয়েছে মনসুর সাহেব
What a legend !!!😎🙏☝️ RIP Amar babo pagaler moner kobor Thora jibe Jan be ki kore 🔥🔥🔥
সত্যিকারের বাউল জীবনের ও সেই মানুষের কন্ঠেআন্তরিক ভাবে কি সাধারণ ভাবে কি অসাধারণ একটি পরিবেশনা,,, চোখের জল আসে
আমার প্রাণের বাংলা মা...কত আন্তরিকতা!
মা তোমার জন্য চিরকাল দীর্ঘশ্বাস পড়বে!
কিভাবে ধন্যবাদ জানানো যায় জানি না।
মন প্রাণ ভরে যায় শুনলেই।
Thank You for uploading this
শুনবো নাকি কথা গুলো বুঝবো ভেবে খুল পারছি না। কি-যে গানের কথা এত ভাব,এত ভিতর থেকে আসছিলো বলে, অমর হয়ে থাকবে। অনেক অনেক ধন্যবাদ জানান শিল্পীকে।
our culture is still alive just for that type of noble person.
its awesome, touched my soul.
Adam, where are you and how are you? keep coming back to your channel to watch this video... brings me so much joy and love for these people and this music
এত ব্যাস্ততার মাঝে
থমকে গিয়ে তোমায় অপলক দেখা
এত অভিমান,,অভিযোগের মাঝে
সব ভূলে তোমায় হৃদ মাঝারে রাখা😊😊
যেদিন গোরভাঙ্গা গিয়ে মনসুর ফকিরের সামনে বসে দু কলি গান শুনবো সেদিন বুঝবো জীবনে কিছু একটা করেছি।
Shubhadip Chakraborty jaldi jao vai. Ami gie sunechi. Alpo bajiyechilam. Mugdo hoe gechi. Manush hisabeo onar tulona nei
উনি কোথায় থাকেন
Ki vabe jabo
মনসুর ফকিরের ঠিকানা বলুন কেউ দয়া করে আমায়
নদীয়া, কৃষ্ননগর থেকে করিম্পুর গামি বাসে করে নাজিরপুর এর আগেই বা পথ ধরে গৌরভাঙ্গা।।
wow! I am just speechless ! These two are so happy. As they say "Happiness" is not sold and bought in store.
Hey! you two gems, be always like this and spread the warmth of your happiness.
Yes but they are not just singing about being happy, they are singing about something much deeper... you can say the source of Truth
আহা কী অসাধারণ গানের কথা গুলো । আর যিনি দোতারা বাজাচ্ছেন তিনি অসাধারণ বাজিয়া ছেন । হরি বল হরি বল । জয় ভবা ।
Seee, You don't have to be rich to be ....Happy !!!! Aminul Faqir is his son. Such a beautiful duo !!
Wow look at the happy spirit. You dont need money to be happy. Oshasharon
সত্যি অসাধারণ, এই সব গান শুনলে মনটা সান্তি লাগে,যেন ভগবানের দান মনে হয়। এই মানুষ গুলোর মধ্যে ভগবান বিরাজ করেন।
হালের সং কম্পোজার যারা ভালোবেসে বাউল গানের পশ্চাদ ছেদন করছেন তাদের এই গানটা বারবার শোনা উচিত। এই সিম্পলিসিটি হচ্ছে বাউলগানের আসল রস। এই রস চলে গেলে তা আর বাউল গান থাকবে না, বাল গান হয়ে যাবে।
দারুন বলেছেন ভাই। হাজারটা ইন্সট্রুমেন্ট গদাম গদাম করে বাজিয়ে বিকৃত করছে।
ফাটাফাটি 💙
এত সহজ এর গান, জটিল করলে আর তার রস থাকে কই?
অনবদ্য পরিবেশন। ভাব আর ভালোবাসার স্নিগ্ধতা মিশ্রিত অপূর্ব কন্ঠস্বর। এটাই আমাদের বাংলার সংস্কৃতি।
এক মন যার সেই যেতে পারে।
আহা।
কি আনন্দের প্রকাশ।
মন ভরে গেল আলোয়।
জয় গুরু।
A great artist....very clear and soothing voice....million thanks to the uploader.....
creative media entertainment Aziz
Who is the Dotara player? Very talented and committee. I do not know Bengali- so can anyone share the same Sufi Song in English Script. I don't want translation. I want to know the exact Bengali wordings, the Lyrics. Thanks all.
@@iliyasy See the description. The name of the Dotara player n Singer is given. Both are father n Son it seems. Saw someone else commenting the same.
Singer : Mansur Faqir
Instrument player : Amirul Faqir
I can listen to this a hundred time’s though I don’t understand a word. 😊👏👏
who's mind simple and dedicate only he / she can close & meet GouraNitai' (spiritual)
Why don't you learn Bangla? it's very similar to Hindi (assuming you speak hindi) and they both came from same script which is Sangskritik
ভাব লাগবে।
True loveable thought & একাগ্র চিত্তে শুনবেন।
Thank you sir..welcome to cultural land of Bengal..lots of love
এমন শিল্পী যে নিজের শিল্পে আকৃষ্ট করে
এক মন যার সে এমন রস বাঁধতে পারে🙏
Hats off Amirul phokir, the instrument playing was heavenly!
অসাধারণ 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
মন টা জুড়িয়ে গেলো❤️❤️❤️❤️❤️
একদম খাটি জিনিস😀
হরিবোল হরিবোল🙏🙏🙏
Simplicity is key ,happiness exist at every corner in bangla. Thanks to Didi for preserving tradition by not commercialize local community.
These people are so talented, so happy, they know the true meaning of life....they can laugh so heartily...
There is an eternal peace and bliss in this soothing simple sound and carefree expression. No need of any fancy sound engineering and tuning, this is the music that pierces the heart.
Excellent vocal and music
বাউল মুনসুর ফকির এর চরণে আমার ভক্তি শ্রদ্ধা ও প্রণাম🙏❤️🇧🇩
এই গানগুলি শুনলে নিজেকে বাঙালি বলে গর্ব হয় জাতি ধর্ম সব শিকেয় তোলা থাক..
I listen to this everyday once at least even though I don't understand this. it gives deep pleasure to a soul.. True Love
Hare krishna...Hari bol!! Happy to listen this from you brother...You are welcome to India, Iskcon Mayapur...Nitai chad's palace :)
If you have a 'single mind' (can make up a mind) you can reach 'there' (nirvana)...
u cn get this fillings in some villagers, who sing fr there own nt for money.
they do bcz they love to do..u will never get this feelings in ny organizations
This feeling comes directly from the soul who glorifies the most merciful personality of godhead, Sevak Bhagwan Doyal Nitai. Joy Nitai!
dipti roy anindita roy tukkha song
স্বতঃস্ফূর্তভাবে গান গেয়ে গেলেন। মনের সব বাঁধ ভেঙে। এমন মানুষ সংখ্যায় খুব বিরল। বিশেষতঃ ইসলামের অনুগামী হয়ে.. অসাধারণ 🙏🏽
অসাধারণ 🙏 এই হলো গান , এই হলো পুজো , এই হলো ধর্ম। এরম মন পেলে , এরম মানুষ হতে পারলে সবাই , পৃথিবী টাই বদলে যেত।
The joy in his eyes, is the bliss of the divine. Joy Gurudeb!
My Soul flies towards God whenever I hear this song, even though I do not know much of Bengali.
God is Universal .
My desire is to live this life someday
Look at that innocence smile in the instrument player face... So amazing
Tmio to lalan apurba
@@rajeshkumarmajee4233 Thanks
Brilliant singing! This Fakir is totally possessed with music. He got the rhythm!
Monsur ji keo pronam....
R onar sathe eto sundor bhabe dotara bajie jini songo diechen onakeo pronam....
Khub khub sundor. Mon pagol hoe jabe .
This is pure bliss ❤️ love from Kerala