বলুন আলাপন! পুরুষ না মহিলা, আপনি কি প্যান্ট খুলে চেক করে তবেই রিপোর্ট লিখতেন?

Поділитися
Вставка
  • Опубліковано 11 лип 2024

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @Sukantaroy6003
    @Sukantaroy6003 23 дні тому +968

    পড়াশুনা করে যদি এমন গোলামি করতে হয় , তাহলে এমন পড়াশুনা না করে অন্যের জমিতে খেটে খাওয়া অনেক ভালো..

  • @tusharkantihaldar2828
    @tusharkantihaldar2828 23 дні тому +741

    একজন নপুংশকের কাছে থেকে ভালো কিছু আশা করা যায়না!!!

    • @subhenduroy8303
      @subhenduroy8303 23 дні тому +25

      এ শুধু নপুংশক নয় বেইমানও বটে।

    • @asimbera4629
      @asimbera4629 23 дні тому +13

      Exactly 💯

    • @animatalukder8618
      @animatalukder8618 23 дні тому +10

      ওটা এক জায়গায় বাধা দেয়া আছে।

    • @utpalmukherjee9835
      @utpalmukherjee9835 23 дні тому +11

      ঠাকুর রামকৃষ্ণ বলেছেন ২০০বছর পরে আবার আসবেন কিন্তু এর কার্যকলাপ দেখে হয়তো আর আসবেন বলে মনে হয় না।😮

    • @swapnamustafi7919
      @swapnamustafi7919 23 дні тому

      Suorer thekeo odhom dhik dhikker janai

  • @bimalkumarpanda8018
    @bimalkumarpanda8018 23 дні тому +126

    গোলামির চরম উদাহরণ। সত্যিই বাংলার দুর্ভাগ্য এই রকম শিক্ষিত মানুষ জনদের জন্য।

  • @nirmalendubiswas1271
    @nirmalendubiswas1271 23 дні тому +58

    সফিকুল ভাই, এই আলাপন মানুষ হিসেবে মোটেও সুবিধার নয়। উনি নিজের আখের গোছাতে ব্যস্ত।ঐ পদমর্যাদার (আই এ এস,আই পি এস) বেশীর ভাগই এক ই কর্মকাণ্ডে যুক্ত। এদের লক্ষ্য একটাই আখের গোছানো। অনেক ধন্যবাদ

  • @user-eg9vi8uz2n
    @user-eg9vi8uz2n 23 дні тому +370

    আলাপন বন্দোপাধ্যায় রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ❤ছাত্র হিসেবে রামকৃষ্ণ মিশনকে কলূষিত করেছেন।

    • @manofgoodhope6169
      @manofgoodhope6169 23 дні тому +5

      কেনে পার্থ জেলে, পার্থ ও মিশনের ,
      ও দিয়ে কিছু এসে যাই কি

    • @gourdas7368
      @gourdas7368 23 дні тому

      রামকৃষ্ণ মিশনের ছাত্র হতেই পারেনা, ঐ সংস্থা মিথ্যে কথা কখনোই শেখায় না। এটা একটা অপদার্থ টাকার লোভী।

    • @anjanaghosh29
      @anjanaghosh29 23 дні тому +2

      ছিঃ।

    • @sanjibkumardas6367
      @sanjibkumardas6367 22 дні тому +3

      রাম কৃষ্ণ মিশন থেকে এরকম একটা জন্ত্যু কি করে তৈরী হলো??

    • @sohampain266
      @sohampain266 18 днів тому

      ​@@manofgoodhope6169 পার্থ মিশনের প্রাক্তনী নয়। মিশনে পড়াকালীন মাঝপথে রাস্টিকেট করা হয়। যে-ই সেই ছেলে শিক্ষামন্ত্রী হয়ে গেল, অমনি মিশন নিজের স্বার্থে তাকে 'আমাদের ছাত্র' বলে জড়িয়ে ধরল। যে প্রতিষ্ঠানই এতোটা সুবিধাবাদী সেই প্রতিষ্ঠানের ছাত্র কি সুবিধাবাদী হবে না?

  • @astrorajib7688
    @astrorajib7688 23 дні тому +419

    অবসরের পর বিশেষ পদ, ছেলের চাকরি, স্ত্রী র অবসরের পর বিশেষ পদ, ভাই বউ এর বিশেষ পদে নিয়োগ ও মোটা বেতনের ব্যবস্থা... সবই ধান্ধা বাজির ফল কি? জনগণ জানতে চায়...

    • @UtpalBnaerjee
      @UtpalBnaerjee 23 дні тому +5

      অন্যদের খবর জানিনা, কিন্তু ওনার ছেলে বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ান।

    • @dipakkumarbhui777
      @dipakkumarbhui777 23 дні тому +4

      জনগণ ভাতা চায়

    • @UtpalBnaerjee
      @UtpalBnaerjee 23 дні тому

      @@dipakkumarbhui777আবার প্রমাণ হৈলো যে ভিক্ষাবৃত্তি বড় আরামদায়ক।

    • @rajeshnandy2441
      @rajeshnandy2441 23 дні тому +24

      ​@@UtpalBnaerjeeবাবার পকেটের জোর থাকলেই বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়া যায় এবং সেখানে চাকরি পাওয়াও খুব শক্ত নয়, কারণ বিপুল খরচের কারণে বিদেশের স্থানীয় লোক উচ্চশিক্ষার সুযোগ খুব কম পায়। আলাপন বন্দ্যোপাধ্যায় মেধাবী মানুষ তা নিয়ে কোনো বিরোধ নেই, কিন্তু তার চটি চাঁটা স্বভাবের কারণে ভবিষ্যত প্রজন্মের কাছে ওনার ঘৃণা ছাড়া কিছু প্রাপ্য নেই।

    • @akhilpandey578
      @akhilpandey578 23 дні тому

      100% সঠিক ।।​@@rajeshnandy2441

  • @tpc59
    @tpc59 22 дні тому +26

    একদমই ঠিক বলেছেন সফিকুল ইসলাম বাবু।
    শিক্ষিত শয়তান যে কোন
    শয়তানদের মধ্যে সর্বতকৃষ্ট শয়তান।

  • @mamatadutta5593
    @mamatadutta5593 23 дні тому +25

    সফিকুল ভাই আপনাকে স্যালুট এই সত্যি টা বলার সাহস টা আপনার আছে এই বাংলাতে। আপনার মত সবার যদি শিরদাঁড়া টা সোজা হতো!

  • @ajoykumarsamanta5623
    @ajoykumarsamanta5623 23 дні тому +432

    2,50,000/- বেতন বড় কথা নয়,আসল কথা উনি যোগ্যতার ভিত্তিতে বেতন পাচ্ছেন না মিথ্যাচার করে পাচ্ছে। একজন নিগৃহীতা মহিলাকে পুরুষ বলে প্রকাশ্যে চালিয়ে দিলেন, এটাই হচ্ছে আসল চটি চাটা। ঘটনার কয়েক দিন পর পুরো গেম প্লান করে মিথ্যা নাটক প্রকাশ্যে বলতে একটুকুও লজ্জা লাগে না।

    • @bikashdas7902
      @bikashdas7902 23 дні тому

      দাদা পুরুষ কে মারছে আর যিনি বলছেন ওটা পুরুষ ওনার বউ আওয়াজ করছে ।

    • @user-wz7xk5ql4g
      @user-wz7xk5ql4g 23 дні тому

      Purus holeo take marar adhikar ke diyechhe?

    • @abhijitaich1516
      @abhijitaich1516 23 дні тому

      উনিও তো লক্ষ্মীর ভান্ডার (বড়) পান তাই ওনার চটি চাটার জিভটাও বড়!

    • @timirbhattachrya6953
      @timirbhattachrya6953 23 дні тому +19

      শুধু চটি চাটা নয় , টয়লেট প্যেন এর মল চেটে খায় !!

    • @Viral24-b1k
      @Viral24-b1k 23 дні тому +11

      ছিঃ বাংলার মানুষ এই সরকার্ই চাই

  • @sikharoy1039
    @sikharoy1039 23 дні тому +356

    ঠিকই বলেছেন সফিকুল ভাই। জানিনা মিশনে লেখাপড়া করে উনি কি শিক্ষা পেয়েছেন। 👍🙏

    • @joydebroychowdhury448
      @joydebroychowdhury448 23 дні тому +16

      এটা ওই মিসনের লজ্জা যে ঐরকম ছাত্র তাদের ছিল😂😂😂😂😂

    • @parimalbose1394
      @parimalbose1394 23 дні тому +7

      He was a devil in disguise in RKM. The institute must be regretting having taken him as a student.

    • @pulakdinda3497
      @pulakdinda3497 23 дні тому +1

      Baba ka bole Bokch......

    • @pritiranjangoswami7517
      @pritiranjangoswami7517 23 дні тому

      রামকৃষ্ণ মিশন নরেন্দ্র পুর থেকে এই মানুষ তৈরী হয়েছে?? স্বর্গ থেকে স্বামী জী লজ্জায় মুখ লুকোবেন।

    • @aharshidebnath
      @aharshidebnath 23 дні тому +1

      ও ছেলে তাহলে ঠিক আছে।

  • @subratabhattacharjya3340
    @subratabhattacharjya3340 23 дні тому +24

    সাধারণ জনগণের ভাষায় (যেটা শুনি বা শোনা যায়), উনি একটা পশুরও অধম।

  • @rinachakraborty7216
    @rinachakraborty7216 23 дні тому +185

    অত্যন্ত লোভী লোক ।আত্মসম্মান বলে কিছু নেই ।

    • @abhijitaich1516
      @abhijitaich1516 23 дні тому +6

      উনি ত সরকারি লোক নন? .একজন সিভিক IAS । উনি এটা বলার কে? চিপ secratery বলতে পারতেন, বা পুলিশ কমিশনার বলতে পারতেন? সরকারি আমলারা বললে ফেসে যেতে পারেন? তাই অনুদান প্রাপ্ত ex আমলাকে crisis manager হিসেবে মার্কেট নামিয়ে দিয়েছে?

  • @abhijitchatterjee401
    @abhijitchatterjee401 23 дні тому +272

    জয়ন্ত সিং কি বিশেষ অতিথি বারবার গ্রেফতার হয়েও ছাড়া পেয়ে গেল😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅

    • @PrantikDey-cp6uv
      @PrantikDey-cp6uv 23 дні тому

      তার মানেই ওসব গ্রেফতার ছিলো স্রেফ লোকের চোখে ধুলো দিতে ,!!

  • @Ratjagatara187
    @Ratjagatara187 22 дні тому +11

    একটা স্বার্থপর মানুষ। তার বক্তব শুনার সময় নেই।

  • @supritisarkar1786
    @supritisarkar1786 23 дні тому +9

    আলাপনের আলাপেই বোঝা যাচ্ছে ও‌ নিজে 😂😂😂😂😂 ছিঃ ছিঃ ছিঃ। সফিকুল ভাই দারুন দারুন, ওদের লজ্জা নেই।

  • @umasankardalui9742
    @umasankardalui9742 23 дні тому +145

    চিৎকার করার সময় গলার শব্দ শুনলে বোঝা যায় পুরুষ না মহিলা। সব জেনে শুনে হয় কে নয় , নয় কে হয় করবে । পশ্চিমবঙ্গের মানুষ কে বোকা ভেবে । সফিকুল বাবুর নির্ভিক উপস্থাপনা কে স্যালুট জানাই ।

    • @ajoychandra4416
      @ajoychandra4416 23 дні тому

      পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষই বোকা, শুধু বোকা নয় আরো অনেক কিছু। তাই তো বামফ্রন্ট চৌঁত্রিশ বছর বসেছিল আর এরা কত বছর থাকবে স্বয়ং উপরওয়ালা বলতে পারবেন।

    • @krishnabhattacharya1653
      @krishnabhattacharya1653 23 дні тому

      পশ্চিমবঙ্গের মানুষের কোন তুলনা নেই, আমরা তো কুড়ুল এর ওপর পা দিয়ে এনজয় করছি পা কাটা ......ধিক্কার জানাই নিজেদের

    • @krishnachowdhury9420
      @krishnachowdhury9420 23 дні тому +2

    • @dipenkumar5391
      @dipenkumar5391 22 дні тому

      Aita bansa /rakter parichay nai eder 4 radtar more kukur die khaoun must

  • @dibakarsarkar3985
    @dibakarsarkar3985 23 дні тому +378

    কুনালের সাথে বিশেষ পার্থক্য নেই এই কত্তার😅😂
    সাহিত্যিক নীরেন চক্রবর্তীর গুণী জামাতা।।😅😂

    • @rajsekhar873
      @rajsekhar873 23 дні тому +15

      বানান ভুল করেছেন। কু হবে।

    • @PrantikDey-cp6uv
      @PrantikDey-cp6uv 23 дні тому +6

      ধনঞ্জয়ের গ্রামের লোক ।

    • @dibakarsarkar3985
      @dibakarsarkar3985 23 дні тому +2

      @@rajsekhar873 😁😎🤭

    • @manikdas3315
      @manikdas3315 23 дні тому

      CHOR ALAPAN

    • @biplabguha2266
      @biplabguha2266 22 дні тому +5

      Swami stree dutoi dhandabaj.

  • @barnalikarmakar2144
    @barnalikarmakar2144 23 дні тому +9

    বক্তব্য অত্যন্ত যথাযথ, বলিষ্ঠ ও সাহসিকতাপুর্ন। এই চ্যানেলের সমস্ত খবর আমি দেখি ও শুনি। বিরোধীদের দুর্বলতাই শাসকগোষ্ঠীর ঘৃণ্য শক্তির উত্থানের কারণ। আমি খুব সাধারণ একজন গৃহবধূ, অত্যন্ত সহজ ভাষায় আপনি যে বক্তব্য রাখেন, আমার ভালো লাগে।🙏🙏

  • @AnkuritoMon
    @AnkuritoMon 22 дні тому +5

    মৃত্যুর আগে এরা ভগবানের কাছে কর্মফলের জন্য ক্ষমা চাইবে কিন্তু ভগবান ক্ষমা করবেন না। শাস্তি পেতে হবে। এই জন্মেই শাস্তি পেতে হবে।

  • @narayanmurmu7180
    @narayanmurmu7180 23 дні тому +359

    যেমন বাঙালি তেমন তৃনমূল ঠিকইৎ আছে...

    • @suman64549
      @suman64549 23 дні тому +7

      Ami gorbito bisyo bongal er bongali. Dim bhat kheye dhekur tule ghumai

    • @tirjokbiswas3353
      @tirjokbiswas3353 23 дні тому +3

      ওনাকে নিয়ে এতো সমালোচনা হচ্ছে কেনো বুঝতে পারছিনা , after all উনি তো বাঙালি , বাঙালি এখন চটি চাটতে ভাল বাসে , জয় বাংলা

    • @saikatchatterjee1494
      @saikatchatterjee1494 23 дні тому +3

      Akdom, sotti bagalira khub boka, r kobe bujbe,

    • @Dulal-un2nl
      @Dulal-un2nl 22 дні тому +3

      সহমত দাদা

    • @surjitdebnath5672
      @surjitdebnath5672 22 дні тому +2

      AE ,BAAR, BANGLAR, BANGALI, RAA, JEY, BIDDAN, WO, BUDDHI, JIBI ,APNARA, KI, DEKCHEN, KI, BUJHCHEN, BANGLA, BANGLA, TOO, THAKBE ,????????????😎🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @bishnupadamohanta6280
    @bishnupadamohanta6280 23 дні тому +183

    যে পুলিশ পাঁচবার গ্রেপ্তার করে পাঁচবার ছেড়ে দিল এমন জঘন্য অপরাধ সত্বেও সেই সব পুলিশদের শাস্তি হবে না কেন।

    • @mohitdasgupta7698
      @mohitdasgupta7698 23 дні тому +8

      Because , every time he satisfied police by due process. And if necessary he will be arrested many many times. This is known as politician-police-criminal nexus. A curse of the country which was freed from 1000 years of slavery by the sacrifice of many many Men & Women of yester years.

    • @swarajghosh2790
      @swarajghosh2790 22 дні тому +2

      MP Sougata Roy and MLA Madan Mitra sponsor these Hooligans.

  • @asitsarkar1276
    @asitsarkar1276 23 дні тому +17

    মনে হয় আলাপন নাম না রেখে, আলপনা রাখা উচিত। বাম আমলে চটি চেটেছেন এখন ও চাটছেন তবু পেট ভরেনি। ধন্য আপনি!

  • @subirdutta2990
    @subirdutta2990 23 дні тому +10

    এই ধরণের মানুষ, ঠিক ভাবে মানুষ হতে পারল না।তারা কি ভাবে এক জন IAS হতে পারে।

  • @sitanathmardanya
    @sitanathmardanya 23 дні тому +260

    এই সব থেকে মুক্তি দিতে পারে শুধু একজনই। তার নাম আমাদের সবার প্রিয় শুভেন্দু অধিকারী। বাংলার প্রতিটি মানুষের উচিত, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আগামী নির্বাচনে শুভেন্দু অধিকারীকে ভোট দেওয়া।

    • @PrantikDey-cp6uv
      @PrantikDey-cp6uv 23 дні тому

      এখন তো শুনছি সে নাকি বিজেপি তে এসে খুব ভুল করেছে !!

    • @PrantikDey-cp6uv
      @PrantikDey-cp6uv 23 дні тому

      এখন তো শুনছি সে নাকি বিজেপি তে এসে খুব ভুল করেছে!!

    • @PrantikDey-cp6uv
      @PrantikDey-cp6uv 23 дні тому

      এখন তো শুনছি সে নাকি বিজেপি তে এসে খুব ভুল করেছে!!

    • @PrantikDey-cp6uv
      @PrantikDey-cp6uv 23 дні тому

      এখন তো শুনছি সে নাকি বিজেপি তে এসে খুব ভুল করেছে!!

    • @PrantikDey-cp6uv
      @PrantikDey-cp6uv 23 дні тому

      এখন তো শুনছি সে নাকি বিজেপি তে এসে খুব ভুল করেছে!!

  • @user-mc5be8wu8w
    @user-mc5be8wu8w 23 дні тому +178

    পুরো পরিবার ই সুবিধাবাদী।

  • @swapannayak8060
    @swapannayak8060 23 дні тому +12

    A man without character is zero. একজন অপরাধীকে গ্রেফতার করাই সব নয়, অপরাধের বিচার করে শাস্তি দেওয়া পুলিশের দায়িত্ব।

    • @manofgoodhope6169
      @manofgoodhope6169 23 дні тому

      পুলিশের ঐটাই কাজ সাথে কামানো

  • @shyamapadapramanik7317
    @shyamapadapramanik7317 23 дні тому +10

    সাবাস সফিকুলভাই সাবাস। এইরকম প্রতিবেদন করার জন্য।সাহস আছে আপনার।ধন্যবাদ ,অনেক অনেক ধন্যবাদ। সেলাম জানাই।

  • @aviksrimany6907
    @aviksrimany6907 23 дні тому +81

    এটা সেই আলাপন যে তার বৌকে উপাচার্য করার সুপারিশ করেছিল যোগ্যতা না থেকেও।

  • @somnathghosal7599
    @somnathghosal7599 23 дні тому +8

    রামকৃষ্ণ আশ্রমে এত সুন্দর রামপাঁঠার চাষ হয় জেনে আহ্লাদিত হবার সুখ পাচ্ছি। 😅😅😅

  • @Lifestylevlog109
    @Lifestylevlog109 23 дні тому +116

    আলাপন একটি পৃথিবীর যদি ভিখারী ব্রাহ্মণ থাকে ওই লোকটি সেই,

    • @banpan661
      @banpan661 23 дні тому

      .. আজ্ঞে, 'ব্রাহ্মণ' শব্দটিতে আপত্তি জানাই > হিন্দু শাস্ত্রমতে ব্রাহ্মণ অর্থে দ্বিজ হন তারাই, যাঁরা শুধু পৈতাধারী হওয়া ছাড়াও আরও বিবিধ (প্রধানতঃ ৭'টি গুণের আবশ্যিক অধিকারী) গুণের অধিকারী হতেই হবে এবং তখনই তাঁরা রাজ দরবারে প্রণম্য > উদাহরণ - চাণক্য.. সুতরাং, এক্ষেত্রে ব্রাহ্মণ না হয়ে, বামুন বা বেঁড়ে - বামুন কথাটাই মনে হয় ঠিক.. ধন্যবাদ 🙏

    • @fatikdhara2777
      @fatikdhara2777 22 дні тому

      ভিখারি ব্রাম্ভন মানেই খারাপ একথা কি ঠিক? আলাপন আসলে মানুষের পর্যায়ে পড়ে না। ওকে এটটাই কথা ধিক! ছিঃ!!

  • @swapnamukherjee6474
    @swapnamukherjee6474 23 дні тому +11

    দারুণ যুক্তি ! তিনি গেলেন কোথায়,? এতো দিনে লাশ গায়ের হুয়ে গেছে। এরা নরাধম।

  • @malaybiswas1211
    @malaybiswas1211 22 дні тому +7

    এমন চতুষ্পদ জন্তুর মতামতের মূল্যায়ন তারাই করে,শোনে,যারা দশ টাকা ভিক্ষাশ্রী খায়,সেই অনার্য সনাতনী।। ধন্যবাদ শফিকুল ভাই।।

  • @debdassen4956
    @debdassen4956 23 дні тому +129

    শিক্ষা মানুষের মূল চরিত্র পাল্টে দিতে পারে না, আবার প্রমাণ হলো।

    • @Debashis-wb5eg
      @Debashis-wb5eg 23 дні тому

      Comment

    • @user-ut7bm4eg8l
      @user-ut7bm4eg8l 23 дні тому +1

      এটা প্রাকৃত শিক্ষা নয়

    • @debjyotihalder-iv3qe
      @debjyotihalder-iv3qe 22 дні тому

      DARUN BOLECHEN ❤

    • @Debashis-wb5eg
      @Debashis-wb5eg 22 дні тому

      @@debdassen4956 Everyone is product of system. There is no role of education or knowledge. Individual cannot beat the system.

  • @DipakMitra
    @DipakMitra 23 дні тому +174

    দারুন দিয়েছেন শফিকুল ভাই। এই একটা প্রতিবেদনের মাধ্যমে সমস্ত বাঙালির মনের ঝাল মিটিয়ে দিয়েছে ন🙏

    • @anubala8732
      @anubala8732 23 дні тому

      TMC r ei nongra doltar kono man sommar ache. Sudhu mitha bole nijeder dosh dhakar chesta. Safukl dar moto sokole mile er protibad kora uchit.

  • @user-vy4em9wd8h
    @user-vy4em9wd8h 23 дні тому +11

    সফিকুল দা আপনি এত বড় এক জন সাংবাদিক হয়ে ওনার ভাষা বুঝতে পারলেন না। যদি আপনারা পুরুষ বললে উনি তখন বলতেন হিন্দু না মুসলমান? যেহেতু পরিচয় জানা যায়নি।

  • @sanjoypaul3253
    @sanjoypaul3253 23 дні тому +13

    আলাপন বন্দ্যোপাধ্যায় এখন প্রশাসনের কেউ নন । উনি মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা মাত্র। তাহলে উনি প্রশাসনের হয়ে প্রেস কনফারেন্স করেন কি করে ?

  • @BEREADYFORCOMPITITIVEEXAM
    @BEREADYFORCOMPITITIVEEXAM 23 дні тому +96

    বুকে হাঁটা প্রানিদের সোজা হয়ে চলা বড় কঠিন।

    • @SomaGhosh19984
      @SomaGhosh19984 22 дні тому

      বুকে হাঁটা প্রাণীরা খুবই নিরীহ। এর সঙ্গে তুলনা করে সেই বেচারা বুকে হাঁটা প্রাণীদের অপমান করবেন না।

    • @debjyotihalder-iv3qe
      @debjyotihalder-iv3qe 22 дні тому

      DARUN DIECHEN

  • @Amitkumardas-26
    @Amitkumardas-26 23 дні тому +156

    চটি চাটার প্রতিযোগিতা চলছে কে সবচেয়ে বেশি চটি চাটতে পারে

    • @bijankumar2922
      @bijankumar2922 23 дні тому

      @Amitkumardas : নয়া মুসলমান বেশি বেশি গরুর মাংস খেয়ে প্রমাণ করতে চায় , সে সবচেয়ে বড় মোছলমান ।

  • @nirmalhaldar6865
    @nirmalhaldar6865 23 дні тому +10

    সফিকুল সাহেব, আপনি তো দেখছি উল্টোকরে ল্যাংটো করে দিলেন 😅

  • @ranjithaldar1784
    @ranjithaldar1784 23 дні тому +21

    সাব্বাস শফিকুল ভাই তুমি পারবে শয়তানদের মুখোশ খুলতে

  • @rajatsarkar7669
    @rajatsarkar7669 23 дні тому +72

    আমিও রামকৃষ্ণ মিশনের ছাত্র। আমাকে কিন্তু মেরুদণ্ড বিক্রি করতে হয়নি যদিও তোলামূলের পোষা গুণ্ডা মাঝে মাঝে তোলা নেওয়ার চেষ্টা করে।

  • @sanjayghosh184
    @sanjayghosh184 23 дні тому +113

    তোতাপাখিকে যা শেখানো হয় তাই তো সেও বলে ।এটাই স্বাভাবিক

  • @shyamalbandyopadhyay2329
    @shyamalbandyopadhyay2329 23 дні тому +10

    সাবাস সফিকুল। তোমার জবাব নেই।

  • @ChittaranjanMaity-ik1pk
    @ChittaranjanMaity-ik1pk 22 дні тому +4

    আপনি সত্য কথা বলার সাহস রাখেন বলে আপনার চ্যানেল খুব ভালো লাগে।

  • @scscscsc6983
    @scscscsc6983 23 дні тому +148

    এই লোকটার কোনো ক্লাস নেই। এ লেখাপড়া জানা বাড়ির চাকরের কাজ করে।

    • @TusharRoy-yg5sb
      @TusharRoy-yg5sb 23 дні тому +6

      "Chakorer" kotha ta bolben na. "Chakorer" attyasanman onek beshi. Ora khete khay to tai attyasanman beshi. Ha digri dhari chakorer byaparta onnyo rokom hoi.

    • @sankaridey7763
      @sankaridey7763 23 дні тому +3

      এই কথা বলে বাড়িতে যাহারা কাজে সাহায্য করে তাদেরকে ছোট করবেন না।রামকৃষ্ণ পড়লেই কি সবাই রামকৃষ্ণ বিবেকানন্দ হবে?

    • @parimalkunti3852
      @parimalkunti3852 23 дні тому

      Colliery cultured mentality creature.

  • @bikashdas7902
    @bikashdas7902 23 дні тому +209

    গলার আওয়াজ টা তো মহিলার মনে হলো ভিডিও তে । দালাল হলে যেটা হয় ।

    • @PrantikDey-cp6uv
      @PrantikDey-cp6uv 23 дні тому +6

      ওটা অর্ধ নারিশ্বর !!

    • @abhijitsen8300
      @abhijitsen8300 23 дні тому +8

      ওনাকে আমরা এখানে নাম দিয়েছি - 'আলপনা' 😊😊

    • @user-mc5be8wu8w
      @user-mc5be8wu8w 23 дні тому

      চটি চাটা বন্ধু,
      পুলিশ কে টেকনিক্যাল সাহায্য নিতে হল
      মেয়ে নাকি পুরুষ নির্ধারণের ক্ষেত্রে। মিডিয়া তো ছবি দেখে------
      অপরাধীরা গ্রেফতার, তাদের জেরা করেই নাম জানা যেত। তাকে সামনে এনে তদন্ত করা যেত।
      আর একটা কথা 21শের ঘটনা, এত দিন পুলিশ কেন জানতে পারলো না ক্লাব ঘরে তালিবানি স্টাইল মানুষের বিচার করছে অপরাধীরা। বাংলা তে একটা সরকার আছে পুলিশ প্রশাসন আছে। ওরা কেন
      মানুষের বিচার করবে।
      ভিডিও ভাইরাল না হলে তো মানুষ বাদ দিন,পুলিশ ও জানতে পারতো না কিছু মানুষরুপী জানোয়ার বাংলাতে তালিবানি স্টাইলে মানুষের বিচার করছে,
      পুলিশ ভাইরাল ভিডিও দেখে অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে এসেছে ভালো কথা।
      এবার পুলিশের উচিৎ ভাইরাল কারীকে
      নাগরিক সংবর্ধনা দেওয়া।
      পুলিশ

    • @shibanidas5955
      @shibanidas5955 23 дні тому

      গলা খানি বাপরে , মনে হয় হিজড়ে ??????

    • @MonoranjanChakraborty-mo9gx
      @MonoranjanChakraborty-mo9gx 22 дні тому

      High court er tatyabadhane CBI k diye konthoswar Hyderabad or kono bhalo lab a pathano hok ,tahole Jana jabe purush or mahila

  • @sushilbarui9981
    @sushilbarui9981 23 дні тому +6

    আমিও ভগবানের কাছে কামনা করি ওরও যেন মা বোনের সঙ্গে এরকম হয় তখন দেখবো এই কথাবার্তা কোথা থেকে আসে

  • @nanigopal3757
    @nanigopal3757 23 дні тому +8

    শফিকুল দা আপনাকে অশেষ ধন্যবাদ সৎ সাহসিকতার জন্য আপনাকে আমার প্রনাম জানাই

  • @kamalmandal5089
    @kamalmandal5089 23 дні тому +72

    সত্যিই শফিকুল দা, সৎ সাংবাদিক হিসাবে আপনার সাহস আছে বটে। ধন্যবাদ ।

  • @alpanaadhikari6168
    @alpanaadhikari6168 23 дні тому +93

    আই এ এস আর আই পি এস দের প্রশিক্ষণ সঠিকভাবে না দিলে এই রকম হনুমান তৈরি হবে

    • @susantaghosh3257
      @susantaghosh3257 23 дні тому

      হনুমান এর অপমান করবেন না। নরকের কীট ইনি

    • @manofgoodhope6169
      @manofgoodhope6169 23 дні тому

      Watch ex IAS sanjoy dixit view on recent maharashtra IAS news.
      He makes it clear all our doubt

  • @ashoksirguitarandfolkartis9252
    @ashoksirguitarandfolkartis9252 23 дні тому +5

    বাড়িতে বউ ছেলে মেয়ের সামনে যেতে, আয়নার সামনে যেতে লজ্জা লাগবে না !!!

  • @subhankarsarkar2352
    @subhankarsarkar2352 23 дні тому +4

    রাত্রি বেলা করে পিঠে খেতে যায় কালীঘাটে। তারই পার্শপ্রতিক্রিয়া।

  • @spal4062
    @spal4062 23 дні тому +35

    নৃশংস অত্যাচার তিন বছর আগে হলে এবং অত্যাচারিত ব্যক্তি মহিলা না হলে এটাকে অপরাধ বলা যায়না কি বলেন আলাপন বাবু।😅😅😂
    অদ্ভুত কুযুক্তি দিচ্ছেন। বাঃ😅

  • @user-zs7bf3bh6f
    @user-zs7bf3bh6f 23 дні тому +4

    গোলামের কাজ হলো গোলামি করা , তাতে আশ্চর্য না হ ওয়া ই বুদ্ধিমানের কাজ।

  • @HindiBengali-fr3jk
    @HindiBengali-fr3jk 19 днів тому +4

    আলাপন এই অঞ্চলের শ্রেষ্ঠ চাটামাল। এ এক বিখ্যাত পাল্টি খাওয়া পল্টুরাম। বাম আমলে কমরেড আর এখন চটি। বিজেপি ক্ষমতায় আসলে বিরাট বড়ো ভক্ত হয়ে যাবে।

  • @samarkumarsamanta9532
    @samarkumarsamanta9532 23 дні тому +71

    মহিলা হোক বা পুরুষ হোক, এইভাবে কি মারা যায় ?

  • @khetrahalder2497
    @khetrahalder2497 22 дні тому +3

    আমাদের দেশের প্রথম সারির মানুষ
    এই তার প্রকৃত উদাহরণ।।
    শুধু ছিঃ ছিঃ আর ছিঃ ছিঃ

  • @rabindranathbasu6102
    @rabindranathbasu6102 23 дні тому +4

    আমি একটা জিনিষ বুঝতে পারছিনা যে, উনি কোন পদাধিকারবলে এই সাংবাদিক সম্মেলন করছেন?

  • @kaushiksen68
    @kaushiksen68 23 дні тому +43

    সফিকুল দা, রামকৃষ্ণ মিশনের ছাত্র বলে, ক্যাল্যানে হবে না কে বলল। এটা তে মিশন এর দোষ নেই। কারণ লাদেন ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে পড়াশোনা করেছিলো।😂😂

  • @rishavsutradhar4561
    @rishavsutradhar4561 23 дні тому +74

    মানুষ কে বাবা মায়ের ভালো জিন নিয়ে জন্মাতে হয়,
    বালিজুরির খাদানের কয়লা নিয়ে নয়।

  • @manoramasukul2243
    @manoramasukul2243 23 дні тому +4

    গতি যায় নীচসহ , নীচ সে দুর্মতি,,,,,,

  • @maharajmaharaj1282
    @maharajmaharaj1282 23 дні тому +3

    আলাপনরা পিসির চটি চাটে নাকি অন্য কিছু চাটে সেটা তদন্ত হওয়া উচিত.

  • @user-ff6hm3fl1c
    @user-ff6hm3fl1c 23 дні тому +42

    সফিকুল ভাই,যা বলতে পারছিলাম না সে টাই তুমি বললে।প্রশ্নের আকারে তুমি প্রতিবাদ করলে। একদম ঠিক, নাটকের আগে সুচনা।

  • @sandipkumarchakraborty4955
    @sandipkumarchakraborty4955 23 дні тому +46

    ওনার তো চাকরি নয়। উনি তো বহুদিন আগেই রিটায়ারড হয়ে গেছেন। উনি একজন রিটায়ারড IAS অফিসার, শেষে উনি চিফ সেক্রেটারি ছিলেন। অন্যকোনো রাজ্যে এই জিনিস হয়না। ওনাকে তো মাইনে দেওয়া যায়না, কারণ উনি তো আর চাকরি করেননা। উনি হচ্ছেন শ্যাডো চিফ সেক্রেটারি। একজন চিফ সেক্রেটারি আছেন, সেটা অফিসিয়াল, আর এনাকে মুখ্যমন্ত্রী নিয়োগ করেছেন, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা। একে রাজকোষ থেকে ওই পরিমান টাকা দেওয়া হয়। ওনাকে মুখ্যমন্ত্রীর চামচাগিরি করতেই হবে, কারণ ওনার কাজ টাই, এইটা। এই রকম আরও অনেক শ্যাডো কর্তা আছেন, আমাদের রাজ্যে।

    • @asitpaul3661
      @asitpaul3661 23 дні тому

      Are koto natok dakbay bangla

    • @asitpaul3661
      @asitpaul3661 23 дні тому

      Bangla ta bangla desh two korlai to hoie are baygom ka p.m.chee

    • @Tripti-ef8ue
      @Tripti-ef8ue 23 дні тому

      Other ka6e Taka asal Ato Comments Dekhe or lajja hoi na

    • @PONTHATARAFDER-uh7zl
      @PONTHATARAFDER-uh7zl 23 дні тому +2

      ওনার তো সরকারি বিবৃতি দেওয়ার কথা না।

    • @prasantachakraborry4817
      @prasantachakraborry4817 23 дні тому +1

      সরকারী কোন কর্মচারী নয় ,তার পরেও কি করে সরকারী বিবৃতি দেন। কারণ, উনি মুখ্যমন্ত্রীর বুদ্ধি দাতা এবং অর্থের বিনিময়ে চটিচাটা ।

  • @bipulsarkar9284
    @bipulsarkar9284 23 дні тому +4

    দুর্ধর্ষ প্রতিবেদন। Good.

  • @arupeshmujumder-xx9yq
    @arupeshmujumder-xx9yq 23 дні тому +62

    এটা মিশনের শিক্ষার ত্রুটি নয় দোষ পারিবারিক শিক্ষার।যেমন ঝাড় তেমন ই তো বাঁশ হবে,,,,,,,

    • @BuddhadevSaren-kx7xb
      @BuddhadevSaren-kx7xb 23 дні тому

      এটা আলাপনের মা, বাবার জিনের ত্রুটির ফল।

    • @sayan0006
      @sayan0006 23 дні тому +1

      অবশ্যই মিশনের শিক্ষার ত্রুটি আছে। আমার আরও অনেক মিশনে পড়া অপদার্থ দেখা আছে। আর রামকৃষ্ণ মিশন ও সেকুলার ভাইরাসে আক্রান্ত।

    • @prasantachakraborry4817
      @prasantachakraborry4817 23 дні тому

      100 % সঠিক।

  • @aviksrimany6907
    @aviksrimany6907 23 дні тому +46

    দূর দূর আলাপন পার্থ হচ্ছে মিশনের লজ্জা।

  • @tapanbanerjee6757
    @tapanbanerjee6757 23 дні тому +3

    Bravo Saficul Islam.Excellent Safi Da. Academic To Sab Kichu Noi prokrita Manush Hawa Aalda Bisay.

  • @tufanbagdi7732
    @tufanbagdi7732 23 дні тому +2

    সফিকুল দা আপনাকে আমার প্রচুর শ্রদ্ধা, ভক্তি, ও আন্তরিক ভালবাসা নিবেদন রইল।

  • @anitathakur6680
    @anitathakur6680 23 дні тому +89

    আড়াই লক্ষ টাকা দিয়ে কিনেছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে। গ্রেপ্তার করা, ছেড়ে যায়, গ্রেপ্তার করা ছেড়ে যায় ,5 বার 😰 কি করে ছাড়া পায়,রেখে দে।

  • @rabindranathchakrabarty5151
    @rabindranathchakrabarty5151 23 дні тому +44

    সফিকুল ভাই , এই লোকটাকে দেখে মন মেজাজ দুটোই যার পর নাই খারাপ হয়ে গেল !!

  • @aniruddhasanyal790
    @aniruddhasanyal790 23 дні тому +3

    ঘটনাটা ঘটেছে, ব্যস। চরম শাস্তি দিতে পারবেন কি না বলুন? না হলে চুপ করে থাকুন। তিন বছর আগে হলে এখন কিছু বলা যাবে না, স্পষ্ট করে বলুন।

  • @beautyofbengal2907
    @beautyofbengal2907 23 дні тому +2

    যে শিক্ষায় নৈতিকতা নেই সে শিক্ষার কোনো দাম নেই

  • @kalyanbiswas6462
    @kalyanbiswas6462 23 дні тому +84

    আলাপন বাবু সঠিক কথা বলেছে কারণ উনি দিদির নুন খেয়েছে তাই দিদির গুন গাইতে হবে কিন্তু আপনারা সকলে দিদির নুন খেয়েও বেইমানি করছেন এর জন্য আমরা খুব দুঃখিত

    • @PrantikDey-cp6uv
      @PrantikDey-cp6uv 23 дні тому +6

      এত বার দি দি সম্বোধন করে আপনি কি ওর ভ্রাতৃত্বের দাবী করতে চান ??

    • @biplamsing7622
      @biplamsing7622 23 дні тому +3

      উনি দিদির নুন খেয়েছে না নুন জল খেয়েছে, সেটা একটু ভেবে দেখতে হবে তো ?

    • @rabinhembram8102
      @rabinhembram8102 23 дні тому +3

      আপনি জানেন কি না, নুনের উৎস জনগণের দেওয়া নুনই ।

    • @indraneelbhattacharya5830
      @indraneelbhattacharya5830 23 дні тому

      তাহলে রাজ্য় সরকার কি প্রমান করছেন যে একজন পুরুষকে এরকম নৃশংষভাবে অত্য়াচার করা যায় - আই এ এস আমলার বিচিত্র যুক্তি !!

    • @mitalimitra735
      @mitalimitra735 23 дні тому

      দিদি কিভাবে নুন খাওয়াচ্ছে বুঝলাম না ।

  • @indrajitdas9764
    @indrajitdas9764 23 дні тому +39

    মানুষের চামড়ার এদের গায়ে নেই। এদের গায়ে এখন তৃণমূলের চামড়া হয়ে গেছে। এইসব মানুষ গুলোর সাথে এরকম আড়াই দহের মতো ঘটনা ঘটলে তবে এদের সাথে ঠিক হবে।

  • @sritappatra9830
    @sritappatra9830 23 дні тому +2

    এত কিছু র জন্য সাধারণ মানুষই দায়ী কারন সাধারণ মানুষই এদের দুর্নীতি করার লাইসেন্স দিয়েছে ভোট দিয়ে.... অতএব যা হচ্ছে ঠিকই হচ্ছে এত সমলোচনা করার দরকার নেই।

  • @pchowdhury4047
    @pchowdhury4047 23 дні тому +4

    দারুণ সফিকুল
    ধন্যবাদ

  • @samirmukherjeeuniquechanne8785
    @samirmukherjeeuniquechanne8785 23 дні тому +29

    দারুণ বিশ্লেষণ আপনার, খুব ভালো লাগলো, এক্কেবারেই Mr. আলাপনের ভুল ব্যাখ্যাটা তুলে ধরেছেন।

  • @GoutamDas-wk8ji
    @GoutamDas-wk8ji 23 дні тому +39

    ভাই যুগ যুগ জিও । তোমার তুলনা হয় না ।ভারত মাতা জয়।

  • @MuniMurmu-dx2pv
    @MuniMurmu-dx2pv 22 дні тому +1

    এক জন প্রতিবাদী হিসেবে আমিও আপনার সঙ্গে একমত, আমারও একি প্রশ্ন ? 👍

  • @swapankumardasgupta2214
    @swapankumardasgupta2214 23 дні тому +2

    যার বক্তব্য দেখালেন, আমার প্রশ্ন উনি পুরুষ না নারী? সঠিক অনুসন্ধান করে জানান।

  • @asimmisra4892
    @asimmisra4892 23 дні тому +31

    মনে মনে চিন্তা করি কলিযুগে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম গ্রহণ করেছিলেন এই বাংলায়, অতপর বলতে বাধ্য হচ্ছি ভগবান যেখানে (বাংলায়) জন্ম গ্রহণ করেছিলেন সেই বাংলা আজ এত নিচে নেমে যাবে তা ভাবা যায় না, কবে যে এই রাজ্যের মানুষের চেতনা জাগবে সেটা দেখার অপেক্ষায় থাকলাম, হে প্রভু তুমি এদের ক্ষমা করো, হরি দিন যে গেলো সন্ধ্যা হলো পার করো সবাইকে,

  • @arunhalder1169
    @arunhalder1169 23 дні тому +26

    সফিকুলদার সাহসী প্রতিবাদ! ধন্যবাদ!!

  • @wellcome7912
    @wellcome7912 22 дні тому +1

    সফিকুল ভাই,
    উনি সরকারের কথাগুলোই বলেছেন, এখানে ওনার নিজের কোন ভূমিকা নেই।

  • @ratnaroy9044
    @ratnaroy9044 23 дні тому +2

    ইনি মনে হছে সুধু বই পরেছে বাবা ওমায়ের কাছে কোন শিক্ষা পায় নাই।

  • @astrorajib7688
    @astrorajib7688 23 дні тому +33

    তিন বছর আগের হলেও কি ব্যবস্থা নেওয়া হয়েছে তখন? পুরুষ হলে কি অপরাধের মাত্রা কমে? যে রাজ্যে নাকি নির্বাচিত সরকার আছে বলে দাবি করা হয়, সেখানে প্রশাসন কি করছে? পুলিশ এর কাজ কি যারা প্রতিবাদী ও ঘটনা সামনে আনছেন তাদের যখন তখন ph করে থানায় ডেকে "ভয়" দেখানো?

  • @subhosarkar9525
    @subhosarkar9525 23 дні тому +21

    ঠিক বলেছেন ওটা মহিলা ছিল না পুরুষ ছিল,উনিও আলাপন বন্দোপাধ্যায় নয় অন্য কেউ ব্যক্তি,দুটোই ক্যামেরার ছবি ভুল,😊😊

  • @sanjitkumardebroy3647
    @sanjitkumardebroy3647 23 дні тому +2

    যৌবনে যে টুকু সুনাম কুড়িয়েছিলেন তা দ্রুত জলাঞ্জলি দিচ্ছেন।

  • @pawan.googlevolg4172
    @pawan.googlevolg4172 23 дні тому +75

    আর কত অপরাধ প্রশ্রয় করবেন

  • @pujarainee9638
    @pujarainee9638 23 дні тому +24

    আরে শফিকুল দা এই আলাপন বাবু শুধু নন আনন্দবাজার পত্রিকা টাই পিসির পা চাটা। ছিঃ আলাপন বাবু। 👈😭😭😭😭😭😭

  • @user-bh2hg8xf2x
    @user-bh2hg8xf2x 22 дні тому +1

    অসাধারণ আপনার বিশ্লেষণ, অনবদ্য আপনার শব্দ চয়ণ, সুন্দর ভাবে আপনি আপনার বক্তব্য তুলে ধরেছেন, আপনাকে ধন্যবাদ

  • @subratamondal3177
    @subratamondal3177 23 дні тому +2

    Sofikul da, fatafai

  • @tarakdhara4213
    @tarakdhara4213 23 дні тому +13

    এত সুন্দর করে মানুষকে বোঝা হয় এবং সবকিছুই তুলে ধরার জন্য তোমাকে আমার খুব ভালো লাগে ধন্যবাদ শফিকুল ভাই

  • @paragdutta7808
    @paragdutta7808 23 дні тому +33

    মিশনের অন্যতম রত্ন। স্বামীজীর আদর্শে অনুপ্রাণিত। 🤣🤣🤣🤣

  • @makhanlaldas2854
    @makhanlaldas2854 22 дні тому +1

    সত্যিই সুন্দর প্রতিবেদন শফিকুল দা ধন্যবাদ

  • @kalpansen9099
    @kalpansen9099 22 дні тому +1

    Ramkrishna mission এর এক কল্ংকিত ছাত্র । সর্বকালের সুবিধাবাদি ।

  • @goutamkumarmahato7337
    @goutamkumarmahato7337 23 дні тому +78

    লিঙ্গ বিকৃত খবর শুনে বিয়ে বাড়ি গেলেন পিসি😂😂😂

  • @Dristanta100
    @Dristanta100 23 дні тому +26

    আল্পনা বাবু আপনার লিঙ্গ নিয়েও আমাদের সন্দেহ আছে।

  • @gopalmajumdar4140
    @gopalmajumdar4140 23 дні тому +1

    Sabas bhai Sabas Sofiqul bhai...apni holen netaji, Khudiram der Banglar sahosi sontan...apnake kurnis janai

  • @prasantaroychoudhury
    @prasantaroychoudhury 22 дні тому +1

    একদম ঠিক বলছেন সফিকুল বাবু।