Diversity (বৈচিত্র্যতা) is a beautiful thing. আমাদের পাহাড় যেমন আমাদের সম্পদ, তেমনই পাহাড়ী ভাই বোনেরা ও তাদের সংস্কৃতিও আমাদের সম্পদ, আমাদের অহংকার। এই বৈচিত্র্য ঠিক বাঙালী সংস্কৃতির মতোই আমাদের দেশের অলংকার। তাদের রক্ষা করা আর আগলে রাখার গুরু দায়িত্ব আমাদের সকলের। আমরা বাঙালিরা যদি তাদের রক্ষা করতে পারি দুষ্কৃতদের হাত থেকে, তাহলে এই সমস্যা সমাধান করা খুব জটিল হবে না ইনশা আল্লাহ। কমিউনিটি পোস্টে আমরা কথা দিয়েছিলাম যে সত্য ও নিরপেক্ষ তদন্ত করে এই ভিডিওটি প্রকাশ করব এবং এতে যদি মেজরিটি আমাদের বিরুদ্ধে যায়, তাতে ক্ষতি নেই। সত্য তার আপন ধারায় চলবে। তথ্য প্রমাণসহ আমরা ফ্যাক্ট গুলোই খুঁজে বের করে এনেছি। এক মাসের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে এটি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। আপনাদের আন্তরিক মন্তব্য আমাদের জন্য পুরস্কারের মতো, তা গঠনমূলক সমালোচনা হলে আরও ভালো। ভালো লাগলে ছড়িয়ে দিন সকলের সঙ্গে।
@@searchofmysteryofficial পাহাড়ে সংঘাতের কারণ কি এটা কম বেশি সবাই তুলে ধরে, এই সমস্যার সমাধান কিভাবে করা যায়, আর নিরাপত্তা বাহিনীর প্রোয়জন আছে কি নাই তার উপর একটা ভিডিও বানাবেন সঠিক তথ্য সহকারে। ধন্যবাদ
আপনি কেবল শান্তিবাহিনী দ্বারা গণহত্যার কথা বললেন তাও সেটেলার নিউজ পেইজ থেকে দেখে, অথচ বাঙালি ও সেনাবাহিনী দ্বারা এই পর্যন্ত যে হাফ সেঞ্চুরি গণহত্যা হলো তা দেখলেন না। লোগাং গণহত্যা, কাউখালি কমলপতি গণহত্যা, নান্নেচর গণহত্যা, লংগদু গণহত্যা...!!! আরো........ এসবের উল্লেখ তো করেন নি।
আমি এইখানে নিরপেক্ষটা পেলাম না। একটা জাতিকে ছোটভাবে উপস্থাপন করা হয়েছে, তাও ক্ষুদ্র নৃগোষ্ঠী তকমা দিয়ে!? তাহলে কি তোমরা বৃহৎ বাঙালি সংকর গোষ্ঠি? সেনাবাহিনী কতৃক রাঙামাটি কাউখালি গনহত্যা, এবং লোগাং গণহত্যা তোর হ্যাডম থাকলে ঠিকি উল্লেখ করতে!🐸
13:36 এইতো ভাই একদম সঠিক কথা বলেছেন। পাহাড়ের যত সমস্যা, সেটার পিছনে ভারতের হাত আছেই। কিন্ত পাহাড়ি ও বাঙালিরা শুধু শুধু একে অপরের দোষ দেয় যেটা ঠিক না।
আমরা কথা দিয়েছিলাম যে সত্য ও নিরপেক্ষ তদন্ত করে এই ভিডিওটি প্রকাশ করব এবং এতে যদি মেজরিটি আমাদের বিরুদ্ধে যায়, তাতে ক্ষতি নেই। সত্য তার আপন ধারায় চলবে। আপনার মতব্য পড়ে ভালো লাগলো যে সেই প্রমিস আমরা রাখতে পেরেছি। এক পেশে কোন বক্তব্য দেওয়া হয়নি বরং ফ্যাক্ট তুলে ধরেছি ।
Vaib apni boltechen 300 bochor hoilo teke asi eikane what do you mean by that eikanre amra 1000 years + er cheye age bosobas kore astechi @@searchofmysteryofficial
Tumi kon chakma ??? 300 bochor age eikane ese bosobas kortechi eita ? Naki amra hazar bochor dore bosobas kortechi ei cht hill tracks a oggo hole ja hoi r ki
সত্যই অসাধারণ ভাবে বানানো এই ভিডিও যে কারোরই ভাল্লাগবে, একেবারে নিরপেক্ষ ভাবে যতোটা বলা পসিবল ততোটাই বলা হয়েছে। মনে হবে কোনো উপন্যাসের মতো করে গল্প বর্ণনা করা হয়েছে। সার্চ অফ মিস্ট্রির সবচেয়ে বেস্ট ভিডিও এভার। এখানে পাহাড়ি জাতিগোষ্ঠী ও বাংগালী গোষ্ঠীরর মাঝে ভ্রাতৃত্ব স্পষ্টভাবে বুঝানোর চেষ্টা করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার দেখা সবচেয়ে নিরপেক্ষ ভিডিও এটি। তথাকথিত সুশীল যারা পাহাড় নিয়ে লোকদেখানো বয়ান তৈরি করে, তাদের সবাইকে ছাড়িয়ে গেছে এই ভিডিও। 👍👍👍
আশা করি বর্তমান প্রধান উপদেষ্টা এটাকে রাজনৈতিক ভাবে দমন করবে আর সবাই একসাথে থাকার আহ্বান নাহলে তৃতীয় পক্ষ সোয়োগ নিবে ধন্যবাদ search of mystery এগিয়ে যান পশে আছি ❤🎉
সত্য তুলে ধরার জন্য ধন্যবাদ। তবে পাহাড়ে বসবাসরত বাঙালিদের একটি বড় অংশ এই অঞ্চলে ব্যবসা বা চাকুরীর সুবাধে এসে এখানে বৈধ উপায়ে জমি কিনে স্থায়ী বসবাস করছে। পাহাড়ে বসবাসরত বাঙালি মানেই সরকার কর্তৃক পূণর্বাসিত এরুপ ধারণা বাদ দিতে হবে।
@@searchofmysteryofficial ভাইয়া এই অঞ্চলের ব্যবসায়ী গণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর্থিক ক্ষতি তো আছেই , তবে তার চেয়ে বড় ক্ষতি হয় চাঁদা প্রদানে অনিয়ম করলে। সঠিক সময়ে চাঁদা না দেয়ায় অনেক হত্যা ও গুমের নজির আছে। বছরে ৩ পার্বত্য জেলা হতে সশস্ত্র সন্ত্রাস বাহিনী ৫০০ কোটি টাকার বেশি চাঁদা তুলে। সবশেষে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, আর সাধারণ মানুষ বলতে শুধু বাঙালি বা শুধু ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়টা এমন নয়।
অনেক সত্য ও গবেষণামূলক একটি প্রতিবেদন উপস্থাপন করলেন। কিন্তু, অনেক দুষ্ট লোক রয়েছে যারা এসব তথ্যকে ভুল ভাবে ব্যাখ্যা করতে চান। সার্চ অব মিস্ট্রি চ্যানেলকে অসংখ্যা ধন্যবাদ প্রকৃত তথ্য তুলে ধরার জন্য।
অনেক অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও ট তৈরি করার জন্য,,, তথ্য ইতিহাসসের পাতায় অনেক ধরনের ,, থাকবে,, সব মিলিয়ে, তথ্য জানায়ার অধিকার সবার আছে, এখন সময়ের দাবি কে যথাযথ ব্যাবস্থা নেয়া জন্য প্রয়জনীয়, পদক্ষেপ নিতে হবে,,,, পাহাড়ের সমতলে সবাই বাংলাদেশের নাগরিক,, দেশের নাগরিক অধিকার নিয়ে ই,, মুল আলোচনায়,, আসা যায়,,
erokom osthir type er content, taw matro 110k subscriber. Insha allah you will be the biggest youtuber of bangladesh in some day. Keep posting this type of content
অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আসলে আমাদের এক বছরের যাত্রায় আমরা অনেক ভালোবাসা পেয়েছি তাই সংখ্যা নিয়ে মোটেও চিন্তিত নই। যারা যখনই আমাদের ভিডিও একবার দেখেছেন, তারা বারবার ফিরে এসেছেন, সাহস জুগিয়েছেন আরও ভালো কাজ করার। আশা করি আমাদের আগের কনটেন্ট গুলো দেখে না থাকলে দেখবেন সময় নিয়ে। ভালো লাগলে বা না লাগলে জানাবেন আমাদের। দোয়া রইল।
Assalamualaikum vai...mashaallah sundor akta documentary video banaisen ar jnnno thanks... Apni jkhn Facebook a pahat conflict niye amdr opinion jnte cheyesilen ami apnk request krslm akdom neutral thke kaz ta krte tate kew khushi hok ba kbrp laguk tar bepar...Alhamdulillah apni akdom tai krsn..... Apnr video te onk information dewa ase ja pahar ar conflict bujte onke help krbe......amr kase ekta topic mone hoi bad prse ta hoilo paharira onk racism ar shikhar hoi.. Amra Bangali raw nine der kase racism ar shikhar.... Asha kori aita niye short akta video dibeb.....Again thanks vai ato sundor akta Video dewar jnnno.... All the best vai for your future ❤❤
ধন্যবাদ জানাই searchofmystery সকল টিম কে ভাই সুন্দর উপস্থাপনা করছেন সবচেয়ে ভালো হবে আরো ভালো করে গবেষণা করে কিভাবেএই পাহাড়ের দীর্ঘ সময় অস্থিতিশীল ফেরানো যাবে এবং পাহাড়ে শান্তি আনা যাবে এ বিষয় নিয়ে ভিডিও চাই
অসংখ্য ধন্যবাদ। আমাদের একদিন সেই ক্যাপাসিটি হবে ইনশাআল্লাহ যে আমরা সরেজমিনে গিয়ে তাদের সাথে কথা বলে তাদের ইন্টারভিউ নিয়ে একটা সুন্দর ডকুমেন্টরি তৈরি করবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে তো আমাদের কোন বাজেট বা স্পন্সর নেই। নিজ উদ্যোগে যতটুকু সম্ভব চেষ্টা করছি
ধন্যবাদ ❤ অন্য কন্টেন্ট ক্রিয়েটরের মতো একপাক্ষিক ভাবে ভিডিওটি বানাননি । আমার সব থেকে দেখা নিরপেক্ষ কন্টেন্ট এটি। বাকিরা সবাই এক পাক্ষিক ভাবে কন্টেন্ট তৈরি করেছে যা দেখে অনেকে সাধারণ পাহাড়িদের নিয়ে নেগেটিভ চিন্তা করতে সাহায্য করে, করবে। ওদের ভিডিও দেখে রীতিমতো হতাশ হয়েছি 😢😢
অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের প্রতিটি ভিডিওতেই আমরা সেই চেষ্টাই করি। কমেন্টে অনেক পাহাড়ি আবার অনেক বাঙালী উভয়েই আমাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন, এতে বুঝলাম যে আমরা নিরপেক্ষ থাকায় কেউই বিশেষ খুশি নন।
আসলেই জোর করে কিছু হয়না বাস্তবতা পাহাড়িদের জীবন কষ্টের কিন্তু তাদের ভুলিয়ে বালিয়ে ব্যবহার করছে বিভিন্ন বাহীনি গুলো ন্যায্যতার ভিত্তিতে জমি বন্টন ও বিভিন্ন সন্ত্রাসি বাহীনি গুলো যদি স্যারেন্ডার করে তাহলে সেনাবাহিনী সেখান থেকে চলে আসবে পুলিশ পাঠানো হোক।সমস্যার সমাধান প্রয়োজন
ভাই ভালো ভিডিও করেছেন। তবে এই ধরনের ভিডিও-এর ডেসক্রিপশনে যদি রেফারেন্সগুলো উল্লেখ করে দেওয়া হয়। তাহলে সেটা অনেকের কাছে আরো বিশ্বাসযোগ্য এবং বিষয়টা আরো প্রফেশনাল হতে পারে৷
আমি একজন চট্টগ্রামের, চট্টগ্রাম বাংলাদেশরই ছিলো বাংলাদেশেরই থাকবে!এরমধ্যে যারা বাঁধা হয়ে আসবে তাদের দেখে নিতে আমরা চট্টগ্রাম বাসীই যথেষ্ট ❤এখানে একটাই পতকা উড়বে🇧🇩❤️
সঠিক তথ্য উপস্থাপনা করার জন্য অনেক অনেক ধন্যবাদ।। কেউ চায় না অশান্তিতে থাকতে সবাই নিজ অবস্থা থেকে শান্তুিতে বসবাস করতে চায়।। তাই আমরা আদিবাসীরা চাই আদিবাসী+বাঙালী সবাই শান্তিতে থাকুক।।
অসংখ্য ধন্যবাদ, আমি যতবার পার্বত্য অঞ্চলে গেছি- রাঙামাটি, খাগড়াছড়ি, বগালেক হয়ে কেউকেরাডং উঠেছি, অসম্ভব দারুণ আতিথেয়তা আর ভালোবাসা পেয়েছি। সেই ভালোবাসা যেন সকলের মাঝে ছড়িয়ে পড়ে, সেই দায়বদ্ধতা থেকেই চেয়েছি যেন ভুল বোঝাবুঝির অবসান হয়ে আমরা শান্তিতে থাকতে পারি। তবে কমেন্টে পাহাড়ি আর বাঙালি দুই পক্ষেরই কিছু ভাইয়েরা বলছেন আমরা নিরপেক্ষ নই। আসলে সকলকে খুশি করা আমাদের পক্ষে সম্ভব নয়।
@@searchofmysteryofficial সেতাই আরকি।। আপনার জন্য যেমনি সবাইকে বুঝানো সম্ভব না ঠিক পাহাড়ে সেরকম কিছু পাহাড়ি বাঙালী আছে যা বুঝতে চাই না যার জন্য সমস্যা বারতে থাকে।। যাদেরকে অশিক্ষিত বলা যায় তারাই মূল সমস্যাকারী।।
পাহাড় আমাদের। আমাদের দেশের।কোন নির্দিষ্ট এক জাতি বা গোষ্ঠীর নহে।পাহাড়ি আর বাংগালী সবাইএই দেশের নাগরিক। উপজাতিরা আমাদের দেশকে নিজের ভাবে না এটাই সমস্যা।পাহাড়ে আমরাও যেমন যাব তেমনি তারাও সমতলে আসবে।আমরা বাংলাদেশের যে কোন জায়গায় যেতে পারব ঘর বানাতে পারব ঠিক তেমনি তারাও।এটা একা কারো দেশ বা ভুমি নয়।যারা নিজেদের বাংগালী পরিচয় দিতে চায় না এই দেশে থেকে,তারা এই দেশ ছেড়ে চলে যাক।
ভিডিও তে অনেক তথ্যই মিসিং। অবশ্যই সে সব নিয়ে আলোচনা করতে গেলে ১ ঘণ্টায় ও ভিডিও শেষ হতো নাহ। যেহেতু নিরপেক্ষ ভাবে ভিডিও টি বানাতে চেয়ে ছিলেন, পাহাড়ের মানুষের কষ্ট, কি চাই, কেন চাই, সরকার এবং বাঙালিরা তাদের কিভাবে দেখে টা তুলে ধরলে ভালো লাগতো। আর পার্বত্য চট্রগ্রাম আলাদা কেও চাই নাহ। সম্ভব ও নাহ। কারণ পাহাড় যেসব সংগঠন রয়েছে তাদের নিজেদের মধ্যেই কোন মিল নেই। তাদের মধ্যেই সবসময় সংঘাত হয়ে থাকে। অনেকের ধারণা সরকার, মিলিটারি রায় ইচ্ছাকৃতভাবে এইসব সংঘাত সৃষ্টি করে রেখেছে।
Diversity (বৈচিত্র্যতা) is a beautiful thing. আমাদের পাহাড় যেমন আমাদের সম্পদ, তেমনই পাহাড়ী ভাই বোনেরা ও তাদের সংস্কৃতিও আমাদের সম্পদ, আমাদের অহংকার। এই বৈচিত্র্য ঠিক বাঙালী সংস্কৃতির মতোই আমাদের দেশের অলংকার। তাদের রক্ষা করা আর আগলে রাখার গুরু দায়িত্ব আমাদের সকলের। আমরা বাঙালিরা যদি তাদের রক্ষা করতে পারি দুষ্কৃতদের হাত থেকে, তাহলে এই সমস্যা সমাধান করা খুব জটিল হবে না ইনশা আল্লাহ।
কমিউনিটি পোস্টে আমরা কথা দিয়েছিলাম যে সত্য ও নিরপেক্ষ তদন্ত করে এই ভিডিওটি প্রকাশ করব এবং এতে যদি মেজরিটি আমাদের বিরুদ্ধে যায়, তাতে ক্ষতি নেই। সত্য তার আপন ধারায় চলবে। তথ্য প্রমাণসহ আমরা ফ্যাক্ট গুলোই খুঁজে বের করে এনেছি। এক মাসের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে এটি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত।
আপনাদের আন্তরিক মন্তব্য আমাদের জন্য পুরস্কারের মতো, তা গঠনমূলক সমালোচনা হলে আরও ভালো। ভালো লাগলে ছড়িয়ে দিন সকলের সঙ্গে।
পাহাড়ের সন্ত্রাসী সংগঠন কে নিয়ে কিছু বললে ভালো হতো
@@searchofmysteryofficial পাহাড়ে সংঘাতের কারণ কি এটা কম বেশি সবাই তুলে ধরে, এই সমস্যার সমাধান কিভাবে করা যায়, আর নিরাপত্তা বাহিনীর প্রোয়জন আছে কি নাই তার উপর একটা ভিডিও বানাবেন সঠিক তথ্য সহকারে।
ধন্যবাদ
আপনি কেবল শান্তিবাহিনী দ্বারা গণহত্যার কথা বললেন তাও সেটেলার নিউজ পেইজ থেকে দেখে,
অথচ বাঙালি ও সেনাবাহিনী দ্বারা এই পর্যন্ত যে হাফ সেঞ্চুরি গণহত্যা হলো তা দেখলেন না।
লোগাং গণহত্যা,
কাউখালি কমলপতি গণহত্যা,
নান্নেচর গণহত্যা,
লংগদু গণহত্যা...!!!
আরো........
এসবের উল্লেখ তো করেন নি।
আমি এইখানে নিরপেক্ষটা পেলাম না। একটা জাতিকে ছোটভাবে উপস্থাপন করা হয়েছে, তাও ক্ষুদ্র নৃগোষ্ঠী তকমা দিয়ে!? তাহলে কি তোমরা বৃহৎ বাঙালি সংকর গোষ্ঠি?
সেনাবাহিনী কতৃক রাঙামাটি কাউখালি গনহত্যা, এবং লোগাং গণহত্যা তোর হ্যাডম থাকলে ঠিকি উল্লেখ করতে!🐸
সত্য সত্যই থাকবে। খুব ধীরেতে হলেও
শুধুমাত্র search of mystery এর দ্বারাই সম্ভব, এরকম একটা masterpiece বানানো। শুভকামনা রইল এগিয়ে যান।
ধন্যবাদ প্রিয় দর্শক। সার্চ অব মিস্ট্রির সাথেই থাকবেন!
13:36 এইতো ভাই একদম সঠিক কথা বলেছেন। পাহাড়ের যত সমস্যা, সেটার পিছনে ভারতের হাত আছেই। কিন্ত পাহাড়ি ও বাঙালিরা শুধু শুধু একে অপরের দোষ দেয় যেটা ঠিক না।
👍
@@searchofmysteryofficial waha ki knowledge jodi bangladesh aa valo education thakto 🤡
@@ImNex09 দেখো কেন ভিডিও
না দেখে চলে যাও
শেষের লাইন গুলো জাস্ট গা শুয়ে গেলো😢।।
অনেক ভালো লাগল বড় ভাই।।
আমরা পাহাড়িরা বাংলাদেশকে বা বাঙালিকে কখোনোই ঘৃণা করি না।
আমরা শুদু অধিকার চাই
❤️❤️
আমি একজন চাকমা, আপনার ২০ মিনিট ভিডিও দেখলাম সুন্দর উপস্থাপনা ধন্যবাদ।
আমরা কথা দিয়েছিলাম যে সত্য ও নিরপেক্ষ তদন্ত করে এই ভিডিওটি প্রকাশ করব এবং এতে যদি মেজরিটি আমাদের বিরুদ্ধে যায়, তাতে ক্ষতি নেই। সত্য তার আপন ধারায় চলবে। আপনার মতব্য পড়ে ভালো লাগলো যে সেই প্রমিস আমরা রাখতে পেরেছি। এক পেশে কোন বক্তব্য দেওয়া হয়নি বরং ফ্যাক্ট তুলে ধরেছি ।
ভাই প্রায়ই পাহাড়ে যায়,অন্তত এই ভিডিওটার জন্য হলেও ভাইকে খাবেন না😢
@@ieltsinanutshell 'ভাইকে খাবেন না'এইটা আবার কোন ধরনের কথা!!!! আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিৎ 🙄
Vaib apni boltechen 300 bochor hoilo teke asi eikane what do you mean by that eikanre amra 1000 years + er cheye age bosobas kore astechi @@searchofmysteryofficial
Tumi kon chakma ??? 300 bochor age eikane ese bosobas kortechi eita ? Naki amra hazar bochor dore bosobas kortechi ei cht hill tracks a oggo hole ja hoi r ki
পাহাড়ের রাজনীতি ও ইতিহাস বুঝতে চমৎকার একটি ডকুমেন্টারি। যথেষ্ট তথ্যবহুল
ধন্যবাদ প্রিয় দর্শক
ভাই আমি খাগড়াছড়ির ছেলে , আপনার ভিডিও টা এত ভালো লেগেছে বলে বুঝাতে পারবো না , এইরকম ভিডিও এখনো পর্যন্ত কেউ আমাদের উপহার দিতে পারেনি
ধন্যবাদ প্রিয় দর্শক!
medera hagoy
সত্যই অসাধারণ ভাবে বানানো এই ভিডিও যে কারোরই ভাল্লাগবে, একেবারে নিরপেক্ষ ভাবে যতোটা বলা পসিবল ততোটাই বলা হয়েছে। মনে হবে কোনো উপন্যাসের মতো করে গল্প বর্ণনা করা হয়েছে। সার্চ অফ মিস্ট্রির সবচেয়ে বেস্ট ভিডিও এভার। এখানে পাহাড়ি জাতিগোষ্ঠী ও বাংগালী গোষ্ঠীরর মাঝে ভ্রাতৃত্ব স্পষ্টভাবে বুঝানোর চেষ্টা করা হয়েছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে
আপনার ভিডিওটি দেখে মনে হচ্ছে ... কেউ তো আছে নিরপেক্ষ ভাবে সঠিক তথ্য সাধারণ জনগণের কাছে উপস্থাপন করতে পারে। কথাগুলো আসলেই অনেক সুন্দর হয়েছে।
অসংখ্য ধন্যবাদ, আমাদের প্রতিটি ভিডিওতে আমাদের দর্শকদের কাছে এই প্রতিজ্ঞায় থাকে যে আমরা নিরপেক্ষ ভাবে সত্য প্রচার করবো।
বাহ্ দারুন উপস্থাপনা। আশা করি ভবিষ্যতে কোন একসময় পার্বত্য অঞ্চলের সমস্যা সমাধান কোন এক সময় রাজনৈতিক ভাবে সমাধান হবে।
ইনশা আল্লাহ
,আমি আমার দেখা মতে যত গুলো ইউটিউবার কনতেন ক্রিয়েটর দেখছি তার মধ্যে সবচেয়ে আপনার ভিডিওতে হচ্ছে নিরপেক্ষ, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ
সবসময় পাশে থাকবেন, অন্য ভিডিওগুলোও দেখবেন আর ভালো লাগলে শেয়ার করবেন।
মুগ্ধ হলাম 🖤
ধন্যবাদ আপনাকে🌸
আপনাকেও ধন্যবাদ ভাই
ভাই আমি একজন পাহাড়ী হয়ে বলছি আপনার ভিডিওটি অনেক তথ্যবহুল হয়েছে ধন্যবাদ ❤️
ধন্যবাদ প্রিয় দর্শক!
@@angelps4214 ekjon bangali hoye jiggesh korchi apnar ki mone hoy aitar somadhan amra kivabe korte pari amader desh ar desh er manushder safe rakhar jonno ... 🥲
@@angelps4214 tumi ekta imposter bangali hoye pahari sajo ? Itihas age jano tarpor kota koyo .. Adibasi ra eikane hajar bochor dore bosobas kore astehce 300 years keno hobe. ?
@@the_flash001 ভাই হয়েছে ইতিহাসকে আর টানিয়েন না । দিন শেষে সবাই বাংলাদেশী আর ভাই আপনি মনে করেছেন আমি বাঙ্গালী 🥲আমি একজন চাকমা ।
@@the_flash001 আমাকে তো পুরাই মীর জাফর বানিয়ে দিলেন 🥲
সত্য তুলে ধরার চেষ্টা করছেন। ধন্যবাদ
Search of mystery এভাবেই নিরপেক্ষ দৃষ্টিতে সব সময় অজানা সত্যগুলোকে সবার সামনে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাবে 🤝
চট্টগ্রাম থেকে বলছি.....
সত্যি অসাধারণ উপস্থাপন❤❤❤
❤️❤️
পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার দেখা সবচেয়ে নিরপেক্ষ ভিডিও এটি। তথাকথিত সুশীল যারা পাহাড় নিয়ে লোকদেখানো বয়ান তৈরি করে, তাদের সবাইকে ছাড়িয়ে গেছে এই ভিডিও। 👍👍👍
অসংখ্য ধন্যবাদ আপনাকে মিমি, আশা করছি সকলের সাথে ভিডিওটি তাহলে শেয়ার করবেন যেন এরকম আরও সত্য আমরা তুলে আনতে পারি
অনেক সুন্দর উপস্থাপনা যা বলার বাইরে অনেকের কাছে অজনা তথ্য বাঙালিদের দেখা উচিত 🙏
Thank you so much
আশা করি বর্তমান প্রধান উপদেষ্টা এটাকে রাজনৈতিক ভাবে দমন করবে আর সবাই একসাথে থাকার আহ্বান নাহলে তৃতীয় পক্ষ সোয়োগ নিবে ধন্যবাদ search of mystery এগিয়ে যান পশে আছি ❤🎉
👍
উনি পারবেন না বলেই দিয়েছেন
অপেক্ষায় ছিলাম। আশা করি এটা সকল প্রশ্নের অবসান ঘটাবে।
ভিডিও কেমন লাগবে জানাবেন প্রিয় দর্শক!
@@searchofmysteryofficial Advance level editing
চ্যানেল টা দিন দিন অসাধারণ হয়ে উঠছে❤❤❤❤
অনেক ধন্যবাদ ❤
Thank you so much bhai, we’re trying our hardest to make high quality videos.
সুন্দর। শতভাগ সঠিক তথ্য উপস্থাপনের জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য
অসাধারণ নিরপেক্ষ বিশ্লেষণ,, কথা দিয়ে রেখেছেন 🙏🙏
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য
পাহাড় নিয়ে একটা ভিডিও এর অপেক্ষায় ছিলাম।
কেমন লাগলো জানাবেন ভাই
heda hagoy
সত্য তুলে ধরার জন্য ধন্যবাদ।
তবে পাহাড়ে বসবাসরত বাঙালিদের একটি বড় অংশ এই অঞ্চলে ব্যবসা বা চাকুরীর সুবাধে এসে এখানে বৈধ উপায়ে জমি কিনে স্থায়ী বসবাস করছে।
পাহাড়ে বসবাসরত বাঙালি মানেই সরকার কর্তৃক পূণর্বাসিত এরুপ ধারণা বাদ দিতে হবে।
👍
@@searchofmysteryofficial ভাইয়া এই অঞ্চলের ব্যবসায়ী গণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর্থিক ক্ষতি তো আছেই , তবে তার চেয়ে বড় ক্ষতি হয় চাঁদা প্রদানে অনিয়ম করলে। সঠিক সময়ে চাঁদা না দেয়ায় অনেক হত্যা ও গুমের নজির আছে। বছরে ৩ পার্বত্য জেলা হতে সশস্ত্র সন্ত্রাস বাহিনী ৫০০ কোটি টাকার বেশি চাঁদা তুলে।
সবশেষে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, আর সাধারণ মানুষ বলতে শুধু বাঙালি বা শুধু ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়টা এমন নয়।
সেটেলার আর পার্বত্য চট্টগ্রামে আদি বাঙালীদের পার্থক্যটাও বুঝতে হবে।
আদি বাঙালীদের সাথে আদিবাসীদের কোন ঝামেলা হয়না। ঝামেলা সৃষ্টি করে সেটেলার রা।
সেনাবাহিনীর মদদে ও পরিকল্পনায় সমস্যা সৃষ্টি করে সেটেলাররা।
jodi bangali ei achol e kome jai taile pahari ra ei achol e jamela korbe
Whatt a content! Everyone should to greatful to search of mystery for this kind of epic content.
❤️❤️
আপনার তথ্য উপাত্ত প্রমাণ, আলোচনা, বিশ্লেষণ ঠিক আছে মনে হলো। ধন্যবাদ আপনাকে
আপনাকেও ধন্যবাদ, ভালো লাগলে শেয়ার করবেন প্রিয় দর্শক।
অনেক সুন্দর তথ্যবহুল হয় ভিডিও গুলো ❤, অনেক শুভকামনা
👍👍
my man drops informative and high quality video everytime. hope he'll achieve his dream very soon
👍
ধন্যবাদ সত্য তুলে ধরার জন্য।
আশা করছি সমতলের বাঙালিদের ভুল ভাঙবে আমাদের পাহাড়িদের ব্যাপারে।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য
অপেক্ষায় ছিলাম
❤️
Search of mystery,, voice of dhaka বাংলাদেশের গর্ব ❤️❤️❤️
ধন্যবাদ প্রিয় দর্শক!
@@searchofmysteryofficial this channel is my ideal channel,❤️❤️❤️❤️❤️❤️
অসংখ্য ধন্যবাদ
নিরপেক্ষ প্রতিবেদন তুলে ধরার জন্য💚
♥️♥️♥️
সুন্দর উপস্থাপন করেছেন ধন্যবাদ ❤❤
আলহামদুলিল্লাহ
👍
ধন্যবাদ আপনাকে নিরপেক্ষ তথ্য তুলে ধরার জন্য।
What a content 🔥🔥
Thank you for watching and subscribing 😊
অনেক সত্য ও গবেষণামূলক একটি প্রতিবেদন উপস্থাপন করলেন। কিন্তু, অনেক দুষ্ট লোক রয়েছে যারা এসব তথ্যকে ভুল ভাবে ব্যাখ্যা করতে চান। সার্চ অব মিস্ট্রি চ্যানেলকে অসংখ্যা ধন্যবাদ প্রকৃত তথ্য তুলে ধরার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতি আস্থা রাখার জন্য। ভালোবাসা নিবেন
অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ
অনেক অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও ট তৈরি করার জন্য,,, তথ্য ইতিহাসসের পাতায় অনেক ধরনের ,, থাকবে,, সব মিলিয়ে, তথ্য জানায়ার অধিকার সবার আছে, এখন সময়ের দাবি কে যথাযথ ব্যাবস্থা নেয়া জন্য প্রয়জনীয়, পদক্ষেপ নিতে হবে,,,, পাহাড়ের সমতলে সবাই বাংলাদেশের নাগরিক,, দেশের নাগরিক অধিকার নিয়ে ই,, মুল আলোচনায়,, আসা যায়,,
সাথে থাকার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক!
Nice Vedio Bro আশা করি আরো এরকম ভিডিয় পাবো ❤❤❤
সাথেই থাকবেন!
Apnar Video Onek Balo Lage অবশ্যই Apnar Sate Takbo
অপেক্ষায় ছিলাম,অসাধারণ
Thanks for watching
অসাধারণ হয়েছে দোয়া রইল আপনাদের জন্য সবসময়
ধন্যবাদ প্রিয় দর্শক
Thanks a lot....
♥️♥️♥️
ধন্যবাদ ভাই, সঠিক তথ্য উপস্থাপনের জন্য
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য
অনেক ভালো লাগলো। ❤
♥️♥️♥️
অসাধারণ একটি বিষয় নিয়ে ভিডিও বানিয়েছেন ধন্যবাদ আপনাকে।
👍
Truth is beautiful. Thank you for the correct informations
Thank you for watching with an open mind. Not everyone can fathom the truth.
চমৎকার তথ্যবহুল ভিডিও।
Thanks for watching
চমৎকার লাগলো ❤
❤️
Onek valo laglo dada
Thank you 🙏🏼
সুন্দর উপস্থাপনা
ধন্যবাদ প্রিয় দর্শক
খুবই সুন্দর উপস্থাপনা ❤
♥️
erokom osthir type er content, taw matro 110k subscriber. Insha allah you will be the biggest youtuber of bangladesh in some day. Keep posting this type of content
অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আসলে আমাদের এক বছরের যাত্রায় আমরা অনেক ভালোবাসা পেয়েছি তাই সংখ্যা নিয়ে মোটেও চিন্তিত নই। যারা যখনই আমাদের ভিডিও একবার দেখেছেন, তারা বারবার ফিরে এসেছেন, সাহস জুগিয়েছেন আরও ভালো কাজ করার। আশা করি আমাদের আগের কনটেন্ট গুলো দেখে না থাকলে দেখবেন সময় নিয়ে। ভালো লাগলে বা না লাগলে জানাবেন আমাদের। দোয়া রইল।
পাহাড়িদের শুভেচ্ছা মনিপুর থেকে,
এগিয়ে যাও তোমরা।😒
তোমাদের সেভেন সিস্টার্সের জন্য ও শুভেচ্ছা
🇧🇩
এটা কি কোন দেশ (মনি পুর) নাকি কারো অঙ্গরাজ্য?
Assalamualaikum vai...mashaallah sundor akta documentary video banaisen ar jnnno thanks... Apni jkhn Facebook a pahat conflict niye amdr opinion jnte cheyesilen ami apnk request krslm akdom neutral thke kaz ta krte tate kew khushi hok ba kbrp laguk tar bepar...Alhamdulillah apni akdom tai krsn..... Apnr video te onk information dewa ase ja pahar ar conflict bujte onke help krbe......amr kase ekta topic mone hoi bad prse ta hoilo paharira onk racism ar shikhar hoi.. Amra Bangali raw nine der kase racism ar shikhar.... Asha kori aita niye short akta video dibeb.....Again thanks vai ato sundor akta Video dewar jnnno.... All the best vai for your future ❤❤
♥️♥️♥️
নতুন রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে এই অঞ্চলে শান্তি আসবে, এটা নিশ্চিত
tor maTHA BOLOD
Oshadharon content national unity bojay thakuk shob shomoy Pahari bangali Amra shobai Bangladeshi.
👍
১৯৮০ সালের সেই হত্যাকান্ডে ২২ জন নিহতের মধ্যে আমার ছোটো নানা একজন।
❤️
১৯৮০ সালের ২৫শে মার্চ কাউখালিতে ৩০০ বা বেশি পাহাড়িকে কিভাবে গণহত্যা হয়েছিল, তাও আসা উচিত ছিল।
@@Mahir.comdue 😥😥🙏
😢😢
সুন্দর উপস্থাপন
ধন্যবাদ প্রিয় দর্শক
Vai apnar video anok valo laga .asha kori weak a 1 kora video pabo .anok anok valobasha roilo❤❤❤❤
❤️
very informative
👍
শুভ কামনা
প্রিয় ভাই আপনাদের পাশে আছি, ছিলাম ও থাকব,,, ইনশাআল্লাহ,,, আপনারা দেয় প্রচার মাধ্যম সতর্ক থাক বাংলাদেশ
সাথে থাকবেন প্রিয় দর্শক!
আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয় ❤❤❤
প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে বাকিদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল
সঠিক কথা উল্লেখ করার জন্য ধন্যবাদ দিয়ে ছোট করবো না।❤❤❤
ধন্যবাদ ভাই, ছোট না করার জন্য 😝
Khub Valo upsthapona
♥️♥️♥️
আলহামদুলিল্লাহ।।।,,,
👍
বাংলাদেশের সার্বোভৌমত্ব রক্ষায় যা করা হবে তাতেই আমরা খুশি।
তাহলে ৭১ এর পাক আর্মির কাজও ঠিক!! আপনার যুক্তিতে।
সেরা, আসলেই সেরা🎉 🤝
👍👍
ধন্যবাদ ভাই,,,সত্য কথা তুলে ধরার জন্য ❤❤🙏🙏🙏
Gusano ekta content ❤
❤️❤️
What a video!!!!! Video Editing+ Information perfect .Awesome bro.. 💖💖
প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে বাকিদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল
@@searchofmysteryofficial obossoi..💖💖
Very informative video ❤
পুরোটা দেখেন ভাইয়া ♥️
দেখতেছি ভাইয়া। আমার স্বপ্ন ভাইয়া এইরকম ভিডিও নিয়ে কাজ করবো। আশা করি আপনার সহযোগিতা পাবো ইনশাআল্লাহ। @@searchofmysteryofficial
চট্রগ্রাম থেকে দেখছি ❤
❤️
অনেক সুন্দর ভাবে প্রতিটা ভিডিও উপস্থাপন করেছেন এই ভিডিও তার ব্যতিক্রম না। সময় উপযোগী টপিক ধন্যবাদ এ বিষয়ে সুন্দরভাবে আলোচনা করার জন্য
Thanks for watching, এরকম মন্তব্য আমাদের আরও ভালো করতে অনুপ্রেরণা যোগায়
@@searchofmysteryofficial ধন্যবাদ
সুন্দর আলোচনা ❤
🙏🏼
ধন্যবাদ জানাই searchofmystery সকল টিম কে ভাই সুন্দর উপস্থাপনা করছেন সবচেয়ে ভালো হবে আরো ভালো করে গবেষণা করে কিভাবেএই পাহাড়ের দীর্ঘ সময় অস্থিতিশীল ফেরানো যাবে এবং পাহাড়ে শান্তি আনা যাবে এ বিষয় নিয়ে ভিডিও চাই
অসংখ্য ধন্যবাদ। আমাদের একদিন সেই ক্যাপাসিটি হবে ইনশাআল্লাহ যে আমরা সরেজমিনে গিয়ে তাদের সাথে কথা বলে তাদের ইন্টারভিউ নিয়ে একটা সুন্দর ডকুমেন্টরি তৈরি করবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে তো আমাদের কোন বাজেট বা স্পন্সর নেই। নিজ উদ্যোগে যতটুকু সম্ভব চেষ্টা করছি
ধন্যবাদ ❤ অন্য কন্টেন্ট ক্রিয়েটরের মতো একপাক্ষিক ভাবে ভিডিওটি বানাননি । আমার সব থেকে দেখা নিরপেক্ষ কন্টেন্ট এটি। বাকিরা সবাই এক পাক্ষিক ভাবে কন্টেন্ট তৈরি করেছে যা দেখে অনেকে সাধারণ পাহাড়িদের নিয়ে নেগেটিভ চিন্তা করতে সাহায্য করে, করবে। ওদের ভিডিও দেখে রীতিমতো হতাশ হয়েছি 😢😢
অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের প্রতিটি ভিডিওতেই আমরা সেই চেষ্টাই করি। কমেন্টে অনেক পাহাড়ি আবার অনেক বাঙালী উভয়েই আমাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন, এতে বুঝলাম যে আমরা নিরপেক্ষ থাকায় কেউই বিশেষ খুশি নন।
1st views+1st comment
🎉
vai "RAW" nie video banan please
সাথেই থাকুন প্রিয় দর্শক!
Na dekha jabo vairei gum kore dibo 💀
What a video 🔥
👍
Nice❤❤❤
Thanks 🤗
nice and attractive video
👍
ধন্যবাদ 😮
আসলেই জোর করে কিছু হয়না
বাস্তবতা পাহাড়িদের জীবন কষ্টের
কিন্তু তাদের ভুলিয়ে বালিয়ে ব্যবহার করছে বিভিন্ন বাহীনি গুলো
ন্যায্যতার ভিত্তিতে জমি বন্টন ও
বিভিন্ন সন্ত্রাসি বাহীনি গুলো যদি স্যারেন্ডার করে তাহলে সেনাবাহিনী সেখান থেকে চলে আসবে পুলিশ পাঠানো হোক।সমস্যার সমাধান প্রয়োজন
Report actually right
আপনার ভিডিও তে যে সাউন্ড বেবহার হয়েছে এটি কিভাবে করেছেন Microphone model কিভাবে এধরণের সাউন্ড রেকর্ড করতে পারি জানালে উপকার হত?
প্রত্যেকের ভয়েস আলাদা তাই আমার সেট আপ আপনার কাজে লাগবে না
goos research
ভাই ভালো ভিডিও করেছেন। তবে এই ধরনের ভিডিও-এর ডেসক্রিপশনে যদি রেফারেন্সগুলো উল্লেখ করে দেওয়া হয়। তাহলে সেটা অনেকের কাছে আরো বিশ্বাসযোগ্য এবং বিষয়টা আরো প্রফেশনাল হতে পারে৷
ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিংক রয়েছে সেখানে ক্লিক করে রেফারেন্সগুলো পেয়ে যাবেন
@@searchofmysteryofficial কই? খুজে পাচ্ছিনা। রেফারেন্স এর জন্য কি আলাদা লিঙ্ক আছে?
অনেেক কিছু জানতে পারলাম,
👍
❤️❤️
Both Kashmir & Chittagong since 1947 we are facing suffering problems till dates.
আমি একজন চট্টগ্রামের, চট্টগ্রাম বাংলাদেশরই ছিলো বাংলাদেশেরই থাকবে!এরমধ্যে যারা বাঁধা হয়ে আসবে তাদের দেখে নিতে আমরা চট্টগ্রাম বাসীই যথেষ্ট ❤এখানে একটাই পতকা উড়বে🇧🇩❤️
সঠিক তথ্য উপস্থাপনা করার জন্য অনেক অনেক ধন্যবাদ।। কেউ চায় না অশান্তিতে থাকতে সবাই নিজ অবস্থা থেকে শান্তুিতে বসবাস করতে চায়।। তাই আমরা আদিবাসীরা চাই আদিবাসী+বাঙালী সবাই শান্তিতে থাকুক।।
অসংখ্য ধন্যবাদ, আমি যতবার পার্বত্য অঞ্চলে গেছি- রাঙামাটি, খাগড়াছড়ি, বগালেক হয়ে কেউকেরাডং উঠেছি, অসম্ভব দারুণ আতিথেয়তা আর ভালোবাসা পেয়েছি। সেই ভালোবাসা যেন সকলের মাঝে ছড়িয়ে পড়ে, সেই দায়বদ্ধতা থেকেই চেয়েছি যেন ভুল বোঝাবুঝির অবসান হয়ে আমরা শান্তিতে থাকতে পারি। তবে কমেন্টে পাহাড়ি আর বাঙালি দুই পক্ষেরই কিছু ভাইয়েরা বলছেন আমরা নিরপেক্ষ নই। আসলে সকলকে খুশি করা আমাদের পক্ষে সম্ভব নয়।
@@searchofmysteryofficial সেতাই আরকি।। আপনার জন্য যেমনি সবাইকে বুঝানো সম্ভব না ঠিক পাহাড়ে সেরকম কিছু পাহাড়ি বাঙালী আছে যা বুঝতে চাই না যার জন্য সমস্যা বারতে থাকে।। যাদেরকে অশিক্ষিত বলা যায় তারাই মূল সমস্যাকারী।।
@@searchofmysteryofficial আপনি একজন ইউটিউবার আপনি পাহাড়িদের পক্ষেও না বাঙালীদের পক্ষেও না নিরপেক্ষভাবে সঠিক তথ্য উপস্থাপন করার চেষ্টা করবেন ধন্যবাদ ❤️
upojati+bangali
@@হিন্দুদের-ভগবানের-মাকে-চুদি bokachodar moto kotha bolis na,,, emnetei deshe somossar sesh nei,,tarpor esob
মাশাআল্লাহ ভাই
GREAT, TWITER SHARE DILE VALO HOTHO
👍
Raw is responsible ✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅
পাহাড় আমাদের। আমাদের দেশের।কোন নির্দিষ্ট এক জাতি বা গোষ্ঠীর নহে।পাহাড়ি আর বাংগালী সবাইএই দেশের নাগরিক। উপজাতিরা আমাদের দেশকে নিজের ভাবে না এটাই সমস্যা।পাহাড়ে আমরাও যেমন যাব তেমনি তারাও সমতলে আসবে।আমরা বাংলাদেশের যে কোন জায়গায় যেতে পারব ঘর বানাতে পারব ঠিক তেমনি তারাও।এটা একা কারো দেশ বা ভুমি নয়।যারা নিজেদের বাংগালী পরিচয় দিতে চায় না এই দেশে থেকে,তারা এই দেশ ছেড়ে চলে যাক।
বাঙালি আর বাংলাদেশি এক নয়।
অবশ্যই চট্টগ্রাম ভারতের অষ্টম সিস্টার রাজ্য হতে চলেছে, এবং নর্থ বেঙ্গল এর চিকেন নেক সংলগ্ন অঞ্চলকে চওড়া করার কাজও খুব শীঘ্রই করা হবে।
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ভিডিও তে অনেক তথ্যই মিসিং। অবশ্যই সে সব নিয়ে আলোচনা করতে গেলে ১ ঘণ্টায় ও ভিডিও শেষ হতো নাহ।
যেহেতু নিরপেক্ষ ভাবে ভিডিও টি বানাতে চেয়ে ছিলেন, পাহাড়ের মানুষের কষ্ট, কি চাই, কেন চাই, সরকার এবং বাঙালিরা তাদের কিভাবে দেখে টা তুলে ধরলে ভালো লাগতো।
আর পার্বত্য চট্রগ্রাম আলাদা কেও চাই নাহ। সম্ভব ও নাহ। কারণ পাহাড় যেসব সংগঠন রয়েছে তাদের নিজেদের মধ্যেই কোন মিল নেই। তাদের মধ্যেই সবসময় সংঘাত হয়ে থাকে। অনেকের ধারণা সরকার, মিলিটারি রায় ইচ্ছাকৃতভাবে এইসব সংঘাত সৃষ্টি করে রেখেছে।
সময় সুযোগ হলে এর আরেকটি পর্বে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশা আল্লাহ