কালো বলে বস্তায় ভরে ফেলে দিয়েছিল। আজ আমার ঘর আলো করে আছে।
Вставка
- Опубліковано 6 лют 2025
- আমার কুড়িয়ে পাওয়া বিড়াল ছানা 'ভুতু'।
ভোরে হাটতে গিয়ে রাস্তায় ওকে পাওয়া যায়।
ওকে আর ওর ভাই বোনদের বস্তায় ভরে ফেলে দিয়ে গিয়েছিল কারা যেন।
সেগুলো অন্য কালারের ছিলো আর ভালো দেখতে বলে মানুষে নিয়ে গেছিলো। ওরে কেউ নেয় নাই ও কালো বলে।
বাচ্চাটা ভীষণ ক্লান্ত আর ক্ষুধার্ত ছিলো, বয়স এক মাসের বেশি হবে না। কাঁদতে চোখে - নাকে ময়লা জমে গিয়েছিল। সারা গা ভর্তি গুড়ি-গুড়ি অসংখ্য পোকা আর ছাই বালিতে সারা গা মাখামাখি।
অত ছোট বাচ্চা তাই স্নান করাতে পারি নি, সারা গা ঘষে ঘষে মোছাই দিছিলাম।
এতই ছোট বাচ্চা যে, বাটিতে দুধ দিয়েছি, কিন্তু দুধ খাওয়া বোঝে না। দুধে নাক-মুখ ডুবে যায়, হাঁচি দেয়। খেতে পারে না, বোঝেই না বাঁটিতে করে খাওয়া যায়!
চামচ দিয়ে খাওয়াতে হইছে। ক্ষুধা
আমি শুয়ে থাকলে, মাঝে মাঝেই আমার চুলের মধ্যে নাক দিয়ে, হাত দিয়ে ঘষে ঘষে দুধ খুঁজে বেড়াতো।
ওর মা মনে হয় কালো ছিলো, তাই আমার মাথার চুল কে ওর 'মা' মনে করতো। এখনও ভুতু আমাকে ওর মা ই মনে করে।
লোকে বলে কালো বিড়াল অশুভ।😭
ওকে কুড়িয়ে আনার পর আমাদের পরিবারেরই একজন রেগে গিয়ে ওকে ফেলে দিতে চেয়েছিলেন। ব্যাপক ক্যাচাল করছে।
বরিশাল থেকে বাসে করে আসার সময় ওরে কোলে করে নিয়া আসছি শপিং ব্যাগের মধ্যে বসিয়ে।
৩/৪ ঘন্টার জার্নিতে একটুও জ্বালায় নাই। লক্ষীছানা হয়েই ছিলো।
বাকিটা আরেকদিন..........
#cat #kitty #kitten #billi #cats #babyanimal #cute #kittycat #cateating #kids #kidsvideo #billi
#বিড়াল #বিলাই #বিরাল #বিল্লি #ভুতু