'হ্ম' বর্ণটির নাম কী ?শব্দে এই বর্ণটি থাকলে তার উচ্চারণ কেমন হয়?

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 355

  • @tarunkumarbej6981
    @tarunkumarbej6981 Рік тому +47

    অগাধ জ্ঞান। এই রকম শিক্ষক প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে। সমাজকে সমৃদ্ধ করার জন্য এই রকম শিক্ষক দরকার।

  • @mamunhossain5445
    @mamunhossain5445 Рік тому +49

    অনেক ধন্যবাদ, শিক্ষক এর অভাব নেই কিন্তু এত সুন্দর করে শেখানোর স্যারদের খুব অভাব।

  • @pinakikumarghosh5376
    @pinakikumarghosh5376 Рік тому +28

    এত যত্ন করে বাংলা ভাষা শেখানোর জন্য শিক্ষক মহাশয়কে আন্তরিক অভিনন্দন।

  • @pranabdutta7427
    @pranabdutta7427 Рік тому +25

    খুব সুন্দর ভাবে বোঝালেন, আমাদের স্কুলে বাংলার মাষ্টার মহাশয় এইভাবেই বুঝিয়ে ছিলেন। আজ সত্তর বছর বয়সে আবার এই শিক্ষা দেখে আপনার প্রতি কৃতজ্ঞ, আমার প্রণাম নেবেন।

  • @bakikhan8236
    @bakikhan8236 Рік тому +19

    স্কুল কলেজ তো অনেক পাশ করেছিলাম, কিন্তু এভাবে কোন দিন কোন শিক্ষক সুন্দর করে বোঝাতে পারেননি অথবা বোঝাননি,ধন্যবাদ আপনাকে,,,,,,একেই বলে জাত শিক্ষক।

  • @sanjibchakraborty7868
    @sanjibchakraborty7868 2 роки тому +124

    এমন কিছু জিনিস আছে যা নিজে বুঝলেও অন্যকে ঠিকমতো বোঝানো মুস্কিল হয়ে যায়। আপনি এখানে সেটা সুন্দর ভাবে বুঝিয়েছেন।

    • @Banglaobanglarprokriti
      @Banglaobanglarprokriti  2 роки тому +11

      একদম ঠিক বলেছেন আপনি।বিষয়টি উপস্থাপন করা বেশ সমস্যার।ধন্যবাদ ,স্যার🙏

    • @sikhasinharoy5391
      @sikhasinharoy5391 Рік тому +1

      একদম ✅ ।নমস্কার

    • @jyotirmoydas3224
      @jyotirmoydas3224 Рік тому

      ​@@Banglaobanglarprokriti 😮😮

    • @swapanbanerjee1998
      @swapanbanerjee1998 Рік тому

      ²¹.l

    • @israthossain2638
      @israthossain2638 Рік тому +1

      খুব সুন্দর করে বুঝিয়েছেন। ধন্যবাদ আপনাকে

  • @sultanaislam6294
    @sultanaislam6294 Рік тому +5

    চমৎকার উপস্থাপন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনিও ভালো থাকবেন, ফিআামানিল্লাহ্!!

  • @gitandronathbiswas7361
    @gitandronathbiswas7361 Рік тому +3

    হ+ম=হ্ম আমি একজন সঙ্গীত শিল্পী সঙ্গীত শাস্ত্রে এটাকে ব‍্রহ্ম মা বলা হয় এবং কড়ি মা বলা হয়। কড়ি মা কল‍্যাণ ঠাটে ব‍্যবহৃত হয়। ধন‍‍্যবাদ এত সুন্দর প্রশ্ন করার জন‍্য এবং বুঝিয়ে দেয়ার জন‍্য।

  • @kumareshmondal6514
    @kumareshmondal6514 Рік тому +6

    ভাইয়ের পোস্টটিতে মন্তব্যগুলো পড়ে মন ভরে গেল। আমি গর্বিত দাদা। অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা রইলো।

  • @muhammadrafiqulislamkhan6994
    @muhammadrafiqulislamkhan6994 Рік тому +3

    রেফারেন্স বই গুলো গুরুত্বপূর্ণ। অবশ্য সত্যি কথা ডিকশনারি খুলে এ বিষয়গুলো নিয়ে সে ভাবে ভাবিনি। নতুন করে শিখছি। যা খুবই জরুরী। আগে আদর্শলিপি ছিলো। ক্য, য্র, ক্ল, হসন্ত, চন্দ্রবিন্দুর ব্যবহার, উচ্চারণ যদি শেখাতেন উপকৃত হতাম। দেখছি বানান আর উচ্চারণ অনেক ভুল শিখে বসে আছি। আশ্চর্য এতোদিন খেয়ালও করিনি। অথচ এই বাংলা ভাষার জন্য পাকিস্থানের পাচটা মুসলিম ছেলেকে মিছিলে হত্যা করে বাংলা ভাষাকে মহান করা হয়েছে। যারা মহান করেছে তাদের অনেকের বাংলা উচ্চারণ, বানান ভুলে ভরা। অশুদ্ধ। বিকৃত। উদাহরণ হিসেবে, ওরা আমার মুখের ভাষা কাইড়া (কেড়ে) নিতে চায়...
    সাত কোটি বাঙালি রে দাবায়ে(দাবিয়ে) রাখতে পারবা(পারবে) না...। যাইহোক, আপনার ভিডিওগুলো যা এখন পর্যন্ত দেখেছি অনেক ভুল শুধরে দিয়েছে। সেজন্য অসংখ্য ধন্যবাদ।

  • @mdrubaiyatshuvo9451
    @mdrubaiyatshuvo9451 Рік тому +9

    মাসাআল্লাহ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন স্যার।

  • @mdismail-sp9gw
    @mdismail-sp9gw 2 роки тому +13

    মাশাল্লাহ অনেক সুন্দর এবং শাবলিল ভাবে শিক্ষার্থীদের বুঝাতে সক্ষম হয়েছেন আপনি। আপনার প্রতি কৃতজ্ঞ রইল

  • @krishnachakraborty8632
    @krishnachakraborty8632 9 місяців тому +1

    খুব ভালো লাগলো এই সব বিস্তারিত ভাবে জানতে পেরে। ছোটো বেলার পড়া এখন আর তেমন মনে নেই। এখন আবারো নিজেকে ঝালিয়ে নেবার সুযোগ পেলাম। 🙏🙏🙏🙏

  • @MDAmranHossain-o5d
    @MDAmranHossain-o5d День тому

    সুন্দর উচ্চারণ এবং বিশ্লেষণ। ধন্যবাদ।

  • @shaheraafza5047
    @shaheraafza5047 7 місяців тому +1

    হাতের লেখাও খুব সুন্দর, বুঝানোটাও চমৎকার 🙏😍

  • @mdsaiful-by1cn
    @mdsaiful-by1cn Рік тому

    ... আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ ছিল এবং আলোচনাটি খুব সুন্দর লাগল। আলহামদুলিল্লাহ।

  • @chandniraat1834
    @chandniraat1834 23 години тому

    অসাধারণ, ধন্যবাদ মহোদয়কে।

  • @MusfikurRahman-jq3jf
    @MusfikurRahman-jq3jf 27 днів тому

    শিক্ষা প্রতিষ্ঠানে এমন কিছু শিখিনি,, নতুন একটা চমৎকার জিনিস শিখলাম। ধন্যবাদ আপনাকে

  • @shibukarmakar8101
    @shibukarmakar8101 8 місяців тому +1

    আপনার ভিডিওগুলো দেখে সত্যিই অবাক হয়ে। বাঙালি ঘরে জন্ম নিয়ে বাংলা মিডিয়াম স্কুলে পড়ে বাংলা ভাষা সম্বন্ধে কিছুই জানিনা। কারণ এত সুন্দর করে আমাদেরকে আজ পর্যন্ত কেউ বোঝাতে পারেনি।

  • @ashutoshprinters2410
    @ashutoshprinters2410 2 місяці тому

    খুব ভালো আজ আপনি বোঝালেন দাদা
    ধন্যবাদ
    অজয় ভট্টাচার্য
    বারাণসী

  • @sanughosh6172
    @sanughosh6172 Рік тому +1

    খুব উপকৃত হলাম। ধন্যবাদ।

  • @arunkumardas8135
    @arunkumardas8135 Рік тому +3

    স্কুলে বাংলা স্যারের কথা মনে পড়ে গেল। তিনি এখন আর নেই।তার প্রতিছবি আপনার মধ্যে দেখলাম। খুব ভালো লাগলো।

  • @MDAmranHossain-o5d
    @MDAmranHossain-o5d День тому

    আবারও ধন্যবাদ। বঙ্গদেশ থেকে এ রকম পণ্ডিত শিক্ষক/অগাধ জ্ঞানের মানুষগুলো দিনদিন কমে যাচ্ছে।

  • @amitavaadhikary9184
    @amitavaadhikary9184 Рік тому

    খুব সুন্দর বোঝানো হয়েছে। সত্যই খুব ভালো লাগলো।

  • @sanjibsil.
    @sanjibsil. Рік тому

    Aktu oshadharon video dekhlam. Apnake onek onek dhonyobad

  • @jitendranathpal336
    @jitendranathpal336 Рік тому +1

    খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন। ধন্যবাদ। ভালো থাকবেন।

  • @shakhaowathossain6482
    @shakhaowathossain6482 Рік тому +2

    মাশাআল্লাহ পুরোটাই শুনলাম খুব ভালো লাগলো ❤❤

  • @ranjanasensaha7121
    @ranjanasensaha7121 Рік тому +1

    অসাধারণ লাগছে, আপনাকে অনেক ধন্যবাদ

  • @pobonpobon7776
    @pobonpobon7776 Рік тому

    সুন্দর উপস্থাপন । এই মিডিয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

  • @geekyr4455
    @geekyr4455 Рік тому

    আপনি খুব সুন্দর ভাবে প্রকাশ করেছেন যা শিক্ষকদের কাছে আশা করি গ্রহনীয় হবে। এই সুন্দর প্রয়াস জারি থাকুক।

  • @suniteshtarafdar7756
    @suniteshtarafdar7756 Рік тому +3

    খুব ভালো লাগলো, ধন্যবাদ

  • @emdadulhaque4744
    @emdadulhaque4744 Рік тому +1

    অনেক ধন্যবাদ, সুন্দর বলেছেন।

  • @rudrayogi76
    @rudrayogi76 7 місяців тому

    সুপার স্যার, আপনি সত্যি মহান।

  • @maheshchandraroy3233
    @maheshchandraroy3233 Рік тому +1

    Sir অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বোঝানোর জন্য

  • @bharatichatterjee7360
    @bharatichatterjee7360 8 місяців тому

    Thanks valolaglo onekey janenna khoob sikshonio god bless you

  • @bibhasbiswas5728
    @bibhasbiswas5728 Рік тому +8

    খুব ভালো লাগলো।
    দুয়েকটি জিজ্ঞাসা :-
    আমরা বাংলায় দুটো ব বর্ণ রেখেছি, যথা প ফ ব ভ ম
    এবং য র ল ব শ।
    এই দুটো ব এর উচ্চারণগত পার্থক্য নেই কেন যা বাকি সব ভাষায় আছে?
    ২) আমরা পদ্ম কে দ ও ম এর যুক্তাক্ষর হিসাবে উচ্চারণ না করে ' দ্দ ' উচ্চারণ করি কেন?
    ৩) জ ও য এই দুই বর্ণের মধ্যে উচ্চারণগত পার্থক্য বাংলায় নেই কেন?
    এই উচ্চারণ গুলি কিভাবে বাংলায় এসেছে?

  • @subhashdey2860
    @subhashdey2860 Рік тому +2

    এটা জানলেও এই সুন্দর ভাবে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।।

  • @mdmonumia7191
    @mdmonumia7191 Рік тому

    স‍্যার যেভাবে আপনি আমাদেরকে যেভাবে বোঝান ধন‍্যবাদ

  • @mrityundas3749
    @mrityundas3749 2 роки тому +2

    খুব সুন্দর। ভালো করে বুঝতে পারলাম।

  • @TaposTapos-ft9wh
    @TaposTapos-ft9wh 10 місяців тому

    খুব ভালো লাগলো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @myindia5283
    @myindia5283 Рік тому

    খুবই গুরুত্বপূর্ণ আলোচনা।

  • @prabirkumardas3944
    @prabirkumardas3944 9 місяців тому

    🙏🙏 স্যার , আপনাকে অসংখ্য ধন্যবাদ আর শ্রদ্ধা জানাই।🙏🙏

  • @BiswasBInfinity
    @BiswasBInfinity Рік тому +1

    খুবই ভালো হয়েছে দাদা, এত বিশদে আলোচনা করার ও সুন্দর ভাবে বোঝানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন ও সুস্থ থাকবেন দাদা ।

  • @sunilsarkar4616
    @sunilsarkar4616 Рік тому +4

    ..sincere ,responsible,well trained teacher..such a teacher is diminishing .🙏

  • @AbdullhaSinha
    @AbdullhaSinha 2 місяці тому

    স্যার আমি বাংলাদেশ থেকে দেখছি খুব ভাল Nice

  • @AbdulHakim-ed2tv
    @AbdulHakim-ed2tv Рік тому

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ ব্যাপারগুলোকে অত্যন্ত সহজভাবে বুঝিয়ে দেয়ার জন্য।আমাদের বাংলাভাষা শিক্ষার ব্যাপারে অনেক লুকোচুরি এবং গাফিলতি দৃশ্যমান। অথচ মাতৃভাষা শিক্ষার ব্যাপারে অনেক কড়াকড়ি থাকার কথা ছিল। আমাদের পাঠ্যপুস্তকে কোথাও খুঁজে পাইনি বর্ণমালা কাকে বলে, বর্ণমালা কত প্রকার কি কি, বাংলা বর্ণমালা কয়টি এবং স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কতটি এরকম কোন বর্ণনা বা প্রশ্ন। আমার বাসায় বাচ্চাদের গৃহ শিক্ষককে এসব ব্যাপারে আলোচনা করতে বলায় তিনজন শিক্ষক আর পড়াতেই আসেননি। এসব বিষয়ে দৃষ্টি আকর্ষন করছি।

  • @khadizatulkubra1683
    @khadizatulkubra1683 Рік тому

    আপনি এতো ভালো কেন?
    এইভাবে নিয়মিত ভিডিও দেবেন প্লিজ

  • @mdUzzalKhan-xp2fk
    @mdUzzalKhan-xp2fk Рік тому

    ❤❤❤❤❤❤❤স্যার এত সুন্দর করে বুঝানোর ধন্যবাদ,,

  • @md.abulhossen633
    @md.abulhossen633 Рік тому +1

    দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

  • @brahmanandasingsardar8365
    @brahmanandasingsardar8365 Рік тому

    খুব ভালো ভাবে বুঝিয়ে আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ।

  • @SasankaSekharChakraborty-pl2xh

    Banglar bhasar alochanata khub e bhalo laglo.

  • @prakashghosh8988
    @prakashghosh8988 Рік тому +1

    Yes thanks so much for your teaching idea

  • @sudipbhattacharjee4059
    @sudipbhattacharjee4059 2 роки тому +1

    খুব ভালো লাগল। আপনার কাজ প্রচার পাক বাংলার দিকে দিকে।

    • @Banglaobanglarprokriti
      @Banglaobanglarprokriti  2 роки тому

      অশেষ ধন্যবাদ।সঙ্গে থাকবেন❤️

  • @sikhastutorial5813
    @sikhastutorial5813 Рік тому

    প্রতি টি আলোচনা খুব সুন্দর লাগে ধন্যবাদ আপনাকে

  • @pulakchatterjee7251
    @pulakchatterjee7251 Рік тому

    অত্যন্ত যত্নশীল, শুভ প্রয়াস!

  • @manishkumardeb2677
    @manishkumardeb2677 Рік тому

    Khub sundar barnan, dhanyavad

  • @RahmatUllah-gi2es
    @RahmatUllah-gi2es 3 місяці тому

    স্যার আপনাকে অনেক ধন্যবাদ

  • @arunkumarsadhukhan5078
    @arunkumarsadhukhan5078 Рік тому

    Khub valo laglo.Valo bhuziyechen.

  • @harshapati5369
    @harshapati5369 Рік тому

    KHUB SUNDAR BUJHIYECHEN::

  • @bharatibhowmickhaoldar3951
    @bharatibhowmickhaoldar3951 Рік тому

    Khub valo legeche dada.ei rakom vedio aro chai

  • @ujjalbiswas4888
    @ujjalbiswas4888 Рік тому

    আপনার ভিডিও গুলি অসাধারণ

  • @nastinkhatun5125
    @nastinkhatun5125 Рік тому

    Thank you sir ato valo vabe bojhanor janno

  • @mitraray7898
    @mitraray7898 Рік тому

    চমৎকার বোঝালেন!

  • @rohanrazib708
    @rohanrazib708 11 місяців тому

    অনেক ধন্যবাদ।

  • @salmayasmin2316
    @salmayasmin2316 Рік тому

    খুব ভালো লাগলো।

  • @unity1206
    @unity1206 Рік тому +1

    Well explained.👍👍👍

  • @geetasreesil661
    @geetasreesil661 Рік тому

    খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, ধন্যবাদ

  • @swapankumarchakrabarty9559
    @swapankumarchakrabarty9559 5 місяців тому

    ভাষা ও বিগ্যান্ , একে অপরের সাথে যুক্ত

  • @avijitchakraborty6555
    @avijitchakraborty6555 Рік тому

    sir thank you anek kichu poriskar holo...

  • @AdmiringCaptainHat-lk7dy
    @AdmiringCaptainHat-lk7dy 3 місяці тому

    স্যার আজকে উচ্চারণ টা শিখলাম

  • @sukhondutta1880
    @sukhondutta1880 Рік тому

    অসাধারণ উপস্থাপন।

  • @tarunghatak2679
    @tarunghatak2679 Рік тому

    খুব ভালো।

  • @hindugods7694
    @hindugods7694 6 місяців тому

    Thank you thank you . Thank you ❤❤❤

  • @swastikabiswas3277
    @swastikabiswas3277 Рік тому

    অনেক ধন্যবাদ আপনাকে 🙏

  • @anjanaghosh9979
    @anjanaghosh9979 6 місяців тому

    খুব সুন্দর

  • @bashirahmadpatan3933
    @bashirahmadpatan3933 Рік тому

    ধন্যবাদ জনাব

  • @ratribiswas2441
    @ratribiswas2441 Рік тому

    ভালো প্রয়াস

  • @mdmomin452
    @mdmomin452 2 роки тому +4

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুক

    • @bibhasbiswas5728
      @bibhasbiswas5728 Рік тому +2

      এই মাশাআল্লাহ, আল হামদুলিল্লাহ আরাবিক শব্দগুলো আরবি ভাষা চর্চার সময় প্রয়োগ কোরো। বাংলায় এই সব অবান্তর শব্দের অনর্থক প্রয়োগ করে সুন্দর বাংলা ভাষাকে কালুষিত কোরো না।

    • @abdussalam-by8ir
      @abdussalam-by8ir Рік тому

      ​​@@bibhasbiswas5728
      এভাবেই বাংলা ভাষায় প্রচুর আরবি,ফার্সি,তুর্কী,পুর্তগিজ ও ইংরেজি শব্দ প্রবেশ করেছে। ইংরেজি প্রবেশের গতি আগের চেয়েও বর্তমানে অধিক বেগবান। এক ভাষা থেকে অন্য ভাষায় শব্দের প্রবেশ বা অনুপ্রবেশ চীর কালই ঘটে আসছে । পুজা , রোজা,নামাজ,ভজন,কির্তন, আল্লাহ , ইশ্বর ,খোদা, ভগবান,গড --- যার যেটা ইচ্ছা ব্যবহার করবে , এতে ভাষার সক্ষমতা বৃদ্ধি পায় ভাষা সমৃদ্ধ হয় ।

  • @eitykotha3387
    @eitykotha3387 Рік тому

    ধন্যবাদ সার।

  • @rajibdhar3148
    @rajibdhar3148 Рік тому

    Chamatkar laglo

  • @siddhartharanjandey8760
    @siddhartharanjandey8760 Рік тому

    Bah khub sundor kore Apni Bujhalen .

  • @digitalseva6792
    @digitalseva6792 9 місяців тому

    অসাধারণ।

  • @biswajogot
    @biswajogot Рік тому

    দারুণ লাগলো।

  • @abhijitmondal8920
    @abhijitmondal8920 Рік тому

    Sundar teaching techniques ❤❤❤

  • @madhusudanray3251
    @madhusudanray3251 Рік тому

    ধন্যবাদ স্যার

  • @tapanmajhi1185
    @tapanmajhi1185 Рік тому

    খুব ভাল বুঝালেন দাদা।

  • @rabindranathbera2223
    @rabindranathbera2223 Рік тому

    সুন্দর।

  • @bipulranjansen8934
    @bipulranjansen8934 8 місяців тому

    আপনি প্রথম দিকে সঠিক ভাবে যুক্ত বর্ণের উচ্চারণ করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ । কিন্তু , মাঝখানে এই যুক্ত বর্ণ সহযোগে গঠিত শব্দের সঠিক উচ্চারণ না করে বিকৃত উচ্চারণ করেছেন , এ রকম বিকৃত উচ্চারণ করে বাংলা ভাষার সঠিক উচ্চারণের অপমান করবেন না।

  • @prokashmodak2534
    @prokashmodak2534 8 місяців тому

    Excelent teaching

  • @hasinabintehasan9752
    @hasinabintehasan9752 Рік тому

    অসাধারণ!💜💙

  • @raniferdous9415
    @raniferdous9415 Рік тому +2

    Oshonkhkho dhonnobad. Amar akta proshno chilo. Proshno ta holo banglay hoyshonto naame je jinish ta bebohar kora hoy tar kaaj ki abong sheta na dile ki hoy?
    Ei bishoye jodi apnar video theke thake kindly link ta deben please. R jodi na thake tahole ei bishoye ekti video deyar onurodh roilo.

  • @lutfarmondal3026
    @lutfarmondal3026 Рік тому

    সুন্দর। ধন্যবাদ।

  • @mdshahazada4306
    @mdshahazada4306 Рік тому

    ধন্যবাদ ❤

  • @All-Earning-Plans
    @All-Earning-Plans Рік тому

    Good. Thanks

  • @tapasbakshi3951
    @tapasbakshi3951 Рік тому +1

    Valo laglo.learnt many things.

  • @niranzanchandrabarmanniru8570
    @niranzanchandrabarmanniru8570 8 місяців тому

    চমৎকার সব
    স্যার

  • @GoutamGhosh-u4w
    @GoutamGhosh-u4w 9 місяців тому

    Ok sir pronam janai

  • @mdtareq1933
    @mdtareq1933 2 роки тому +1

    এই রকম ভিডিও আরো চাই

  • @ruziakter3949
    @ruziakter3949 Рік тому

    Thanks a lot

  • @nurjamalsk3081
    @nurjamalsk3081 Рік тому

    মূঢ়। এটার উচ্চারণ❤