প্রাইমারি স্কুলের মাস্টার, এইভাবে সুন্দর করে যদি ছাত্রকে বুঝায় তাহলেই বাংলা ভাষায় ছাত্ররা আরও উন্নত করতে পাবে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দুর্নীতিতে পড়ে গেছে স্কুল মাস্টার, সত্যি কথা যদি এদেরকে প্রাথমিক বাংলা ভাষায় কিছু জিজ্ঞেস করা যায় এটা কলম ভেঙে ফেলবে। আপনার বোঝানোর টেকনিক খুব সুন্দর
বাংলা শব্দে তিনটি স এর বানান ভুল সকলেরই ঘটে। এই বানান ভুল ঠিক করার জন্য ষত্ব বিধান জানতে হয়। কিন্তু এই ভিডিওতে তোমরা মাত্র দুটো নিয়ম পাবে যেগুলো জানলেই তোমরা শব্দের মধ্যে কোথায় কোন স বসবে তা নির্ণয় করতে পারবে। ষত্ব বিধানের সমস্ত কঠিন নিয়ম গুলো মুখস্ত করার দরকার নেই। এই চ্যানেলের ভিডিওগুলি দেখলে ব্যাকরণ খুব সহজ লাগবে। বাংলা ব্যাকরণকে ভয় লাগবে না।
আপনার বিষয় নির্ণয় ও তার সহজ সরল বিশ্লেষণ সত্যই প্রশংসনীয়। এতদ্ব্যতীত এ্যানিমেশন গ্র্যাফিক্স ও উপযুক্ত ফটোগ্রাফির সপ্রযুক্ত উপস্থাপনা আপনার ভিডিওটিতে অত্যন্ত মনোগ্রাহী করে তুলেছে। আপনার এই উদ্যোগ তথাকথিত পিছিয়ে পড়া বাচ্চা এমনকি বহু শিক্ষকদের অনুপ্রাণিত ও সাহায্য করবে, এ আমি নিশ্চিত রূপে বলতে পারি। আমি বহুদিন ধরে এই একই ভসবনায় ভাবিত হয়ে, সাধ্যমত Live Animation (video ) নয়, বিভিন্ন স্কুল, NGO ও আগ্রহী সংগঠনকে সাহায্য করে চলেছি। ইংরেজী ভাষা নিয়ে আমার ভাবনা- চিন্তা নানা রকম। যদি আপনি ব্যতীত অন্য কেউ প্রয়োজন মনে করেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে - এই আমন্ত্রণ আমি রাখলাম। আমি ধন্য হব শিশুদের বাড়ে কিঞ্চিৎ সাহায্যে লাগলে। যোগাযোগের নং: ৯০০৭৪ ০৬৩৪৫ / 9007406345
বাংলা ভাষাটির মূল উৎপত্তি সংস্কৃত ভাষা থেকে। সব থেকে কঠিন ভাষা হলো বাংলা। অনেক বাঙালি আছেন, যাঁরা বাংলা ভাষা শুদ্ধ করে বলতে বা লিখতে অপারগ। ঐচ্ছিক ভাষা হিসাবে বাংলা ভাষার একটা বদনাম আছে। কিন্তু যেহেতু বাংলা ভাষার মূল উৎপত্তি সংস্কৃত, সেহেতু নিছক কয়েকটি নিয়মে ভাষাটি সীমাবদ্ধ নয়।
প্রোথোম উচ্চারনটি শুদ্ধ। তবে আমার ক্ষেত্রে ঝাড়খন্ডি উপভাষার টানের জন্য অনেক 'ও' উচ্চারণ 'অ' হয়ে যায়। এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমি চেষ্টা করছি নিজের উচ্চারন শুদ্ধ করার।
Pratibadan tir jannye dhannyabad. Daya kore bangla news Channel gulote mahila anchor der 'saa' er uchchran guli shudhre dite sahajyo korun. Onara danter 'sa' keo talubar 'sha' uchchran koren. Jamon : 'sarkar' ke 'sharkar', 'sansad' ke 'shashad'. Sabetei talubar 'sha'. Hindi news e ei udor pindi budhor ghare hoi na.
প্রাইমারি স্কুলের মাস্টার, এইভাবে সুন্দর করে যদি ছাত্রকে বুঝায় তাহলেই বাংলা ভাষায় ছাত্ররা আরও উন্নত করতে পাবে।
কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দুর্নীতিতে পড়ে গেছে স্কুল মাস্টার, সত্যি কথা যদি এদেরকে প্রাথমিক বাংলা ভাষায় কিছু জিজ্ঞেস করা যায় এটা কলম ভেঙে ফেলবে।
আপনার বোঝানোর টেকনিক খুব সুন্দর
অনেক ধন্যবাদ। ফেলে আসা দিনের ভুল শুধরে নেয়ার সুযোগ পেলাম।
ভীষণ, অসাধারন, পূজনীয়েষু, আবিষ্কার বাংলাদেশ থেকে
ভীষণ,অসাধারণ,পূজনীয়েষূ আবিষ্কার ।
ছোট বেলা থেকেই বাংলা আমার ভয়ের কারণ।
আপনার মত শিক্ষক ছোট বেলা পেলে হয়তো আমি বাংলা জয় করতে পারতাম।
ধন্যবাদ স্যার।
আমি বাংলাদেশ থেকে। 🇧🇩
ভীষণ, অসাধারন, পূজনীয়েষু, আবিষ্কার।
ভীশণ
অসাধারণ
পূজনীয়েষু
আবিস্কার
ভিষণ
ভালো বুঝিয়েছেন।ধন্যবাদ।
সত্যি খুব উপকারের এই ভিডিও টা ।ধন্যবাদ ।
খুব সুন্দর ভাবে বোঝানো হয়েছে।
বাংলা শব্দে তিনটি স এর বানান ভুল সকলেরই ঘটে। এই বানান ভুল ঠিক করার জন্য ষত্ব বিধান জানতে হয়। কিন্তু এই ভিডিওতে তোমরা মাত্র দুটো নিয়ম পাবে যেগুলো জানলেই তোমরা শব্দের মধ্যে কোথায় কোন স বসবে তা নির্ণয় করতে পারবে। ষত্ব বিধানের সমস্ত কঠিন নিয়ম গুলো মুখস্ত করার দরকার নেই। এই চ্যানেলের ভিডিওগুলি দেখলে ব্যাকরণ খুব সহজ লাগবে। বাংলা ব্যাকরণকে ভয় লাগবে না।
স্যার আদাব/নমস্ষার আপনার ভিডিও থেকে আনেক মৌলিক তথ্য সহজ বুঝতে পারছি। আপনাকে অশেষ ধন্যবাদ জানাছি, ভালো থাকুন।
ভীষণ
অসাধারণ
পুজনীযসু
আবিষ্কার
ভীষণ অসাধারন পূজনীয়েষু আবিস্কার
এক কথায় " অসাধারণ ". Excellent explanation.
ভীষন অসাধারন পুজনিয়েস আবিষ্কার
Watching from Bangladesh ❤️❤️💕
Love you bro ❤❤❤
ভীষন । অসাধারণ। পূজোনিয়েসু। আবিষ্কার। 😊
ভীষণ অসাধারণ আবিষ্কার পূজনীয়েসু
চমৎকার বিশ্লেষণ।
Very Very Very good information.
অসাধারণ। একটা ভালো ব্যকরণ বই বলুন।
Sir Apnk Many many Thanks....
Amader K eto Sundhor Kore Bujanor Jonno......!!
ভীষণ, অসাধারণ, আবিষ্কার ---পূজনীয় মূর্ধন্য "ষ"---?
ভীষণ, অসাধারণ, পূজনীয়েষু, আবিষ্কার
thanks
@@sahajbanglashiksha by
খুব সুন্দর 👌🙏
আমি তো অবাক।এত সুন্দর করে শিখানোর জন্য
খুব সুন্দর ভাবে বোঝাচ্ছেন,,,
From Bangladesh. Superb
আমার বেশ। ভালো লাগলো।
আপনার বিষয় নির্ণয় ও তার সহজ সরল বিশ্লেষণ সত্যই প্রশংসনীয়। এতদ্ব্যতীত এ্যানিমেশন গ্র্যাফিক্স ও উপযুক্ত ফটোগ্রাফির সপ্রযুক্ত উপস্থাপনা আপনার ভিডিওটিতে অত্যন্ত মনোগ্রাহী করে তুলেছে। আপনার এই উদ্যোগ তথাকথিত পিছিয়ে পড়া বাচ্চা এমনকি বহু শিক্ষকদের অনুপ্রাণিত ও সাহায্য করবে, এ আমি নিশ্চিত রূপে বলতে পারি।
আমি বহুদিন ধরে এই একই ভসবনায় ভাবিত হয়ে, সাধ্যমত Live Animation (video ) নয়, বিভিন্ন স্কুল, NGO ও আগ্রহী সংগঠনকে সাহায্য করে চলেছি। ইংরেজী ভাষা নিয়ে আমার ভাবনা- চিন্তা নানা রকম। যদি আপনি ব্যতীত অন্য কেউ প্রয়োজন মনে করেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে - এই আমন্ত্রণ আমি রাখলাম। আমি ধন্য হব শিশুদের বাড়ে কিঞ্চিৎ সাহায্যে লাগলে।
যোগাযোগের নং: ৯০০৭৪ ০৬৩৪৫ / 9007406345
অনেক ধন্যবাদ আপনাকে
খুব সুন্দর বুজলাম
Thank you🌹❤🙏😊
খুব সুন্দর বিশ্লেষণ এবং বোঝানোর দক্ষতা।
অসাধারণ একটা ভিডিও
এতো সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ।
এত সুন্দর করে শেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ | দাদা আপনার নাম কি? প্লিজ শেয়ার your নাম |
ভীষণ
স্যার অসংখ্য ধন্যবাদ।
স্যার আমি ক্লাস 6 পড়ি আগে আমি বুঝতে পারতাম না তবে এই ভিডিও দেখে বুঝতে পারছি ।❤
ভীষণ , অসাধারণ, পূজনীয়েষু হবে।
সুনদর
Excellent video
অসাধারণ আলোচনা ।
ধন্যবাদ
ভীষণ, অসাধারণ, পূজনীয়েষূ, আবিষ্কার।
Jajakallah
Khub khub valo
Khub valo
Dhanyabaad
খুব সুন্দর ব্যাখ্যা। অশেষ ধন্যবাদ।
অসাধারন,
অসাধারণ
ভীষন, অসাধারণ, পূজনীয়েmurdanyasu, আবিষ্কার,
অসংখ্য ধন্যবাদ
সব বাংলা শিক্ষকেরা যদি ছোট থেকেই এই ভাবে পড়ান তাহলে সকল ছাত্রছাত্রী সঠিক বানান শিখত ৷
Beautiful ❤
ভালো লাগলো, অনেক ধন্যবাদ।
স, শ ষ কে ছ উচ্চারন করবেন না। উচ্চারনের ক্লাসে বার বার স কে ছ উচ্চারন করায় আর শুনার ইচ্ছে থাকল। দয়া করে এই উচ্চারন শুদ্ধ করে নিন। শ্রুতি কটু
বাংলা ভাষায় মাত্রাযুকত আর মাত্রা হীন অক্ষর হয় কেন
এগুলো হবে নিম্নরূপ:- যেমন, আবিষ্কার, অসাধারণ, বিসর্জন, ভীষণ,তিরস্কার, পূজনীয়েষু ইত্যাদি।
খুব ভালো লাগলো ❤️
Excellent
এই ধরনের আরো খুটিননাটি বিষয়গুলি আলোচননার অনুরোধ রইল
ভিষণ,অসাধারণ, আবিস্কার,পুজনীয়ষু।
আবিষ্কার,ভীষণ,অসাধারন,পূজনীয়েষু
very useful.
ভীষণ, অসাধারণ,পূজনীয়েষ, আবিষ্কার
বাংলা ভাষাটির মূল উৎপত্তি সংস্কৃত ভাষা থেকে। সব থেকে কঠিন ভাষা হলো বাংলা। অনেক বাঙালি আছেন, যাঁরা বাংলা ভাষা শুদ্ধ করে বলতে বা লিখতে অপারগ। ঐচ্ছিক ভাষা হিসাবে বাংলা ভাষার একটা বদনাম আছে। কিন্তু যেহেতু বাংলা ভাষার মূল উৎপত্তি সংস্কৃত, সেহেতু নিছক কয়েকটি নিয়মে ভাষাটি সীমাবদ্ধ নয়।
very good advice
Sir apnar class onk valo lage ❤
Thank you
very nice
পূজনীয়শু
ভীষণ, অসাধারণ, পূজনীয়েষু, আবিষ্কার, তিরস্কার
Khub sundor. Thank you so much 🙏😀
খুব দরকারি পোস্ট I উপকৃত হলাম. I
Correction: " Live Animation, (Video নয়") --পড়ুন।
Fine lesson. But get yourself a good narrator.
ভীষণ
অসাধারন
পূজনীয়েষু
আবিষ্কার
তোমার বন্ধু 🎁🙏 আগেই এসে গেছি,তুমিও আবার কবিতা শুনতে এসো ❤
May Allah bless you.
অসাধারণ, 🎉অনেক অনেক ধন্যবাদ
বাংলা একাডেমির উচিৎ, এই সব একাধিক শ, ন, জ, ও ছ ইত্যাদি ব্যবহার বন্ধ করে ভাষাকে সহজ করা। ধন্যবাদ।
ভালো ভিডিও। ধন্যবাদ 🙏 তবে "দোন্তো ন" না বলে দন্ত ন বলা ভালো।
Thank you sir, rosii kar, dirghai kar কোথায় কখন বসবে, যদি একটু বলেন
দেখছি এই বিষয়টা নিয়ে ভিডিও করা যায় কিনা
@@sahajbanglashiksha kindly 'e-kar' r 'dirgho e-kar' evabe bolben, ba bolte bolben.. rosii kar, dirghai kar evabe bolata sothik mone hoy na.
অসাধারন
Sunder explanation.Thank you.
Apurba
Thank you
স্যার জ য য় কোথায় কেমন লেখা হবে একটা ভিডিও দিননা ই কার ঈ কোথায কেমোন লেখা হবে একটি যদি ভিডিও দিতেন
Sir plz tell us about Kashmir spelling.
Very nice
Onek din dhore ei question tar answer khujchilam bacha ke ki bhabe sohoje bojhate pari,onek onek 😊🙏sir apnake
ত আর ৎ ব্যাবহার সম্পর্কিত কিছু শব্দের কোথায় ত আর কোথায় ৎ বসবে সে সম্পর্কিত আলোচনা চাই।
ভুল করে কলম সৈনিক তার যা বলে তাহা শুদ্ধ আর অন্য লোক বললে ভুল
ভাল লাগল ৷ প্রথম উচ্চারণটি কি প্র-অথম না প্রোথম হবে ?
প্রোথোম উচ্চারনটি শুদ্ধ। তবে আমার ক্ষেত্রে ঝাড়খন্ডি উপভাষার টানের জন্য অনেক 'ও' উচ্চারণ 'অ' হয়ে যায়। এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমি চেষ্টা করছি নিজের উচ্চারন শুদ্ধ করার।
দারুন লাগলো।
Pratibadan tir jannye dhannyabad. Daya kore bangla news Channel gulote mahila anchor der 'saa' er uchchran guli shudhre dite sahajyo korun. Onara danter 'sa' keo talubar 'sha' uchchran koren. Jamon : 'sarkar' ke 'sharkar', 'sansad' ke 'shashad'. Sabetei talubar 'sha'. Hindi news e ei udor pindi budhor ghare hoi na.
আরও ভিডিও চাই দাদা।
Dhonyobad. Kintu apnar nijer uchharon thik kora dorkar dada.
আমার উচ্চারণের সমস্যাগুলো অনেকেই ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। আপনিও বললেন। আপনাকেও ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে সঠিক উচ্চারণ দেওয়ার চেষ্টা করব।
Sir prashna banan e শ keno?
ণ er opor ষ haoa uthitt chhilo na ki?
Nice
খুব সুন্দর । ণত্ব বিধান টা আর একবার বোলবেন দয়া করে ?
আপনার ভিডিও ও তার কনটেন্ট অপূর্ব। কিন্তু আপনার দন্ত) স এর উচ্চারণটা আধুনিক নয়। Sh নয় more like a S
পরবর্তী ভিডিওতে সঠিক উচ্চারণ দিতে পারব আশা করছি
@@sahajbanglashiksha ধন্যবাদ জানাই আপনাকে। শেখানোর সাথে সাথে যে শিখতে জানে সে ই প্রকৃত শিক্ষক।